Altcoins Talks - Cryptocurrency Forum
Local => বাংলা (Bengali) => Altcoins(অন্যান্য কয়েন) => Topic started by: JISAN on April 29, 2025, 09:01:42 PM
-
https://x.com/suinetwork/status/1916924141711856055?s=46
SUI এর X হ্যান্ডেলের পোস্ট দেখে আজকে অবাক হলাম তারা এমন প্রযুক্তি ডেভলপ করতেছে যে যেখানে কেউ কোন প্রকার ইন্টারনেট কানেকশন ছাড়াই SUI ট্রানজেকশন করতে পারবে। এটি সত্যিই অবিশ্বাস্য একটি টেকনোলজি হতে যাচ্ছে। কারণ যেখানে আমরা ইন্টারনেট ছাড়া ক্রিপ্টো কে কল্পনাও করতে পারি না সেখানে তারা কিভাবে এই ট্রানজেকশনটি কমপ্লিট করবে। যদিও এটি এখন পর্যন্ত টেস্টনেট অবস্থায় আছে। যদি তারা সাকসেসফুলি এটি করতে পারে তাহলে SUI মার্কেটে অনেক ভালো পারফর্ম করবে এবং অনেক জনপ্রিয়তা অর্জন করবে। বিষয়টি খুবই ইন্টারেস্টিং এবং আমি এটি দেখে সত্যিই অনেক অবাক হয়েছি। এই বিষয়টি নিয়ে আপনি কি চিন্তা করছেন ?