Altcoins Talks - Cryptocurrency Forum

Local => বাংলা (Bengali) => Topic started by: kulkhan on November 14, 2024, 07:40:11 PM

Title: বিটকয়েন কি আবারো ডাম্প দেবে?
Post by: kulkhan on November 14, 2024, 07:40:11 PM
আমি মনে করি বিটকয়েনের মূল্য খুব দ্রুত গতিতে বৃদ্ধি পাচ্ছে। এবং বিটকয়েনের মূল্য দ্রুত সময়ের মধ্যে ১ লাখ ডলারে পৌঁছে যাবে। আমরা জানি বা আমরা দেখেছি যখন বিটকয়েন বা অন্য কোন কারেন্সির মূল্য দ্রুত গতিতে বৃদ্ধি পায় তার পর পরি আবার দ্রুত গতিতে নেমে ও যায়।

আমি মনে করি বিটকয়েনের মূল্য ১ লক্ষ ডলারে পৌঁছে যাওয়ার পর আবারও আমরা বিটকয়েনের মূল্যে বড় ধরনের ডাম্প দেখতে পাবো।

আপনারাও কি তাই মনে করেন?  আপনাদের গুরুত্বপূর্ণ মতামত দিন।
Title: Re: বিটকয়েন কি আবারো ডাম্প দেবে?
Post by: Crypto Library on November 14, 2024, 09:14:52 PM
আমি মনে করি বিটকয়েনের মূল্য খুব দ্রুত গতিতে বৃদ্ধি পাচ্ছে। এবং বিটকয়েনের মূল্য দ্রুত সময়ের মধ্যে ১ লাখ ডলারে পৌঁছে যাবে। আমরা জানি বা আমরা দেখেছি যখন বিটকয়েন বা অন্য কোন কারেন্সির মূল্য দ্রুত গতিতে বৃদ্ধি পায় তার পর পরি আবার দ্রুত গতিতে নেমে ও যায়।

আমি মনে করি বিটকয়েনের মূল্য ১ লক্ষ ডলারে পৌঁছে যাওয়ার পর আবারও আমরা বিটকয়েনের মূল্যে বড় ধরনের ডাম্প দেখতে পাবো।

আপনারাও কি তাই মনে করেন?  আপনাদের গুরুত্বপূর্ণ মতামত দিন।
মনে রাখবেন বিটকয়েনের দাম এর উত্থান এবং পতন এই দুটো মিলেই হচ্ছে এর মার্কেট। আর এখানে যেমন আপনি বা আমি আগে থেকেই বলতে পারব না যে সামনের মাসে বা সামনের বছরে আলু বা পেঁয়াজের কেজি কত টাকা হবে তবে একটা অনুমান করতে পারব যে পেঁয়াজ বা আলুর কেজি সামনের বছর এমন অ্যামাউন্টেড থাকতে পারে আর এটা অনুমান করার জন্য আমরা অবশ্যই বিগত বছরগুলোতে এই পণ্যগুলোর দাম কেমন ছিল এগুলো জানার চেষ্টা করব।
ঠিক তেমনি বিটকয়েনের মার্কেটের ক্ষেত্রেও বিটকয়েন একইভাবে এনালাইসিস করে একটা  প্রিডিকশন করতে পারি।
আমরা অবশ্যই দেখেছি যে বিটকয়েন খুব অল্প দিনের মধ্যেই বড় বড় পাম্প এর মাধ্যমে 93 কে পর্যন্ত চলে এসেছিল এখন আবার মার্কেট ডাম্প হচ্ছে যদিও এই ডাম্প কে আমরা বলি বিটকয়েনের মার্কেট কারেকশন।
আর আমরা অনেকেই আশা করতেছিলাম যে এটি হবে হয়তো বিটকয়েন যখন ৮৫কে কে টাচ করবে তবে সেটা হয়নি। যাই হোক বিটকয়েন মার্কেট কারেকশন এর জন্য ডাম্প করবে তবে আবারো একটা পাম্প দিবে যেখানে বিটকয়েন ১ লাখের উপরে যেতে পারে তবে এক লাখের উপরে বেশি আশা করা যেমন দেড় লাখের বেশি বোকামি হবে।
Title: Re: বিটকয়েন কি আবারো ডাম্প দেবে?
Post by: smartaction on November 15, 2024, 02:05:59 PM
আমি মনে করি বিটকয়েনের মূল্য খুব দ্রুত গতিতে বৃদ্ধি পাচ্ছে। এবং বিটকয়েনের মূল্য দ্রুত সময়ের মধ্যে ১ লাখ ডলারে পৌঁছে যাবে। আমরা জানি বা আমরা দেখেছি যখন বিটকয়েন বা অন্য কোন কারেন্সির মূল্য দ্রুত গতিতে বৃদ্ধি পায় তার পর পরি আবার দ্রুত গতিতে নেমে ও যায়।

