Altcoins Talks - Cryptocurrency Forum

Local => বাংলা (Bengali) => Topic started by: shadi555 on December 29, 2017, 07:44:47 AM

Title: কয়েন্সমার্কেট্স হ্যাক প্রসঙ্গে
Post by: shadi555 on December 29, 2017, 07:44:47 AM
আপনাদের কি মনে হয় এ বছর কি Coinsmarkets Hack হওয়ার সম্ভাবনা আছে..?
Title: Re: কয়েন্সমার্কেট্স হ্যাক প্রসঙ্গে
Post by: Msweet on August 19, 2020, 10:44:54 AM
আসলে আপনি এই কথাটা কেন বললেন বুঝতে পারলাম না l আসলে যারা কয়েন মার্কেট পরিচালনা করেন তাদের সিকিউরিটি সিস্টেম খুবই হার্ড যার ফলে কয়েন মার্কেট এখন সম্ভাবনা নাই বললেই চলে l
Title: Re: কয়েন্সমার্কেট্স হ্যাক প্রসঙ্গে
Post by: Salman Hasan on August 19, 2020, 12:41:24 PM
আপনাদের কি মনে হয় এ বছর কি Coinsmarkets Hack হওয়ার সম্ভাবনা আছে..?
আপনার কথাটার মানে কিছুই বুঝলাম না ভাই। এখন কয়েন্স মার্কেটে সিকিউরিটি অনেক হার্ড তাই কোন সম্ভাবনা নাই হ্যাক হওয়ার।অনেক হার্ড করে সিকিউরিটি করেছে তারা আমার মতে এ বছর আর হ্যাক হবেনা
Title: Re: কয়েন্সমার্কেট্স হ্যাক প্রসঙ্গে
Post by: JISAN on August 19, 2020, 01:37:49 PM
আপনাদের কি মনে হয় এ বছর কি Coinsmarkets Hack হওয়ার সম্ভাবনা আছে..?
coinmarketcap, Binance, Okex এইগুলা হ্যাক হওয়ার কোনো প্রকার সম্ভাবনা নাই। কেনোনা সব ওয়েবসাইট উন্নত শক্তিশালী ক্লাউডফ্লেয়ার ব্যবহার করে এবং তারা তাদের সাইটের ডোমেইন, এবং হোস্টিং সার্বার কোনো প্রভাইডারের কাছ থেকে নেয় না। সব তাদের নিজস্ব           
Title: Re: কয়েন্সমার্কেট্স হ্যাক প্রসঙ্গে
Post by: Triedboy on August 26, 2020, 04:37:25 AM
ভাই কেমন মার্কেট গুলো কোন দিনো হ্যাক হওয়ার সম্ভাবনা নেই।তার এমন ভাবে কঠোর ভাবে চালনা করে তাদের নিজস্ব গতিতে চলে।ডোমেইন, এবং হোস্টিং তারা কারও কাছে থেকে নেয় না।যার ফলে  কয়েন্সমার্কেটস কোনো দিনও হ্যাক হওয়ার কি সম্ভাবনা নেই।
Title: Re: কয়েন্সমার্কেট্স হ্যাক প্রসঙ্গে
Post by: Mrkadir85 on August 26, 2020, 11:40:25 AM
কয়েন মার্কেট যারা পরিচালনা করে তারা তাদের ডোমেইন-হোষ্টিং কারো কাছ থেকে নেয় না। তাদের সিকিউরিটি ব্যবস্থাও অনেক হার্ড। তাই কয়েন মার্কেট হ্যাক হওয়ার সম্ভাবনা নেই।
Title: Re: কয়েন্সমার্কেট্স হ্যাক প্রসঙ্গে
Post by: XM8 on December 09, 2020, 05:34:39 PM
আমি যতটুকু জানি যারা এই কয়েন মার্কেট পরিচালনা করে তাদের কয়েন সিস্টেম টা অনেক শক্তিশালী হয়ে থাকে।তাই এই কয়েন মার্কেট হ্যাক করা অনেক কষ্টের ব্যাপার বলতে গেলে অসম্ভব।কেননা তারা সিস্টেমটাকে অনেক হার্ড না করতো তাহলে তারা কয়েন মার্কেট পরিচালনা করতে পারত না
Title: Re: কয়েন্সমার্কেট্স হ্যাক প্রসঙ্গে
Post by: Magepai on December 10, 2020, 12:12:14 AM
Coinmarketcap এর সিকিউরিটি মাধ্যম অনেক শক্তিশালী। এজন্য আমি মনে করি এটি কোনদিন হ্যাক হয়ে যাওয়ার কোন সম্ভাবনা নেই। তারা এমন ওয়েবসাইট ব্যবহার করে যাতে করে আমি মনে করি কোনদিন এটি হ্যাক হবে না।
Title: Re: কয়েন্সমার্কেট্স হ্যাক প্রসঙ্গে
Post by: Magepai on December 10, 2020, 12:14:30 AM
আপনাদের কি মনে হয় এ বছর কি Coinsmarkets Hack হওয়ার সম্ভাবনা আছে..?
