Altcoins Talks - Cryptocurrency Forum
Local => বাংলা (Bengali) => Altcoins(অন্যান্য কয়েন) => Topic started by: CryptoZenWorld on July 18, 2018, 03:26:20 AM
-
Tether বিশ্বাস প্রয়োজন নেই। কারণ Tether নিজেই তার সত্য প্রকাশ করতে তার মুখ লুকিয়ে আছে। Tether কয়েক মাস ধরে তাদের অডিটেড অ্যাকাউন্ট পোস্ট করেনি, তারা একটি অডিটিং ফার্মের সাথে চুক্তি ছিল ফ্রাইডম্যান এলএলপি কিন্তু সম্প্রতি 'অজানা' কারণের জন্য বন্ধ করা হয়েছে।
Tether এর যুক্তি যে এটির মান 1 USD এর সমান। মূলত, এটি একটি বিবৃতি কিন্তু কোন প্রমাণ আছে কি?
সুতরাং, কেন মানুষ এখনও Tether ব্যবহার?
মূলত, যখন cryptocurrency বাজারে নগদহীন হয়ে যায় এবং মূল্য হ্রাস পায় তখন বেশিরভাগ cryptocurrency ডলারে দ্রুত নগদীকরণ করতে Tether ব্যবহার করে।
সুতরাং, Tether দীর্ঘমেয়াদী বিনিয়োগের জন্য নয়, হার্ড নগদ তৈরীর জন্য সর্বোত্তম।
-
Tether হল একটি স্টাবল কয়েন। এই কয়েন এর দাম বাড়বে না কমবে না এটি একটি নির্দিষ্ট দামের মধ্যেই থেকে যায়। খুবই জনপ্রিয় একটি কয়েন।
-
Tether হল একটি স্টাবল কয়েন। এই কয়েন এর দাম বাড়বে না কমবে না এটি একটি নির্দিষ্ট দামের মধ্যেই থেকে যায়। খুবই জনপ্রিয় একটি কয়েন।
এবার আমি কি করি দেখেছি এটি সব সময় একটি নির্দিষ্ট সীমার মধ্যেই থাকে।Tether এই কয়েনটি অনেক ভালো এটি দাম কমার সম্ভাবনা নেই বললেই চলে।
-
Tether একটি জনপ্রিয় স্টাবল কয়েন। এটির দাম একটি নির্দিষ্ট সীমার মধ্যেই লিপিবদ্ধ থাকে। কোনদিন বাড়বে না কমবে না একদম স্টাবল হয়ে থাকে। ইউএসডি কয়েনে মোটামুটি সারাবিশ্বে সকলেই ট্রেড করে এবং হোল্ড করে।
-
Tether একটি জনপ্রিয় স্টাবল কয়েন। এটির দাম একটি নির্দিষ্ট সীমার মধ্যেই লিপিবদ্ধ থাকে। কোনদিন বাড়বে না কমবে না একদম স্টাবল হয়ে থাকে। ইউএসডি কয়েনে মোটামুটি সারাবিশ্বে সকলেই ট্রেড করে এবং হোল্ড করে।
আমার কথা হল যে যদি এই কয়েনটি স্ট্যাবল কয়েন হয়ে থাকে তাহলে এটি হোল্ড করে কেমন প্রফিট পাওয়া যাবে।
-
এই কয়েন সম্পর্কে আমার খুব একটি ধারনা নেই। আপনার পোস্টে এর অনেক তথ্য বেড়িয়ে এসেছে। তবে আমি যত দুর জানি এটি একটি স্ট্যাবল কয়েন হিসেবে পরিচিত।
-
টিথার টোকন সারাবিশ্বে অনেক জনপ্রিয় একটি কয়েন।এ কয়েনের দাম বাজারে মোটামুটি অনেক ভালোই এর দাম একদম নির্দিষ্ট বাড়বে না কমবে না। এর জনপ্রিয়তা দিন দিন বৃদ্ধি পাচ্ছে।
