Altcoins Talks - Cryptocurrency Forum

Local => বাংলা (Bengali) => Topic started by: kulkhan on April 03, 2025, 02:31:10 PM

Title: আইপিএল ১৭ তম আসর ২০২৫ এর আলোচনা ও প্রিডিকশন করুন।
Post by: kulkhan on April 03, 2025, 02:31:10 PM
(https://talkimg.com/images/2025/04/03/l9xjj.jpeg)

আমরা জানি ২২ শে মার্চ ২০২৫ আইপিএল এর ১৭ তম আসরের পর্দা উঠেছে। ইতোমধ্যে বেশকিছু ম্যাচ সম্পন্ন হয়েছে। দক্ষিণ এশিয়ার সবচেয়ে জনপ্রিয় এবং ব্যায়বহুল এই আসর নিয়ে ক্রিকেট প্রেমীদের মধ্যে ব্যাপক উদ্দীপনা লক্ষ্য করা যাচ্ছে।

এই আসরে কোন কোন দল ফাইনালে যেতে পারে এবং কোন দল চ্যাম্পিয়ন হতে পারে। সেগুলো নিয়ে বিস্তারিত আলোচনা করুন।
Title: Re: আইপিএল ১৭ তম আসর ২০২৫ এর আলোচনা ও প্রিডিকশন করুন।
Post by: DYING_S0UL on April 03, 2025, 03:34:59 PM
দৈর্ঘ্য প্রস্থের রেশিওটা একটু উল্টোপাল্টা হয়ে গেছে ভাই। কেমন জানি উইযার্ড দেখাইতেছে ছবিটা, চোঁখে বাজতেছে। ইমেজ থেকে height=1080 রিমুভ করে, height width ছাড়া অরিজিনাল সাইজ ইউজ করেন, অথবা width এ ৫০০ বা ১০০০ সেট করেন। Height এ হাত দিয়েননা। ;)
Title: Re: আইপিএল ১৭ তম আসর ২০২৫ এর আলোচনা ও প্রিডিকশন করুন।
Post by: kulkhan on April 03, 2025, 07:34:50 PM
দৈর্ঘ্য প্রস্থের রেশিওটা একটু উল্টোপাল্টা হয়ে গেছে ভাই। কেমন জানি উইযার্ড দেখাইতেছে ছবিটা, চোঁখে বাজতেছে। ইমেজ থেকে height=1080 রিমুভ করে, height width ছাড়া অরিজিনাল সাইজ ইউজ করেন, অথবা width এ ৫০০ বা ১০০০ সেট করেন। Height এ হাত দিয়েননা। ;)
অসংখ্য ধন্যবাদ ভাই। আমার কাছে ও পিকচার টা কেমন কেমন লাগছিল কিন্তু সমস্যা টা বুঝতে পারছিলাম না। আপনি যখন হাইট এর বিষয়টা উল্লেখ করেছেন তখনই আমি বিষয়টা সম্পর্কে বুঝতে পারছি। যাই হোক আমি পিকচার টা স্বাভাবিক করার চেষ্টা করেছি। এখন পিকচার টা  কেমন শো করতেছে জানাবেন দয়া করে। এখন আমার এখান থেকে মোটামুটি ভালো দেখাচ্ছে।
আমি আপনার কথামতো হাইট ১০৮০ থেকে কমিয়ে ৫০০ করে দিছি।আমার মনে হচ্ছে এখন ঠিক আছে। আপনার ফিডব্যাক এর অপেক্ষায় থাকলাম।
Title: Re: আইপিএল ১৭ তম আসর ২০২৫ এর আলোচনা ও প্রিডিকশন করুন।
Post by: CoinHolder on April 03, 2025, 08:04:11 PM
দৈর্ঘ্য প্রস্থের রেশিওটা একটু উল্টোপাল্টা হয়ে গেছে ভাই। কেমন জানি উইযার্ড দেখাইতেছে ছবিটা, চোঁখে বাজতেছে। ইমেজ থেকে height=1080 রিমুভ করে, height width ছাড়া অরিজিনাল সাইজ ইউজ করেন, অথবা width এ ৫০০ বা ১০০০ সেট করেন। Height এ হাত দিয়েননা। ;)
অসংখ্য ধন্যবাদ ভাই। আমার কাছে ও পিকচার টা কেমন কেমন লাগছিল কিন্তু সমস্যা টা বুঝতে পারছিলাম না। আপনি যখন হাইট এর বিষয়টা উল্লেখ করেছেন তখনই আমি বিষয়টা সম্পর্কে বুঝতে পারছি। যাই হোক আমি পিকচার টা স্বাভাবিক করার চেষ্টা করেছি। এখন পিকচার টা  কেমন শো করতেছে জানাবেন দয়া করে। এখন আমার এখান থেকে মোটামুটি ভালো দেখাচ্ছে।
আমি আপনার কথামতো হাইট ১০৮০ থেকে কমিয়ে ৫০০ করে দিছি।আমার মনে হচ্ছে এখন ঠিক আছে। আপনার ফিডব্যাক এর অপেক্ষায় থাকলাম।
হ্যাঁ এখন ঠিকঠাক মনে হচ্ছে আমার কাছে। তবে ক্রিকেট খেলা নিয়ে খুব একটা উন্মাদনা নেই আমার মধ্যে। কারণ আমি ছোটকাল থেকে ফুটবলকে ভালবেসে আসছি ফুটবল খেলা সম্পর্কে মোটামুটি জানি কিন্তু ক্রিকেট সম্পর্কে অতটা আমার জ্ঞান নেই। দেখা যাক এখানে যেহেতু প্রেডিকশন শুরু হয়ে গেল এখান থেকে কিছু জানা যাবে এবং বোঝা যাবে। তাই আপনাদেরকে বলব প্রতিনিয়ত আপডেট শেয়ার করুন যাতে সকল আপডেট জানা যায়।
Title: Re: আইপিএল ১৭ তম আসর ২০২৫ এর আলোচনা ও প্রিডিকশন করুন।
Post by: DYING_S0UL on April 03, 2025, 08:44:39 PM
দৈর্ঘ্য প্রস্থের রেশিওটা একটু উল্টোপাল্টা হয়ে গেছে ভাই। কেমন জানি উইযার্ড দেখাইতেছে ছবিটা, চোঁখে বাজতেছে। ইমেজ থেকে height=1080 রিমুভ করে, height width ছাড়া অরিজিনাল সাইজ ইউজ করেন, অথবা width এ ৫০০ বা ১০০০ সেট করেন। Height এ হাত দিয়েননা। ;)
অসংখ্য ধন্যবাদ ভাই। আমার কাছে ও পিকচার টা কেমন কেমন লাগছিল কিন্তু সমস্যা টা বুঝতে পারছিলাম না। আপনি যখন হাইট এর বিষয়টা উল্লেখ করেছেন তখনই আমি বিষয়টা সম্পর্কে বুঝতে পারছি। যাই হোক আমি পিকচার টা স্বাভাবিক করার চেষ্টা করেছি। এখন পিকচার টা  কেমন শো করতেছে জানাবেন দয়া করে। এখন আমার এখান থেকে মোটামুটি ভালো দেখাচ্ছে।
আমি আপনার কথামতো হাইট ১০৮০ থেকে কমিয়ে ৫০০ করে দিছি।আমার মনে হচ্ছে এখন ঠিক আছে। আপনার ফিডব্যাক এর অপেক্ষায় থাকলাম।

