Altcoins Talks - Cryptocurrency Forum

Local => বাংলা (Bengali) => Topic started by: JISAN on January 25, 2025, 07:26:11 PM

Title: Bitcoin Bech32 ওয়ালেট কোন কোন এক্সচেঞ্জ প্রোভাইড করে।
Post by: JISAN on January 25, 2025, 07:26:11 PM
আমি নিয়মিত ব্যবহার করি Binance এবং Kucoin বিটকয়েন Bech32 এড্রেস এর জন্য। Bech32 এড্রেস বলতে যে এড্রেস bc1 দিয়ে শুরু হয়। আমি এমন একটা CEX খুজতেছি যে এক্সচেঞ্জ থেকে বিটকয়েন ডিপোজিটের জন্য Bech32 এড্রেস পাওয়া যাবে। Binance এবং Kucoin ব্যতীত।

কেউ কোনো এক্সচেঞ্জর এর সন্ধান দিতে পারেন যে এক্সচেঞ্জ বিটকয়েন ডিপোজিটের জন্য Bech32 এড্রেস পাওয়া যাবে ? যদি কেও জানেন তাহলে এখানে জানাবেন।
Title: Re: Bitcoin Bech32 ওয়ালেট কোন কোন এক্সচেঞ্জ প্রোভাইড করে।
Post by: Crypto Library on January 25, 2025, 10:11:17 PM
আমি নিয়মিত ব্যবহার করি Binance এবং Kucoin বিটকয়েন Bech32 এড্রেস এর জন্য। Bech32 এড্রেস বলতে যে এড্রেস bc1 দিয়ে শুরু হয়। আমি এমন একটা CEX খুজতেছি যে এক্সচেঞ্জ থেকে বিটকয়েন ডিপোজিটের জন্য Bech32 এড্রেস পাওয়া যাবে। Binance এবং Kucoin ব্যতীত।

কেউ কোনো এক্সচেঞ্জর এর সন্ধান দিতে পারেন যে এক্সচেঞ্জ বিটকয়েন ডিপোজিটের জন্য Bech32 এড্রেস পাওয়া যাবে ? যদি কেও জানেন তাহলে এখানে জানাবেন।
আপনি কি OKX একচেঞ্জার ট্রাই করেছিলেন? যদিও আমি এটি ট্রাই করিনি তারপরও একটি আর্টিকেলে দেখলাম OKX  Bitcoin Bech32 ওয়ালেট এড্রেস সাপোর্ট করে।


যাই হোক আমি মূলত বাইনান্স, কু কয়েন,  বাইবিট , বিটমার্ট এগুলো ইউজ করেছি  mexc ইউজ করেছি কিন্তু সেখানে  Bitcoin Bech32 ওয়ালেট এড্রেস সাপোর্ট করে না।

তাই আমি আপনাকে আমার এক্সপেরিয়েন্স শেয়ার করতে পারলাম না।

তবে আপনি এই সাইটটি চেক দিতে (https://en.bitcoin.it/wiki/Bech32_adoption#Exchanges:~:text=GuardaWallet/status/1194270398730448896-,Exchanges,-Name) পারেন এখানে টেবিল আকারে সাজানো রয়েছে কোন কোন  সেন্ট্রালাইজ এক্সচেঞ্জার  Bitcoin Bech32 ওয়ালেট এড্রেস সাপোর্ট করে।
Title: Re: Bitcoin Bech32 ওয়ালেট কোন কোন এক্সচেঞ্জ প্রোভাইড করে।
Post by: God Of Thunder on January 26, 2025, 07:40:48 AM
আমি নিয়মিত ব্যবহার করি Binance এবং Kucoin বিটকয়েন Bech32 এড্রেস এর জন্য। Bech32 এড্রেস বলতে যে এড্রেস bc1 দিয়ে শুরু হয়। আমি এমন একটা CEX খুজতেছি যে এক্সচেঞ্জ থেকে বিটকয়েন ডিপোজিটের জন্য Bech32 এড্রেস পাওয়া যাবে। Binance এবং Kucoin ব্যতীত।

