PGP স্বাক্ষর - ইনক্রিপ্টেড/ডিক্রিপ্টেড মেসেজ (১ম অংশ) (https://www.altcoinstalks.com/index.php?topic=325397.msg1654933#msg1654933)
ইনক্রিপ্টেড মেসেজ ক্রিয়েট করার নিয়ম Go to top (#post_top)
ইনক্রিপ্টেড মেসেজ ক্রিয়েট করার পূর্বে আমাদের একজনের PGP ফিঙ্গারপ্রিন্ট/পাবলিক কী এর দরকার হবে। আমরা ইতিপূর্বেই Husna QA এর পাবলিক কী ইমপোর্ট করে ফেলেছিলাম।
ধরে নিন, নিচে দেখানো মেসেজটি আমরা ইনক্রিপ্ট করতে চাচ্ছি।
It's m-day-online-r going to Encrypt this message..
..using Kleopatra PGP Encryption
1. নোটপ্যাড ওপেন করুন; তারপর মেসেজ টাইপ করুন; তারপর মেসেজ সিলেক্ট করুন; তারপর মেসেজ কপি করুন।
2. System Tray ওপেন করুন; তারপর Kleopatra আইকনের ডান পাশে চাপ দিন; তারপর মাউসের কারসরটি Clipboard অপশনে নিয়ে যান; এরপর Encrypt এ ক্লিক দিন...
(https://www.talkimg.com/images/2023/10/05/PO96J.png) (https://www.talkimg.com/images/2023/10/05/POBjC.png)
3. Add Recipient(1) এ ক্লিক দিন
(https://www.talkimg.com/images/2023/10/05/POgDb.png) (https://www.talkimg.com/images/2023/10/05/PO8nv.png)
4. Recipient সিলেক্ট করুন; এরপর OK তে ক্লিক করুন; এরপর Next এ ক্লিক করুন
(https://www.talkimg.com/images/2023/10/05/POKvH.png) (https://www.talkimg.com/images/2023/10/05/PObgg.png)
5. OK তে ক্লিক করুন
(https://www.talkimg.com/images/2023/10/05/PODuI.png)
6. নোটপ্যাড খুলুন; তারপর Paste বাটনে চাপ দিন (Ctrl+V)
-----BEGIN PGP MESSAGE-----
hQIMAxIivShhBiNAAQ/7BfTGV45X7tTjagQ/mfukFLFqo/FfrHLqVhySDYsYsoE5
hAXlQeKEm6mBC5XR30OutDYCEdQSW9JJTNrBFXwdghyHsfn1aVRZqNFrxtJYRM4C
yqFqfTPztfq8J4AGm9AtRmBi/EfIRI1QqgjGKokhHzHIeMUzO5wr5CnTfgH/8Xp2
SWq7R7b4ZQ0kxt2Jfj0n80wzWL/s1+IABl1JdiXeRqabaNrHR0VhrJYZlRYoZenC
/HXwlUWooyVG1oMfBr+qiaVddmzX2q6V5HrO4HBtaQ8bePK/zAdJE0KBKtcH0F3t
q4g7jErt7mmqw4WI+6l0wbix3FwFPPWFp9UkkV7QflUzvLHrEK+dK0Sx8+mALEhT
bkaGTypBslbAQGWXdQ4F66Zg/Pxkbu46IF8SZki9PTi5ngIwH6sOTgQFcXDlsbDz
eOLf1BH50LP0C5BbeVlHAHl+uP4A5Sd2ng6d0lACoMPNYCJEIERFSdoVG2N4s3QT
diihurYJCKLRO0g/vIEtoxnXltg9TAlJ0VQoGhirN4bMiNe1KV7qpl4/xXeFbjVD
IuiDFGG6q7Als9rzbt8dJKAMjOwlG/ai6vP/51IUqA0NaMX/HlEI2p8ZmqyeW28y
SnoRSOL4A3G6Bv7wORsFdX0DTRdCLAqtzF/HPx+U8xBMw2Uu1/sUrIAMtG6fTgXS
