Altcoins Talks - Cryptocurrency Forum

Local => বাংলা (Bengali) => Topic started by: DYING_S0UL on January 02, 2025, 07:10:39 PM

Title: শুভ জন্মদিন বিটকয়েন ₿
Post by: DYING_S0UL on January 02, 2025, 07:10:39 PM
Quote
Happy Birthday Bitcoin ₿

Jan 3rd, 2009

(https://www.talkimg.com/images/2025/01/02/OwJQ8.png)

আজকের এই দিনে Satoshi Nakamoto (https://en.wikipedia.org/wiki/Satoshi_Nakamoto) ১ম বিটকয়েন ব্লক মাইন করেন, যা জেনেসিস ব্লক বা ব্লক 0 বা ব্লক 1 নামেও পরিচিত (Genesis block a.k.a Block 0 a.k.a Block 1 (https://en.bitcoin.it/wiki/Genesis_block))। এটি বিটকয়েন ব্লকচেইনের সর্বপ্রথম ব্লক যা থেকে সাতোশি ৫০ বিটিসি রিওয়ার্ড হিসেবে পান। জেনেসিস ব্লকের মাইনিং এর মাধ্যমে বিটকয়েন তার যাত্রা শুরু করে এবং আজকে বিটকয়েনের ১৬তম জন্মদিন।

সাতোশি নাকামোটো সর্বপ্রথম ২০০৮ সালের ৩১শে অক্টোবর Bitcoin Whitepaper (https://bitcoin.org/bitcoin.pdf) প্রকাশ করেন এবং পরবর্তীতে ৩রা জানুয়ারি ২০০৯ এ প্রথম ব্লক বা জেনেসিস ব্লক মাইন করেন। এজন্য এই দিনটিকে বিটকয়েনের জন্মদিন হিসেবে ধরা হয়।

পরবর্তীতে Hal Finney (https://en.wikipedia.org/wiki/Hal_Finney_(computer_scientist)) নামক একজন প্রোগ্রামার এবং কম্পিউটার বিজ্ঞানী, বিটকয়েন ক্লাইন্ট রিলিজের দিনে সেটি ডাউনলোড করেন এবং ১২ জানুয়ারি ২০০৯ সালে সাতোশি তাকে ১০ টি বিটকয়েন দেন। এটিই ছিলো সর্বপ্রথম বিটকয়েন ট্রানজেকশন।

সাতোশি আরও দুই বছর বিটকয়েনের উপর কাজ চালিয়ে যান, নেটওয়ার্কে বিভিন্ন ধরনের ইমপ্রুভমেন্ট ও আপগ্রেড আনতে থাকেন এবং সর্বশেষে প্রজেক্টটি ডেভেলপার Gavin Andresen (https://en.wikipedia.org/wiki/Gavin_Andresen) এর হাতে তুলে দিয়ে এপ্রিল ২০১১ এ রহস্যজনকভাবে গায়েব হয়ে যান।

" Lastly, thank you Satoshi for everything & a Happy Birthday to Bitcoin "


Title: Re: শুভ জন্মদিন বিটকয়েন ₿
Post by: CoinHolder on January 02, 2025, 11:24:34 PM
হ্যাঁ ২০০৯ সালের ৩রা জানুয়ারি, সাতোশি নাকামোটো এক ব্যক্তি  বিটকয়েনের প্রথম ব্লক, জেনেসিস ব্লক মাইন করেন। এর মাধ্যমে বিটকয়েনের যাত্রা শুরু হয় এবং সাওটশি ৫০ বিটিসি রিওয়ার্ড হিসেবে পান। বিটকয়েনের জন্মদিনে আমরা স্মরণ করি সাতোশির অবদান এবং বিটকয়েনের ১৬তম বছর পূর্তিতে সবাইকে শুভেচ্ছা!
তিনি যদি বিটকয়েন না আবিষ্কার করতো তাহলে আমরা এই ফোরামে আলোচনাও করতে পারতাম না মনে হচ্ছে কারণ বিটকয়েন সম্পর্কে আমরা তখন জানতামই না। আজকের এই দিনে সাতোশি নাকামোটো কে জানাই অন্তরের অন্তস্থল থেকে শুভেচ্ছা এবং অভিনন্দন।
HAPPY BIRTHDAY BITCOIN
Title: Re: শুভ জন্মদিন বিটকয়েন ₿
Post by: JISAN on January 03, 2025, 06:50:58 PM
বিটকয়েন 15 বছর পূরণ হয়ে 16 বছরে পা দিলো তবুও এখনো বিটকয়েনের ক্রিয়েটর সাতোশি নামক ব্যক্তি বা গ্রুপকে সনাক্ত করা গেলো না এতে প্রমাণ হয় বিটকয়েন যারা বানিয়েছিল তারা কতটা জ্ঞানী আর বিটকয়েন কতটা সুরক্ষিত।

