Altcoins Talks - Cryptocurrency Forum

Local => বাংলা (Bengali) => Topic started by: DYING_S0UL on April 02, 2025, 06:44:30 AM

Title: বাইনান্স Web3 IDO (আপডেট থ্রেড)
Post by: DYING_S0UL on April 02, 2025, 06:44:30 AM
কি অবস্থা ভাইসব, কেমন আছে! ইদানীং বাইনান্সের Web3 IDO নিয়ে ভালোই হাইপ চলতেছে, পোলাপাইন দেখি ধুমায়ে করতেছে এটা। লাভও হচ্ছে ডিসেন্ট পরিমাণ। প্রতিটি প্রজেক্ট থেকে ৫০-১০০ ডলার খুব সহজেই প্রফিট করতেছে সবাই। তবে এটা কতদিন চলবে এটা নিয়ে আমার সন্দেহ আছে। কারন দিনদিন যে পরিমাণ পার্টিসিপেন্ট সংখ্যা বৃদ্ধি পাচ্ছে তাতে জিনিসটা ১ টা কলা ২০ জনে খাওয়ার সমান।

যাইহোক আপনাদের এই বিষয়ে মতামত কি? আর আপনারা কেউকি এগুলো করতেছেন? আর প্রফিট কত করছেন?

আমি এখন পর্যন্ত ৩ টা আইডিও তে অংশগ্রহণ করছিলাম যার মধ্যে পার্টি থেকে ১০০$, কিলোএক্স থেকে ৫০-৬০$, আর কালকের পাম্পবিটিসি থেকে ৫০$ প্রফিট হইছে। তবে লাস্টের প্রজেক্টের টোকেন সেল করতে পারি নাই, সালাদের লিকিউডিটিই নাই, প্রাইজ ডাউন হয়ে মেইবি এখন ২০$ এ আসছে। দেখি কি হয়।

সর্বশেষে ঈদ মোবারক  ;D
Title: Re: বাইনান্স Web3 IDO আপডেট
Post by: Crypto Library on April 02, 2025, 06:09:39 PM
আপনি তো ভাই কোপের উপর কোপ দিচ্ছেন। আমাকেও আমার এক বন্ধু বাইনান্সের ido এর কথা বলেছিল কিন্তু আমি তেমন গুরুত্ব দেইনি শুধুমাত্র এর আগের এক্সপেরিয়েন্স থেকে।
এর আগের এক্সপেরিয়েন্স বলতে বাইনান্স এ যখন প্রথম প্রথম লাঞ্চ চালু হচ্ছিল তখন আমি সেগুলোতে অংশগ্রহণ করেছিলাম দুই হাজার ডলারের মতন দিয়ে এবং সেখান থেকে প্রায় প্রত্যেকটা লাঞ্চ পুলে ৪০ থেকে ৬০ ডলার পর্যন্ত প্রফিট হয়েছিল কিন্তু পরবর্তীতে যখন এখানে মানুষের সমাগম বৃদ্ধি পেল তখন মাত্র ৮ ডলার থেকে ১৮ ডলার পর্যন্ত পেয়েছি তাও আবার লিস্টেড হওয়ার পরেই দাম কমার কারণে সেটাতেও সেল দিতে পারেনি।

এর জন্য এবার ido তেও অংশগ্রহণ করিনি। এখন তো মনে হয় ভুল করলাম আসলে এই ধরনের ইভেন্টগুলোতে নতুন নতুন আসলে অংশগ্রহণ করলে প্রফিট অর্জন করা পসিবল কিন্তু কিছুদিন পরে এখান থেকে তেমন প্রফিট পাওয়া যাবে না এটাই আমার ব্যক্তিগত মতামত। এখন সময় থাকলে যে কেউ এখানে অংশগ্রহণ করলে সেটাকে আমি মন্দ বলব না।
Title: Re: বাইনান্স Web3 IDO আপডেট
Post by: kulkhan on April 02, 2025, 08:16:50 PM
কি অবস্থা ভাইসব, কেমন আছে! ইদানীং বাইনান্সের Web3 IDO নিয়ে ভালোই হাইপ চলতেছে, পোলাপাইন দেখি ধুমায়ে করতেছে এটা। লাভও হচ্ছে ডিসেন্ট পরিমাণ। প্রতিটি প্রজেক্ট থেকে ৫০-১০০ ডলার খুব সহজেই প্রফিট করতেছে সবাই। তবে এটা কতদিন চলবে এটা নিয়ে আমার সন্দেহ আছে। কারন দিনদিন যে পরিমাণ পার্টিসিপেন্ট সংখ্যা বৃদ্ধি পাচ্ছে তাতে জিনিসটা ১ টা কলা ২০ জনে খাওয়ার সমান।

যাইহোক আপনাদের এই বিষয়ে মতামত কি? আর আপনারা কেউকি এগুলো করতেছেন? আর প্রফিট কত করছেন?

আমি এখন পর্যন্ত ৩ টা আইডিও তে অংশগ্রহণ করছিলাম যার মধ্যে পার্টি থেকে ১০০$, কিলোএক্স থেকে ৫০-৬০$, আর কালকের পাম্পবিটিসি থেকে ৫০$ প্রফিট হইছে। তবে লাস্টের প্রজেক্টের টোকেন সেল করতে পারি নাই, সালাদের লিকিউডিটিই নাই, প্রাইজ ডাউন হয়ে মেইবি এখন ২০$ এ আসছে। দেখি কি হয়।