-
Tether বা USDT কয়েন হচ্ছে কয়েনমার্কেটক্যাপে ৩ নম্বর র্যাংকে। বর্তমানে জনপ্রিয়তা বিটকয়েন এবং ইথারিয়ামের পরেই এর স্থান। আমি নিজেও USDT ব্যবহার করি আমার পোর্টফোলিও ভেল্যু দেখার জন্য। মার্কেটের উত্থান পতনের সময় USDT কনভার্ট করে আমার পোর্টফোলিটাকে ঠিক রাখার চেষ্টা করি। বর্তমানে USDT যদি ট্রোন বা টিআরসি২০ তে ব্যবহার করি তাহলে কোন ফি দিতে হয়না বায়নান্স থেকে কিংবা ট্রোন ওয়ালেট থেকেও। তাই ফি মুক্ত হওয়ার এর জনপ্রিয়তা হুড় হুড় করে বেড়ে যাচ্ছে।
-
Tether বা USDT কয়েন দুটো একই জিনিস। এটুকুন এর দাম সুনির্দিষ্ট এর দাম রাজবা বৃদ্ধি পায় না। এর মূল্য অপরিবর্তিত থাকে।
-
Tether হল একটি স্টাবল কয়েন। এই কয়েন এর দাম বাড়বে না কমবে না এটি একটি নির্দিষ্ট দামের মধ্যেই থেকে যায়। খুবই জনপ্রিয় একটি কয়েন।
হ্যা আমরা বেশির ভাগ যারা এখানে কাজ করি তারা জানি যে এটি একটি স্ট্যাবল কয়েন। তবে লক্ষনীয় ব্যপার হল যে এই কয়েনের বেশ চাহিদা দেখেছি।
-
Tether বিশ্বাস প্রয়োজন নেই। কারণ Tether নিজেই তার সত্য প্রকাশ করতে তার মুখ লুকিয়ে আছে। Tether কয়েক মাস ধরে তাদের অডিটেড অ্যাকাউন্ট পোস্ট করেনি, তারা একটি অডিটিং ফার্মের সাথে চুক্তি ছিল ফ্রাইডম্যান এলএলপি কিন্তু সম্প্রতি 'অজানা' কারণের জন্য বন্ধ করা হয়েছে।
Tether এর যুক্তি যে এটির মান 1 USD এর সমান। মূলত, এটি একটি বিবৃতি কিন্তু কোন প্রমাণ আছে কি?
সুতরাং, কেন মানুষ এখনও Tether ব্যবহার?
মূলত, যখন cryptocurrency বাজারে নগদহীন হয়ে যায় এবং মূল্য হ্রাস পায় তখন বেশিরভাগ cryptocurrency ডলারে দ্রুত নগদীকরণ করতে Tether ব্যবহার করে।
সুতরাং, Tether দীর্ঘমেয়াদী বিনিয়োগের জন্য নয়, হার্ড নগদ তৈরীর জন্য সর্বোত্তম।
Tether হল একটি স্ট্যাবল কয়েন। এই কয়েনের দাম একটি নির্দিষ্ট স্থানে সীমাবদ্ধ থাকে। এটি বাড়বে না কমবে না। তাই একে স্টাবল করেন বলে।
-
Tether বিশ্বাস প্রয়োজন নেই। কারণ Tether নিজেই তার সত্য প্রকাশ করতে তার মুখ লুকিয়ে আছে। Tether কয়েক মাস ধরে তাদের অডিটেড অ্যাকাউন্ট পোস্ট করেনি, তারা একটি অডিটিং ফার্মের সাথে চুক্তি ছিল ফ্রাইডম্যান এলএলপি কিন্তু সম্প্রতি 'অজানা' কারণের জন্য বন্ধ করা হয়েছে।
Tether এর যুক্তি যে এটির মান 1 USD এর সমান। মূলত, এটি একটি বিবৃতি কিন্তু কোন প্রমাণ আছে কি?
সুতরাং, কেন মানুষ এখনও Tether ব্যবহার?