হ্যা এখন ঠিকঠাক লাগতেছে বাট ইমেজটার ডান দিকে খালি খালি লাগে। এলাইনমেন্টও ঠিক নাই। মাঝখানে নিয়ে আসলে বেটার লাগতো! এই সেটিংস্ টা একটু ট্রাই করে দেখেন তো কেমন দেখায়। আর ইমেজের জন্য কোনো উকুম সোর্স তুমুক সোর্স দিতে হবে না, ইমেজের উপর কপিরাইট বা পিলগারিজম টাইপ স্ট্রাইক হয় না, অন্ততপক্ষে সোসিয়াল সাইটে ঝামেলা করলেও এখানে ফেরামে সোর্স দেয়া না দেয়া জনিত কোনো কাহিনি নাই। আমি কতশত পিক যে গুগল দিয়ে, সোসিয়াল সাইট দিয়ে ডাউনলোড করে ফোরামে চালিয়ে দিলাম এর কোনো হিসাব নেই, লল।

Code: [Select]
[quote][center][img height=580]https://talkimg.com/images/2025/04/03/l9xjj.jpeg[/img][/center][/quote]
Title: Re: আইপিএল ১৭ তম আসর ২০২৫ এর আলোচনা ও প্রিডিকশন করুন।
Post by: Crypto Library on April 03, 2025, 10:01:21 PM
আমি আসলে এই টপিকটার অভাব আমাদের বোর্ডে অনুভব করতেছিলাম, একবার ভেবেছিলাম যে টপিক ক্রিয়েট করব তা ভুলেই গিয়েছি যাইহোক ভালই হইছে আপনি এটাকে সামনে এনেছেন।

