Altcoins Talks - Cryptocurrency Forum

Local => বাংলা (Bengali) => Topic started by: cryptoHabib on December 29, 2017, 10:08:20 AM

Title: বিটকয়েন লেনদেনে সতর্কতা
Post by: cryptoHabib on December 29, 2017, 10:08:20 AM
বাংলাদেশ সরকার বিটকয়েন কে অবৈধ হিসেবে ঘোষণা দেয়ার ফলে অনেক এক্সচেঞ্জ সাইটের এডমিন বিটকয়েন নিচ্ছেন না আবার অনেক সাইট সাময়িক ভাবে বন্ধ করে রেখেছে তাদের কার্যক্রম।

এমন অবস্থায় আপনারা কিভাবে বিটকয়েন টু বিডিটি তে এক্সচেঞ্জ করবেন বলে ভাবছেন? 
Title: Re: বিটকয়েন লেনদেনে সতর্কতা
Post by: jahid80 on January 03, 2018, 07:29:06 AM
আপাতত ভাবতেছি যদি বিক্রি করি তাহলে বিশ্বস্তত লোকের কাছে সেল দিবো। বিশ্বস্তত লোক না পেলে সেল দিবোনা।
Title: Re: বিটকয়েন লেনদেনে সতর্কতা
Post by: superhelper on January 03, 2018, 08:39:59 AM
বাংলাদেশ সরকার বিটকয়েন কে অবৈধ হিসেবে ঘোষণা দেয়ার ফলে অনেক এক্সচেঞ্জ সাইটের এডমিন বিটকয়েন নিচ্ছেন না আবার অনেক সাইট সাময়িক ভাবে বন্ধ করে রেখেছে তাদের কার্যক্রম।

এমন অবস্থায় আপনারা কিভাবে বিটকয়েন টু বিডিটি তে এক্সচেঞ্জ করবেন বলে ভাবছেন?
কোন চিন্তা কইরেন না। যাদের বিটকয়েন সেল অথবা বাই করা লাগবে তাদের জন্য একটি থ্রেড খোলা হবে  8)। যেখানে আপনি বিটকয়েন সেল দিয়ে বাংলাদেশ সরকার সাপোর্ট করে এমন কারেন্সি পাবেন। আমরা সরকারের সিদ্ধান্তের প্র্রতি আনুগত্য প্রকাশ করে দেশে কোন বিটকয়েন লেনদেন করব না। আমরা বিদেশে লেনদেন করব। সারা পৃথিবী আমার হাতের মুঠোয় থাকলে চিন্তা কিসের?
Title: Re: বিটকয়েন লেনদেনে সতর্কতা
Post by: Rashid pk on January 13, 2018, 08:16:41 AM
বাংলাদেশ সরকার বিটকয়েন কে অবৈধ হিসেবে ঘোষণা দেয়ার ফলে অনেক এক্সচেঞ্জ সাইটের এডমিন বিটকয়েন নিচ্ছেন না আবার অনেক সাইট সাময়িক ভাবে বন্ধ করে রেখেছে তাদের কার্যক্রম।

এমন অবস্থায় আপনারা কিভাবে বিটকয়েন টু বিডিটি তে এক্সচেঞ্জ করবেন বলে ভাবছেন?
কোন চিন্তা কইরেন না। যাদের বিটকয়েন সেল অথবা বাই করা লাগবে তাদের জন্য একটি থ্রেড খোলা হবে  8)। যেখানে আপনি বিটকয়েন সেল দিয়ে বাংলাদেশ সরকার সাপোর্ট করে এমন কারেন্সি পাবেন। আমরা সরকারের সিদ্ধান্তের প্র্রতি আনুগত্য প্রকাশ করে দেশে কোন বিটকয়েন লেনদেন করব না। আমরা বিদেশে লেনদেন করব। সারা পৃথিবী আমার হাতের মুঠোয় থাকলে চিন্তা কিসের?
vai apnar kothar sathe akmot, joto taratari paren kaj ti korun, tahole sobar jonnei valo hobe
Title: Re: বিটকয়েন লেনদেনে সতর্কতা
Post by: Marksman on January 13, 2018, 10:18:51 AM
বাংলাদেশ সরকার বিটকয়েন কে অবৈধ হিসেবে ঘোষণা দেয়ার ফলে অনেক এক্সচেঞ্জ সাইটের এডমিন বিটকয়েন নিচ্ছেন না আবার অনেক সাইট সাময়িক ভাবে বন্ধ করে রেখেছে তাদের কার্যক্রম।

এমন অবস্থায় আপনারা কিভাবে বিটকয়েন টু বিডিটি তে এক্সচেঞ্জ করবেন বলে ভাবছেন?
কোন চিন্তা কইরেন না। যাদের বিটকয়েন সেল অথবা বাই করা লাগবে তাদের জন্য একটি থ্রেড খোলা হবে  8)। যেখানে আপনি বিটকয়েন সেল দিয়ে বাংলাদেশ সরকার সাপোর্ট করে এমন কারেন্সি পাবেন। আমরা সরকারের সিদ্ধান্তের প্র্রতি আনুগত্য প্রকাশ করে দেশে কোন বিটকয়েন লেনদেন করব না। আমরা বিদেশে লেনদেন করব। সারা পৃথিবী আমার হাতের মুঠোয় থাকলে চিন্তা কিসের?