মূলত, যখন cryptocurrency বাজারে নগদহীন হয়ে যায় এবং মূল্য হ্রাস পায় তখন বেশিরভাগ cryptocurrency ডলারে দ্রুত নগদীকরণ করতে Tether ব্যবহার করে।
সুতরাং, Tether দীর্ঘমেয়াদী বিনিয়োগের জন্য নয়, হার্ড নগদ তৈরীর জন্য সর্বোত্তম।
Tether সম্পর্কে আপনি সর্বোত্তম তথ্যবহুল পোস্ট করেছেন। আপনি ঠিক বলেছেন Tether দীর্ঘমেয়াদি বিনিয়োগের জন্য নয়, হার্ড নগদ তৈরীর জন্য সর্বোত্তম।
-
Tether একটি স্ট্যাবল কয়েন যার ফলে এই কয়েনের তেমন দাম বাড়বে না এটাই স্বাভাবিক। ক্রিপ্টোকারেন্সিতে মূলত প্রতিনিয়ত দাম ওঠানাম করে আর সেক্ষেত্রে অনেকেই এই রিস্ক নিতে চায় না ফলে Tether কয়েন টিতে তাদের এসসেট টি কনভাট করে রাখে যাতে সময়মতো নায্যদাম পায়।
-
টিথার মুলত একটি স্ট্যবল কয়েন। ক্রিপ্টোকারেন্সিতে সব কয়েনের দাম আপ এবং ডাউন হয়। যার কারনে আপনি কোন এসেট কিনে চিন্তামুক্ত হয়ে থাকেত পারবেন না। সেই ক্ষেত্রে অনেকেই স্ট্যাবল কয়েনে কনভার্ট করে তাদের এসেট জমা রাখে। যাতে তার দাম ঠিক থাকে।
-
USDT একটি স্টাবল মুদ্রা। USDT এর দাম কখনো কমে যায় না। বাজারে প্রচুর চাহিদা রয়েছে।
-
ক্রিপ্টোকারেন্সি মার্কেটে Tether একিট গুরুত্বপূর্ণ ভুমিকা পালন করছে। এটি কয়েন হিসেবে অল্পদিনের মধ্যে খুবই ভাল এগিয়ে গিয়েছে। তবে আমার মনে হয় এটি স্ট্যাবল কয়েন হিসেবে অলরেডি নিজেকে স্ট্যাবলিস করে ফেলেছে।
-
টিথার নিয়ে আমি এতটা আশাবাদী না। তবে আমি মনে করি ক্রিপ্টোকারেন্সি মার্কেটে একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। এটি একটি স্টাবল কয়েন। বর্তমানে অনেকগুলো স্টাবল কয়েন রয়েছে।স্টাবল কয়েনগুলো বর্তমানে কিপ টু কারেন্সি জগতে ভালো রকমের একটি অবদান রেখেছে। ক্রিপ্টোকারেন্সি থেকে স্টাবল কোন গুলোকে কখনো ফেলে দিতে পারবে না।
-
Usdt tether অনেক বেশি জনপ্রিয়। বর্তমানে এর ব্যবহার অনেক বেশি। সারা পৃথিবীব্যাপী অনেক মানুষ লেনদেনের মাধ্যমে হিসাবে ব্যবহার করে।
-
এটি একটি স্ট্যাবল কয়েন। আর স্ট্যাবল কয়েন অনেক ক্ষেত্রে খুবই উপকারী যারা ট্রেডার আছেন তারা বিষয়টি ভাল বুঝবেন।
-
Tether হল একটি স্টাবল কয়েন। এই কয়েন এর দাম বাড়বে না কমবে না এটি একটি নির্দিষ্ট দামের মধ্যেই থেকে যায়। খুবই জনপ্রিয় একটি কয়েন।
জি এই কয়েনগুলোর কোন মুভমেন্ট হয় না। সর্বদা ইউ এস ডির সমমান ধরে রাখে। যা আমাদের মার্কেটের জন্য ভাল। মার্কেটে কয়েকটি খুবই পরিচিত স্ট্যাবল কয়েন আছে তাদের মধ্যে ইউ এস ডি অন্যতম।
-
USD এর মতন Tether টোকেন। USD টোকেন এর দাম জামাই স্থায়ী তেমনি Tether টোকেন এর দাম অস্থায়ী এর দাম বৃদ্ধি পায় না। USD টোকেন এর মতনই Tether টোকন আমার পছন্দের তালিকায় রয়েছে।
-
Tether বিশ্বাস প্রয়োজন নেই। কারণ Tether নিজেই তার সত্য প্রকাশ করতে তার মুখ লুকিয়ে আছে। Tether কয়েক মাস ধরে তাদের অডিটেড অ্যাকাউন্ট পোস্ট করেনি, তারা একটি অডিটিং ফার্মের সাথে চুক্তি ছিল ফ্রাইডম্যান এলএলপি কিন্তু সম্প্রতি 'অজানা' কারণের জন্য বন্ধ করা হয়েছে।
Tether এর যুক্তি যে এটির মান 1 USD এর সমান। মূলত, এটি একটি বিবৃতি কিন্তু কোন প্রমাণ আছে কি?
সুতরাং, কেন মানুষ এখনও Tether ব্যবহার?
