Altcoins Talks - Cryptocurrency Forum

Local => বাংলা (Bengali) => Topic started by: superhelper on January 07, 2018, 04:48:06 PM

Title: শর্ট টাইমে লাখোপতি হতে crypto বা বিটকয়েন trading করুন।
Post by: superhelper on January 07, 2018, 04:48:06 PM
অনেকদিন পর আমি থ্রেডটি অপেন করছি। আশাকরি আমার পোস্টটি আপনার সামান্যতম হলেও উপকারে আসবে।  আজকের থ্রেড crypto trading নিয়ে। অনেকেই ট্রেডিং বলতে শুধু বাইনারি ট্রেডিং বা ফরেক্স বুঝে থাকে। আমার কাছে ফরেক্স গেমবলিংএর মতই রিসকি মনে হয়।
আমি বিটকয়েনটকে বাউন্টি করে 48989 ETN কয়েন পেয়েছিলাম। এরপর অনেক ঘাটাঘাটি করে জানতে পারি যে, ETN এর ফিউচার অনেক উজ্জল। একজন অভিজ্ঞ ভাই বলেন যে, আপনি ETN হোল্ড করেন। যে পরিমান পাইছেন তার বর্তমান মূল্য ৪ ইথারাম। তখনও ইথারামের মূল্য ছিল 700$+, উনি আরো বললেন এই টোকেন আপনাকে কোটিপতি বানাইবে। আমার কথাকে মার্ক করে রাখেন। অনলি ৬ থেকে ৮ মাস হোল্ড করেন।
আমার সহজে বিশ্বাস হচ্ছিলনা। তথ্য পেলাম যে ETN বর্তমানে cryptopia নামের একটি ট্রেডিং সাইটে এক্সচেন্জ করা যাচ্ছে। আমি সেখানে একাউন্ট অপেন করে ETN deposite করলাম। সিদ্ধান্ত নিলাম ১০৮৯৮ বাদ দিয়ে বাকি গুলো এখনি একচেন্জ করব। অবিশ্বাস আর সন্দেহের কারনেই এমন সিদ্ধান্ত গ্রহণ করি। আমার মন বলছে বেশি লোভের দরকার নাই। বর্তমান রেটে সেল দিলে তো 0.1788 বিটিসি পাচ্ছি যার বর্তমান বাজার 3300$! সেদিন ছিল ১ বিটিসি =19000$! আমি এক্সচেন্জ করে ফেসবুকে বিজ্ঞপ্তি দিলাম বিটিসি সেল দেওয়ার জন্য। গ্রাহকও পেয়ে গেলাম। রেট মিল্ল না তাই সেল দিলাম না। বাট পরেরদিন থেকেই বিটিসি ধ্বস নামা শুরু। সম্ভাবত দিনটি 19 ডিসেম্বর হবে। আমি সিদ্ধান্ত নিলাম বিটিসির রেট না বাড়লে সেল করব না। যেহেতু একাউন্টে বিটিসি আছে তাই ট্রেডিংএ মনোযোগী হলাম। ট্রেডিং করতে গিয়ে জানুয়ারীর ১ তারিখে আমি 400+ ডলার প্রফিট করি।
এর পরে আমি লক্ষ্য করলাম যে, ETN যেটা আমি 0.00000৪৭৪ বিটিসিতে সেল দিয়েছিলাম প্রতি কয়েন। সেটার বর্তমান মূল্য 0.0000800+ বিটিসি। প্রায় ডাবল হয়েছে। তার পরে হঠাৎ করে দেখি রেট নামে গেছে। রেট নামা দেখে আমি সব বিটিসি দিয়ে আবার ইটিএন টোকেন কিনলাম। এবং সেটার বিক্রয় রেট দিলাম 750 সাতসী। গতকাল আমার সব টোকেন সেল হয়ে রেট দেখছি 1399 পর্যন্ত উছেগেছে। বর্তমানে আমার টোটাল বিটিসি হয়েছে 0.21+। আশা করছি ২/৩ দিনের মধ্যেই এটি 0.24 বিটিসিতে নিয়ে যেতে সক্ষম হবো।
আমার সামান্য অভিজ্ঞতা থেকে আমি আপনাদের মাত্র 5 টি অল্টকয়েন কিনে রাখতে বলব। সেগুলো যদি কিনে রেখে দিয়ে মার্কেটের দিকে তাকিয়ে থাকেন হালকা এনালাইজ করেন। তাহলে আশা করি। ভাল কিছু প্রফিট করতে পারবেন। কথা না বাড়িয়ে চলুন যানা যাক কয়েন গুলি সম্পর্কে ।

1. Waves এর মূল্য কিছুদিন পূর্বে্ও তথা গত সেপ্টেম্বরেও ছিল মাত্র 3$ আমি ৫ দিন আগে কিনলাম প্রতিটি কয়েন 12.77 ডলারে। ২/৩ মাসের মধ্যেই  ৩০ ডলারে চলে যাবে বলে আমার বিশ্বাস। মজার ব্যপার হলো আগামী বছর Waves এর ২ বছর পুর্তি হবে। ক্রিপ্টকারেন্সি প্রতি বছর ২ বছর পর পর ইতিহাস তৈরি করে বলে আমার এক বড় ভাই তার অভিজ্ঞতা থেকে বলেছেন। কারো কারো মতে Waves এর মূল্য 2000 ডলারে চলে যাবে প্রতি কয়েন।
একবার চিন্তা করেন? আমি যেখানে ১৫ টা কয়েন কিনেছি প্রায় ২০০ ডলারে। প্রতিটির মূল্য যদি ২ বছরে ১০০০ ডলারও হয় তবুও তখন আমি হবো ১৫,০০০ ডলারের মালিক। বাংলাদেশী টাকায় ১২ লক্ষ টাকা। যদি মূল্যটা এমন স্থানে নাও পৌছায় তবে কি আপনার খুব বেশি ক্ষতি হবে? কোন ক্ষতি হওয়ার তো প্রশ্নই আসেনা। কিছুটা হলেও তো বাড়বে। ২/৩ মাসের মধ্যে যখন প্রতিটির মূল্য ৩০ ডলার হবে। তখন না হয় অর্ধেক সেল দিয়ে আসল টাকাটা উঠিয়ে নিলেন।

২. ARK- এটি গত সেপ্টেম্বরেও ছিল প্রতি কয়েন ৪ ডলার। আজকের রেট ৮ ডলার +।
৩. OMG- এটিকে মিস করলে হয়ত সত্যি-সত্যি-ই এর মূল্য দেখে অমাই গড বা OMG বলে ফেলবেন। এই কয়েনটির বর্তমান মূল্য 0.00132128 বিটিসি বা 21.77 ডলার। এটিও খুৃব ভাল একটি কয়েন।
৪. WTC- বর্তমান মুল্য ১৪ ডলার 4 থেকে ৫ মাসের মধ্যে এটি আপনাকে 5 থেকে 6 গুন লাভ দিতে পারে বলে আমি মনে করি।
5. ALT- এই কয়েনটি আমাদের অত্র ফোরামের নিজিস্ব কয়েন। ইথারডেল্টায় অনেক কম রেটে পাবেন। পারলে কিছুটা কিনে রাখেন। এই ফোরামকে আপনি যতটা বিশ্বাস করেন কয়েনটাও ততটাই বিশ্বাসী। কারণ ফোরামের এডমিন-ই সম্বাবত কয়েনটির আবিস্কারক।  এই কয়েনটির মূল্যও খুবদৃুত বেড়ে যেতে পারে।