coinmarketcap, Binance, Okex এইগুলা হ্যাক হওয়ার কোনো প্রকার সম্ভাবনা নাই। কেনোনা সব ওয়েবসাইট উন্নত শক্তিশালী ক্লাউডফ্লেয়ার ব্যবহার করে এবং তারা তাদের সাইটের ডোমেইন, এবং হোস্টিং সার্বার কোনো প্রভাইডারের কাছ থেকে নেয় না। সব তাদের নিজস্ব           

হ্যাঁ ভাই আপনার কথা ঠিক আছে আমার বিশ্বাস coinmarketcap, Binance, Okex এগুলো কখনোই হ্যাক করতে পারবে না কোন হ্যাকার। তার কারণ হচ্ছে তারা তাদের নিজস্ব ওয়েবসাইটের মাধ্যমে পাসওয়ার্ড সরক্ষণ করে রাখে।এবং শক্তিশালী হয় ওয়েবসাইট ব্যবহার করে যে কারণে আমি মনে করি এগুলো কখনোই হ্যাক হবে না।
Title: Re: কয়েন্সমার্কেট্স হ্যাক প্রসঙ্গে
Post by: Jaya60 on December 18, 2020, 12:16:35 AM
ভাই একটা কথা সত্যি কি কোন এক্সচেঞ্জ বা কোন কয়েন যদি মার্কেটে অনেক ভালো অবস্থানে থাকে।তাহলে হ্যাকারদের চোখ থাকে যে ওই করেন অথবা এক্সচেঞ্জ টি কিভাবে হ্যাক করা যাবে। সেই নিয়ে তারা সবসময়ই কাজ করে যাচ্ছে কিভাবে হ্যাক করা যাবে সেই প্রসঙ্গে। তাই আমি বলবো যে যে সমস্ত এক্সচেঞ্জ বা ভালো রয়েছে এমন সিকিউরিটি ব্যবস্থা করা হোক যাতে কোনদিনও হাত করতে না পারে।
Title: Re: কয়েন্সমার্কেট্স হ্যাক প্রসঙ্গে
Post by: Perfect540 on December 18, 2020, 03:51:15 AM
এরকম কোন তথ্য কোনদিন শুনিনি। আমি অনেক দিন ধরে ক্রিপ্টোকারেন্সি মার্কেট এর সাথে জড়িত। কিন্তু এরকম নিউজ দেখি নি।
Title: Re: কয়েন্সমার্কেট্স হ্যাক প্রসঙ্গে
Post by: Irfan12@ on December 18, 2020, 04:59:18 AM
ভাই আমার কয়েন্স মার্কেট সম্পর্কে অতটা ধারণা নেই বা আমিও সম্পর্কে ততটা ভালো জানিনা আপনি কি জন্য জানতে চেয়েছেন যে কয়েন্স মার্কেট হ্যাক হওয়ার সম্ভাবনা আছে কিনা সে ব্যাপারে যদি আপনি একটু বিস্তারিত আলোচনা করতেন তাহলে অবশ্যই সবার জন্য ভাল হত আপনাকে সাহায্য করতে আশা করি আপনি এ বিষয়ে বিস্তারিত আলোচনা করবেন তাহলে আপনাকে সবাই এ বিষয়ে সাহায্য করতে পারবে
Title: Re: কয়েন্সমার্কেট্স হ্যাক প্রসঙ্গে
Post by: Markuri33 on January 02, 2021, 01:07:13 AM