hgFrTTMr9mAJ83NbbKU0408hYMuIKPYM+fibolxxLnvSD40EuzsR5aeKOmfD/Le4
91PU5AQeWkcMSSuGvHDgGUZUyhrGM+bYV2ACNQ3+Hj1ZuRLsYoukcPxIo5ovpALs
xqSFtN1jNFhSShFagnGJuXyDi7HIz7TgQS9E+HmAfBF8ZeiW10G+
=ONYM
-----END PGP MESSAGE-----
মেসেজ ইনক্রিপ্ট করায় আপনাকে অভিনন্দন। আপনি যদি মেসেজটি Husna QA কে পাঠান তাহলে শুধুমাত্র তিনি সেটি ডিক্রিপ্ট করে পড়তে পারবেন।
ইনক্রিপ্টেড মেসেজ ডিক্রিপ্ট করার নিয়ম Go to top (#post_top)
ধরুন আপনি আমার PGP ফিঙ্গারপ্রিন্ট/পাবলিক কী জানেন। আপনি আমাকে একটা ইনক্রিপ্টেড মেসেজ পাঠিয়েছেন যা নীচে রয়েছে।
-----BEGIN PGP MESSAGE-----
hQEMA1cp8vlhFFhCAQf9FwUtrVFPHGIk+BOKOm5E5KpfIJz38hta1bz45uo4sxK3
JWgKM6H6WIwu/KJ8TFqgDIE6kHJjD/RRbPyZgm4eK0I6Wf328U3m5kAPOfijfF9M
lOq2Ge3RJM++aMk+n4DWTk9yYCr3gjlA+okAweU2A/FceadcK4oI9TEvtEADjali
aVaycGckF1v+d6chtBsWwb2pIvGOR+2kYSCYh9eKOLv2mPe4drjQ2rv5CupeDkms
bOeI65iKdc2Lgij4x+BbaITV0BDKnu/cWcRdAijGga1YdJAtAh6HSnjUsfiKj5bU
58GH4FC5G2TDmLWpUKVIdMuoX6BPyN4DS+EeI44fWtKEAWBVaCNAiLdqBQObrXiW
V8qRfGNefIIu/Dc2y33aNfKGYDyFpcdcQBqdOXFe4KWgH1ZuJq/J+7Ooy7v7YuYe
fDAuT9AQTJw0pAsira41pmPkzlwJBEmd3Abu4hkgVOBeY93Bo5+9tMB/93QL3flq
IGElANrEzaTv8YfSU8DCsXvdKara
=90j2
-----END PGP MESSAGE-----
আমার ফিঙ্গারপ্রিন্ট (ফোরামের জন্য আমি নিচে দেয়া ফিঙ্গারপ্রিন্টটি ব্যবহার করতেছি):81DAEE690159E01E28FF951086FEA0B65C6E1B2C
এবার আমরা দেখবো মেসেজ কিভাবে ডিক্রিপ্ট করতে হয়।
1. সম্পূর্ন মেসেজটি সিলেক্ট করে কপি করুন (Ctrl+C)
2. System Tray ওপেন করুন; তারপর Kleopatra আইকনের ডান পাশে চাপ দিন; তারপর মাউসের কারসরটি Clipboard অপশনে নিয়ে যান; এরপর Decrypt/Verify এ ক্লিক দিন...
(https://www.talkimg.com/images/2023/10/05/POONd.png) (https://www.talkimg.com/images/2023/10/05/POWo5.png)
3. পাসফ্রেস দিন (1) এবং OK (2) তে ক্লিক করুন
(https://www.talkimg.com/images/2023/10/05/POexz.png) (https://www.talkimg.com/images/2023/10/05/PO0P2.png)
4. Finish এ ক্লিক দিন
(https://www.talkimg.com/images/2023/10/05/POljc.png) (https://www.talkimg.com/images/2023/10/05/PWUnq.png)
5. নোটপ্যাড খুলুন; তারপর Paste বাটনে চাপ দিন (Ctrl+V)
Hello m-day-online-r,
I am sending you this encrypted message.
Thank you.
