Altcoins Talks - Cryptocurrency Forum

Local => বাংলা (Bengali) => Topic started by: JISAN on March 25, 2025, 04:27:25 PM

Title: Sidrachain সম্পর্কে কতজন জানেন ? আর যারা জানেন তারা এটি নিয়ে কতটা আশাবাদী
Post by: JISAN on March 25, 2025, 04:27:25 PM
Sidrachain যেটা প্রায় ৩ বছর যাবত আছে, এটা pi নেটওয়ার্কের মতো মাইনিং করতে হয়। প্রতি ২৪ ঘণ্টা পর পর ২ টা করে ST ক্লেইম করা যায় আর ৭ দিন পর পর যখন ১৪ টা ST মাইনিং কমপ্লিট হয় তখন সেটি swap করে SDA টোকেন করা যায়, আর এটা p2p মার্কেটে প্রচুর চাহিদা আছে আগে প্রতি SDA ৪০-৪৫ টাকা পর্যন্তও বিক্রি হতো এখন এটার দাম ১৯-২০ টাকা করে বিক্রি হয়। সমস্যা হচ্ছে নতুন করে এখানে kyc ভেরিফিকেশন করা সম্ভব হচ্ছে না। আর কেওয়াইসি ভেরিফিকেশন না থাকলে ST swap করে SDA করা যায় না। আগে একাউন্টের দাম কম ছিল অনেক একাউন্ট বিক্রি করতো আমি ২০ টা একাউন্ট কিনেছিলাম ১৮০০-২৫০০ টাকা করে প্রতি একাউন্ট। আমার ইনভেস্টমেন্ট অনেক আগেই উঠে গেছে। আর এই ২০ টা একাউন্ট থেকে আমি প্রতি মাসে প্রায় ২১ হাজার করে টাকা পাচ্ছি টোকেন বিক্রি করে। এখন একেকটা একাউন্ট বিক্রি হচ্ছে ৪০০০-৪৫০০ টাকা করে। আমি এখন কি করব। একাউন্টগুলো বিক্রি করা ভালো হবে নাকি মাইনিং করতে থাকবো। আপনারা যারা sidrachain সম্পর্কে জানেন তারা এটি থেকে কতটা আশাবাদী
Title: Re: Sidrachain সম্পর্কে কতজন জানেন ? আর যারা জানেন তারা এটি নিয়ে কতটা আশাবাদী
Post by: kulkhan on March 25, 2025, 07:18:53 PM
Sidrachain যেটা প্রায় ৩ বছর যাবত আছে, এটা pi নেটওয়ার্কের মতো মাইনিং করতে হয়। প্রতি ২৪ ঘণ্টা পর পর ২ টা করে ST ক্লেইম করা যায় আর ৭ দিন পর পর যখন ১৪ টা ST মাইনিং কমপ্লিট হয় তখন সেটি swap করে SDA টোকেন করা যায়, আর এটা p2p মার্কেটে প্রচুর চাহিদা আছে আগে প্রতি SDA ৪০-৪৫ টাকা পর্যন্তও বিক্রি হতো এখন এটার দাম ১৯-২০ টাকা করে বিক্রি হয়। সমস্যা হচ্ছে নতুন করে এখানে kyc ভেরিফিকেশন করা সম্ভব হচ্ছে না। আর কেওয়াইসি ভেরিফিকেশন না থাকলে ST swap করে SDA করা যায় না। আগে একাউন্টের দাম কম ছিল অনেক একাউন্ট বিক্রি করতো আমি ২০ টা একাউন্ট কিনেছিলাম ১৮০০-২৫০০ টাকা করে প্রতি একাউন্ট। আমার ইনভেস্টমেন্ট অনেক আগেই উঠে গেছে। আর এই ২০ টা একাউন্ট থেকে আমি প্রতি মাসে প্রায় ২১ হাজার করে টাকা পাচ্ছি টোকেন বিক্রি করে। এখন একেকটা একাউন্ট বিক্রি হচ্ছে ৪০০০-৪৫০০ টাকা করে। আমি এখন কি করব। একাউন্টগুলো বিক্রি করা ভালো হবে নাকি মাইনিং করতে থাকবো। আপনারা যারা sidrachain সম্পর্কে জানেন তারা এটি থেকে কতটা আশাবাদী
সিদ্রা সম্পর্কে একটা পোস্ট করার কারনে আপনাকে অসংখ্য ধন্যবাদ। আমিও গত তিন বছর যাবত সিদ্রা সেইনে কাজ করছি। প্রতিদিন দুইটা করে টোকেন পাচ্ছি। একসময় এই টোকেনের দাম অনেক বেশি ছিল আমি আমার কেওয়াইসি ভেরিফাইড হওয়ার পর প্রায় ৪৬০ টি টোকেন সেল করেছিলাম তখন এই টোকেনের মূল্য ছিল প্রায় ৭০ টাকার কাছাকাছি। অবশ্য এখন এর দাম অনেক কম।

আমি মনে করি সিদরা টোকেন খুব বেশি ভালো করতে পারবে না কারণ এর ম্যাক্সিমাম সাপ্লাই আনলিমিটেড। যত নতুন অ্যাকাউন্ট হচ্ছে ততই এর পরিমাণ বৃদ্ধি পাচ্ছে।

তবে আশার কথা হল সিদ্রা চেইনের সিইও ঘোষণা দিয়েছে এই টোকেন স্ট্রাবল কয়েন হিসেবে মার্কেটে আসবে। সেক্ষেত্রে এর মূল্য হবে এক ডলার। তাই যদি হয় তাহলে আপনার ইনভেস্টমেন্ট সঠিক হয়েছে বলে আমি মনে করি। তবে এই মুহূর্তে আপনার একাউন্টগুলো বিক্রি করা সঠিক হবে বলে আমি মনে করি না। যেহেতু আপনার বিনিয়োগ ইতিমধ্যে উঠে এসেছে। আর এখন ছিদ্রা কয়েনের মূল্য সর্বনিম্ন পর্যায় আছে বলে আমি মনে করি। এবং মাঝে মাঝে এর মূল্য কিছুটা বৃদ্ধি ও পাচ্ছে। তাই আমি মনে করি অ্যাকাউন্টগুলি বিক্রি না করে আপনি কয়েন জমাতে পারেন।
Title: Re: Sidrachain সম্পর্কে কতজন জানেন ? আর যারা জানেন তারা এটি নিয়ে কতটা আশাবাদী
Post by: JISAN on March 26, 2025, 08:48:40 AM
Sidrachain যেটা প্রায় ৩ বছর যাবত আছে, এটা pi নেটওয়ার্কের মতো মাইনিং করতে হয়। প্রতি ২৪ ঘণ্টা পর পর ২ টা করে ST ক্লেইম করা যায় আর ৭ দিন পর পর যখন ১৪ টা ST মাইনিং কমপ্লিট হয় তখন সেটি swap করে SDA টোকেন করা যায়, আর এটা p2p মার্কেটে প্রচুর চাহিদা আছে আগে প্রতি SDA ৪০-৪৫ টাকা পর্যন্তও বিক্রি হতো এখন এটার দাম ১৯-২০ টাকা করে বিক্রি হয়। সমস্যা হচ্ছে নতুন করে এখানে kyc ভেরিফিকেশন করা সম্ভব হচ্ছে না। আর কেওয়াইসি ভেরিফিকেশন না থাকলে ST swap করে SDA করা যায় না। আগে একাউন্টের দাম কম ছিল অনেক একাউন্ট বিক্রি করতো আমি ২০ টা একাউন্ট কিনেছিলাম ১৮০০-২৫০০ টাকা করে প্রতি একাউন্ট। আমার ইনভেস্টমেন্ট অনেক আগেই উঠে গেছে। আর এই ২০ টা একাউন্ট থেকে আমি প্রতি মাসে প্রায় ২১ হাজার করে টাকা পাচ্ছি টোকেন বিক্রি করে। এখন একেকটা একাউন্ট বিক্রি হচ্ছে ৪০০০-৪৫০০ টাকা করে। আমি এখন কি করব। একাউন্টগুলো বিক্রি করা ভালো হবে নাকি মাইনিং করতে থাকবো। আপনারা যারা sidrachain সম্পর্কে জানেন তারা এটি থেকে কতটা আশাবাদী
আমি মনে করি সিদরা টোকেন খুব বেশি ভালো করতে পারবে না কারণ এর ম্যাক্সিমাম সাপ্লাই আনলিমিটেড। যত নতুন অ্যাকাউন্ট হচ্ছে ততই এর পরিমাণ বৃদ্ধি পাচ্ছে।
হ্যাঁ এটি একটি চিন্তার বিষয় হতে পারে কারণ আনলিমিটেড সাপ্লাই নিয়ে কোন কয়েন মার্কেটে ভালো করতে পারে না। তবে এর আনলিমিটেড সাপ্লাই হলেও যেহেতু তারা তাদের কেওয়াইসি বন্ধ করে রেখেছে সে ক্ষেত্রে শুধুমাত্র ভেরিফাইড ইউজাররা তাদের মাইনিং করার টোকেনগুলো swap করে অরজিনাল টোকেনে রূপান্তর করতে পারতেছে। তাই এটিও একটি চিন্তাভাবনার বিষয়।