আমি মনে করি বিটকয়েনের মূল্য ১ লক্ষ ডলারে পৌঁছে যাওয়ার পর আবারও আমরা বিটকয়েনের মূল্যে বড় ধরনের ডাম্প দেখতে পাবো।

আপনারাও কি তাই মনে করেন?  আপনাদের গুরুত্বপূর্ণ মতামত দিন।

বিটকয়েনের বর্তমান মূল্য এখন স্থির রয়েছে আশা করা যাচ্ছে বিটকয়েন এর মূল্য খুব শীঘ্রই আমরা ১ লক্ষ ডলারে দেখতে পাবো।তবে আমি চিন্তিত রয়েছি জানিনা বিটকয়েন বাজার হঠাৎ যদি দ্রুত গতিতে নেমে ও যায় ১ লক্ষ ডলারে পৌঁছানোর আগেই তবে আমার জন্য বড় ধরনের ক্ষতি নিয়ে আসতে পারে।কারণ আমি আমার বিনিয়োগ করা বিটকয়েন কিছু অংশ বিক্রি করেছি বাকি কিছু রেখে দিয়েছি যেগুলা ১ লক্ষ ডলারে পৌঁছানোর পরে বিক্রি করব।এই কয়েকদিন বিটকয়েনের মূল্য যেভাবে বৃদ্ধি পেতে শুরু করেছিল এভাবে যদি এই কয়েক দিন বৃদ্ধি পেত তবে মনে হয় ১ লক্ষ ডলার অতিক্রম করত।এখন অপেক্ষা করা ছাড়া কোন কিছু করার নেই দেখা যাক এই মাসের মধ্যে বিটকয়েন এর মূল্য কোথায় গিয়া দাঁড়ায়।
Title: Re: বিটকয়েন কি আবারো ডাম্প দেবে?
Post by: JISAN on November 15, 2024, 07:58:48 PM
আমি মনে করি বিটকয়েনের মূল্য খুব দ্রুত গতিতে বৃদ্ধি পাচ্ছে। এবং বিটকয়েনের মূল্য দ্রুত সময়ের মধ্যে ১ লাখ ডলারে পৌঁছে যাবে। আমরা জানি বা আমরা দেখেছি যখন বিটকয়েন বা অন্য কোন কারেন্সির মূল্য দ্রুত গতিতে বৃদ্ধি পায় তার পর পরি আবার দ্রুত গতিতে নেমে ও যায়।

আমি মনে করি বিটকয়েনের মূল্য ১ লক্ষ ডলারে পৌঁছে যাওয়ার পর আবারও আমরা বিটকয়েনের মূল্যে বড় ধরনের ডাম্প দেখতে পাবো।

আপনারাও কি তাই মনে করেন?  আপনাদের গুরুত্বপূর্ণ মতামত দিন।
হ্যাঁ প্রতিটা ATH এরপরেই বিটকয়েনের দামের অনেক বড় ধরনের ক্র্যাশ দেখা যায় এটি আমরা পূর্বের সকল ATH এরপর পরপরই ঘটতে দেখেছি তাই এবারও সেটি ঘটার সম্ভাবনা অবশ্যই রয়েছে। বিটকয়েনে বা অন্যান্য সকল ক্রিপ্টো কয়েন বিনিয়োগ করা অনেক রিস্কি এটি আমরা সবাই জানি আর এটি জানার পরেই আমরা রিস্ক নিয়ে বিনিয়োগ করি। তাই যেহেতু বিটকয়েনের দাম $১০০k এর কাছাকাছি চলে এসেছে তাই এখন আর নতুন করে বিটকয়েনের বিনিয়োগ করা উচিত হবে না। পরবর্তী ক্র্যাশ এর জন্য অপেক্ষা করাই বুদ্ধিমানের কাজ হবে বলে আমি মনে করি।
Title: Re: বিটকয়েন কি আবারো ডাম্প দেবে?
Post by: raisajahan on November 15, 2024, 08:07:48 PM
আমি মনে করি বিটকয়েনের মূল্য খুব দ্রুত গতিতে বৃদ্ধি পাচ্ছে। এবং বিটকয়েনের মূল্য দ্রুত সময়ের মধ্যে ১ লাখ ডলারে পৌঁছে যাবে। আমরা জানি বা আমরা দেখেছি যখন বিটকয়েন বা অন্য কোন কারেন্সির মূল্য দ্রুত গতিতে বৃদ্ধি পায় তার পর পরি আবার দ্রুত গতিতে নেমে ও যায়।