ট্রেড যদিও রিসকি। বাট অতিত অভিজ্ঞতা বলে ক্রিপ্ট ট্রেড কাওকে একেবারে ফতুর বানাইনি। বরং সবাইকে লাভবান করেছে। ট্রেড সম্পর্কে আরো বিস্তারিত জানার জন্য অবশ্যই এই লিংকে ভিজিট করবেন। http://www.altcoinstalks.com/index.php?board=48.0
http://www.altcoinstalks.com/index.php?board=132.0
Title: Re: শর্ট টাইমে লাখোপতি হতে crypto বা বিটকয়েন trading করুন।
Post by: Rashid pk on January 07, 2018, 06:33:50 PM
Crypto world এ নতুন হলেও, আপনার এই পোষ্ট পড়ে ট্রেডিং সম্পর্কে খুব ভাল একটি ধারনা পেলাম ভাই। অসংখ্য ধন্যবাদ মূল্যবান তথ্য দিয়ে আমাদের সহযোগিতা করার জন্য।
আমি আপনাকে অনুরোধ করতেছি Signature ক্যাম্পেইনের উপর বিস্তারিত একটি পোষ্ট দেওয়ার জন্য। আশা করি খুব শিগ্রহী তা পাবো  :)

আপনারা কিছুটাও যদি শিখতে পারেন আমার পোস্ট পড়ে তবে নিজেকে অনেক ভাল লাগে। যাই হোক অপেক্ষা করেন ধৈর্যের সাথে প্রতিদিন নিয়মিত ফোরাম ভিজিট করুন। দেখবেন কেউ না কেউ আপনার কাংখিত পোস্টটিও করে ফেলবে। যদি কেউ না করে তবে আমি সময় পেলেই বিস্তারিত পোস্ট করব। আমার জন্য দুআ করবেন যেন আপনাদের সর্বদা সার্ভিস দিতে পারি।
Title: Re: শর্ট টাইমে লাখোপতি হতে crypto বা বিটকয়েন trading করুন।
Post by: Ahaameedasif1 on January 07, 2018, 06:42:29 PM
ধন্যবাদ ভাই
আপনার পোষ্ট পড়ে অনেকটাই উপকৃত হলাম
আমারো ইচ্ছা আছে ট্রেডিং টাকে বেশি জোর দেওয়ার এবং চেষ্টা ও করতেসি😊
আশা করি সফল হবো
কিন্তু ভাই আপনার পোষ্ট এর মধ্যে "বিটকয়েন বাউন্টি" এই কথা টা বুঝতে পারি নাই
Title: অল্টকয়েন নিয়ে কর্মশালা।
Post by: superhelper on January 08, 2018, 03:51:26 AM
ধন্যবাদ ভাই
আপনার পোষ্ট পড়ে অনেকটাই উপকৃত হলাম
আমারো ইচ্ছা আছে ট্রেডিং টাকে বেশি জোর দেওয়ার এবং চেষ্টা ও করতেসি😊
আশা করি সফল হবো
কিন্তু ভাই আপনার পোষ্ট এর মধ্যে "বিটকয়েন বাউন্টি" এই কথা টা বুঝতে পারি নাই
বিটকয়েন টকও এই ফোরামের মত একটি ফোরাম সেখানে একটি কোম্পানীর বাউন্টি ক্যাম্পেইন করেছিলাম্। সিগনেচার ক্যাম্পেইন। আশা করি বিষয়টি বুঝতে পারছেন। 8) 8)
Title: Re: শর্ট টাইমে লাখোপতি হতে crypto বা বিটকয়েন trading করুন।
Post by: superhelper on January 09, 2018, 04:40:58 AM
Bai amr ekta question chilo.
Ami jn. Member howar  por 28/12/2017 alts bounty programe r from puron Kore withdraw post e post dichilam  but ekono amr MyEtherWallet   e  token add hoi nai . eta add hote  kotodin lagbe .

vai eita apnar topic releted question holo na! admin issa korle apnar id suspend kore dibe ei oporadhe!
Title: Re: শর্ট টাইমে লাখোপতি হতে crypto বা বিটকয়েন trading করুন।
Post by: Cap on January 11, 2018, 03:56:00 PM
আপনার পোষ্ট পড়ে অনেক ভালো লাগলো।আমি Crypto তে খুব বেশি দিন নয়।তবে এই অল্প সময়ে অনেক কিছুই করে ফেলেছিলাম।কিন্তু অভিহ্মতা আর ভাগ্য বলতে একটা কথা আছেনা?
দুইটায়ই আমি কাচা।এইজন্যই সবই হারিয়েছি।আমার যেই দুটো কয়েন ছিলো,একটা অন্য এক ফ্রন্ডের কথায়,আর একটা নিজে উস্তাদি করে sell দিয়ে এখন আমার কিছুই নেই।
আমার ১ মিলিয়ন xp ছিলো,coinsmarkes এ এড যেদিন হল,ওইদিনই আমার এক ফ্রন্ডএর signal এ sell দিয়া দিছিলাম ০.২ সাতোসি করে।(Total 2 lakh satoshi).now xp=20 sotoshi
1 million xp=0.2 btc
200 onion ছিলো,উস্তাদি করে 22000 satoshi(total=0.044 BTC)
করে sell দিয়া দিছিলূম।now 130000 sotoahi(now price 0.26 BTC)after 15 days.
আজ একটু Experience থাকলে আমার প্রায় 0.5 BTC থাকতো।কিন্তু আছে মাত্র 0.070 BTC মত।
I have a bad luck in cryptoworld. 😭😭😭😭
Title: Re: শর্ট টাইমে লাখোপতি হতে crypto বা বিটকয়েন trading করুন।
Post by: superhelper on January 11, 2018, 07:08:23 PM
আপনার পোষ্ট পড়ে অনেক ভালো লাগলো।আমি Crypto তে খুব বেশি দিন নয়।তবে এই অল্প সময়ে অনেক কিছুই করে ফেলেছিলাম।কিন্তু অভিহ্মতা আর ভাগ্য বলতে একটা কথা আছেনা?
দুইটায়ই আমি কাচা।এইজন্যই সবই হারিয়েছি।আমার যেই দুটো কয়েন ছিলো,একটা অন্য এক ফ্রন্ডের কথায়,আর একটা নিজে উস্তাদি করে sell দিয়ে এখন আমার কিছুই নেই।
আমার ১ মিলিয়ন xp ছিলো,coinsmarkes এ এড যেদিন হল,ওইদিনই আমার এক ফ্রন্ডএর signal এ sell দিয়া দিছিলাম ০.২ সাতোসি করে।(Total 2 lakh satoshi).now xp=20 sotoshi
1 million xp=0.2 btc
200 onion ছিলো,উস্তাদি করে 22000 satoshi(total=0.044 BTC)
করে sell দিয়া দিছিলূম।now 130000 sotoahi(now price 0.26 BTC)after 15 days.
আজ একটু Experience থাকলে আমার প্রায় 0.5 BTC থাকতো।কিন্তু আছে মাত্র 0.070 BTC মত।
I have a bad luck in cryptoworld. 😭😭😭😭