সর্বশেষে ঈদ মোবারক  ;D
ইদানীং বাইনান্স এ IDO গুলো ভালো করছে। সবার মুখে মুখে এটার আলোচনা চলছে। আমি মনেকরি এখন আইডিও এর ট্রেন্ড চলছ। এই সময়ে যারা পার্টিসিপ্যান্ট করছে তারা ভালো প্রফিট পাচ্ছে। আমি এটা তেমন ভালো বুঝি না এই জন্য এখনো অংশগ্রহণ করতে পারিনি। তবে এটাতে অংশ গ্রহণ করবো তাড়াতাড়ি। কারন এর যেভাবে হাইপ তৈরি হচ্ছে তাতে কর প্রচুর লোক অংশ গ্রহণ করছে পরে এর থেকে ভালো কিছু পাওয়া মুশকিল হয়ে যাবে।
Title: Re: বাইনান্স Web3 IDO আপডেট
Post by: DYING_S0UL on April 02, 2025, 08:33:35 PM
আপনি তো ভাই কোপের উপর কোপ দিচ্ছেন। আমাকেও আমার এক বন্ধু বাইনান্সের ido এর কথা বলেছিল কিন্তু আমি তেমন গুরুত্ব দেইনি শুধুমাত্র এর আগের এক্সপেরিয়েন্স থেকে।
এর আগের এক্সপেরিয়েন্স বলতে বাইনান্স এ যখন প্রথম প্রথম লাঞ্চ চালু হচ্ছিল তখন আমি সেগুলোতে অংশগ্রহণ করেছিলাম দুই হাজার ডলারের মতন দিয়ে এবং সেখান থেকে প্রায় প্রত্যেকটা লাঞ্চ পুলে ৪০ থেকে ৬০ ডলার পর্যন্ত প্রফিট হয়েছিল কিন্তু পরবর্তীতে যখন এখানে মানুষের সমাগম বৃদ্ধি পেল তখন মাত্র ৮ ডলার থেকে ১৮ ডলার পর্যন্ত পেয়েছি তাও আবার লিস্টেড হওয়ার পরেই দাম কমার কারণে সেটাতেও সেল দিতে পারেনি।

এর জন্য এবার ido তেও অংশগ্রহণ করিনি। এখন তো মনে হয় ভুল করলাম আসলে এই ধরনের ইভেন্টগুলোতে নতুন নতুন আসলে অংশগ্রহণ করলে প্রফিট অর্জন করা পসিবল কিন্তু কিছুদিন পরে এখান থেকে তেমন প্রফিট পাওয়া যাবে না এটাই আমার ব্যক্তিগত মতামত। এখন সময় থাকলে যে কেউ এখানে অংশগ্রহণ করলে সেটাকে আমি মন্দ বলব না।

যদি ৩ বিএনবি ইফোর্ড করতে পারেন তাহলে ডেফিনেটলি ট্রাই করে দেখতে পারেন। তবে আমার পরামর্শ থাকবে, সরাসরি নিজের পকেট দিয়ে বিএনবি না দিয়ে লোন করে বিএনবি কমিট করেন।

আমি যে বিএনবি গুলো ইউজ করতেছি সেগুলো ডলারের এগেইন্সে লোন নেয়া। সরাসরি নিজের পোর্টফলিও ইউজ করলে দেখা যায়, যদি মার্কেট ডাউন করে তখন কি করবেন! ফান্ড তো পুলে লক। এতে করে যা প্রফিট হবে তা ডাম্প খাওয়ায় প্লাস মাইনাস হয়ে শূন্য হয়ে যাবে।

লাস্টের ২ টা প্রজেক্ট নিয়ে একটু হতাশ। খুবই কম টোকেন এলোকেশন পাইছি! ৩ বিএনবি খরচ করে যদি ৫০ ডলার পান তাহলে কি সহ্য হয়? তার উপর আবার লিকুইডিটিও নাই, সেলই করতে পারি নাই। পরে কমে সেল করতে হইছে। এখন যদি আবার কেউ চিটিংবাজ করে মাল্টি একাউন্ট ফার্মিং করে তাহলে অন্য বিষয়।
Title: Re: বাইনান্স Web3 IDO আপডেট
Post by: DYING_S0UL on April 03, 2025, 07:49:02 AM
ইদানীং বাইনান্স এ IDO গুলো ভালো করছে। সবার মুখে মুখে এটার আলোচনা চলছে। আমি মনেকরি এখন আইডিও এর ট্রেন্ড চলছ। এই সময়ে যারা পার্টিসিপ্যান্ট করছে তারা ভালো প্রফিট পাচ্ছে। আমি এটা তেমন ভালো বুঝি না এই জন্য এখনো অংশগ্রহণ করতে পারিনি। তবে এটাতে অংশ গ্রহণ করবো তাড়াতাড়ি। কারন এর যেভাবে হাইপ তৈরি হচ্ছে তাতে কর প্রচুর লোক অংশ গ্রহণ করছে পরে এর থেকে ভালো কিছু পাওয়া মুশকিল হয়ে যাবে।

আপনার জন্য সুখবর। আজকে দুপুর ২.৩০ এ সম্ভবতো আরো একটা আইডিও লঞ্চ হতে যাচ্ছে, সেখানে চাইলে জয়েন হতে পারেন যদি ৩ BNB এফোর্ড করতে পারেন। আমি এখানে ডাইরেক্ট লিংক দিলাম না, কারন অনেকে জিনিসটা সিলিং করা বা রেফার করা ইত্যাদি মনে করতে পারে। জাস্ট প্রজেক্টটির নাম হলো "StakeStone"।

আর কিভাবে পার্টিসিপেন্ট করবেন সেটা অনেক ইজি।

১. প্রথমে বাইনান্সে গিয়ে web3 ওয়ালেট ক্রিয়েট করবেন! মনে রাইখেন এটা কিন্তু "সিডলেস" ওয়ালেট, মানে কোনো সিড ফ্রেস নাই, জাস্ট একটা QR কোড প্রোভাইড করবে তারা।

