Altcoins Talks - Cryptocurrency Forum
Local => বাংলা (Bengali) => Topic started by: Danieler on April 07, 2025, 07:18:45 AM
-
আমরা দেখতে পাচ্ছি bitcoin মার্কেট আপ ডাউন হচ্ছে। এখন আমরা একটা জিনিস বুঝে উঠতে পারছি না। সেটা হচ্ছে মার্কেট বিটকয়েন অল্প কিছুদিনের মধ্যে কত হতে পারে?
-
আমরা দেখতে পাচ্ছি bitcoin মার্কেট আপ ডাউন হচ্ছে। এখন আমরা একটা জিনিস বুঝে উঠতে পারছি না। সেটা হচ্ছে মার্কেট বিটকয়েন অল্প কিছুদিনের মধ্যে কত হতে পারে?
ভাই বিটকয়েন মার্কেট কয়েকদিনের মধ্যে কত হতে পারে কেউ আপনাকে বলতে পারবে না।
তবে আপনার যদি বিটকয়েনে ইনভেস্টমেন্ট করা হয়ে থাকে এবং আপনি যদি এটা নিয়ে প্যানিক থাকেন তাহলে আপনাকে বলব আপনি শান্ত থাকেন, আপাতত বিটকয়েন সেল করার কোন প্রয়োজন নাই। যদি বিটকয়েন বেয়ার সিজনে চলে যায় এটা নিয়ে নিশ্চিত থাকেন যে পরবর্তীতে আবার সামনের সিজনে অবশ্যই রিকভার করতে পারবেন বরং প্রফিট করতে পারবেন যদি সঠিক সময় সেল করেন।
আপাতত মার্কেট দেখে আমি নিজেও সন্ধিহান আছি মার্কেট সামনে কি অবস্থায় যাবে। কারণ এর আগে বুল রানের সময় মার্কেট এরকম দাম ঠিকই করেছিল কিন্তু কথা হল এবারের প্রায় প্রত্যেকটা প্রেক্ষাপট ভিন্ন। দেখা যাক তারপরও আশা রাখছি এটা শুধুমাত্রই কারেকশন হবে।
-
আমরা দেখতে পাচ্ছি bitcoin মার্কেট আপ ডাউন হচ্ছে। এখন আমরা একটা জিনিস বুঝে উঠতে পারছি না। সেটা হচ্ছে মার্কেট বিটকয়েন অল্প কিছুদিনের মধ্যে কত হতে পারে?
বিটকয়েন কত হতে পারে এটা তোমার কিংবা আমার বলার সাধ্য নেই কারণ অনেক কিছুর ওপর নির্ভর করে গ্রেড পয়েন্ট এর দাম ওঠে নামা করে। মার্কেট সরকারি নীতিমালা মিডিয়া এবং টেকনোলজি ইত্যাদি এর ওপর নির্ভর করে বিটকয়েনের দাম ওঠানামা করতে। তাই কখন এর দাম বৃদ্ধি পাবে কখন দাম কমে যাবে সেটা বলা মুশকিল। আর আপনার জন্য একটি সাজেশন রইল এ ধরনের নিম্নমানের পোস্ট করা থেকে বিরত থাকবেন কারণ এই সমস্ত পোস্টের অ্যানসার অলরেডি বাংলা বোর্ডে দেওয়া রয়েছে আপনি বোর্ডগুলো ভালোভাবে যাচাই করলে দেখতে পারবেন।
-
আমরা দেখতে পাচ্ছি bitcoin মার্কেট আপ ডাউন হচ্ছে। এখন আমরা একটা জিনিস বুঝে উঠতে পারছি না। সেটা হচ্ছে মার্কেট বিটকয়েন অল্প কিছুদিনের মধ্যে কত হতে পারে?
আপনার আমার কারো ক্ষমতা নেই কি হবে বলার। জাস্ট আপনি পূর্ববর্তী ডাটার উপর ভিত্তি করে প্রিডিকশন করতে পারবেন, এমন হতে পারে ওমন হতে পারে। আমরা সবাই তাইই করে আসছিলাম এতোদিন। প্রতি সিজনেই মার্কেট একটা প্যার্টান ফলো করে, বাট এই বছর কোনো মিলই খুজে পাচ্ছিনা। বিটকয়েন পূর্ববর্তী সিজনের ATH ক্রস করে ডাম্প খাওয়ার কথা ছিলো। এই লিকুইডিটি যে চলে গেলো, এগুলো ঘুরে ফিরে Altcoin এ আসতো। এসে হিউজ পাম্প হতো অল্টকয়েন। তবে এবছর কিছুই হতে পারে নাই। মার্কেট ঠিকই ডাম্প খাইছে বাট অল্ট আর উঠতে পারে নাই। ইথার পাম্প করা শুরু করতো আর তার পেছন পেছন বাকিরাও পাম্প নিতো। বাট এবছর ইথেরিয়াম এমন গু পারফরমেন্স দিবে কে জানে!
শেষে একটা কথাই বলবো আশা ছাইরেন না। লং টার্ম হোল্ড করতে পারলে প্রফিট আসবে সিউর। প্যানিক হয়ে সেল করলেই মারা খাবেন। আজ দেখছেন ৭৫k তে চলে গেছে তাই ভয়ে সেল করে দিছেন। পরেরদিন সকালে উঠে দেখবেন আবার ৮০k তে চলে গেছে। এমনই হয়। প্রতিবছর ই মার্কেট ম্যানুপুলেট হয়, তবে এবছর একটু বেশিই মনে হইছে, ট্রাম্পের কারনে।