কেউ কোনো এক্সচেঞ্জর এর সন্ধান দিতে পারেন যে এক্সচেঞ্জ বিটকয়েন ডিপোজিটের জন্য Bech32 এড্রেস পাওয়া যাবে ? যদি কেও জানেন তাহলে এখানে জানাবেন।

ভাই আপনার প্রিফারেন্স কি Bech32 Address নাকি Segwit address? আর আপনি কি শুধু এক্সচেন্জ এর ভেতরে যারা Bech32 Address করে তাদের লিষ্ট খুজতেছেন নাকি ওয়ালেট হলেও চলবে? আমি সাধারনত ইলেকট্রাম ওয়ালেট ব্যাবহার করি Bech32 Address এর জন্য। আর সেল করার জন্য বাইনান্স বা কুকয়েন ব্যাবহার করি।

আপনি কি OKX একচেঞ্জার ট্রাই করেছিলেন? যদিও আমি এটি ট্রাই করিনি তারপরও একটি আর্টিকেলে দেখলাম OKX  Bitcoin Bech32 ওয়ালেট এড্রেস সাপোর্ট করে।
আমি বলবো OKX যদি Bech32 Address সাপোর্ট করেও, তবুও OKX ব্যাবহার করা কোনো ভাবেই ঠিক হবে না। OKX বাংলাদেশ, পাকিস্তান সহ বেশ কিছু কান্ট্রি ব্লক করে রেখেছে। তার মানে হলো, বাংলাদেশীরা OKX ব্যাবহার করতে পারবে না। আপনি যদি অন্যদেশী কারো থেকে একাউন্ট কিনে ব্যাবহার করেন, তবুও সেটা অনেক বেশি রিস্কি হবে।
Title: Re: Bitcoin Bech32 ওয়ালেট কোন কোন এক্সচেঞ্জ প্রোভাইড করে।
Post by: Crypto Library on January 26, 2025, 10:56:24 AM
ভাই আপনার প্রিফারেন্স কি Bech32 Address নাকি Segwit address? আর আপনি কি শুধু এক্সচেন্জ এর ভেতরে যারা Bech32 Address করে তাদের লিষ্ট খুজতেছেন নাকি ওয়ালেট হলেও চলবে? আমি সাধারনত ইলেকট্রাম ওয়ালেট ব্যাবহার করি Bech32 Address এর জন্য। আর সেল করার জন্য বাইনান্স বা কুকয়েন ব্যাবহার করি।
আমার মনে হয় সে Segwit wallet অ্যাড্রেসের কথাই বলেছে কারণ যেহেতু সে শুধুমাত্র ডিপোজিট এর কথা বলেছে আর তাছাড়া সেন্ট্রালাইজ এক্সচেঞ্জার গুলোতে Bech32 Address এক্সট্রা এর কোন কাজ নাই উইথড্র করার সময় বা ট্রানজেকশন করার সময় আপনাকে সেই নির্দিষ্ট একটা fee দিতেই হবে।
Quote
আমি বলবো OKX যদি Bech32 Address সাপোর্ট করেও, তবুও OKX ব্যাবহার করা কোনো ভাবেই ঠিক হবে না। OKX বাংলাদেশ, পাকিস্তান সহ বেশ কিছু কান্ট্রি ব্লক করে রেখেছে। তার মানে হলো, বাংলাদেশীরা OKX ব্যাবহার করতে পারবে না। আপনি যদি অন্যদেশী কারো থেকে একাউন্ট কিনে ব্যাবহার করেন, তবুও সেটা অনেক বেশি রিস্কি হবে।
ডেফিনেটলি যদি  OKX বাংলাদেশ এর নাগরিকদের তাদের সার্ভিস প্রোভাইড না করে তাহলে কেন ভিপিএন দিয়ে অথবা অ্যাকাউন্ট কিনে ব্যবহার করতে হবে যেখানে আরো ভালো বড় বড় এক্সচেঞ্জার গুলো অ্যাভেলেবল রয়েছে।  এই রিস্কে যাওয়া কখনো উচিত হবে না আমি জানতাম না যে  OKX বর্তমানে বাংলাদেশে কে রেস্ট্রিকশন করেছে।