২. এরপর ঐখানে গিয়ে BNB ডিপোজিট এড্রেসে ৩ টার মতো BNB ডিপোজিট করবেন (কম হলেও সমস্যা নাই, তবে মাক্স ৩ টা BNB কমিট এলাউ পার একাউন্ট)

৩. এরপর "Discover" অপশন থেকে IDO টা খুঁজে বের করুন আর আপনার ঐ সিডলেস ওয়ালেট কানেক্ট করে রাখুন।

৪. আপাতত কাজ শেষ। এরপর ২.৩০ এ কমিটমেন্ট চালু হবে। সেখানে যতটুকু কমিট করতে পারবেন ততটুকু কমিট করে ট্রানজেকশন সাইন করে দিবেন।

৫. প্রজেক্টভেদে ১-২ ঘন্টা বা বেশিও হতে পারে, BNB গুলো লক থাকবে।

৬. সময় শেষ হলে আপনার কমিটমেন্টের উপর ভিত্তি করে টোকেন এলোকেশন দিবে, যা আপনি মার্কেটে সোয়াব বা সেল করে দিতে পারবেন, যদি পর্যাপ্ত লিকুইডিটি থাকে।

এই হলো সোজা বাংলায় কাহিনি। তবে আমি কাউকে ফাইনালশিয়াল এডভাইস দিচ্ছি না। আপনি যদি আপনার ফান্ড হারান সেটা আপনার ব্যক্তিগত লস। এজন্য সবসময় নিজে জেনে বুঝে যা করবেন, অন্যের কথা না শুনে।
Title: Re: বাইনান্স Web3 IDO আপডেট
Post by: kulkhan on April 03, 2025, 03:27:28 PM
ইদানীং বাইনান্স এ IDO গুলো ভালো করছে। সবার মুখে মুখে এটার আলোচনা চলছে। আমি মনেকরি এখন আইডিও এর ট্রেন্ড চলছ। এই সময়ে যারা পার্টিসিপ্যান্ট করছে তারা ভালো প্রফিট পাচ্ছে। আমি এটা তেমন ভালো বুঝি না এই জন্য এখনো অংশগ্রহণ করতে পারিনি। তবে এটাতে অংশ গ্রহণ করবো তাড়াতাড়ি। কারন এর যেভাবে হাইপ তৈরি হচ্ছে তাতে কর প্রচুর লোক অংশ গ্রহণ করছে পরে এর থেকে ভালো কিছু পাওয়া মুশকিল হয়ে যাবে।

আপনার জন্য সুখবর। আজকে দুপুর ২.৩০ এ সম্ভবতো আরো একটা আইডিও লঞ্চ হতে যাচ্ছে, সেখানে চাইলে জয়েন হতে পারেন যদি ৩ BNB এফোর্ড করতে পারেন। আমি এখানে ডাইরেক্ট লিংক দিলাম না, কারন অনেকে জিনিসটা সিলিং করা বা রেফার করা ইত্যাদি মনে করতে পারে। জাস্ট প্রজেক্টটির নাম হলো "StakeStone"।

আর কিভাবে পার্টিসিপেন্ট করবেন সেটা অনেক ইজি।

১. প্রথমে বাইনান্সে গিয়ে web3 ওয়ালেট ক্রিয়েট করবেন! মনে রাইখেন এটা কিন্তু "সিডলেস" ওয়ালেট, মানে কোনো সিড ফ্রেস নাই, জাস্ট একটা QR কোড প্রোভাইড করবে তারা।

২. এরপর ঐখানে গিয়ে BNB ডিপোজিট এড্রেসে ৩ টার মতো BNB ডিপোজিট করবেন (কম হলেও সমস্যা নাই, তবে মাক্স ৩ টা BNB কমিট এলাউ পার একাউন্ট)

৩. এরপর "Discover" অপশন থেকে IDO টা খুঁজে বের করুন আর আপনার ঐ সিডলেস ওয়ালেট কানেক্ট করে রাখুন।

৪. আপাতত কাজ শেষ। এরপর ২.৩০ এ কমিটমেন্ট চালু হবে। সেখানে যতটুকু কমিট করতে পারবেন ততটুকু কমিট করে ট্রানজেকশন সাইন করে দিবেন।

৫. প্রজেক্টভেদে ১-২ ঘন্টা বা বেশিও হতে পারে, BNB গুলো লক থাকবে।

৬. সময় শেষ হলে আপনার কমিটমেন্টের উপর ভিত্তি করে টোকেন এলোকেশন দিবে, যা আপনি মার্কেটে সোয়াব বা সেল করে দিতে পারবেন, যদি পর্যাপ্ত লিকুইডিটি থাকে।

এই হলো সোজা বাংলায় কাহিনি। তবে আমি কাউকে ফাইনালশিয়াল এডভাইস দিচ্ছি না। আপনি যদি আপনার ফান্ড হারান সেটা আপনার ব্যক্তিগত লস। এজন্য সবসময় নিজে জেনে বুঝে যা করবেন, অন্যের কথা না শুনে।
অসংখ্য ধন্যবাদ আপনাকে ভাই। আমাকে অনেক সুন্দর বা প্রয়োজনীয় তথ্য দিয়ে সাহায্য করার জন্য। আমি আপনার নির্দেশনা অনুযায়ী সেগুলো নিয়ে ঘাটাঘাটি করে বিস্তারিত বুঝতে পারছি। আমি অবশ্য এটাতে অংশ গ্রহণ করতে পারিনি, ফান্ড কালেক্ট করতে না পারার কারনে। তবে আমি বিষয়টা বুঝতে সক্ষম হয়েছি। আপনার বিশ্লেষণটা চমৎকার এটা ফলো করলে বাইনান্স web3 IDO যে কেউ সহজেই বুঝতে পারবে।