এবার কিছুদিন আইপিএল নিয়ে আমরা বকবক করতে পারব।

আজকে একটু আমি ভালো মুডে আছি যদিও আমি আজকের কলকাতার সাথে সানরাইজার্স হায়দ্রাবাদ টিম এর খেলাটি দেখতে পারিনি তার পরেও কলকাতা খারাপ সিচুয়েশন দিয়ে যেতে যেতে উঠে এসেছে এটাই অনেক। আমি তো আজকের পারফরমেন্স নিয়েও সন্ধিহান ছিলাম তবে কলকাতার বোলাররা অসাধারণ পারফরমেন্স করেছে আজকে আর আমি বলব এটার জন্যই তাদের জয় হয়েছে।
Title: Re: আইপিএল ১৭ তম আসর ২০২৫ এর আলোচনা ও প্রিডিকশন করুন।
Post by: kulkhan on April 04, 2025, 05:51:43 PM
দৈর্ঘ্য প্রস্থের রেশিওটা একটু উল্টোপাল্টা হয়ে গেছে ভাই। কেমন জানি উইযার্ড দেখাইতেছে ছবিটা, চোঁখে বাজতেছে। ইমেজ থেকে height=1080 রিমুভ করে, height width ছাড়া অরিজিনাল সাইজ ইউজ করেন, অথবা width এ ৫০০ বা ১০০০ সেট করেন। Height এ হাত দিয়েননা। ;)
অসংখ্য ধন্যবাদ ভাই। আমার কাছে ও পিকচার টা কেমন কেমন লাগছিল কিন্তু সমস্যা টা বুঝতে পারছিলাম না। আপনি যখন হাইট এর বিষয়টা উল্লেখ করেছেন তখনই আমি বিষয়টা সম্পর্কে বুঝতে পারছি। যাই হোক আমি পিকচার টা স্বাভাবিক করার চেষ্টা করেছি। এখন পিকচার টা  কেমন শো করতেছে জানাবেন দয়া করে। এখন আমার এখান থেকে মোটামুটি ভালো দেখাচ্ছে।
আমি আপনার কথামতো হাইট ১০৮০ থেকে কমিয়ে ৫০০ করে দিছি।আমার মনে হচ্ছে এখন ঠিক আছে। আপনার ফিডব্যাক এর অপেক্ষায় থাকলাম।

হ্যা এখন ঠিকঠাক লাগতেছে বাট ইমেজটার ডান দিকে খালি খালি লাগে। এলাইনমেন্টও ঠিক নাই। মাঝখানে নিয়ে আসলে বেটার লাগতো! এই সেটিংস্ টা একটু ট্রাই করে দেখেন তো কেমন দেখায়। আর ইমেজের জন্য কোনো উকুম সোর্স তুমুক সোর্স দিতে হবে না, ইমেজের উপর কপিরাইট বা পিলগারিজম টাইপ স্ট্রাইক হয় না, অন্ততপক্ষে সোসিয়াল সাইটে ঝামেলা করলেও এখানে ফেরামে সোর্স দেয়া না দেয়া জনিত কোনো কাহিনি নাই। আমি কতশত পিক যে গুগল দিয়ে, সোসিয়াল সাইট দিয়ে ডাউনলোড করে ফোরামে চালিয়ে দিলাম এর কোনো হিসাব নেই, লল।

Code: [Select]
[quote][center][img height=580]https://talkimg.com/images/2025/04/03/l9xjj.jpeg[/img][/center][/quote]
ওকে ভাই আপনাকে অসংখ্য ধন্যবাদ। আপনার সরবরাহকৃত লিংক ব্যবহার করেছি। আমার কাছেও এখন সব ঠিকঠাক মনে হচ্ছে।

