Altcoins Talks - Cryptocurrency Forum

Local => বাংলা (Bengali) => Topic started by: joy73 on September 10, 2018, 09:59:09 AM

Title: বিটকয়েন আসলে কি?
Post by: joy73 on September 10, 2018, 09:59:09 AM
বিটকয়েন হল এক প্রকার ইলেক্ট্রনিক কারেন্সি। এগোলোকে সাধারণত ক্রিপ্টোকারেন্সি বলা হয়ে থাকে। আমরা যে টাকা বা ডলার দিয়ে কেনাবেচা করি তা প্রিন্ট করতে হয়, তৈরি করতে হয়। বিটকয়েনও তৈরি হয়। তবে নরমাল টাকার মত না। কারণ বিটকয়েন প্রিন্ট করতে হয় না। বিটকয়েন তৈরি হয় বিশাল বিশাল অঙ্ক সমাধান করার মাধ্যমে। এখন অনেকে চিন্তা করছেন যে ভার্চুয়াল অর্থের মধ্যে অঙ্কের সমাধান কেন করা লাগবে।
Title: বিটকয়েন কীভাবে কাজ করে?
Post by: joy73 on September 10, 2018, 10:00:15 AM
পৃথিবীর সব অর্থ মানে টাকা, ডলার এর একটি করে নিয়ন্ত্রণ সংস্থা আছে। এই কাজটি সাধারণত সরকার করে থাকে। কিন্তু আপনি জেনে অবাক হবেন যে বিটকয়েন এর কোন এরকম সংস্থা নেই। বিটকয়েন পুরোটাই পাবলিক। কেউ বিটকয়েন কে নিয়ন্ত্রণ করে না। বিটকয়েন নিজেই নিজের কাজ করতে থাকে।

আপনার কাছে যখন বিটকয়েন থাকবে তখন এই বিটকয়েন আপনার ঘরে রাখা মূল্যবান জিনিস এর মতই কাজ করবে। কারণ আপনি যখন বিটকয়েন এর মালিক হবেন তখন আপনার কাছে একটি গোপন কোড থাকবে। ঐ কোডের ভিতরেই বিটকয়েন এর সব কিছু থাকে। অর্থাৎ কেউ যদি ঐ কোড পেয়ে যায় তাহলে সেই বিটকয়েন এর মালিক।

এই কোড অনেকে অনলাইন সার্ভিস যেমন-কয়েনবেস এ সংরক্ষণ করে। তবে যারা অনেক বেশি বিটকয়েন নিজে কার করে তারা সাধারণত এই কোড নিজের কাছে রাখে। নিজের কাছে রাখার  সময়ও সাবধান থাকতে হয় অনেক। কারণ কেই এই কোড পেয়ে গেলে এই বিটকয়েন ফেরত আনার কোন উপায় নেই।

তবে সবচেয়ে বড় ব্যাপার  বিটকয়েন দিয়ে কেউ কখন জালিয়াতি করতে পারবে না। কারণ বিটকয়েন এ কার কাছে কত বিটকয়েন আছে তা সবাই দেখতে পারে। কিন্তু এটা দেখতে পারলেও ঐ বিটকয়েন এর মালিক আসলে কে তা বের করা সম্ভব না। কারণ আমি আগেই বলেছি সেটি হল কার কাছে বিটকয়েন থাকলে তার কাছে শুধু মাত্র একটি সংখ্যা থাকে। তাই বিটকয়েন আদান প্রদান এর বিষয়টি সবাই দেখতে পারলেও ঐ বিটকয়েন এর মালিক আসলে কে তা বোঝা সম্ভব নয়।
Title: বিটকয়েন এর দাম এবং নিয়ম-নীতি
Post by: joy73 on September 10, 2018, 10:04:10 AM
আপনি জেনে অবাক হবে যে আমার এই টিউন লেখার সময় ১ বিটকয়েন এর দাম ৪৩৩৪.৬৮ ডলার বা ৩৫৭৫৬৩.০২ টাকা। কিছুদিন আগেও বিটকয়েন এর দাম এত ছিল না। কিন্তু ৩-৪ দিনে বিটকয়েন এর দাম প্রায় দুই গুন হয়ে গেছে। টাকা বা ডলার এর মত বিটকয়েন এর দামও প্রতি সেকেন্ডে পরিবর্তন হয়ে যায়।

যেহেতু বিটকয়েন কেউ নিয়ন্ত্রণ করে না তাই বিটকয়েন কিছু নিয়ম-নীতি মেনে চলে। এই নিয়মগুলো বিটকয়েন তৈরি করার সময় ঠিক করা হয়েছিল। আমরা যখন ব্যাংক এ আমাদের টাকা রাখি তখন ব্যাংক সেই টাকার সম পরিমাণ স্বর্ণ জমা রাখে। কিন্তু বিটকয়েন এর বেলায় সেটা ঘটে না। কারণ বিটকয়েন যেহেতু কেউ নিয়ন্ত্রণ করে নাই তাই বিটকয়েন এর ভ্যালু বিটকয়েন নিজেই। আপনাদের বুঝতে একটু সমস্যা হতে পারে। তবে আশা করি বুঝবেন।
Title: Re: বিটকয়েন আসলে কি?
