Altcoins Talks - Cryptocurrency Forum

Local => বাংলা (Bengali) => Topic started by: DYING_S0UL on December 06, 2024, 04:28:09 PM

Title: রাঙ্ক আপের নতুন শর্তের প্রস্তাব
Post by: DYING_S0UL on December 06, 2024, 04:28:09 PM
dragononcrypto একটি নতুন প্রস্তাব নিয়ে এসেছে যেখানে রাঙ্ক আপের শর্ত হিসেবে কারমাকেও যোগ করা হবে। নতুন এই প্রস্তাবটিতে যে রিকয়ারমেন্ট তুলে ধরা হয়েছে তা অতিরিক্ত বেশিও না আবার কমও না, প্রত্যেক এক্টিভ ইউজারদের জন্য ফেয়ার বলা চলে। শুধু তাই না, পোস্ট পড়ে যা বুঝলাম, অনেক একাউন্ট ডিমোটিভ হতে পারে। যদিও এই প্রস্তাবনাটি মাত্র ইনিশিয়াল পর্যায়ে আছে। আদেও এটি গ্রহণযোগ্যতা পাবে কিনা সিউর না, বাট যদি পায় তাহলে এ বিষয়ে নিশ্চিত থাকা যাবে যে ফোরামের পোস্টের মান অনেকাংশে বৃদ্ধি পাবে। এ বিষয়ে আপনাদের কোনো মতামত থাকলে জানাতে পারেন।

আপনারা চাইলে আপনাদের মূল্যবান ভোটও দিতে পারবেন, ভোট দিতে এই লিংটি ভিজিট করুন: https://www.altcoinstalks.com/index.php?topic=326311.0
Title: Re: রাঙ্ক আপের নতুন শর্তের প্রস্তাব
Post by: kulkhan on December 06, 2024, 10:01:41 PM
dragononcrypto একটি নতুন প্রস্তাব নিয়ে এসেছে যেখানে রাঙ্ক আপের শর্ত হিসেবে কারমাকেও যোগ করা হবে। নতুন এই প্রস্তাবটিতে যে রিকয়ারমেন্ট তুলে ধরা হয়েছে তা অতিরিক্ত বেশিও না আবার কমও না, প্রত্যেক এক্টিভ ইউজারদের জন্য ফেয়ার বলা চলে। শুধু তাই না, পোস্ট পড়ে যা বুঝলাম, অনেক একাউন্ট ডিমোটিভ হতে পারে। যদিও এই প্রস্তাবনাটি মাত্র ইনিশিয়াল পর্যায়ে আছে। আদেও এটি গ্রহণযোগ্যতা পাবে কিনা সিউর না, বাট যদি পায় তাহলে এ বিষয়ে নিশ্চিত থাকা যাবে যে ফোরামের পোস্টের মান অনেকাংশে বৃদ্ধি পাবে। এ বিষয়ে আপনাদের কোনো মতামত থাকলে জানাতে পারেন।