Quote
তবে আশার কথা হল সিদ্রা চেইনের সিইও ঘোষণা দিয়েছে এই টোকেন স্ট্রাবল কয়েন হিসেবে মার্কেটে আসবে। সেক্ষেত্রে এর মূল্য হবে এক ডলার।
Stable coin হিসেবে মার্কেটে এর ভ্যালু ধরে রাখতে পারলে সেটি অবশ্যই অনেক ভালো হবে তবে আমি সেই পর্যন্ত অপেক্ষা করব না এয়ার্ডপের কোন প্রজেক্ট এর কয়েন নিয়ে কোন বিশ্বাস নেই। তাই আমি নগদ যা পাবো সেটিতে অনেক খুশি। আর মনে হচ্ছে এটার মাইনিং আরো দীর্ঘ সময় থাকবে। Pi এর মত। তাই দীর্ঘ সময় যদি প্রতি মাসে বিশ হাজার টাকার বেশি এখান থেকে আসে নগদ তাহলে এগুলো রেখে দেওয়াটা ভালো হতে পারে এজন্যই একটু চিন্তা ভাবনা করতেছি। যদিও অ্যাকাউন্ট গুলা বিক্রি করে দিলে আমি একত্রে ৮০ হাজার টাকা পাবো যা মাইনিং করে তুলতে প্রায় চার মাস লাগবে।

Quote
তাই যদি হয় তাহলে আপনার ইনভেস্টমেন্ট সঠিক হয়েছে বলে আমি মনে করি। তবে এই মুহূর্তে আপনার একাউন্টগুলো বিক্রি করা সঠিক হবে বলে আমি মনে করি না। যেহেতু আপনার বিনিয়োগ ইতিমধ্যে উঠে এসেছে। আর এখন ছিদ্রা কয়েনের মূল্য সর্বনিম্ন পর্যায় আছে বলে আমি মনে করি। এবং মাঝে মাঝে এর মূল্য কিছুটা বৃদ্ধি ও পাচ্ছে। তাই আমি মনে করি অ্যাকাউন্টগুলি বিক্রি না করে আপনি কয়েন জমাতে পারেন।
আমার ইনভেসমেন্ট উঠে গেছে এর কারণে খুব বেশি চাপ নিচ্ছি না। তবুও আমি এখানে তাদের মতামত চাচ্ছি যদি অভিজ্ঞ কেউ এখানে থাকে যারা সিদ্রা সম্পর্কে ভালো জানে এবং রিসার্চ করেছে
Title: Re: Sidrachain সম্পর্কে কতজন জানেন ? আর যারা জানেন তারা এটি নিয়ে কতটা আশাবাদী
Post by: Crypto Library on March 26, 2025, 07:09:02 PM
Sidrachain যেটা প্রায় ৩ বছর যাবত আছে, এটা pi নেটওয়ার্কের মতো মাইনিং করতে হয়। প্রতি ২৪ ঘণ্টা পর পর ২ টা করে ST ক্লেইম করা যায় আর ৭ দিন পর পর যখন ১৪ টা ST মাইনিং কমপ্লিট হয় তখন সেটি swap করে SDA টোকেন করা যায়, আর এটা p2p মার্কেটে প্রচুর চাহিদা আছে আগে প্রতি SDA ৪০-৪৫ টাকা পর্যন্তও বিক্রি হতো এখন এটার দাম ১৯-২০ টাকা করে বিক্রি হয়। সমস্যা হচ্ছে নতুন করে এখানে kyc ভেরিফিকেশন করা সম্ভব হচ্ছে না। আর কেওয়াইসি ভেরিফিকেশন না থাকলে ST swap করে SDA করা যায় না। আগে একাউন্টের দাম কম ছিল অনেক একাউন্ট বিক্রি করতো আমি ২০ টা একাউন্ট কিনেছিলাম ১৮০০-২৫০০ টাকা করে প্রতি একাউন্ট। আমার ইনভেস্টমেন্ট অনেক আগেই উঠে গেছে। আর এই ২০ টা একাউন্ট থেকে আমি প্রতি মাসে প্রায় ২১ হাজার করে টাকা পাচ্ছি টোকেন বিক্রি করে। এখন একেকটা একাউন্ট বিক্রি হচ্ছে ৪০০০-৪৫০০ টাকা করে। আমি এখন কি করব। একাউন্টগুলো বিক্রি করা ভালো হবে নাকি মাইনিং করতে থাকবো। আপনারা যারা sidrachain সম্পর্কে জানেন তারা এটি থেকে কতটা আশাবাদী
আপনি ভাই মডারেটর আর এই ধরনের প্রজেক্ট যে মার্কেটে লং টার্মের জন্য কখনোই  সাস্টেইন করবে না এটা তো আপনার জানা থাকার কথা। আর আমি অনেকের কাছেই বর্তমানে Sidrachain এর এই একাউন্ট কেনাবেচার কাহিনী শুনতে ছিলাম এবং অনেকে দেখেছি ভালো রকম প্রফিটও করে ফেলেছে অলরেডি।
তবে আমার নিকটে গুলোর কাছে টাইম দেওয়া সময়ের অপচয় মনে হয়।
আর তাছাড়া আপনি যদি বর্তমানে একাউন্টগুলো বিক্রি করে ভালো দাম পান তাহলে সরাসরি সেল করে দেন কারণ সামনের কিছুদিন পরে আমার মনে হয় না এটার হাইপ আর অবশিষ্ট থাকবে এবং কেউ অ্যাকাউন্ট টাকা দিয়ে কিনতে যাবে।
Title: Re: Sidrachain সম্পর্কে কতজন জানেন ? আর যারা জানেন তারা এটি নিয়ে কতটা আশাবাদী
Post by: kulkhan on March 29, 2025, 05:13:35 PM
Sidrachain যেটা প্রায় ৩ বছর যাবত আছে, এটা pi নেটওয়ার্কের মতো মাইনিং করতে হয়। প্রতি ২৪ ঘণ্টা পর পর ২ টা করে ST ক্লেইম করা যায় আর ৭ দিন পর পর যখন ১৪ টা ST মাইনিং কমপ্লিট হয় তখন সেটি swap করে SDA টোকেন করা যায়, আর এটা p2p মার্কেটে প্রচুর চাহিদা আছে আগে প্রতি SDA ৪০-৪৫ টাকা পর্যন্তও বিক্রি হতো এখন এটার দাম ১৯-২০ টাকা করে বিক্রি হয়। সমস্যা হচ্ছে নতুন করে এখানে kyc ভেরিফিকেশন করা সম্ভব হচ্ছে না। আর কেওয়াইসি ভেরিফিকেশন না থাকলে ST swap করে SDA করা যায় না। আগে একাউন্টের দাম কম ছিল অনেক একাউন্ট বিক্রি করতো আমি ২০ টা একাউন্ট কিনেছিলাম ১৮০০-২৫০০ টাকা করে প্রতি একাউন্ট। আমার ইনভেস্টমেন্ট অনেক আগেই উঠে গেছে। আর এই ২০ টা একাউন্ট থেকে আমি প্রতি মাসে প্রায় ২১ হাজার করে টাকা পাচ্ছি টোকেন বিক্রি করে। এখন একেকটা একাউন্ট বিক্রি হচ্ছে ৪০০০-৪৫০০ টাকা করে। আমি এখন কি করব। একাউন্টগুলো বিক্রি করা ভালো হবে নাকি মাইনিং করতে থাকবো। আপনারা যারা sidrachain সম্পর্কে জানেন তারা এটি থেকে কতটা আশাবাদী
আপনি ভাই মডারেটর আর এই ধরনের প্রজেক্ট যে মার্কেটে লং টার্মের জন্য কখনোই  সাস্টেইন করবে না এটা তো আপনার জানা থাকার কথা। আর আমি অনেকের কাছেই বর্তমানে Sidrachain এর এই একাউন্ট কেনাবেচার কাহিনী শুনতে ছিলাম এবং অনেকে দেখেছি ভালো রকম প্রফিটও করে ফেলেছে অলরেডি।
তবে আমার নিকটে গুলোর কাছে টাইম দেওয়া সময়ের অপচয় মনে হয়।
আর তাছাড়া আপনি যদি বর্তমানে একাউন্টগুলো বিক্রি করে ভালো দাম পান তাহলে সরাসরি সেল করে দেন কারণ সামনের কিছুদিন পরে আমার মনে হয় না এটার হাইপ আর অবশিষ্ট থাকবে এবং কেউ অ্যাকাউন্ট টাকা দিয়ে কিনতে যাবে।
না ভালো এ ধরণের কোন প্রজেক্ট ই যে ভালো করবে না এটা আমি মনেকরি না। মাইনিং থেকে কিছু কিছু ভালো মানের প্রজেক্ট ও বেরিয়ে আসছে এবং মার্কেটে ভালো ভাবে টিকে আছে। sidra chain কিন্তু এখনো মার্কেটে আসেনি। জাষ্ট পিটুপি এর মাধ্যমে বাইরে সেল বাই করছি আমরা। এটা ভালো ও করতে পারে আবার খাবার ও করতে পারে। তবে আমরা পাই নেটওয়ার্ক এর দিকে লক্ষ্য করলে দেখতে পাই এটা এখনো যথেষ্ট ভালো করছে। এক্সেন্জারে লিস্টেড হয়েছে এবং এর মুল্য প্রায় ১ ডলার এর কাছাকাছি এবং কয়েনমারকেটক্যাপে টপ ২০ এর মধ্যে চলে এসেছে। আমি পাই $০.২৫ এ ও বেচাকেনা করছি। আার এটা এখন $০.৮৭ দাম। তাই কখন কোনটা ভালো করবে বা খাবার করবে বলা কঠিন।
Title: Re: Sidrachain সম্পর্কে কতজন জানেন ? আর যারা জানেন তারা এটি নিয়ে কতটা আশাবাদী
Post by: JISAN on March 29, 2025, 06:38:23 PM
Sidrachain যেটা প্রায় ৩ বছর যাবত আছে, এটা pi নেটওয়ার্কের মতো মাইনিং করতে হয়। প্রতি ২৪ ঘণ্টা পর পর ২ টা করে ST ক্লেইম করা যায় আর ৭ দিন পর পর যখন ১৪ টা ST মাইনিং কমপ্লিট হয় তখন সেটি swap করে SDA টোকেন করা যায়, আর এটা p2p মার্কেটে প্রচুর চাহিদা আছে আগে প্রতি SDA ৪০-৪৫ টাকা পর্যন্তও বিক্রি হতো এখন এটার দাম ১৯-২০ টাকা করে বিক্রি হয়। সমস্যা হচ্ছে নতুন করে এখানে kyc ভেরিফিকেশন করা সম্ভব হচ্ছে না। আর কেওয়াইসি ভেরিফিকেশন না থাকলে ST swap করে SDA করা যায় না। আগে একাউন্টের দাম কম ছিল অনেক একাউন্ট বিক্রি করতো আমি ২০ টা একাউন্ট কিনেছিলাম ১৮০০-২৫০০ টাকা করে প্রতি একাউন্ট। আমার ইনভেস্টমেন্ট অনেক আগেই উঠে গেছে। আর এই ২০ টা একাউন্ট থেকে আমি প্রতি মাসে প্রায় ২১ হাজার করে টাকা পাচ্ছি টোকেন বিক্রি করে। এখন একেকটা একাউন্ট বিক্রি হচ্ছে ৪০০০-৪৫০০ টাকা করে। আমি এখন কি করব। একাউন্টগুলো বিক্রি করা ভালো হবে নাকি মাইনিং করতে থাকবো। আপনারা যারা sidrachain সম্পর্কে জানেন তারা এটি থেকে কতটা আশাবাদী
আপনি ভাই মডারেটর আর এই ধরনের প্রজেক্ট যে মার্কেটে লং টার্মের জন্য কখনোই  সাস্টেইন করবে না এটা তো আপনার জানা থাকার কথা। আর আমি অনেকের কাছেই বর্তমানে Sidrachain এর এই একাউন্ট কেনাবেচার কাহিনী শুনতে ছিলাম এবং অনেকে দেখেছি ভালো রকম প্রফিটও করে ফেলেছে অলরেডি।
তবে আমার নিকটে গুলোর কাছে টাইম দেওয়া সময়ের অপচয় মনে হয়।
আর তাছাড়া আপনি যদি বর্তমানে একাউন্টগুলো বিক্রি করে ভালো দাম পান তাহলে সরাসরি সেল করে দেন কারণ সামনের কিছুদিন পরে আমার মনে হয় না এটার হাইপ আর অবশিষ্ট থাকবে এবং কেউ অ্যাকাউন্ট টাকা দিয়ে কিনতে যাবে।
ভাই এই ধরনের প্রজেক্ট বলতে কি বলতে চাচ্ছেন আপনি কি এটিকে MLM কোম্পানির মতো ভাবছেন, যেমন RingID , MTFE ইত্যাদি। ভাই sidrachain একটা ক্রিপ্টো প্রজেক্ট এর তারা ইউজারের থেকে কোনো প্রকার টাকা দাবি করে না। মার্কেটে pi Network এর মত হাইপ ধরে রাখতে তারা kyc এপ্রুভাল কমিয়ে দিয়েছে যার কারণে অনেকেই আমার মত ভেরিফায়েড একাউন্ট কিনছেন। Sidra কোম্পানি SDA কে স্ট্যাবল কয়েন হিসেবে মার্কেটে আনবে বলে ঘোষণা দিয়েছে। এটা প্রায় ৩ বছরেরও বেশি সময় ধরে মাইনিং চলতেছে। P2p মার্কেটে এটার অনেক চাহিদা তাই প্রতি সপ্তাহের যে কয়েন সেগুলো p2p মার্কেটে বিক্রি করা যাচ্ছে। আমরা বাঙ্গালীরা এটার সুযোগ নিয়ে কয়েন হোল্ড না করে বিক্রি করে খাচ্ছি।