Post by: sornaakter01 on September 10, 2018, 03:40:28 PM
আপনি ভালো একটি পোষ্ট করেছেন । এসব পোষ্ট আমাদের জন্য অনেক উপকার বয়ে নিয়ে আসবে। কারন ক্রিপ্টোকারেন্সি সম্পর্কে আমরা জানতে পারলে আমাদের অনেক অভিজ্ঞতা হবে। তাই আমরা এসকল পোষ্ট পড়ে অনেক কিছু জানতে পারি। আমার অনুরোধ সবাই এধরনের পোষ্ট খেয়াল করবেন।
Title: Re: বিটকয়েন আসলে কি?
Post by: skemon on September 11, 2018, 02:44:54 PM
বিটকয়েন হলো এক প্রকার ইলেক্টিক মুদ্রা । যা মানুষ অনলাইলে কেনা বেচা করে থাকে। এক এক সময় এর মান এক এক রকম হয়ে থাকে । এর মান সেকেন্ডে উঠা নামা করে। এর সবোচ্চ মূল্য ছিল 19000 ডলার । আর এটি যখন শুরু হয়েছিল তখন এর দাম ছিল 0.06 ডলার । তাই কল্পনাই করা যায় না যদি আপনার কাছে 1000 বিটকয়েন থাকতো তা হলো আপনি কোটি কোটি টাকার মালিক থাকতেন ।
Title: Re: বিটকয়েন আসলে কি?
Post by: totol02 on September 12, 2018, 07:31:03 AM
বিটকয়েন এক ধরনের ইলেক্টিক ডিজিটাল মুদ্রা। এটি প্রথমে অস্ট্রেলিয়ান নাগরিক সাতোশি নাকামোতো নামক একজন ব্যক্তি এর আবিষ্কার করেন। এটি অনলাইনের মাধ্যমে লেনদেন হয়। এটি দিয়ে এখন প্রায় সকল জিনিস ক্রয় করা যায়। গাড়ি, বাড়ি খেকে শুরু করে প্রায় সব জিনিসপত্রই এখন বিটকয়েন দিয়ে হয়ে থাকে।
Title: Re: বিটকয়েন আসলে কি?
Post by: Primo1760 on November 25, 2020, 06:36:55 PM
বিটকয়েন ক্রিপ্টোকারেন্সি একটি ভার্চুয়াল মুদ্রার নাম ।
Title: Re: বিটকয়েন আসলে কি?
Post by: Crypto_Somrat on November 25, 2020, 06:41:49 PM
বিটকয়েন হল এক প্রকার ইলেক্ট্রনিক কারেন্সি। এগোলোকে সাধারণত ক্রিপ্টোকারেন্সি বলা হয়ে থাকে। আমরা যে টাকা বা ডলার দিয়ে কেনাবেচা করি তা প্রিন্ট করতে হয়, তৈরি করতে হয়। বিটকয়েনও তৈরি হয়। তবে নরমাল টাকার মত না। কারণ বিটকয়েন প্রিন্ট করতে হয় না। বিটকয়েন তৈরি হয় বিশাল বিশাল অঙ্ক সমাধান করার মাধ্যমে। এখন অনেকে চিন্তা করছেন যে ভার্চুয়াল অর্থের মধ্যে অঙ্কের সমাধান কেন করা লাগবে।
আপনাকে ধন্যবাদ বিটকয়েন সম্পর্কে অনেক গুরুত্বপূর্ণ ধারণা দিয়েছেন। আমি মনে করি সারা বিশ্বের প্রায় সবাই এখন কমবেশি বিটকয়েন সম্পর্কে অবগত। নতুন যারা বিটকয়েনের সাথে পরিচিত না। তারা আপনার পোষ্ট থেকে বিটকয়েন সম্পর্কে ধারণা পাবে।
Title: Re: বিটকয়েন আসলে কি?