মূলত, যখন cryptocurrency বাজারে নগদহীন হয়ে যায় এবং মূল্য হ্রাস পায় তখন বেশিরভাগ cryptocurrency ডলারে দ্রুত নগদীকরণ করতে Tether ব্যবহার করে।
সুতরাং, Tether দীর্ঘমেয়াদী বিনিয়োগের জন্য নয়, হার্ড নগদ তৈরীর জন্য সর্বোত্তম।
বর্তমানে তিনি Tether টোকেনটি ভালো রকমের জনপ্রিয়তা অর্জন করে নিয়েছে। এই কয়েনটি কে সবাই স্টাবল কয়েনের মতো মনে করে। বর্তমানে অনেকেই এটির দিকে নজর রাখছে। বর্তমানে অনেকেই এসব টোকেন কিনে রেখে হোল্ড করে রেখেছে। ভবিষ্যতে এখান থেকে ভালো রকমের প্রফিট আনা সম্ভব
-
আমাদের ফোরামে স্টাবল কয়েন নিয়ে সেকশন রয়েছে। বিস্তারিত জানতে নিচের লিংকে ভিজিট করুন। সেখানে সব ধরনের আলোচনা হয়ে থাকে>
https://www.altcoinstalks.com/index.php?board=257.0
-
আমরা জানি যে কয়েনের দাম সব সময়ই উঠানামা করে সেক্ষেত্রে কাউকে কোন নির্দিষ্ট পরিমান কোন কিছু দিতে গেলেও দেখা যায় যে কিছু টা প্লাস মাইনাস হয়েছে। আর এটা কে নির্দিষ্ট পরিমান ধরে রাখতে স্ট্যাবল কয়েন ব্যাবহার করা হয়। এক্ষেত্রে Tether ভাল একটি স্ট্যাবল কয়েন হিসেবে বিবেচিত।
-
Usdt এর চাহিদা অনেক বেশি। যারা ক্রিপ্টোকারেন্সি বাজারে ঝুঁকি নিতে চায় না তারা এই মুদ্রাগুলো ফোন করে। অর্থাৎ এতে তাদের সম্পদের পরিমাণ বৃদ্ধি পায় না নির্দিষ্ট থাকে।
-
এই কয়েন সম্পর্কে আমার খুব একটি ধারনা নেই। আপনার পোস্টে এর অনেক তথ্য বেড়িয়ে এসেছে। তবে আমি যত দুর জানি এটি একটি স্ট্যাবল কয়েন হিসেবে পরিচিত।
হ্যাঁ আমি তো এই বিষয়ে কোন কিছু সঠিকভাবে বলতে পারবো না যদি কোন ব্যক্তি এই বিষয়ে সঠিক ভাবে তথ্য দিতে পারেন তাহলে এখানে দিয়ে যাবেন এতে করে আমাদের মত যারা এখানে এই সম্পর্কে কিছু জানে না তারা কিন্তু অনেক উপকৃত হবে ধন্যবাদ
-
Tether বিশ্বাস প্রয়োজন নেই। কারণ Tether নিজেই তার সত্য প্রকাশ করতে তার মুখ লুকিয়ে আছে। Tether কয়েক মাস ধরে তাদের অডিটেড অ্যাকাউন্ট পোস্ট করেনি, তারা একটি অডিটিং ফার্মের সাথে চুক্তি ছিল ফ্রাইডম্যান এলএলপি কিন্তু সম্প্রতি 'অজানা' কারণের জন্য বন্ধ করা হয়েছে।
Tether এর যুক্তি যে এটির মান 1 USD এর সমান। মূলত, এটি একটি বিবৃতি কিন্তু কোন প্রমাণ আছে কি?
সুতরাং, কেন মানুষ এখনও Tether ব্যবহার?
মূলত, যখন cryptocurrency বাজারে নগদহীন হয়ে যায় এবং মূল্য হ্রাস পায় তখন বেশিরভাগ cryptocurrency ডলারে দ্রুত নগদীকরণ করতে Tether ব্যবহার করে।
সুতরাং, Tether দীর্ঘমেয়াদী বিনিয়োগের জন্য নয়, হার্ড নগদ তৈরীর জন্য সর্বোত্তম।
Tether কিন্তু একটি স্টাবল কয়েন। আমি দেখেছি যে স্টাবল কয়েন গুলোর দাম মার্কেটে স্থিতিশীল থাকে বাড়েও না আবার কমেও না। কিন্তু এই কয়েনটি অবশ্যই একটি ভালো কয়েন।
-
Tether বিশ্বাস প্রয়োজন নেই। কারণ Tether নিজেই তার সত্য প্রকাশ করতে তার মুখ লুকিয়ে আছে। Tether কয়েক মাস ধরে তাদের অডিটেড অ্যাকাউন্ট পোস্ট করেনি, তারা একটি অডিটিং ফার্মের সাথে চুক্তি ছিল ফ্রাইডম্যান এলএলপি কিন্তু সম্প্রতি 'অজানা' কারণের জন্য বন্ধ করা হয়েছে।
Tether এর যুক্তি যে এটির মান 1 USD এর সমান। মূলত, এটি একটি বিবৃতি কিন্তু কোন প্রমাণ আছে কি?