আমিও বিষয়টি একদম ক্লিয়ার বুঝতে পেরেছি। আর এখন থেকে আমি নিউজ গুলো জানার চেষ্টা করবো এবং ২/১ টা করে web3 Ido তে জয়েন করার চেষ্টা করবো।
Title: Re: বাইনান্স Web3 IDO (আপডেট থ্রেড)
Post by: JISAN on April 03, 2025, 08:35:05 PM
গত ৩ টা IDO থেকে তেমন কিছুই পাওয়া যায়নি। PARTI পর্যন্ত ভালো প্রফিট করে গেছে। এখন এত পরিমাণে কমিট হয় যে এলোকেশ পাওয়া যায় না ভালো। আর শুধু এলোকেশন এর সমস্যা না টোকেনের দামও ভালো থাকে না। এদিকে BNB এর দাম কমে যায় IDO শেষ হবার সাথে সাথে। তাই এখন IDO করা রিস্কি হয়ে যাচ্ছে। প্রথম ৫ টা IDO করা করেছিল তারা অনেক প্রফিট করেছে কারণ তখন খুব বেশি ইউজার IDO তে জয়েন করেনি। তাই এখন বাদ দিয়ে দিব ভাবতেছি রিস্ক বেশি লাগে এখন। আজকে 3BNB কমিট করে পেয়েছি মাত্র ১০$ প্রফিট। এতো টাকার রিস্ক নিয়ে এমন প্রফিট দিয়ে কি হবে।
Title: Re: বাইনান্স Web3 IDO আপডেট
Post by: Crypto Library on April 03, 2025, 09:44:29 PM
লাস্টের ২ টা প্রজেক্ট নিয়ে একটু হতাশ। খুবই কম টোকেন এলোকেশন পাইছি! ৩ বিএনবি খরচ করে যদি ৫০ ডলার পান তাহলে কি সহ্য হয়? তার উপর আবার লিকুইডিটিও নাই, সেলই করতে পারি নাই। পরে কমে সেল করতে হইছে। এখন যদি আবার কেউ চিটিংবাজ করে মাল্টি একাউন্ট ফার্মিং করে তাহলে অন্য বিষয়।
নিচে জিসান ভাইয়ের মতামত অলরেডি দেখে ফেললাম সে তিন বিএনপি রিস্ক নিয়ে মাত্র ১০ ডলার পেয়েছে তাহলে ভাই হইছে এগুলো করার আর দরকার নাই মনে করেন ido এর হাইপ শেষ এখন এটা আর করা যাবে না।

তবে ভাই আপনি যে লোন নেওয়ার কথাটা বললেন এটা কি একচেঞ্জার থেকে নেওয়ার কথা বললেন নাকি, একচেঞ্জারের বাহিরে থেকে লেন্ডিং বোর্ড এর মাধ্যমে বা অন্য কোন উপায়ে নিতে বলেছেন?


আর আমার কথা হলো ভাই মাল্টি অ্যাকাউন্ট দিয়ে কিভাবে চিটিং করে তাও আবার এই ধরনের এক্সচেঞ্জার গুলোতে?
ওদের অ্যাকাউন্ট কি ফ্রিজ করে দেয় না? বা অ্যাকাউন্টে ফেস ভেরিফিকেশন চায় না?  আর মূল কথা হলো এত টাকার রিস্ক নিয়ে মাল্টি ফার্মিং করে এরকম  বোকাও কি আসলে আছে?
Title: Re: বাইনান্স Web3 IDO আপডেট
Post by: DYING_S0UL on April 06, 2025, 08:53:24 PM
তবে ভাই আপনি যে লোন নেওয়ার কথাটা বললেন এটা কি একচেঞ্জার থেকে নেওয়ার কথা বললেন নাকি, একচেঞ্জারের বাহিরে থেকে লেন্ডিং বোর্ড এর মাধ্যমে বা অন্য কোন উপায়ে নিতে বলেছেন?

আর আমার কথা হলো ভাই মাল্টি অ্যাকাউন্ট দিয়ে কিভাবে চিটিং করে তাও আবার এই ধরনের এক্সচেঞ্জার গুলোতে?
ওদের অ্যাকাউন্ট কি ফ্রিজ করে দেয় না? বা অ্যাকাউন্টে ফেস ভেরিফিকেশন চায় না?  আর মূল কথা হলো এত টাকার রিস্ক নিয়ে মাল্টি ফার্মিং করে এরকম  বোকাও কি আসলে আছে?
না কোনো এক্সচেঞ্জ বা লেন্ডিং বোর্ড থেকে নিতে বলি নাই। বিভিন্ন Defi Protocol আছে যেখান থেকে আপনি লোন নিতে পারবেন। আমি নিজেও লোন নিয়েই IDO গুলো করি, কাজ শেষে আবার রিপেমেন্ট করে দেই। নিজের BNB দিয়ে করলে প্রাইজ উপর নিচ যাওয়ার যে অসুবিধা থাকে সেটা এখানে নেই। আপনি USDT কোলাটরাল হিসেবে রেখে BNB ধার নিলেন। কাজ শেষে আবার USDT ব্যাপ নিয়ে নিলেন। দিনশেষে আপনার স্টবল স্টেবলেই থেকে গেলো! কমলও না বাড়লোও না।