এটা ছিল সেই মেসেজ যেটা উপরে ইনক্রিপ্ট অবস্থায় দেখানো হয়েছিল।
বাস্তব জীবনে কিছু PGP পাবলিক কী
Go to top (#post_top)
নাম | অন্য পরিচয় | কী ফাইল বা ফিঙ্গারপ্রিন্ট | রেফারেন্স |
satoshi (https://bitcointalk.org/index.php?action=profile;u=3) | প্রতিষ্ঠাতা এবং বিটকয়েনের নির্মাতা | ফাইল (https://bitcointalk.org/Satoshi_Nakamoto.asc) | সোর্স (https://bitcointalk.org/index.php?topic=1159946.msg12221819#msg12221819) |
theymos (https://bitcointalk.org/index.php?action=profile;u=35) | বিটকয়েনটকের পরিচালক | ফাইল (https://bitcointalk.org/theymos.asc) | সোর্স (https://bitcointalk.org/index.php?topic=1159946.msg12219091#msg12219091) |
gmaxwell (https://bitcointalk.org/index.php?action=profile;u=11425) | বিটকয়েন কোর ডেভোলপার | ফাইল (http://bitcoin.org/gmaxwell.asc) | সোর্স (https://bitcointalk.org/index.php?topic=3327907.0) |
হোমওয়ার্ক/বাড়ির কাজ
Go to top (#post_top)
এই সেকশনে স্বাগতম। প্রথমেই আমরা জেনে নেই এখানে আমরা কি কি করতে যাচ্ছি।
1. নিচে দেয়া তথ্য মোতাবেক নতুন কী-পেয়ার ক্রিয়েট করি
Name: ex-<your bitcoinTalk username>
Email: <[email protected]>
i.e:
Name: ex-mdayonliner
Email: <[email protected]>
এখানে আমরা আমাদের আসল নাম এবং ইমেইল ব্যবহার করবো না।
2. ফিঙ্গারপ্রিন্ট অনলাইন সার্ভারে পাবলিশ করবো। এটি আমাদের সহজেই অন্যান্য মেম্বারদের সাথে ইনক্রিপ্টেড যোগাযোগে সাহায্য করবে।
প্রাকটিসের জন্য আমি তোমাদের দুটি কাজ দিবো।
কাজ ১: PGP স্বাক্ষরিত মেসেজ এবং সিগ্নেচার ক্রিয়েট করবে (#post_) - শীঘ্রই আসছে
কাজ ২: মেসেজ ডিক্রিপ্ট এবং ইনক্রিপ্ট করবে (#post_) -শীঘ্রই আসছে
আমার নিজস্ব ফিঙ্গারপ্রিন্টের জন্য এখানে ক্লিক করুন (https://sks-keyservers.net/pks/lookup?op=get&search=0x81DAEE690159E01E28FF951086FEA0B65C6E1B2C).
81DAEE690159E01E28FF951086FEA0B65C6E1B2C
প্রশ্ন ও উত্তর
Go to top (#post_top)
electrobit: Could someone explain what is the purpose or advantages about to create or make a PGP? (https://bitcointalk.org/index.php?topic=4059348.msg38652207#msg38652207)
Answer (https://bitcointalk.org/index.php?topic=4059348.msg38654425#msg38654425)
আপনারা চাইলে এই টপিক রিলেটেড যেকোনো প্রশ্ন করতে পারেন। আমি আমার সর্বোচ্চ চেষ্টা করবো আপনাদের প্রশ্নের উত্তর দেয়ার।
স্বীকৃতি
Go to top (#post_top)
(https://www.talkimg.com/images/2023/10/05/PWavj.png) Husna QA (https://bitcointalk.org/index.php?action=profile;u=1827294): এই টপিকটি PGP/GPG Signed Message - Public Key (https://bitcointalk.org/index.php?topic=3221263.0) থেকে অনুপ্রাণিত হয়ে মূলত আমি PGP শেখার চেষ্টা করি। আমি খুশি টপিকটি ভালোমতো বুঝতে পেরে।
(https://www.talkimg.com/images/2023/10/05/PWavj.png) TryNinja (https://bitcointalk.org/index.php?action=profile;u=557798): কিছু URLs (https://bitcointalk.org/index.php?topic=3776827.msg37813164#msg37813164) সরবরাহ করেছে যা আমার কনফিউশন দূর করেছে।
(https://www.talkimg.com/images/2023/10/05/PWavj.png) hugeblack (https://bitcointalk.org/index.php?action=profile;u=1059082): উদাহরণ হিসেবে কিছু PGP পাবলিক কি (https://bitcointalk.org/index.php?topic=4059348.msg38082152#msg38082152) যুক্ত করার পরামর্শ দিয়েছে।
রেফারেন্স
Go to top (#post_top)
https://en.wikipedia.org/wiki/Pretty_Good_Privacy
http://www.pitt.edu/~poole/PGP.htm
ভবিষ্যতে আরও নতুন নতুন উপকরণ নিয়ে এই টিউটোরিয়ালটি চলমান।
থাকবে এরই সাথে টিউটোরিয়ালটিতে যেকোনো ধরনের ভুল-ত্রুটি, টাইপো থেকে থাকলে আমাকে প্রাইভেট মেসেজে জানাবেন, ধন্যবাদ।