সুতরাং, কেন মানুষ এখনও Tether ব্যবহার?
মূলত, যখন cryptocurrency বাজারে নগদহীন হয়ে যায় এবং মূল্য হ্রাস পায় তখন বেশিরভাগ cryptocurrency ডলারে দ্রুত নগদীকরণ করতে Tether ব্যবহার করে।
সুতরাং, Tether দীর্ঘমেয়াদী বিনিয়োগের জন্য নয়, হার্ড নগদ তৈরীর জন্য সর্বোত্তম।
Tether কিন্তু জনপ্রিয় স্টাবল কয়েন। টিথার টিদার লিমিটেড দ্বারা প্রকাশিত টোকন সহ একটি বিতর্কিত ক্রিপ্টোকারেন্সি। আজকে প্রাইস লিস্ট দেখতে পেলাম যে Tether এর দাম $1.00। বলতে গেলে মোটামুটি ভালো দামি আছে এই কয়েনের।
-
USDT ক্রিপ্টোকারেন্সি মুদ্রাগুলোর মধ্যে এটি একটি স্টাবল মুদ্রা। তাই ক্রিপ্টোকারেন্সি বাজারে এই মুদ্রার গুরুত্ব অনেক। কারণ মুদ্রাটি এর দাম বৃদ্ধি পায় না আবার কমে যায় না। তাই এরকম মুদ্রা গুরুত্বপূর্ণ।
-
Tether বিশ্বাস প্রয়োজন নেই। কারণ Tether নিজেই তার সত্য প্রকাশ করতে তার মুখ লুকিয়ে আছে। Tether কয়েক মাস ধরে তাদের অডিটেড অ্যাকাউন্ট পোস্ট করেনি, তারা একটি অডিটিং ফার্মের সাথে চুক্তি ছিল ফ্রাইডম্যান এলএলপি কিন্তু সম্প্রতি 'অজানা' কারণের জন্য বন্ধ করা হয়েছে।
Tether এর যুক্তি যে এটির মান 1 USD এর সমান। মূলত, এটি একটি বিবৃতি কিন্তু কোন প্রমাণ আছে কি?
সুতরাং, কেন মানুষ এখনও Tether ব্যবহার?
মূলত, যখন cryptocurrency বাজারে নগদহীন হয়ে যায় এবং মূল্য হ্রাস পায় তখন বেশিরভাগ cryptocurrency ডলারে দ্রুত নগদীকরণ করতে Tether ব্যবহার করে।
সুতরাং, Tether দীর্ঘমেয়াদী বিনিয়োগের জন্য নয়, হার্ড নগদ তৈরীর জন্য সর্বোত্তম।
আপনাদের অর্থ সুরক্ষিত রাখার জন্য আপনারা সবাই কিন্তু মনোযোগ সহকারে টেকেন বাই সেল করে থাকবেন এতে করে আপনারা ক্ষতিগ্রস্থ না হয় সেদিকে কিন্তু লক্ষ্য রাখতে হবে এবং মার্কেটে কিন্তু ভেজাল এর অভাব নেই সে থেকে আমি আপনাদের অবশ্যই সাবধান থাকতে হবে যেন কোনো ভুলভাল তো আপনারা ইনভেস্ট না করে সে ক্ষেত্রে কিন্তু অবশ্যই লক্ষ্য রাখবেন এবং একটা জিনিস মাথায় রাখবেন সব সময় এবং মার্কেটে ভালো এক্সচেঞ্জের লিস্টে থাকা ভালো কিন্তু আপনারা ক্রয় করে হোল্ড করে রাখবেন এতে করে আপনার অর্থ সুরক্ষিত থাকবে ধন্যবাদ আপনাদের
-
এটা একদম খাটি কথা বলেছেন কারণ আমি থাকি তার নিজেই কিন্তু মুখ লুকিয়ে আছে মার্কেটে আপনারা অবশ্যই এরকম পয়েন্টে থেকে দূরে থাকবেন তা নাহলে কিন্তু অবস্থা সময় লাগে না আবার প্রকৃত কিন্তু সময় লাগে না সে ক্ষেত্রে আপনাকে অফিসে সাবধানতা অবলম্বন করে কাজ করতে হবে তা না হলে কিন্তু বিপদ
-
