Altcoins Talks - Cryptocurrency Forum

Local => বাংলা (Bengali) => Topic started by: superhelper on January 08, 2018, 04:18:11 AM

Title: অল্টকয়েন নিয়ে কর্মশালা।
Post by: superhelper on January 08, 2018, 04:18:11 AM
একটা ভাবনা এসেছে আমার মাথায় যারা আমার পক্ষে থাকবেন তাদের সংখ্যা বেশি হলে আমি সেই পথেই হাটব উদ্দেশ্য আপনাদের সহযোগিতা করা।
আমরা অনেক বাঙ্গালী ইউজার আছি যারা অল্টকয়েন ব্যবহারের নিয়ম-কানুন জানি না। যদিও এডমিন ও মডারেটরগণ এখন পর্যন্ত তেমন কোন জটিল সিদ্ধান্ত গ্রহণ করেননি অনভিজ্ঞদের বিরুদ্ধে। কিন্তু জনপ্রিয়তা যে হারে বাড়ছে তাতে আমার মনে হয় ৩/৪ মাসের মধ্যে এই সাইটের মডারেটররাও অনেক কঠোর হয়ে যেতে পারেন স্পাম আর অনভিজ্ঞদের জন্য।
তাই ভাবছিলাম বাঙ্গালীদের জন্য আমরা একটা ফেসবুক গ্রুপ, একটা টেলিগ্রাম গ্রুপ, এবং একটা স্কাইপি গ্রুপ খুললে কেমন হয়? সবাই আমরা অল্টকয়েন সম্পর্কে সেই গ্রুপে বিস্তারিত জানব। এমনকি যারা বুঝতে পারবেনা তদের সরাসরি ভিডিও কলের মাধ্যমে স্কাইপিতে স্ক্রিন শেয়ার করে শিখিয়ে দেয়া যাবে।
আমাকে মেসেজ করেছেন ট্রেডিং, বাউন্টি, সিগনেচার ইত্যাদি সম্পর্কে ভালভাবে জানতে চান! সবাইকে তো এক এক করে সময় দেওয়া কষ্টকর। তাই এই চিন্তা মাথায় আসল। আমি প্রয়োজনে অফলাইন কর্মশালার কথাও ভাবছি। আমি চাই বাঙ্গালীরা Altcoinstalks এ ভাল পজিশনে থাক।
Title: Re: অল্টকয়েন নিয়ে কর্মশালা।
Post by: Rashid pk on January 08, 2018, 07:01:10 AM
সাথে আছি ভাই, আপনি সবাই কে নিয়ে এগিয়ে যান, এই প্রত্যাশাই করি।।
Title: Re: অল্টকয়েন নিয়ে কর্মশালা।
Post by: Arif019 on January 08, 2018, 03:02:37 PM
Bai khulen amra apnar sathe achi.
Apnar moto experience ekjon jodi amader help Kore tahole onek valo hobe.bitcoin talk theke to kichoi korte parlam na altcointalk thake jodi kicho korte pari..
Bai apnar telegram Id ta ekto diben...
Title: Re: অল্টকয়েন নিয়ে কর্মশালা।
Post by: cryptoHabib on January 12, 2018, 06:51:18 AM
ভাইয়া সাথেই আছি 8) আমাদের জন্য বেশ ভালো হবে যদি গ্রুপ খুলে আমাদের সব কিছু হাতে কলমে শিখিয়ে দেন  :)
Title: Re: অল্টকয়েন নিয়ে কর্মশালা।
Post by: arpappu17 on January 12, 2018, 04:39:25 PM
Jii vai.khulen.notun der jonno onek valo hobe r amrao onek kichu jante parbo.dhonnobad
Title: Re: অল্টকয়েন নিয়ে কর্মশালা।
Post by: skillerx23 on February 08, 2018, 09:18:04 AM
valo hoi vaia ap ne group khula amdr link provide kora dian amra sobi ase :) ...