Jeta kopale nai setar jonno afsos korben na! allah chahe to er chea valo kisu apnar jonno opekkha korse! apni sudhu otiter vul theke shikkha nin dekhben emon kisu paiben jar jonno hoy to apni nijew toiri silen na!
Title: Re: শর্ট টাইমে লাখোপতি হতে crypto বা বিটকয়েন trading করুন।
Post by: cryptoHabib on January 12, 2018, 06:46:56 AM
ভাইয়া আমিও ট্রেডিং শিখছি মাত্র :) আপনার পোস্ট পড়ে অনেক  জ্ঞান অর্জন করলাম 8) যা আমার আগামীর ট্রেডিং এ সহায়ক হবে,  আমার বর্তমানে BTC  কম থাকায় আমি নতুন কয়েন কিনতে পারছি না,  ADC  কয়েনে ট্রেড করছি বর্তমানে  :P অনেক ধন্যবাদ এতো সুন্দর একটি পোস্ট আমাদের উপহার দেয়ার জন্যে।  ;)
Title: Re: শর্ট টাইমে লাখোপতি হতে crypto বা বিটকয়েন trading করুন।
Post by: Marksman on January 13, 2018, 11:43:01 AM
sobai kotipoti hoiya jaitase। আমার কি হবে আমি কি শূন্য হাতে পরে থাকব। মাথা তো ঘুরছে । কি করা যায়। যাই ঘুমিয়ে পরি...।
Title: Re: শর্ট টাইমে লাখোপতি হতে crypto বা বিটকয়েন trading করুন।
Post by: arpappu17 on January 13, 2018, 01:37:36 PM
trading namte holeo akta mota investment lage vai.😥apatoto bibinno coin gular airdrop join korci😅.trading namar jonno akta motamoti amount niye nambo😁.amr bortoman a 900000 satoshi ase😘.totodin apnader moto boro vai der theke experience  nicci😍.dowa korben😇.apner mote koto amount niye trading a jawa uchit?😊😊😊
Title: Re: শর্ট টাইমে লাখোপতি হতে crypto বা বিটকয়েন trading করুন।
Post by: superhelper on January 18, 2018, 04:53:06 AM
trading namte holeo akta mota investment lage vai.😥apatoto bibinno coin gular airdrop join korci😅.trading namar jonno akta motamoti amount niye nambo😁.amr bortoman a 900000 satoshi ase😘.totodin apnader moto boro vai der theke experience  nicci😍.dowa korben😇.apner mote koto amount niye trading a jawa uchit?😊😊😊
আপনার অতিরিক্ত যা আছে সম্ভব হলে তাই নিয়ে ট্রেডিং শুরু করতে পারেন। এইটা গেম্বলিং নয় বা ফরেক্স নয় যে মোটা এমাউন্ট না হলে আপনি রিকভার করতে পারবেন না। মনে করেন আপনি 900000 সাতশী দিয়ে কিছু পরিমান পেক ও ডগি হোল্ড করলেন। ইয়ারড্রপ  তো করতেই থাকবেন। 30 দিনের মধ্যে আপনার কয়েন গুলোর মূল্য যদি 50% বৃদ্ধি পায় তবে আপনি সেল দিলেন। ইয়ারড্রপও পাইলেন আবার ইনভেস্ট থেকেও ৫০% প্রফিট করলেন। মন্দ হবে কি? যেহেতু আপনি 900000 সাতশী একাউন্টে ফেলেই রেখেছেন সুতরাং সেটা ট্রেডিং সাইটে ফেলে রাখলে প্রবলেম কি? লাভ না হয় নাই হলো লোস তো হচ্ছে না।
Title: Re: শর্ট টাইমে লাখোপতি হতে crypto বা বিটকয়েন trading করুন।
Post by: A.H.Rassel on January 23, 2018, 09:16:36 PM
অনেকদিন পর আমি থ্রেডটি অপেন করছি। আশাকরি আমার পোস্টটি আপনার সামান্যতম হলেও উপকারে আসবে।  আজকের থ্রেড crypto trading নিয়ে। অনেকেই ট্রেডিং বলতে শুধু বাইনারি ট্রেডিং বা ফরেক্স বুঝে থাকে। আমার কাছে ফরেক্স গেমবলিংএর মতই রিসকি মনে হয়।
আমি বিটকয়েনটকে বাউন্টি করে 48989 ETN কয়েন পেয়েছিলাম। এরপর অনেক ঘাটাঘাটি করে জানতে পারি যে, ETN এর ফিউচার অনেক উজ্জল। একজন অভিজ্ঞ ভাই বলেন যে, আপনি ETN হোল্ড করেন। যে পরিমান পাইছেন তার বর্তমান মূল্য ৪ ইথারাম। তখনও ইথারামের মূল্য ছিল 700$+, উনি আরো বললেন এই টোকেন আপনাকে কোটিপতি বানাইবে। আমার কথাকে মার্ক করে রাখেন। অনলি ৬ থেকে ৮ মাস হোল্ড করেন।
আমার সহজে বিশ্বাস হচ্ছিলনা। তথ্য পেলাম যে ETN বর্তমানে cryptopia নামের একটি ট্রেডিং সাইটে এক্সচেন্জ করা যাচ্ছে। আমি সেখানে একাউন্ট অপেন করে ETN deposite করলাম। সিদ্ধান্ত নিলাম ১০৮৯৮ বাদ দিয়ে বাকি গুলো এখনি একচেন্জ করব। অবিশ্বাস আর সন্দেহের কারনেই এমন সিদ্ধান্ত গ্রহণ করি। আমার মন বলছে বেশি লোভের দরকার নাই। বর্তমান রেটে সেল দিলে তো 0.1788 বিটিসি পাচ্ছি যার বর্তমান বাজার 3300$! সেদিন ছিল ১ বিটিসি =19000$! আমি এক্সচেন্জ করে ফেসবুকে বিজ্ঞপ্তি দিলাম বিটিসি সেল দেওয়ার জন্য। গ্রাহকও পেয়ে গেলাম। রেট মিল্ল না তাই সেল দিলাম না। বাট পরেরদিন থেকেই বিটিসি ধ্বস নামা শুরু। সম্ভাবত দিনটি 19 ডিসেম্বর হবে। আমি সিদ্ধান্ত নিলাম বিটিসির রেট না বাড়লে সেল করব না। যেহেতু একাউন্টে বিটিসি আছে তাই ট্রেডিংএ মনোযোগী হলাম। ট্রেডিং করতে গিয়ে জানুয়ারীর ১ তারিখে আমি 400+ ডলার প্রফিট করি।
এর পরে আমি লক্ষ্য করলাম যে, ETN যেটা আমি 0.00000৪৭৪ বিটিসিতে সেল দিয়েছিলাম প্রতি কয়েন। সেটার বর্তমান মূল্য 0.0000800+ বিটিসি। প্রায় ডাবল হয়েছে। তার পরে হঠাৎ করে দেখি রেট নামে গেছে। রেট নামা দেখে আমি সব বিটিসি দিয়ে আবার ইটিএন টোকেন কিনলাম। এবং সেটার বিক্রয় রেট দিলাম 750 সাতসী। গতকাল আমার সব টোকেন সেল হয়ে রেট দেখছি 1399 পর্যন্ত উছেগেছে। বর্তমানে আমার টোটাল বিটিসি হয়েছে 0.21+। আশা করছি ২/৩ দিনের মধ্যেই এটি 0.24 বিটিসিতে নিয়ে যেতে সক্ষম হবো।
আমার সামান্য অভিজ্ঞতা থেকে আমি আপনাদের মাত্র 5 টি অল্টকয়েন কিনে রাখতে বলব। সেগুলো যদি কিনে রেখে দিয়ে মার্কেটের দিকে তাকিয়ে থাকেন হালকা এনালাইজ করেন। তাহলে আশা করি। ভাল কিছু প্রফিট করতে পারবেন। কথা না বাড়িয়ে চলুন যানা যাক কয়েন গুলি সম্পর্কে ।

