Altcoins Talks - Cryptocurrency Forum

Local => বাংলা (Bengali) => রাজনৈতি ও সমাজ => Topic started by: CoinHolder on April 15, 2025, 07:03:39 PM

Title: ফ্রি ফ্রি ফিলিস্তিন,,,,,
Post by: CoinHolder on April 15, 2025, 07:03:39 PM
 আমি God Of Thunder ভাই অনুরোধ জানাচ্ছি এই সিগনেচার ক্যাম্পেইন টা আমাদের এই ফোরামে যুক্ত করার জন্য। যদি কোন প্রবলেম না থাকে তাহলে আমি অত্যন্ত খুশি হব এই প্রজেক্টটা কে আমাদের এই ফোরামে run করালে।
(https://talkimg.com/images/2025/04/15/xrSC3.jpeg)
আমি লক্ষ্য করে দেখলাম বিটকয়েন টক ফোরামের অনেক মানুষই এই সিগনেচার ক্যাম্পেইন টাকে সাপোর্ট করতেছে।
Title: Re: ফ্রি ফ্রি ফিলিস্তিন,,,,,
Post by: Crypto Library on April 15, 2025, 11:02:01 PM
আমি God Of Thunder ভাই অনুরোধ জানাচ্ছি এই সিগনেচার ক্যাম্পেইন টা আমাদের এই ফোরামে যুক্ত করার জন্য। যদি কোন প্রবলেম না থাকে তাহলে আমি অত্যন্ত খুশি হব এই প্রজেক্টটা কে আমাদের এই ফোরামে run করালে।
(https://talkimg.com/images/2025/04/15/xrSC3.jpeg)
আমি লক্ষ্য করে দেখলাম বিটকয়েন টক ফোরামের অনেক মানুষই এই সিগনেচার ক্যাম্পেইন টাকে সাপোর্ট করতেছে।
আমি তো মনে করেছিলাম এই ফোরামেও সে এই ক্যাম্পেইন রান করেছে।

যাইহোক আমিও আপনার সাথে একমত হবো যে এই ফোরামেও ফ্রী প্যালেস্টাইন ক্যাম্পেইনটি রান করতে। যদিও আমার মনে হচ্ছে খুব শীঘ্রই God Of Thunder ভাই এই ফোরামেই ক্যাম্পেইনটি রান করে দিবে।
তাছাড়া আমি নিজেও God Of Thunder অনুরোধ করছি এখানে যত তাড়াতাড়ি সম্ভব লাঞ্চ করে দিন।

আর সবার প্রতি অনুরোধ যারা যারা বর্তমানে সিগনেচার ফ্রি রয়েছেন তারা নিজেদের সিগনেচার স্পেসে এই ক্যাম্পেন টাকে জায়গা দিবেন
Title: Re: ফ্রি ফ্রি ফিলিস্তিন,,,,,
Post by: God Of Thunder on April 16, 2025, 11:11:58 AM
আপনাকে ধন্যবাদ ব্যাপারটা মনে করিয়ে দেয়ার জন্য।
আসলে আমি ফুল সিগন্যাচার সেট এর জন্য অপেক্ষা করছিলাম। যেহেতু এটা একটা নন প্রফিট সিগন্যাচার ক্যাম্পেইন। জায়ছে এটার জন্য কোনো পেমেন্ট নিতে রাজি হয়নি। আর পেমেন্ট না নেয়ার কারনে আমি চাইলেও তাকে তারাতারি করার জন্য চাপ দিতে পারছিলাম না। তো সিগন্যাচার সেট রেডি হয়েছে, কিন্তু এখানে পোষ্ট করার কথা আর মনে ছিলো না। আর এই ফোরামে একটা বিবিকোড কাজ না করায়, সিগন্যাচার কোড ঠিকমতো কাজ করছে না। যাই হোক, আপাতত থ্রেড খুলে ফেলেছি।

https://www.altcoinstalks.com/index.php?topic=329588.0
Title: Re: ফ্রি ফ্রি ফিলিস্তিন,,,,,
Post by: kulkhan on April 26, 2025, 11:56:57 PM
অবশেষে দেখতে পেলাম এটা সিগনেচার সেকয়নে সিগনেচার হিসেবে আছে। এটা খুবি ভালো সিদ্ধান্ত হয়েছে বলে আমি মনেকরি। মানবতার পক্মাদের সব সময় থাকা উচিত বলে আমি মনেকরি। রাষ্ট্রীয় স্বীকৃতি ছাড়া ফিলিস্তিনিরা মানবেতর জীবনযাপন করছে।

তারা সব কিছু থেকে বঞ্চিত হচ্ছে। এমনকি পার্শ্ববর্তী দেশ ইসাইল দ্বারা প্রতিনিয়ত নির্যাতিত হচ্ছে। তাই আমি মনেকরি এখনি তাদের এই দুর্দশা থেকে মুক্ত করা উচিত। এবং স্বাধীন রাষ্ট্রীয় হিসেবে তাদেরকে স্বীকৃতি দেওয়া উচিত ।