Amader country amr ki onno kono digital currency support kore?
Title: Re: বিটকয়েন লেনদেনে সতর্কতা
Post by: arnobs007 on February 09, 2018, 10:15:28 PM
BTC bue sell korar jonno alada ekta community hole khub e valo hobe amader jonno.
Title: Re: বিটকয়েন লেনদেনে সতর্কতা
Post by: Primo1760 on November 25, 2020, 06:08:09 PM
আমি এ খবরটি শুনেছি আমি শুনেছি যে এটা করবে  আমাদের প্রিয় এক্সচেঞ্জার বিনান্স।
Title: Re: বিটকয়েন লেনদেনে সতর্কতা
Post by: Crypto_Somrat on November 25, 2020, 07:07:02 PM
বাংলাদেশ সরকার বিটকয়েন কে অবৈধ হিসেবে ঘোষণা দেয়ার ফলে অনেক এক্সচেঞ্জ সাইটের এডমিন বিটকয়েন নিচ্ছেন না আবার অনেক সাইট সাময়িক ভাবে বন্ধ করে রেখেছে তাদের কার্যক্রম।

এমন অবস্থায় আপনারা কিভাবে বিটকয়েন টু বিডিটি তে এক্সচেঞ্জ করবেন বলে ভাবছেন?
যেহেতু বাংলাদেশ সরকার ক্রিপ্টোকারেন্সি কে অবৈধ করে দেখেছেন এবং শাস্তির বিধান করেছেন সেহেতু আমাদের একটু সাবধানেই বাই সেল করতে হবে। আমি মনে করি নিজের বিশ্বস্ত লোক ছাড়া এই মুহূর্তে করা ঠিক হবে না।
Title: Re: বিটকয়েন লেনদেনে সতর্কতা
Post by: Pitter on November 25, 2020, 07:40:47 PM
বাংলাদেশ সরকার বিটকয়েন কে অবৈধ হিসেবে ঘোষণা দেয়ার ফলে অনেক এক্সচেঞ্জ সাইটের এডমিন বিটকয়েন নিচ্ছেন না আবার অনেক সাইট সাময়িক ভাবে বন্ধ করে রেখেছে তাদের কার্যক্রম।

এমন অবস্থায় আপনারা কিভাবে বিটকয়েন টু বিডিটি তে এক্সচেঞ্জ করবেন বলে ভাবছেন?
যদি তারা না নিয়ে থাকে প্রবলেম নাই। তবে বর্তমানে অনেক একচেঞ্জ এখন বিডিটি কে সমর্থন করে। শুধু তাই না বিকাশ সহ বিভিন্ন আর্থিক প্রতিষ্ঠানও এই ক্রিপ্টোকারেন্সিতে এড হয়ে কাজ শুরু করেছে। আমি মনে করি ভবিষ্যতে আর কোন প্রবলেম হবে না।
Title: Re: বিটকয়েন লেনদেনে সতর্কতা
Post by: Crypto_Somrat on November 26, 2020, 05:05:30 AM
বাংলাদেশ সরকার বিটকয়েন কে অবৈধ হিসেবে ঘোষণা দেয়ার ফলে অনেক এক্সচেঞ্জ সাইটের এডমিন বিটকয়েন নিচ্ছেন না আবার অনেক সাইট সাময়িক ভাবে বন্ধ করে রেখেছে তাদের কার্যক্রম।

এমন অবস্থায় আপনারা কিভাবে বিটকয়েন টু বিডিটি তে এক্সচেঞ্জ করবেন বলে ভাবছেন?
হ্যাঁ যেহেতু বাংলাদেশে বিটকয়েন অবৈধ। বিটকয়েন লেনদেন এর ওপর নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। সেহেতু আমাদের অবশ্যই বিটকয়েন লেনদেনে সতর্ক হওয়া উচিত। বিশেষ করে বিভিন্ন জনপ্রিয় সোশ্যাল মিডিয়া জীবন ফেইসবুক এসব জায়গায় লেনদেন পোস্ট করা একেবারেই উচিত নয়। আমাদের সতর্ক থাকতে হবে।
Title: Re: বিটকয়েন লেনদেনে সতর্কতা
Post by: Sasa on November 26, 2020, 08:47:02 AM
আমরা এমন এক দেশে বসবাস করি যে দেশের সরকার বুঝতে চায় না বাবুসোনা বিটকয়েন ক্যাশ স্বীকৃতি দিলে তাদের কতটা লাভ হতে পারে আমি মনে করি বাংলাদেশের আউটসোসিং থেকে অনেক টাকা উপার্জন হয় যদি বাংলাদেশ সরকার বিটকয়েন কে স্বীকৃতি দেয় তাহলে এখান থেকে সেও কিছু ট্যাক্স ফ্রি পেতে পারে এবং আমাদের যারা ভাই আউটসোর্সিং করে তারা অনেক সুন্দর সুযোগ-সুবিধা পাবে আমার মনে হয় বিটকয়েন থেকে বিডিটি  তে রুপান্তর করার বিশ্বস্ত মানুষের প্রয়োজন হবে
Title: Re: বিটকয়েন লেনদেনে সতর্কতা
Post by: Tamsialu$$ on November 26, 2020, 12:33:48 PM
যেহেতু আমাদের বাংলাদেশে বিটকয়েনের বৈধতা নেই। যে পর্যন্ত বাংলাদেশের এর বৈধতা দেওয়া হবে না। সে পর্যন্ত অবশ্যই আমাদের সবাইকে সতর্কতার সাথে কাজ করতে হবে।
Title: Re: বিটকয়েন লেনদেনে সতর্কতা
Post by: XM8 on November 29, 2020, 06:43:58 PM
বাংলাদেশ সরকার বিটকয়েন কে অবৈধ হিসেবে ঘোষণা দেয়ার ফলে অনেক এক্সচেঞ্জ সাইটের এডমিন বিটকয়েন নিচ্ছেন না আবার অনেক সাইট সাময়িক ভাবে বন্ধ করে রেখেছে তাদের কার্যক্রম।