অবশ্যই এখানে চিটিং হইতেছে। অনেকে IDO করতে পারতেছেনা, বাইনান্স করতে দিতেছেনা। গ্রুপে দেখলাম। না একাউন্ট ব্যান হবার কোনো কথা শুনি নাই, কবে এই TGE গুলোতে ব্যান হতে শুনেছি। করতে গেছে দেখাবে, "ইউ আর নট ইলিজিবল। ::)
Title: Re: বাইনান্স Web3 IDO আপডেট
Post by: Crypto Library on April 06, 2025, 10:04:50 PM
না কোনো এক্সচেঞ্জ বা লেন্ডিং বোর্ড থেকে নিতে বলি নাই। বিভিন্ন Defi Protocol আছে যেখান থেকে আপনি লোন নিতে পারবেন। আমি নিজেও লোন নিয়েই IDO গুলো করি, কাজ শেষে আবার রিপেমেন্ট করে দেই। নিজের BNB দিয়ে করলে প্রাইজ উপর নিচ যাওয়ার যে অসুবিধা থাকে সেটা এখানে নেই। আপনি USDT কোলাটরাল হিসেবে রেখে BNB ধার নিলেন। কাজ শেষে আবার USDT ব্যাপ নিয়ে নিলেন। দিনশেষে আপনার স্টবল স্টেবলেই থেকে গেলো! কমলও না বাড়লোও না।
বিষয়টা তো  ইন্টারেস্টিং।
আরেকটু ঝেড়ে কাশেন মিয়া।

আমি আসলে এই বিষয়ে আগেও শুনেছি কিন্তু নিজের পরিচিত কাউকে এক্সপেরিয়েন্স করতে দেখিনি যেহেতু আপনাকে দেখলাম আপনি একটু বিস্তারিত বলবেন কোন প্ল্যাটফর্ম আপনি ব্যবহার করেন এবং প্ল্যাটফর্ম গুলো আসলে কতটুকু বিশ্বাসযোগ্য আই মিন আপনি ওই প্লাটফর্ম গুলোর সাথে সর্বোচ্চ কত এমাউন্টের  USDT collateral রাখার জন্য সাহস দিবেন?

আর সেখানে তাদেরকে কি পরিমান ইন্টারেস্ট দিতে হবে এটাও মেনশন করে দিয়েন।
Title: Re: বাইনান্স Web3 IDO আপডেট
Post by: DYING_S0UL on April 07, 2025, 05:17:13 PM
বিষয়টা তো  ইন্টারেস্টিং।
আরেকটু ঝেড়ে কাশেন মিয়া।

আমি আসলে এই বিষয়ে আগেও শুনেছি কিন্তু নিজের পরিচিত কাউকে এক্সপেরিয়েন্স করতে দেখিনি যেহেতু আপনাকে দেখলাম আপনি একটু বিস্তারিত বলবেন কোন প্ল্যাটফর্ম আপনি ব্যবহার করেন এবং প্ল্যাটফর্ম গুলো আসলে কতটুকু বিশ্বাসযোগ্য আই মিন আপনি ওই প্লাটফর্ম গুলোর সাথে সর্বোচ্চ কত এমাউন্টের  USDT collateral রাখার জন্য সাহস দিবেন?

আর সেখানে তাদেরকে কি পরিমান ইন্টারেস্ট দিতে হবে এটাও মেনশন করে দিয়েন।

আমি আপনাকে সাজেশন দেয়ার পক্ষে না ভাই। শুধু আপনি না, কাউকেই দিতে চাইনা। আমি চাইনা আমার জন্য কারোর আর্থিক ক্ষতি হোক।

এই প্লাটফর্ম (https://www.thestandard.io/) থেকে আপনি কোলাটরাল দিয়ে অন্য এসেট লোন নিতে পারবেন। যদি লোন নেন, তাহলে চেষ্টা করবেন "vault health" ভালো রাখার জন্য। যদি মার্কেট অতিরিক্ত ডাম্প খায় আর আপনার কোলাটরাল লিমিট ক্রস করে তাহলে আপনার ভল্ট লিকুইডেট হয়ে যাবে, যেমনটা আমার সাথে হয়েছিলো। আমার ভুল হইছিলো আমার কাছে কিছু স্টেবল রিজার্ভে ছিলোনা , এক ধাক্কায় ETH ডাম্প করে, আমি রিয়েকশন নেয়ার টাইমই পাইনি।

আরো যদি ভাঙ্গায় বলি, ধরেন আপনি ১ ETH কোলাটরাল রেখে তার পরিবর্তে USDT লোন নিছেন। ঐ USDT দিয়ে অল্ট কিনছেন। এখন দেখতেছেন ETH এর দাম কমতেই আছে কমতেই আছে, তখন আপনাকে কিছু কিছু লোন পরিশোধ করে health ঠিক রাখতে হবে। বাট ঠিক রাখতে না পারলে তারা ভল্ট সেল করে দিবে, লস কভার করার জন্য।

এরকম আরো লেন্ডিং প্রটোকল আছে, আপনি এক্সপ্লোর করতে পারেন। এটায় সুবিধা হলো এখানে সুদ দিতে হয় না। আমি পার্সোনালি এই প্লাটফর্ম ইউজ করছি করি, ভালো এমাউন্টে।
Title: Re: বাইনান্স Web3 IDO আপডেট
Post by: JISAN on April 07, 2025, 07:52:20 PM
তবে ভাই আপনি যে লোন নেওয়ার কথাটা বললেন এটা কি একচেঞ্জার থেকে নেওয়ার কথা বললেন নাকি, একচেঞ্জারের বাহিরে থেকে লেন্ডিং বোর্ড এর মাধ্যমে বা অন্য কোন উপায়ে নিতে বলেছেন?