ভাই ক্রিপ্টো জগতে কোনো কিছুকেই পুরোপুরি বিশ্বাস করা যায় না বিশেষ করে সেন্ট্রালাইজড জিনিসগুলো। রিস্ক সবজায়গাতেই আছে। রিস্ক না নিয়ে যেমন ভালো কিছু পাওয়া যায় না আবার রিস্ক নিতেই জীবনের মারা গুলো খাইতে হয়। যাইহোক আপনার মূল্যবান মতামতের জন্য ধন্যবাদ
Title: Re: Sidrachain সম্পর্কে কতজন জানেন ? আর যারা জানেন তারা এটি নিয়ে কতটা আশাবাদী
Post by: Crypto Library on March 29, 2025, 08:50:15 PM
ভাই এই ধরনের প্রজেক্ট বলতে কি বলতে চাচ্ছেন আপনি কি এটিকে MLM কোম্পানির মতো ভাবছেন, যেমন RingID , MTFE ইত্যাদি। ভাই sidrachain একটা ক্রিপ্টো প্রজেক্ট এর তারা ইউজারের থেকে কোনো প্রকার টাকা দাবি করে না। মার্কেটে pi Network এর মত হাইপ ধরে রাখতে তারা kyc এপ্রুভাল কমিয়ে দিয়েছে যার কারণে অনেকেই আমার মত ভেরিফায়েড একাউন্ট কিনছেন। Sidra কোম্পানি SDA কে স্ট্যাবল কয়েন হিসেবে মার্কেটে আনবে বলে ঘোষণা দিয়েছে। এটা প্রায় ৩ বছরেরও বেশি সময় ধরে মাইনিং চলতেছে। P2p মার্কেটে এটার অনেক চাহিদা তাই প্রতি সপ্তাহের যে কয়েন সেগুলো p2p মার্কেটে বিক্রি করা যাচ্ছে। আমরা বাঙ্গালীরা এটার সুযোগ নিয়ে কয়েন হোল্ড না করে বিক্রি করে খাচ্ছি।
একচুয়ালি ভাই আমি সরাসরি এটাকে MLM কোম্পানির মতো বলছি না। তবে আমরা যদি একটু চিন্তা ভাবনা করে দেখি এটা গোল কিন্তু একটাই আল্টিমেটলি ইনভেস্টর এর জন্যই এত সব প্রমোশন।
হয়তোবা তারা ইনভাইরোমেন্ট প্রস্তুত করতেছে এখন।

আমি তাদের কথা বলতেছি যারা বর্তমানে এখানে একটার পর একটা একাউন্ট কিনতেছে বেশি মুনাফার আশায়, এমনও হতে পারে তারা পরবর্তীতে অ্যাকাউন্টগুলো কিনার টাকা ওঠাতে পারছে না। কারণ বর্তমানে এটার হাইপ প্রচুর আর একটা জিনিসের যখন প্রচুর হাইপ সৃষ্টি হয় তখনই ধরে নিতে হবে সেটা দিন শেষের দিকে।
যেমন আমরা দেখেছি টেলিগ্রাম এয়ার ড্রপের। এখন মানুষ এখানে তিন থেকে পাঁচ হাজার টাকা দিয়েও এক একটা একাউন্ট কিনতেছে আমি এটাকে এখন হাই রিসকে রাখবো।