এমন অবস্থায় আপনারা কিভাবে বিটকয়েন টু বিডিটি তে এক্সচেঞ্জ করবেন বলে ভাবছেন?
যেহেতু বাংলাদেশ সরকার ক্রিপ্টোকারেন্সি কে অবৈধ করে দেখেছেন এবং শাস্তির বিধান করেছেন সেহেতু আমাদের একটু সাবধানেই বাই সেল করতে হবে। আমি মনে করি নিজের বিশ্বস্ত লোক ছাড়া এই মুহূর্তে করা ঠিক হবে না।
বিটকয়েন যেহেতু বাংলাদেশে অবৈধ সাবধানতা অবলম্বন করে লেনদেন করাটাই ভালো। যেকোনো অপরাধী কিন্তু শাস্তির যোগ্য। তাই আমরা সীমা লংঘন করে কিছু করবো না।
Title: Re: বিটকয়েন লেনদেনে সতর্কতা
Post by: Jaya60 on December 01, 2020, 01:28:41 AM
অবশ্যই যারা এখান থেকে ইনকাম করবে আমি মনে করি অবশ্যই যাদের বিশ্বাস স্বীত লোক আছে তারা অবশ্যই তাদের কাছে ছিল দিবে। হঠাৎ করে কেউ যদি আপনার যেকোনো ওয়ালেট এর ফেস যায় তাহলে কোন সময় দিবেন না। অতএব সতর্কতার সাথে বিটকয়েনের লেনদেন করতে হবে।
Title: Re: বিটকয়েন লেনদেনে সতর্কতা
Post by: warhero on December 01, 2020, 01:40:39 AM
কোন চিন্তা কইরেন না। যাদের বিটকয়েন সেল অথবা বাই করা লাগবে তাদের জন্য একটি থ্রেড খোলা হবে । যেখানে আপনি বিটকয়েন সেল দিয়ে বাংলাদেশ সরকার সাপোর্ট করে এমন কারেন্সি পাবেন। আমরা সরকারের সিদ্ধান্তের প্র্রতি আনুগত্য প্রকাশ করে দেশে কোন বিটকয়েন লেনদেন করব না। আমরা বিদেশে লেনদেন করব। সারা পৃথিবী আমার হাতের মুঠোয় থাকলে চিন্তা কিসের?
আপনার মতামতের সাথে আমিও একমত । কিন্তু থেরে কত রকম অপরিচিত লোক আসে। তাদের সম্পর্কে আমরা সবাই কি আর অপগত। তাদের সাথে লেনদেন করাটা কি যুক্তি কত হবে। এতে আমাদের করণীয় কি । আপনাদের মূল্যবান মতামত কামনা করছি।
Title: Re: বিটকয়েন লেনদেনে সতর্কতা
Post by: Blue_sea on December 01, 2020, 05:11:29 AM
বাংলাদেশ সরকার বিটকয়েন কে অবৈধ হিসেবে ঘোষণা দেয়ার ফলে অনেক এক্সচেঞ্জ সাইটের এডমিন বিটকয়েন নিচ্ছেন না আবার অনেক সাইট সাময়িক ভাবে বন্ধ করে রেখেছে তাদের কার্যক্রম।

এমন অবস্থায় আপনারা কিভাবে বিটকয়েন টু বিডিটি তে এক্সচেঞ্জ করবেন বলে ভাবছেন?
যতক্ষন পর্যন্ত বাংলাদেশ সরকার বিটকয়েন কে অনুমতি দিবে না ততক্ষন পর্যন্ত যত একচেঞ্জ সাইট গুলো অছে তারা ঐদেশের মুদ্রা কে আনুষ্ঠানিক ভাবে এড করতে পারবেনা। এটা করলে তাদের বিরুদ্ধে যে কোন সময় আর্ন্তজাতিক পর্যায়ে মামলা করতে পারে। সেক্ষেত্রে তাদের ব্যবসার প্রচুর লসের সম্মুখিন  হতে পারে। এছাড়া আমাদের দেশে যারা এই বিটকয়েন লেনদেন করবে তাদের বিরুদ্ধে সরকার যে কোন সময় একশোন নিতে পারে।
Title: Re: বিটকয়েন লেনদেনে সতর্কতা
Post by: Salauddin on December 01, 2020, 05:17:53 AM
বাংলাদেশ সরকার বিটকয়েন কে অবৈধ হিসেবে ঘোষণা দেয়ার ফলে অনেক এক্সচেঞ্জ সাইটের এডমিন বিটকয়েন নিচ্ছেন না আবার অনেক সাইট সাময়িক ভাবে বন্ধ করে রেখেছে তাদের কার্যক্রম।

