Altcoins Talks - Cryptocurrency Forum
Local => বাংলা (Bengali) => Topic started by: totol02 on September 05, 2018, 09:48:51 AM
-
Litcoin সম্পর্কে আমরা সবাই অনেক জানি। লিটকয়েন মার্কেটকেপ অনুযায়ী তার সেরা 10 এর মধ্যে অবস্থান করে সব সময়ই। বিগত বছরগুলোতে লিটকয়েনের সর্বোচ্চ মূল্য ছিল 398 ডলার । আর এখন তার মূল্য মাত্র 65 ডলার । তাই ভবিষ্যতে লিটকয়েন এর মান কি হবে।
-
নতুন বছরে লিটকয়েন এর দাম অনেকটা বাড়তে পারে। কারন গত বরের শুরুতে সবধরনের কয়েনের মান ফুলে উঠেছিল । আর তাই আমি মনে করি সবধরনের কয়েন বাড়লে লিটকয়েন ও বাড়তে পারে বলে আমি মনে করি । আমি মনে করি যে এখন যে পজিসনে লিটকয়েন আছে তা থেকে 3 গুন বাড়তে পারে।
-
নতুন বচরে Litcoin এর মু্ল্য কয়েক গুন বেরে যওয়ার সম্ববনা রয়েছে । তাই আপনারা Litcoin এর মদ্যে বিনিয়োগ করতে পারেন ।
-
নতুন বছরে লিটকয়েন এর ভবিষ্যত খুবই ভালো হবে বলে আমি মনে করি। কারণ গত বছরের শেষ দিকে সব ধরনের কয়েন এর মান বেড়েছিল এখন সব ধরনের কয়েন এর মান শুধুই নিচে নেমে যাচ্ছে। আশা করি এরকম সব সময় হবে না। সামনের বছরগুলোতে ক্রিপ্টো কয়েন এর মান বাড়বে। তাই আমি মনে করি নতুন বছরে লিটকয়েনের ভবিষ্যত খুবই ভালো।
-
Litcoin আগে বাজার মূল্য অনেক কম ছিল কিন্তু এখন যারা ক্রয় করিতেছে তারা ভবিষ্যতে ভালো ডলার ইনকাম করতে পারবে। আমি মনে করি আগের তুলনায় Litcoin য়ের সামনে ভবিষ্যত অনেকটা ভালো । তাই আমিও কিছু Litcoin রেখেছে। আপনারা যতটুকু পারেন ক্রয় করে রাখুন এবং ভবিষ্যতে লাভবান হউন।
-
Litcoin এর দাম এখন দাম মোটামোটি ভালো কিন্তু আপনার Litcoin যতটুকু পারেন ক্রয় করে রাখুন কারণ সামনে দিনগুলোতে Litcoin দাম অনেক বাড়তে পারে। এই কয়েন আগে অনেক কম দাম ছিল কিন্তু এখন ও এত একটা বেশি দাম না নতুন বছরে Litcoin দাম অনেক বাড়বে।
-
এখন লিটকয়েন এর দাম অনেক কম মাত্র 42 ডলার । আমার মনে হয় লিটকয়েন এর সামনে কঠিন সময় অপেক্ষা করছে। আমরা যদি একটু দেখি তাহলে 2017 সালে লিটকয়েন এর মূল্য ছিল 3 ডলার । এভাবে নিচের দিকে নামতে থাকলে আমি মনে করি যে সামনে আবার তার পূর্বের মূলে যে কোন সময় ফিরে আসতে পারে ।
-
Litcoin সম্পর্কে আমরা সবাই অনেক জানি। লিটকয়েন মার্কেটকেপ অনুযায়ী তার সেরা 10 এর মধ্যে অবস্থান করে সব সময়ই। বিগত বছরগুলোতে লিটকয়েনের সর্বোচ্চ মূল্য ছিল 398 ডলার । আর এখন তার মূল্য মাত্র 65 ডলার । তাই ভবিষ্যতে লিটকয়েন এর মান কি হবে।
লিটকয়েন এর আজকের মান প্লাস ৩১ ডলার। যদিও লিটকয়েন বর্তমান মান খুব কম, তবে এটি খুব ভলো মানের কয়েন। এটি খুব বিশ্বস্ত এবং লাভ জনক কয়েন। তাই আমি বিশ্বাসকরি নতুন বছরে লিটকয়েন এর ভবিষ্যত খুব উজ্জ্বল হবে।
-
Litcoin সম্পর্কে আমরা সবাই অনেক জানি। লিটকয়েন মার্কেটকেপ অনুযায়ী তার সেরা 10 এর মধ্যে অবস্থান করে সব সময়ই। বিগত বছরগুলোতে লিটকয়েনের সর্বোচ্চ মূল্য ছিল 398 ডলার । আর এখন তার মূল্য মাত্র 65 ডলার । তাই ভবিষ্যতে লিটকয়েন এর মান কি হবে।
Litcoin is a more potential coin in the marker and it has strong techcology and team . And still now this coin suvive strongly in the marker to compete with other coins . So it has no dout that Litcoin price will be increase in next year .