1. Waves এর মূল্য কিছুদিন পূর্বে্ও তথা গত সেপ্টেম্বরেও ছিল মাত্র 3$ আমি ৫ দিন আগে কিনলাম প্রতিটি কয়েন 12.77 ডলারে। ২/৩ মাসের মধ্যেই  ৩০ ডলারে চলে যাবে বলে আমার বিশ্বাস। মজার ব্যপার হলো আগামী বছর Waves এর ২ বছর পুর্তি হবে। ক্রিপ্টকারেন্সি প্রতি বছর ২ বছর পর পর ইতিহাস তৈরি করে বলে আমার এক বড় ভাই তার অভিজ্ঞতা থেকে বলেছেন। কারো কারো মতে Waves এর মূল্য 2000 ডলারে চলে যাবে প্রতি কয়েন।
একবার চিন্তা করেন? আমি যেখানে ১৫ টা কয়েন কিনেছি প্রায় ২০০ ডলারে। প্রতিটির মূল্য যদি ২ বছরে ১০০০ ডলারও হয় তবুও তখন আমি হবো ১৫,০০০ ডলারের মালিক। বাংলাদেশী টাকায় ১২ লক্ষ টাকা। যদি মূল্যটা এমন স্থানে নাও পৌছায় তবে কি আপনার খুব বেশি ক্ষতি হবে? কোন ক্ষতি হওয়ার তো প্রশ্নই আসেনা। কিছুটা হলেও তো বাড়বে। ২/৩ মাসের মধ্যে যখন প্রতিটির মূল্য ৩০ ডলার হবে। তখন না হয় অর্ধেক সেল দিয়ে আসল টাকাটা উঠিয়ে নিলেন।

২. ARK- এটি গত সেপ্টেম্বরেও ছিল প্রতি কয়েন ৪ ডলার। আজকের রেট ৮ ডলার +।
৩. OMG- এটিকে মিস করলে হয়ত সত্যি-সত্যি-ই এর মূল্য দেখে অমাই গড বা OMG বলে ফেলবেন। এই কয়েনটির বর্তমান মূল্য 0.00132128 বিটিসি বা 21.77 ডলার। এটিও খুৃব ভাল একটি কয়েন।
৪. WTC- বর্তমান মুল্য ১৪ ডলার 4 থেকে ৫ মাসের মধ্যে এটি আপনাকে 5 থেকে 6 গুন লাভ দিতে পারে বলে আমি মনে করি।
5. ALT- এই কয়েনটি আমাদের অত্র ফোরামের নিজিস্ব কয়েন। ইথারডেল্টায় অনেক কম রেটে পাবেন। পারলে কিছুটা কিনে রাখেন। এই ফোরামকে আপনি যতটা বিশ্বাস করেন কয়েনটাও ততটাই বিশ্বাসী। কারণ ফোরামের এডমিন-ই সম্বাবত কয়েনটির আবিস্কারক।  এই কয়েনটির মূল্যও খুবদৃুত বেড়ে যেতে পারে।