Post by: Triedboy on November 27, 2020, 02:27:50 AM
বিটকয়েন আসলে কি এ সম্পর্কে আপনি অনেক সুন্দর ভাবে টপিক তৈরি করেছেন। আপনি এভাবে পোস্ট করতে থাকুন আমার বিশ্বাস আপনি অনেক দূর এগিয়ে যেতে পারবেন।
Title: Re: বিটকয়েন আসলে কি?
Post by: Triedboy on November 27, 2020, 02:29:46 AM
বিটকয়েন এক ধরনের ইলেক্টিক ডিজিটাল মুদ্রা। এটি প্রথমে অস্ট্রেলিয়ান নাগরিক সাতোশি নাকামোতো নামক একজন ব্যক্তি এর আবিষ্কার করেন। এটি অনলাইনের মাধ্যমে লেনদেন হয়। এটি দিয়ে এখন প্রায় সকল জিনিস ক্রয় করা যায়। গাড়ি, বাড়ি খেকে শুরু করে প্রায় সব জিনিসপত্রই এখন বিটকয়েন দিয়ে হয়ে থাকে।

আসলে সঠিক করে কিন্তু আমরা কেউ বলতে পারবোনা যে বিটকয়েন এর আবিষ্কারক কে। তারপরে আমরা ধারণা করি আসলে বিজ্ঞানের আবিষ্কার করেছে সাতোশি নাকামোতো।
Title: Re: বিটকয়েন আসলে কি?
Post by: Salauddin on November 27, 2020, 03:57:23 AM
বিটকইয়েন আসলে একটা ভারতুয়াল মুদ্রা জা আমরা চোখে দেখতে পারিনা বা স্পর্স করতে পারিনা তবে ভারতুয়ালি এটা ব্যাবহার করতে পারি, তবে বীটকয়েন দিয়ে আরো অনেক কাজ ই আমরা করতে  পারি এবং অনেক জায়গাতে পেমেন্ট করতেও পারি এবং কেনাকাটা করতে পারি।
Title: Re: বিটকয়েন আসলে কি?
Post by: Mayajal on November 27, 2020, 04:16:51 AM
বিটকয়েন হলো ডিজিটাল কারেন্সি মুদ্রা। আমি এ পর্যন্তই জানতাম কিন্তু আপনার পোষ্ট থেকে আমি সম্পূর্ণ সম্পর্কে বুঝেছি তাইএ ধরনের পোস্ট দেওয়ার জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ আরো যদি নতুন ধরনের পোস্ট থাকে প্লিজ আমাদের জানাবেন।
Title: Re: বিটকয়েন আসলে কি?
Post by: Crypto_Somrat on November 27, 2020, 04:57:03 AM
বিটকয়েন হল এক প্রকার ইলেক্ট্রনিক কারেন্সি। এগোলোকে সাধারণত ক্রিপ্টোকারেন্সি বলা হয়ে থাকে। আমরা যে টাকা বা ডলার দিয়ে কেনাবেচা করি তা প্রিন্ট করতে হয়, তৈরি করতে হয়। বিটকয়েনও তৈরি হয়। তবে নরমাল টাকার মত না। কারণ বিটকয়েন প্রিন্ট করতে হয় না। বিটকয়েন তৈরি হয় বিশাল বিশাল অঙ্ক সমাধান করার মাধ্যমে। এখন অনেকে চিন্তা করছেন যে ভার্চুয়াল অর্থের মধ্যে অঙ্কের সমাধান কেন করা লাগবে।
ধন্যবাদ বিটকয়েন সম্পর্কে অনেক পোস্ট এবং টপিক থাকলেও আপনি বিটকয়েন সম্পর্কে ভালো আলোচনা তুলে ধরেছেন। আমি মনে করি জুনিয়র ভাইয়েরা আপনার পোষ্ট থেকে বিটকয়েন সম্পর্কে মোটামুটি ভালো ধারণা পাবে। এভাবে পোস্ট করতে থাকুন। আপনার জন্য রইলো অনেক শুভকামনা।
Title: Re: বিটকয়েন কীভাবে কাজ করে?
