Altcoins Talks - Cryptocurrency Forum

Local => বাংলা (Bengali) => Topic started by: Salauddin on September 06, 2018, 03:03:13 AM

Title: ICOগুলির ভবিষ্যৎ কি হতে পারে?
Post by: Salauddin on September 06, 2018, 03:03:13 AM
কোন সন্দেহ নেই যে ICO বাজারে এখনও সফল কিছুই দেখা যায় না, এবং বাজারে কিছু মৌলিক শক্তিশালী প্রকল্প আছে, কিন্তু একটি সংশোধন সময় কারণে হয়। ICO ক্রমবর্ধমান মূল কারণগুলির একটি ছিল প্রবিধানের অভাব, কিন্তু এটি ধীরে ধীরে পরিবর্তিত হচ্ছে।

আমরা আগামী বছরের মধ্যে ICO কাছাকাছি কিছু লাল টেপ আশা করতে পারে। একটি কঠোর কাঠামো অপরিহার্যভাবে খারাপ খবর নয় কারণ এটি খারাপ ব্যক্তি এবং সম্ভাব্য স্ক্যামগুলি থেকে ভাল প্রকল্পকে পৃথক করার জন্য সহায়তা করবে।

নিয়মিত বিনিয়োগকারীর জন্য, বিনিয়োগের আগে ICO পরিসরের বেনিফিট, ঝুঁকি এবং সম্ভাব্য আইনি আপত্তিগুলি গুরুত্বের জন্য গুরুত্বপূর্ণ।
Title: Re: ICOগুলির ভবিষ্যৎ কি হতে পারে?
Post by: joy73 on September 10, 2018, 10:16:00 AM
এখন বেশির ভাগ কয়েনই ICO সফল করতে পারে না । কারন এখন ক্রিপ্টোকারেন্সি কয়েন গুলোর খারাপ আবস্থা থাকার কারনে ICO কয়েন গুলো সফল হতে পারছে না । এখন মার্কেটে খুবই নতুন কয়েন কম আসছে। কারন এখন ICO করতে হলে অনেক করা নিয়ম মেনে তাদের ICO সফল করতে হয়। তাই এখন কয়েন মার্কেটে কম উঠছে।
Title: Re: ICOগুলির ভবিষ্যৎ কি হতে পারে?
Post by: sornaakter01 on September 10, 2018, 03:31:23 PM
ICO কয়েন গুলোর এখন খুবই খারাপ অবস্থা । কারন এখন সব ICO সফল হতে পারে না বলে কয়েন মার্কেটে উঠতে পারে না। আর কয়েন মার্কেটে না উঠলে ICO তে যারা বিনিয়োগ করেছিল তাদের অনেক লস হয়ে যায় । তার পর তারা আর কোন ICO তে বিনিয়োগ করতে চায় না।
Title: Re: ICOগুলির ভবিষ্যৎ কি হতে পারে?
Post by: skemon on September 11, 2018, 02:57:41 PM
এখন দেখা যায় যত গুলো কয়েন ICO করে তার 10% কয়েন ও মার্কেটে উঠতে পারে না । তাই বলা যায় যে ICO  কয়েন গুলোর এখন খুব বেহাল অবস্থা । এখন আর মানুষ ICO তে বিনিয়োগ করতে চায় না ICO এর বেহাল দসার কারনে। তাই সবাই আবারও যদি এটিতে বিনিয়োগ করে তাহলে ICO  কয়েন অনেক পরিমানে ওঠবে । আর ICO  বেহাল দসার পরিবর্তন হবে।
Title: Re: ICOগুলির ভবিষ্যৎ কি হতে পারে?
Post by: totol02 on September 12, 2018, 06:47:44 AM
ICO কয়েন গুলোর এখন বেহাল দশা। ICO কয়েন এর বেহাল দশার কারনে ক্রিপ্টোজগতে এ অনেক পরিবর্তন এসেছে। ICO কয়েন গুলো এখন কমই মার্কেটে উঠতে পারে কারন এখন খুবই করা নিয়ম মেনে কয়েন গুলো মার্কেটে উঠে । তাই যেই কয়েনগুলো এই শর্ত পূরন করতে পারবে না সেই কয়েনগুলো আর মার্কেটে উঠতে পারে না। ভবিষ্যতে খুবই কম কয়েনই মার্কেটে উঠতে পারবে বলে আমি মনে করি। 
Title: Re: ICOগুলির ভবিষ্যৎ কি হতে পারে?
Post by: Salauddin on September 12, 2018, 01:59:35 PM
ICO কয়েন গুলোর এখন বেহাল দশা। ICO কয়েন এর বেহাল দশার কারনে ক্রিপ্টোজগতে এ অনেক পরিবর্তন এসেছে। ICO কয়েন গুলো এখন কমই মার্কেটে উঠতে পারে কারন এখন খুবই করা নিয়ম মেনে কয়েন গুলো মার্কেটে উঠে । তাই যেই কয়েনগুলো এই শর্ত পূরন করতে পারবে না সেই কয়েনগুলো আর মার্কেটে উঠতে পারে না। ভবিষ্যতে খুবই কম কয়েনই মার্কেটে উঠতে পারবে বলে আমি মনে করি।

আপনি ঠিক বলেছেন যে ICO এখো বেশিরভাগ ই মার্কেট এ আসতে পারেনা, এটার মুল কারন হলো তাদের আসা অনুযায়ি টোকেন বিক্রি না করতে পারা।
Title: Re: ICOগুলির ভবিষ্যৎ কি হতে পারে?
Post by: priyanka624 on September 13, 2018, 07:20:56 AM
আমি মনে করি যে ভবিষ্যতে ICO খুবই কম কয়েন সফল হবে। কারণ এখন দেখা যায় যে কয়েনগুলো আইসিও করে  তার থেকে মাত্র 10% কয়েন ও মার্কেটে উঠতে পারছে না। তাই আমি মনে করি ICO টিম যদি তারা তাদের কিছু শর্তাবলী কমিয়ে আনে তবে অনেক কয়েন মার্কেটে উঠতে পারবে এবং মার্কেটের অবস্থা ও উপরের দিকে উঠবে।
Title: Re: ICOগুলির ভবিষ্যৎ কি হতে পারে?
Post by: Salauddin on September 13, 2018, 11:01:22 AM
আমি মনে করি যে ভবিষ্যতে ICO খুবই কম কয়েন সফল হবে। কারণ এখন দেখা যায় যে কয়েনগুলো আইসিও করে  তার থেকে মাত্র 10% কয়েন ও মার্কেটে উঠতে পারছে না। তাই আমি মনে করি ICO টিম যদি তারা তাদের কিছু শর্তাবলী কমিয়ে আনে তবে অনেক কয়েন মার্কেটে উঠতে পারবে এবং মার্কেটের অবস্থা ও উপরের দিকে উঠবে।

আপনার ধারনা টা একটু ভুল, যদি সব এক্সচেঞ্জার গুলা কয়েন/টোকেন লস্টিং করার জন্যে যদি তারা তাদের কিছু শর্তাবলী কমিয়ে আনে তবে অনেক কয়েন মার্কেট এ আসবে খালি স্ক্যাম করার জন্যে, তখন সমস্যা গুলা আরো অনেকগুন বেরে যাবে।