শুভ জন্মদিন Bitcoin (BTC)

আজকে জন্মদিন উপলক্ষে বিটকয়েনের দাম 1 লাখ ডলারে আবারো দেখতে আশা করেছিলাম কিন্তু এটা একটু জন্য হলো না।
Title: Re: শুভ জন্মদিন বিটকয়েন ₿
Post by: God Of Thunder on January 04, 2025, 06:35:02 AM
বিটকয়েন 15 বছর পূরণ হয়ে 16 বছরে পা দিলো তবুও এখনো বিটকয়েনের ক্রিয়েটর সাতোশি নামক ব্যক্তি বা গ্রুপকে সনাক্ত করা গেলো না এতে প্রমাণ হয় বিটকয়েন যারা বানিয়েছিল তারা কতটা জ্ঞানী আর বিটকয়েন কতটা সুরক্ষিত।

কিন্তু আমরা যারা বিটকয়েন ব্যাবহারকারী, আমাদের আইডেন্টিটি কতোটা সুরক্ষিত? আমরা সেন্ট্রালাইজ্ড এক্সচেন্জ এ কেওয়াইসি করে, ইটিএফ মার্কেটে ইনভেষ্ট করে, বিটকয়েন কে দিন দিন সেন্ট্রালাইজড বানিয়ে ফেলছি। আর আমাদের এনোনিমিটি এখন আর নেই বললেই চলে। আমরা যারা বাইনান্সের মতো সেন্ট্রালাইজড সার্ভিস গুলো ব্যাবহার করি, আমরা সবাই নিজেদের ব্যাক্তিগত তথ্য তাদের হাতে দিয়ে আমরা ক্রিপ্টো ইউজ করছি।

সরকার যেকোনো সময় চাইলে বাইনান্স এর মতো প্ল্যাটফর্মের সাথে কোলাব করে আমাদের তথ্য গুলো কালেক্ট করে মাঠে নেমে যেতে পারে। মানুষ বলে না, যে সরকার কিছুই করতে পারবে না? সরকার চাইলেই পারে। কিন্তু করে না। এক যুগের বেশি সময় পার হয়ে গেছে, এখনো আমরা বিটকয়েনের সঠিক ব্যাবহার জানি না।

শুভ জন্মদিন বিটকয়েন।
Title: Re: শুভ জন্মদিন বিটকয়েন ₿
Post by: Crypto Library on January 04, 2025, 11:33:10 PM
শুভ জন্মদিন বিটকয়েন।
লাগবে না আপনার বাসি জন্মদিন, জন্মদিন হয়ে গিয়েছে আরো একদিন আগে।

Quote
কিন্তু আমরা যারা বিটকয়েন ব্যাবহারকারী, আমাদের আইডেন্টিটি কতোটা সুরক্ষিত? আমরা সেন্ট্রালাইজ্ড এক্সচেন্জ এ কেওয়াইসি করে, ইটিএফ মার্কেটে ইনভেষ্ট করে, বিটকয়েন কে দিন দিন সেন্ট্রালাইজড বানিয়ে ফেলছি। আর আমাদের এনোনিমিটি এখন আর নেই বললেই চলে। আমরা যারা বাইনান্সের মতো সেন্ট্রালাইজড সার্ভিস গুলো ব্যাবহার করি, আমরা সবাই নিজেদের ব্যাক্তিগত তথ্য তাদের হাতে দিয়ে আমরা ক্রিপ্টো ইউজ করছি।

সরকার যেকোনো সময় চাইলে বাইনান্স এর মতো প্ল্যাটফর্মের সাথে কোলাব করে আমাদের তথ্য গুলো কালেক্ট করে মাঠে নেমে যেতে পারে। মানুষ বলে না, যে সরকার কিছুই করতে পারবে না? সরকার চাইলেই পারে। কিন্তু করে না। এক যুগের বেশি সময় পার হয়ে গেছে, এখনো আমরা বিটকয়েনের সঠিক ব্যাবহার জানি না।
আপনি আসলে একটা গুড পয়েন্ট ধরেছেন। ইদানিং আমার আশেপাশের অনেককেই দেখি যে বিটকয়েন ইনভেস্টমেন্ট করে কিন্তু বিটকয়েন তৈরির মূল উদ্দেশ্যটা কি তারা এখনো জানেনা, তারা জানেনা সাতোশি  নাকামত আসলে ফাইনান্সিয়াল ফ্রিডম এর জন্য এই ডিসেন্টালাইজ ইকোসিস্টেম এর রেভুলেশন নিয়ে এসেছে। তবে ভাই এখানে আমরা অনেকেই নিরুপায় হয়ে বাইনান্সের মতন এক্সচেঞ্জার গুলোকে ভরসা করতেছি কারণ আমরা নিজেরাই এক অপরকে ভরসা করতে পারব না যেমন কেউ বিটকয়েনে পেমেন্ট নিবে না আর এটাকে ফিয়াট কারেন্সিতে রূপান্তর করতে হলে আমাদের এই একচেঞ্জার গুলিতে যাওয়া ছাড়া আর কোন উপায় নেই।