Post by: Cristiano on November 27, 2020, 07:35:41 AM
পৃথিবীর সব অর্থ মানে টাকা, ডলার এর একটি করে নিয়ন্ত্রণ সংস্থা আছে। এই কাজটি সাধারণত সরকার করে থাকে। কিন্তু আপনি জেনে অবাক হবেন যে বিটকয়েন এর কোন এরকম সংস্থা নেই। বিটকয়েন পুরোটাই পাবলিক। কেউ বিটকয়েন কে নিয়ন্ত্রণ করে না। বিটকয়েন নিজেই নিজের কাজ করতে থাকে।

আপনার কাছে যখন বিটকয়েন থাকবে তখন এই বিটকয়েন আপনার ঘরে রাখা মূল্যবান জিনিস এর মতই কাজ করবে। কারণ আপনি যখন বিটকয়েন এর মালিক হবেন তখন আপনার কাছে একটি গোপন কোড থাকবে। ঐ কোডের ভিতরেই বিটকয়েন এর সব কিছু থাকে। অর্থাৎ কেউ যদি ঐ কোড পেয়ে যায় তাহলে সেই বিটকয়েন এর মালিক।

এই কোড অনেকে অনলাইন সার্ভিস যেমন-কয়েনবেস এ সংরক্ষণ করে। তবে যারা অনেক বেশি বিটকয়েন নিজে কার করে তারা সাধারণত এই কোড নিজের কাছে রাখে। নিজের কাছে রাখার  সময়ও সাবধান থাকতে হয় অনেক। কারণ কেই এই কোড পেয়ে গেলে এই বিটকয়েন ফেরত আনার কোন উপায় নেই।

তবে সবচেয়ে বড় ব্যাপার  বিটকয়েন দিয়ে কেউ কখন জালিয়াতি করতে পারবে না। কারণ বিটকয়েন এ কার কাছে কত বিটকয়েন আছে তা সবাই দেখতে পারে। কিন্তু এটা দেখতে পারলেও ঐ বিটকয়েন এর মালিক আসলে কে তা বের করা সম্ভব না। কারণ আমি আগেই বলেছি সেটি হল কার কাছে বিটকয়েন থাকলে তার কাছে শুধু মাত্র একটি সংখ্যা থাকে। তাই বিটকয়েন আদান প্রদান এর বিষয়টি সবাই দেখতে পারলেও ঐ বিটকয়েন এর মালিক আসলে কে তা বোঝা সম্ভব নয়।
অনেক ধন্যবাদ এত সুন্দর ভাবে প্রশ্নের উত্তর উপস্থাপনা করার জন্য। খুবই সুন্দর ভাবে উপস্থাপনা করেছেন আপনি। জুনিয়র মেম্বারদের বুঝতে কোন অসুবিধা হবে না।
Title: Re: বিটকয়েন আসলে কি?
Post by: Magepai on December 07, 2020, 02:07:31 AM
বিটকয়েন কোন ডিজিটাল কারেন্সি ভার্চুয়াল মুদ্রা হিসেবে আমরা জানি।এটি আসলে আমরা চোখে দেখতে পারিনা মূলত এটি আমাদের বিশ্বাস করতে হয়।
Title: Re: বিটকয়েন আসলে কি?
Post by: Herry on December 07, 2020, 02:20:26 AM
বিটকয়েন হল এক প্রকার ইলেক্ট্রনিক কারেন্সি। এগোলোকে সাধারণত ক্রিপ্টোকারেন্সি বলা হয়ে থাকে। আমরা যে টাকা বা ডলার দিয়ে কেনাবেচা করি তা প্রিন্ট করতে হয়, তৈরি করতে হয়। বিটকয়েনও তৈরি হয়। তবে নরমাল টাকার মত না। কারণ বিটকয়েন প্রিন্ট করতে হয় না। বিটকয়েন তৈরি হয় বিশাল বিশাল অঙ্ক সমাধান করার মাধ্যমে। এখন অনেকে চিন্তা করছেন যে ভার্চুয়াল অর্থের মধ্যে অঙ্কের সমাধান কেন করা লাগবে।
ভাই আপনি কিন্তু আপনার পুরো কথাটি শেষ করেননি আপনি বলেছেন যে বিটকয়েন তৈরীর জন্য বিশাল বিশাল অংকের সমাধান করা লাগে কিন্তু এখন চিন্তার বিষয় অর্থের মধ্যে অংকের সমাধান এর কি সম্পর্ক আপনার টপিকে আপনি অনেকগুলো রিপ্লাই দিয়েছেন কিন্তু অংকের সমাধান করা লাগে সে বিষয়টি খুলে বলেন নি আশা করি এ বিষয়ে আপনি আবারও আমাদের সাহায্য করবেন
Title: Re: বিটকয়েন আসলে কি?
Post by: Akhi600 on December 07, 2020, 02:41:02 AM
ধন্যবাদ ভাই আপনাকে অনেক সুন্দর একটি পোস্ট করেছেন। রং বিটকয়েন সম্পর্কে অনেক কিছু জানতে পারলাম এবং বিটকয়েন কি এগুলো আপনি ভালো ভাবে আলোচনা করেছে ধন্যবাদ
Title: Re: বিটকয়েন আসলে কি?
