Altcoins Talks - Cryptocurrency Forum

Local => বাংলা (Bengali) => Topic started by: Salauddin on September 07, 2018, 05:49:57 AM

Title: এবার ৭ হাজারের ঘরে বিটকয়েন, বাজে অবস্থা অন্য ক্রিপ্টো-কারেন্সিগুলোরও
Post by: Salauddin on September 07, 2018, 05:49:57 AM
এবার ৭ হাজারের ঘরে বিটকয়েন, বাজে অবস্থা অন্য ক্রিপ্টো-কারেন্সিগুলোরও, কিন্তু এখানেই শেষ নয়। বিটকয়েনের আরো বিশাল দরপতন হতে পারে। কারন, চীন বিটকয়েন ব্যবহার করা নিষিদ্ধ ঘোষণা করেছে। শুধু তাই নয়, চীনের নাগরিকগন যাতে বিটকয়েন কারেন্সি এক্সচেঞ্জ ব্রাউজ করতে না পারে, তারও ব্যবস্থা নিচ্ছে দেশটি। অর্থাৎ, বিটকয়েন ব্যানের জন্য যা যা করা দরকার, সব করবে দেশটি।
বিশ্বের দ্বিতীয় বৃহত্তম অর্থনীতি চীন যদি নাগরিকদের বিটকয়েন ব্যবহার করতে না দেয়, তাহলে সম্ভাবনা আছে যে আরো অনেক দেশ একই পন্থা অনুসরন করবে। আর যেহেতু বিটকয়েন কোন দেশের কেন্দ্রীয় ব্যাংকের নিয়ন্ত্রনভুক্ত নয়, তাই অনেক দেশই চাইবে না বিকল্প আরেকটি অর্থ ব্যবস্থা তৈরি হোক।