Title: Re: অল্টকয়েন নিয়ে কর্মশালা।
Post by: arnobs007 on February 09, 2018, 08:01:54 PM
Vaiya...off line hole beshi valo hobe.ekhon e shomoy sob kichu janar.
Title: Re: অল্টকয়েন নিয়ে কর্মশালা।
Post by: Primo1760 on November 25, 2020, 06:09:45 PM
আপনাকে অনেক অনেক ধন্যবাদ।আপনি খুব ভালো একটি উদ্যোগ নেয়া চিন্তাভাবনা করেছেন এতে করে যারা নতুন ইউজার আছে তারা সকলেই কিছু না কিছু শিখতে পারবে।
Title: Re: অল্টকয়েন নিয়ে কর্মশালা।
Post by: Crypto_Somrat on November 25, 2020, 06:44:42 PM
একটা ভাবনা এসেছে আমার মাথায় যারা আমার পক্ষে থাকবেন তাদের সংখ্যা বেশি হলে আমি সেই পথেই হাটব উদ্দেশ্য আপনাদের সহযোগিতা করা।
আমরা অনেক বাঙ্গালী ইউজার আছি যারা অল্টকয়েন ব্যবহারের নিয়ম-কানুন জানি না। যদিও এডমিন ও মডারেটরগণ এখন পর্যন্ত তেমন কোন জটিল সিদ্ধান্ত গ্রহণ করেননি অনভিজ্ঞদের বিরুদ্ধে। কিন্তু জনপ্রিয়তা যে হারে বাড়ছে তাতে আমার মনে হয় ৩/৪ মাসের মধ্যে এই সাইটের মডারেটররাও অনেক কঠোর হয়ে যেতে পারেন স্পাম আর অনভিজ্ঞদের জন্য।
তাই ভাবছিলাম বাঙ্গালীদের জন্য আমরা একটা ফেসবুক গ্রুপ, একটা টেলিগ্রাম গ্রুপ, এবং একটা স্কাইপি গ্রুপ খুললে কেমন হয়? সবাই আমরা অল্টকয়েন সম্পর্কে সেই গ্রুপে বিস্তারিত জানব। এমনকি যারা বুঝতে পারবেনা তদের সরাসরি ভিডিও কলের মাধ্যমে স্কাইপিতে স্ক্রিন শেয়ার করে শিখিয়ে দেয়া যাবে।
আমাকে মেসেজ করেছেন ট্রেডিং, বাউন্টি, সিগনেচার ইত্যাদি সম্পর্কে ভালভাবে জানতে চান! সবাইকে তো এক এক করে সময় দেওয়া কষ্টকর। তাই এই চিন্তা মাথায় আসল। আমি প্রয়োজনে অফলাইন কর্মশালার কথাও ভাবছি। আমি চাই বাঙ্গালীরা Altcoinstalks এ ভাল পজিশনে থাক।
ভালো একটা উদ্যোগ নিয়েছেন ভাই। অনেকে অনেক কিছুই বুঝতে পারেনা। কিন্তু তারা এখানে খোলামেলা আলোচনা ও করতে পারে না। তাই ঐখানে তারা খোলামেলা আলোচনা করতে পারবে এবং সহজভাবে বুঝতেও পারবে।
Title: Re: অল্টকয়েন নিয়ে কর্মশালা।
Post by: XM8 on December 07, 2020, 01:28:29 PM
আমার মনে হয় আপনার নেওয়া পদক্ষেপকে অনেক গুরুত্বপূর্ণ পদক্ষেপ।নিয়ে আলোচনা করেছেন সেটা যদি কার্যকারিতা হয় তাহলে এলার্টঃ কয়েন সম্পর্কে সবাই ভালোভাবে জানতে পারবে। এবং সবাই কপি পোস্ট এবং স্পাম থেকে বিরত থাকবে। এবং ফোরামে কোনো বিশৃঙ্খলা সৃষ্টি হবে না