Title: Re: Sidrachain সম্পর্কে কতজন জানেন ? আর যারা জানেন তারা এটি নিয়ে কতটা আশাবাদী
Post by: Celsius on March 31, 2025, 02:17:33 PM
Sidrachain যেটা প্রায় ৩ বছর যাবত আছে, এটা pi নেটওয়ার্কের মতো মাইনিং করতে হয়। প্রতি ২৪ ঘণ্টা পর পর ২ টা করে ST ক্লেইম করা যায় আর ৭ দিন পর পর যখন ১৪ টা ST মাইনিং কমপ্লিট হয় তখন সেটি swap করে SDA টোকেন করা যায়, আর এটা p2p মার্কেটে প্রচুর চাহিদা আছে আগে প্রতি SDA ৪০-৪৫ টাকা পর্যন্তও বিক্রি হতো এখন এটার দাম ১৯-২০ টাকা করে বিক্রি হয়। সমস্যা হচ্ছে নতুন করে এখানে kyc ভেরিফিকেশন করা সম্ভব হচ্ছে না। আর কেওয়াইসি ভেরিফিকেশন না থাকলে ST swap করে SDA করা যায় না। আগে একাউন্টের দাম কম ছিল অনেক একাউন্ট বিক্রি করতো আমি ২০ টা একাউন্ট কিনেছিলাম ১৮০০-২৫০০ টাকা করে প্রতি একাউন্ট। আমার ইনভেস্টমেন্ট অনেক আগেই উঠে গেছে। আর এই ২০ টা একাউন্ট থেকে আমি প্রতি মাসে প্রায় ২১ হাজার করে টাকা পাচ্ছি টোকেন বিক্রি করে। এখন একেকটা একাউন্ট বিক্রি হচ্ছে ৪০০০-৪৫০০ টাকা করে। আমি এখন কি করব। একাউন্টগুলো বিক্রি করা ভালো হবে নাকি মাইনিং করতে থাকবো। আপনারা যারা sidrachain সম্পর্কে জানেন তারা এটি থেকে কতটা আশাবাদী
আমার এই মাইনিং অ্যাপ সম্পর্কে অনেক আগেই  ধারণা ছিল কিন্তু কোন অ্যাকাউন্ট তৈরি করা হয়নি বরং আমার একটা পাই একাউন্ট ছিল কিন্তু আমি বারবার কেওয়াইসি করতে ব্যর্থ হওয়াতে আমার ওই মাইনিং এপ্স যেগুলাতে কেওয়াইসি হয়েছে করা হয় সেগুলো আমার কাছে খুব কঠিন মনে হয়। বারবার ইনফরমেশন জমা দেওয়ার সত্ত্বেও কেওয়াইসি ভেরিফিকেশন হয়নি যার জন্য এক প্রকারের বিরক্ত হয়েই আপাতত এই সমস্ত মাইনিং কাজ করি না। এখন পর্যন্ত আমি যেগুলো মিস করেছি সেগুলোই ভালো রেজাল্ট দিয়েছে। নগদে যা পাবেন ওইটাই পকেটে ভরে নিন। ক্রিপ্টোতে কোন কিছুরই উপনির্বশীল হওয়া উচিত নয়।
Title: Re: Sidrachain সম্পর্কে কতজন জানেন ? আর যারা জানেন তারা এটি নিয়ে কতটা আশাবাদী
Post by: God Of Thunder on March 31, 2025, 05:36:08 PM
Sidrachain যেটা প্রায় ৩ বছর যাবত আছে, এটা pi নেটওয়ার্কের মতো মাইনিং করতে হয়। প্রতি ২৪ ঘণ্টা পর পর ২ টা করে ST ক্লেইম করা যায় আর ৭ দিন পর পর যখন ১৪ টা ST মাইনিং কমপ্লিট হয় তখন সেটি swap করে SDA টোকেন করা যায়, আর এটা p2p মার্কেটে প্রচুর চাহিদা আছে আগে প্রতি SDA ৪০-৪৫ টাকা পর্যন্তও বিক্রি হতো এখন এটার দাম ১৯-২০ টাকা করে বিক্রি হয়। সমস্যা হচ্ছে নতুন করে এখানে kyc ভেরিফিকেশন করা সম্ভব হচ্ছে না। আর কেওয়াইসি ভেরিফিকেশন না থাকলে ST swap করে SDA করা যায় না। আগে একাউন্টের দাম কম ছিল অনেক একাউন্ট বিক্রি করতো আমি ২০ টা একাউন্ট কিনেছিলাম ১৮০০-২৫০০ টাকা করে প্রতি একাউন্ট। আমার ইনভেস্টমেন্ট অনেক আগেই উঠে গেছে। আর এই ২০ টা একাউন্ট থেকে আমি প্রতি মাসে প্রায় ২১ হাজার করে টাকা পাচ্ছি টোকেন বিক্রি করে। এখন একেকটা একাউন্ট বিক্রি হচ্ছে ৪০০০-৪৫০০ টাকা করে। আমি এখন কি করব। একাউন্টগুলো বিক্রি করা ভালো হবে নাকি মাইনিং করতে থাকবো। আপনারা যারা sidrachain সম্পর্কে জানেন তারা এটি থেকে কতটা আশাবাদী

আমি কখনো এই টোকেনের নাম শুনেছি বলেই আমার মনে পড়ছে না। তবে আপনি যেরকম বললেন, আপনি তো এক প্রকার প্যাসিভ ইনকামের দিকে এগিয়ে যাচ্ছেন। মাসে ২১ হাজার টাকা মানে অনেক কিছু। যেহেতু আপনি ইনভেস্টমেন্ট এর টাকা অলরেডি তুলে ফেলেছেন, আপনি চাইলে ১০ টা একাউন্ট সেল করে দিতে পারেন, যার পুরোটাই আপনার লাভ থাকবে। আর বাকি ১০ টা একাউন্ট দিয়ে আপনি মাইনিং চালিয়ে যেতে পারেন। আসলে এই ধরনের প্রজেক্ট এ কাজ করার জন্য অনেক ধৈর্য লাগে, যেটা আমার নেই। এই কারনে আমি কখনো এগুলোতে জয়েন করিনি। এসবে সময় নষ্ট করে করে তেমন কিছু লাভ করতে পারিনি। যার কারনে আর কোনো প্রজেক্ট ট্রাই করতেই ইচ্ছে হয় না।
Title: Re: Sidrachain সম্পর্কে কতজন জানেন ? আর যারা জানেন তারা এটি নিয়ে কতটা আশাবাদী
Post by: JISAN on March 31, 2025, 06:28:43 PM
Sidrachain যেটা প্রায় ৩ বছর যাবত আছে, এটা pi নেটওয়ার্কের মতো মাইনিং করতে হয়। প্রতি ২৪ ঘণ্টা পর পর ২ টা করে ST ক্লেইম করা যায় আর ৭ দিন পর পর যখন ১৪ টা ST মাইনিং কমপ্লিট হয় তখন সেটি swap করে SDA টোকেন করা যায়, আর এটা p2p মার্কেটে প্রচুর চাহিদা আছে আগে প্রতি SDA ৪০-৪৫ টাকা পর্যন্তও বিক্রি হতো এখন এটার দাম ১৯-২০ টাকা করে বিক্রি হয়। সমস্যা হচ্ছে নতুন করে এখানে kyc ভেরিফিকেশন করা সম্ভব হচ্ছে না। আর কেওয়াইসি ভেরিফিকেশন না থাকলে ST swap করে SDA করা যায় না। আগে একাউন্টের দাম কম ছিল অনেক একাউন্ট বিক্রি করতো আমি ২০ টা একাউন্ট কিনেছিলাম ১৮০০-২৫০০ টাকা করে প্রতি একাউন্ট। আমার ইনভেস্টমেন্ট অনেক আগেই উঠে গেছে। আর এই ২০ টা একাউন্ট থেকে আমি প্রতি মাসে প্রায় ২১ হাজার করে টাকা পাচ্ছি টোকেন বিক্রি করে। এখন একেকটা একাউন্ট বিক্রি হচ্ছে ৪০০০-৪৫০০ টাকা করে। আমি এখন কি করব। একাউন্টগুলো বিক্রি করা ভালো হবে নাকি মাইনিং করতে থাকবো। আপনারা যারা sidrachain সম্পর্কে জানেন তারা এটি থেকে কতটা আশাবাদী