আজ আইপিএলের 16 তম ম্যাচ অনুষ্ঠিত হচ্ছে। আজকের ম্যাচে Lucknow Super Giants &
Mumbai India
প্রতিদ্বন্দ্বিতা করছে। Mumbai India টচে জিতে ফিল্ডিং করার সিদ্ধান্ত নেয়। Lucknow Super Giants ব্যাট করতে নেমে এখনো পর্যন্ত অসাধারণ খেলে যাচ্ছে। এইমাত্র তারা নির্ধারিত ২০ ওভারে ৮ উইকেটের বিনিময়ে ২০৩ রান তুলতে সক্ষম হয়েছে। আমি মনে করি নিঃসন্দেহে এটা একটা ভালো স্কোর। দলের পক্ষে মিশেল মারচ সর্বোচ্চ ৬০ রান তুলতে সক্ষম হয়েছে মাত্র ৩১ বল থেকে। অপর দিকে হার্দিক পান্ডে ৪ ওভার বল করে ৩৬ রান খরচায় ৫ উইকেট তুলতে সক্ষম হয়েছে।
উভয় পক্ষই বেশ শক্তিশালী হলেও আমার মতে Lucknow Super Giants আজকের খেলায় জয়লাভ করতে পারে।
Title: Re: আইপিএল ১৭ তম আসর ২০২৫ এর আলোচনা ও প্রিডিকশন করুন।
Post by: Crypto Library on April 05, 2025, 12:22:23 AM
আজ আইপিএলের 16 তম ম্যাচ অনুষ্ঠিত হচ্ছে। আজকের ম্যাচে Lucknow Super Giants &
Mumbai India
প্রতিদ্বন্দ্বিতা করছে। Mumbai India টচে জিতে ফিল্ডিং করার সিদ্ধান্ত নেয়। Lucknow Super Giants ব্যাট করতে নেমে এখনো পর্যন্ত অসাধারণ খেলে যাচ্ছে। এইমাত্র তারা নির্ধারিত ২০ ওভারে ৮ উইকেটের বিনিময়ে ২০৩ রান তুলতে সক্ষম হয়েছে। আমি মনে করি নিঃসন্দেহে এটা একটা ভালো স্কোর। দলের পক্ষে মিশেল মারচ সর্বোচ্চ ৬০ রান তুলতে সক্ষম হয়েছে মাত্র ৩১ বল থেকে। অপর দিকে হার্দিক পান্ডে ৪ ওভার বল করে ৩৬ রান খরচায় ৫ উইকেট তুলতে সক্ষম হয়েছে।
উভয় পক্ষই বেশ শক্তিশালী হলেও আমার মতে Lucknow Super Giants আজকের খেলায় জয়লাভ করতে পারে।
আহারে ভাই মুম্বাই ইন্ডিয়ান্স অল্প রানের জন্য জয়ী হতে পারল না যদিও আমার মুম্বাই ইন্ডিয়ান্স টিমকে একদমই ভালো লাগে না শুধুমাত্র এর মধ্যে রোহিত শর্মা আছে বলে।
তবে আজকে দেখলাম রোহিত শর্মাকে স্কোয়াডে রাখা হয়নি ওপেনিং এ Ryan Rickelton এবং Will Jacks প্লেয়ারকে দেওয়া হয়েছিল  কিন্তু তারাও রোহিত শর্মার মতন ওপেনিং এ ব্যর্থ হয়েছে এবং বলতে গেলে তাদের এই ম্যাচ হারার জন্য এখন এদের ওপেনিং এর খারাপ পারফরমেন্স কে দায়ী করা যেতে পারে। না হলে তাদের পর্যাপ্ত পরিমাণে উইকেট ছিল কিন্তু রান স্পিড ভালো না থাকার কারণে হেরে গেল। যাইহোক মুম্বাই ইন্ডিয়ান্সকে হাতে দেখে আমার ভালই লাগতেছে।  ;D
Title: Re: আইপিএল ১৭ তম আসর ২০২৫ এর আলোচনা ও প্রিডিকশন করুন।
Post by: kulkhan on April 05, 2025, 09:21:22 AM
আজ আইপিএলের 16 তম ম্যাচ অনুষ্ঠিত হচ্ছে। আজকের ম্যাচে Lucknow Super Giants &
Mumbai India
প্রতিদ্বন্দ্বিতা করছে। Mumbai India টচে জিতে ফিল্ডিং করার সিদ্ধান্ত নেয়। Lucknow Super Giants ব্যাট করতে নেমে এখনো পর্যন্ত অসাধারণ খেলে যাচ্ছে। এইমাত্র তারা নির্ধারিত ২০ ওভারে ৮ উইকেটের বিনিময়ে ২০৩ রান তুলতে সক্ষম হয়েছে। আমি মনে করি নিঃসন্দেহে এটা একটা ভালো স্কোর। দলের পক্ষে মিশেল মারচ সর্বোচ্চ ৬০ রান তুলতে সক্ষম হয়েছে মাত্র ৩১ বল থেকে। অপর দিকে হার্দিক পান্ডে ৪ ওভার বল করে ৩৬ রান খরচায় ৫ উইকেট তুলতে সক্ষম হয়েছে।
উভয় পক্ষই বেশ শক্তিশালী হলেও আমার মতে Lucknow Super Giants আজকের খেলায় জয়লাভ করতে পারে।
আহারে ভাই মুম্বাই ইন্ডিয়ান্স অল্প রানের জন্য জয়ী হতে পারল না যদিও আমার মুম্বাই ইন্ডিয়ান্স টিমকে একদমই ভালো লাগে না শুধুমাত্র এর মধ্যে রোহিত শর্মা আছে বলে।
তবে আজকে দেখলাম রোহিত শর্মাকে স্কোয়াডে রাখা হয়নি ওপেনিং এ Ryan Rickelton এবং Will Jacks প্লেয়ারকে দেওয়া হয়েছিল  কিন্তু তারাও রোহিত শর্মার মতন ওপেনিং এ ব্যর্থ হয়েছে এবং বলতে গেলে তাদের এই ম্যাচ হারার জন্য এখন এদের ওপেনিং এর খারাপ পারফরমেন্স কে দায়ী করা যেতে পারে। না হলে তাদের পর্যাপ্ত পরিমাণে উইকেট ছিল কিন্তু রান স্পিড ভালো না থাকার কারণে হেরে গেল। যাইহোক মুম্বাই ইন্ডিয়ান্সকে হাতে দেখে আমার ভালই লাগতেছে।  ;D
ভাই আমার প্রিডিকশন সত্যি হলো। কিন্তু আমি মাঝ পথে খুব ভয় পেয়ে গেছিলাম মনেহচ্ছিলো মুম্বাই ইন্ডিয়া মনেহয় জিতে যাবে। কিন্তু তারা সেটা পারলো না। আমি বুঝতে পারলাম না তারা ১৯ তম ওভারে এসে কেনো রান নিলো না। তাদের হাতে উইকেট ছিলো কিন্তু তারা তেমন আগ্রাসী খেলা খেললো না। মাত্র ৫/৬ রান নিলো। যদি তার প্রতি বলে ১ রান করে না নিয়ে ১/২ টা বাউন্ডারি ও মারতো তাহলে শেষ ওভারে অল্প রান লাগতো এবং তারা সেটা নিতে পারতো। যাই হোক আমার Lucknow Super Giants এর পক্ষে অল্প কিছু ধরা ছিলো এবং ফাইনালি আমি জয়লাভ করেছি।
Title: Re: আইপিএল ১৭ তম আসর ২০২৫ এর আলোচনা ও প্রিডিকশন করুন।
Post by: Crypto Library on April 05, 2025, 07:14:29 PM
ভাই আমার প্রিডিকশন সত্যি হলো। কিন্তু আমি মাঝ পথে খুব ভয় পেয়ে গেছিলাম মনেহচ্ছিলো মুম্বাই ইন্ডিয়া মনেহয় জিতে যাবে। কিন্তু তারা সেটা পারলো না। আমি বুঝতে পারলাম না তারা ১৯ তম ওভারে এসে কেনো রান নিলো না। তাদের হাতে উইকেট ছিলো কিন্তু তারা তেমন আগ্রাসী খেলা খেললো না। মাত্র ৫/৬ রান নিলো। যদি তার প্রতি বলে ১ রান করে না নিয়ে ১/২ টা বাউন্ডারি ও মারতো তাহলে শেষ ওভারে অল্প রান লাগতো এবং তারা সেটা নিতে পারতো। যাই হোক আমার Lucknow Super Giants এর পক্ষে অল্প কিছু ধরা ছিলো এবং ফাইনালি আমি জয়লাভ করেছি।
মুম্বাই ইন্ডিয়ান্স এর কথা বাদ দেন গতবারেও এরা গু পারফরমেন্স করেছে এবারও গু পারফরমেন্সই করবে।
আমি খালি দেখার অপেক্ষায় আছি কখন তারা টেবিলের সবচাইতে নিচে অবস্থান করবে।