ট্রেড যদিও রিসকি। বাট অতিত অভিজ্ঞতা বলে ক্রিপ্ট ট্রেড কাওকে একেবারে ফতুর বানাইনি। বরং সবাইকে লাভবান করেছে। ট্রেড সম্পর্কে আরো বিস্তারিত জানার জন্য অবশ্যই এই লিংকে ভিজিট করবেন। http://www.altcoinstalks.com/index.php?board=48.0
http://www.altcoinstalks.com/index.php?board=132.0
Think positive..... dont greedy
Title: Re: শর্ট টাইমে লাখোপতি হতে crypto বা বিটকয়েন trading করুন।
Post by: Marksman on January 24, 2018, 03:31:23 PM
বাংলা ফোরামে যতগুলো পোস্ট করা হয়েছে তার মধ্যে এটা সবচেয়ে ভালো ছিল বলে আমি মনে করি । আসলেই এই পোস্ট এর দ্বারা এটা সহজেই বুঝা যায় ডিজিটাল কয়েন এর দুনিয়ায় ইচ্ছা আর আগ্রহ এর সাথে সঠিক গাইডলাইন পেলে যে কেউ এখানে সফল হতে পারে।
Title: Re: শর্ট টাইমে লাখোপতি হতে crypto বা বিটকয়েন trading করুন।
Post by: Bounty_hunter on February 07, 2018, 02:05:49 PM
ha vai jani short time e lakh poti o howa jay abr fokir o howa jay na bhuje kopaile :v newbie ra trading na bhuje namle sob haraite somoy lagbe na ;p
Title: Re: শর্ট টাইমে লাখোপতি হতে crypto বা বিটকয়েন trading করুন।
Post by: skillerx23 on February 07, 2018, 04:22:21 PM
vaia trading korta hoila minimum koto invest korta hoita para ?
Title: Re: শর্ট টাইমে লাখোপতি হতে crypto বা বিটকয়েন trading করুন।
Post by: arnobs007 on February 09, 2018, 09:48:58 PM
Trading shomporke aro details Bangla te jante chai.Ashakori shobai valo vabe bujben.
Title: Re: শর্ট টাইমে লাখোপতি হতে crypto বা বিটকয়েন trading করুন।
Post by: Primo1760 on November 25, 2020, 06:13:07 PM
আসলে সঠিক টাইমে লাখপতি হওয়া টা খুব কষ্টের কেননা কোটস অফ টাইমে লাখোপতি হতে গেলে অনেক টাকা ইনভেস্ট করতে হবে। আর হঠাৎ যদি একটুখানি দাম কমে যায় তাহলে আবার পথে বসতে হবে। অবশ্য এক্ষেত্রে নিজেরা নিজেদের কাজ করবেন ধন্যবাদ।
Title: Re: শর্ট টাইমে লাখোপতি হতে crypto বা বিটকয়েন trading করুন।
Post by: Crypto_Somrat on November 25, 2020, 06:39:36 PM
অনেকদিন পর আমি থ্রেডটি অপেন করছি। আশাকরি আমার পোস্টটি আপনার সামান্যতম হলেও উপকারে আসবে।  আজকের থ্রেড crypto trading নিয়ে। অনেকেই ট্রেডিং বলতে শুধু বাইনারি ট্রেডিং বা ফরেক্স বুঝে থাকে। আমার কাছে ফরেক্স গেমবলিংএর মতই রিসকি মনে হয়।
আমি বিটকয়েনটকে বাউন্টি করে 48989 ETN কয়েন পেয়েছিলাম। এরপর অনেক ঘাটাঘাটি করে জানতে পারি যে, ETN এর ফিউচার অনেক উজ্জল। একজন অভিজ্ঞ ভাই বলেন যে, আপনি ETN হোল্ড করেন। যে পরিমান পাইছেন তার বর্তমান মূল্য ৪ ইথারাম। তখনও ইথারামের মূল্য ছিল 700$+, উনি আরো বললেন এই টোকেন আপনাকে কোটিপতি বানাইবে। আমার কথাকে মার্ক করে রাখেন। অনলি ৬ থেকে ৮ মাস হোল্ড করেন।
আমার সহজে বিশ্বাস হচ্ছিলনা। তথ্য পেলাম যে ETN বর্তমানে cryptopia নামের একটি ট্রেডিং সাইটে এক্সচেন্জ করা যাচ্ছে। আমি সেখানে একাউন্ট অপেন করে ETN deposite করলাম। সিদ্ধান্ত নিলাম ১০৮৯৮ বাদ দিয়ে বাকি গুলো এখনি একচেন্জ করব। অবিশ্বাস আর সন্দেহের কারনেই এমন সিদ্ধান্ত গ্রহণ করি। আমার মন বলছে বেশি লোভের দরকার নাই। বর্তমান রেটে সেল দিলে তো 0.1788 বিটিসি পাচ্ছি যার বর্তমান বাজার 3300$! সেদিন ছিল ১ বিটিসি =19000$! আমি এক্সচেন্জ করে ফেসবুকে বিজ্ঞপ্তি দিলাম বিটিসি সেল দেওয়ার জন্য। গ্রাহকও পেয়ে গেলাম। রেট মিল্ল না তাই সেল দিলাম না। বাট পরেরদিন থেকেই বিটিসি ধ্বস নামা শুরু। সম্ভাবত দিনটি 19 ডিসেম্বর হবে। আমি সিদ্ধান্ত নিলাম বিটিসির রেট না বাড়লে সেল করব না। যেহেতু একাউন্টে বিটিসি আছে তাই ট্রেডিংএ মনোযোগী হলাম। ট্রেডিং করতে গিয়ে জানুয়ারীর ১ তারিখে আমি 400+ ডলার প্রফিট করি।
এর পরে আমি লক্ষ্য করলাম যে, ETN যেটা আমি 0.00000৪৭৪ বিটিসিতে সেল দিয়েছিলাম প্রতি কয়েন। সেটার বর্তমান মূল্য 0.0000800+ বিটিসি। প্রায় ডাবল হয়েছে। তার পরে হঠাৎ করে দেখি রেট নামে গেছে। রেট নামা দেখে আমি সব বিটিসি দিয়ে আবার ইটিএন টোকেন কিনলাম। এবং সেটার বিক্রয় রেট দিলাম 750 সাতসী। গতকাল আমার সব টোকেন সেল হয়ে রেট দেখছি 1399 পর্যন্ত উছেগেছে। বর্তমানে আমার টোটাল বিটিসি হয়েছে 0.21+। আশা করছি ২/৩ দিনের মধ্যেই এটি 0.24 বিটিসিতে নিয়ে যেতে সক্ষম হবো।
আমার সামান্য অভিজ্ঞতা থেকে আমি আপনাদের মাত্র 5 টি অল্টকয়েন কিনে রাখতে বলব। সেগুলো যদি কিনে রেখে দিয়ে মার্কেটের দিকে তাকিয়ে থাকেন হালকা এনালাইজ করেন। তাহলে আশা করি। ভাল কিছু প্রফিট করতে পারবেন। কথা না বাড়িয়ে চলুন যানা যাক কয়েন গুলি সম্পর্কে ।

1. Waves এর মূল্য কিছুদিন পূর্বে্ও তথা গত সেপ্টেম্বরেও ছিল মাত্র 3$ আমি ৫ দিন আগে কিনলাম প্রতিটি কয়েন 12.77 ডলারে। ২/৩ মাসের মধ্যেই  ৩০ ডলারে চলে যাবে বলে আমার বিশ্বাস। মজার ব্যপার হলো আগামী বছর Waves এর ২ বছর পুর্তি হবে। ক্রিপ্টকারেন্সি প্রতি বছর ২ বছর পর পর ইতিহাস তৈরি করে বলে আমার এক বড় ভাই তার অভিজ্ঞতা থেকে বলেছেন। কারো কারো মতে Waves এর মূল্য 2000 ডলারে চলে যাবে প্রতি কয়েন।
একবার চিন্তা করেন? আমি যেখানে ১৫ টা কয়েন কিনেছি প্রায় ২০০ ডলারে। প্রতিটির মূল্য যদি ২ বছরে ১০০০ ডলারও হয় তবুও তখন আমি হবো ১৫,০০০ ডলারের মালিক। বাংলাদেশী টাকায় ১২ লক্ষ টাকা। যদি মূল্যটা এমন স্থানে নাও পৌছায় তবে কি আপনার খুব বেশি ক্ষতি হবে? কোন ক্ষতি হওয়ার তো প্রশ্নই আসেনা। কিছুটা হলেও তো বাড়বে। ২/৩ মাসের মধ্যে যখন প্রতিটির মূল্য ৩০ ডলার হবে। তখন না হয় অর্ধেক সেল দিয়ে আসল টাকাটা উঠিয়ে নিলেন।

২. ARK- এটি গত সেপ্টেম্বরেও ছিল প্রতি কয়েন ৪ ডলার। আজকের রেট ৮ ডলার +।
৩. OMG- এটিকে মিস করলে হয়ত সত্যি-সত্যি-ই এর মূল্য দেখে অমাই গড বা OMG বলে ফেলবেন। এই কয়েনটির বর্তমান মূল্য 0.00132128 বিটিসি বা 21.77 ডলার। এটিও খুৃব ভাল একটি কয়েন।
৪. WTC- বর্তমান মুল্য ১৪ ডলার 4 থেকে ৫ মাসের মধ্যে এটি আপনাকে 5 থেকে 6 গুন লাভ দিতে পারে বলে আমি মনে করি।
5. ALT- এই কয়েনটি আমাদের অত্র ফোরামের নিজিস্ব কয়েন। ইথারডেল্টায় অনেক কম রেটে পাবেন। পারলে কিছুটা কিনে রাখেন। এই ফোরামকে আপনি যতটা বিশ্বাস করেন কয়েনটাও ততটাই বিশ্বাসী। কারণ ফোরামের এডমিন-ই সম্বাবত কয়েনটির আবিস্কারক।  এই কয়েনটির মূল্যও খুবদৃুত বেড়ে যেতে পারে।