আমি মনে করি বিটকয়েনের মূল্য ১ লক্ষ ডলারে পৌঁছে যাওয়ার পর আবারও আমরা বিটকয়েনের মূল্যে বড় ধরনের ডাম্প দেখতে পাবো।

আপনারাও কি তাই মনে করেন?  আপনাদের গুরুত্বপূর্ণ মতামত দিন।
হ্যাঁ প্রতিটা ATH এরপরেই বিটকয়েনের দামের অনেক বড় ধরনের ক্র্যাশ দেখা যায় এটি আমরা পূর্বের সকল ATH এরপর পরপরই ঘটতে দেখেছি তাই এবারও সেটি ঘটার সম্ভাবনা অবশ্যই রয়েছে। বিটকয়েনে বা অন্যান্য সকল ক্রিপ্টো কয়েন বিনিয়োগ করা অনেক রিস্কি এটি আমরা সবাই জানি আর এটি জানার পরেই আমরা রিস্ক নিয়ে বিনিয়োগ করি। তাই যেহেতু বিটকয়েনের দাম $১০০k এর কাছাকাছি চলে এসেছে তাই এখন আর নতুন করে বিটকয়েনের বিনিয়োগ করা উচিত হবে না। পরবর্তী ক্র্যাশ এর জন্য অপেক্ষা করাই বুদ্ধিমানের কাজ হবে বলে আমি মনে করি।
ভাই আপনি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা কথা বলেছেন বর্তমানে বিটকয়েন এর মূল্য অনেক হাই এই সময়ে বিটকয়েনে ইনভেস্ট করা অত্যন্ত ঝুঁকিপূর্ণ। যেহেতু বিটকয়েনের দাম অত্যন্ত দ্রুত গতিতে বৃদ্ধি পেয়েছে সেহেতু আমি মনে করি আবারো খুব দ্রুত গতিতে বিটকয়েন এর মূল্য কমে যাবে। এটাকে আমরা বিটকয়েনের মূল্যের কারেকশন বলতে পারি। প্রতিটা পাম্পের বিপরীতে আমরা কারেকশন দেখতে পাই। আমি মনে করি বিটকয়েনের মূল্য ৬৫ থেকে ৭০ হাজার ডলারে আবার চলে আসবে। সেই সময়ে ইনভেস্ট করাটা নিরাপদ হয়ে বলে আমি মনে করি।
Title: Re: বিটকয়েন কি আবারো ডাম্প দেবে?
Post by: kulkhan on November 15, 2024, 08:12:33 PM
আমি মনে করি বিটকয়েনের মূল্য খুব দ্রুত গতিতে বৃদ্ধি পাচ্ছে। এবং বিটকয়েনের মূল্য দ্রুত সময়ের মধ্যে ১ লাখ ডলারে পৌঁছে যাবে। আমরা জানি বা আমরা দেখেছি যখন বিটকয়েন বা অন্য কোন কারেন্সির মূল্য দ্রুত গতিতে বৃদ্ধি পায় তার পর পরি আবার দ্রুত গতিতে নেমে ও যায়।

আমি মনে করি বিটকয়েনের মূল্য ১ লক্ষ ডলারে পৌঁছে যাওয়ার পর আবারও আমরা বিটকয়েনের মূল্যে বড় ধরনের ডাম্প দেখতে পাবো।