JISAN ভাই আপনি Kraken exchanger ব্যবহার করতে পারেন।
Title: Re: Bitcoin Bech32 ওয়ালেট কোন কোন এক্সচেঞ্জ প্রোভাইড করে।
Post by: God Of Thunder on January 27, 2025, 07:58:38 AM
আমার মনে হয় সে Segwit wallet অ্যাড্রেসের কথাই বলেছে কারণ যেহেতু সে শুধুমাত্র ডিপোজিট এর কথা বলেছে আর তাছাড়া সেন্ট্রালাইজ এক্সচেঞ্জার গুলোতে Bech32 Address এক্সট্রা এর কোন কাজ নাই উইথড্র করার সময় বা ট্রানজেকশন করার সময় আপনাকে সেই নির্দিষ্ট একটা fee দিতেই হবে।

Segwit wallet এড্রেস হলে তো শুধু যে bc1q শুরু হবে এমন না। Segwit দুই প্রকারের হয়ে থাকে। একটা হচ্ছে ন্যাটিভ Segwit যেটা bc1q দিয়ে শুরু হয় যেটা আমরা Bech32 Address নামে জানি । আরেকটা হচ্ছে নেসটেড Segwit যেটা সাধারণত 3 দিয়ে শুরু হয়। এটাও Segwit ওয়ালেট এড্রেস। আবার bc1p দিয়ে সম্ভবত তাপরুট এড্রেস শুরু হয়।

আপনি ঘাটলে অনেক এক্সচেঞ্জ পেতে পারেন যাদের এড্রেস 3 দিয়ে শুরু হয় এবং সেগুলো Segwit ওয়ালেট এড্রেস। তবে Bech32 Address খুব কম এক্সচেঞ্জ গুলো প্রোভাইড করে থাকে।
Title: Re: Bitcoin Bech32 ওয়ালেট কোন কোন এক্সচেঞ্জ প্রোভাইড করে।
Post by: JISAN on January 27, 2025, 04:51:13 PM
আমি নিয়মিত ব্যবহার করি Binance এবং Kucoin বিটকয়েন Bech32 এড্রেস এর জন্য। Bech32 এড্রেস বলতে যে এড্রেস bc1 দিয়ে শুরু হয়। আমি এমন একটা CEX খুজতেছি যে এক্সচেঞ্জ থেকে বিটকয়েন ডিপোজিটের জন্য Bech32 এড্রেস পাওয়া যাবে। Binance এবং Kucoin ব্যতীত।

কেউ কোনো এক্সচেঞ্জর এর সন্ধান দিতে পারেন যে এক্সচেঞ্জ বিটকয়েন ডিপোজিটের জন্য Bech32 এড্রেস পাওয়া যাবে ? যদি কেও জানেন তাহলে এখানে জানাবেন।
আপনি কি OKX একচেঞ্জার ট্রাই করেছিলেন? যদিও আমি এটি ট্রাই করিনি তারপরও একটি আর্টিকেলে দেখলাম OKX  Bitcoin Bech32 ওয়ালেট এড্রেস সাপোর্ট করে।
OKX বাংলাদেশের জন্য ঝামেলা ভাই। বাংলাদেশে এটা ব্যান করা vpn ছাড়া Okx ব্যবহার করা যায় না। তাই আমি এটা ব্যবহার করি না। অন্য কোনো এক্সচেঞ্জ খুজতেছি।