ট্রেড যদিও রিসকি। বাট অতিত অভিজ্ঞতা বলে ক্রিপ্ট ট্রেড কাওকে একেবারে ফতুর বানাইনি। বরং সবাইকে লাভবান করেছে। ট্রেড সম্পর্কে আরো বিস্তারিত জানার জন্য অবশ্যই এই লিংকে ভিজিট করবেন। http://www.altcoinstalks.com/index.php?board=48.0
http://www.altcoinstalks.com/index.php?board=132.0
ভাই আপনাকে অনেক ধন্যবাদ। আপনি ট্রেড সম্পর্কে বাস্তব অভিজ্ঞতা শেয়ার করেছেন। আসলে শর্ট টাইমে হঠাৎ করে বড়লোক হবার একমাত্র উপায় হচ্ছে ট্রেড করা। ট্রেড করে অনেকে সফল হয়েছেন অনেক গল্প হয়েছে তাদের। আমি মনে করি নতুনদের জন্য ট্রেড জিনিসটা রিক্সি। কারণ ট্রেড করতে হলে ট্রেডিং সম্পর্কে ভাল অভিজ্ঞতা থাকতে হবে।
Title: Re: শর্ট টাইমে লাখোপতি হতে crypto বা বিটকয়েন trading করুন।
Post by: Magepai on December 06, 2020, 12:44:22 AM
ট্রেডিং করলে যে সব টাইমেই অনেক কিছু পাওয়া যাবে তা কিন্তু না। আপনার যদি ক্রিপ্টোকারেন্সির জ্ঞান না থাকে তাহলে কিন্তু আপনার ট্রেডিং করতে পারবেন না। আর ভালো না জানা থাকলে অবশ্যই আমি যেটুকু বুঝি যে ট্রেডিং করে ক্ষতিতে পড়বে।আবার দেখা যায় যে আপনি যদি রিক্স না নেয় তাহলে কোনদিনও কিন্তু আপনি বড় হতে পারবেন না।
Title: Re: শর্ট টাইমে লাখোপতি হতে crypto বা বিটকয়েন trading করুন।
Post by: Magepai on December 06, 2020, 12:47:03 AM
অনেকদিন পর আমি থ্রেডটি অপেন করছি। আশাকরি আমার পোস্টটি আপনার সামান্যতম হলেও উপকারে আসবে।  আজকের থ্রেড crypto trading নিয়ে। অনেকেই ট্রেডিং বলতে শুধু বাইনারি ট্রেডিং বা ফরেক্স বুঝে থাকে। আমার কাছে ফরেক্স গেমবলিংএর মতই রিসকি মনে হয়।
আমি বিটকয়েনটকে বাউন্টি করে 48989 ETN কয়েন পেয়েছিলাম। এরপর অনেক ঘাটাঘাটি করে জানতে পারি যে, ETN এর ফিউচার অনেক উজ্জল। একজন অভিজ্ঞ ভাই বলেন যে, আপনি ETN হোল্ড করেন। যে পরিমান পাইছেন তার বর্তমান মূল্য ৪ ইথারাম। তখনও ইথারামের মূল্য ছিল 700$+, উনি আরো বললেন এই টোকেন আপনাকে কোটিপতি বানাইবে। আমার কথাকে মার্ক করে রাখেন। অনলি ৬ থেকে ৮ মাস হোল্ড করেন।
আমার সহজে বিশ্বাস হচ্ছিলনা। তথ্য পেলাম যে ETN বর্তমানে cryptopia নামের একটি ট্রেডিং সাইটে এক্সচেন্জ করা যাচ্ছে। আমি সেখানে একাউন্ট অপেন করে ETN deposite করলাম। সিদ্ধান্ত নিলাম ১০৮৯৮ বাদ দিয়ে বাকি গুলো এখনি একচেন্জ করব। অবিশ্বাস আর সন্দেহের কারনেই এমন সিদ্ধান্ত গ্রহণ করি। আমার মন বলছে বেশি লোভের দরকার নাই। বর্তমান রেটে সেল দিলে তো 0.1788 বিটিসি পাচ্ছি যার বর্তমান বাজার 3300$! সেদিন ছিল ১ বিটিসি =19000$! আমি এক্সচেন্জ করে ফেসবুকে বিজ্ঞপ্তি দিলাম বিটিসি সেল দেওয়ার জন্য। গ্রাহকও পেয়ে গেলাম। রেট মিল্ল না তাই সেল দিলাম না। বাট পরেরদিন থেকেই বিটিসি ধ্বস নামা শুরু। সম্ভাবত দিনটি 19 ডিসেম্বর হবে। আমি সিদ্ধান্ত নিলাম বিটিসির রেট না বাড়লে সেল করব না। যেহেতু একাউন্টে বিটিসি আছে তাই ট্রেডিংএ মনোযোগী হলাম। ট্রেডিং করতে গিয়ে জানুয়ারীর ১ তারিখে আমি 400+ ডলার প্রফিট করি।
এর পরে আমি লক্ষ্য করলাম যে, ETN যেটা আমি 0.00000৪৭৪ বিটিসিতে সেল দিয়েছিলাম প্রতি কয়েন। সেটার বর্তমান মূল্য 0.0000800+ বিটিসি। প্রায় ডাবল হয়েছে। তার পরে হঠাৎ করে দেখি রেট নামে গেছে। রেট নামা দেখে আমি সব বিটিসি দিয়ে আবার ইটিএন টোকেন কিনলাম। এবং সেটার বিক্রয় রেট দিলাম 750 সাতসী। গতকাল আমার সব টোকেন সেল হয়ে রেট দেখছি 1399 পর্যন্ত উছেগেছে। বর্তমানে আমার টোটাল বিটিসি হয়েছে 0.21+। আশা করছি ২/৩ দিনের মধ্যেই এটি 0.24 বিটিসিতে নিয়ে যেতে সক্ষম হবো।
আমার সামান্য অভিজ্ঞতা থেকে আমি আপনাদের মাত্র 5 টি অল্টকয়েন কিনে রাখতে বলব। সেগুলো যদি কিনে রেখে দিয়ে মার্কেটের দিকে তাকিয়ে থাকেন হালকা এনালাইজ করেন। তাহলে আশা করি। ভাল কিছু প্রফিট করতে পারবেন। কথা না বাড়িয়ে চলুন যানা যাক কয়েন গুলি সম্পর্কে ।