আর আমার কথা হলো ভাই মাল্টি অ্যাকাউন্ট দিয়ে কিভাবে চিটিং করে তাও আবার এই ধরনের এক্সচেঞ্জার গুলোতে?
ওদের অ্যাকাউন্ট কি ফ্রিজ করে দেয় না? বা অ্যাকাউন্টে ফেস ভেরিফিকেশন চায় না?  আর মূল কথা হলো এত টাকার রিস্ক নিয়ে মাল্টি ফার্মিং করে এরকম  বোকাও কি আসলে আছে?
না কোনো এক্সচেঞ্জ বা লেন্ডিং বোর্ড থেকে নিতে বলি নাই। বিভিন্ন Defi Protocol আছে যেখান থেকে আপনি লোন নিতে পারবেন। আমি নিজেও লোন নিয়েই IDO গুলো করি, কাজ শেষে আবার রিপেমেন্ট করে দেই। নিজের BNB দিয়ে করলে প্রাইজ উপর নিচ যাওয়ার যে অসুবিধা থাকে সেটা এখানে নেই। আপনি USDT কোলাটরাল হিসেবে রেখে BNB ধার নিলেন। কাজ শেষে আবার USDT ব্যাপ নিয়ে নিলেন। দিনশেষে আপনার স্টবল স্টেবলেই থেকে গেলো! কমলও না বাড়লোও না।
কি বলেন এই বিষয়টি তো ইন্টারেস্টিং। আমি এর আগে এমন কোন লোন নেইনি যার কারণে এমন লোনের বিষয়ে আমি অবগত না। তবে Binance এক্সচেঞ্জ থেকে লোন নিয়েছি সেটি সম্পর্কে জানি। তবে এমন কোন Defi protocol সম্পর্কে জানিনা যারা এমন লোন দিয়ে থাকে। আপনি কি এমন কোন প্লাটফর্মের লিংক দিতে পারেন এবং কিভাবে এটি কাজ করে এই বিবরণ দিতে পারেন ? এই বিষয় নিয়ে আপনি একটি আলাদা টপিক করতে পারেন বিষয়টি খুবই ইন্টারেস্টিং

Quote
অবশ্যই এখানে চিটিং হইতেছে। অনেকে IDO করতে পারতেছেনা, বাইনান্স করতে দিতেছেনা। গ্রুপে দেখলাম। না একাউন্ট ব্যান হবার কোনো কথা শুনি নাই, কবে এই TGE গুলোতে ব্যান হতে শুনেছি। করতে গেছে দেখাবে, "ইউ আর নট ইলিজিবল। ::)
IDO নিয়ে খুব বেশি সমস্যা হয় বলে শুনিনি। তবে প্রচুর পরিমাণে ইউজার জয়েন হওয়ার কারণে সার্ভার মাঝেমধ্যে স্লো হয়ে যায় বিশেষ করে bsc নেটওয়ার্ক তখন জ্যাম হয়ে যায়। উইথড্র সম্পন্ন হয় দেরিতে। আর কোন সমস্যা এখনো চোখে পড়েনি। আরো একটি সমস্যার সম্মুখীন হয়েছিলাম সেটা হচ্ছে Binance হঠাৎ করেই ফেস ভেরিফিকেশন চাইতে পারে। তাই সব সময় নিজের একাউন্ট ব্যবহার করলে এতে কোন সমস্যা হবার কথা না
Title: Re: বাইনান্স Web3 IDO আপডেট
Post by: Crypto Library on April 07, 2025, 07:58:46 PM

আমি আপনাকে সাজেশন দেয়ার পক্ষে না ভাই। শুধু আপনি না, কাউকেই দিতে চাইনা। আমি চাইনা আমার জন্য কারোর আর্থিক ক্ষতি হোক।

এই প্লাটফর্ম (https://www.thestandard.io/) থেকে আপনি কোলাটরাল দিয়ে অন্য এসেট লোন নিতে পারবেন। যদি লোন নেন, তাহলে চেষ্টা করবেন "vault health" ভালো রাখার জন্য। যদি মার্কেট অতিরিক্ত ডাম্প খায় আর আপনার কোলাটরাল লিমিট ক্রস করে তাহলে আপনার ভল্ট লিকুইডেট হয়ে যাবে, যেমনটা আমার সাথে হয়েছিলো। আমার ভুল হইছিলো আমার কাছে কিছু স্টেবল রিজার্ভে ছিলোনা , এক ধাক্কায় ETH ডাম্প করে, আমি রিয়েকশন নেয়ার টাইমই পাইনি।

আরো যদি ভাঙ্গায় বলি, ধরেন আপনি ১ ETH কোলাটরাল রেখে তার পরিবর্তে USDT লোন নিছেন। ঐ USDT দিয়ে অল্ট কিনছেন। এখন দেখতেছেন ETH এর দাম কমতেই আছে কমতেই আছে, তখন আপনাকে কিছু কিছু লোন পরিশোধ করে health ঠিক রাখতে হবে। বাট ঠিক রাখতে না পারলে তারা ভল্ট সেল করে দিবে, লস কভার করার জন্য।

এরকম আরো লেন্ডিং প্রটোকল আছে, আপনি এক্সপ্লোর করতে পারেন। এটায় সুবিধা হলো এখানে সুদ দিতে হয় না। আমি পার্সোনালি এই প্লাটফর্ম ইউজ করছি করি, ভালো এমাউন্টে।
ধন্যবাদ আপনাকে প্লাটফর্মের নাম শেয়ার করার জন্য।

আমার আসলে একটা বিষয় মাথায় আসতেছে না যে তারা যদি কোন সুদ না নিয়ে থাকে তাহলে তাদের প্রোফিটটা এখানে কোথায়?