JISAN ভাই আপনি Kraken exchanger ব্যবহার করতে পারেন।
ধন্যবাদ ভাই ফোরামের বাইরের আমার এক বন্ধুও এটার কথা বললো দেখি এটা নিয়া একটি ঘাটাঘাটি করা লাগবে। বাংলাদেশে এই এক্সচেঞ্জ ব্যবহার করতে দেখা যায় না তেমন কাউকে জানিনা ব্যবহার করে না কিসের জন্য। ধন্যবাদ ভাই
Title: Re: Bitcoin Bech32 ওয়ালেট কোন কোন এক্সচেঞ্জ প্রোভাইড করে।
Post by: Crypto Library on January 27, 2025, 10:41:55 PM
Segwit wallet এড্রেস হলে তো শুধু যে bc1q শুরু হবে এমন না। Segwit দুই প্রকারের হয়ে থাকে। একটা হচ্ছে ন্যাটিভ Segwit যেটা bc1q দিয়ে শুরু হয় যেটা আমরা Bech32 Address নামে জানি । আরেকটা হচ্ছে নেসটেড Segwit যেটা সাধারণত 3 দিয়ে শুরু হয়। এটাও Segwit ওয়ালেট এড্রেস। আবার bc1p দিয়ে সম্ভবত তাপরুট এড্রেস শুরু হয়।

আপনি ঘাটলে অনেক এক্সচেঞ্জ পেতে পারেন যাদের এড্রেস 3 দিয়ে শুরু হয় এবং সেগুলো Segwit ওয়ালেট এড্রেস। তবে Bech32 Address খুব কম এক্সচেঞ্জ গুলো প্রোভাইড করে থাকে।
এই বিষয়টা ভাই ভুলে গিয়েছিলাম ধন্যবাদ জানানোর জন্য। কিন্তু ভাই আমরা বুঝবো কেমনে একটি একচেঞ্জার এ 3 দিয়ে শুরু হওয়া এড্রেস নেসটেড Segwit ?
যাইহোক এত কথা না আপনি জাস্ট আমাকে বলেন MEXC কি নেসটেড Segwit সাপোর্ট করে কিনা, (যদি জেনে থাকেন)


JISAN ভাই আপনি Kraken exchanger ব্যবহার করতে পারেন।
ধন্যবাদ ভাই ফোরামের বাইরের আমার এক বন্ধুও এটার কথা বললো দেখি এটা নিয়া একটি ঘাটাঘাটি করা লাগবে। বাংলাদেশে এই এক্সচেঞ্জ ব্যবহার করতে দেখা যায় না তেমন কাউকে জানিনা ব্যবহার করে না কিসের জন্য। ধন্যবাদ ভাই
ধুর মিয়া সাজেশন করলাম আমি আপনি কোট করছেন Learn Bitcoin। আমার  ক্রেডিট LB বাহিরে দিয়ে দিতাছেন আমি কিন্তু খেলুম না।

যাইহোক আমি নিজেও বহুদিন আগে শুধুমাত্র কম ফি কাটার কারণে Kraken exchanger ব্যবহার করে দেখেছিলাম যাই হোক যদি আপনার বন্ধু এটি বর্তমানে ব্যবহার করে থাকে তাহলে তার কাছ থেকে ভালোভাবে জেনে বুঝে তারপর এটা নিয়ে এগিয়েন।
তবে ট্রাস্ট নিয়ে আমার মনে হয় না কোন ইস্যু হবে।
Title: Re: Bitcoin Bech32 ওয়ালেট কোন কোন এক্সচেঞ্জ প্রোভাইড করে।
Post by: God Of Thunder on January 28, 2025, 07:55:26 AM
এই বিষয়টা ভাই ভুলে গিয়েছিলাম ধন্যবাদ জানানোর জন্য। কিন্তু ভাই আমরা বুঝবো কেমনে একটি একচেঞ্জার এ 3 দিয়ে শুরু হওয়া এড্রেস নেসটেড Segwit ?
যাইহোক এত কথা না আপনি জাস্ট আমাকে বলেন MEXC কি নেসটেড Segwit সাপোর্ট করে কিনা, (যদি জেনে থাকেন)
3 দিয়ে শুরু হওয়া সকল এড্রেসই নেসটেড Segwit এড্রেস। এটা নিয়ে সন্দেহ করার কিছু নাই। কয়েনবেস একসময় নেসেটেড Segwit এড্রেস প্রোভাইড করতো। যদিও এখন সম্ভবত তারা বাংলাদেশে সার্ভিস দিচ্ছে না। আর MEXC আমি চেক করে দেখেছি, তারাও নেসেটেড Segwit এড্রেস প্রোভাইড করে থাকে। তবে খুজলে আপনি আরো অনেক এক্সচেন্জ পেতে পারেন যারা নেসেটেড Segwit এড্রেস প্রোভাইড করে থাকে।