Title: Re: অল্টকয়েন নিয়ে কর্মশালা।
Post by: Herry on December 07, 2020, 03:50:30 PM
একটা ভাবনা এসেছে আমার মাথায় যারা আমার পক্ষে থাকবেন তাদের সংখ্যা বেশি হলে আমি সেই পথেই হাটব উদ্দেশ্য আপনাদের সহযোগিতা করা।
আমরা অনেক বাঙ্গালী ইউজার আছি যারা অল্টকয়েন ব্যবহারের নিয়ম-কানুন জানি না। যদিও এডমিন ও মডারেটরগণ এখন পর্যন্ত তেমন কোন জটিল সিদ্ধান্ত গ্রহণ করেননি অনভিজ্ঞদের বিরুদ্ধে। কিন্তু জনপ্রিয়তা যে হারে বাড়ছে তাতে আমার মনে হয় ৩/৪ মাসের মধ্যে এই সাইটের মডারেটররাও অনেক কঠোর হয়ে যেতে পারেন স্পাম আর অনভিজ্ঞদের জন্য।
তাই ভাবছিলাম বাঙ্গালীদের জন্য আমরা একটা ফেসবুক গ্রুপ, একটা টেলিগ্রাম গ্রুপ, এবং একটা স্কাইপি গ্রুপ খুললে কেমন হয়? সবাই আমরা অল্টকয়েন সম্পর্কে সেই গ্রুপে বিস্তারিত জানব। এমনকি যারা বুঝতে পারবেনা তদের সরাসরি ভিডিও কলের মাধ্যমে স্কাইপিতে স্ক্রিন শেয়ার করে শিখিয়ে দেয়া যাবে।
আমাকে মেসেজ করেছেন ট্রেডিং, বাউন্টি, সিগনেচার ইত্যাদি সম্পর্কে ভালভাবে জানতে চান! সবাইকে তো এক এক করে সময় দেওয়া কষ্টকর। তাই এই চিন্তা মাথায় আসল। আমি প্রয়োজনে অফলাইন কর্মশালার কথাও ভাবছি। আমি চাই বাঙ্গালীরা Altcoinstalks এ ভাল পজিশনে থাক।
ভাই আপনার চিন্তাধারা খুবই ভালো ইতিমধ্যে আমরা একটি বাঙালিরা টেলিগ্রাম গ্রুপ করে ফেলেছি সেখানে আমরা যারা বাঙালি এই ফোরামের কাজ করে তারা অনেকেই সে টেলিগ্রাম গ্রুপ এ জয়েন করেছে এবং সেখানে যাদের যা সাহায্যের প্রয়োজন তারা সেখানে মন খুলে বলতে পারে এবং সাহায্য নিতে পারে তবে আপনি আরো অন্যান্য গ্রুপের কথা বলেছেন সেগুলো করলে তো ভালই হবে ধন্যবাদ ভাই এত সুন্দর ভাবে বলার জন্য আপনি এগিয়ে যান ইনশাআল্লাহ আপনার পাশে আমরা আছি
Title: Re: অল্টকয়েন নিয়ে কর্মশালা।
Post by: Blue_sea on December 07, 2020, 06:25:33 PM
এটি অবশ্যই ভাল পদক্ষেপে। আগামিতে আমাদের এই ফোরাম অনেক কঠোর হয়ে যাবে। সেই ক্ষেত্রে আমাদের একটা অবস্থানে থাকতেই হবে। এজন্যে যদি কোন ফোরাম বা গ্রুপ খোলা হয় সেক্ষেত্রে এটি খুবই ভাল সিধান্ত। আপনি শুরু করেন হয়ে যাবে।  প্রথমে শুরুটাই একটিু প্রবলেম তারপর হলে আর কোন প্রবলেম থাকে না।
Title: Re: অল্টকয়েন নিয়ে কর্মশালা।