আপনারাও কি তাই মনে করেন?  আপনাদের গুরুত্বপূর্ণ মতামত দিন।
হ্যাঁ প্রতিটা ATH এরপরেই বিটকয়েনের দামের অনেক বড় ধরনের ক্র্যাশ দেখা যায় এটি আমরা পূর্বের সকল ATH এরপর পরপরই ঘটতে দেখেছি তাই এবারও সেটি ঘটার সম্ভাবনা অবশ্যই রয়েছে। বিটকয়েনে বা অন্যান্য সকল ক্রিপ্টো কয়েন বিনিয়োগ করা অনেক রিস্কি এটি আমরা সবাই জানি আর এটি জানার পরেই আমরা রিস্ক নিয়ে বিনিয়োগ করি। তাই যেহেতু বিটকয়েনের দাম $১০০k এর কাছাকাছি চলে এসেছে তাই এখন আর নতুন করে বিটকয়েনের বিনিয়োগ করা উচিত হবে না। পরবর্তী ক্র্যাশ এর জন্য অপেক্ষা করাই বুদ্ধিমানের কাজ হবে বলে আমি মনে করি।
ভাই আপনি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা কথা বলেছেন বর্তমানে বিটকয়েন এর মূল্য অনেক হাই এই সময়ে বিটকয়েনে ইনভেস্ট করা অত্যন্ত ঝুঁকিপূর্ণ। যেহেতু বিটকয়েনের দাম অত্যন্ত দ্রুত গতিতে বৃদ্ধি পেয়েছে সেহেতু আমি মনে করি আবারো খুব দ্রুত গতিতে বিটকয়েন এর মূল্য কমে যাবে। এটাকে আমরা বিটকয়েনের মূল্যের কারেকশন বলতে পারি। প্রতিটা পাম্পের বিপরীতে আমরা কারেকশন দেখতে পাই। আমি মনে করি বিটকয়েনের মূল্য ৬৫ থেকে ৭০ হাজার ডলারে আবার চলে আসবে। সেই সময়ে ইনভেস্ট করাটা নিরাপদ হয়ে বলে আমি মনে করি।
কথা সত্য এখন বিটকয়েন ইনভেস্ট করা অত্যন্ত ঝুঁকিপূর্ণ হবে এটা আমার বিশ্বাস। এখন বিটকয়েনের মূল্য ৯০ হাজার ডলারের কাছাকাছি, যেকোনো সময় বিটকয়েন এর মূল্য কমে যেতে পারে। এবং কারেকশন পিরিয়ড শুরু হতে পারে কারেকশন পিরিয়ডে বিটকয়েনের মূল্য অনেকটা কমে যেতে পারে।

কারেকশন শেষ হলে তখন বিটকয়েন ইনভেস্ট করা লাভজনক হবে বলে আমি মনে করি। তাই এখন বিটকয়েন ইনভেস্ট না করে উপযুক্ত সময়ের জন্য অপেক্ষা করা উচিত বলে আমি মনে করি।
Title: Re: বিটকয়েন কি আবারো ডাম্প দেবে?
Post by: God Of Thunder on November 16, 2024, 08:06:36 PM
আমি মনে করি বিটকয়েনের মূল্য ১ লক্ষ ডলারে পৌঁছে যাওয়ার পর আবারও আমরা বিটকয়েনের মূল্যে বড় ধরনের ডাম্প দেখতে পাবো।

আপনারাও কি তাই মনে করেন?  আপনাদের গুরুত্বপূর্ণ মতামত দিন।

যেখানেই ভালো সেলিং পয়েন্ট, সেখানেই মার্কেট ডাম্প হবে। ধরেন ১০০কে অনেক বড় একটা প্রাইস এবং বড় বড় হোল্ডার রা বসে আছে কবে বিটকয়েন ১০০কে ক্রস করবে। কারণ তারাও চায় তাদের প্রফিট বুক করতে। ১০০কে প্রাইস হওয়ার পর অনেকেই তাদের বিটকয়েন সেল করবে। এখনো অনেক মানুষ আছে যাদের এভারেজ বায় করা প্রাইস হচ্ছে ১০-১৫ হাজার। তারাও হয়তো অপেক্ষা করছে কবে বিটকয়েন ১ লাখ ডলারে যাবে।

এখন যদি ধরেন ৭০% মানুষের একটা টার্গেট থাকে যে তারা ১ লাখ ডলারে সেল দিবে, আর সেখানে যদি বায় প্রেশার না থাকে, তাহলে সেল প্রেশারের কারনে তো মার্কেট অটোমেটিক ডাম্প করবে। বিটকয়েন যত বড় বড় প্রাইস রেঞ্জ টাচ করুক না কেনো, সেখান থেকে অল্প করে হলেও কারেকশন নিবে। কারণ এটাই বিটকয়েনের ন্যাচার।
Title: Re: বিটকয়েন কি আবারো ডাম্প দেবে?
Post by: smartaction on November 17, 2024, 11:08:52 AM
কথা সত্য এখন বিটকয়েন ইনভেস্ট করা অত্যন্ত ঝুঁকিপূর্ণ হবে এটা আমার বিশ্বাস। এখন বিটকয়েনের মূল্য ৯০ হাজার ডলারের কাছাকাছি, যেকোনো সময় বিটকয়েন এর মূল্য কমে যেতে পারে। এবং কারেকশন পিরিয়ড শুরু হতে পারে কারেকশন পিরিয়ডে বিটকয়েনের মূল্য অনেকটা কমে যেতে পারে।