আপনারা চাইলে আপনাদের মূল্যবান ভোটও দিতে পারবেন, ভোট দিতে এই লিংটি ভিজিট করুন: https://www.altcoinstalks.com/index.php?topic=326311.0
আমি মনে করি এটি অত্যন্ত সময় উপযোগী সিদ্ধান্ত। আসলে আমরা বিটকয়েনটকেও দেখতে পাই সেখানে রেঙ্ক এর জন্য মেরিট প্রয়োজন হয়, এবং মেরিট এর উপরে ভিত্তি করেই রেঙ্ক নির্ধারিত হয়। যেটা আমাদের আল্টকয়েনটকে নাই। আমি মনে করি শুধু এক্টিভিটিস বা পোস্ট কাউন্ট এর উপরে ভিত্তি করে র‍্যাঙ্ক অর্জন করা এটা সঠিক বিচার বলে আমি মনে করি না। তাই যদি কারমার উপর ও ভিত্তি করে রেঙ্ক দেওয়া হয় তাহলে ভালো হবে। তাহলে আমরা ভালো কোয়ালিটি ফুল বড় রেঙ্ক এর সদস্য পাব। তাই আমি মনে করি এই সিদ্ধান্ত যত দ্রুত বাস্তবায়ন করা হবে ততোই ভালো হবে।
Title: Re: রাঙ্ক আপের নতুন শর্তের প্রস্তাব
Post by: DYING_S0UL on December 07, 2024, 04:50:04 AM
dragononcrypto একটি নতুন প্রস্তাব নিয়ে এসেছে যেখানে রাঙ্ক আপের শর্ত হিসেবে কারমাকেও যোগ করা হবে। নতুন এই প্রস্তাবটিতে যে রিকয়ারমেন্ট তুলে ধরা হয়েছে তা অতিরিক্ত বেশিও না আবার কমও না, প্রত্যেক এক্টিভ ইউজারদের জন্য ফেয়ার বলা চলে। শুধু তাই না, পোস্ট পড়ে যা বুঝলাম, অনেক একাউন্ট ডিমোটিভ হতে পারে। যদিও এই প্রস্তাবনাটি মাত্র ইনিশিয়াল পর্যায়ে আছে। আদেও এটি গ্রহণযোগ্যতা পাবে কিনা সিউর না, বাট যদি পায় তাহলে এ বিষয়ে নিশ্চিত থাকা যাবে যে ফোরামের পোস্টের মান অনেকাংশে বৃদ্ধি পাবে। এ বিষয়ে আপনাদের কোনো মতামত থাকলে জানাতে পারেন।

আপনারা চাইলে আপনাদের মূল্যবান ভোটও দিতে পারবেন, ভোট দিতে এই লিংটি ভিজিট করুন: https://www.altcoinstalks.com/index.php?topic=326311.0
আমি মনে করি এটি অত্যন্ত সময় উপযোগী সিদ্ধান্ত। আসলে আমরা বিটকয়েনটকেও দেখতে পাই সেখানে রেঙ্ক এর জন্য মেরিট প্রয়োজন হয়, এবং মেরিট এর উপরে ভিত্তি করেই রেঙ্ক নির্ধারিত হয়। যেটা আমাদের আল্টকয়েনটকে নাই। আমি মনে করি শুধু এক্টিভিটিস বা পোস্ট কাউন্ট এর উপরে ভিত্তি করে র‍্যাঙ্ক অর্জন করা এটা সঠিক বিচার বলে আমি মনে করি না। তাই যদি কারমার উপর ও ভিত্তি করে রেঙ্ক দেওয়া হয় তাহলে ভালো হবে। তাহলে আমরা ভালো কোয়ালিটি ফুল বড় রেঙ্ক এর সদস্য পাব। তাই আমি মনে করি এই সিদ্ধান্ত যত দ্রুত বাস্তবায়ন করা হবে ততোই ভালো হবে।

জী ভাই, যদি মেরিটও কাউন্ট করা হয় তাহলে ব্যাপক হারে শিটপোস্টারটা বাদ পড়ে যাবে। তবে আমার মনে হয়না এই প্রস্তাবটি এডমিন সহজে গ্রহন করবে। কারন সবাইই চায় ফোরামের এক্টিভিটি বাড়ুক, মেম্বার বাড়ুক। যত বেশি ইউজার বেজ সৃষ্টি হবে, ততবেশি রেভিনিউ আসার সম্ভবনা বৃদ্ধি পাবে। বিটকয়েনটকের সাথে সাথে অল্টকয়েনটকেও বিভিন্ন বাউন্টি এবং সিগ্নেচার ক্যাম্পেইন আসা শুরু করবে। কিন্তু আগেই যদি মেম্বার ছাটাই করা হয় তাহলে কিভাবে কি! ইনভেস্টররা সর্বদা চায় তাদের এডস্ যেনো বিশাল এক কমিউনিটির কাছে পৌছাতে পারে। যেখানে মেম্বারই নাই, সেখানে ক্যাম্পেইন লঙ্চ করে লাভ কি। এই আমার পার্সোনাল অপিনিয়ন।