আজকের ম্যাচটা কি দেখতেছেন ভাই প্রথমে ভাবছিলাম যে আজকে পাঞ্জাব কিংস রাজস্থান রয়েলসের কাছে বাজে ভাবে হারবে কিন্তু এখন তো দেখতেছি পাঞ্জাব কিংস এর চার উইকেট যাওয়ার পর Nehal Wadhera এ হাল ধরেছে এবং লাস্টের পাঁচ ওভারে ৫৩ রান নিতে সক্ষম হয়েছে যদিও এখন তাদের 30 বলে ৭৫ রান দরকার জয়ী হওয়ার জন্য তারপরও তারা যে ক্ষ্যাপা ক্ষেপছে এখন দেখে মনে হচ্ছে তারা জিততেও পারে।
Title: Re: আইপিএল ১৭ তম আসর ২০২৫ এর আলোচনা ও প্রিডিকশন করুন।
Post by: kulkhan on April 05, 2025, 07:58:51 PM
ভাই আমার প্রিডিকশন সত্যি হলো। কিন্তু আমি মাঝ পথে খুব ভয় পেয়ে গেছিলাম মনেহচ্ছিলো মুম্বাই ইন্ডিয়া মনেহয় জিতে যাবে। কিন্তু তারা সেটা পারলো না। আমি বুঝতে পারলাম না তারা ১৯ তম ওভারে এসে কেনো রান নিলো না। তাদের হাতে উইকেট ছিলো কিন্তু তারা তেমন আগ্রাসী খেলা খেললো না। মাত্র ৫/৬ রান নিলো। যদি তার প্রতি বলে ১ রান করে না নিয়ে ১/২ টা বাউন্ডারি ও মারতো তাহলে শেষ ওভারে অল্প রান লাগতো এবং তারা সেটা নিতে পারতো। যাই হোক আমার Lucknow Super Giants এর পক্ষে অল্প কিছু ধরা ছিলো এবং ফাইনালি আমি জয়লাভ করেছি।
মুম্বাই ইন্ডিয়ান্স এর কথা বাদ দেন গতবারেও এরা গু পারফরমেন্স করেছে এবারও গু পারফরমেন্সই করবে।
আমি খালি দেখার অপেক্ষায় আছি কখন তারা টেবিলের সবচাইতে নিচে অবস্থান করবে।