কারেকশন শেষ হলে তখন বিটকয়েন ইনভেস্ট করা লাভজনক হবে বলে আমি মনে করি। তাই এখন বিটকয়েন ইনভেস্ট না করে উপযুক্ত সময়ের জন্য অপেক্ষা করা উচিত বলে আমি মনে করি।

আমি মনে করি বিটকয়েনের জন্য এখন ঝুকি না নেওয়াটাই ভালো হবে।এখন বিনিয়োগ করা থেকে আমাদের বিরত থাকতে হবে জানিনা বিটকয়েনের বাজার কোন পরিস্থিতির মধ্যে যাবে কয়েকদিনের মধ্যে।সবাই ধারণা করছে এবছরের মধ্যে হয়তো $১০০কে পৌঁছানোর সম্ভাবনা রয়েছে তবে এটা বিপরীত হলে কিছু করার নাই যেমন এখন যদি বিটকয়েনের দাম কমতে থাকে যারা নতুন এ বিনিয়োগ করার চিন্তা করছে তাদের জন্য বড় দুঃখজনক ঘটনা হবে তাদের উদ্দেশ্যে আমি বলব এখন বিনিয়োগ থেকে বিরত থাকুন।তবে বিটকয়েন $১০০কে পৌঁছানোর পরে দাম কোমার বড় সম্ভাবনা রয়েছে সেই সময় আমরা বিনিয়োগ করতে পারি।
Title: Re: বিটকয়েন কি আবারো ডাম্প দেবে?
Post by: JISAN on November 17, 2024, 07:17:08 PM
কথা সত্য এখন বিটকয়েন ইনভেস্ট করা অত্যন্ত ঝুঁকিপূর্ণ হবে এটা আমার বিশ্বাস। এখন বিটকয়েনের মূল্য ৯০ হাজার ডলারের কাছাকাছি, যেকোনো সময় বিটকয়েন এর মূল্য কমে যেতে পারে। এবং কারেকশন পিরিয়ড শুরু হতে পারে কারেকশন পিরিয়ডে বিটকয়েনের মূল্য অনেকটা কমে যেতে পারে।

কারেকশন শেষ হলে তখন বিটকয়েন ইনভেস্ট করা লাভজনক হবে বলে আমি মনে করি। তাই এখন বিটকয়েন ইনভেস্ট না করে উপযুক্ত সময়ের জন্য অপেক্ষা করা উচিত বলে আমি মনে করি।

আমি মনে করি বিটকয়েনের জন্য এখন ঝুকি না নেওয়াটাই ভালো হবে।এখন বিনিয়োগ করা থেকে আমাদের বিরত থাকতে হবে জানিনা বিটকয়েনের বাজার কোন পরিস্থিতির মধ্যে যাবে কয়েকদিনের মধ্যে।সবাই ধারণা করছে এবছরের মধ্যে হয়তো $১০০কে পৌঁছানোর সম্ভাবনা রয়েছে তবে এটা বিপরীত হলে কিছু করার নাই যেমন এখন যদি বিটকয়েনের দাম কমতে থাকে যারা নতুন এ বিনিয়োগ করার চিন্তা করছে তাদের জন্য বড় দুঃখজনক ঘটনা হবে তাদের উদ্দেশ্যে আমি বলব এখন বিনিয়োগ থেকে বিরত থাকুন।তবে বিটকয়েন $১০০কে পৌঁছানোর পরে দাম কোমার বড় সম্ভাবনা রয়েছে সেই সময় আমরা বিনিয়োগ করতে পারি।
দামের কারেকশন হবেই আর তখন এক বড় ডাম্প করতে দেখা যাবে। এমনটা হয়ে থাকে প্রতি হালভিং এর পরেই। বিটকয়েনের দাম $১০০k তে যাওয়া এখন একদম ইজি ব্যাপার। তাই আশা করা যায় যে ১০০কে তে যাবে। তবে এর পরে মার্কেট কারেকশন শুরু হলে তখন আবার ৫০-৬০% ডাউন করতে পারে বিটকয়েনের দাম। তাই এখন যারা ইনভেস্টমেন্ট করতেছে প্যানিক হয়ে তারা যদি কারেকশন শুরু হওয়ার আগে মার্কেট থেকে বেড়িয়ে আসতে না পাড়ে তাহলে বিপদে পড়ে যাবে তখন হয় অনেক বড় লসে সেগুলো বিক্রি করতে হবে তা না হয় পরবর্তী ATH এর জন্য অপেক্ষা করতে হবে।
Title: Re: বিটকয়েন কি আবারো ডাম্প দেবে?
Post by: Crypto Library on November 17, 2024, 09:59:15 PM
দামের কারেকশন হবেই আর তখন এক বড় ডাম্প করতে দেখা যাবে। এমনটা হয়ে থাকে প্রতি হালভিং এর পরেই। বিটকয়েনের দাম $১০০k তে যাওয়া এখন একদম ইজি ব্যাপার। তাই আশা করা যায় যে ১০০কে তে যাবে। তবে এর পরে মার্কেট কারেকশন শুরু হলে তখন আবার ৫০-৬০% ডাউন করতে পারে বিটকয়েনের দাম। তাই এখন যারা ইনভেস্টমেন্ট করতেছে প্যানিক হয়ে তারা যদি কারেকশন শুরু হওয়ার আগে মার্কেট থেকে বেড়িয়ে আসতে না পাড়ে তাহলে বিপদে পড়ে যাবে তখন হয় অনেক বড় লসে সেগুলো বিক্রি করতে হবে তা না হয় পরবর্তী ATH এর জন্য অপেক্ষা করতে হবে।
৫০ থেকে ৬০% ডাউন হবে তাও আবার কারেকশন এর সময় এটা একটু বেশি হয়ে গেল না ভাই?
৬০% যদি ডাউন খায় তাহলে বিটকয়েন আবার ৩০ কে থেকে ৪০ কে এর রেঞ্জের চলে যাবে যেটাকে মার্কেট কারেকশন না বরং বেয়ার সিজন বলা যেতে পারে। আমার মনে হয় না কারেকশনে কখনো ৫০ থেকে ৬০ পার্সেন্ট দাম করবে সর্বোচ্চ বড় ৩০% ডাম্প করবে।