Post by: Markuri33 on December 08, 2020, 02:15:45 AM
আপনি যে বিষয়টা বলেছেন আমি আপনার সাথে একমত। আসলে যদি এরকম গ্রুপ করা হয় আমার ধারণা যে অনেক ভালো হয়।তাহলে দেখা যাবে এই ফোরামে সকল আপডেট নিউজ কিন্তু সকলের জানা থাকে না কিন্তু যখনই একটা আপডেট নিউজ দেয়া হবে আমার বিশ্বাস তখন সকল ইউজারগন সেটা ভাবে। এতে করে আমি মনে করি ফোরামের উন্নতি হবে।
Title: Re: অল্টকয়েন নিয়ে কর্মশালা।
Post by: Casual on December 11, 2020, 12:42:07 AM
এটি অবশ্যই ভাল পদক্ষেপে। আগামিতে আমাদের এই ফোরাম অনেক কঠোর হয়ে যাবে। সেই ক্ষেত্রে আমাদের একটা অবস্থানে থাকতেই হবে। এজন্যে যদি কোন ফোরাম বা গ্রুপ খোলা হয় সেক্ষেত্রে এটি খুবই ভাল সিধান্ত। আপনি শুরু করেন হয়ে যাবে।  প্রথমে শুরুটাই একটিু প্রবলেম তারপর হলে আর কোন প্রবলেম থাকে না।

হ্যাঁ আপনার কথা ঠিক আছে নিঃসন্দেহে এটি অনেক ভালো একটি পদক্ষেপ। বর্তমানে ফোরামের যে অবস্থা আমি মনে করি সামনে অনেক কঠোর করবে এই ফরমটি।সেজন্য যদি এই ফোরামে সবাই মিলে একটি গ্রুপ খোলা হয় তাহলে কিন্তু ভালো হবে কোন বিষয়ে কাজ করলে ভালো হবে বা মন্দ হবে এ বিষয়গুলো আলোচনা করা যাবে।
Title: Re: অল্টকয়েন নিয়ে কর্মশালা।
Post by: Jaya60 on December 13, 2020, 01:55:17 AM
এটি অবশ্যই ভাল পদক্ষেপে। আগামিতে আমাদের এই ফোরাম অনেক কঠোর হয়ে যাবে। সেই ক্ষেত্রে আমাদের একটা অবস্থানে থাকতেই হবে। এজন্যে যদি কোন ফোরাম বা গ্রুপ খোলা হয় সেক্ষেত্রে এটি খুবই ভাল সিধান্ত। আপনি শুরু করেন হয়ে যাবে।  প্রথমে শুরুটাই একটিু প্রবলেম তারপর হলে আর কোন প্রবলেম থাকে না।

হ্যাঁ ঠিক বলেছেন গ্রুপ খোলার প্রথমে একটু প্রবলেম হয় দেখা যায় কোন ইউজার অংশগ্রহণ করে না। পরে যখন আসলে বুঝতে পারে যে গ্রুপ থাকলে অনেক নতুন বিষয়গুলি জানা যায়। এবং তার মধ্যে অনেক কিছু শেখার আছে।কিছুই তো আমরা এখানে শেয়ার করতে পারি না এবং অল্প কিছু না বুঝতে পারলে সেটা বলতে পারিনা। গ্রুপ খুলেন সেখানে আমরা কিন্তু সেই বিষয়গুলো বলতে পারব এবং জানতে পারবো। আপনি প্রথমে গ্রুপ করুন কোন সমস্যা নেই পরে আস্তে আস্তে সেখানে হয়ে যাবে।
Title: Re: অল্টকয়েন নিয়ে কর্মশালা।
Post by: Magepai on December 13, 2020, 11:43:31 PM