Post by: Ricky on December 07, 2020, 12:23:06 PM
বিটকয়েন হল এক প্রকার ইলেক্ট্রনিক কারেন্সি। এগোলোকে সাধারণত ক্রিপ্টোকারেন্সি বলা হয়ে থাকে। আমরা যে টাকা বা ডলার দিয়ে কেনাবেচা করি তা প্রিন্ট করতে হয়, তৈরি করতে হয়। বিটকয়েনও তৈরি হয়। তবে নরমাল টাকার মত না। কারণ বিটকয়েন প্রিন্ট করতে হয় না। বিটকয়েন তৈরি হয় বিশাল বিশাল অঙ্ক সমাধান করার মাধ্যমে। এখন অনেকে চিন্তা করছেন যে ভার্চুয়াল অর্থের মধ্যে অঙ্কের সমাধান কেন করা লাগবে।
আপনি বিটকয়েন সম্পর্কে অনেক ভাল ধারণা দিয়েছেন। আপনাকে অনেক ধন্যবাদ আপনি ঠিক বলেছেন বিটকয়েন মুদ্রা কিন্তু কোন বাস্তবিক মুদ্রা নয়। এটা শুধু ইন্টারনেট জগতে দৃশ্যমান বাস্তব জগতে অদৃশ্য। কিন্তু বাস্তবিক মুদ্রার মতই ব্যবহার করা যায়।
Title: Re: বিটকয়েন আসলে কি?
Post by: Heron on December 07, 2020, 12:36:53 PM
বিটকয়েন হল এক প্রকার ইলেক্ট্রনিক কারেন্সি। এগোলোকে সাধারণত ক্রিপ্টোকারেন্সি বলা হয়ে থাকে। আমরা যে টাকা বা ডলার দিয়ে কেনাবেচা করি তা প্রিন্ট করতে হয়, তৈরি করতে হয়। বিটকয়েনও তৈরি হয়। তবে নরমাল টাকার মত না। কারণ বিটকয়েন প্রিন্ট করতে হয় না। বিটকয়েন তৈরি হয় বিশাল বিশাল অঙ্ক সমাধান করার মাধ্যমে। এখন অনেকে চিন্তা করছেন যে ভার্চুয়াল অর্থের মধ্যে অঙ্কের সমাধান কেন করা লাগবে।
ভাই আপনি বিটকয়েন সম্পর্কে ভাল ধারণা দিয়েছেন। বিটকয়েন কিভাবে তৈরি হয় সেটা আপনার পোষ্ট থেকে জানতে পারলাম। আপনার পোস্টটি নতুনদের জন্য শিক্ষামূলক হয়েছে। ধন্যবাদ আপনাকে।
Title: Re: বিটকয়েন আসলে কি?
Post by: Markuri33 on December 10, 2020, 01:57:23 AM
বিটকয়েন মুদ্রা একটি ডিজিটাল মুদ্রা এবং যাকে আমরা সকল গানের রাজা হিসেবে জেনে থাকি। আসলে আমাদের দেশে বিটকয়েনের বৈধতা নেই যে কারণে আমরা বিটকয়েনের কদর জানিনা।যে সকল দেশে বিটকয়েনের বৈধতা আছে সেসকল দেশে তারা টাকার পরিবর্তে বিটকয়েন ব্যবহার করছে। তারা মূলত বিটকয়েন কে বেশি মূল্যায়ন করে থাকে।
Title: Re: বিটকয়েন আসলে কি?
Post by: Jaya60 on December 10, 2020, 11:32:32 AM
বিটকয়েন কে মূলত আমরা কেউ চোখে দেখতে পাই না। এটি হচ্ছে একটি ডিজিটাল কারেন্সি বা ডিজিটাল মুদ্রা। তারপরেও আমরা বিটকয়েন কে বিশ্বাস করি এবং বিটকয়েনের উপর অনেকে ইনভেস্ট করি। অনেক উন্নত কান্ট্রির লোক গুলো তারা ব্যাংকে টাকা না রেখে ক্রিপ্টোকারেন্সি রুপোর ইনভেস্ট করছে।
Title: Re: বিটকয়েন আসলে কি?