কয়েন্স মারকেট ক্যাপ আমি মনে করি হ্যাক হয়ে যাওয়ার সম্ভাবনা নেই। তারা আসলে যেভাবে এই মারকেটস বানিয়েছে অবশ্যই তারা একটি শক্তিশালী পাসওয়ার্ড এবং বিভিন্ন ধরনের ওয়েবসাইট ব্যবহার করে। অনেক সময় দেখা গেছে অনেক ভালো ভালো এক্সচেঞ্জ হ্যাক হয়ে যায়। নেতারা বিভিন্ন ধরনের চিন্তাভাবনা মাথায় রেখেই অবশ্যই ভালো মানের পাসওয়ার্ড ব্যবহার করেছে। যাতে করে কোনো দিনও কয়েন্স মার্কেট হ্যাক হয়ে না যায়।
Title: Re: কয়েন্সমার্কেট্স হ্যাক প্রসঙ্গে
Post by: Markuri33 on January 02, 2021, 01:10:02 AM
এরকম কোন তথ্য কোনদিন শুনিনি। আমি অনেক দিন ধরে ক্রিপ্টোকারেন্সি মার্কেট এর সাথে জড়িত। কিন্তু এরকম নিউজ দেখি নি।
হ্যাঁ ঠিক আছে আসলে কয়েন্স মার্কেট হ্যাক হয়ে যায় ধরনের কথা আগে কখনো শুনি নাই।এক্সচেঞ্জ যে হ্যাক হয়ে যায় সেই ঘটনা আমি দেখেছি। যতই শক্তিশালী থাক তার পরেও হ্যাকার যারা রয়েছে তারা মাঝে মাঝে কিছু এক্সচেঞ্জ হ্যাক করে থাকে। কিন্তু কয়েন্স মার্কেট হ্যাক করতে কখনোই পারবে না।
Title: Re: কয়েন্সমার্কেট্স হ্যাক প্রসঙ্গে
Post by: Cristiano on January 02, 2021, 07:00:10 AM
আমি যতদিন ধরে ক্রিপ্টোকারেন্সি এর সাথে সংযুক্ত ততো দিনের মধ্যে কখনো শুনতে পাইনি কয়েন মার্কেট কখনো হ্যাক হয়েছে।আপনার কাছে এই প্রথম শুনলাম কয়েন মার্কেট এবছর হ্যাক হওয়ার সম্ভাবনা। আমি যদি বলতে যাই তাহলে বর্তমানে সবচেয়ে বেশি সিকিউরিটি ব্যবস্থা করে রেখেছে কয়েন মার্কেট ক্যাপ। অনেক মানসম্মত সিকিউরিটি ব্যবস্থা রয়েছে। এখন হ্যাক করা বর্তমানে অনেকটাই সম্ভব না বলে দাঁড়িয়েছে। কয়েন মার্কেট হ্যাক হয়ে গেলে অনেক ক্ষতির সম্মুখীন হতে হবে।
Title: Re: কয়েন্সমার্কেট্স হ্যাক প্রসঙ্গে
Post by: Cz Rock on January 02, 2021, 08:07:39 AM
কয়েন মার্কেট যদি এক হয়ে যায় তাহলে কিন্তু কারেন্সি মার্কেটে অনেক পরিবর্তন দেখা যাবে। কারণ বর্তমানে কয়েন মার্কেটে সবচেয়ে বেশি লেনদেন হয়ে থাকে।এখান থেকে যদি কখনো হ্যাক হয় তাহলে কম পরিমাণের কয়েন হ্যাক হবে না। অনেক বেশি পরিমাণে কয়েন হ্যাক হয়ে যাবে। আর আমার মতে কয়েন মার্কেট এর সিকিউরিটি ব্যবস্থা অনেক মানসম্মত এবং হার্ড। এটি হ্যাক করা বর্তমানে পসিবল না।
Title: Re: কয়েন্সমার্কেট্স হ্যাক প্রসঙ্গে
Post by: Nikawe on January 02, 2021, 08:10:40 AM
আপনাদের কি মনে হয় এ বছর কি Coinsmarkets Hack হওয়ার সম্ভাবনা আছে..?