যাই হোক যদি বাই চান্স, এটা ইমপ্লিমেন্ট হয়েও যায়, সেক্ষেও কিছু ঝামেলা আছে। ধরেন এবিউজাররা শত্রুতার বশে, - নেগেটিভ কামরা দিতে পারে, এতে করে যারে নেগেটিভ দেয়া হলো তার রাঙ্ক ডিমোট হওয়ার চান্স থাকে। আর যেহেতু কে কারে কারমা দিচ্ছে সেই ইনফো দেখারও সুযোগ নাই, সেক্ষেত্রে যাকে নেগেটিভ দেয়া হইছে, সেটা আসলেই কি তার প্রাপ্য নাকি শত্রুতার বশে, বোঝার উপায় নাই। আপিল যে করবো তারও সুযোগ নাই। ঠিক এমনটাই আমাদের ক্যাম্পেইন ম্যানেজার Royse এর সাথে ঘটেছিল কিছুদিন আগে। ঠিক মনে নেই বাট কে বা কারা জানি খুব অল্প সময়ের ব্যবধানে ১০-১৫ টা নেগেটিভ কারমা দিয়ে বশে তাকে। কোন থ্রেডটায় পোস্টটি দেখছিলাম খেয়াল নাই।
Title: Re: রাঙ্ক আপের নতুন শর্তের প্রস্তাব
Post by: Crypto Library on December 07, 2024, 12:38:35 PM
জী ভাই, যদি মেরিটও কাউন্ট করা হয় তাহলে ব্যাপক হারে শিটপোস্টারটা বাদ পড়ে যাবে। তবে আমার মনে হয়না এই প্রস্তাবটি এডমিন সহজে গ্রহন করবে। কারন সবাইই চায় ফোরামের এক্টিভিটি বাড়ুক, মেম্বার বাড়ুক। যত বেশি ইউজার বেজ সৃষ্টি হবে, ততবেশি রেভিনিউ আসার সম্ভবনা বৃদ্ধি পাবে। বিটকয়েনটকের সাথে সাথে অল্টকয়েনটকেও বিভিন্ন বাউন্টি এবং সিগ্নেচার ক্যাম্পেইন আসা শুরু করবে। কিন্তু আগেই যদি মেম্বার ছাটাই করা হয় তাহলে কিভাবে কি! ইনভেস্টররা সর্বদা চায় তাদের এডস্ যেনো বিশাল এক কমিউনিটির কাছে পৌছাতে পারে। যেখানে মেম্বারই নাই, সেখানে ক্যাম্পেইন লঙ্চ করে লাভ কি। এই আমার পার্সোনাল অপিনিয়ন।

যাই হোক যদি বাই চান্স, এটা ইমপ্লিমেন্ট হয়েও যায়, সেক্ষেও কিছু ঝামেলা আছে। ধরেন এবিউজাররা শত্রুতার বশে, - নেগেটিভ কামরা দিতে পারে, এতে করে যারে নেগেটিভ দেয়া হলো তার রাঙ্ক ডিমোট হওয়ার চান্স থাকে। আর যেহেতু কে কারে কারমা দিচ্ছে সেই ইনফো দেখারও সুযোগ নাই, সেক্ষেত্রে যাকে নেগেটিভ দেয়া হইছে, সেটা আসলেই কি তার প্রাপ্য নাকি শত্রুতার বশে, বোঝার উপায় নাই। আপিল যে করবো তারও সুযোগ নাই। ঠিক এমনটাই আমাদের ক্যাম্পেইন ম্যানেজার Royse এর সাথে ঘটেছিল কিছুদিন আগে। ঠিক মনে নেই বাট কে বা কারা জানি খুব অল্প সময়ের ব্যবধানে ১০-১৫ টা নেগেটিভ কারমা দিয়ে বশে তাকে। কোন থ্রেডটায় পোস্টটি দেখছিলাম খেয়াল নাই।
আপনার এই বিষয়টা আমিও বলতে নিয়েছিলাম তা দেখে আপনি অলরেডি বলে দিয়েছেন,  এটা ইমপ্লিমেন্ট করার সবচাইতে বড় সমস্যা হবে এটি বলতে গেলে একটা সাইবার ওয়ার শুরু হয়ে যাবে।
যদি এটা ইমপ্লিমেন্ট করা হয় তাহলে প্রথমে কারমা এর ফিচার্স টায় কিছু চেঞ্জেস আনতে হবে যেমন এটাকে সবার জন্য উন্মুক্ত করতে হবে আর সবার হাতে নেগেটিভ কারমার ক্ষমতা দেওয়া যাবে না যেমন এমন করা যেতে পারে যে শুধুমাত্র D.Team বা মডারেটর বা তার আশেপাশের অবস্থানে মেম্বারগণ শুধুমাত্র নেগেটিভ karma দিতে পারবে, আমি জানি এগুলো থাকার পরেও দেখা যাবে হিডেন ওয়ার চলতেছে।