এমন অবস্থায় আপনারা কিভাবে বিটকয়েন টু বিডিটি তে এক্সচেঞ্জ করবেন বলে ভাবছেন?
যতক্ষন পর্যন্ত বাংলাদেশ সরকার বিটকয়েন কে অনুমতি দিবে না ততক্ষন পর্যন্ত যত একচেঞ্জ সাইট গুলো অছে তারা ঐদেশের মুদ্রা কে আনুষ্ঠানিক ভাবে এড করতে পারবেনা। এটা করলে তাদের বিরুদ্ধে যে কোন সময় আর্ন্তজাতিক পর্যায়ে মামলা করতে পারে। সেক্ষেত্রে তাদের ব্যবসার প্রচুর লসের সম্মুখিন  হতে পারে। এছাড়া আমাদের দেশে যারা এই বিটকয়েন লেনদেন করবে তাদের বিরুদ্ধে সরকার যে কোন সময় একশোন নিতে পারে।
আপনার সাথে আমিও একমত কারন বাংলাদেশ সরকার জতদিন বিতকয়েন কে বৈধ বলে ঘোষনা না দেবে ততদিন কোনো এক্সচেঞ্জার তাদের কাজ কর্ম পরিচালনা করতে পারবেনা কারন হচ্ছে যে অনেক আগে থেকেই বিটকয়েন নিয়ে আলোচনা হয়ে আসছে কিন্তু কোনো সরকার এটার বৈধতার ব্যাপারে কোনো উদ্দগ এখন পর্জন্ত নেইনি।
Title: Re: বিটকয়েন লেনদেনে সতর্কতা
Post by: Cristiano on December 01, 2020, 06:13:31 AM
এই টপিকটি 2017 সালের ডিসেম্বর মাসে তৈরি করা হয়েছে। প্রায় তিন বছর আগের টপিক। কিন্তু এখানে এখনো পোস্ট করা হইতাছে। কি জন্য পোস্ট করা হয়েছে বুঝতাছিনা। আলোচনা বন্ধ করুন অফ টপিকে। স্পাম করবেন না। মডারেটর বাইকে দৃষ্টি আকর্ষণ করবো সেজন্য এই টপিকটি লক করে দেয়।
Title: Re: বিটকয়েন লেনদেনে সতর্কতা
Post by: Ricky on December 01, 2020, 07:12:48 AM
বাংলাদেশ সরকার বিটকয়েন কে অবৈধ হিসেবে ঘোষণা দেয়ার ফলে অনেক এক্সচেঞ্জ সাইটের এডমিন বিটকয়েন নিচ্ছেন না আবার অনেক সাইট সাময়িক ভাবে বন্ধ করে রেখেছে তাদের কার্যক্রম।

এমন অবস্থায় আপনারা কিভাবে বিটকয়েন টু বিডিটি তে এক্সচেঞ্জ করবেন বলে ভাবছেন?
ভাই ক্রিপ্টোকারেন্সি জন্ম থেকেই বাংলাদেশের অবৈধ। ক্রিপ্টোকারেন্সি বাংলাদেশ বৈধ হিসাবে উপস্থাপিত হতে পারেনি। যেহেতু বাংলাদেশ সরকার এটাকে অবৈধ করে রেখেছে যেহেতু এটি ধরা পড়লে অবশ্যই শাস্তির বিধান থাকবে। তাই আমাদের অবশ্যই সতর্কতার সাথে লেনদেন করতে।
Title: Re: বিটকয়েন লেনদেনে সতর্কতা
Post by: Herry on December 01, 2020, 07:22:56 AM
হ্যাঁ ভাই বাংলাদেশের বিটকয়েন লেনদেন সরকার অনুমোদন দেয়নি বাংলাদেশ সরকার বিটকয়েন কে অনুমোদন দিতে ভয় পায় সেভাবে যে বিটকয়েন কে অনুমোদন দিলে যদি বাংলাদেশের ক্রাইম এর সংখ্যা বেড়ে যায় এবং বাংলাদেশের সময় দুর্নীতি ভরে যায় সারাবিশ্ব যেখানে বিটকয়েন কে সাপোর্ট করে সেখানে বাংলাদেশ সরকার বিটকয়েন কে স্বীকৃতি দিতে রাজি নয় তাই আমাদের মত যারা আছে তাদের বিটকয়েন লেনদেন করাটা একটু রিস্কি হয়ে গেছে
Title: Re: বিটকয়েন লেনদেনে সতর্কতা
Post by: Magepai on December 02, 2020, 01:37:26 AM
যেহেতু আমাদের বাংলাদেশের বিটকয়েনের বৈধতা নেই অতএব আমাদের সতর্কতার সাথে লেনদেন করতে হবে।
Title: Re: বিটকয়েন লেনদেনে সতর্কতা
Post by: Magepai on December 02, 2020, 01:41:19 AM
বাংলাদেশ সরকার বিটকয়েন কে অবৈধ হিসেবে ঘোষণা দেয়ার ফলে অনেক এক্সচেঞ্জ সাইটের এডমিন বিটকয়েন নিচ্ছেন না আবার অনেক সাইট সাময়িক ভাবে বন্ধ করে রেখেছে তাদের কার্যক্রম।