আজকের ম্যাচটা কি দেখতেছেন ভাই প্রথমে ভাবছিলাম যে আজকে পাঞ্জাব কিংস রাজস্থান রয়েলসের কাছে বাজে ভাবে হারবে কিন্তু এখন তো দেখতেছি পাঞ্জাব কিংস এর চার উইকেট যাওয়ার পর Nehal Wadhera এ হাল ধরেছে এবং লাস্টের পাঁচ ওভারে ৫৩ রান নিতে সক্ষম হয়েছে যদিও এখন তাদের 30 বলে ৭৫ রান দরকার জয়ী হওয়ার জন্য তারপরও তারা যে ক্ষ্যাপা ক্ষেপছে এখন দেখে মনে হচ্ছে তারা জিততেও পারে।
ভাই আপনার ধারনা অবশেষে বাস্তবায়িত হয়েছে, পান্জাব কিংস বাজো ভাবেই হেরেছে। তারা নির্ধারিত ২০ ওভারে ৯ উইকেট হারিয়ে ১৫৫ রান তুলতে সক্ষম হয়েছে। তারমানে ৫৫ রানের ব্যাবধানে হারলো অবশেষে। Nehal Wadhera  এবং Glenn Maxwell এর জুটি আশার আলো জাগিয়েছিলো। আমি তো মনে করেছিলাম তার ম্যাচ বাহির কর আনবে কিন্তু তারা তা পারলো না। Nehal Wadhera ৪১ বলে ৬২ রান এবং Glenn Maxwell ২১ বলে ৩০ রান করে আউট হলে তারা ম্যাচ থেকে ছিটকে যায় বলে আমও মনেকরি।
Title: Re: আইপিএল ১৭ তম আসর ২০২৫ এর আলোচনা ও প্রিডিকশন করুন।
Post by: Crypto Library on April 05, 2025, 08:29:19 PM
ভাই আপনার ধারনা অবশেষে বাস্তবায়িত হয়েছে, পান্জাব কিংস বাজো ভাবেই হেরেছে। তারা নির্ধারিত ২০ ওভারে ৯ উইকেট হারিয়ে ১৫৫ রান তুলতে সক্ষম হয়েছে। তারমানে ৫৫ রানের ব্যাবধানে হারলো অবশেষে। Nehal Wadhera  এবং Glenn Maxwell এর জুটি আশার আলো জাগিয়েছিলো। আমি তো মনে করেছিলাম তার ম্যাচ বাহির কর আনবে কিন্তু তারা তা পারলো না। Nehal Wadhera ৪১ বলে ৬২ রান এবং Glenn Maxwell ২১ বলে ৩০ রান করে আউট হলে তারা ম্যাচ থেকে ছিটকে যায় বলে আমও মনেকরি।
গেস করেন তো ভাই পাঞ্জাব কিংস আজকে ইন্টারন্যাশনাল পর্যায়ের টিমগুলোর মধ্যে একটি টিমের মতন পারফরম্যান্স করেছে, গেস করেন এখন দলটার নাম কি?  ;D