Tether বা USDT কয়েন হচ্ছে কয়েনমার্কেটক্যাপে ৩ নম্বর র্যাংকে। বর্তমানে জনপ্রিয়তা বিটকয়েন এবং ইথারিয়ামের পরেই এর স্থান। আমি নিজেও USDT ব্যবহার করি আমার পোর্টফোলিও ভেল্যু দেখার জন্য। মার্কেটের উত্থান পতনের সময় USDT কনভার্ট করে আমার পোর্টফোলিটাকে ঠিক রাখার চেষ্টা করি। বর্তমানে USDT যদি ট্রোন বা টিআরসি২০ তে ব্যবহার করি তাহলে কোন ফি দিতে হয়না বায়নান্স থেকে কিংবা ট্রোন ওয়ালেট থেকেও। তাই ফি মুক্ত হওয়ার এর জনপ্রিয়তা হুড় হুড় করে বেড়ে যাচ্ছে।
Tether coin সম্পর্কে আমার তেমন কিছু জানা ছিল না। কিন্তু আপনার পোস্ট করে পড়ে অনেক কিছু জানতে পারলাম। আপনি টিথার কয়েন সম্পর্কে ভালো কিছু তথ্য উপস্থাপন করেছেন। যা দেখলে অনেকেই উপকৃত হবে। আশা করি ভবিষ্যতে আরো গুরুত্বপূর্ণ পোস্ট করার চেষ্টা করবেন।
-
Tether বা USDT কয়েন হচ্ছে কয়েনমার্কেটক্যাপে ৩ নম্বর র্যাংকে। বর্তমানে জনপ্রিয়তা বিটকয়েন এবং ইথারিয়ামের পরেই এর স্থান। আমি নিজেও USDT ব্যবহার করি আমার পোর্টফোলিও ভেল্যু দেখার জন্য। মার্কেটের উত্থান পতনের সময় USDT কনভার্ট করে আমার পোর্টফোলিটাকে ঠিক রাখার চেষ্টা করি। বর্তমানে USDT যদি ট্রোন বা টিআরসি২০ তে ব্যবহার করি তাহলে কোন ফি দিতে হয়না বায়নান্স থেকে কিংবা ট্রোন ওয়ালেট থেকেও। তাই ফি মুক্ত হওয়ার এর জনপ্রিয়তা হুড় হুড় করে বেড়ে যাচ্ছে।
Tether coin সম্পর্কে আমার তেমন কিছু জানা ছিল না। কিন্তু আপনার পোস্ট করে পড়ে অনেক কিছু জানতে পারলাম। আপনি টিথার কয়েন সম্পর্কে ভালো কিছু তথ্য উপস্থাপন করেছেন। যা দেখলে অনেকেই উপকৃত হবে। আশা করি ভবিষ্যতে আরো গুরুত্বপূর্ণ পোস্ট করার চেষ্টা করবেন।
মূলত থিতার একটি স্টাবল কয়েন। usdt বা থিতার এখনো পর্যন্ত অনেক জনপ্রিয়। আমি ব্যাক্তিগত ভাবে স্টাবল কয়েন হিসেবে থিতার ই ব্যাবহার করি। এর নেটওয়ার্ক ফি অনেক কম এবং এটির নেটওয়ার্ক অনেক স্মুথ। আমি মনেকরি থিতার দিন দিন আরো জনপ্রিয় হয়ে উঠবে এতে কোন সন্দেহ নাই।
-
Tether একটি জনপ্রিয় এবং স্ট্রাবল কয়েন এটির দাম কখনো কমবে না এবং কখনো বাড়বেও না তাই এটি নিয়ে ট্রেডিং করলে অনেক সময় লাভবান হওয়ার চান্স থাকে বেশি।
-
Tether একটি জনপ্রিয় এবং স্ট্রাবল কয়েন এটির দাম কখনো কমবে না এবং কখনো বাড়বেও না তাই এটি নিয়ে ট্রেডিং করলে অনেক সময় লাভবান হওয়ার চান্স থাকে বেশি।
ভাই এটা তো বর্তমান সময়ে স্টেবল অবস্থায় আছে তাহলে এখান থেকে আর কি রকম কি আশা করে যেতে পারে সেই তো আমার মনে হয় এখানে ট্রেডিং না করে বা বিনিয়োগ না করে যে কয়েন গুলো বর্তমানে মার্কেটে আছে বা এদের দিক নির্দেশনা বা অগ্রগতি যাত্রা ভালো সেই কয়েনগুলোতে যদি কোন কিছু করা যায় তাহলে হয়তো অনেক ভালো কিছু পাওয়া যেতে পারে। আমি সাধারণত পূর্বে থেকেই স্টাইল এই ধরনের কয়েনগুলোতে কোন কিছু করতে পছন্দ করি না। বিষয়টা যে ভালো না এরকম নয় তবে আমার কাছে মনে হয় যে কয়েন গুলো স্টেবল হচ্ছে বা ইন ফিউচার হবে এরকম ভালো ভালো কয়েনগুলোতে কোন কিছু করা ভালো।