আমি কখনো এই টোকেনের নাম শুনেছি বলেই আমার মনে পড়ছে না। তবে আপনি যেরকম বললেন, আপনি তো এক প্রকার প্যাসিভ ইনকামের দিকে এগিয়ে যাচ্ছেন। মাসে ২১ হাজার টাকা মানে অনেক কিছু। যেহেতু আপনি ইনভেস্টমেন্ট এর টাকা অলরেডি তুলে ফেলেছেন, আপনি চাইলে ১০ টা একাউন্ট সেল করে দিতে পারেন, যার পুরোটাই আপনার লাভ থাকবে। আর বাকি ১০ টা একাউন্ট দিয়ে আপনি মাইনিং চালিয়ে যেতে পারেন। আসলে এই ধরনের প্রজেক্ট এ কাজ করার জন্য অনেক ধৈর্য লাগে, যেটা আমার নেই। এই কারনে আমি কখনো এগুলোতে জয়েন করিনি। এসবে সময় নষ্ট করে করে তেমন কিছু লাভ করতে পারিনি। যার কারনে আর কোনো প্রজেক্ট ট্রাই করতেই ইচ্ছে হয় না।
Sidra এর কনসেপ্ট ব্যক্তিগতভাবে আমার অনেক ভালো লেগেছে যার কারণে আমি আমার অ্যাকাউন্টগুলো বিক্রি করতে চাচ্ছি না। আর এটি করার জন্য আমার খুব বেশি সময় অপচয় হচ্ছে না। Pc তে একটি স্ক্রিপ্ট বানিয়ে নিয়েছি তার মাধ্যমে আমি প্রত্যেকটি অ্যাকাউন্ট মাত্র এক ক্লিকে ওপেন করতে পারি chrome এর আলাদা আলাদা প্রোফাইল ক্রিয়েট করার মাধ্যমে। আর তারপরে ৫ মিনিটের মধ্যে সবগুলো ক্লেইম করতে পারি। তাই যেহেতু ইনভেস্টমেন্ট উঠে গেছে এর এখানে তেমন কোনো অভিজ্ঞ কাউকে পাচ্ছি না যার এই বিষয়ে অনেক বেশি জ্ঞান আছে এবং অনেক দীর্ঘ দিন যাবত sidra এর সাথে জড়িত আছে এটি রিসার্চ করেছে তাই আমি ব্যক্তিগতভাবে সিদ্ধান্ত নিয়েছি অ্যাকাউন্ট গুলো রেখে দিব এবং যতদিন মাইনিং চলে ততদিন মাইনিং করে যাব
Title: Re: Sidrachain সম্পর্কে কতজন জানেন ? আর যারা জানেন তারা এটি নিয়ে কতটা আশাবাদী
Post by: God Of Thunder on April 01, 2025, 02:38:33 PM
Sidra এর কনসেপ্ট ব্যক্তিগতভাবে আমার অনেক ভালো লেগেছে যার কারণে আমি আমার অ্যাকাউন্টগুলো বিক্রি করতে চাচ্ছি না। আর এটি করার জন্য আমার খুব বেশি সময় অপচয় হচ্ছে না। Pc তে একটি স্ক্রিপ্ট বানিয়ে নিয়েছি তার মাধ্যমে আমি প্রত্যেকটি অ্যাকাউন্ট মাত্র এক ক্লিকে ওপেন করতে পারি chrome এর আলাদা আলাদা প্রোফাইল ক্রিয়েট করার মাধ্যমে। আর তারপরে ৫ মিনিটের মধ্যে সবগুলো ক্লেইম করতে পারি। তাই যেহেতু ইনভেস্টমেন্ট উঠে গেছে এর এখানে তেমন কোনো অভিজ্ঞ কাউকে পাচ্ছি না যার এই বিষয়ে অনেক বেশি জ্ঞান আছে এবং অনেক দীর্ঘ দিন যাবত sidra এর সাথে জড়িত আছে এটি রিসার্চ করেছে তাই আমি ব্যক্তিগতভাবে সিদ্ধান্ত নিয়েছি অ্যাকাউন্ট গুলো রেখে দিব এবং যতদিন মাইনিং চলে ততদিন মাইনিং করে যাব

সেটাই ভালো হবে। যেহেতু এতে আপনার কোনো সময় নষ্ট হচ্ছে না, আর এটা থেকে মাসিক একটা ইনকাম হচ্ছে আপনার, আমার মতে আপনি চাইলে এটা যতদিন মাইনিং চলে, ততোদিন ভালো একটা ইনকাম করতে পারবেন। সত্যি বলতে আমি এটার নাম আগে শুনেছি কি না মনে করতে পারছি না। আর শুনলেও হয়তো আমি বিশ্বাস করিনি। আমার মনে আছে যে মোবাইলে মাইনিং এপ্স ইনস্টল করে আমার বেশ কিছু একাউন্ট হ্যাক হয়েছে। শুধু আমার না, এরকম অনেকেরই মোবাইল থেকে ডাটা চুরি হয়েছে এবং তাদের ইমেইল সহ সোশ্যাল মিডিয়া একাউন্ট হ্যাক হয়েছে বলে শুনেছি। সেই থেকে আমি আর এগুলো নিয়ে ঘাটাঘাটি করিনি।
Title: Re: Sidrachain সম্পর্কে কতজন জানেন ? আর যারা জানেন তারা এটি নিয়ে কতটা আশাবাদী
Post by: JISAN on April 01, 2025, 05:47:38 PM
Sidra এর কনসেপ্ট ব্যক্তিগতভাবে আমার অনেক ভালো লেগেছে যার কারণে আমি আমার অ্যাকাউন্টগুলো বিক্রি করতে চাচ্ছি না। আর এটি করার জন্য আমার খুব বেশি সময় অপচয় হচ্ছে না। Pc তে একটি স্ক্রিপ্ট বানিয়ে নিয়েছি তার মাধ্যমে আমি প্রত্যেকটি অ্যাকাউন্ট মাত্র এক ক্লিকে ওপেন করতে পারি chrome এর আলাদা আলাদা প্রোফাইল ক্রিয়েট করার মাধ্যমে। আর তারপরে ৫ মিনিটের মধ্যে সবগুলো ক্লেইম করতে পারি। তাই যেহেতু ইনভেস্টমেন্ট উঠে গেছে এর এখানে তেমন কোনো অভিজ্ঞ কাউকে পাচ্ছি না যার এই বিষয়ে অনেক বেশি জ্ঞান আছে এবং অনেক দীর্ঘ দিন যাবত sidra এর সাথে জড়িত আছে এটি রিসার্চ করেছে তাই আমি ব্যক্তিগতভাবে সিদ্ধান্ত নিয়েছি অ্যাকাউন্ট গুলো রেখে দিব এবং যতদিন মাইনিং চলে ততদিন মাইনিং করে যাব

সেটাই ভালো হবে। যেহেতু এতে আপনার কোনো সময় নষ্ট হচ্ছে না, আর এটা থেকে মাসিক একটা ইনকাম হচ্ছে আপনার, আমার মতে আপনি চাইলে এটা যতদিন মাইনিং চলে, ততোদিন ভালো একটা ইনকাম করতে পারবেন। সত্যি বলতে আমি এটার নাম আগে শুনেছি কি না মনে করতে পারছি না। আর শুনলেও হয়তো আমি বিশ্বাস করিনি। আমার মনে আছে যে মোবাইলে মাইনিং এপ্স ইনস্টল করে আমার বেশ কিছু একাউন্ট হ্যাক হয়েছে। শুধু আমার না, এরকম অনেকেরই মোবাইল থেকে ডাটা চুরি হয়েছে এবং তাদের ইমেইল সহ সোশ্যাল মিডিয়া একাউন্ট হ্যাক হয়েছে বলে শুনেছি। সেই থেকে আমি আর এগুলো নিয়ে ঘাটাঘাটি করিনি।
এটা কোন মাইনি অ্যাপস না। তাদের ওয়েবসাইটে লগইন করে মাইনিং ক্লেম করা যায়। আর যেহেতু এটি অ্যাপস না তাই আমি প্রত্যেকটি অ্যাকাউন্ট এর জন্য আলাদা আলাদা ভাবে ডেস্কটপে ক্রোমের প্রোফাইল ক্রিয়েট করেছি আর সেই প্রত্যেকটি প্রোফাইল এক ক্লিকে ওপেন করা যায়। যার কারণে আমার আলাদা আলাদা ভাবে একাউন্টগুলা ওপেন করতে হয় না শুধুমাত্র ম্যানুয়ালি ক্লেইম করতে হয়।