আর ইনভেস্টের ব্যাপারে একমত জানাবো কারণ আমি নিজেও এটার এক্সপেরিয়েন্স করেছি আমি যখন নতুন এসেছিলাম তখন বিটকয়েনের বুল সিজন চলে এবং তখন একজনের কথায় বিটকয়েন ইনভেস্টমেন্ট করেছিলাম আজ এই কয়েক বছর পর্যন্ত হোল্ডিং করে এখন কিছুটা প্রফিটেবল আছি। সো বড় ধরনের ইনভেস্টমেন্ট করতে চাইলে সামনের বেয়ার সিজন টার্গেট করুন।
Title: Re: বিটকয়েন কি আবারো ডাম্প দেবে?
Post by: Wonder Work on November 19, 2024, 05:34:01 AM
JISAN, Crypto Library ভাই, আপনাদের কথা শুনে তো আমি প্রায় ভয় পেয়ে যাচ্ছি কারণ আমার কিছু বিটকয়েন এ বি নিয়োগ করা আছে মোটামুটি এখন ভালই প্রফিটে আছি ৫০ ডলারের মত। তাহলে কি আমি এখন সেল করে দিব ভাই। আমি তো সব দিক থেকে চিন্তাভাবনা করে বসে আছি যে বিটিসি ১০০ তে যাবে তখন একটা সিস্টেম করে রাখবো আপাতত আমি এটা কোন কিছু করতে চাচ্ছি না রেখে দিতে চাচ্ছি এই বিষয়ে ভাই আপনি কি বলেন একটু ভাই পরামর্শ দিয়ে সাহায্য করবেন আবার যদি বড় ধরনের একটা ডাম্পিং হয় তাহলে তো ভাই লসে পড়ে যাব।
Title: Re: বিটকয়েন কি আবারো ডাম্প দেবে?
Post by: Crypto Library on November 19, 2024, 12:17:00 PM
JISAN, Crypto Library ভাই, আপনাদের কথা শুনে তো আমি প্রায় ভয় পেয়ে যাচ্ছি কারণ আমার কিছু বিটকয়েন এ বি নিয়োগ করা আছে মোটামুটি এখন ভালই প্রফিটে আছি ৫০ ডলারের মত। তাহলে কি আমি এখন সেল করে দিব ভাই। আমি তো সব দিক থেকে চিন্তাভাবনা করে বসে আছি যে বিটিসি ১০০ তে যাবে তখন একটা সিস্টেম করে রাখবো আপাতত আমি এটা কোন কিছু করতে চাচ্ছি না রেখে দিতে চাচ্ছি এই বিষয়ে ভাই আপনি কি বলেন একটু ভাই পরামর্শ দিয়ে সাহায্য করবেন আবার যদি বড় ধরনের একটা ডাম্পিং হয় তাহলে তো ভাই লসে পড়ে যাব।
ভয় পাওয়ার কিছু নেই  ক্রিপ্টো কারেন্সিতে ইনভেস্টমেন্টের পূর্বে এইসব মেনই তারপরেই ইনভেস্টমেন্ট করতে হবে। আমার ক্ষেত্রে আমি এখনো পর্যন্ত বিটকয়েনে যা ইনভেস্ট করেছি সেগুলোর ফিফটি পার্সেন্ট প্রফিটে রয়েছি আর যদি বিটকয়েন ১০০কে টাচ করে তাহলে আমার প্রফিট হবে অ্যারাউন্ড ৬২ পার্সেন্ট। আর আমি ৬২ পার্সেন্ট নিয়ে এবারের মতন সন্তুষ্ট থাকতে চাইবো।
আর আমার মধ্যে এখনই বিটকয়েন সেল করে দেওয়া উচিত হবে না কারণ বিটকয়েনের মার্কেট ক্যাপ ১.৮ ট্রিলিয়ন ডলারের উপরে গিয়েছে আর যেভাবে আগাচ্ছে মনে হচ্ছে এটি টু ট্রিলিয়ন ডলারের মার্কেট ক্যাপ হবে এবং যদি হয় তাহলে ডেফিনেটলি বিটকয়েন ১০০ কে এর উপরে যাবে।
আর মার্কেট কারেকশন নিলে তো ভালো আপনি মার্কেট কারেকশন থেকে চাইলে ইনভেস্টমেন্ট করে আবার প্রফিট অর্জন করতে পারবেন। এখানে ভয়ের কি হচ্ছে ভাই। আর মনে রাখবেন ইনভেস্টমেন্ট অবশ্যই ততটুকু করবেন যতটুকু আপনি হারানোর ক্ষমতা রাখেন।
Title: Re: বিটকয়েন কি আবারো ডাম্প দেবে?
Post by: smartaction on November 19, 2024, 03:13:09 PM
JISAN, Crypto Library ভাই, আপনাদের কথা শুনে তো আমি প্রায় ভয় পেয়ে যাচ্ছি কারণ আমার কিছু বিটকয়েন এ বি নিয়োগ করা আছে মোটামুটি এখন ভালই প্রফিটে আছি ৫০ ডলারের মত। তাহলে কি আমি এখন সেল করে দিব ভাই। আমি তো সব দিক থেকে চিন্তাভাবনা করে বসে আছি যে বিটিসি ১০০ তে যাবে তখন একটা সিস্টেম করে রাখবো আপাতত আমি এটা কোন কিছু করতে চাচ্ছি না রেখে দিতে চাচ্ছি এই বিষয়ে ভাই আপনি কি বলেন একটু ভাই পরামর্শ দিয়ে সাহায্য করবেন আবার যদি বড় ধরনের একটা ডাম্পিং হয় তাহলে তো ভাই লসে পড়ে যাব।

