Altcoins Talks - Cryptocurrency Forum

Local => বাংলা (Bengali) => Topic started by: JISAN on February 21, 2025, 08:49:46 PM

Title: BYBIT থেকে $1.4 মিলিয়ন ETH হ্যাক হয়েছে
Post by: JISAN on February 21, 2025, 08:49:46 PM
আজকে অফিসিয়াল ভাবে Bybit CEO জানিয়েছে এবং এটি নিয়ে প্রচুর পরিমাণে তর্ক বিতর্ক হচ্ছে কারণ একটি বিপুল পরিমাণের ডলার এখান থেকে হ্যাক হয়েছে। এবং bybit CEO লাইভে এটিও জানিয়েছে যে তাদের উইথড্র কভার করার জন্য তাদের লোন নিতে হতে পারে বা নেবে। এবং ইতিমধ্যে মার্কেটে এটি নেগেটিভ ইফেক্ট ফেলতে শুরু করেছে। যেখানে বিটকয়েন ইথিরিয়াম সহ অন্যান্য টপ কয়েন গুলোর দাম কমতে শুরু করেছে। কারণ এই হ্যাকের ঘটনা দেখে অনেকেই প্যানিক হয়ে তাদের ক্রিপ্টো বিক্রি করে দিচ্ছে। কারণ এর আগে FTX , LUNA , UST , HOTBIT দেউলিয়ার মত ঘটনা সবাই দেখেছে এবং সেখানে অনেকেই নিঃস্ব হয়েছে। আপনারা এই বিষয়টি নিয়ে কি চিন্তা করছেন। bybit কি পারভে সারভাইভ করতে।
Title: Re: BYBIT থেকে $1.4 মিলিয়ন ETH হ্যাক হয়েছে
Post by: Crypto Library on February 21, 2025, 09:28:21 PM
আজকে অফিসিয়াল ভাবে Bybit CEO জানিয়েছে এবং এটি নিয়ে প্রচুর পরিমাণে তর্ক বিতর্ক হচ্ছে কারণ একটি বিপুল পরিমাণের ডলার এখান থেকে হ্যাক হয়েছে। এবং bybit CEO লাইভে এটিও জানিয়েছে যে তাদের উইথড্র কভার করার জন্য তাদের লোন নিতে হতে পারে বা নেবে। এবং ইতিমধ্যে মার্কেটে এটি নেগেটিভ ইফেক্ট ফেলতে শুরু করেছে। যেখানে বিটকয়েন ইথিরিয়াম সহ অন্যান্য টপ কয়েন গুলোর দাম কমতে শুরু করেছে। কারণ এই হ্যাকের ঘটনা দেখে অনেকেই প্যানিক হয়ে তাদের ক্রিপ্টো বিক্রি করে দিচ্ছে। কারণ এর আগে FTX , LUNA , USDT , HOTBIT দেউলিয়ার মত ঘটনা সবাই দেখেছে এবং সেখানে অনেকেই নিঃস্ব হয়েছে। আপনারা এই বিষয়টি নিয়ে কি চিন্তা করছেন। bybit কি পারভে সারভাইভ করতে।
অবশ্যই আশা করব যে আমরা আরেকটি বাইবিট, বা যেকোনো ক্রিপ্টো  ক্রাশ এর মতন ঘটনা না ঘটে, কারণ এতে করে আমরা আগে দেখেছি যে মানুষ সুই*সাইড এর মতন ঘটনা ঘটিয়েছে।

তাই আশা করব কয়েন মার্কেট এর হিসেবে বাইনান্সের পরে দ্বিতীয় নম্বর থাকা এই  এক্সচেঞ্জারটি  যেন  রিকভার করে।

তবে সেই সাথে সবাইকে পরামর্শ দিবো যে, নিজের সম্বল কখনো সেন্ট্রালাইজ এক্সচেঞ্জার এ রাখবেন না। সেটা যত জনপ্রিয় হোক বা যতই  টপে থাকুক।
Title: Re: BYBIT থেকে $1.4 মিলিয়ন ETH হ্যাক হয়েছে
Post by: kulkhan on March 16, 2025, 05:57:31 PM
আজকে অফিসিয়াল ভাবে Bybit CEO জানিয়েছে এবং এটি নিয়ে প্রচুর পরিমাণে তর্ক বিতর্ক হচ্ছে কারণ একটি বিপুল পরিমাণের ডলার এখান থেকে হ্যাক হয়েছে। এবং bybit CEO লাইভে এটিও জানিয়েছে যে তাদের উইথড্র কভার করার জন্য তাদের লোন নিতে হতে পারে বা নেবে। এবং ইতিমধ্যে মার্কেটে এটি নেগেটিভ ইফেক্ট ফেলতে শুরু করেছে। যেখানে বিটকয়েন ইথিরিয়াম সহ অন্যান্য টপ কয়েন গুলোর দাম কমতে শুরু করেছে। কারণ এই হ্যাকের ঘটনা দেখে অনেকেই প্যানিক হয়ে তাদের ক্রিপ্টো বিক্রি করে দিচ্ছে। কারণ এর আগে FTX , LUNA , UST , HOTBIT দেউলিয়ার মত ঘটনা সবাই দেখেছে এবং সেখানে অনেকেই নিঃস্ব হয়েছে। আপনারা এই বিষয়টি নিয়ে কি চিন্তা করছেন। bybit কি পারভে সারভাইভ করতে।
বাইবিট এক্সেন্জার থেকে ইউএসডিটি হ্যাক হয়েছে এটা নিঃসন্দেহে একটা খারাপ সংবাদ আমাদের জন্য। কিন্তু Bybit খুব অল্প সময়ের ভিতর সেটা রিকভারি করতে সক্ষম হয়েছে।  Bybit দ্বিতীয় বৃহত্তম এক্সেন্জার। এর কোন খারাপ নিউজে মার্কেটে কিছু খারাপ প্রভাব পড়বে এটা অত্যন্ত স্বাভাবিক একটা বিষয়। আমরা লক্ষ্য করেছি হ্যাকের পর পরই ক্রিপ্টোকারেন্সি মার্কেট অনেকটা ডাউন হয়েছিল। কিন্তু আস্তে আস্তে ধীরে ধীরে মার্কেট আবার স্বাভাবিক হয়েছে।