যদি না বলতে পারেন তাহলে আমি বলে দেই পাঞ্জাব কিংস আজকে পুরোপুরি বাংলাদেশের মতন পারফরম্যান্স করেছে প্রথমে খারাপ বোলিং পারফরমেন্স এর মাধ্যমে রাজস্থান রয়েলস কে ২০০ এর উপরে যেতে দিয়েছে এবং পরবর্তীতে ব্যাটিং করতে নেমেও প্রথমেই চারটি উইকেট হারিয়ে আমাদের মধ্যে এরকম ফিল দিয়েছে বাজে ভাবে হারবে বাজে।
আবার পরবর্তীতে Nehal Wadhera এবং Glenn Maxwell আশা জোগালেও  Glenn Maxwell এর উইকেটটি পড়ে গেলে তারা আবারও খারাপ পারফরমেন্স শুরু করে এবং আস্তে আস্তে পরবর্তী পরবর্তী উইকেট গুলো করতে করতে তারা নয় উইকেট শেষে ১৫৫ রান অর্জন করতে সক্ষম হয়েছে।  ফলাফল আশা দিয়ে আবার আশা কেড়ে নিয়েছে পাঞ্জাব কিংস এর ফ্যানদের যেমন আমাদের দেশের প্লেয়াররা আমাদের সাথে করে।
Title: Re: আইপিএল ১৭ তম আসর ২০২৫ এর আলোচনা ও প্রিডিকশন করুন।
Post by: DYING_S0UL on April 06, 2025, 07:32:42 PM
ভাই আমি খেলা তেমন দেখিনা বল্লেই চলে। দেখবো কেমনে সময়ই পাইনা, সারাদিন মারাত্নক বিজি থাকি, দেখলেও জাস্ট একটু হাইলাইট টা চেক করি নেট দিয়ে। লাস্ট কবে যে টিভি দেখছি তার খেয়াল নাই। তো আমার প্রশ্নটা হলো আপনারা খেলা দেখেন এক্সজাকলি কোথায়, আই মিন লাইভে কোথায় দেখতে পারবো? আমি তো আর টিভি নিয়ে কাজে যেতে পারবো না লল। ফোনে দেখার সিস্টেম থাকলে কাজের ফাকে নাহয় একটু দেখলাম। আপনারদের কাছে কোনো সোর্স থাকলে দিয়েন তো, এফটিপি টিভি বা এপ্স যেখানে লাইভ দেখা যায়। :)
Title: Re: আইপিএল ১৭ তম আসর ২০২৫ এর আলোচনা ও প্রিডিকশন করুন।
Post by: Crypto Library on April 10, 2025, 05:12:21 PM
ভাই আমি খেলা তেমন দেখিনা বল্লেই চলে। দেখবো কেমনে সময়ই পাইনা, সারাদিন মারাত্নক বিজি থাকি, দেখলেও জাস্ট একটু হাইলাইট টা চেক করি নেট দিয়ে। লাস্ট কবে যে টিভি দেখছি তার খেয়াল নাই। তো আমার প্রশ্নটা হলো আপনারা খেলা দেখেন এক্সজাকলি কোথায়, আই মিন লাইভে কোথায় দেখতে পারবো? আমি তো আর টিভি নিয়ে কাজে যেতে পারবো না লল। ফোনে দেখার সিস্টেম থাকলে কাজের ফাকে নাহয় একটু দেখলাম। আপনারদের কাছে কোনো সোর্স থাকলে দিয়েন তো, এফটিপি টিভি বা এপ্স যেখানে লাইভ দেখা যায়। :)
আপনারে তো ভাই আমি এত আইলসা মনে করতাম না, আপনি এত আইলসা হইলেন কবে?
কেমনে আইপিএল দেখবেন এটাও আবার আমাদের বলে দিতে হবে?
যাই হোক বাঙালি সব সময় ফ্রি জিনিস চায় আর আপনিও যদি সেই কাতারে থাকেন তাইলে- ভালো অ্যাড ব্লকার এক্সটেনশন ইউজ করে এই ওয়েবসাইটটি (https://crichdplayer.com/star-sports-1-live-stream-play-01) থেকে দেখতে পারেন তবে রিয়েল টাইম এর সাথে কিছু পার্থক্য পাবেন। ওই যে মাগনা বিষয়টা, অল্প পয়সা যার ঘ্যাঁকা বাগুন তার।

আর যদি টাকাওয়ালা মানুষ হন, অভিয়াসলি আপনি টাকাওয়ালা মানুষ।
তাইলে ট্রফিতে গিয়ে ৯৯ টাকা দিয়ে ৩০ দিনের প্ল্যান কিনে ফেলুন- আপনি চাইলে এটি আপনার কাজে মোবাইলেও দেখতে পাবেন আর দরকার পড়লে বাসা থেকে টিভি নিয়ে গিয়ে আই মিন এন্ড্রয়েড টিভি হলে অ্যান্ড্রয়েড টিভিতেও কাজে বসে বসে দেখতে  পারবেন। 

আর ভাই কোন মানুষটা প্রতিদিন লাইভ ম্যাচ সম্পূর্ণ দেখে আমার জানা নাই। নিজের পছন্দের টিম হলে বিষয়টা আলাদা।
তবে আমার তো মনে হয় বেশিরভাগ মানুষ লাইভ স্কোর কার্ড দেখেই তো বেশিরভাগ মানুষ প্রেডিকশনগুলো করে থাকে।



Title: Re: আইপিএল ১৭ তম আসর ২০২৫ এর আলোচনা ও প্রিডিকশন করুন।
Post by: DYING_S0UL on April 10, 2025, 05:56:11 PM
আপনারে তো ভাই আমি এত আইলসা মনে করতাম না, আপনি এত আইলসা হইলেন কবে?
কেমনে আইপিএল দেখবেন এটাও আবার আমাদের বলে দিতে হবে?