আপনার টপিকটি অসঙ্গত। প্রতিনিয়তই কোনো-না-কোনো মার্কেট হ্যাকিং হচ্ছে। কিছুদিন আগে লাইভ কোয়েন এক্সচেঞ্জ সাইটটি হ্যাকিং হয়েছে। তারও কিছুদিন আগে  kucoin এক্সচেঞ্জ কি হ্যাক হয়েছিল। হ্যাকিং ক্রিপ্টোকারেন্সি তে একটি সুপরিচিত অনাকাঙ্ক্ষিত ঘটনা।
Title: Re: কয়েন্সমার্কেট্স হ্যাক প্রসঙ্গে
Post by: Mahindra on January 02, 2021, 03:32:35 PM
আসলে আপনি এই কথাটা কেন বললেন বুঝতে পারলাম না l আসলে যারা কয়েন মার্কেট পরিচালনা করেন তাদের সিকিউরিটি সিস্টেম খুবই হার্ড যার ফলে কয়েন মার্কেট এখন সম্ভাবনা নাই বললেই চলে l
আপনি একদম ঠিক বলেছেন ভাই আসলে আমিও কথার মানে বুঝতে পারিনি আমিও জানি যে যারা কয়েন মার্কেট পরিচালনা করে তাদের সিকিউরিটি সিস্টেম খুবই হার্ট থাকে সেগুলো কোনভাবেই হ্যাক হওয়ার সম্ভাবনা নেই তাই আমি মনে করি কয়েন মার্কেট হ্যাক হবেনা এটা ভুল ধারণা আমার মনে হয়।
Title: Re: কয়েন্সমার্কেট্স হ্যাক প্রসঙ্গে
Post by: Casual on January 02, 2021, 03:34:40 PM
আপনাদের কি মনে হয় এ বছর কি Coinsmarkets Hack হওয়ার সম্ভাবনা আছে..?
আপনার টপিকটি অসঙ্গত। প্রতিনিয়তই কোনো-না-কোনো মার্কেট হ্যাকিং হচ্ছে। কিছুদিন আগে লাইভ কোয়েন এক্সচেঞ্জ সাইটটি হ্যাকিং হয়েছে। তারও কিছুদিন আগে  kucoin এক্সচেঞ্জ কি হ্যাক হয়েছিল। হ্যাকিং ক্রিপ্টোকারেন্সি তে একটি সুপরিচিত অনাকাঙ্ক্ষিত ঘটনা।
হ্যাঁ ঠিক বলেছেন মূলত যারা হ্যাকার তাদের দ্বারা সবকিছুই সম্ভব হ্যাকিং করা। এর আগেও আমরা দেখেছি অনেক কিছু হ্যাক হয়ে যেতে। বিশেষ করে সবথেকে খারাপ লেগেছে যখন kucoin এক্সচেঞ্জার টি হ্যাক হল। এত ভালো সিকিউরিটি থাকা সত্বেও যেহেতু হ্যাক হয়েছে অতএব হ্যাকারদের দ্বারা সবকিছু সম্ভব। পরে আগের থেকে বর্তমানে একটু কঠোরভাবেই সব এক্সচেঞ্জ গুলোর পাসওয়ার্ড একটু কঠোর ভাবে দিয়েছে। কিন্তু দেখা গেছে ক্রিপ্টোকারেন্সি তে যেকোনো কিছু হ্যাক হয়ে গেছে যাতে করে অনেক এক্সচেঞ্জের ক্ষতি হয়েছে এবং তার পপুলারিটি নষ্ট হয়েছে কিছুটা।
Title: Re: কয়েন্সমার্কেট্স হ্যাক প্রসঙ্গে
Post by: Apower$ on January 02, 2021, 03:41:47 PM
কয়েনমার্কেটসক্যাপ এর সিকিউরিটি মাধ্যম অনেক শক্তিশালী। তাই আমাদের মনে হয় কয়েনমার্কেটস হ্যাক হয়ে যাওয়ার কোনো সম্ভাবনা নেই। তারা এমন ওয়েবসাইট ব্যবহার করে যাতে আমাদের মনে হয় এই কয়েনমার্কেটস কোনো দিন হ্যাক হবে না।
