Altcoins Talks - Cryptocurrency Forum

Local => বাংলা (Bengali) => Topic started by: yasinrobin on January 23, 2018, 08:07:09 PM

Title: একটা ঝরে পড়ার গল্প।।।নতুন হলে যা হয়...!!!
Post by: yasinrobin on January 23, 2018, 08:07:09 PM
অনলাইনে কাজের কোনো ধারনা নেই বললেই চলে।গত ১-২ বছর হয়ে গেলো এই বিষয় গুলো নিয়ে গাটাগাটি করছি আজ পযন্ত টাকার মুখ দেখলাম না।এই ভাই বলে এটা কর।সেই ভাই বলে সেটা কর এভাবে অনেক কিছুই করেছি কোনোভাবেই সফল হতে পারি না।আসলে দোষ গুল আমারি কেননা অনেক কাজ শিখতে চাই ছিলাম যে কারনে কিছুই শিখা হয়নি।
এবার একটা কাজ খুব মন দিয়ে করতাছি সটা কিপটোকারেনসি নিয়ে এটা নিয়ে অনেক ঘাটাগাটি করার পর মুটামুটি একটু ধারনা পেয়েছি।যেটা বোঝলাম কিপটো নিয়ে কাজ করতে গেলে মাই ইথার ওয়ালেট এর খুব প্রয়জন তাই একাউন্ট ও করলাম।
এখন আসল কথায় আসা যাক।আমার কয়েকটি বিষয় বুঝতে অনেক সমস্যা  হয় এগুলো স্টেপ আকারে দিয়ে দিলাম সবাই যদি সাহায্য করেন তাহলে খুবই উপকৃত হব।


১/যখন একটা কয়েন এর এয়ারডোপ চলে তখন আমরা মাই ইথার দেয়।এয়ারডোপ শেষ হলে কী কয়েন গুলো সরাসরি মাই ইথার এ চলে যাবে?
২/এয়ারডোপ যে শেষ হয়েছে তা কী করে বুঝবো?

৩/মাই ইথার এ শো টোকেন নামে একটা অপশেন আছে ওটার কাজ কী?

৪/কয়েন গুলো যে পাবো ঐ কয়েন কোন মাকেটে আছে তা কী করে বুঝবো?

৫/কয়েন গুলোকে একচেন্জ করে বিটিসি ওয়লেট এ কী করে নিব?

৬/বেশী ভাগ কয়েন ই তো স্কেম করে যদি স্কেম করে তাহলে কী করে বুঝবো?

৭/ দয়াকরে সবাই একটু সহজ ভাষায় বুঝিয়ে দিলে খুবই উপকৃত হব।।
Title: Re: একটা ঝরে পড়ার গল্প।।।নতুন হলে যা হয়...!!!
Post by: A.H.Rassel on January 23, 2018, 09:18:54 PM
Need a lot study about cryptocurrency broo  :'(
Title: Re: একটা ঝরে পড়ার গল্প।।।নতুন হলে যা হয়...!!!
Post by: Abdul Kayum on January 24, 2018, 09:45:00 AM
১/যখন একটা কয়েন এর এয়ারডোপ চলে তখন আমরা মাই ইথার দেয়।এয়ারডোপ শেষ হলে কী কয়েন গুলো সরাসরি মাই ইথার এ চলে যাবে?Ans= Yes myetherwallet এ চলে যাবে।
২/এয়ারডোপ যে শেষ হয়েছে তা কী করে বুঝবো?Ans=যে কয়েন এর Airdrop এ participate করেছেন তার যদি কোন সাইট থাকে তাহলে Site এ ঢুকে চেক করতে পারেন

৩/মাই ইথার এ শো টোকেন নামে একটা অপশেন আছে ওটার কাজ কী?Ans= এখানে আপনি airdrop বা ICO থেকে কোন কয়েন পেলেন তা দেখতে পারবেন

৪/কয়েন গুলো যে পাবো ঐ কয়েন কোন মাকেটে আছে তা কী করে বুঝবো?Ans=Coinmarketcap.com এ গিয়ে ওই কয়েন search দিয়ে দেখতে পারেন।

৫/কয়েন গুলোকে একচেন্জ করে বিটিসি ওয়লেট এ কী করে নিব?Ans=এটা একটু ঝামেলার কাজ। Youtube এর সাহায্য নিতে পারেন