চিন্তা করা যায় কি পরিমান ভবিষ্যতের প্ল্যান করে রাখলে তার মতন  অ্যালগরিদম দিয়ে এরকম একটা প্রটোকল তৈরি করা যায়। খালি প্রাইভেসি এবং ডিসেন্ট্রালাইজেশন না সেই সাথে সাথে এটার মধ্যে যেন কখনো inflation না আসতে পারে সেজন্য অ্যালগরিদম গুলো আগে থেকেই সেট করে দিয়েছে limit করে, তাছাড়া আর একটু যদি খেয়াল করেন এই অ্যালগরিদম টা অনেকটাই এরকম যে যত বেশি  মাইননার বা যত বেশি মানুষ এই নেটওয়ার্কে আসবে বিটকয়েন মাইনিং ততো বেশি ডিফিকাল্ট হবে।
Title: Re: শুভ জন্মদিন বিটকয়েন ₿
Post by: CoinHolder on January 05, 2025, 08:11:42 PM
শুভ জন্মদিন বিটকয়েন।
লাগবে না আপনার বাসি জন্মদিন, জন্মদিন হয়ে গিয়েছে আরো একদিন আগে।

Quote
কিন্তু আমরা যারা বিটকয়েন ব্যাবহারকারী, আমাদের আইডেন্টিটি কতোটা সুরক্ষিত? আমরা সেন্ট্রালাইজ্ড এক্সচেন্জ এ কেওয়াইসি করে, ইটিএফ মার্কেটে ইনভেষ্ট করে, বিটকয়েন কে দিন দিন সেন্ট্রালাইজড বানিয়ে ফেলছি। আর আমাদের এনোনিমিটি এখন আর নেই বললেই চলে। আমরা যারা বাইনান্সের মতো সেন্ট্রালাইজড সার্ভিস গুলো ব্যাবহার করি, আমরা সবাই নিজেদের ব্যাক্তিগত তথ্য তাদের হাতে দিয়ে আমরা ক্রিপ্টো ইউজ করছি।

সরকার যেকোনো সময় চাইলে বাইনান্স এর মতো প্ল্যাটফর্মের সাথে কোলাব করে আমাদের তথ্য গুলো কালেক্ট করে মাঠে নেমে যেতে পারে। মানুষ বলে না, যে সরকার কিছুই করতে পারবে না? সরকার চাইলেই পারে। কিন্তু করে না। এক যুগের বেশি সময় পার হয়ে গেছে, এখনো আমরা বিটকয়েনের সঠিক ব্যাবহার জানি না।
আপনি আসলে একটা গুড পয়েন্ট ধরেছেন। ইদানিং আমার আশেপাশের অনেককেই দেখি যে বিটকয়েন ইনভেস্টমেন্ট করে কিন্তু বিটকয়েন তৈরির মূল উদ্দেশ্যটা কি তারা এখনো জানেনা, তারা জানেনা সাতোশি  নাকামত আসলে ফাইনান্সিয়াল ফ্রিডম এর জন্য এই ডিসেন্টালাইজ ইকোসিস্টেম এর রেভুলেশন নিয়ে এসেছে। তবে ভাই এখানে আমরা অনেকেই নিরুপায় হয়ে বাইনান্সের মতন এক্সচেঞ্জার গুলোকে ভরসা করতেছি কারণ আমরা নিজেরাই এক অপরকে ভরসা করতে পারব না যেমন কেউ বিটকয়েনে পেমেন্ট নিবে না আর এটাকে ফিয়াট কারেন্সিতে রূপান্তর করতে হলে আমাদের এই একচেঞ্জার গুলিতে যাওয়া ছাড়া আর কোন উপায় নেই।