-
Tether একটি জনপ্রিয় এবং স্ট্রাবল কয়েন এটির দাম কখনো কমবে না এবং কখনো বাড়বেও না তাই এটি নিয়ে ট্রেডিং করলে অনেক সময় লাভবান হওয়ার চান্স থাকে বেশি।
ভাই এটা তো বর্তমান সময়ে স্টেবল অবস্থায় আছে তাহলে এখান থেকে আর কি রকম কি আশা করে যেতে পারে সেই তো আমার মনে হয় এখানে ট্রেডিং না করে বা বিনিয়োগ না করে যে কয়েন গুলো বর্তমানে মার্কেটে আছে বা এদের দিক নির্দেশনা বা অগ্রগতি যাত্রা ভালো সেই কয়েনগুলোতে যদি কোন কিছু করা যায় তাহলে হয়তো অনেক ভালো কিছু পাওয়া যেতে পারে। আমি সাধারণত পূর্বে থেকেই স্টাইল এই ধরনের কয়েনগুলোতে কোন কিছু করতে পছন্দ করি না। বিষয়টা যে ভালো না এরকম নয় তবে আমার কাছে মনে হয় যে কয়েন গুলো স্টেবল হচ্ছে বা ইন ফিউচার হবে এরকম ভালো ভালো কয়েনগুলোতে কোন কিছু করা ভালো।
ভাই আপনি কিসের মধ্যে কি আলোচনা করতেছেন। USDT কে যে Tether বলে আপনি কি সেটা জানেন? এখানে ইনভেস্টমেন্টের কথা বলা হয়নি বলা হয়েছে Tether বা USDT আপনি কেন চয়েস করছেন যেখানে মার্কেটে আরো অনেক স্ট্যাবল কয়েন রয়েছে যেমন USDC, DIA, FDUSD কিন্তু আপনি এখানে ইনভেস্টমেন্টের বিষয়ে কথা বলতেছেন। কোন টপিক না বুঝলে সেখানে রিপ্লাই করার প্রয়োজন নেই।
USDT অনেক ভালো স্ট্যাবল কয়েন এবং p2p তে এটির প্রচলন রয়েছে ব্যাপকভাবে। আমি এদিকে ইজিলি p2p তে বিক্রি করতে পারি ভালো মূল্যে এবং এর রেশিও 1:1 পাওয়া যায় সবসময়। আর এই কারণেই আমি এটি সবসময় ব্যবহার করি অন্যান্য স্ট্যাবল কয়েনের থেকে
-
টিথার টোকন সারাবিশ্বে অনেক জনপ্রিয় একটি কয়েন। Tether একটি জনপ্রিয় স্টাবল কয়েন। এটির দাম একটি নির্দিষ্ট সীমার মধ্যেই লিপিবদ্ধ থাকে। এই কয়েন সম্পর্কে আমার খুব একটি ধারনা নেই। আপনার পোস্টে এর অনেক তথ্য বেড়িয়ে এসেছে। Tether বা USDT কয়েন হচ্ছে কয়েনমার্কেটক্যাপে ৩ নম্বর র্যাংকে। বর্তমানে জনপ্রিয়তা বিটকয়েন এবং ইথারিয়ামের পরেই এর স্থান।
-
বর্তমানে একটি ফার কয়েনের থেকে USDT এর মধ্যে মানুষ আস্থা রাখতে শুরু করেছে কারণ সকল ক্ষেত্রে USDT ব্যবহার করলে অনেক বাড়তি সুবিধা পাওয়া যায়। এবং USDT ব্যবহার করে যদি আপনি ট্রেড করেন তাহলে ক্ষতির সম্ভাবনাও অনে আছে কম থাকে আর এ কারণেই মানুষ USDT ডলারকে মানুষ ব্যবহার করতে শুরু করেছে।
-
বর্তমানে একটি ফার কয়েনের থেকে USDT এর মধ্যে মানুষ আস্থা রাখতে শুরু করেছে কারণ সকল ক্ষেত্রে USDT ব্যবহার করলে অনেক বাড়তি সুবিধা পাওয়া যায়। এবং USDT ব্যবহার করে যদি আপনি ট্রেড করেন তাহলে ক্ষতির সম্ভাবনাও অনে আছে কম থাকে আর এ কারণেই মানুষ USDT ডলারকে মানুষ ব্যবহার করতে শুরু করেছে।