Quote
ধুর মিয়া সাজেশন করলাম আমি আপনি কোট করছেন Learn Bitcoin। আমার  ক্রেডিট LB বাহিরে দিয়ে দিতাছেন আমি কিন্তু খেলুম না।
ছোট বেলার কথা মনে করিয়ে দিলেন ভাই। আমার বল ব্যাট মানে আমি আগে ব্যাটিং করবো। ব্যাটিং করে তারপর ফিল্ডিং না করে চলে যাওয়ার যে ব্যাপারটা। আহা সেই দিন।
Title: Re: Bitcoin Bech32 ওয়ালেট কোন কোন এক্সচেঞ্জ প্রোভাইড করে।
Post by: DYING_S0UL on February 05, 2025, 03:08:58 PM
@JISAN সবই বুঝলাম বাট আপনি আসলে করতে চাচ্ছেন টা কি এখানে? স্পেসিফিক্যালি Bech32 এড্রেস প্রোভাইড করে এমন এক্সচেঞ্জ দিয়ে কি করবেন? :-\

আমি নরমালি bc1 এড্রেস ইউজ করি আমার ইলেকট্রাম আর ইক্সোডস ওয়ালেটে, আর সেখান থেকে ডাইরেক্ট বাইনান্স, কুকয়ন করি।

@GOT, @CL, OKX যদি ব্যান থাকে তাহলে ব্যবহার না করাই বেটার।

MEXC আমি নিজে ইউজ করছি। নরমাল বাই সেল হলে ব্যবহার করেন। তবে p2p করলে শুধুমাত্র বাইনান্স সাজেস্ট করবো। কুকয়েনও না। ঐটা নিয়ে খারাপ রিভিও দেখতাম।

ধুর মিয়া সাজেশন করলাম আমি আপনি কোট করছেন Learn Bitcoin। আমার  ক্রেডিট LB বাহিরে দিয়ে দিতাছেন আমি কিন্তু খেলুম না।
ছোট বেলার কথা মনে করিয়ে দিলেন ভাই। আমার বল ব্যাট মানে আমি আগে ব্যাটিং করবো। ব্যাটিং করে তারপর ফিল্ডিং না করে চলে যাওয়ার যে ব্যাপারটা। আহা সেই দিন।

খেলতে কইছে কেডায়? মারা খাও! >:(
Title: Re: Bitcoin Bech32 ওয়ালেট কোন কোন এক্সচেঞ্জ প্রোভাইড করে।
Post by: Royal Cap on March 22, 2025, 08:38:57 PM
Bech32 Address খুব কম এক্সচেঞ্জ গুলো প্রোভাইড করে থাকে।