Post by: M2hsl on December 10, 2020, 11:56:32 AM
অ্যাকচুয়ালি আমি এই ফোরামের নতুনে আগমন করেছি।আমি হয়তো বিটকয়েন সম্পর্কে ততটা জানিনা তবে এতটুকু জানি যে বিটকয়েন হল একটি ক্রিপ্টোকারেন্সি মুদ্রা।এটি আমরা দেখতে পাই না ছুঁতে পাইনা কিন্তু অনুভব করতে পারি এর স্বাদ গ্রহণ করতে পারি।
Title: Re: বিটকয়েন আসলে কি?
Post by: ranaprime on December 10, 2020, 12:40:09 PM
আমরা সবাই জানি যে বিটকয়েন হল একটি ইলেট্রনিক মুদ্রা। বর্তমানে এটি সারাবিশ্ব ব্যাপী চলছে। যার শুরু দিকে তেমন দাম ই ছিল না কিন্তু এখন এর দাম আকাশ ছুই ছুই অবস্থা। আমি বিটকয়েনের সর্বনিম্ন দাম দেখেছি 3000 ডলার আর এখন এর দাম 19000 ডলার। এছাড়া বেশির বিভিন্ন ক্রিপ্টো এক্সপার্টরা বলছেন যে এটি বর্তমানের চেয়ে 3-4 গুন বৃদ্ধি পাবে। বিটকয়েনের জন্য কোন কোন দেশে এটি এম বুথ খোলা হয়েছে। বর্তমানে এটি একটি জনপ্রিয় বিনিময় মাধ্যম হিসেবে পরিচিতি পেয়েছে।
Title: Re: বিটকয়েন আসলে কি?
Post by: Hasansat on December 10, 2020, 04:51:38 PM
বিটকয়েন হল এক প্রকার ইলেক্ট্রনিক কারেন্সি। এগোলোকে সাধারণত ক্রিপ্টোকারেন্সি বলা হয়ে থাকে। আমরা যে টাকা বা ডলার দিয়ে কেনাবেচা করি তা প্রিন্ট করতে হয়, তৈরি করতে হয়। বিটকয়েনও তৈরি হয়। তবে নরমাল টাকার মত না। কারণ বিটকয়েন প্রিন্ট করতে হয় না। বিটকয়েন তৈরি হয় বিশাল বিশাল অঙ্ক সমাধান করার মাধ্যমে। এখন অনেকে চিন্তা করছেন যে ভার্চুয়াল অর্থের মধ্যে অঙ্কের সমাধান কেন করা লাগবে।
আপনি বিটকয়েন সম্পর্কে অনেক ভাল ধারণা দিয়েছেন। আপনাকে অনেক ধন্যবাদ আপনি ঠিক বলেছেন বিটকয়েন মুদ্রা কিন্তু কোন বাস্তবিক মুদ্রা নয়। এটা শুধু ইন্টারনেট জগতে দৃশ্যমান বাস্তব জগতে অদৃশ্য। কিন্তু বাস্তবিক মুদ্রার মতই ব্যবহার করা যায়।

ভাই আপনাকে ধন্যবাদ, আপনি বিটকয়েন সম্পর্কে অনেক ভালো ধারনা দিয়েছেন, আসলে বিটকয়েন ডিজিটাল মুদ্রা যা ধরা ছোয়া যায় না, এটি বাংলাদেশে এখনও বৈধ্যতা দেয়নি এজন্য আমরা অনেকে এটার সম্পর্কে জানিনা । কিন্তু অনেক দেশে এটার বৈধ্যতা আছে এটা অন্য মুদ্রার ন্যায় ব্যবহার করা যায়।
Title: Re: বিটকয়েন আসলে কি?
Post by: Maxtel on December 10, 2020, 06:21:17 PM
পৃথিবীর প্রথম ডিজিটাল এবং ভার্চুয়াল মুদ্রা হচ্ছে বিটকয়েন। একে ধরা বা ছোঁয়া জানা।একে অনলাইনের মাধ্যমে একজন থেকে আরেকজনে কাছে কোনো তৃতীয় পক্ষের সাহায্য ছাড়া লেনদেন করা যায়। একে কেউ নিয়ন্ত্রণ করতে পারে না। বর্তমান বিশ্বে সবচেয়ে জনপ্রিয় ইলেকট্রিক কয়েন বিটকয়েন।
Title: Re: বিটকয়েন আসলে কি?
Post by: Blue_sea on December 10, 2020, 06:50:05 PM
লেনদেনের আর একটি মাধ্যম বর্তমানে যার নাম বিটকয়েন। এটি পৃথিবীর প্রথম ডিজিটাল কারেন্সি। বলা যায় এটি একটি নিরাপদ পেমেন্ট মাধ্যম। যার মাধ্যমে আপনি সরাসরি কোন মার্চেন্ট কে পেমেন্ট করতে পারেন। দিন দিন এর ব্যপকতা বাড়ছেই।
Title: Re: বিটকয়েন আসলে কি?