তাছাড়া যদিও এই ফোরামে বর্তমানে স্প্যামার বেশি তারপরেও ফোরামের অ্যাক্টিভিটি বর্তমানে বাড়ার কারণটা হচ্ছে শুধুমাত্র বিটকয়েন টক ফোরামে মিক্সার গুলোকে ব্যান করে দেওয়া আমি শিওর যে যদি কখনো বিটকয়েন টক ফোরামে আবার মিক্সার গুলোকে আনব্যান করে তাহলে সকল মিক্সার প্রজেক্ট গুলো সেখানে শিফট করবে এবং আলট কয়েন টক  ফোরাম এর একটিভিটি কমে যাবে আর তখন ইমপ্লিমেন্ট হওয়া এইসব রিকোয়ারমেন্ট এ কেউ এই ফোরামে এক্টিভিটি করবে না।
Title: Re: রাঙ্ক আপের নতুন শর্তের প্রস্তাব
Post by: JISAN on December 07, 2024, 02:57:08 PM
dragononcrypto একটি নতুন প্রস্তাব নিয়ে এসেছে যেখানে রাঙ্ক আপের শর্ত হিসেবে কারমাকেও যোগ করা হবে। নতুন এই প্রস্তাবটিতে যে রিকয়ারমেন্ট তুলে ধরা হয়েছে তা অতিরিক্ত বেশিও না আবার কমও না, প্রত্যেক এক্টিভ ইউজারদের জন্য ফেয়ার বলা চলে। শুধু তাই না, পোস্ট পড়ে যা বুঝলাম, অনেক একাউন্ট ডিমোটিভ হতে পারে। যদিও এই প্রস্তাবনাটি মাত্র ইনিশিয়াল পর্যায়ে আছে। আদেও এটি গ্রহণযোগ্যতা পাবে কিনা সিউর না, বাট যদি পায় তাহলে এ বিষয়ে নিশ্চিত থাকা যাবে যে ফোরামের পোস্টের মান অনেকাংশে বৃদ্ধি পাবে। এ বিষয়ে আপনাদের কোনো মতামত থাকলে জানাতে পারেন।
হ্যাঁ এই টপিক অনেক আগেই দেখেছি । এখানে যে পরিমাণ কারমার রিকোয়ারমেন্ট রাখা হয়েছে সেটা পরিমাণে খুব বেশি নয়। তবে এখনো এই ফোরামের ট্রাফিকের যে অবস্থা তাতে আমি মনে করি না যে এত দ্রুত এমন রিকোয়ারমেন্ট আনা ভালো হবে। এটা করা হলে ফোরামে একাউন্টগুলোর রেপুটেশন বাড়বে এবং প্রতিটা অ্যাকাউন্টের যথেষ্ট ভ্যালু থাকবে কিন্তু ট্রাফিক অনেক কমে যেতে পারে। এখানে এখন