চিন্তা করা যায় কি পরিমান ভবিষ্যতের প্ল্যান করে রাখলে তার মতন  অ্যালগরিদম দিয়ে এরকম একটা প্রটোকল তৈরি করা যায়। খালি প্রাইভেসি এবং ডিসেন্ট্রালাইজেশন না সেই সাথে সাথে এটার মধ্যে যেন কখনো inflation না আসতে পারে সেজন্য অ্যালগরিদম গুলো আগে থেকেই সেট করে দিয়েছে limit করে, তাছাড়া আর একটু যদি খেয়াল করেন এই অ্যালগরিদম টা অনেকটাই এরকম যে যত বেশি  মাইননার বা যত বেশি মানুষ এই নেটওয়ার্কে আসবে বিটকয়েন মাইনিং ততো বেশি ডিফিকাল্ট হবে।
এটা ভাবতে ভাবতে আমি ক্লান্ত কারণ কত বড় চিন্তাধারা থাকলে এরকম একটি প্ল্যাটফর্ম তৈরি করা যায় মানুষ নির্ভীক নিয়ে নির্দ্বিধায় এখানে আসছে বিটকয়েন কে সাপোর্ট করতেছে। কি ধরনের মাথা নিয়ে এই অ্যালগরিদম কিসের তৈরি করেছে তারাও মানুষ আমরাও মানুষ। কি পরিমান মেধা ছিল তার মধ্যে আপনি কল্পনাও করতে পারবেন না। আমরা ২০২৫ এ এসেও এর মূল রহস্য খুঁজে পাই না। সে এত বছর আগেও এর রোড ম্যাপ তৈরি করে গেছে।
Title: Re: শুভ জন্মদিন বিটকয়েন ₿
Post by: Crypto Library on January 05, 2025, 10:29:54 PM
এটা ভাবতে ভাবতে আমি ক্লান্ত কারণ কত বড় চিন্তাধারা থাকলে এরকম একটি প্ল্যাটফর্ম তৈরি করা যায় মানুষ নির্ভীক নিয়ে নির্দ্বিধায় এখানে আসছে বিটকয়েন কে সাপোর্ট করতেছে। কি ধরনের মাথা নিয়ে এই অ্যালগরিদম কিসের তৈরি করেছে তারাও মানুষ আমরাও মানুষ। কি পরিমান মেধা ছিল তার মধ্যে আপনি কল্পনাও করতে পারবেন না। আমরা ২০২৫ এ এসেও এর মূল রহস্য খুঁজে পাই না। সে এত বছর আগেও এর রোড ম্যাপ তৈরি করে গেছে।
মূল রহস্য এটাই যে সাতোশি নাকামত একটা মিস্ট্রি যে পুরো বিশ্বকে কেন্দ্রীভূত ফাইনান্সিয়াল সিস্টেম থেকে  ডিসেন্ট্রালাইজ ইকো সিস্টেমের দিকে নিয়ে গিয়েছে।

নানান প্রজেক্ট এখন রোড ম্যাপ নেয় কয়েক বছরের কিন্তু বিটকয়েনের কোন রোড ম্যাপ নেই এখন যেভাবে চলতেছে অন্তত 100 বছর এভাবেই চলবে। কিন্তু দুঃখের বিষয় আপনি আমি আমরা বেশিরভাগ ক্ষেত্রে ডি সেন্ট্রালাইজ ইকো সিস্টেমের আন্ডারে থাকার চাইতে সেন্ট্রালাইজ ইকো সিস্টেমের আন্ডারে থাকতেই বেশি পছন্দ করি।
যেমন আমাদের ফান্ড  থাকে সেন্ট্রালাইজ   একচেঞ্জারে এবং ব্যাংকে। সেদিন  কোথায় যেন দেখলাম বাইবিটে একজন এক লাখ ডলারের উপরে ফ্রিজ খেয়ে বসে আছে। ডকুমেন্ট চাইতেছে যেমন ব্যাংক স্টেটমেন্ট কিন্তু আপনি আমি আমরা সবাই জানি ক্রিপ্টো কারেন্সিতে প্রপারলি স্টেটমেন্ট বলতে কিছু নেই।
Title: Re: শুভ জন্মদিন বিটকয়েন ₿
Post by: Celsius on January 07, 2025, 01:20:40 AM
এটা ভাবতে ভাবতে আমি ক্লান্ত কারণ কত বড় চিন্তাধারা থাকলে এরকম একটি প্ল্যাটফর্ম তৈরি করা যায় মানুষ নির্ভীক নিয়ে নির্দ্বিধায় এখানে আসছে বিটকয়েন কে সাপোর্ট করতেছে। কি ধরনের মাথা নিয়ে এই অ্যালগরিদম কিসের তৈরি করেছে তারাও মানুষ আমরাও মানুষ। কি পরিমান মেধা ছিল তার মধ্যে আপনি কল্পনাও করতে পারবেন না। আমরা ২০২৫ এ এসেও এর মূল রহস্য খুঁজে পাই না। সে এত বছর আগেও এর রোড ম্যাপ তৈরি করে গেছে।
মূল রহস্য এটাই যে সাতোশি নাকামত একটা মিস্ট্রি যে পুরো বিশ্বকে কেন্দ্রীভূত ফাইনান্সিয়াল সিস্টেম থেকে  ডিসেন্ট্রালাইজ ইকো সিস্টেমের দিকে নিয়ে গিয়েছে।