যাই হোক আপনি ভাঙ্গায় বললেন, তারপরও আবার জিজ্ঞাসা করতেছি যদি আমি স্টেবল কয়েন ধরেন ইউএসডিটি কোলাটরাল রেখে ভোলাটাইল কয়েন সেটা হতে পারে BNB, Ethereum লোন নেই সে ক্ষেত্রে আমাকে কিভাবে সর্তকতা অবলম্বন করতে হবে যেন আমার ভল্ট লিকুইডেট না হয়ে যায়?
Title: Re: বাইনান্স Web3 IDO আপডেট
Post by: DYING_S0UL on April 07, 2025, 08:25:38 PM
কি বলেন এই বিষয়টি তো ইন্টারেস্টিং। আমি এর আগে এমন কোন লোন নেইনি যার কারণে এমন লোনের বিষয়ে আমি অবগত না। তবে Binance এক্সচেঞ্জ থেকে লোন নিয়েছি সেটি সম্পর্কে জানি। তবে এমন কোন Defi protocol সম্পর্কে জানিনা যারা এমন লোন দিয়ে থাকে। আপনি কি এমন কোন প্লাটফর্মের লিংক দিতে পারেন এবং কিভাবে এটি কাজ করে এই বিবরণ দিতে পারেন ? এই বিষয় নিয়ে আপনি একটি আলাদা টপিক করতে পারেন বিষয়টি খুবই ইন্টারেস্টিং

CEX থেকে কখনো লোন নেই নি সো আইডিয়া নাই। তবে CEX থেকে লোন নিলে সম্ভবতে ইন্টেরেস্ট দিতে হয়। আমি ইন্টেরেস্ট বিশ্বাসী না।  Defi Protocol টা আমি অলেরেডি আগের পোস্টে লিংক করে দিসি ভালো করে দেখেন। বারবার দিলাম না কারন অনেকে আবার অন্য ভাবে বিষয়টা নিতে পারে। আপাতত আপনি সাইটটা ঘুরে নিজে ঘুতায়ে দেখুন কিছু বোঝেন কিনা। কনসেপ্ট ইজি!

আমি আসলে সময় করতে পারতেছিনা ভাই। এবিষয়ে লিখতে লিখতে অনেক টাইম শেষ হয়ে যাবে। অলেরেডি হাতে ৪-৫ টা অনুবাদ (aobt) বাকি, যেগুলো করতে পারিনাই। সময় হলে এবিষয়ে লেখার চেষ্টা করবো।

Quote
IDO নিয়ে খুব বেশি সমস্যা হয় বলে শুনিনি। তবে প্রচুর পরিমাণে ইউজার জয়েন হওয়ার কারণে সার্ভার মাঝেমধ্যে স্লো হয়ে যায় বিশেষ করে bsc নেটওয়ার্ক তখন জ্যাম হয়ে যায়। উইথড্র সম্পন্ন হয় দেরিতে। আর কোন সমস্যা এখনো চোখে পড়েনি। আরো একটি সমস্যার সম্মুখীন হয়েছিলাম সেটা হচ্ছে Binance হঠাৎ করেই ফেস ভেরিফিকেশন চাইতে পারে। তাই সব সময় নিজের একাউন্ট ব্যবহার করলে এতে কোন সমস্যা হবার কথা না

আপনি গ্রুপ ট্রুপে থাকলে টের পাইতেন সমস্যা হয় কিনা! অনেকে মাল্টি ইউজ করতেছে। লাইভ ভেরিফিকেশন চায়, অনেকে করতে দেয়না IDO, বলে নট ইলিজিবল।



ধন্যবাদ আপনাকে প্লাটফর্মের নাম শেয়ার করার জন্য।

আমার আসলে একটা বিষয় মাথায় আসতেছে না যে তারা যদি কোন সুদ না নিয়ে থাকে তাহলে তাদের প্রোফিটটা এখানে কোথায়?

যাই হোক আপনি ভাঙ্গায় বললেন, তারপরও আবার জিজ্ঞাসা করতেছি যদি আমি স্টেবল কয়েন ধরেন ইউএসডিটি কোলাটরাল রেখে ভোলাটাইল কয়েন সেটা হতে পারে BNB, Ethereum লোন নেই সে ক্ষেত্রে আমাকে কিভাবে সর্তকতা অবলম্বন করতে হবে যেন আমার ভল্ট লিকুইডেট না হয়ে যায়?

এটা decentralized প্লাটফর্ম ভাই। প্রফিট আসে মিন্টিং থেকে, ফি থেকে, স্টেকিং পুল থেকে, আমি এক্সাক মেকানিজম জনিনা যদিও। আর % অনেক নগন্য, জিরো পয়েন্ট সামথিং ঠিক মনে নাই।

আপনি Stable রেখে volatile নিতে পারবেন না। Volatile দিয়ে stable নিতে পারবেন। সেই স্টেবল আপনি swap করে অন্য কয়েনে যান সেটা আপনার চয়েস।

বাট আপনি যেটা চাইতেছেন সেটাও পসিবল বাট এখানে না। আরো অন্য lending Protocol আছে যেখানে নিতে পারবেন।

মাস্ট ৯০% এর নিচে রাখা লাগবে, উপরে গেলে লিকুইডেট হবে। ধরেন ১০০$ ALT রাখছেন, তার জন্য ৯০$ Stable লোন পাবেন। এখন যদি আপনার কোলাটরাল দাম কমতেই থাকে সেক্ষেত্রে health মেইনটেন করতে হবে। আরেকটা সুবিধা হলো, এখানে মাল্টিকয়েন দিয়ে লোন পরিশেধ করতে পারবেন। ETH, ARBITRUM, USD ইত্যাদি।
Title: Re: বাইনান্স Web3 IDO আপডেট
Post by: Crypto Library on April 07, 2025, 08:39:00 PM
এটা decentralized প্লাটফর্ম ভাই। প্রফিট আসে মিন্টিং থেকে, ফি থেকে, স্টেকিং পুল থেকে, আমি এক্সাক মেকানিজম জনিনা যদিও। আর % অনেক নগন্য, জিরো পয়েন্ট সামথিং ঠিক মনে নাই।
decentralized প্ল্যাটফর্ম সেটা তো ভাই আমিও বুঝছি কিন্তু আমি ভেবেছিলাম শুধুমাত্র এটি লোন প্রোভাইড  করার প্ল্যাটফর্ম  তা এখন দেখছি স্টেকিং পুল, স্টেকিং সকল অপশন রয়েছে।
হয়তোবা এই ক্ষেত্রে তারা লোন এর ইন্টারেস্টের বিষয়টা অন্য জায়গা থেকে তুলে নিচ্ছে মানে এভারেজ করে ফেলতেছে।