আমি মনে করি যে অবশ্যই আমাদের এই অ্যালার্ট কয়েন ফোরামের সকল সিনিয়ার এবং জুনিয়র মিলে গ্রুপ খোলা প্রয়োজন। যেখানে ছোট-বড় সব মেম্বার নিজের মতবাদ প্রকাশ করতে পারবে। এবং যেকোন ধরনের আপডেট নিউজ দেয়া হবে যেখান থেকে সবকিছু সবাই জানতে।
Title: Re: অল্টকয়েন নিয়ে কর্মশালা।
Post by: Magepai on December 13, 2020, 11:45:41 PM
এটি অবশ্যই ভাল পদক্ষেপে। আগামিতে আমাদের এই ফোরাম অনেক কঠোর হয়ে যাবে। সেই ক্ষেত্রে আমাদের একটা অবস্থানে থাকতেই হবে। এজন্যে যদি কোন ফোরাম বা গ্রুপ খোলা হয় সেক্ষেত্রে এটি খুবই ভাল সিধান্ত। আপনি শুরু করেন হয়ে যাবে।  প্রথমে শুরুটাই একটিু প্রবলেম তারপর হলে আর কোন প্রবলেম থাকে না।

হ্যাঁ ঠিক বলেছেন গ্রুপ খোলার প্রথমে একটু প্রবলেম হয় দেখা যায় কোন ইউজার অংশগ্রহণ করে না। পরে যখন আসলে বুঝতে পারে যে গ্রুপ থাকলে অনেক নতুন বিষয়গুলি জানা যায়। এবং তার মধ্যে অনেক কিছু শেখার আছে।কিছুই তো আমরা এখানে শেয়ার করতে পারি না এবং অল্প কিছু না বুঝতে পারলে সেটা বলতে পারিনা। গ্রুপ খুলেন সেখানে আমরা কিন্তু সেই বিষয়গুলো বলতে পারব এবং জানতে পারবো। আপনি প্রথমে গ্রুপ করুন কোন সমস্যা নেই পরে আস্তে আস্তে সেখানে হয়ে যাবে।

হ্যাঁ ঠিক বলেছেন গ্রুপ খোলার প্রথমে দেখা যাবে একটু প্রবলেম হবে কিন্তু পরে আস্তে আস্তে দেখতে পাবো সব ঠিক হয়ে গেছে।আর আপনি যে বিষয়গুলো উল্লেখ করেছেন সে বিষয়গুলো অবশ্যই সবাই মাথায় রাখলে আমি মনে করি গ্রুপের সবাই এড হবে। গ্রুপ করলে কিন্তু সবারই লাভ আমি যেটা ভাবি।
Title: Re: অল্টকয়েন নিয়ে কর্মশালা।
Post by: Tamsialu$$ on December 19, 2020, 05:07:49 PM
আমি মনে করি যে অবশ্যই আমাদের এই অ্যালার্ট কয়েন ফোরামের সকল সিনিয়ার এবং জুনিয়র মিলে গ্রুপ খোলা প্রয়োজন। যেখানে ছোট-বড় সব মেম্বার নিজের মতবাদ প্রকাশ করতে পারবে। এবং যেকোন ধরনের আপডেট নিউজ দেয়া হবে যেখান থেকে সবকিছু সবাই জানতে।
ইয়েস ব্রো আপনার কথা সাথে আমি একমত পোষণ করছি। আসলে আমরা সবাই মিলে যদি একটা গ্রুপ তৈরি করি তাহলে দেখতে পাব আমাদের সবারই কিছু না কিছু উপকার হচ্ছে। আমাদের এই ফোরামের সবাই কিন্তু সব খোজ-খবর খবর রাখে না হয়তো কেউ রাখে আবার কেউ রাখেনা কিন্তু যে রাখে অবশ্যই সাথে সাথে গ্রুপে ছেড়ে দিলে সবাই দেখতে পারবে এবং এড হতে পারবে।
Title: Re: অল্টকয়েন নিয়ে কর্মশালা।