নানান প্রজেক্ট এখন রোড ম্যাপ নেয় কয়েক বছরের কিন্তু বিটকয়েনের কোন রোড ম্যাপ নেই এখন যেভাবে চলতেছে অন্তত 100 বছর এভাবেই চলবে। কিন্তু দুঃখের বিষয় আপনি আমি আমরা বেশিরভাগ ক্ষেত্রে ডি সেন্ট্রালাইজ ইকো সিস্টেমের আন্ডারে থাকার চাইতে সেন্ট্রালাইজ ইকো সিস্টেমের আন্ডারে থাকতেই বেশি পছন্দ করি।
যেমন আমাদের ফান্ড  থাকে সেন্ট্রালাইজ   একচেঞ্জারে এবং ব্যাংকে। সেদিন  কোথায় যেন দেখলাম বাইবিটে একজন এক লাখ ডলারের উপরে ফ্রিজ খেয়ে বসে আছে। ডকুমেন্ট চাইতেছে যেমন ব্যাংক স্টেটমেন্ট কিন্তু আপনি আমি আমরা সবাই জানি ক্রিপ্টো কারেন্সিতে প্রপারলি স্টেটমেন্ট বলতে কিছু নেই।
আজকে মোবাইলের নিউজফিডে একটি সংবাদ দেখতে পেলাম যেখানে বিটকয়েন বিশ্বে ষষ্ঠ পজিশনে উঠে এসেছে তাহলে কোন এক সময় বিটকয়েন ধীরে ধীরে উন্নতি করে হয়তো চতুর্থ পঞ্চম পজিশনে যেতে পারে। এখন বিশ্বে স্বর্ণ রয়েছে প্রথম পজিশনে অর্থাৎ কোন এক সময় এর স্বর্ণের মার্কেটকেও পার করে দিতে পারে এই বিটকয়েন। সাতোশি ন্যাকামোতো আসলে এমন জিনিস আবিষ্কার করেছে যেটা বিশ্বে একসময় প্রতিযোগিতা কেন্দ্রবিন্দুতে পরিণত হয়ে যাবে। বস সত্যিই তুমি একটা মারাত্মক লেভেলের লিজেন্ড।
Title: Re: শুভ জন্মদিন বিটকয়েন ₿
Post by: kulkhan on January 07, 2025, 06:45:28 PM
এটা ভাবতে ভাবতে আমি ক্লান্ত কারণ কত বড় চিন্তাধারা থাকলে এরকম একটি প্ল্যাটফর্ম তৈরি করা যায় মানুষ নির্ভীক নিয়ে নির্দ্বিধায় এখানে আসছে বিটকয়েন কে সাপোর্ট করতেছে। কি ধরনের মাথা নিয়ে এই অ্যালগরিদম কিসের তৈরি করেছে তারাও মানুষ আমরাও মানুষ। কি পরিমান মেধা ছিল তার মধ্যে আপনি কল্পনাও করতে পারবেন না। আমরা ২০২৫ এ এসেও এর মূল রহস্য খুঁজে পাই না। সে এত বছর আগেও এর রোড ম্যাপ তৈরি করে গেছে।
মূল রহস্য এটাই যে সাতোশি নাকামত একটা মিস্ট্রি যে পুরো বিশ্বকে কেন্দ্রীভূত ফাইনান্সিয়াল সিস্টেম থেকে  ডিসেন্ট্রালাইজ ইকো সিস্টেমের দিকে নিয়ে গিয়েছে।