এমন অবস্থায় আপনারা কিভাবে বিটকয়েন টু বিডিটি তে এক্সচেঞ্জ করবেন বলে ভাবছেন?
যতক্ষন পর্যন্ত বাংলাদেশ সরকার বিটকয়েন কে অনুমতি দিবে না ততক্ষন পর্যন্ত যত একচেঞ্জ সাইট গুলো অছে তারা ঐদেশের মুদ্রা কে আনুষ্ঠানিক ভাবে এড করতে পারবেনা। এটা করলে তাদের বিরুদ্ধে যে কোন সময় আর্ন্তজাতিক পর্যায়ে মামলা করতে পারে। সেক্ষেত্রে তাদের ব্যবসার প্রচুর লসের সম্মুখিন  হতে পারে। এছাড়া আমাদের দেশে যারা এই বিটকয়েন লেনদেন করবে তাদের বিরুদ্ধে সরকার যে কোন সময় একশোন নিতে পারে।

আমরা যারা বিটকয়েন এ কাজ করি প্রথমত সবাইকে সতর্কতার সাথে কাজ করতে হবে। আমরা যে সকল ইউজার বিটকয়েনের কাজ করে থাকি বাংলাদেশ যে পর্যন্ত বিটকয়েনের বৈধতা দেয়া হয় সে পর্যন্ত আমরা চুপিসারে কাজ করে যাব বিটকয়েন ফোরামে ।
Title: Re: বিটকয়েন লেনদেনে সতর্কতা
Post by: Ricky on December 02, 2020, 05:27:09 AM
আপাতত ভাবতেছি যদি বিক্রি করি তাহলে বিশ্বস্তত লোকের কাছে সেল দিবো। বিশ্বস্তত লোক না পেলে সেল দিবোনা।
আপনি ঠিক ভেবেছেন। বিটকয়েন যেহেতু বাংলাদেশে অবৈধ তাই আমাদের সতর্কতার সাথে লেনদেন করতে হবে। বিশ্বস্ত লোক ছাড়া লেনদেন করা উচিত হবে না বলে আমিও মনে করছি।
Title: Re: বিটকয়েন লেনদেনে সতর্কতা
Post by: Churphans on December 02, 2020, 07:05:20 AM
আপাতত ভাবতেছি যদি বিক্রি করি তাহলে বিশ্বস্তত লোকের কাছে সেল দিবো। বিশ্বস্তত লোক না পেলে সেল দিবোনা।
বিশ্বস্ত লোক ছাড়া সেল দিলে আপনার টাকা মরে যাওয়ার সম্ভাবনা অনেকটা বেশি। দুই টাকা কম হলেও বিশ্বস্ত লোক ছাড়া সেল দিবেন না।
Title: Re: বিটকয়েন লেনদেনে সতর্কতা
Post by: Token@ on December 02, 2020, 07:32:48 AM
টপিকঃ এটি অনেক পুরনো এখানে কমেন্ট না করাটাই ভালো। ইতোমধ্যে উদ্যোগ নেয়া হয়েছে তিন মাস আগের কোন টপিকে পোস্ট না করার জন্য। আমি মডারেটর ভাইদের দৃষ্টি আকর্ষন করছি সে যেন এই টপিকটি লক করে দেয়। সবাইকে অনুরোধ করবো স্পাম বন্ধ করুন। স্প্যামের কারণে বাংলা ফোরাম অনেকটাই পিছিয়ে রয়েছে। অনেকগুলো গ্লোবাল মডারেটর ভাইয়েরা আমাদের বাংলা ফোরাম এর দিকে নজর রাখছে।
Title: Re: বিটকয়েন লেনদেনে সতর্কতা
Post by: Heron on December 02, 2020, 08:37:46 AM
বাংলাদেশ সরকার বিটকয়েন কে অবৈধ হিসেবে ঘোষণা দেয়ার ফলে অনেক এক্সচেঞ্জ সাইটের এডমিন বিটকয়েন নিচ্ছেন না আবার অনেক সাইট সাময়িক ভাবে বন্ধ করে রেখেছে তাদের কার্যক্রম।

এমন অবস্থায় আপনারা কিভাবে বিটকয়েন টু বিডিটি তে এক্সচেঞ্জ করবেন বলে ভাবছেন?
আপনি ঠিক বলেছেন আমি যতোটুকু জানি বাংলাদেশ এটা অবৈধ। এটা ধরা পড়লে শাস্তির বিধান রয়েছে। তাই আমাদের লেনদেন করতে হলে অবশ্যই সর্তকতা অবলম্বন করতে হবে। না হলে বিপদে পড়ার সম্ভাবনা রয়েছে।
Title: Re: বিটকয়েন লেনদেনে সতর্কতা
Post by: Jackson on December 02, 2020, 10:09:41 AM
হ্যাঁ আপনি একটি গুরুত্বপূর্ণ টপিক তৈরি করেছেন|এর জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ|বিটকয়েন  বাংলাদেশ সরকার অবৈধ ঘোষণা করেছে এবং যারা এর সাথে জড়িত তাদের জন্য শাস্তির বিধান করেছেন|সুতরাং আমরা যারা বিটকয়েন বিক্রি করব|তাদের অবশ্যই বিশ্বস্ত লোকদের হাতেই করতে হবে |আর সতর্কতার সাথে কাজটি করতে হবে
Title: Re: বিটকয়েন লেনদেনে সতর্কতা
Post by: Bony11 on December 02, 2020, 10:29:40 AM
বাংলাদেশ সরকার বিটকয়েন কে অবৈধ হিসেবে ঘোষণা দেয়ার ফলে অনেক এক্সচেঞ্জ সাইটের এডমিন বিটকয়েন নিচ্ছেন না আবার অনেক সাইট সাময়িক ভাবে বন্ধ করে রেখেছে তাদের কার্যক্রম।