এই Bech32 এড্রেস এর সুবিধা কি ভাই?
সব ( মনে এয়ারড্রোপ, বাউন্টি) ক্যাম্পেইনে সবাই শুধু এই অ্যাড্রেস দিতে বলে কেন?
এই ওয়ালেট নিয়ে কি কোনো বিস্তারিত পোস্ট আছে? থাকলে ভালো বুঝতে পারতাম।
Title: Re: Bitcoin Bech32 ওয়ালেট কোন কোন এক্সচেঞ্জ প্রোভাইড করে।
Post by: Crypto Library on March 22, 2025, 11:10:40 PM
এই Bech32 এড্রেস এর সুবিধা কি ভাই?
সব ( মনে এয়ারড্রোপ, বাউন্টি) ক্যাম্পেইনে সবাই শুধু এই অ্যাড্রেস দিতে বলে কেন?
এই ওয়ালেট নিয়ে কি কোনো বিস্তারিত পোস্ট আছে? থাকলে ভালো বুঝতে পারতাম।
সহজ কথায় যদি বলি তাহলে  Bech32 এড্রেস এর সুবিধা এর সুবিধা গুলো হচ্ছে-
- এটির ট্রানজেকশন ফি কম.
- আমি এত নলেজ রাখি না তবে এতটুকু বুঝি  Bech32 এড্রেস এর ক্ষেত্রে ডাটা স্টোরেজ কম লাগার কারণে ট্রানজেকশনের  স্পিডও কম  ফি তে ভালো পাওয়া যায়।

উপরে God Of Thunder ভাইয়ের পোস্টগুলো দেখে হয়তো বা আপনি আরেকটু ক্লিয়ার হতে পারেন।
তাছাড়া আরো ক্লিয়ার হওয়ার জন্য আপনি এই আর্টিকেলটি পড়তে পারেন- https://www.investopedia.com/terms/s/segwit-segregated-witness.asp?utm_source=chatgpt.com
Title: Re: Bitcoin Bech32 ওয়ালেট কোন কোন এক্সচেঞ্জ প্রোভাইড করে।
Post by: Z_MBFM on March 24, 2025, 05:02:52 AM
আমি নিয়মিত ব্যবহার করি Binance এবং Kucoin বিটকয়েন Bech32 এড্রেস এর জন্য। Bech32 এড্রেস বলতে যে এড্রেস bc1 দিয়ে শুরু হয়। আমি এমন একটা CEX খুজতেছি যে এক্সচেঞ্জ থেকে বিটকয়েন ডিপোজিটের জন্য Bech32 এড্রেস পাওয়া যাবে। Binance এবং Kucoin ব্যতীত।
Code: [Select]
Bitstamp
Bitfinex
BitMEX
Binance
Kraken
Crypto.com
Kucoin
এই এক্সেঞ্জার গুলা Bech32 এড্রেস প্রোভাইড করে বিটকয়েন ডিপোজিটের জন্য। তবে ভাই আমার Binance এর Kucoin ছাড়া অন্য ক্রিপ্টো এক্সচেঞ্জ ব্যবহারের কোনো অভিজ্ঞতা নাই এই লিস্ট এর। তাই বলতে পারব না ঐগুলা কেমন এক্সচেঞ্জ। আপনার যদি খুব বেশি প্রয়োজন হয় তাহলে আপনি ওইগুলা ব্যবহার করার চেষ্টা করে দেখতে পারেন যে কেমন সার্ভিস দিতে পারে ওইগুলা