1. Waves এর মূল্য কিছুদিন পূর্বে্ও তথা গত সেপ্টেম্বরেও ছিল মাত্র 3$ আমি ৫ দিন আগে কিনলাম প্রতিটি কয়েন 12.77 ডলারে। ২/৩ মাসের মধ্যেই  ৩০ ডলারে চলে যাবে বলে আমার বিশ্বাস। মজার ব্যপার হলো আগামী বছর Waves এর ২ বছর পুর্তি হবে। ক্রিপ্টকারেন্সি প্রতি বছর ২ বছর পর পর ইতিহাস তৈরি করে বলে আমার এক বড় ভাই তার অভিজ্ঞতা থেকে বলেছেন। কারো কারো মতে Waves এর মূল্য 2000 ডলারে চলে যাবে প্রতি কয়েন।
একবার চিন্তা করেন? আমি যেখানে ১৫ টা কয়েন কিনেছি প্রায় ২০০ ডলারে। প্রতিটির মূল্য যদি ২ বছরে ১০০০ ডলারও হয় তবুও তখন আমি হবো ১৫,০০০ ডলারের মালিক। বাংলাদেশী টাকায় ১২ লক্ষ টাকা। যদি মূল্যটা এমন স্থানে নাও পৌছায় তবে কি আপনার খুব বেশি ক্ষতি হবে? কোন ক্ষতি হওয়ার তো প্রশ্নই আসেনা। কিছুটা হলেও তো বাড়বে। ২/৩ মাসের মধ্যে যখন প্রতিটির মূল্য ৩০ ডলার হবে। তখন না হয় অর্ধেক সেল দিয়ে আসল টাকাটা উঠিয়ে নিলেন।

২. ARK- এটি গত সেপ্টেম্বরেও ছিল প্রতি কয়েন ৪ ডলার। আজকের রেট ৮ ডলার +।
৩. OMG- এটিকে মিস করলে হয়ত সত্যি-সত্যি-ই এর মূল্য দেখে অমাই গড বা OMG বলে ফেলবেন। এই কয়েনটির বর্তমান মূল্য 0.00132128 বিটিসি বা 21.77 ডলার। এটিও খুৃব ভাল একটি কয়েন।
৪. WTC- বর্তমান মুল্য ১৪ ডলার 4 থেকে ৫ মাসের মধ্যে এটি আপনাকে 5 থেকে 6 গুন লাভ দিতে পারে বলে আমি মনে করি।
5. ALT- এই কয়েনটি আমাদের অত্র ফোরামের নিজিস্ব কয়েন। ইথারডেল্টায় অনেক কম রেটে পাবেন। পারলে কিছুটা কিনে রাখেন। এই ফোরামকে আপনি যতটা বিশ্বাস করেন কয়েনটাও ততটাই বিশ্বাসী। কারণ ফোরামের এডমিন-ই সম্বাবত কয়েনটির আবিস্কারক।  এই কয়েনটির মূল্যও খুবদৃুত বেড়ে যেতে পারে।

ট্রেড যদিও রিসকি। বাট অতিত অভিজ্ঞতা বলে ক্রিপ্ট ট্রেড কাওকে একেবারে ফতুর বানাইনি। বরং সবাইকে লাভবান করেছে। ট্রেড সম্পর্কে আরো বিস্তারিত জানার জন্য অবশ্যই এই লিংকে ভিজিট করবেন। http://www.altcoinstalks.com/index.php?board=48.0
http://www.altcoinstalks.com/index.php?board=132.0

ট্রেডিং সম্পর্কে আপনার পোস্টটা আসলে অনেক সুন্দর হয়েছে। আশা করি যারা কোনদিন ট্রেডিং করেনি তারা অবশ্যই আপনার এই পোস্টটি থেকে কিছুটা হলেও ধারণা পেয়েছে। এবং কেউ যদি ট্রেডিং করতে আগ্রহী হয় তাহলে করতে পারেন।
Title: Re: শর্ট টাইমে লাখোপতি হতে crypto বা বিটকয়েন trading করুন।
Post by: Markuri33 on December 10, 2020, 07:03:14 AM
Trading shomporke aro details Bangla te jante chai.Ashakori shobai valo vabe bujben.

আসলে আমাদের বাংলা ফোরামে বাংলা লেখার দরকার। অতএব আপনি যা লিখবেন বাংলায় লিখুন বাংলিশে লিখবেন দয়া করে। এর জন্য কিন্তু আমাদের এই ফোরামে অনেক কথা পকথন চলতেছে। দয়া করে আপনি বাংলায় লিখবে।
Title: Re: শর্ট টাইমে লাখোপতি হতে crypto বা বিটকয়েন trading করুন।
Post by: Token@ on December 10, 2020, 07:15:59 AM
যারা ট্রেডিং সম্পর্কে জানেনা তারা আপনার এই পোস্টটি থেকে ট্রেডিং সম্পর্কে জানতে পারবে। ট্রেডিং সম্পর্কে আপনি খুবই ভাল একটি টপিক তৈরি করেছেন। আপনাকে অসংখ্য ধন্যবাদ। ট্রেড করতে হলে সর্বপ্রথম ট্রেডিং সম্পর্কে জানতে হবে। ট্রেডিং সম্পর্কে না জানলে ট্রেড করে বড় হওয়া যায় না। সব সময় লসে পড়তে হয়।
Title: Re: শর্ট টাইমে লাখোপতি হতে crypto বা বিটকয়েন trading করুন।
Post by: Bad leyar on December 10, 2020, 08:48:15 AM
আপনার পোস্টটি পড়ে অনেক কিছু শিখতে ও জানতে পারলাম আমি আগে খুব ভালো জানতাম না ট্রেন্ডিং সম্পর্কে কিন্তু আপনার এই মূল্যবান পোষ্টটি পড়ে অনেক কিছু জানতে পারলাম আপনাকে অসংখ্য ধন্যবাদ ভাই।
Title: Re: শর্ট টাইমে লাখোপতি হতে crypto বা বিটকয়েন trading করুন।
Post by: Mrkadir85 on December 10, 2020, 01:46:19 PM
sobai kotipoti hoiya jaitase। আমার কি হবে আমি কি শূন্য হাতে পরে থাকব। মাথা তো ঘুরছে । কি করা যায়। যাই ঘুমিয়ে পরি...।
.   