Usdt সাথে আসলে অন্য কোন কিছুকে তুলনা করা এটা ভুল হবে কারণ usdt স্থায়ী একটা কয়েন এটার সাথে অন্য কোন কিছু কম্পেয়ার করা যায় না। সব সময় এটার প্রতি আস্থা রাখি এবং সব সময় অন্য কোন টোকেন থাকলেও আমাদের প্রয়োজনীয় সময় টকিং কনভার্ট করে usdt তে নিয়ে আসি।
-
Usdt সাথে আসলে অন্য কোন কিছুকে তুলনা করা এটা ভুল হবে কারণ usdt স্থায়ী একটা কয়েন এটার সাথে অন্য কোন কিছু কম্পেয়ার করা যায় না। সব সময় এটার প্রতি আস্থা রাখি এবং সব সময় অন্য কোন টোকেন থাকলেও আমাদের প্রয়োজনীয় সময় টকিং কনভার্ট করে usdt তে নিয়ে আসি।
কিন্তু আফসোসের ব্যাপার হচ্ছে Tether একাট সেন্ট্রালাইজড টোকেন যেটা তারা যেকোনো সময় টোকেন সাপ্লাই বৃদ্ধি করতে পারে বা কমাতে পারে। এখন অডিটর রা তো কয়দিন পর পর আর অডিট করে তাদের কোলাটেরাল চেক করে না। এজন্য আমার সব সময় সন্দেহ হয় যে আসেলেই Tether এর 1:1 ফান্ড ডলারে রাখা আছে কি না। বাইনান্সের মতো প্রতিষ্ঠানের কোলাটেরাল সরিয়ে ফেলার হিষ্টোরি আছে, সেখানে Tether যে এই কাজ করবে না, তার কোনো গেরান্টি নাই। Tether যদি কখেনো সিদ্ধান্ত নেয় যে তারা স্ক্যাম করবে, আমার মনে হয় এটা তাদের পক্ষে সম্ভব হবে। কারন তারা কোলাটেরাল সরিয়ে ফেললে আর হারানোর কিছু নেই। কিন্তু তারা ২০ % এর বেশি হয়তো নিতে পারবে না।
-
Usdt সাথে আসলে অন্য কোন কিছুকে তুলনা করা এটা ভুল হবে কারণ usdt স্থায়ী একটা কয়েন এটার সাথে অন্য কোন কিছু কম্পেয়ার করা যায় না। সব সময় এটার প্রতি আস্থা রাখি এবং সব সময় অন্য কোন টোকেন থাকলেও আমাদের প্রয়োজনীয় সময় টকিং কনভার্ট করে usdt তে নিয়ে আসি।
কিন্তু আফসোসের ব্যাপার হচ্ছে Tether একাট সেন্ট্রালাইজড টোকেন যেটা তারা যেকোনো সময় টোকেন সাপ্লাই বৃদ্ধি করতে পারে বা কমাতে পারে। এখন অডিটর রা তো কয়দিন পর পর আর অডিট করে তাদের কোলাটেরাল চেক করে না। এজন্য আমার সব সময় সন্দেহ হয় যে আসেলেই Tether এর 1:1 ফান্ড ডলারে রাখা আছে কি না। বাইনান্সের মতো প্রতিষ্ঠানের কোলাটেরাল সরিয়ে ফেলার হিষ্টোরি আছে, সেখানে Tether যে এই কাজ করবে না, তার কোনো গেরান্টি নাই। Tether যদি কখেনো সিদ্ধান্ত নেয় যে তারা স্ক্যাম করবে, আমার মনে হয় এটা তাদের পক্ষে সম্ভব হবে। কারন তারা কোলাটেরাল সরিয়ে ফেললে আর হারানোর কিছু নেই। কিন্তু তারা ২০ % এর বেশি হয়তো নিতে পারবে না।
আপনার এই পোস্টটি হয়তো মূল্যবান কিছু বলেছেন কিন্তু আমার মাথায় কিছু ধরল না আমি আপনাকে অনুরোধ করব এ বিষয়ে আরো একটু বিস্তারিতভাবে বিষয়গুলো উপস্থাপন করার জন্য অনুরোধ করা হলো।