পর্যন্ত মাত্র ১০০০৪০ এর মত একাউন্ট তৈরি হয়েছে সর্বমোট এর মধ্যে থেকে অনেক অ্যাকাউন্ট ইনএক্টিভ হয়েছে অনেক অ্যাকাউন্ট ডুপ্লিকেট খেয়েছে অনেক অ্যাকাউন্ট মাল্টি হিসেবে ধরা পড়েছে এবং অনেক অ্যাকাউন্ট বিভিন্ন কারণে বিভিন্ন রকম ট্যাগ খেয়ে তাই খুব কম পরিমাণ ফ্রেশ এক্টিভ একাউন্ট আছে এখানে। এ কারণে আমি মনে করতেছি এই রুলস আরো কিছু মাস পরে চালু করলেই ভালো হয়
Title: Re: রাঙ্ক আপের নতুন শর্তের প্রস্তাব
Post by: Crypto Library on December 08, 2024, 08:21:26 PM
হ্যাঁ এই টপিক অনেক আগেই দেখেছি । এখানে যে পরিমাণ কারমার রিকোয়ারমেন্ট রাখা হয়েছে সেটা পরিমাণে খুব বেশি নয়। তবে এখনো এই ফোরামের ট্রাফিকের যে অবস্থা তাতে আমি মনে করি না যে এত দ্রুত এমন রিকোয়ারমেন্ট আনা ভালো হবে। এটা করা হলে ফোরামে একাউন্টগুলোর রেপুটেশন বাড়বে এবং প্রতিটা অ্যাকাউন্টের যথেষ্ট ভ্যালু থাকবে কিন্তু ট্রাফিক অনেক কমে যেতে পারে। এখানে এখন পর্যন্ত মাত্র ১০০০৪০ এর মত একাউন্ট তৈরি হয়েছে সর্বমোট এর মধ্যে থেকে অনেক অ্যাকাউন্ট ইনএক্টিভ হয়েছে অনেক অ্যাকাউন্ট ডুপ্লিকেট খেয়েছে অনেক অ্যাকাউন্ট মাল্টি হিসেবে ধরা পড়েছে এবং অনেক অ্যাকাউন্ট বিভিন্ন কারণে বিভিন্ন রকম ট্যাগ খেয়ে তাই খুব কম পরিমাণ ফ্রেশ এক্টিভ একাউন্ট আছে এখানে। এ কারণে আমি মনে করতেছি এই রুলস আরো কিছু মাস পরে চালু করলেই ভালো হয়
আমি জানিনা বিটকয়েন গার্ডেনই নাকি অন্য কোন আরেকটি  ক্রিপ্টকারেন্সি বেসড ফোরাম ছিল যারা অনেকটাই নিয়ম মানে  বিটকয়েন টক এর সিস্টেম রাঙ্কিং সিস্টেমের সাথে কানেক্টেড করেছিল কিন্তু  সেসব ফোরাম এখন বলতে গেলে অনেকটাই মৃত রয়েছে।

