Altcoins Talks - Cryptocurrency Forum

Local => বাংলা (Bengali) => Topic started by: Bd officer on February 16, 2025, 10:07:21 AM

Title: চ্যাম্পিয়ন্স ট্রফি ২০২৫/ আলোচনা ও ভবিষ্যৎবাণী থ্রেড 🏏
Post by: Bd officer on February 16, 2025, 10:07:21 AM
চ্যাম্পিয়ন্স ট্রফি ২০২৫

(https://www.talkimg.com/images/2025/02/16/qZqTc.jpeg)
(https://www.talkimg.com/images/2025/02/16/qZ0LP.jpeg)
পিকচার গুগল থেকে নেওয়া

আগামী ১৯ শে ফেব্রুয়ারি থেকে চ্যাম্পিয়ন্স ট্রফি শুরু হবে। আটটি দল নিয়ে চ্যাম্পিয়ন ট্রফি অনুষ্ঠিত হবে। আটটি দলের মধ্যে দুটি গ্রুপে বিভক্ত করা হয়েছে। গ্রুপে এ তে রয়েছে, [বাংলাদেশ ইন্ডিয়া পাকিস্তান ও নিউজিল্যান্ড] এবং গ্রুপ বি তে রয়েছে [সাউথ আফ্রিকা আফগানিস্তান অস্ট্রেলিয়া এবং ইংল্যান্ড] এই টুর্নামেন্টে সেমিফাইনাল এবং ফাইনালসহ মোট 15 টি ম্যাচ হবে।

আসুন আমরা ম্যাচগুলো নিয়ে আলোচনা করব এবং ভবিষ্যৎবাণী করব। আমাদের বাংলাদেশ নিয়ে অনেক আশা ভরসা রয়েছে, প্রত্যেকেরই চাওয়া বাংলাদেশ যেন ভালো খেলে এবং ফাইনাল না হোক আপাতত সেমিফাইনাল ম্যাচ পর্যন্ত যেতে পারে। কিন্তু বাংলাদেশের খেলোয়াড়রা সেরকমভাবে ভালো পারফরমেন্স করতে পারেন না। আমার মনে হয় বাংলাদেশ গ্রুপ পর্ব থেকেই বাদ পড়ে যাবে।
Title: Re: চ্যাম্পিয়ন্স ট্রফি ২০২৫/ আলোচনা ও ভবিষ্যৎবাণী থ্রেড 🏏
Post by: CoinHolder on February 17, 2025, 06:22:28 PM
কি আর আলোচনা করব ভাইয়া। বাংলাদেশকে নিয়ে যতটা প্রত্যাশী হই ততটা বাংলাদেশ করতে পারে না। বারবার শুধু আমরা ছ্যাকা খায়। সেজন্য বাংলাদেশের খেলা দেখা বাদ দিয়ে দিয়েছি বললেই চলে। এখন দেখা যাক চ্যাম্পিয়ন ট্রফিতে বাংলাদেশ কতটা তাদের নৈপুণ্য দেখাতে পারে। তবে যাই হোক বাংলাদেশের টিমের জন্য শুভকামনা রইল দেখি তারা কতটা রিপ্রেজেন্ট করতে পারে বাংলাদেশকে।