Quote
আপনি Stable রেখে volatile নিতে পারবেন না। Volatile দিয়ে stable নিতে পারবেন। সেই স্টেবল আপনি swap করে অন্য কয়েনে যান সেটা আপনার চয়েস।

বাট আপনি যেটা চাইতেছেন সেটাও পসিবল বাট এখানে না। আরো অন্য lending Protocol আছে যেখানে নিতে পারবেন।

মাস্ট ৯০% এর নিচে রাখা লাগবে, উপরে গেলে লিকুইডেট হবর। ধরেন ১০০$ ALT রাখছেন, তার জন্য ৯০$ Stable লোন পাবেন। এখন যদি আপনার কোলাটরাল দাম কমতেই থাকে সেক্ষেত্রে health মেইনটেন করতে হবে। আরেকটা সুবিধা হলো, এখানে মাল্টিকয়েন দিয়ে লোন পরিশেধ করতে পারবেন। ETH, ARBITRUM, USD ইত্যাদি।
বুঝলাম আমি আসলে যেই সার্ভিসটা চাইতেছিলাম এটা আসলে সেই সার্ভিস প্রোভাইড করতেছে না।
আমি আমার স্টেবল কয়েন কে সেফ এ রেখে তারপর পরিবর্তীতে ভোলাটাইল কয়েন লোন নিয়ে বিভিন্ন ইভেন্ট  হান্ট করতে চেয়েছিলাম। এখন দেখি আসলে এরকম কোন প্লাটফর্ম ভালো রয়েছে।
Title: Re: বাইনান্স Web3 IDO আপডেট
Post by: DYING_S0UL on April 07, 2025, 09:02:17 PM
decentralized প্ল্যাটফর্ম সেটা তো ভাই আমিও বুঝছি কিন্তু আমি ভেবেছিলাম শুধুমাত্র এটি লোন প্রোভাইড  করার প্ল্যাটফর্ম  তা এখন দেখছি স্টেকিং পুল, স্টেকিং সকল অপশন রয়েছে।
হয়তোবা এই ক্ষেত্রে তারা লোন এর ইন্টারেস্টের বিষয়টা অন্য জায়গা থেকে তুলে নিচ্ছে মানে এভারেজ করে ফেলতেছে।

বুঝলাম আমি আসলে যেই সার্ভিসটা চাইতেছিলাম এটা আসলে সেই সার্ভিস প্রোভাইড করতেছে না।
আমি আমার স্টেবল কয়েন কে সেফ এ রেখে তারপর পরিবর্তীতে ভোলাটাইল কয়েন লোন নিয়ে বিভিন্ন ইভেন্ট  হান্ট করতে চেয়েছিলাম। এখন দেখি আসলে এরকম কোন প্লাটফর্ম ভালো রয়েছে।

আপনি ভাইস-ভারসা যা করেন আপনার ইচ্ছা। ধরেন আপনি চাননা আপনার ইথার সেল করতে। সেক্ষেত্রে আপনি ১৫০০$/১ইথার কোলাটরাল রেখে ১০০০$ স্টেবল নিলেন। সেই স্টেবল সেল করে আপনি অন্য অল্টে বিনিয়োগ করলেন। আপনার বিনিয়োগ যদি ৫০% ও প্রফিট হয়, তাহলে বাকি ৫০% পরিশোধ করে ইথার ব্যাক নিতে পারবেন। আপনার ইথারও গেলো না, প্রফিটও থাকলো। আমি হয়তো বুঝাইতে পারি নি। আপনার সরাসরি ইথার সেল করা লাগলো না।

এটা একটা ভল্টের ছবি (ভল্ট ডাটা পাবলিক, যেকেনো ভল্টের ইনফো আপনি দেখতে পারবেন)। এই ভল্টের আইডি ৫৮। এখানে টোটাল ব্যালেন্স হলো ২.৯ লাখের মতো। আর কোলাটরাল রাখা আছে ২ লাখের মতো। আর তিনি টোটাল debt ১.৫ লাখের মতো (মানে এতো টাকা ধার নিছে)। এই টাকা ধার নেয়ার পর তার health আছে ৭২%। তাহলে যে এই ৯০ থেকে ৭২ এর পার্থক্য দেখেছেন এটার মধ্যে আরো লোন নিতে পারবেন তিনি। আর সেটা হলো গ্লোবাল লোন লিমিট, মানে তিনি আরো ১৭ হাজার লোন নিতে পারবেন।

বাট এখানে কাহিনি আছে। যদি নেয় তাহলে health ঠাস করে ৯০ এর কাছাকাছি চলে যাবে। আর মার্কেট যদি ডাম্প খায় তাহলে ৯০+ হয়ে ভল্ট লিকুইডেট হবে।

এখন ধরেন আপনার কাছে কিছু রির্জাভ করা আছে। নিচে দেখেন কোলাটরাল টোকেন লেখা। ইথার বা ডাবলুবিটিসি (নিচে আরো কয়েন আছে), ডিপোজিট করে রাখেন আপনার ইচ্ছা। যত ডিপোজিট করবেন তত % কমে যাবে, রিস্ক কমে যাবে।

(https://www.talkimg.com/images/2025/04/07/xaiWT.png)


(এটা কিন্তু আমার ভল্ট না, লল  ;D)