নানান প্রজেক্ট এখন রোড ম্যাপ নেয় কয়েক বছরের কিন্তু বিটকয়েনের কোন রোড ম্যাপ নেই এখন যেভাবে চলতেছে অন্তত 100 বছর এভাবেই চলবে। কিন্তু দুঃখের বিষয় আপনি আমি আমরা বেশিরভাগ ক্ষেত্রে ডি সেন্ট্রালাইজ ইকো সিস্টেমের আন্ডারে থাকার চাইতে সেন্ট্রালাইজ ইকো সিস্টেমের আন্ডারে থাকতেই বেশি পছন্দ করি।
যেমন আমাদের ফান্ড  থাকে সেন্ট্রালাইজ   একচেঞ্জারে এবং ব্যাংকে। সেদিন  কোথায় যেন দেখলাম বাইবিটে একজন এক লাখ ডলারের উপরে ফ্রিজ খেয়ে বসে আছে। ডকুমেন্ট চাইতেছে যেমন ব্যাংক স্টেটমেন্ট কিন্তু আপনি আমি আমরা সবাই জানি ক্রিপ্টো কারেন্সিতে প্রপারলি স্টেটমেন্ট বলতে কিছু নেই।
আজকে মোবাইলের নিউজফিডে একটি সংবাদ দেখতে পেলাম যেখানে বিটকয়েন বিশ্বে ষষ্ঠ পজিশনে উঠে এসেছে তাহলে কোন এক সময় বিটকয়েন ধীরে ধীরে উন্নতি করে হয়তো চতুর্থ পঞ্চম পজিশনে যেতে পারে। এখন বিশ্বে স্বর্ণ রয়েছে প্রথম পজিশনে অর্থাৎ কোন এক সময় এর স্বর্ণের মার্কেটকেও পার করে দিতে পারে এই বিটকয়েন। সাতোশি ন্যাকামোতো আসলে এমন জিনিস আবিষ্কার করেছে যেটা বিশ্বে একসময় প্রতিযোগিতা কেন্দ্রবিন্দুতে পরিণত হয়ে যাবে। বস সত্যিই তুমি একটা মারাত্মক লেভেলের লিজেন্ড।
শুভ জন্মদিন বিটকয়েন। একটু লেট হয়ে গেলো। যাই হোক ১৫ বছর পার করে ১৬ তম বছরে পদার্পণ করলেো বিটকয়েন।অনেক চড়াই-উতরাই পার করে বিটকয়েনের মূল্য এখন ১ লক্ষ ডলার এর উপরে। যতদিন যাচ্ছে ততোই জনপ্রিয় হয়ে উঠছে

হ্যা আমরা জানি বর্তমানে বিটকয়েনের অবস্থান ৬ষ্ঠ, তবে আমি বিশ্বাস করি কোন একদিন বিটকয়েন স্বর্নকে টপকিয়ে ১ম স্থানে চলে আসবে। কারন যতো দিন যাচ্ছে ততোই বিটকয়েনের গ্রহনযোগ্যতা বৃদ্ধি পাচ্ছে।
Title: Re: শুভ জন্মদিন বিটকয়েন ₿
Post by: Celsius on January 07, 2025, 07:43:32 PM
শুভ জন্মদিন বিটকয়েন। একটু লেট হয়ে গেলো। যাই হোক ১৫ বছর পার করে ১৬ তম বছরে পদার্পণ করলেো বিটকয়েন।অনেক চড়াই-উতরাই পার করে বিটকয়েনের মূল্য এখন ১ লক্ষ ডলার এর উপরে। যতদিন যাচ্ছে ততোই জনপ্রিয় হয়ে উঠছে

হ্যা আমরা জানি বর্তমানে বিটকয়েনের অবস্থান ৬ষ্ঠ, তবে আমি বিশ্বাস করি কোন একদিন বিটকয়েন স্বর্নকে টপকিয়ে ১ম স্থানে চলে আসবে। কারন যতো দিন যাচ্ছে ততোই বিটকয়েনের গ্রহনযোগ্যতা বৃদ্ধি পাচ্ছে।
আসলেই বিটকয়েন যতদিন যাচ্ছে ততই জনপ্রিয়তা অর্জন করছে। দেখতে দেখতে বিটকয়েন ষষ্ঠ পজিশনে উঠে এসেছে তাহলে ধরে নিন পঞ্চম পজিশনে উঠে আসতে বেশি সময় লাগবে না। তবে স্বর্ণের বাজার টপকাতে বিটকয়েনের বেশ সময় লাগবে কেননা স্বর্ণের যে সর্বজনীন গ্রহনযোগ্যতা তৈরি হয়েছে সেটা বিটকয়েনের ক্ষেত্রে অবশ্যই এখন পর্যন্ত হয়নি। সোনার গ্রহণযোগ্যতা বিশ্বব্যাপী ছড়িয়ে আছে অথচ বিটকয়েনের গ্রহণযোগ্যতা পৃথিবীর অল্প কিছু দেশের মধ্যে সীমাবদ্ধ আছে। যদি বিটকয়েন সোনার মতো জনপ্রিয়তা অর্জন করে তাহলে অবশ্যই বিটকয়েন সোনার মার্কেট অচিরেই পিছনে ফেলবে।
Title: Re: শুভ জন্মদিন বিটকয়েন ₿
Post by: JISAN on January 08, 2025, 04:49:21 PM
শুভ জন্মদিন বিটকয়েন। একটু লেট হয়ে গেলো। যাই হোক ১৫ বছর পার করে ১৬ তম বছরে পদার্পণ করলেো বিটকয়েন।অনেক চড়াই-উতরাই পার করে বিটকয়েনের মূল্য এখন ১ লক্ষ ডলার এর উপরে। যতদিন যাচ্ছে ততোই জনপ্রিয় হয়ে উঠছে