Post by: Princeraju on December 10, 2020, 08:26:31 PM
বিটকয়েন একটি ভার্চুয়াল মুদ্রা। যা কোন প্রকার লোকের সাহায্য ছাড়াই লেনদেন করা সম্ভব। অর্থাৎ বিটকয়েন লেনদেন করতে তৃতীয় কোনো পক্ষের প্রয়োজন হয় না। বিটকয়েন অনলাইনের মাধ্যমে লেনদেন করা হয়। বিটকয়েন লেনদেন করে সারা পৃথিবীব্যাপী অনেক আলোড়ন সৃষ্টি হয়েছে। বলা যেতে পারে এটি একটি নিরাপদ লেনদেনের মাধ্যম।
Title: Re: বিটকয়েন আসলে কি?
Post by: Casual on December 10, 2020, 11:57:34 PM
বিটকয়েন হলো একটি ডিজিটাল মুদ্রা বা ভার্চুয়াল মুদ্রা হিসেবে জেনে থাকি। বিটকয়েনের জনপ্রিয়তা সারা পৃথিবীতে বিপুল সংখ্যক ভাবে ছড়িয়ে পড়েছে। এবং আমরা জানি যে সবাই একটি লেনদেন করতে আসলে কোনো তৃতীয় পক্ষের প্রয়োজন হয় না। সরাসরি যাকে পাঠাবে তার কাছে পাঠানো সম্ভব।
Title: Re: বিটকয়েন আসলে কি?
Post by: Cz Rock on December 18, 2020, 10:16:21 AM
বিটকয়েন একটি ভার্চুয়াল মুদ্রা। এই ভার্চুয়াল মুদ্রা জনপ্রিয়তা দিন দিন বৃদ্ধি পাচ্ছে সারা বিশ্ব। বিটকয়েন অনলাইনের মাধ্যমে লেনদেন করে থাকে। বিটকয়েনের কেউ নিয়ন্ত্রণ করতে পারে না এই বিটকয়েন কারও হস্তক্ষেপ বস্তু নয়। বিটকয়েনের দাম উঠানামা করে আর দাম নির্ধারণ হয় বিটকয়েন ক্রয় বিক্রয়ের উপর ভিত্তি করে।
Title: Re: বিটকয়েন আসলে কি?
Post by: Rony on December 18, 2020, 10:33:30 AM
বিটকয়েন একটি ভার্চুয়াল মুদ্রা। এই ভার্চুয়াল মুদ্রা অনলাইনের মাধ্যমে লেনদেন করা হয়। বিটকয়েনের পিছনে সবাই ছুটছে। এই বিটকয়েনের দাম বর্তমানে উন্নিশ হাজারের উপরে। এই বিটকয়েন কেউ নিয়ন্ত্রণ করতে পারে না। এর দাম নির্ধারিত হয় বিটকয়েনের ক্রয় বিক্রয়ের উপর ভিত্তি করে। বর্তমানে বিটকয়েন এর জনপ্রিয়তা সবচাইতে বেশি।
Title: Re: বিটকয়েন আসলে কি?
Post by: Tamsialu$$ on December 19, 2020, 02:43:16 PM
বিটকয়েন হচ্ছে একটি ভার্চুয়াল মুদ্রা বায়টিক আমরা ডিজিটাল মুদ্রা হিসেবে বলে থাকি। আসলে বিটকয়েন এর জনপ্রিয়তা সারা পৃথিবীতে রয়েছে। শুধু বিটকয়েনের জনপ্রিয়তা নয়  এর প্রাইস কত 23 হাজার ডলারের ওপরে। যা সারা পৃথিবীতে এরকম মূল্যের কোন কয়েন নেই এজন্য আমরা সমস্ত কয়েনের রাজা হিসেবে বিটকয়েন কে বলে থাকি।
Title: Re: বিটকয়েন আসলে কি?