যারা বিটকয়েনে বিনিয়োগ করে রেখেছে তারা বেশ আতঙ্কিত হয়ে আছে বোঝা যাচ্ছে না বিটকয়েনের বাজার কি হতে চলেছে তবে সবাই চিন্তাভাবনা করছে এবছরের মধ্যে বিটকয়েনের দাম $১০০কে দেখতে পাবো।এখন যদি বিটকয়েন  $১০০কে পৌঁছানোর আগে ডাম্প হতে শুরু করে অনেকেই লাভের অংশ থেকে বঞ্চিত হবে কারণ তারা সঠিক সময় বিক্রি না করতে পারায় লাভ পাবে না।তবে আপনার যেহেতু অল্প পরিমাণের অর্থ বিনিয়োগ করা আপনি চাইলে বিক্রি করে দিতে পারেন।লাভের অংশটা দিয়ে ভালো কোন altcoin বিনিয়োগ করতে পারেন।আশা করা যাচ্ছে বিটকয়েনের মূল্য এখনই ডাম্প করবে না $১০০কে পৌঁছানোর পরে ডাম্প করার সম্ভবনা রয়েছে।
Title: Re: বিটকয়েন কি আবারো ডাম্প দেবে?
Post by: CoinHolder on November 20, 2024, 07:28:46 AM
বর্তমান পরিস্থিতি বিবেচনা করলে আমার মনে হচ্ছে আর অল্প কিছুদিনের মধ্যেই বিটকয়েন ১ লক্ষ ডলারের পথ হবে ইনশাল্লাহ এক লক্ষ ডলার এ পৌছালে আমাদের অনেক প্রফিট হবে বলে আমি মনে করি।
Title: Re: বিটকয়েন কি আবারো ডাম্প দেবে?
Post by: smartaction on November 21, 2024, 04:47:48 AM
বর্তমান পরিস্থিতি বিবেচনা করলে আমার মনে হচ্ছে আর অল্প কিছুদিনের মধ্যেই বিটকয়েন ১ লক্ষ ডলারের পথ হবে ইনশাল্লাহ এক লক্ষ ডলার এ পৌছালে আমাদের অনেক প্রফিট হবে বলে আমি মনে করি।