হ্যা আমরা জানি বর্তমানে বিটকয়েনের অবস্থান ৬ষ্ঠ, তবে আমি বিশ্বাস করি কোন একদিন বিটকয়েন স্বর্নকে টপকিয়ে ১ম স্থানে চলে আসবে। কারন যতো দিন যাচ্ছে ততোই বিটকয়েনের গ্রহনযোগ্যতা বৃদ্ধি পাচ্ছে।
গোল্ডের মার্কেট ক্যাপ $17.888T যেটা গুগল করে পেলাম আর গোল্ড এর সাপ্লাই নির্দিষ্ট নয় প্রতিনিয়ত গোল্ড মাইন করা হচ্ছে পৃথিবীর বিভিন্ন দেশের বিভিন্ন স্থান থেকে । এবং মাইন করার পাশাপাশি এর দামও বাড়তে আছে প্রচুর পরিমাণে। তাই যেখানে গোল্ডেন সাপ্লাই আনলিমিটেড এবং চাহিদাও আনলিমিটেড আর প্রাচীনকাল থেকে গোল্ড এর ব্যবহার এবং গোল্ডকেবিনিময় প্রথা এবং রিজার্ভ সম্পদ হিসেবে ব্যবহার করা হচ্ছে বিশ্বব্যাপী। তাই বিটকয়েন গোল্ড এর মার্কেট ক্যাপ ছারাবে এই সম্ভাবনা খুব বেশি নেই । তবে দামের দিক দিয়ে বিটকয়েনের দাম মিলিয়ন ডলার ও ছাড়াতে পারে ভবিষ্যতে এটিকে বিশ্বাস করা যায়
Title: Re: শুভ জন্মদিন বিটকয়েন ₿
Post by: kulkhan on January 09, 2025, 11:59:57 PM
শুভ জন্মদিন বিটকয়েন। একটু লেট হয়ে গেলো। যাই হোক ১৫ বছর পার করে ১৬ তম বছরে পদার্পণ করলেো বিটকয়েন।অনেক চড়াই-উতরাই পার করে বিটকয়েনের মূল্য এখন ১ লক্ষ ডলার এর উপরে। যতদিন যাচ্ছে ততোই জনপ্রিয় হয়ে উঠছে

হ্যা আমরা জানি বর্তমানে বিটকয়েনের অবস্থান ৬ষ্ঠ, তবে আমি বিশ্বাস করি কোন একদিন বিটকয়েন স্বর্নকে টপকিয়ে ১ম স্থানে চলে আসবে। কারন যতো দিন যাচ্ছে ততোই বিটকয়েনের গ্রহনযোগ্যতা বৃদ্ধি পাচ্ছে।
গোল্ডের মার্কেট ক্যাপ $17.888T যেটা গুগল করে পেলাম আর গোল্ড এর সাপ্লাই নির্দিষ্ট নয় প্রতিনিয়ত গোল্ড মাইন করা হচ্ছে পৃথিবীর বিভিন্ন দেশের বিভিন্ন স্থান থেকে । এবং মাইন করার পাশাপাশি এর দামও বাড়তে আছে প্রচুর পরিমাণে। তাই যেখানে গোল্ডেন সাপ্লাই আনলিমিটেড এবং চাহিদাও আনলিমিটেড আর প্রাচীনকাল থেকে গোল্ড এর ব্যবহার এবং গোল্ডকেবিনিময় প্রথা এবং রিজার্ভ সম্পদ হিসেবে ব্যবহার করা হচ্ছে বিশ্বব্যাপী। তাই বিটকয়েন গোল্ড এর মার্কেট ক্যাপ ছারাবে এই সম্ভাবনা খুব বেশি নেই । তবে দামের দিক দিয়ে বিটকয়েনের দাম মিলিয়ন ডলার ও ছাড়াতে পারে ভবিষ্যতে এটিকে বিশ্বাস করা যায়
ভাই অনেক ধন্যবাদ আপনাকে গোল্ড এর মার্কেট ক্যাপ তুলে ধরার জন্য। আর এটা সত্য যে গোল্ডের কোন লিমিটেশন নাই এটি আনলিমিটেড খনন করা হচ্ছে। এবং গোল্ডেন মূল্য দিন দিন বৃদ্ধি পাচ্ছে। তবে আমি মনে করি বিটকয়েনের সঙ্গে গোল্ড পেরে উঠবে না কারণ বিটকয়েনের পরিমাণ আনলিমিটেড না বিটকয়েন এর নির্দিষ্ট পরিমাণ রয়েছে ফলে বিটকয়েন এর মূল্য দ্রুত গতি বৃদ্ধি পাচ্ছে। কিন্তু গোল্ডের মূল্য বৃদ্ধি পেলেও সেটি অত্যন্ত ধীরগতি। তাই আমি বিটকয়েন কে এগিয়ে রাখবো। আবারো শুভ জন্মদিন বিটকয়েনের।
Title: Re: শুভ জন্মদিন বিটকয়েন ₿
Post by: CoinHolder on January 10, 2025, 06:06:22 PM
শুভ জন্মদিন বিটকয়েন। একটু লেট হয়ে গেলো। যাই হোক ১৫ বছর পার করে ১৬ তম বছরে পদার্পণ করলেো বিটকয়েন।অনেক চড়াই-উতরাই পার করে বিটকয়েনের মূল্য এখন ১ লক্ষ ডলার এর উপরে। যতদিন যাচ্ছে ততোই জনপ্রিয় হয়ে উঠছে