Post by: Tamsialu$$ on December 19, 2020, 02:47:02 PM
বিটকয়েন একটি ভার্চুয়াল মুদ্রা। যা কোন প্রকার লোকের সাহায্য ছাড়াই লেনদেন করা সম্ভব। অর্থাৎ বিটকয়েন লেনদেন করতে তৃতীয় কোনো পক্ষের প্রয়োজন হয় না। বিটকয়েন অনলাইনের মাধ্যমে লেনদেন করা হয়। বিটকয়েন লেনদেন করে সারা পৃথিবীব্যাপী অনেক আলোড়ন সৃষ্টি হয়েছে। বলা যেতে পারে এটি একটি নিরাপদ লেনদেনের মাধ্যম।

আসলে আমরা সবাই জানি বিটকয়েনের লেনদেন করতে তৃতীয় পক্ষের কোনো প্রয়োজন হয়। বিটকয়েনের লেনদেন করলে সেটা অনেক নিরাপদে করা সম্ভব। বিটকয়েনের লেনদেন অনেক উন্নয়নশীল দেশে করা হয়ে থাকে তারা মূলত যেকোনো কাজে বিটকয়েনের মাধ্যমে লেনদেন করে থাকে।
Title: Re: বিটকয়েন আসলে কি?
Post by: bmr on December 19, 2020, 02:57:22 PM
বিটকয়েন একটি ডিজিটাল কারেন্সি যা ব্লকচেইন এর মাধ্যমে চলে। বর্তমানে এর চাহিদা এত পরিমানে বেড়ে গেছে যার কারনে এর প্রতিটি কয়েনের দাম হয়েছে বর্তমানে 23000 ডলার। বর্তমানে পৃথিবীর সবজায়গাতে এর ব্যাপক পরিচিতি আছে।
Title: Re: বিটকয়েন আসলে কি?
Post by: Alvida on January 29, 2021, 09:41:19 AM
হ্যাঁ ভাই আপনাকে অসংখ্য ধন্যবাদ এই পোষ্টটি করার জন্য। কারন আমি একজন নতুন ইউজার তাই আমার বিটকয়েন সম্পর্কে তেমন একটা ধারণা ছিল না। কিন্তু আপনার এই পোস্টটি পড়ে এবং সিনার ভাইদের মতামত থেকে আমি বিটকয়েন সম্পর্কে অনেক কিছু জানতে পারলাম।
Title: Re: বিটকয়েন আসলে কি?
Post by: Herry on January 30, 2021, 05:29:15 AM
বিটকয়েন একটি ডিজিটাল কারেন্সি যা ব্লকচেইন এর মাধ্যমে চলে। বর্তমানে এর চাহিদা এত পরিমানে বেড়ে গেছে যার কারনে এর প্রতিটি কয়েনের দাম হয়েছে বর্তমানে 23000 ডলার। বর্তমানে পৃথিবীর সবজায়গাতে এর ব্যাপক পরিচিতি আছে।
বিটকয়েন হলো ডিজিটাল কারেন্সি ডিজিটাল মুদ্রা। বিটকয়েন কি ভার্চুয়াল মুদ্রা বলা হয়ে থাকে।আপনি ঠিকই বলেছেন বিটকয়েনের চাহিদা সারা পৃথিবীতে প্রচুর বৃদ্ধি পেয়েছে সে জন্য বিটকয়েনের দাম বৃদ্ধি পেতে শুরু করেছে বর্তমানে 1 বিটকয়েনের মূল্য 33864$ ডলার।
Title: Re: বিটকয়েন আসলে কি?
Post by: Dark Knight on January 30, 2021, 10:09:55 AM
আপনি ভালো একটি পোষ্ট করেছেন । এসব পোষ্ট আমাদের জন্য অনেক উপকার বয়ে নিয়ে আসবে। কারন ক্রিপ্টোকারেন্সি সম্পর্কে আমরা জানতে পারলে আমাদের অনেক অভিজ্ঞতা হবে। তাই আমরা এসকল পোষ্ট পড়ে অনেক কিছু জানতে পারি। আমার অনুরোধ সবাই এধরনের পোষ্ট খেয়াল করবেন।
বিটকয়েন হল আসলে একটি ভার্চুয়াল কয়েন। যার বাস্তবে কোনো রূপ নেই। বিটকয়েন তৈরি হয় ইলেকট্রিক যন্ত্রের মাধ্যমে। এটি কেউ নিয়ন্ত্রণ করতে পারে না। বর্তমানে বিটকয়েনের দাম দিন দিন বেড়েই চলেছে। যেসব দেশে বিটকয়েন বৈধ সেই সব দেশগুলো অর্থনীতির দিক দিয়ে অনেক উন্নত।
Title: Re: বিটকয়েন আসলে কি?
Post by: Malam90 on January 30, 2021, 10:15:19 AM
বিটকয়েন কি এটা নতুন পুরাতন সবাই জানে।
এটা অনেক পুরানো টপিক হওয়ায় লক করা হলো।
সবাইকে নতুন টপিকে কমেন্ট করার জন্য অনুরোধ করা হলো।