এখন আমি এটার বিরুদ্ধে কথা বলবো না কারণ এটা প্রয়োজন রয়েছে এখন আমি ন্যাচারাল আছি।
আর সেই সাথে আমি চিন্তা করতেছি এডমিনকে স্ট্র্যাটেজিকালি চলতে হবে আমরা সবাই জানি বিটকয়েনটক ফোরামেও কিন্তু ২০১৮ সাল পর্যন্ত কোন মেরিট সিস্টেম ছিল না বলতে গেলে প্রায় নয় বছর এর মতন পরে যখন একটা অবস্থানে পৌছিয়ে ছিল যে তখন যদি   রেংকিং আপ এর জন্য যদি  মেরিট সিস্টেম না এমপ্লয়মেন্ট করা হতো তাহলে ফোরামের অবস্থা আরো খারাপ হতো।

যদিও বর্তমানে আল্টকয়েনটক ফোরামেরও প্রায় ৭ বছরের বেশি হয়ে গিয়েছে এখন দেখার বিষয় হচ্ছে এই ফোরামের ট্রাফিক বা এই ফোরামের পরিবেশ কেমন অবস্থানে রয়েছে তারপর অটোমেটিক্যালি বোঝা যাবে এই সিস্টেমটি এই ফোরামে এমপ্লয়মেন্ট করা যাবে কিনা।
Title: Re: রাঙ্ক আপের নতুন শর্তের প্রস্তাব
Post by: CoinHolder on December 12, 2024, 09:26:18 PM
ব্যাংক আপের এই সিস্টেমটা যদি হয় তাহলে আমার কাছে মনে হয় ভাল হবে কারণ এরকম সিস্টেম করলে ফোরামে স্পামিং কম হবে এবং bitcointalk.org এর মত এই ফোরামটাও আস্তে আস্তে জনপ্রিয় হয়ে উঠবে।
Title: Re: রাঙ্ক আপের নতুন শর্তের প্রস্তাব
Post by: kulkhan on January 10, 2025, 08:08:06 PM
ব্যাংক আপের এই সিস্টেমটা যদি হয় তাহলে আমার কাছে মনে হয় ভাল হবে কারণ এরকম সিস্টেম করলে ফোরামে স্পামিং কম হবে এবং bitcointalk.org এর মত এই ফোরামটাও আস্তে আস্তে জনপ্রিয় হয়ে উঠবে।
নিঃসন্দেহে এটা একটা ভালো প্রস্তাব। আমি মনে করি এই প্রস্তাব বাস্তবায়ন হলে রেংক আপ হওয়া অত সহজ থাকবে না। ফলে প্রত্যকে সতর্ক হয়ে যাবে এবং স্প্যামিং অনেকাংশ বন্ধ হয়ে যাবে।
আমরা জানি বিটকয়েন টাকে রেংক আপ করা অত্যন্ত কঠিন। এবং রেঙ্ক করতে হলে মেরিট প্রয়োজন হয়। কিন্তু আমাদের আল্টকয়েন টকে কারমার তেমন কোনো ব্যবহার লক্ষ্য করা যায় না। তাই আমি মনে করি রেঙ্ক আপের এই নতুন প্রস্তাবনা অত্যন্ত ভালো হবে এবং আমরা সেটা তো সমর্থন করি।
Title: Re: রাঙ্ক আপের নতুন শর্তের প্রস্তাব
Post by: Crypto Library on January 10, 2025, 09:23:58 PM
ব্যাংক আপের এই সিস্টেমটা যদি হয় তাহলে আমার কাছে মনে হয় ভাল হবে কারণ এরকম সিস্টেম করলে ফোরামে স্পামিং কম হবে এবং bitcointalk.org এর মত এই ফোরামটাও আস্তে আস্তে জনপ্রিয় হয়ে উঠবে।
ব্যাংক আপ সেটা আবার কি ভাই?

যাই হোক জাস্ট কিডিং, বুঝতেছি আপনি র‍্যাঙ্ক অ্যাপের কথা বলেছেন। তবে বিষয় হচ্ছে যে সিস্টেমের কথা বলা হয়েছে এটা এমপ্লয়মেন্ট করলে আমার মতে ফোরামে স্প্যামিং কম হলেও ফোরামের পরিবেশ একদমই নষ্ট হয়ে যাবে।
এমনি আমরা বিটকয়েন ফোরামে যে কামড়াকামড়ি দেখি। এই ফোরামে এটা চালু করলে দেখবেন নেগেটিভ কারমা দিয়ে মারামারি শুরু করে দিচ্ছে কারণ তখন রেঙ্ক ডিপেন্ড করবে কারমার উপর।

তাছাড়া আমি মনে করি কারমা এর অপব্যবহার কারীর সংখ্যা বাড়বে।
Title: Re: রাঙ্ক আপের নতুন শর্তের প্রস্তাব
Post by: Celsius on January 12, 2025, 11:42:26 PM
ব্যাংক আপের এই সিস্টেমটা যদি হয় তাহলে আমার কাছে মনে হয় ভাল হবে কারণ এরকম সিস্টেম করলে ফোরামে স্পামিং কম হবে এবং bitcointalk.org এর মত এই ফোরামটাও আস্তে আস্তে জনপ্রিয় হয়ে উঠবে।
ব্যাংক আপ সেটা আবার কি ভাই?