আমি আইলসা না ভাই। আমি কপালপোড়া। সারাদিন বিজি থাকি ভাই। খাওয়াদাওয়ারও টাইম নাই। সকালের খাবার দুপুরে দুপুরের টা রাতে। খেলা দেখবো বালবিলে? এদিকে আমার বিড়ালের ফ্লু হইছে। সকাল থেকে বিকাল পর্যন্ত ওর পেছনে দৌড়াইতেছি আমি। ডেইলি ৪ টা ইনজেকশন, আরেকটা ছয় ঘন্টা পরপর। অনেক কষ্টে আছি ভাই। বাচা মরা টাইপ শঙ্কা ওর। দোয়া কইরেন। খেলা আসবে যাবে, ও আসবে না গেলে... :'(
Title: Re: আইপিএল ১৭ তম আসর ২০২৫ এর আলোচনা ও প্রিডিকশন করুন।
Post by: Crypto Library on April 11, 2025, 09:52:19 PM
কি ব্যাপার এই থ্রেড কি ডেড হইয়া গেল নাকি?
আজকে কলকাতা নাইট রাইডার্স এর খেলা ছিল তারপরেও দেখি এই থ্রেড চুপ হইয়া রয়েছে। আমি ঢাকা ছিলাম যখন ম্যাচ শুরু হয়েছে এবং কালকে মিড টার্ম পরীক্ষা আন্দোলনের জন্য বাতিল ঘোষণা করায় হাতে তিন চার দিন সময় পেয়ে গেছি এবং দৌড় মেরে আবার নিজ জেলায় চলে আসলাম। বাসের মধ্যে খেলা দেখতে পারি নাই কিন্তু মহেন্দ্র সিং ধোনিকে ক্যাপ্টেন বানিয়েও চেন্নাই সুপার কিংস কিছু করতে পারল না এটা শুধু দেখতে পারলাম।
যাইহোক কলকাতার বলার আজকে তাদের হাতে আগুন ঝরিয়েছে। বেচারা চেন্নাই সুপার কিংস বলতে তো সবাই ধনী কে চিনে মানে বেচারা ধোনির মান-সম্মান এক্কেবারে লেজে গোবরে হয়ে গিয়েছে আজকে। এবার চেন্নাই মনে হয়না আর নেক্সট রাউন্ডে যাইতে পারবে পরপর পাঁচটি ম্যাচ হারল তারা।

এদিকে আমার বিড়ালের ফ্লু হইছে। সকাল থেকে বিকাল পর্যন্ত ওর পেছনে দৌড়াইতেছি আমি। ডেইলি ৪ টা ইনজেকশন, আরেকটা ছয় ঘন্টা পরপর। অনেক কষ্টে আছি ভাই। বাচা মরা টাইপ শঙ্কা ওর। দোয়া কইরেন। খেলা আসবে যাবে, ও আসবে না গেলে... :'(
ভাই আপনি আগে বলেন আপনার বিড়ালের কি খবর?
আপনার এই বিষয়টা ভাই আমি আরো ভালো করে ফিল করতে পারব আমার একটা বিড়াল ছিল 6 বছর বয়স হয়েছিল তার একদিন স্কুল থেকে ফিরে এসে দেখি খাটের নিচে গিয়ে শুধু চিল্লাচ্ছে পরে আম্মুকে জিজ্ঞাসা করলাম কোথা থেকে চিল্লায় আম্মু বলল ওর কোমর ভেঙ্গে গেছে খাটের নিচে আছে। খাটের মাচা সরিয়ে দেখি বসে আছে আমাকে দেখে এমন ভাবে ম্যাও ঢাকা শুরু করলো মনে হলো যে সে ভরসা পেয়ে গিয়েছে সে বেঁচে যাবে। আমরা দুই তলায় থাকতাম শুধুমাত্র সামনের দুই পায়ের উপর ভর করে একদম ভাঙ্গা কোমর, যেটাকে বলে একেবারে ঝুলোঝুলা অবস্থায় দোতালায় আসছিল। আমার আব্বু একজন পশু চিকিৎসক তাকে বললাম কিছু করতে সে বলল আমার জেলায় কোন কিছু করা সম্ভব না জাস্ট একটা ব্যাথার ইনজেকশন দিল। এবং বলল এর বাঁচা সম্ভাবনা কম।
আমি আর আমার বোন ওর এক একটা চিৎকার সহ্য করতে না পেরে আমরা দাদুর বাড়ি চলে গিয়েছিলাম এবং এসে দেখি মৃত পড়ে আছে। ভাই হাই স্কুলে ছিলাম ওই দিনটির কথা এখনো মনে আছে কেমন কান্না করেছিলাম।
অনেকে ভাবতে পারে পশু নিয়ে এত ইমোশন কিসের কিন্তু ভাই ছয়টা বছর ছিল অনেক ক্ষেত্রে দেখা যায় আমরা ছয়টা বছর পরিচিত মানুষদের সাথেও থাকি না ও অনেকটা আমার পরিবারের সদস্যের মতন হয়ে গেছিল আমার পরিবারের সবাই ওর মৃত্যুতে কান্না করেছিল।


আমার এই স্টোরিটা অফ টপিক হয়ে গেল এজন্য ভাই মাফ চেয়ে নিচ্ছি সবার কাছে।