Post by: Akhi600 on December 19, 2020, 06:22:53 PM
ধন্যবাদ জানাই আপনাকে কারণ আপনি সুন্দর একটি উদ্যোগ গ্রহণ করেছে। আমি আপনার সাথে একমত পোষণ করছি একটি ভালো উদ্যোগ নিয়েছেন ধন্যবাদ
Title: Re: অল্টকয়েন নিয়ে কর্মশালা।
Post by: Irfan12@ on December 21, 2020, 11:42:12 AM
ভাই আপনি অনেক সুন্দর একটি কথা বলেছেন হ্যাঁ আমাদের  ফোরামে অনেক অনভিজ্ঞ ইউজার রয়েছে যারা এ সম্পর্কে ভাল বোঝে না বা তাদের কোনো ধারণা নেই তাদের উপকার এর জন্য একটা গ্রুপের প্রয়োজন তবে ইতিমধ্যে আমাদের এই ফোরামের সিনিয়র ভাইরা মিলে একটি টেলিগ্রাম গ্রুপ তৈরি করেছেন আমরা সেখানে যেকোনো ধরনের সমস্যা হলে প্রশ্ন করতে পারব এবং সেখান থেকে জানতে পারবো
Title: Re: অল্টকয়েন নিয়ে কর্মশালা।
Post by: bmw1 on December 21, 2020, 03:48:29 PM
হ্যাঁ ভাই আপনি অনেক সুন্দর পরিকল্পনা করছেন নিউ ইউজার বা অনভিজ্ঞ অনেক আছে যা altcoin সম্পকে বেশি ধারনা নেই আপনি একটা ফেসবুক গ্রুপ এবং টেলিগ্রাম গ্রুপ খুলেন এ গ্রুপে বাঙ্গালীদের এড করেন এবং বুঝিয়ে দেন এর সাথে আমাকে অ্যাড করে দিন কারণ আমিও এসবে বেশি জানিনা।
Title: Re: অল্টকয়েন নিয়ে কর্মশালা।
Post by: Alvida on January 06, 2021, 10:16:33 AM
হ্যাঁ ভাই আপনি খুব একটি ভালো সিদ্ধান্ত নিয়েছেন। সিদ্ধান্তটি যদি সাকসেসফুল তাহলে আমার মত যারা নতুন ইউজার আছে তারা মোটামুটি সব কিছু সম্পর্কে ধারণা পাবে। আমরা আপনার সাথে আছি।
Title: Re: অল্টকয়েন নিয়ে কর্মশালা।
Post by: Najmul on January 23, 2021, 01:36:11 PM
একটা ভাবনা এসেছে আমার মাথায় যারা আমার পক্ষে থাকবেন তাদের সংখ্যা বেশি হলে আমি সেই পথেই হাটব উদ্দেশ্য আপনাদের সহযোগিতা করা।
আমরা অনেক বাঙ্গালী ইউজার আছি যারা অল্টকয়েন ব্যবহারের নিয়ম-কানুন জানি না। যদিও এডমিন ও মডারেটরগণ এখন পর্যন্ত তেমন কোন জটিল সিদ্ধান্ত গ্রহণ করেননি অনভিজ্ঞদের বিরুদ্ধে। কিন্তু জনপ্রিয়তা যে হারে বাড়ছে তাতে আমার মনে হয় ৩/৪ মাসের মধ্যে এই সাইটের মডারেটররাও অনেক কঠোর হয়ে যেতে পারেন স্পাম আর অনভিজ্ঞদের জন্য।
তাই ভাবছিলাম বাঙ্গালীদের জন্য আমরা একটা ফেসবুক গ্রুপ, একটা টেলিগ্রাম গ্রুপ, এবং একটা স্কাইপি গ্রুপ খুললে কেমন হয়? সবাই আমরা অল্টকয়েন সম্পর্কে সেই গ্রুপে বিস্তারিত জানব। এমনকি যারা বুঝতে পারবেনা তদের সরাসরি ভিডিও কলের মাধ্যমে স্কাইপিতে স্ক্রিন শেয়ার করে শিখিয়ে দেয়া যাবে।