এর আগেও আমরা দেখেছি FTX এক্সেঞ্জারে বড় ধরনের সমস্যা হয়েছিল সাথে সাথে ক্রিপ্ত কারেন্সি মার্কেট ডাউন হয়ে গেছিল। কিন্তু কিছুদিন পর আবার স্বাভাবিক হয়ে গেছিল। আর Bybit টিম তাদের দক্ষতা দিয়ে এটি দ্রুত রিকভারি করতে সক্ষম হয়েছে।

আমি মনে করি Bybit এক্সচেঞ্জার আবার দ্রুত স্বাভাবিক হয়ে যাবে। এবং ধীরে ধীরে তারা আবার তাদের গ্রাহকদের আস্থা ফিরে পাবে। তাই আমি নিঃসন্দেহে বলতে পারি  Bybit এক্সেঞ্জারের সারভাইভ করতে কোন সমস্যা হবে না। আর আমাদের সকলের মনে রাখা উচিত ক্রিপ্ত কারেন্সি জগৎটাই অনেকটা ঝুঁকিপূর্ণ তাই এইসব জায়গাতে বিনিয়োগ করতে আমরা আরো সচেতন হব। এবং কোন সময় আমরা আমাদের সকল মূলধন বিনিয়োগ করব না।
Title: Re: BYBIT থেকে $1.4 মিলিয়ন ETH হ্যাক হয়েছে
Post by: Crypto Library on March 16, 2025, 09:29:57 PM
বাইবিট এক্সেন্জার থেকে ইউএসডিটি হ্যাক হয়েছে এটা নিঃসন্দেহে একটা খারাপ সংবাদ আমাদের জন্য। কিন্তু Bybit খুব অল্প সময়ের ভিতর সেটা রিকভারি করতে সক্ষম হয়েছে।  Bybit দ্বিতীয় বৃহত্তম এক্সেন্জার। এর কোন খারাপ নিউজে মার্কেটে কিছু খারাপ প্রভাব পড়বে এটা অত্যন্ত স্বাভাবিক একটা বিষয়। আমরা লক্ষ্য করেছি হ্যাকের পর পরই ক্রিপ্টোকারেন্সি মার্কেট অনেকটা ডাউন হয়েছিল। কিন্তু আস্তে আস্তে ধীরে ধীরে মার্কেট আবার স্বাভাবিক হয়েছে।
এ ভাই আপনি কি কন?
হইল এথারিয়াম হ্যাক আর কইতাছেন ইউএসটিটি হ্যাক. যাইহোক সম্ভবত এটি আপনার টাইপিং মিসটেক ছিল.
Quote
আমি মনে করি Bybit এক্সচেঞ্জার আবার দ্রুত স্বাভাবিক হয়ে যাবে। এবং ধীরে ধীরে তারা আবার তাদের গ্রাহকদের আস্থা ফিরে পাবে। তাই আমি নিঃসন্দেহে বলতে পারি  Bybit এক্সেঞ্জারের সারভাইভ করতে কোন সমস্যা হবে না। আর আমাদের সকলের মনে রাখা উচিত ক্রিপ্ত কারেন্সি জগৎটাই অনেকটা ঝুঁকিপূর্ণ তাই এইসব জায়গাতে বিনিয়োগ করতে আমরা আরো সচেতন হব। এবং কোন সময় আমরা আমাদের সকল মূলধন বিনিয়োগ করব না।
আসলে হ্যাক হওয়ার ঘটনার পর  আমার এক্সপেক্টেশন ছিল যে bybit exchanger FTX এক্সচেঞ্জার এর মতন প্রেস করবে withdrawal প্রেসার সামাল না দিতে পেরে।
তবে আসলে তা ঘটেনি তারা সারভাইভ করতে সক্ষম হয়েছে এবং বলতে গেলে তারা সেই পরিস্থিতি থেকে এখন নিজেদেরকে উত্তোলন করেছে।
তবে তাদের লস হয়ে যাওয়া এথারিয়াম গুলো এখনো রিকভার করতে পারেনি যতটুকু জেনেছি যে তারা  টেন পার্সেন্ট এর বাউনটি ঘোষণা করেছে ।