আমার এই স্ক্রিপ্ট শুধুমাত্র যে ছিদ্রা ক্লিন করার জন্য ব্যবহার করা যাবে তা না যদি কেউ একসাথে একাধিক ক্রোম প্রোফাইল বা ট্যাবে আলাদা আলাদা ওয়েবসাইট লোড করতে চায় এক ক্লিকে সেটিও সম্ভব। যদি আপনাদের এরকম কোন কিছু করার প্রয়োজন হয় তাহলে আমি আমার স্ক্রিপ্ট এখানে শেয়ার করব। এটা কাজের সময় অনেকটাই বাঁচিয়ে দেয়
Title: Re: Sidrachain সম্পর্কে কতজন জানেন ? আর যারা জানেন তারা এটি নিয়ে কতটা আশাবাদী
Post by: CoinHolder on April 03, 2025, 12:30:56 AM
Sidrachain যেটা প্রায় ৩ বছর যাবত আছে, এটা pi নেটওয়ার্কের মতো মাইনিং করতে হয়। প্রতি ২৪ ঘণ্টা পর পর ২ টা করে ST ক্লেইম করা যায় আর ৭ দিন পর পর যখন ১৪ টা ST মাইনিং কমপ্লিট হয় তখন সেটি swap করে SDA টোকেন করা যায়, আর এটা p2p মার্কেটে প্রচুর চাহিদা আছে আগে প্রতি SDA ৪০-৪৫ টাকা পর্যন্তও বিক্রি হতো এখন এটার দাম ১৯-২০ টাকা করে বিক্রি হয়। সমস্যা হচ্ছে নতুন করে এখানে kyc ভেরিফিকেশন করা সম্ভব হচ্ছে না। আর কেওয়াইসি ভেরিফিকেশন না থাকলে ST swap করে SDA করা যায় না। আগে একাউন্টের দাম কম ছিল অনেক একাউন্ট বিক্রি করতো আমি ২০ টা একাউন্ট কিনেছিলাম ১৮০০-২৫০০ টাকা করে প্রতি একাউন্ট। আমার ইনভেস্টমেন্ট অনেক আগেই উঠে গেছে। আর এই ২০ টা একাউন্ট থেকে আমি প্রতি মাসে প্রায় ২১ হাজার করে টাকা পাচ্ছি টোকেন বিক্রি করে। এখন একেকটা একাউন্ট বিক্রি হচ্ছে ৪০০০-৪৫০০ টাকা করে। আমি এখন কি করব। একাউন্টগুলো বিক্রি করা ভালো হবে নাকি মাইনিং করতে থাকবো। আপনারা যারা sidrachain সম্পর্কে জানেন তারা এটি থেকে কতটা আশাবাদী
আমি এরকম মাইনিং সাইড স্কাম করে বলে কাজ করি না কিন্তু আপনাদের কথাবার্তা শুনে মনে হচ্ছে এখানে কাজ করলে কিছু ইনকাম করা যেতে পারে। তাই আমি আপনাদের কাছে জানতে চাচ্ছি যে এই মাইনিং অ্যাপ এখনো কাজ করে কিনা। এবং আমি এখন কাজ শুরু করলে অর্থ পাবো কিনা। এবং কিভাবে কাজ করব একটু ডিটেইলসে বললে উপকৃত হতাম।
Title: Re: Sidrachain সম্পর্কে কতজন জানেন ? আর যারা জানেন তারা এটি নিয়ে কতটা আশাবাদী
Post by: Danieler on April 07, 2025, 07:12:45 AM
Sidrachain যেটা প্রায় ৩ বছর যাবত আছে, এটা pi নেটওয়ার্কের মতো মাইনিং করতে হয়। প্রতি ২৪ ঘণ্টা পর পর ২ টা করে ST ক্লেইম করা যায় আর ৭ দিন পর পর যখন ১৪ টা ST মাইনিং কমপ্লিট হয় তখন সেটি swap করে SDA টোকেন করা যায়, আর এটা p2p মার্কেটে প্রচুর চাহিদা আছে আগে প্রতি SDA ৪০-৪৫ টাকা পর্যন্তও বিক্রি হতো এখন এটার দাম ১৯-২০ টাকা করে বিক্রি হয়। সমস্যা হচ্ছে নতুন করে এখানে kyc ভেরিফিকেশন করা সম্ভব হচ্ছে না। আর কেওয়াইসি ভেরিফিকেশন না থাকলে ST swap করে SDA করা যায় না। আগে একাউন্টের দাম কম ছিল অনেক একাউন্ট বিক্রি করতো আমি ২০ টা একাউন্ট কিনেছিলাম ১৮০০-২৫০০ টাকা করে প্রতি একাউন্ট। আমার ইনভেস্টমেন্ট অনেক আগেই উঠে গেছে। আর এই ২০ টা একাউন্ট থেকে আমি প্রতি মাসে প্রায় ২১ হাজার করে টাকা পাচ্ছি টোকেন বিক্রি করে। এখন একেকটা একাউন্ট বিক্রি হচ্ছে ৪০০০-৪৫০০ টাকা করে। আমি এখন কি করব। একাউন্টগুলো বিক্রি করা ভালো হবে নাকি মাইনিং করতে থাকবো। আপনারা যারা sidrachain সম্পর্কে জানেন তারা এটি থেকে কতটা আশাবাদী

আমি এসব সাইটের প্রতি এমন একটা গুরুত্ব দেই না।  কারণ এসব সাইট স্কাম  হয়ে থাকে।   তবে আপনি যদি সাইটটা সম্পর্কে বিস্তারিত ভালো হবে বুঝিয়ে দেন।  Sidrachain এখানে ইংলিশ করার পরে এতদিন পর নষ্ট করে দেয় ।  তাই এসব সাইট থেকে দূরে থাকাই ভালো। 
Title: Re: Sidrachain সম্পর্কে কতজন জানেন ? আর যারা জানেন তারা এটি নিয়ে কতটা আশাবাদী
Post by: DYING_S0UL on April 13, 2025, 06:56:01 PM
এটা আবার কি ভাই! আমার আমার এতো বছরের ক্রিপ্টো জগতের সাথে সম্পৃক্তার পরেও এই জিনিসটার নাম শুনি নাই। যাই হোক, কেওয়াইসি নিয়ে কি বল্লেন বুঝিনাই। আমি কিউরিসিটির বশে একটু ঘুতায়ে দেখছিলাম সাইটটা, একাউন্টও করি। সেখানে তো ঠিকই কেওয়াইসি করার অপশন দিতেছিলো!

যদিও এটা নিয়ে আমি জানিনা, তবে বলবো একাউন্টগুলো সেল না করাই ভালো। মাসে আসতেছে ২১ হাজার যা মোটেও খারাপ না, আর যদি একবারে সেল করেন ধরলাম গড়ে ৪০০০ টাকা (আপনার ভাষ্যমতে), তাহলে টোটাল হয় ৮০ হাজার, আমি প্রয়োজন মনে করিনা সেল করার। তবে যদি প্রজেক্টটি নিয়ে ঘাবলা থাকে, সবার মাঝে কনট্রভার্সি তৈরি হয় তাহলে সটকে পড়াই ভালো।
Title: Re: Sidrachain সম্পর্কে কতজন জানেন ? আর যারা জানেন তারা এটি নিয়ে কতটা আশাবাদী
Post by: JISAN on April 14, 2025, 11:35:45 PM
এটা আবার কি ভাই! আমার আমার এতো বছরের ক্রিপ্টো জগতের সাথে সম্পৃক্তার পরেও এই জিনিসটার নাম শুনি নাই। যাই হোক, কেওয়াইসি নিয়ে কি বল্লেন বুঝিনাই। আমি কিউরিসিটির বশে একটু ঘুতায়ে দেখছিলাম সাইটটা, একাউন্টও করি। সেখানে তো ঠিকই কেওয়াইসি করার অপশন দিতেছিলো!
KYC করার অপশন পেলেও সেখানে ডকুমেন্ট সাবমিট করতে পারবেন না পুরোপুরিভাবে আর যারা কয়েক মাস আগেও ডকুমেন্ট সাবমিট করে রেখেছে তাদেরও রিকোয়েস্ট পেন্ডিং টিম kyc Approved করে না। আর kyc ভেরিফায়েড না হলে কয়েন swap হবে না।

Quote
যদিও এটা নিয়ে আমি জানিনা, তবে বলবো একাউন্টগুলো সেল না করাই ভালো। মাসে আসতেছে ২১ হাজার যা মোটেও খারাপ না, আর যদি একবারে সেল করেন ধরলাম গড়ে ৪০০০ টাকা (আপনার ভাষ্যমতে), তাহলে টোটাল হয় ৮০ হাজার, আমি প্রয়োজন মনে করিনা সেল করার। তবে যদি প্রজেক্টটি নিয়ে ঘাবলা থাকে, সবার মাঝে কনট্রভার্সি তৈরি হয় তাহলে সটকে পড়াই ভালো।
এখনো এমন কোনো নিউজ দেখিনাই যেখানে ভয়ের জন্ম দেবে মনে। যত দিন যাচ্ছে এটি নিয়ে হাইপ তত বাড়তেছে আর যত হাইপ বাড়তেছে তত একাউন্ট কেনার জন্য মানুষ পাগল হচ্ছে। কারণ হচ্ছে নতুন kyc হয় না আবার kyc ভেরিফায়েড একাউন্টও লিমিটেড
Title: Re: Sidrachain সম্পর্কে কতজন জানেন ? আর যারা জানেন তারা এটি নিয়ে কতটা আশাবাদী
Post by: DYING_S0UL on April 16, 2025, 07:41:58 PM
কোট

ও আচ্ছা এই ব্যাপার। আমি ভাবছি নতুন কেওয়াইসি মেইবি চালু হইছে যেহেতু কেওয়াইসি করার অপশন দিয়ে রাখছে। বাইদাওয়ে আপনি কি পুরোপুরি সিউর যে কেওয়াইসির অপশন থাকলেও কেওয়াইসি অফ করে রাখছে অফিশিয়ালি?