এমন অবস্থায় আপনারা কিভাবে বিটকয়েন টু বিডিটি তে এক্সচেঞ্জ করবেন বলে ভাবছেন?
কোন চিন্তা কইরেন না। যাদের বিটকয়েন সেল অথবা বাই করা লাগবে তাদের জন্য একটি থ্রেড খোলা হবে  8)। যেখানে আপনি বিটকয়েন সেল দিয়ে বাংলাদেশ সরকার সাপোর্ট করে এমন কারেন্সি পাবেন। আমরা সরকারের সিদ্ধান্তের প্র্রতি আনুগত্য প্রকাশ করে দেশে কোন বিটকয়েন লেনদেন করব না। আমরা বিদেশে লেনদেন করব। সারা পৃথিবী আমার হাতের মুঠোয় থাকলে চিন্তা কিসের?
ভাই আপনাকে অসংখ্য ধন্যবাদ। আপনার পোস্টটি পড়ে বিটকয়েনের সেল সম্পর্কে  জানতে পারলাম। যেহেতু বিটকয়েন বাংলাদেশ অবৈধ। তাই বিটকয়েন  সেল এর বিষয় নিয়ে চিন্তায় ছিলাম। কিন্তু আপনার পোষ্টটি পড়ে এ সম্পর্কে ভালো কিছু জানতে পারলাম।
Title: Re: বিটকয়েন লেনদেনে সতর্কতা
Post by: Monster5 on December 02, 2020, 03:48:13 PM
বাংলাদেশ সরকার বিটকয়েন কে অবৈধ হিসেবে ঘোষণা দেয়ার ফলে অনেক এক্সচেঞ্জ সাইটের এডমিন বিটকয়েন নিচ্ছেন না আবার অনেক সাইট সাময়িক ভাবে বন্ধ করে রেখেছে তাদের কার্যক্রম।

এমন অবস্থায় আপনারা কিভাবে বিটকয়েন টু বিডিটি তে এক্সচেঞ্জ করবেন বলে ভাবছেন?
কোন চিন্তা কইরেন না। যাদের বিটকয়েন সেল অথবা বাই করা লাগবে তাদের জন্য একটি থ্রেড খোলা হবে  8)। যেখানে আপনি বিটকয়েন সেল দিয়ে বাংলাদেশ সরকার সাপোর্ট করে এমন কারেন্সি পাবেন। আমরা সরকারের সিদ্ধান্তের প্র্রতি আনুগত্য প্রকাশ করে দেশে কোন বিটকয়েন লেনদেন করব না। আমরা বিদেশে লেনদেন করব। সারা পৃথিবী আমার হাতের মুঠোয় থাকলে চিন্তা কিসের?
আপনি ঠিক বলেছেন ভাই আপনার মতামতে আমি একমত কেননা বাংলাদেশ লেনদেন না করাটাই ভালো আমরা বিদেশে লেনদেন করব এটাই হবে আমাদেরসবচেয়ে ভালো একটি পদ্ধতি এবং আপনি যেটা বলেছেন সারা পৃথিবী আমাদের হাতের মুঠোয় চিন্তা কিসের আমাদের। ধন্যবাদ ভাই আপনাকে।
Title: Re: বিটকয়েন লেনদেনে সতর্কতা
Post by: Ricky on December 05, 2020, 07:21:44 AM
বাংলাদেশ সরকার বিটকয়েন কে অবৈধ হিসেবে ঘোষণা দেয়ার ফলে অনেক এক্সচেঞ্জ সাইটের এডমিন বিটকয়েন নিচ্ছেন না আবার অনেক সাইট সাময়িক ভাবে বন্ধ করে রেখেছে তাদের কার্যক্রম।