Title: Re: Bitcoin Bech32 ওয়ালেট কোন কোন এক্সচেঞ্জ প্রোভাইড করে।
Post by: JISAN on March 24, 2025, 05:37:04 PM
আমি নিয়মিত ব্যবহার করি Binance এবং Kucoin বিটকয়েন Bech32 এড্রেস এর জন্য। Bech32 এড্রেস বলতে যে এড্রেস bc1 দিয়ে শুরু হয়। আমি এমন একটা CEX খুজতেছি যে এক্সচেঞ্জ থেকে বিটকয়েন ডিপোজিটের জন্য Bech32 এড্রেস পাওয়া যাবে। Binance এবং Kucoin ব্যতীত।
Code: [Select]
Bitstamp
Bitfinex
BitMEX
Binance
Kraken
Crypto.com
Kucoin
এই এক্সেঞ্জার গুলা Bech32 এড্রেস প্রোভাইড করে বিটকয়েন ডিপোজিটের জন্য। তবে ভাই আমার Binance এর Kucoin ছাড়া অন্য ক্রিপ্টো এক্সচেঞ্জ ব্যবহারের কোনো অভিজ্ঞতা নাই এই লিস্ট এর। তাই বলতে পারব না ঐগুলা কেমন এক্সচেঞ্জ। আপনার যদি খুব বেশি প্রয়োজন হয় তাহলে আপনি ওইগুলা ব্যবহার করার চেষ্টা করে দেখতে পারেন যে কেমন সার্ভিস দিতে পারে ওইগুলা
ওই চেঞ্জ গুলো ব্যবহার করার অভিজ্ঞতা আমার নেই। যাইহোক আমি যে কাজের জন্য এমন এক্সচেঞ্জার খুঁজছিলাম সেই কাজ সম্পন্ন হয়েছে। তাই আপাতত এরকম একজন লাগছে না। আমি একটি বিষয় বুঝি না সেটি হচ্ছে সব এক্সচেঞ্জার কেন Bech32 অ্যাড্রেস সাপোর্ট করে না বিটকয়েন ডিপোজিটের জন্য। এই এড্রেসে অনেক দ্রুত ট্রানজেকশন কমপ্লিট হয় আবার ট্রানজেকশন ফ্রি ও কম লাগে। এত সুবিধা থাকা সত্ত্বেও কেন এক্সচেঞ্জার গুলো এই অলেটকে এভোয়েড করছে।
Title: Re: Bitcoin Bech32 ওয়ালেট কোন কোন এক্সচেঞ্জ প্রোভাইড করে।
Post by: kulkhan on March 24, 2025, 08:18:32 PM
আমি নিয়মিত ব্যবহার করি Binance এবং Kucoin বিটকয়েন Bech32 এড্রেস এর জন্য। Bech32 এড্রেস বলতে যে এড্রেস bc1 দিয়ে শুরু হয়। আমি এমন একটা CEX খুজতেছি যে এক্সচেঞ্জ থেকে বিটকয়েন ডিপোজিটের জন্য Bech32 এড্রেস পাওয়া যাবে। Binance এবং Kucoin ব্যতীত।
Code: [Select]
Bitstamp
Bitfinex
BitMEX
Binance
Kraken
Crypto.com
Kucoin
এই এক্সেঞ্জার গুলা Bech32 এড্রেস প্রোভাইড করে বিটকয়েন ডিপোজিটের জন্য। তবে ভাই আমার Binance এর Kucoin ছাড়া অন্য ক্রিপ্টো এক্সচেঞ্জ ব্যবহারের কোনো অভিজ্ঞতা নাই এই লিস্ট এর। তাই বলতে পারব না ঐগুলা কেমন এক্সচেঞ্জ। আপনার যদি খুব বেশি প্রয়োজন হয় তাহলে আপনি ওইগুলা ব্যবহার করার চেষ্টা করে দেখতে পারেন যে কেমন সার্ভিস দিতে পারে ওইগুলা
আমিও আপনার মত  Binance এবং kucoin ব্যবহার করি। এই দুই এক্সঞ্জারে আমি Bech32 এড্রেসে আমি বিটকয়েন ডিপোজিট করেছি। আমার কাছে Bech32 ওয়ালেটটি খুব চমৎকার মনে হয়েছে। Bech32 ওয়ালেটে ডিপোজিট খুব অল্প সময়ের ভিতর সম্পন্ন হয়েছে এবং এর ট্রানজেকশন ফি অনেক কম পণ্য ওয়ালেট থেকে। আমি মনে করি Bech32 অয়ালেটটি অত্যন্ত দ্রুততার সাথে জনপ্রিয় হয়ে উঠছে। এবং বিভিন্ন এক্সেঞ্জার এই ওয়ালেটটি দ্রুত সময়ের মধ্যে অন্তর্ভুক্ত হয়ে যাবে।