যাই হোক জাস্ট কিডিং, বুঝতেছি আপনি র‍্যাঙ্ক অ্যাপের কথা বলেছেন। তবে বিষয় হচ্ছে যে সিস্টেমের কথা বলা হয়েছে এটা এমপ্লয়মেন্ট করলে আমার মতে ফোরামে স্প্যামিং কম হলেও ফোরামের পরিবেশ একদমই নষ্ট হয়ে যাবে।
এমনি আমরা বিটকয়েন ফোরামে যে কামড়াকামড়ি দেখি। এই ফোরামে এটা চালু করলে দেখবেন নেগেটিভ কারমা দিয়ে মারামারি শুরু করে দিচ্ছে কারণ তখন রেঙ্ক ডিপেন্ড করবে কারমার উপর।

তাছাড়া আমি মনে করি কারমা এর অপব্যবহার কারীর সংখ্যা বাড়বে।
বিটকয়েন ফোরামের কাজ করার অভিজ্ঞতা রয়েছে আমার কিন্তু আমি জাস্ট একজন বাউন্টি হান্টার ছিলাম । আমার ১৪ দিন পরপর পোস্টের কারণে এক্টিভিটি বাড়তো কিন্তু মেরিট না থাকায় আমার রেঙক বাড়তো না। তাই আমি আপাতত বাউনটি থেকে নিজেকে বিরত রেখেছি। বাউনটি করে এখন আর কিছু পাওয়া যায় না।
এখানে হয়তো ভবিষ্যতে অনেক পরিবর্তন আসবে কিন্তু আপাতত পোস্ট করলেই এক্টিভিটি বৃদ্ধি পাচ্ছে এটাই থাক না। আমার মতো যারা কাজের ফাঁকে ফাঁকে সময় পাবে তারা একটি দুটি পোস্ট করে রেঙক বৃদ্ধি করে থাকুক সমস্যা কি!
Title: Re: রাঙ্ক আপের নতুন শর্তের প্রস্তাব
Post by: Crypto Library on January 15, 2025, 10:12:51 PM
বিটকয়েন ফোরামের কাজ করার অভিজ্ঞতা রয়েছে আমার কিন্তু আমি জাস্ট একজন বাউন্টি হান্টার ছিলাম । আমার ১৪ দিন পরপর পোস্টের কারণে এক্টিভিটি বাড়তো কিন্তু মেরিট না থাকায় আমার রেঙক বাড়তো না। তাই আমি আপাতত বাউনটি থেকে নিজেকে বিরত রেখেছি। বাউনটি করে এখন আর কিছু পাওয়া যায় না।
এখানে হয়তো ভবিষ্যতে অনেক পরিবর্তন আসবে কিন্তু আপাতত পোস্ট করলেই এক্টিভিটি বৃদ্ধি পাচ্ছে এটাই থাক না। আমার মতো যারা কাজের ফাঁকে ফাঁকে সময় পাবে তারা একটি দুটি পোস্ট করে রেঙক বৃদ্ধি করে থাকুক সমস্যা কি!
আসলে কোয়ালিটি পোস্ট এর উপর মেরিট এবং কারমা দেওয়া হয়। যেটা আমি আমার ক্ষেত্রে প্রয়োগ করে থাকি।
আসলে বিটকয়েন টকে আপনি শুধুমাত্র বাউন্টি হান্টার ছিলেন সেখানে আপনার কোন কন্ট্রিবিউশন না থাকার কারণে আপনার শুধু পোস্ট একটিভিটি বেড়েছে কোন মেরিট পাননি এবং পদমর্যাদা হয়নি। আর বর্তমান দুনিয়া কম্পিটিশনের যুগ
বিটকয়েন টকে যখন প্রচুর ইউজার বৃদ্ধি পেল তখন মেরিট সিস্টেম এমপ্লয়মেন্ট ছাড়া আর কোন উপায় ছিল না না হলে ফোরামে স্প্যামার দিয়ে ভর্তি হয়ে ফোরাম আরো খারাপ পরিস্থিতিতে গিয়ে ঠেক্ত। ঠিক তেমনি ভবিষ্যতে যখন এই ফোরামে বিট কয়েন টকের মতন অবস্থান এগিয়ে পৌঁছাবে তখন অবশ্যই এই ধরনের সিস্টেম এমপ্লয় করতে হবে ফোরামকে বাঁচানোর জন্য সঠিক  উপায়ে।