এমন অবস্থায় আপনারা কিভাবে বিটকয়েন টু বিডিটি তে এক্সচেঞ্জ করবেন বলে ভাবছেন?
বিটকয়েন যেহেতু বাংলাদেশে অবৈধ। বিটকয়েন কে যেহেতু বাংলাদেশ সরকার অবৈধ করে রেখেছেন সেহেতু আমাদেরকে অবশ্যই বিটকয়েন লেনদেন সম্পর্কে সর্তকতা অবলম্বন করা উচিত। অন্যথায় ঝামেলায় পড়তে হতে পারে। তাই আমাদের বিভিন্ন  জনপ্রিয় সোশ্যাল মিডিয়া যেমন ফেইসবুক এইসব জায়গায় বিটকয়েন বা যে কোন ক্রিপ্টোকারেন্সি লেনদেনে অবশ্যই সতর্ক থাকতে হবে।
Title: Re: বিটকয়েন লেনদেনে সতর্কতা
Post by: Bony11 on December 05, 2020, 03:16:58 PM
বাংলাদেশ সরকার বিটকয়েন কে অবৈধ হিসেবে ঘোষণা দেয়ার ফলে অনেক এক্সচেঞ্জ সাইটের এডমিন বিটকয়েন নিচ্ছেন না আবার অনেক সাইট সাময়িক ভাবে বন্ধ করে রেখেছে তাদের কার্যক্রম।

এমন অবস্থায় আপনারা কিভাবে বিটকয়েন টু বিডিটি তে এক্সচেঞ্জ করবেন বলে ভাবছেন?
কোন চিন্তা কইরেন না। যাদের বিটকয়েন সেল অথবা বাই করা লাগবে তাদের জন্য একটি থ্রেড খোলা হবে  8)। যেখানে আপনি বিটকয়েন সেল দিয়ে বাংলাদেশ সরকার সাপোর্ট করে এমন কারেন্সি পাবেন। আমরা সরকারের সিদ্ধান্তের প্র্রতি আনুগত্য প্রকাশ করে দেশে কোন বিটকয়েন লেনদেন করব না। আমরা বিদেশে লেনদেন করব। সারা পৃথিবী আমার হাতের মুঠোয় থাকলে চিন্তা কিসের?
আপনার পোস্টটি পড়ে মনটা আনন্দে ভরে উঠলো। কারণ বাংলাদেশে বিটকয়েন অবৈধ। তাই বিটকয়েন সেল দেয়া একটু চিন্তার বিষয়। কিন্তু আপনার পোষ্টটি পড়ে জানতে পারলাম যে বিটকয়েন সেল দিলে বাংলাদেশ সরকার সাপোর্ট করে এরকম কারেন্সি পাওয়া যাবে। ভাই আপনাকে অনেক ধন্যবাদ আপনার পোষ্টটি পড়ে বিষয়টি নিয়ে চিন্তা মুক্ত হলাম।
Title: Re: বিটকয়েন লেনদেনে সতর্কতা
Post by: XM8 on December 05, 2020, 03:30:59 PM
এ বিষয়ে আমার মতামত হলো আপনার যদি একান্তই সেল দেওয়ার প্রয়োজন হয় তাহলে আপনি অবশ্যই আপনার খুবই বিশ্বস্ত এবং কাছের লোকের কাছে দিন। এবং এ বিষয়ে সতর্ক করার জন্য আপনাকে ধন্যবাদ।
Title: Re: বিটকয়েন লেনদেনে সতর্কতা
Post by: Zero0 on December 05, 2020, 04:54:15 PM
বাংলাদেশ সরকার বিটকয়েন কে অবৈধ হিসেবে ঘোষণা দেয়ার ফলে অনেক এক্সচেঞ্জ সাইটের এডমিন বিটকয়েন নিচ্ছেন না আবার অনেক সাইট সাময়িক ভাবে বন্ধ করে রেখেছে তাদের কার্যক্রম।

এমন অবস্থায় আপনারা কিভাবে বিটকয়েন টু বিডিটি তে এক্সচেঞ্জ করবেন বলে ভাবছেন?
ভাই বিটকয়েন অর্থাৎ ক্রিপ্টোকারেন্সি আমাদের বাংলাদেশী অবৈধ। আমাদের বাংলাদেশ সরকার যেহেতু ক্রিপ্টোকারেন্সি কে অবৈধ করে রেখেছেন সেহেতু আমাদের একটু সাবধানে লেনদেন করতে হবে। অন্যথায় ঝামেলায় পড়তে হতে পারে। তাই আমাদের অবশ্যই সাবধানে লেনদেন করা উচিত।
Title: Re: বিটকয়েন লেনদেনে সতর্কতা
Post by: Monster5 on December 07, 2020, 10:52:30 AM
ভাই আপনি ভালো একটি পোস্টটি করেছেন আমার মনে হয় বাংলাদেশ যেহেতু বিটকয়েন অবৈধ তাই আমরা বিটকয়েন লেনদেনে সতর্কতার সাথে কাজ করব তাহলে আমরা অবশ্যই লাভবান হতে পারব এবং দেখেশুনে লেনদেন করা উচিত ।
Title: Re: বিটকয়েন লেনদেনে সতর্কতা
Post by: Ricky on December 07, 2020, 11:49:13 AM
বাংলাদেশ সরকার বিটকয়েন কে অবৈধ হিসেবে ঘোষণা দেয়ার ফলে অনেক এক্সচেঞ্জ সাইটের এডমিন বিটকয়েন নিচ্ছেন না আবার অনেক সাইট সাময়িক ভাবে বন্ধ করে রেখেছে তাদের কার্যক্রম।