Title: Re: কয়েন্সমার্কেট্স হ্যাক প্রসঙ্গে
Post by: ranaprime on January 02, 2021, 06:40:13 PM
আপনার একথা বলার প্রসঙ্গ আমার কাছে ক্লিয়ার মনে হয়নি তবে যা বুঝলাম যে হ্যাক হওয়ার সম্ভাবনা রয়েছে যেটা আপনি বুঝাতে চাইছেন। হ্যা এটা অসম্ভব কিছু না হতে পারে। তবে এখন সবাই সতর্ক। আর যদি মনে করেন যে বেশি রিস্কি তাহলে আাপনি আপনার এসেটটি আর ভাল করে লক করে দিতে পারেন সেই সাথে আপনি নিজের ওয়ালেটে আপনার এসেটগুলো রাখতে পারেন।
Title: Re: কয়েন্সমার্কেট্স হ্যাক প্রসঙ্গে
Post by: Blue_sea on January 02, 2021, 06:59:21 PM
 ক্রিপ্টো সম্পর্কে কিছু বলা যায় না। যে কোন সময় যে কোন কিছু ঘটতে পারে। যেহেুতু এটি ইন্টারনেট বেস সেহেতু অবশ্যই সবাইকে সর্তক অবস্থান নিতে হবে। কেন না আমরা কিছু দিন পর পরই শুনি যে ক্রিপ্টো মার্কেটে হ্যাক হয়েছে। তাই সবাই কে সচেতনতার সহিত কাজ করতে হবে।
Title: Re: কয়েন্সমার্কেট্স হ্যাক প্রসঙ্গে
Post by: Tamsialu$$ on January 04, 2021, 12:53:16 AM
যেকোনো বিষয় যে কোন এক্সচেঞ্জ হ্যাক হয়েছে এটা নতুন কোন বিষয় না। আগেও এরকম হয়েছে অনেকবার অনেক বড় বড় এক্সচেঞ্জ হ্যাক হয়েছে। ভাই আমরা আমাদের নিজস্ব যে ওয়ালেট গুলো রয়েছে সেগুলো আমরা একটু যত্ন সহকারে তার পাসওয়ার্ড রেখে দেবো। আমরা যদি সচেতন হই তাহলে অবশ্যই কোন কিছু হ্যাক হয়ে যাওয়ার সম্ভাবনা থাকবে না।
Title: Re: কয়েন্সমার্কেট্স হ্যাক প্রসঙ্গে
Post by: Goldlife on January 05, 2021, 05:44:56 PM
প্রথম বার জীবনে আমি এই কথা শুনেছি।
এরকম কোন তথ্য কোনদিন শুনিনি। আমি অনেক দিন ধরে ক্রিপ্টোকারেন্সি মার্কেট এর সাথে জড়িত। কিন্তু এরকম নিউজ দেখি নি।
Title: Re: কয়েন্সমার্কেট্স হ্যাক প্রসঙ্গে
Post by: Najmul on January 24, 2021, 03:49:08 PM
আমার জানামতে যারা কিপটে জগত চালিয়ে থাকে তারা অনেক কঠোর পাসওয়ার্ড এর সাহায্যে এটা চালিয়ে থাকে Coinsmarkets Hack তাই আমার মনে হয় না যে এটা হ্যাক হওয়ার সম্ভাবনা আছে।
Title: Re: কয়েন্সমার্কেট্স হ্যাক প্রসঙ্গে
Post by: Azharul on January 25, 2021, 04:08:39 AM
কয়েনমার্কেট এর সিকিউরিটি মাধ্যম অনেক শক্তিশালী। তাই আমাদের মনে হয় কয়েনমার্কেটস হ্যাক হয়ে যাওয়ার কোনো সম্ভাবনা নেই।তবে আগেও এরকম হয়েছে অনেকবার অনেক বড় বড় এক্সচেঞ্জ হ্যাক হয়েছে।আমরা যদি সচেতন হই তাহলে অবশ্যই কোন কিছু হ্যাক হয়ে যাওয়ার সম্ভাবনা থাকবে না।