একাউন্টের সাপ্লাই যদি লিমিটেড থাকে আর টোকেনের ডিমান্ড যদি হাই থাকে তাহলে একাউন্টগুলো সেল করা বুদ্ধিমানের কাজ বলে আমি মনে করিনা। আপনার মূল ইনভেস্টমেন্ট অলরেডি উঠেই আসছে। এখন যদি এক টাকাও আসে বা ১০ টাকাও আসে সেতেই খুশি থাকা উচিত। দিনশেষে কিছুই হারাইতেেন না আপনি।

এই টোকেনটাে লিস্টিং আছে কোথায় কোথায়?

Title: Re: Sidrachain সম্পর্কে কতজন জানেন ? আর যারা জানেন তারা এটি নিয়ে কতটা আশাবাদী
Post by: JISAN on April 16, 2025, 10:10:46 PM
কোট

ও আচ্ছা এই ব্যাপার। আমি ভাবছি নতুন কেওয়াইসি মেইবি চালু হইছে যেহেতু কেওয়াইসি করার অপশন দিয়ে রাখছে। বাইদাওয়ে আপনি কি পুরোপুরি সিউর যে কেওয়াইসির অপশন থাকলেও কেওয়াইসি অফ করে রাখছে অফিশিয়ালি?

একাউন্টের সাপ্লাই যদি লিমিটেড থাকে আর টোকেনের ডিমান্ড যদি হাই থাকে তাহলে একাউন্টগুলো সেল করা বুদ্ধিমানের কাজ বলে আমি মনে করিনা। আপনার মূল ইনভেস্টমেন্ট অলরেডি উঠেই আসছে। এখন যদি এক টাকাও আসে বা ১০ টাকাও আসে সেতেই খুশি থাকা উচিত। দিনশেষে কিছুই হারাইতেেন না আপনি।

এই টোকেনটাে লিস্টিং আছে কোথায় কোথায়?
হ্যাঁ আমি পুরোপুরি শিওর যে তারা এখন কেওয়াইসি ভেরিফিকেশন এপ্রুভ করতেছে না। আমি অনেক গ্রুপে জয়েন আছি এবং প্রতিনিয়ত  এটির আপডেট রাখি। এটির ভেরিফাইড অ্যাকাউন্ট সংখ্যাও অনেকটাই কম তাই এটি আরো দীর্ঘ সময় চললেও সাপ্লাই খুব বেশি হবে না। এই প্রজেক্ট কিছুটা Pi এরপর সেট ব্যবহার করে। আর এটি নিজস্ব একটি চেইন তাদের EVM এ

না ভাই এই কয়েন এখনো অফিসিয়ালি বা আনঅফিশিয়ালি কোন এক্সচেঞ্জে লিস্টিং নেই। Pi যেমন টি টু পি বেচাকেনা হত বিভিন্ন গ্রুপে গ্রুপে এটিও ঠিক তেমনই পি টু পি বেচাকেনা হচ্ছে এখন পর্যন্ত
Title: Re: Sidrachain সম্পর্কে কতজন জানেন ? আর যারা জানেন তারা এটি নিয়ে কতটা আশাবাদী
Post by: DYING_S0UL on April 17, 2025, 07:53:50 PM
এটির ভেরিফাইড অ্যাকাউন্ট সংখ্যাও অনেকটাই কম তাই এটি আরো দীর্ঘ সময় চললেও সাপ্লাই খুব বেশি হবে না। এই প্রজেক্ট কিছুটা Pi এরপর সেট ব্যবহার করে। আর এটি নিজস্ব একটি চেইন তাদের EVM এ

তাহলে তো ভালোই। রেখে দেন একাউন্টগুলি যেহেতু দেখতেছেন কেমন চাহিদা।

পাই এর সেট ব্যবহার করে দ্বারা ঠিক কি মিন করলেন? বুঝি নাই।

আপনার এই মাইনিং পাই এসব টার্ম শুনে আমার রিংআইডির কথা মনে পড়ে গেলো। কতই না ইনকাম করছি ঐখানে। ল্যাপটপ ইমুলেটর ইনস্টল করে ৪-৫ টা আলাদা ডিভাইস ওপেন করে রাখতাম। সেখানে অটোক্লিকার মুভমেন্ট সেট করা থাকতো। সারাদিন আপনাআপনি পয়েন্ট জমা হতে থাকতো। আমার এখনো মনে আছে, ঠিক আপনার মতো সিনারিও ছিলো। প্রতিদিন ৫০০৳ সমপরিমাণ কয়েন জমা হতো। সেখান থেকে ৫০-৬০ হাজার টাকা ইজিলি ইনকাম করেছিলাম। :)
Title: Re: Sidrachain সম্পর্কে কতজন জানেন ? আর যারা জানেন তারা এটি নিয়ে কতটা আশাবাদী
Post by: kulkhan on April 17, 2025, 09:04:02 PM
এটির ভেরিফাইড অ্যাকাউন্ট সংখ্যাও অনেকটাই কম তাই এটি আরো দীর্ঘ সময় চললেও সাপ্লাই খুব বেশি হবে না। এই প্রজেক্ট কিছুটা Pi এরপর সেট ব্যবহার করে। আর এটি নিজস্ব একটি চেইন তাদের EVM এ

তাহলে তো ভালোই। রেখে দেন একাউন্টগুলি যেহেতু দেখতেছেন কেমন চাহিদা।

পাই এর সেট ব্যবহার করে দ্বারা ঠিক কি মিন করলেন? বুঝি নাই।

আপনার এই মাইনিং পাই এসব টার্ম শুনে আমার রিংআইডির কথা মনে পড়ে গেলো। কতই না ইনকাম করছি ঐখানে। ল্যাপটপ ইমুলেটর ইনস্টল করে ৪-৫ টা আলাদা ডিভাইস ওপেন করে রাখতাম। সেখানে অটোক্লিকার মুভমেন্ট সেট করা থাকতো। সারাদিন আপনাআপনি পয়েন্ট জমা হতে থাকতো। আমার এখনো মনে আছে, ঠিক আপনার মতো সিনারিও ছিলো। প্রতিদিন ৫০০৳ সমপরিমাণ কয়েন জমা হতো। সেখান থেকে ৫০-৬০ হাজার টাকা ইজিলি ইনকাম করেছিলাম। :)
ভাই রিং আইডি সম্পর্কে এতো ভালো জানা নাই। কিন্তু আমি ওটাতে কয়েকদিন একাউন্ট খোলার কাজ করেছিলাম। প্রতিটা অ্যাকাউন্টের জন্য আমাকে ৩০ টাকা দেয়া হতো। একসময় সুনলাম এটা জানিস। যাইহোক ছিদ্রা বা পাই নেটওয়ার্ক ওটা থেকে আলাদা বলে আমি মনে করি।

কিন্তু দিন দিন যেভাবে সিদ্রা চেইন এবং পাই নেটওয়ার্কের মূল্য যেভাবে কমতেছে তাতে আমি হতাশ হয়ে যাচ্ছি। আমি এক সময় সিদরা ৫৩/৫৪ টাকায় বেচাকেনা করেছি। আর এখন মার্কেটে বেচাকেনা হচ্ছে মাত্র ১৫ টাকায়। যাইহোক আমি আশাবাদী মানুষ আশায় থাকলাম দেখি এটা থেকে ভালো কিছু পাওয়া যায় কিনা।
Title: Re: Sidrachain সম্পর্কে কতজন জানেন ? আর যারা জানেন তারা এটি নিয়ে কতটা আশাবাদী
Post by: Crypto Library on April 21, 2025, 10:17:15 PM
হ্যাঁ আমি পুরোপুরি শিওর যে তারা এখন কেওয়াইসি ভেরিফিকেশন এপ্রুভ করতেছে না। আমি অনেক গ্রুপে জয়েন আছি এবং প্রতিনিয়ত  এটির আপডেট রাখি। এটির ভেরিফাইড অ্যাকাউন্ট সংখ্যাও অনেকটাই কম তাই এটি আরো দীর্ঘ সময় চললেও সাপ্লাই খুব বেশি হবে না। এই প্রজেক্ট কিছুটা Pi এরপর সেট ব্যবহার করে। আর এটি নিজস্ব একটি চেইন তাদের EVM এ