-
লাইট কয়েন এর দাম খুবই কম সামনে দাম বাড়বে এখন যেহেতু দাম কম কিছুটা ক্রয় করতে পারেন এবং সামনে এটির দাম অনেক বাড়বে
-
লাইটকয়েন গত কয়েকবছর ধরে শীর্ষ ১০ এ থাকে কয়েনমার্কেটক্যাপে। আজকে ১ লাইটকয়েন এর দাম ৩০ ডলার। যদি বিটকয়েনের দাম বাড়ে তবে সব অলটকয়নের দাম বাড়বে। বিটকয়েনের দাম যদি ১০ হাজার ছাড়িয়ে যায় তবে লাইটকয়েনের দাম 150 ডলার হতে পারে। দেখা যাক নতুন বছর উঁকি দিচ্ছে কি হয় সামনে।
-
Ami mone kori notun bosor e light coin er valo price dekhte pabo. Akhn jehetu price ta kom ache sehetu amra kine rakhte pari. Asha kora jay valo price e sell kora jabe kichu din por.
-
@Rana590 thanks for suggestion. I already have invested some cheap altcoins, HUM, dogecoin, ripple, cardano, some etc, and 200 CHT.
-
@Rana590 thanks for suggestion. I already have invested some cheap altcoins, HUM, dogecoin, ripple, cardano, some etc, and 200 CHT.
Dogecoin, ripple, cardano এগুলো ভালো কয়েন। অন্যগুলো শিটকয়েন। লাইটকয়েন কিন্তু মার্কেটের স্ট্রং কয়েনগুলোর মধ্যে অন্যতম। এইজন্য আমি এটাকে বিটকয়েন, ইথার, রিপলের পরে সবচেয়ে ভালো কয়েন মনে করি।
-
Litcoin সম্পর্কে আমরা সবাই অনেক জানি। লিটকয়েন মার্কেটকেপ অনুযায়ী তার সেরা 10 এর মধ্যে অবস্থান করে সব সময়ই। বিগত বছরগুলোতে লিটকয়েনের সর্বোচ্চ মূল্য ছিল 398 ডলার । আর এখন তার মূল্য মাত্র 65 ডলার । তাই ভবিষ্যতে লিটকয়েন এর মান কি হবে।
ক্রিপ্টোর ভবিষ্যৎ বলা খুবই কঠিন কারন এটি কোনো নির্দিষ্ট নিয়মে চলে না। তবে আসা করা যায় ৩-৪ মাস কর ক্রিপ্ট পার্কেট কিছুটা ভালো হতে পাড়ে।
-
Litcoin সম্পর্কে আমরা সবাই অনেক জানি। লিটকয়েন মার্কেটকেপ অনুযায়ী তার সেরা 10 এর মধ্যে অবস্থান করে সব সময়ই। বিগত বছরগুলোতে লিটকয়েনের সর্বোচ্চ মূল্য ছিল 398 ডলার । আর এখন তার মূল্য মাত্র 65 ডলার । তাই ভবিষ্যতে লিটকয়েন এর মান কি হবে।
লাইট কয়েনের দাম অনেক কমে গেছে। আর লাইটকয়েন বেশি পরিমানে ব্যবহার হয় না। তাই আমি মনে করি লাইট কয়েন ২০১৭ এর মত দাম বাড়তে সময় লাগবে।