এক নজরে প্রধান ক্রিপ্টোকারেন্সিগুলোর দরপতনঃ

বিটকয়েনঃ নভেম্বর ২০১৭ সালের সর্বোচ্চ ১৯ হাজার ডলার থেকে বর্তমানে ৬৫০১ ডলার
ইথেরিয়ামঃ জানুয়ারী ৯, ২০১৮ সালের সর্বোচ্চ ১২৫৫ ডলার থেকে বর্তমানে ২৩০ ডলার
বিটকয়েন ক্যাশঃ ২০ ডিসেম্বর ২০১৭ সালের সর্বোচ্চ ৪০৯১ ডলার থেকে বর্তমানে ৫২৩ ডলার
লিটকয়েনঃ ১৯ ডিসেম্বর ২০১৭ সালের সর্বোচ্চ ৩৬৬ ডলার থেকে বর্তমানে ৫৮ ডলার
Title: Re: এবার ৭ হাজারের ঘরে বিটকয়েন, বাজে অবস্থা অন্য ক্রিপ্টো-কারেন্সিগুলোরও
Post by: joy73 on September 10, 2018, 09:54:27 AM
আসলে এখন ক্রিপ্টোমার্কেটের বেহাল দশা কি কারনে আমরা হয়তো কেউ বলতে পারবো না । আবার কবে ক্রিপ্টোমার্কেটের ভালো সময় কখন আসবে আমরা কেউই বলতে পারবো না । এটা নিয়ে যারা গবেষনা করেন তারাই এটি মনে হয় বলতে পারবে।  আমার মনে হয়  ক্রিপ্টোকারেন্সি 2018 সালের শেষের দিকে একটা পরিবর্তন আসতে যাচ্ছে।
Title: Re: এবার ৭ হাজারের ঘরে বিটকয়েন, বাজে অবস্থা অন্য ক্রিপ্টো-কারেন্সিগুলোরও
Post by: skemon on September 11, 2018, 03:19:09 PM
আমার মনে হয় যে বিটকয়েন তার মূল্য সব সময়ই 8000 থেকে 14000 পর্যন্ত উঠা নামা করবে। আর সব কয়েনেরই মান কমতে থাকবে। কারন বিটকয়েন দিয়ে সকল ধরনের লেনদেন হয়ে থাকে এখন গাড়ি , বাড়ি সকল পন্য কিনতে হলে বিটকয়েন দরকার। তাই বিটকয়েনের চাহিদা থাকবে সব সময়ই। তাই আমি মনে করি যে বিটকয়েন আগামী দিনে আরো অনেক পরিবর্তন হতে পারে।
Title: Re: এবার ৭ হাজারের ঘরে বিটকয়েন, বাজে অবস্থা অন্য ক্রিপ্টো-কারেন্সিগুলোরও
Post by: totol02 on September 12, 2018, 05:05:20 AM
এই অবস্থার কারন হলো বিনিয়োগকারীরা এখন আর ক্রিপ্টোকারেন্সিতে বিনিয়োগ করতে চাচ্ছে না। কারন এখন বিভিন্ন এক্সেঞ্জার থেকে কোটি কোটি ডলার চুরি হওয়ার পর থেকে বিনিয়োগকারীরা আর ক্রিপ্টোটে বিনিয়োগ করতে চাচ্ছে না। তাই আমি মনে করি যদি এক্সেঞ্জার সাইট গুলো এর কঠিন নিরাপত্তা দিতে পারে তাহলে আবারও ক্রিপ্টোকারেন্সি মুদ্রা গুলো উপরে উঠতে পারবে। তানা হলে সম্বব না।
Title: Re: এবার ৭ হাজারের ঘরে বিটকয়েন, বাজে অবস্থা অন্য ক্রিপ্টো-কারেন্সিগুলোরও
Post by: Goku01 on September 12, 2018, 01:10:48 PM
আমার মতে ২০১৯ এর শুরুতে দাম আবার বাড়বে। আগের বছর দাম বাড়ার আগে সব ক্রিপ্টোকারেন্সির দাম কমে গেছলো। এইটা হয়তো ১ টা ট্রাটেজি ফলো করতিছে। পেনিক হয়ে অনেকে তাদের হোল্ড করা টকেন সেল করে দিতে পারে। এর এই রকম হিউজ চেঞ্জ এর কারোনেই অনেক নিউ ইনভেস্টর জয়েন করে। মানে ফ্রি এডভাটাইস্মেন্ট ও হয়ে গেল। এটা আমার ধারণা। আমার কথা ভুল ও হতে পারে। কেও সঠিক জানলে আমাকে জানাবেন ।
Title: Re: এবার ৭ হাজারের ঘরে বিটকয়েন, বাজে অবস্থা অন্য ক্রিপ্টো-কারেন্সিগুলোরও
Post by: Salauddin on September 12, 2018, 01:22:12 PM
আসলে এখন ক্রিপ্টোমার্কেটের বেহাল দশা কি কারনে আমরা হয়তো কেউ বলতে পারবো না । আবার কবে ক্রিপ্টোমার্কেটের ভালো সময় কখন আসবে আমরা কেউই বলতে পারবো না । এটা নিয়ে যারা গবেষনা করেন তারাই এটি মনে হয় বলতে পারবে।  আমার মনে হয়  ক্রিপ্টোকারেন্সি 2018 সালের শেষের দিকে একটা পরিবর্তন আসতে যাচ্ছে।
বলা যাবেনা তবে দাম বাড়ার সম্ভাবনা খুব কম, এটা আসলে কয়েকটা ব্যাক্তির হাতে রয়েছে সব তারা চাইলেই বারাতে পারে।
Title: Re: এবার ৭ হাজারের ঘরে বিটকয়েন, বাজে অবস্থা অন্য ক্রিপ্টো-কারেন্সিগুলোরও
Post by: Salauddin on September 12, 2018, 01:23:39 PM
আমার মনে হয় যে বিটকয়েন তার মূল্য সব সময়ই 8000 থেকে 14000 পর্যন্ত উঠা নামা করবে। আর সব কয়েনেরই মান কমতে থাকবে। কারন বিটকয়েন দিয়ে সকল ধরনের লেনদেন হয়ে থাকে এখন গাড়ি , বাড়ি সকল পন্য কিনতে হলে বিটকয়েন দরকার। তাই বিটকয়েনের চাহিদা থাকবে সব সময়ই। তাই আমি মনে করি যে বিটকয়েন আগামী দিনে আরো অনেক পরিবর্তন হতে পারে।