Title: Re: কয়েন্সমার্কেট্স হ্যাক প্রসঙ্গে
Post by: Tubelight on March 22, 2021, 06:51:30 AM
যে একজন হ্যাকার কেউ বলতে পারবে না যে এই বছর কোন কয়েন মার্কেট হ্যাক হতে পারে। এটা সম্পূর্ণভাবে অনাকাঙ্ক্ষিত হয়ে থাকে। কেউ বুঝতে পারে না যে কখন কোন কয়েন মার্কেট হ্যাক হবে।
Title: Re: কয়েন্সমার্কেট্স হ্যাক প্রসঙ্গে
Post by: Madmax789 on November 21, 2022, 08:16:37 PM
 Binance, Okex এইগুলা হ্যাক হওয়ার কোনো প্রকার সম্ভাবনা নাই। মার্কেটে সিকিউরিটি অনেক হার্ড তাই কোন সম্ভাবনা নাই হ্যাক হওয়ার।অনেক হার্ড করে সিকিউরিটি করেছে তারা
Title: Re: কয়েন্সমার্কেট্স হ্যাক প্রসঙ্গে
Post by: Fulshai on December 09, 2023, 02:16:01 AM
হ্যাঁ কয়েন মার্কেট হ্যাক হওয়া অসম্ভব। কারণ আমি যতদিন ধরে ফোরামে কাজ করছি কোনদিন শুনি নাই যে কয়েন মার্কেট হ্যাক হয়েছে। কয়েন মার্কেট সিকিউরিটি এর জন্য হার্ড সিকিউরিটি রাখা হয়। এজন্য বলা যায় কয়েন মার্কেট কোনদিন হ্যাক হবে না।
Title: Re: কয়েন্সমার্কেট্স হ্যাক প্রসঙ্গে
Post by: JISAN on December 09, 2023, 03:25:53 AM
Binance, Okex এইগুলা হ্যাক হওয়ার কোনো প্রকার সম্ভাবনা নাই। মার্কেটে সিকিউরিটি অনেক হার্ড তাই কোন সম্ভাবনা নাই হ্যাক হওয়ার।অনেক হার্ড করে সিকিউরিটি করেছে তারা
OKK হ্যাক হবে কি না শিওর না তবে Binance এর অনেক উচ্চ সিকিউরিটি রয়েছে তাই তাদের এক্সচেঞ্জ হ্যাক করা সহজ না। এর কারনেই বিনান্স হ্যাকিং গেরান্টি দেয় যদি Binance হ্যাক হয়ে কোনো ইউজারের ফান্ড হারায় তাহলে Binance কর্তিপক্ষ সেগুলো ফিরিয়ে দেবে সেই রেস্পন্সিবিলিটি তাদের। তাই নিজের পার্সোনাল একাউন্টের সিকিউরিটি ঠিক রেখে অনায়াসেই Binance ব্যবহার করা যাবে কোনো প্রকার সন্দেহ ছাড়া। তবে অন্য কোনো cex নিয়ে আমি ততটা শিওর না যে তাদের সিকিউরিটি সিস্টেম কতটা স্ট্রং
Title: Re: কয়েন্সমার্কেট্স হ্যাক প্রসঙ্গে
Post by: SobujAkash#8 on December 09, 2023, 07:04:02 AM
আমি ফোরাম এ নতুন হলেও যতটুকু জানি এ ধরনের বড় বড় মার্কেট হ্যাক হওয়ার কোন সম্ভাবনা নেই। বিশেষ করে এদের সিকিউরিটি অনেক কঠোর হয়ে থাকে। কারণ তাদের এত বড় বড় মার্কেট যদি সিকিউরিটি না থাকে তাহলে তারা কিভাবে চালাবে। তাই বলা যেতে পারে কয়েন্সমার্কেট হ্যাক হওয়ার কোন সম্ভাবনা নেই।