আপনি কোটিপতি না হলেও লাখপতির স্বপ্ন দেখতে পারেন। ফোরামে নিয়মিত কাজ করেন সিনিয়রদের পরামর্শগুলো হলো করে দেখবেন একদিন আপনার সফলতা পেয়েছেন। কখনোই কোনো বিষয়ে হতাশ হবেন না হতাশা আপনাকে অন্ধকারে নিমজ্জিত করবে।
Title: Re: শর্ট টাইমে লাখোপতি হতে crypto বা বিটকয়েন trading করুন।
Post by: Salauddin on December 10, 2020, 02:13:38 PM
ক্রিপ্টো কারেন্সিতে ট্রেডিং করে যেমন লাখোপতি হতে খুব বেশী সময় লাগেনা ঠিক তার বিপোরিতে কোটিপতি থেকে ফকির হতেও খুব একটা বেশি টাইম লাগেনা জেহুতো আমারা কম রিসোর্স জানি তাই আমাদের ভুল ও অনেক বেশী হয় অন্যদের থেকে ।
Title: Re: শর্ট টাইমে লাখোপতি হতে crypto বা বিটকয়েন trading করুন।
Post by: ranaprime on December 10, 2020, 03:13:16 PM
অনেকদিন পর একটি পোস্ট পড়ে খুবই মজা পেলাম। পুরো পোস্টি খুবই ভাল করে পড়েছি। এখান থেকে কিছু নেওয়ার চেস্টা করছি। আপনা কে ধন্যবাদ। আপনি ট্রেডিং তথা কিছু কয়েনের কথা বলেছেন যা আসলেই আমাদের প্রত্যেকের লাইফ চেঞ্জ করে দিতে পারে। আমি খুবই আনন্দিত। আশা করি ভবিষ্যতেও এই ধরনের নতুন কোন পোস্ট দিবেন যেখানে আমরা সবাই কিছু শিখতে পারব।
Title: Re: শর্ট টাইমে লাখোপতি হতে crypto বা বিটকয়েন trading করুন।
Post by: Maxtel on December 10, 2020, 03:58:16 PM
ফোরামে আমার বেশি দিন হয়নি তাই ক্রিপ্টোকারেন্সির সকল বিষয়ে অভিজ্ঞতা পুরোপুরি অর্জন করা হয়নি। তবে ক্রিপ্টোকারেন্সিতে আমার প্রথম পছন্দ হল ট্রেড। তাই ফোরামে বাউন্টির পাশাপাশি ট্রেড সম্পর্কে ভালভাবে জানার চেষ্টা করছি কেননা ট্রেড সম্পর্কে ভালো জ্ঞান ছাড়া মার্কেটে টিকে থাকা সম্ভব নয়।
Title: Re: শর্ট টাইমে লাখোপতি হতে crypto বা বিটকয়েন trading করুন।
Post by: sky20 on December 10, 2020, 05:00:50 PM
ক্রিপ্টোমার্কেট যেমন মূহূর্তে লাক্ষপতি বানায় তেমনি আবার সেকেন্ডের মধ্যে আবার পথেও বসাতে পারে। তাই আমার মনে হয় সময় নিয়ে যেকোন কিছু করতে পারলে সেটাই ভাল। তাই শর্ট টাইম টা আমার মনে হয় বেশি রিস্কি। যদি পারেন লং ট্রার্ম এ যান তানাহলে যেকোন সময় বিপদ হতে পারে। এটা আমার ব্যেক্তিগত মতামত।
Title: Re: শর্ট টাইমে লাখোপতি হতে crypto বা বিটকয়েন trading করুন।
Post by: Casual on December 11, 2020, 12:10:29 AM
অল্প সময়ের মধ্যে ট্রেডিং করে যে লাখপতি হওয়া যায় এটা আমি কোনদিন শুনি নাই। যদিও হওয়া যা আমি মনে করি ক্রিপ্টোকারেন্সি তো সবই সম্ভব। আজকে হয়তো আপনিই কোটিপতি আছেন কালকে আপনি লাখোপতি নাও থাকতে পারেন। অতএব বিটকয়েন যদি আপনি ট্রেডিং করতে চান তাহলে আমি মনে করি আপনি লং টাইম এর জন্য রেখে দিতে হবে তাহলে হয়তো আপনি এখান থেকে ভালো কিছু পাবেন।
Title: Re: শর্ট টাইমে লাখোপতি হতে crypto বা বিটকয়েন trading করুন।
Post by: Jaya60 on December 13, 2020, 01:46:42 AM
ক্রিপ্টোকারেন্সি শর্ট টাইমে লাখপতি হওয়া সম্ভব। এবং মুহূর্তের মধ্যেই যে আপনি আবার ফকির হতে পারেন তারা কিন্তু প্রমান আমরা দেখেছি। তাই বলব আপনি যদি সত্যিই ট্রেডিং করতে আগ্রহ থেকে থাকে তাহলে আপনি আগে ক্রিপ্টোকারেন্সি সকল কয়েনের সম্পর্কে জানুন এবং মার্কেট এনালাইসিস সম্পর্কে আপনাকে বুঝতে হবে। তাহলে আপনি অবশ্যই ট্রেনিং করে লাভ করতে পারবেন।
Title: Re: শর্ট টাইমে লাখোপতি হতে crypto বা বিটকয়েন trading করুন।
Post by: Tamsialu$$ on December 15, 2020, 01:11:19 AM
ক্রিপ্টোকারেন্সি তে যেমন অল্প সময়ে কাউকে লাখোপতি বানায় আবার অল্প সময়ের মধ্যে কাউকে একদম নিচে নামানো ব্যাপার নয়। ক্রিপ্টোকারেন্সি তে সম্পূর্ণ ডিপেন্ড করে ভাগ্যের উপর। যার ভাগ্য ভাল তার আসলে গাড়ির চাকার মত তার ভবিষ্যৎ টা ঘুরতে থাকে। তাই ক্রিপ্টোকারেন্সি তে দেখেছি ট্রেডিং করে অনেকেই অনেকেই কোটিপতি হয়েছে আবার অনেকেই অনেক পোভার্টি লাইন এর নিচে নেমে গিয়েছে।
Title: Re: শর্ট টাইমে লাখোপতি হতে crypto বা বিটকয়েন trading করুন।
Post by: Tubelight on March 24, 2021, 11:31:49 AM
আমি মনে করি যাদের কাছে বিনিয়োগ করার মত অর্থ আছে তারা চাইলে বিটকয়েন প্ল্যাটফর্মটিতে বিনিয়োগ করে অনেক বেশি লাভবান হতে পারে।কারণ বর্তমানে বিটকয়েনের মার্কেট অনেকেই ভালো তাই কেউ যদি এখন এই মার্কেটে ইনভেস্টমেন্ট করে তাহলে অনেক লাভবান হবে।
Title: Re: শর্ট টাইমে লাখোপতি হতে crypto বা বিটকয়েন trading করুন।
Post by: Milon626 on March 24, 2021, 12:09:38 PM
আপনি ক্রিপ্টোতে বিনিয়োগ করে যেমন লাখোপতি হতে পারেন, ঠিক তেমনি আপনি লুজারও হতে পারেন।  এখানে বিনিয়োগ করতে চাইলে আগে আপনাকে ক্রিপ্টো মার্কেট সম্পর্কে জানতে হবে, বুঝতে হবে।
পুরোপুরি ধারণা নিয়ে বিনিয়োগ করুন, নাহলে অনেক ক্ষতির সম্মুখীন হতে পারেন।                           
Title: Re: শর্ট টাইমে লাখোপতি হতে crypto বা বিটকয়েন trading করুন।
Post by: kulkhan on March 24, 2021, 12:54:02 PM
অল্প সময়ের মধ্যে লাখোপতি হওয়ার জন্য ক্রিপ্টোকারেন্সির জুড়ি নাই এটা যেমন সত্য তেমনি এটাও সত্য বুজে শুনে না করলে বড় ধরনের ক্ষতির সম্ভবনা ও অনেক এখানে। তাই ক্রিপ্টোকারেন্সিতে ট্রেড বা ইনভেস্ট এর ক্ষেত্রে অনেক বেশি সতর্ক হতে হবে তা না হলে এখানে আপনার মূলধন খোয়া যাবে।