হ্যা আমরা জানি বর্তমানে বিটকয়েনের অবস্থান ৬ষ্ঠ, তবে আমি বিশ্বাস করি কোন একদিন বিটকয়েন স্বর্নকে টপকিয়ে ১ম স্থানে চলে আসবে। কারন যতো দিন যাচ্ছে ততোই বিটকয়েনের গ্রহনযোগ্যতা বৃদ্ধি পাচ্ছে।
গোল্ডের মার্কেট ক্যাপ $17.888T যেটা গুগল করে পেলাম আর গোল্ড এর সাপ্লাই নির্দিষ্ট নয় প্রতিনিয়ত গোল্ড মাইন করা হচ্ছে পৃথিবীর বিভিন্ন দেশের বিভিন্ন স্থান থেকে । এবং মাইন করার পাশাপাশি এর দামও বাড়তে আছে প্রচুর পরিমাণে। তাই যেখানে গোল্ডেন সাপ্লাই আনলিমিটেড এবং চাহিদাও আনলিমিটেড আর প্রাচীনকাল থেকে গোল্ড এর ব্যবহার এবং গোল্ডকেবিনিময় প্রথা এবং রিজার্ভ সম্পদ হিসেবে ব্যবহার করা হচ্ছে বিশ্বব্যাপী। তাই বিটকয়েন গোল্ড এর মার্কেট ক্যাপ ছারাবে এই সম্ভাবনা খুব বেশি নেই । তবে দামের দিক দিয়ে বিটকয়েনের দাম মিলিয়ন ডলার ও ছাড়াতে পারে ভবিষ্যতে এটিকে বিশ্বাস করা যায়
ভাই অনেক ধন্যবাদ আপনাকে গোল্ড এর মার্কেট ক্যাপ তুলে ধরার জন্য। আর এটা সত্য যে গোল্ডের কোন লিমিটেশন নাই এটি আনলিমিটেড খনন করা হচ্ছে। এবং গোল্ডেন মূল্য দিন দিন বৃদ্ধি পাচ্ছে। তবে আমি মনে করি বিটকয়েনের সঙ্গে গোল্ড পেরে উঠবে না কারণ বিটকয়েনের পরিমাণ আনলিমিটেড না বিটকয়েন এর নির্দিষ্ট পরিমাণ রয়েছে ফলে বিটকয়েন এর মূল্য দ্রুত গতি বৃদ্ধি পাচ্ছে। কিন্তু গোল্ডের মূল্য বৃদ্ধি পেলেও সেটি অত্যন্ত ধীরগতি। তাই আমি বিটকয়েন কে এগিয়ে রাখবো। আবারো শুভ জন্মদিন বিটকয়েনের।
আমরা যারা বিটকয়েন সম্পর্কে জানি তারা সবসময়ই বিটকয়েন্ট কে এগিয়ে রাখবো কারণ সোনার থেকে বিটকয়েনের মূল্য আমার কাছে অনেক বেশি এবং আপনার কাছেও । অল্প কিছুদিন আগেও এক ভরি সোনা সোনার টাকা দিয়ে কয়েকটি বিট কয়েন কেন এত ২০১৭ সালে কিন্তু আজকে দেখেন একটি বিটকয়েনের মূল্য কোথায় গিয়ে পৌঁছে গেছে আর অল্প কিছুদিনের মধ্যেই হয়তো বিটকয়েনের আরও একটি দাম বৃদ্ধির প্রভাব পড়তে পারে বিশেষজ্ঞদের মতে।