এমন অবস্থায় আপনারা কিভাবে বিটকয়েন টু বিডিটি তে এক্সচেঞ্জ করবেন বলে ভাবছেন?
ভাই বিটকয়েন অর্থাৎ ক্রিপ্টোকারেন্সি আমাদের বাংলাদেশী অবৈধ। আমাদের বাংলাদেশ সরকার যেহেতু ক্রিপ্টোকারেন্সি কে অবৈধ করে রেখেছেন সেহেতু আমাদের একটু সাবধানে লেনদেন করতে হবে। অন্যথায় ঝামেলায় পড়তে হতে পারে। তাই আমাদের অবশ্যই সাবধানে লেনদেন করা উচিত।
ধন্যবাদ ভাই আপনাদেরকে এ বিষয়ে সতর্ক করে দেয়ার জন্য। ঠিক বলেছেন বিটকয়েন যেহেতু অবৈধ সেহেতু আমাদের একটু সাবধানে লেনদেন করতে হবে। আশা করি আপনাদের পোষ্ট থেকে আমাদের বাংলাদেশী ভাইয়েরা সবাই সতর্ক হয়ে যাবে। কারণ আমরা চাই না আমাদের কোন বাংলাদেশী ভাই কোন ঝামেলায় পড়ুক।
Title: Re: বিটকয়েন লেনদেনে সতর্কতা
Post by: Markuri33 on December 08, 2020, 02:45:52 AM
আমরা সকল ইউজার কিন্তু জানি বাংলাদেশ পুরোপুরি নিষিদ্ধ বিটকয়েনের। তাই আমরা যে কেউ বিটকয়েনের লেনদেন করব একটু সতর্কভাবে। সতর্কভাবে করলে আমার বোধ হয় আর কোন সমস্যা হবে না।
Title: Re: বিটকয়েন লেনদেনে সতর্কতা
Post by: ranaprime on December 08, 2020, 11:06:09 AM
যেহেতু অবৈধ সেহেতু এই ধরনের প্রবলেম হতেই পারে। তাই আমি বলব যে এই ক্রিপ্টোকারেন্সি লেনদেনে অবশ্যই সর্তকতা অবলম্বন করতে হবে। সরকার যদি এই ধরনের কোন কারেন্সি লেনদেনে কাউকে জড়িত পায় তাহলে তার বিরুদ্ধে মামলা করতে পারে। তাই সর্বদা যারা এগুলো লেনদেন করে থাকেন তারা সর্তক থাকুন। তবে যারা বাউন্টি করে আয় করেন তাদের ক্ষেত্রে এই ধরনের সমস্যা হওয়ার কোন সম্ভাবনা নেই। তবে অবশ্যই সাবধান হতে হবে যেন কোন ভাবে জড়িয়ে না পরেন।
Title: Re: বিটকয়েন লেনদেনে সতর্কতা
Post by: Irfan12@ on December 09, 2020, 10:51:09 AM
বাংলাদেশ সরকার বিটকয়েন কে অবৈধ হিসেবে ঘোষণা দেয়ার ফলে অনেক এক্সচেঞ্জ সাইটের এডমিন বিটকয়েন নিচ্ছেন না আবার অনেক সাইট সাময়িক ভাবে বন্ধ করে রেখেছে তাদের কার্যক্রম।

এমন অবস্থায় আপনারা কিভাবে বিটকয়েন টু বিডিটি তে এক্সচেঞ্জ করবেন বলে ভাবছেন?

হ্যাঁ ভাই আমিও এই বিষয়টা আগেও শুনেছি এবং আপনার টপিক থেকেও শুনতে পারলাম যে বাংলাদেশের নাকে বিটকয়েন লেনদেন নিষিদ্ধ শুনলাম যে বাংলাদেশ সরকার নাকি বিটকয়েন কে সাপোর্ট করে না আমাদের এই দেশে বিটকয়েন যদি সাপোর্ট না করে তাহলে আপাতত সেগুলো কে যে আপনি সেল করতে না পারেন তাহলে হোল্ড করে রেখে দেন ভবিষ্যতে ভালো  রকম প্রফেট আসবে
Title: Re: বিটকয়েন লেনদেনে সতর্কতা
Post by: Casual on December 11, 2020, 01:29:50 AM
আমরা যখন বিটকয়েনের লেনদেন করব তখন সতর্ক মাধ্যমে করব।তার পরেও বিটকয়েনের লেনদেন করলে কিন্তু কোন ছবি থাকে না এবং দ্বিতীয় মাধ্যম না থাকায় আমি মনে করি বিটকয়েনের লেনদেন করাটা বেশ সুবিধাজনক। তার পরেও বাংলাদেশি ভাইয়েরা আমরা সবাই বিটকয়েনের লেনদেন একটু সতর্কতার সাথে করবো কারন আমাদের বাংলাদেশে বিটকয়েনের। বৈধতা এখনো দেয়া হয়।
Title: Re: বিটকয়েন লেনদেনে সতর্কতা
Post by: Cz Rock on December 18, 2020, 10:26:37 AM
বিটকয়েন লেনদেন করার সময় সতর্ক হয়ে করতে হয়। আর যেসব দেশে বিটকয়েন অবৈধ তাদের তো আর সতর্কভাবে করতে হয়। বিটকয়েন লেনদেন করার সময় পরিচয় গোপন থাকবে। বিটকয়েন নিয়ে কোন সমস্যা যেন না পড়তে হয় তার জন্য লেনদেন করার সময় সতর্ক হয়ে থাকাটাই দরকার।