আমাকে মেসেজ করেছেন ট্রেডিং, বাউন্টি, সিগনেচার ইত্যাদি সম্পর্কে ভালভাবে জানতে চান! সবাইকে তো এক এক করে সময় দেওয়া কষ্টকর। তাই এই চিন্তা মাথায় আসল। আমি প্রয়োজনে অফলাইন কর্মশালার কথাও ভাবছি। আমি চাই বাঙ্গালীরা Altcoinstalks এ ভাল পজিশনে থাক।
ধন্যবাদ ভাইয়া আপনার এই মূল্যবান পোষ্টটি করার জন্য। এভাবে যদি ফেসবুক টেলিগ্রাম গ্রুপ খুলে নতুনদের যদি শেখানো হয় তাহলে সবাই সব কাজ সহজেই করতে পারবে। আর কোন কাজে কোনরকম ভুল করবে না এবং কি যার জন্য নতুনরা ভালোভাবে সব কাজ করতে পারবেন।
Title: Re: অল্টকয়েন নিয়ে কর্মশালা।
Post by: Tubelight on March 22, 2021, 07:00:07 AM
গুরুত্বপূর্ণ একটি সিদ্ধান্ত নিয়েছেন ভাই আপনি আপনাকে অসংখ্য ধন্যবাদ এগিয়ে যান আমরা আপনার সাথে আছি।
Title: Re: অল্টকয়েন নিয়ে কর্মশালা।
Post by: Fighter on March 22, 2021, 07:51:34 AM
একটা ভাবনা এসেছে আমার মাথায় যারা আমার পক্ষে থাকবেন তাদের সংখ্যা বেশি হলে আমি সেই পথেই হাটব উদ্দেশ্য আপনাদের সহযোগিতা করা।
আমরা অনেক বাঙ্গালী ইউজার আছি যারা অল্টকয়েন ব্যবহারের নিয়ম-কানুন জানি না। যদিও এডমিন ও মডারেটরগণ এখন পর্যন্ত তেমন কোন জটিল সিদ্ধান্ত গ্রহণ করেননি অনভিজ্ঞদের বিরুদ্ধে। কিন্তু জনপ্রিয়তা যে হারে বাড়ছে তাতে আমার মনে হয় ৩/৪ মাসের মধ্যে এই সাইটের মডারেটররাও অনেক কঠোর হয়ে যেতে পারেন স্পাম আর অনভিজ্ঞদের জন্য।
তাই ভাবছিলাম বাঙ্গালীদের জন্য আমরা একটা ফেসবুক গ্রুপ, একটা টেলিগ্রাম গ্রুপ, এবং একটা স্কাইপি গ্রুপ খুললে কেমন হয়? সবাই আমরা অল্টকয়েন সম্পর্কে সেই গ্রুপে বিস্তারিত জানব। এমনকি যারা বুঝতে পারবেনা তদের সরাসরি ভিডিও কলের মাধ্যমে স্কাইপিতে স্ক্রিন শেয়ার করে শিখিয়ে দেয়া যাবে।
আমাকে মেসেজ করেছেন ট্রেডিং, বাউন্টি, সিগনেচার ইত্যাদি সম্পর্কে ভালভাবে জানতে চান! সবাইকে তো এক এক করে সময় দেওয়া কষ্টকর। তাই এই চিন্তা মাথায় আসল। আমি প্রয়োজনে অফলাইন কর্মশালার কথাও ভাবছি। আমি চাই বাঙ্গালীরা Altcoinstalks এ ভাল পজিশনে থাক।
ভাই আমি আপনার সাথে আছি। খুব ভালো হবে এটা।বিশেষ করে অনেক নতুন ইউজারদের জন্য বেশি ভালো হবে।