এটার মুল্য ২০২২ সালের আগে বারার সম্ভাবনা খুবই কম, তবে সিউর না যা দাম বারবেই।
Title: Re: এবার ৭ হাজারের ঘরে বিটকয়েন, বাজে অবস্থা অন্য ক্রিপ্টো-কারেন্সিগুলোরও
Post by: Salauddin on September 12, 2018, 01:26:47 PM
এই অবস্থার কারন হলো বিনিয়োগকারীরা এখন আর ক্রিপ্টোকারেন্সিতে বিনিয়োগ করতে চাচ্ছে না। কারন এখন বিভিন্ন এক্সেঞ্জার থেকে কোটি কোটি ডলার চুরি হওয়ার পর থেকে বিনিয়োগকারীরা আর ক্রিপ্টোটে বিনিয়োগ করতে চাচ্ছে না। তাই আমি মনে করি যদি এক্সেঞ্জার সাইট গুলো এর কঠিন নিরাপত্তা দিতে পারে তাহলে আবারও ক্রিপ্টোকারেন্সি মুদ্রা গুলো উপরে উঠতে পারবে। তানা হলে সম্বব না।
আসলে ফরেক্স আর ট্রেডিং মার্কেট এর উপর ভিত্তি করে এগুলার দাম উঠা নামা করে থাকে, আসলে সেখাঙ্কার অবস্তা খারাপ এটার কারনেই এই অবস্তা ।
Title: Re: এবার ৭ হাজারের ঘরে বিটকয়েন, বাজে অবস্থা অন্য ক্রিপ্টো-কারেন্সিগুলোরও
Post by: Salauddin on September 12, 2018, 01:30:15 PM
আমার মতে ২০১৯ এর শুরুতে দাম আবার বাড়বে। আগের বছর দাম বাড়ার আগে সব ক্রিপ্টোকারেন্সির দাম কমে গেছলো। এইটা হয়তো ১ টা ট্রাটেজি ফলো করতিছে। পেনিক হয়ে অনেকে তাদের হোল্ড করা টকেন সেল করে দিতে পারে। এর এই রকম হিউজ চেঞ্জ এর কারোনেই অনেক নিউ ইনভেস্টর জয়েন করে। মানে ফ্রি এডভাটাইস্মেন্ট ও হয়ে গেল। এটা আমার ধারণা। আমার কথা ভুল ও হতে পারে। কেও সঠিক জানলে আমাকে জানাবেন ।
বিতকয়েন এর দাম বাড়া বা কমা কয়েকটা ব্যাক্তির হাতে রয়েছে, এটা আসলে তাদের হাতেই, তারা চাইলে দাম বাড়াতে পারে আবার কমাতেও পারে তবে তারা এতো সহোজে দাম বারাবেনা।
Title: Re: এবার ৭ হাজারের ঘরে বিটকয়েন, বাজে অবস্থা অন্য ক্রিপ্টো-কারেন্সিগুলোরও
Post by: sornaakter01 on September 12, 2018, 07:24:13 PM
আমরা জানি যে এখন ক্রিপ্টোকারেন্সির ভাল সময় নয় ।কারন এখন ভিটকয়েন অনেক নিচের দিকে অছে যা গত কয়েক মাস অগে অনেক উপর দিকে ছিল ।তাই আগে অনেক লেন দেন কমে গেছে ।
Title: Re: এবার ৭ হাজারের ঘরে বিটকয়েন, বাজে অবস্থা অন্য ক্রিপ্টো-কারেন্সিগুলোরও
Post by: priyanka624 on September 13, 2018, 07:18:04 AM
আমার মনে হয় এভাবে চলতে থাকলে সকল ক্রিপ্টোকারেন্সি আবার নিচে চলে যেতে পারে । কারন আপনারা দেখবেন যে বিটকয়েন যখন 19000 ডলারে পৌছেছিল তখন থেকে সকল ক্রিপ্টোকারেন্সি আবার নিচে নামতে থাকে । এখন ও এটি নিচের দিকেই চলছে। তাই আমি মনে করি যে এভাবে চলতে থাকলে সকল ক্রিপ্টোকারেন্সি এক সময় তা নিশ্বেষ হয়ে যেতে পারে।
Title: Re: এবার ৭ হাজারের ঘরে বিটকয়েন, বাজে অবস্থা অন্য ক্রিপ্টো-কারেন্সিগুলোরও
Post by: Salauddin on September 13, 2018, 11:15:06 AM
আমার মনে হয় এভাবে চলতে থাকলে সকল ক্রিপ্টোকারেন্সি আবার নিচে চলে যেতে পারে । কারন আপনারা দেখবেন যে বিটকয়েন যখন 19000 ডলারে পৌছেছিল তখন থেকে সকল ক্রিপ্টোকারেন্সি আবার নিচে নামতে থাকে । এখন ও এটি নিচের দিকেই চলছে। তাই আমি মনে করি যে এভাবে চলতে থাকলে সকল ক্রিপ্টোকারেন্সি এক সময় তা নিশ্বেষ হয়ে যেতে পারে।

আসলে এটা একেবারে বন্ধ করা প্রায় অসম্ভব কারন, এটা যারা পরিচালনা করে তারা সকল আইন এর ধরা ছোয়া এর বাইরে আছে এখোনো। আপনি নিশ্চিত থাকতে পারেন যে এটা একেবারে বন্ধ হবেনা।