Altcoins Talks - Cryptocurrency Forum

Local => বাংলা (Bengali) => Topic started by: Danieler on April 07, 2025, 06:35:01 PM

Title: ETH বাজার কেমন?
Post by: Danieler on April 07, 2025, 06:35:01 PM
২০২৪ শুরুতে আমরা মার্কেটের বাজার অনেকটাই পরিবর্তন দেখেছি। এখন আমরা ২০২৫ সালের শুরুতে এসে এবং ২০২৪ সালের শেষের দিকে বাজার যে পর্যায়ে দেখেছি এখন কি তার থেকে ভালো অবস্থানে রয়েছে৷।  আমি আশা করব আপনারা এ বিষয়ে আমাকে বুঝাবেন। 
Title: Re: ETH বাজার কেমন?
Post by: JISAN on April 07, 2025, 07:45:11 PM
২০২৪ শুরুতে আমরা মার্কেটের বাজার অনেকটাই পরিবর্তন দেখেছি। এখন আমরা ২০২৫ সালের শুরুতে এসে এবং ২০২৪ সালের শেষের দিকে বাজার যে পর্যায়ে দেখেছি এখন কি তার থেকে ভালো অবস্থানে রয়েছে৷।  আমি আশা করব আপনারা এ বিষয়ে আমাকে বুঝাবেন।
মার্কেট ভালো অবস্থানে ছিল তবে এখন আবারও অনেক ডাউন হবে পূর্বের ইতিহাস গুলোতে এরকমই ঘটেছে। বিটকয়েনের ATH গঠনের পর অনেক বেশি পরিমাণে দাম কমে গেছে, এবং পরবর্তী হলবিং এ আবারো নতুন চমক দেখলে নতুন ATH গঠন করেছে। বিটকয়েনের শুরুর পর থেকে এমনটাই হয়ে আসছে। আর বিটকয়েন হচ্ছে পুরো ক্রিপ্টো জগতের রাজা, বিটকয়েন এর দাম যেদিকে মুভ করে অন্যান্য ক্রিপ্টো কয়েনের দাম সেদিকেই মুভ করে, সেটি হোক ETH বা অন্য কোনো কয়েন। ETH এর অবস্থা পূর্বের হালভিং এর থেকে খারাপ বলা চলে। বিটকয়েন এবার যেখানে ১ লাখ ডলার অতিক্রম করেছে সেখানে ETH তার পূর্বের ATH অতিক্রম করতে পারেনি।
Title: Re: ETH বাজার কেমন?
Post by: kulkhan on April 10, 2025, 04:14:50 PM
২০২৪ শুরুতে আমরা মার্কেটের বাজার অনেকটাই পরিবর্তন দেখেছি। এখন আমরা ২০২৫ সালের শুরুতে এসে এবং ২০২৪ সালের শেষের দিকে বাজার যে পর্যায়ে দেখেছি এখন কি তার থেকে ভালো অবস্থানে রয়েছে৷।  আমি আশা করব আপনারা এ বিষয়ে আমাকে বুঝাবেন।
মার্কেট ভালো অবস্থানে ছিল তবে এখন আবারও অনেক ডাউন হবে পূর্বের ইতিহাস গুলোতে এরকমই ঘটেছে। বিটকয়েনের ATH গঠনের পর অনেক বেশি পরিমাণে দাম কমে গেছে, এবং পরবর্তী হলবিং এ আবারো নতুন চমক দেখলে নতুন ATH গঠন করেছে। বিটকয়েনের শুরুর পর থেকে এমনটাই হয়ে আসছে। আর বিটকয়েন হচ্ছে পুরো ক্রিপ্টো জগতের রাজা, বিটকয়েন এর দাম যেদিকে মুভ করে অন্যান্য ক্রিপ্টো কয়েনের দাম সেদিকেই মুভ করে, সেটি হোক ETH বা অন্য কোনো কয়েন। ETH এর অবস্থা পূর্বের হালভিং এর থেকে খারাপ বলা চলে। বিটকয়েন এবার যেখানে ১ লাখ ডলার অতিক্রম করেছে সেখানে ETH তার পূর্বের ATH অতিক্রম করতে পারেনি।
আসলে বর্তমানে অর্থনীতির খুব জগাখিচুড়ি অবস্থা লক্ষ্য করা যাচ্ছে। বিশ্ব অর্থনীতিতে বড় ধরনের ধ্বস নামার সম্ভাবনা দেখা যাচ্ছে। ক্রিপ্টোকারেন্সি সহ শেয়ার বাজার এবং স্বর্ণের বাজারে অস্থিরতা লক্ষ্য করা যাচ্ছে। এরই মধ্যে বিভিন্ন বিশেষজ্ঞরা স্বর্ণের দাম অনাকাঙ্খিতভাবে পড়ে যেতে পারে বলে ধারণা করছে।

আমি আপনার কথার সাথে একমত যে ক্রিপ্টো কারেন্সি মার্কট অনেকাংশে ডিপেন্ড করে বিটকয়েনের মুভমেন্ট এর উপর। বিটকয়েনের মূল্য বৃদ্ধি পেলে অন্য কারেন্সিগুলোর মূল্য বৃদ্ধি পায় আর বিটকয়েনের মূল্য কমে গেলে সব কিছর মূল্যও কমে যায়।

সে হিসেবে আমি মনেকরি সামনের দিনগুলোতে ETH এর মূল্য ও কমতে পারে। এমতাবস্থায় আমি মনেকরি DCA হলো বেস্ট সমাধান এই মারকেটে টিকে থাকার।
Title: Re: ETH বাজার কেমন?
Post by: Crypto Library on April 10, 2025, 04:19:42 PM
আসলে বর্তমানে অর্থনীতির খুব জগাখিচুড়ি অবস্থা লক্ষ্য করা যাচ্ছে। বিশ্ব অর্থনীতিতে বড় ধরনের ধ্বস নামার সম্ভাবনা দেখা যাচ্ছে। ক্রিপ্টোকারেন্সি সহ শেয়ার বাজার এবং স্বর্ণের বাজারে অস্থিরতা লক্ষ্য করা যাচ্ছে। এরই মধ্যে বিভিন্ন বিশেষজ্ঞরা স্বর্ণের দাম অনাকাঙ্খিতভাবে পড়ে যেতে পারে বলে ধারণা করছে।
খারাপ বলেননি কারণ ডোনাল্ড ট্রাম্প এর অস্বাভাবিক ট্যাক্স ঘোষণার জন্য বর্তমানে পুরো বিশ্বের এই পরিস্থিতির শিকার হতে হচ্ছে।

তবে সে 90 দিনের জন্য চীন বাদে সকল দেশের জন্য নতুন ট্যাক্স নীতি স্থগিত করেছে এবং এর ফলে স্টক মার্কেটে অলরেডি কয়েক ট্রিলিয়ন ডলার এড হয়েছে যা লিকুইরিটি খেয়ে গিয়েছিল। সো আপাতত তিন মাস আমার মনে হয় না আমরা খারাপ কোন কিছু দেখতে পাবো।
আর এমনও হতে পারে এই তিন মাসের মধ্যে পাগলা ট্রাম্প এর  প্রশাসন এনালাইসিস করে বুঝতে পারবে সমস্যা তাদেরই বেশি হবে এবং ট্যাক্স কমিয়ে দিবে।
 
এরই পরিপ্রেক্ষিতে বিটকয়েন আমরা রিকভারি দেখেছি।