না ভাই এই কয়েন এখনো অফিসিয়ালি বা আনঅফিশিয়ালি কোন এক্সচেঞ্জে লিস্টিং নেই। Pi যেমন টি টু পি বেচাকেনা হত বিভিন্ন গ্রুপে গ্রুপে এটিও ঠিক তেমনই পি টু পি বেচাকেনা হচ্ছে এখন পর্যন্ত
ভাই বর্তমানে সিদরা চেইন সম্পর্কে একটু আপডেট দিলে ভালো হতো।
আশেপাশের অনেকেই দেখতেছি ঝাপিয়ে পড়তেছে এবং আমাকে বলতেছে এইটা ব্যবহার করার জন্য বা একাউন্ট কেনার জন্য। তবে আমি এইসবে না গেলেও তাদেরকে যেন কিছু বলতে পারি একটু জানাইয়েন।
এখনো কি পিটুপি আই মিন আনঅফিসিয়ালি সেল করার অপশন চালু হয়েছে? বা আনঅফিসিয়ালি সেল হলেও এখন কত দামে সেল হচ্ছে?

আপনার এই মাইনিং পাই এসব টার্ম শুনে আমার রিংআইডির কথা মনে পড়ে গেলো। কতই না ইনকাম করছি ঐখানে। ল্যাপটপ ইমুলেটর ইনস্টল করে ৪-৫ টা আলাদা ডিভাইস ওপেন করে রাখতাম। সেখানে অটোক্লিকার মুভমেন্ট সেট করা থাকতো। সারাদিন আপনাআপনি পয়েন্ট জমা হতে থাকতো। আমার এখনো মনে আছে, ঠিক আপনার মতো সিনারিও ছিলো। প্রতিদিন ৫০০৳ সমপরিমাণ কয়েন জমা হতো। সেখান থেকে ৫০-৬০ হাজার টাকা ইজিলি ইনকাম করেছিলাম। :)
আপনি তো মিয়া সব জায়গায়ই সব পচা শামুকে পা কাটতে গেছেন।

তবে সেই সাথে সাথে ভালো জায়গাও পা রাখেন মাঝেমধ্যে। যাই হোক এত বড় কোপ মারলেন। কিছুতো ট্রিট দিতে পারতেন।
Title: Re: Sidrachain সম্পর্কে কতজন জানেন ? আর যারা জানেন তারা এটি নিয়ে কতটা আশাবাদী
Post by: LEON on April 22, 2025, 05:23:03 PM
Sidrachain যেটা প্রায় ৩ বছর যাবত আছে, এটা pi নেটওয়ার্কের মতো মাইনিং করতে হয়। প্রতি ২৪ ঘণ্টা পর পর ২ টা করে ST ক্লেইম করা যায় আর ৭ দিন পর পর যখন ১৪ টা ST মাইনিং কমপ্লিট হয় তখন সেটি swap করে SDA টোকেন করা যায়, আর এটা p2p মার্কেটে প্রচুর চাহিদা আছে আগে প্রতি SDA ৪০-৪৫ টাকা পর্যন্তও বিক্রি হতো এখন এটার দাম ১৯-২০ টাকা করে বিক্রি হয়। সমস্যা হচ্ছে নতুন করে এখানে kyc ভেরিফিকেশন করা সম্ভব হচ্ছে না। আর কেওয়াইসি ভেরিফিকেশন না থাকলে ST swap করে SDA করা যায় না। আগে একাউন্টের দাম কম ছিল অনেক একাউন্ট বিক্রি করতো আমি ২০ টা একাউন্ট কিনেছিলাম ১৮০০-২৫০০ টাকা করে প্রতি একাউন্ট। আমার ইনভেস্টমেন্ট অনেক আগেই উঠে গেছে। আর এই ২০ টা একাউন্ট থেকে আমি প্রতি মাসে প্রায় ২১ হাজার করে টাকা পাচ্ছি টোকেন বিক্রি করে। এখন একেকটা একাউন্ট বিক্রি হচ্ছে ৪০০০-৪৫০০ টাকা করে। আমি এখন কি করব। একাউন্টগুলো বিক্রি করা ভালো হবে নাকি মাইনিং করতে থাকবো। আপনারা যারা sidrachain সম্পর্কে জানেন তারা এটি থেকে কতটা আশাবাদী


Sidrachain বর্তমান সময়ে এটার উপরে আশেপাশের লোকজন অনেকেই ঝাঁপিয়ে পড়েছে। আমার যতটুকু সম্ভব মনে হচ্ছে এটি ভালো। তবে আরেকটু ভালো হলে আরো বিশ্বস্ত হওয়া যেত। তবে পরবর্তী আপডেট আসা পর্যন্ত অপেক্ষা করতে হবে। অনেকেই এখান থেকে ভালো পরিমানে প্রফিট পেয়েছে যেটাকে এক কথায় বলা যায় এখান থেকে ভালো পরিমাণে লাভ বান হয়েছে।
Title: Re: Sidrachain সম্পর্কে কতজন জানেন ? আর যারা জানেন তারা এটি নিয়ে কতটা আশাবাদী
Post by: JISAN on April 22, 2025, 09:15:56 PM
Sidrachain যেটা প্রায় ৩ বছর যাবত আছে, এটা pi নেটওয়ার্কের মতো মাইনিং করতে হয়। প্রতি ২৪ ঘণ্টা পর পর ২ টা করে ST ক্লেইম করা যায় আর ৭ দিন পর পর যখন ১৪ টা ST মাইনিং কমপ্লিট হয় তখন সেটি swap করে SDA টোকেন করা যায়, আর এটা p2p মার্কেটে প্রচুর চাহিদা আছে আগে প্রতি SDA ৪০-৪৫ টাকা পর্যন্তও বিক্রি হতো এখন এটার দাম ১৯-২০ টাকা করে বিক্রি হয়। সমস্যা হচ্ছে নতুন করে এখানে kyc ভেরিফিকেশন করা সম্ভব হচ্ছে না। আর কেওয়াইসি ভেরিফিকেশন না থাকলে ST swap করে SDA করা যায় না। আগে একাউন্টের দাম কম ছিল অনেক একাউন্ট বিক্রি করতো আমি ২০ টা একাউন্ট কিনেছিলাম ১৮০০-২৫০০ টাকা করে প্রতি একাউন্ট। আমার ইনভেস্টমেন্ট অনেক আগেই উঠে গেছে। আর এই ২০ টা একাউন্ট থেকে আমি প্রতি মাসে প্রায় ২১ হাজার করে টাকা পাচ্ছি টোকেন বিক্রি করে। এখন একেকটা একাউন্ট বিক্রি হচ্ছে ৪০০০-৪৫০০ টাকা করে। আমি এখন কি করব। একাউন্টগুলো বিক্রি করা ভালো হবে নাকি মাইনিং করতে থাকবো। আপনারা যারা sidrachain সম্পর্কে জানেন তারা এটি থেকে কতটা আশাবাদী


Sidrachain বর্তমান সময়ে এটার উপরে আশেপাশের লোকজন অনেকেই ঝাঁপিয়ে পড়েছে। আমার যতটুকু সম্ভব মনে হচ্ছে এটি ভালো। তবে আরেকটু ভালো হলে আরো বিশ্বস্ত হওয়া যেত। তবে পরবর্তী আপডেট আসা পর্যন্ত অপেক্ষা করতে হবে। অনেকেই এখান থেকে ভালো পরিমানে প্রফিট পেয়েছে যেটাকে এক কথায় বলা যায় এখান থেকে ভালো পরিমাণে লাভ বান হয়েছে।
এটি ভালো তবে আরো একটু ভালো কিভাবে হতে পারে আপনি এই সাজেশন দিতে পারেন ? কোন বিষয়টি দেখলে আমি বুঝতে পারব যে এটি আরো একটু ভালো হয়েছে আর তখন আমি এটিকে বিশ্বাস করতে শুরু করব ?

প্রতিনিয়তই Sidra টিম তাদের প্ল্যাটফর্মকে আপডেট করতেছে। এবং নতুন ফিচার যোগ করতেছে। আর আমি তাদের রোডম্যাপও দেখেছি এতে মনে হয়েছে ২০২৬ সালের শেষ পর্যন্ত তাদের মাইনিং চলতে থাকবে।

আপনার কি মনে হয় এমন দীর্ঘ সময় মাইনিং চলতে থাকলে আমার কি অ্যাকাউন্টগুলো বিক্রি করা উচিত ? নাকি মাইনিং চালিয়ে যাব ভাই ?