বিটকয়েনের দাম অল্প দিনের মধ্যেই আমরা $১০০ কে পৌঁছানোর অপেক্ষা করছি।তবে এখানে $১০০ কে পৌঁছানোর পরে ঠিক তার আনন্দিত হবে যারা বিটকয়েন বিনিয়োগ করে রেখেছে।যারা দীর্ঘদিন সময় নিয়ে বিনিয়োগ করে রেখেছে তারা এখনো যদি বিক্রি করে বিনিয়োগ করা বিটকয়েন গুলো দেখা যাবে কয়েক গুন লাভে বিক্রি করতে পারবে।তবে আমি জানিনা আপনি পরিমাণের বিনিয়োগ করে রেখেছেন এবং কতদিন আগে বিনিয়োগ করেছেন আমি জানিনা আপনে যদি আরো কিছু দিন অপেক্ষা করতে পারেন ভালো মুনাফা পাবেন।
Title: Re: বিটকয়েন কি আবারো ডাম্প দেবে?
Post by: Paragon2 on November 21, 2024, 11:55:44 AM
এক লক্ষ ডলার বিটকয়েনের দাম পৌছানোর পরে সাময়িক সময়ের জন্য ডাম্পিং হতে পারে, সব সময় বিটকয়েনের দাম উর্ধ্বমুখী হবে তা নয়। বরং পাম্পিং ডাম্পিং এর মধ্যে দিয়েই এই মৌসুমের শীর্ষস্থান ছয় সংখ্যা দামে স্থানান্তরিত হবে। বিটকয়েনের দাম সব সময় বর্তমান সময়ের নতুন রেকর্ড তৈরি করছে, বিটকয়েনের দাম প্রতিনিয়তই বৃদ্ধি পাচ্ছে এবং বিটকয়েনের দামের নতুন রেকর্ড তৈরি হচ্ছে। তবে ৬ সংখ্যা উত্তীর্ণ হওয়া এটি বিটকয়েনের জন্য আরও নতুন রেকর্ড যা আমরা ইতিমধ্যেই দেখতে পারব এই নভেম্বর মাসে।
Title: Re: বিটকয়েন কি আবারো ডাম্প দেবে?
Post by: kulkhan on November 28, 2024, 08:07:43 PM
এক লক্ষ ডলার বিটকয়েনের দাম পৌছানোর পরে সাময়িক সময়ের জন্য ডাম্পিং হতে পারে, সব সময় বিটকয়েনের দাম উর্ধ্বমুখী হবে তা নয়। বরং পাম্পিং ডাম্পিং এর মধ্যে দিয়েই এই মৌসুমের শীর্ষস্থান ছয় সংখ্যা দামে স্থানান্তরিত হবে। বিটকয়েনের দাম সব সময় বর্তমান সময়ের নতুন রেকর্ড তৈরি করছে, বিটকয়েনের দাম প্রতিনিয়তই বৃদ্ধি পাচ্ছে এবং বিটকয়েনের দামের নতুন রেকর্ড তৈরি হচ্ছে। তবে ৬ সংখ্যা উত্তীর্ণ হওয়া এটি বিটকয়েনের জন্য আরও নতুন রেকর্ড যা আমরা ইতিমধ্যেই দেখতে পারব এই নভেম্বর মাসে।
মি আপনার সাথে পুরোপুরি একমত। আমরা জানি বিটকয়েনের বর্তমান মূল্য প্রায় ৯৫ হাজার ডলার, অল্প কিছুদিন আগেও বিটকয়েনের মূল্য ৫০ হাজার ডলার থেকে ৬০ হাজার ডলারের মধ্যে ছিল। যেহেতু হঠাৎ করে মূল্য অনেক বৃদ্ধি পেয়েছে সেহেতু বিটকয়েনের মূল্য আবার কমবে এটা আমি মনে প্রাণে বিশ্বাস করি। যারা হোল করতেছেন তারা যদি ফিফটি পার্সেন্ট কয়েন সেল করে দেয় তাহলে দাম কমলে আবার কিনতে পারবেন