৬/বেশী ভাগ কয়েন ই তো স্কেম করে যদি স্কেম করে তাহলে কী করে বুঝবো?Ans= এটা আপনি কিছুদিন কাজ করলেই বুঝতে পারবেন
Title: Re: একটা ঝরে পড়ার গল্প।।।নতুন হলে যা হয়...!!!
Post by: superhelper on January 24, 2018, 03:23:19 PM
আপনার অধ্যাবসয়ের অনেক কমতি আছে। বেশিরভাগ কয়েন স্ক্যাম করে কথাটা ভুল। আমি তো আজ পর্যন্ত কোন কয়েনকে স্ক্যাম করতে দেখলাম না। তবে অনেক প্রজেক্ট সাকসেস হতে পারে না। ইয়ারড্রপে যে টোকেন পাবেন সেগুলোকে https://etherdelta.com/ এই সাইটের মাধ্যমে ইথারে বিক্রি করে দিতে হবে। https://etherdelta.com/ এই সাইটে গিয়ে আপনি আপনার ইথারাম এড্রেস পেস্ট করে স্ক্যান করলেই আপনি আপনার ব্যালেন্স দেখতে পারবেন। http://www.altcoinstalks.com/index.php?topic=2408.0 এই পোস্টি পড়ার অনুরোধ রইল। আশা করি অনেক সমাধান পেয়ে যাবেন।
Title: Re: একটা ঝরে পড়ার গল্প।।।নতুন হলে যা হয়...!!!
Post by: skillerx23 on February 09, 2018, 06:34:53 PM
vaia google a sob ase just term gula janla e motamuti search dia sob clear kora jai ar jahutu apne ai jagai porjonto asa porse asa kori ap ne taka income ar kub kaca asa porchan ar kub taratari e ai korta suru korban :)
Title: Re: একটা ঝরে পড়ার গল্প।।।নতুন হলে যা হয়...!!!
Post by: cryptoHabib on March 22, 2018, 05:37:28 PM
সব জান্তা গুগল তো আছেই ভাই আর হ্যা সব কয়েন কিন্তু স্কাম করে না কিছু কিছু করে মাত্র, 
Title: Re: একটা ঝরে পড়ার গল্প।।।নতুন হলে যা হয়...!!!
Post by: sakib.bro on March 26, 2018, 11:05:33 AM
ভালো কিছু পোস্ট করে গ্রুপ টা কে অ্যাক্টিভ রাখুন
Title: Re: একটা ঝরে পড়ার গল্প।।।নতুন হলে যা হয়...!!!
Post by: CryptoZenWorld on May 26, 2018, 12:51:27 AM
১/যখন একটা কয়েন এর এয়ারডোপ চলে তখন আমরা মাই ইথার দেয়।এয়ারডোপ শেষ হলে কী কয়েন গুলো সরাসরি মাই ইথার এ চলে যাবে?Ans= Yes myetherwallet এ চলে যাবে।
২/এয়ারডোপ যে শেষ হয়েছে তা কী করে বুঝবো?Ans=যে কয়েন এর Airdrop এ participate করেছেন তার যদি কোন সাইট থাকে তাহলে Site এ ঢুকে চেক করতে পারেন

৩/মাই ইথার এ শো টোকেন নামে একটা অপশেন আছে ওটার কাজ কী?Ans= এখানে আপনি airdrop বা ICO থেকে কোন কয়েন পেলেন তা দেখতে পারবেন

৪/কয়েন গুলো যে পাবো ঐ কয়েন কোন মাকেটে আছে তা কী করে বুঝবো?Ans=Coinmarketcap.com এ গিয়ে ওই কয়েন search দিয়ে দেখতে পারেন।

৫/কয়েন গুলোকে একচেন্জ করে বিটিসি ওয়লেট এ কী করে নিব?Ans=এটা একটু ঝামেলার কাজ। Youtube এর সাহায্য নিতে পারেন

৬/বেশী ভাগ কয়েন ই তো স্কেম করে যদি স্কেম করে তাহলে কী করে বুঝবো?Ans= এটা আপনি কিছুদিন কাজ করলেই বুঝতে পারবেন

Thanks a lot..Amra shoabi onk kico janlam.
Title: Re: একটা ঝরে পড়ার গল্প।।।নতুন হলে যা হয়...!!!
Post by: totol02 on September 03, 2018, 07:35:32 PM
১/যখন একটা কয়েন এর এয়ারডোপ চলে তখন আমরা মাই ইথার দেয়।এয়ারডোপ শেষ হলে কী কয়েন গুলো সরাসরি মাই ইথার এ চলে যাবে?
উত্তর = হ্যা myetherwallet এ চলে যাবে।
২/এয়ারডোপ যে শেষ হয়েছে তা কী করে বুঝবো?
উত্তর = যে কয়েনের আপনি এয়ারড্রম করেছেন সেই কয়েনে যদি কোন ওয়েব সাইট থাকে তাহলে ঐ সাইটে গিয়ে আপনি দেখতে পারেন যে এটা শেষ হয়েছে কিনা।

৩/মাই ইথার এ শো টোকেন নামে একটা অপশেন আছে ওটার কাজ কী?
উত্তর = এখানে আপনি airdrop বা Bountry  থেকে কোন কোন কয়েন পেলেন তা দেখতে পারবেন

৪/কয়েন গুলো যে পাবো ঐ কয়েন কোন মাকেটে আছে তা কী করে বুঝবো?
উত্তর =https://www.coingecko.com/en এ গিয়ে ওই কয়েন search দিয়ে দেখতে পারেন।

৫/কয়েন গুলোকে একচেন্জ করে বিটিসি ওয়লেট এ কী করে নিব?
উত্তর =এই ক্ষেতে আপনি আপনার প্রাইবেট কি ব্যবহার করে আপনার এখাউন্টে ডুকে পরে যে এক্সেঞ্জারে কয়েনটি আছে সে এক্সেজারের ডিপুজিটে ক্লিক করলে তারা একটি এড্রেস দিবে তখন মাই ইথার ওয়ালেট থেকে আপনি আপনার কয়েন সেন্ট করে আপনি বিটিসিতে রুপান্তর করতে পারবেন

৬/বেশী ভাগ কয়েন ই তো স্কেম করে যদি স্কেম করে তাহলে কী করে বুঝবো?
উত্তর = এটা আপনি বুঝতে একটু সময় লাগবে। কাজ করতে থাকলেই আপনি সব বুঝতে পারবেন
Title: Re: একটা ঝরে পড়ার গল্প।।।নতুন হলে যা হয়...!!!
Post by: sornaakter01 on September 13, 2018, 04:58:07 PM
নতুন অবস্তায় সবার একটু জামেলা হয় কারন আমাদের সব কিছু সমন্দে ভাল দারনা থাকে না জার কারনে আমাদের অনেক সমসায় পরতে হয় । যেমন আমরা একটি কয়েন বিনিয়োগ করলাম   প্রথম অবস্তায় আমাদের জুকির পরিমান খুব বেসি ।তাই প্রথম অবস্তায় আমাদের কম বিনিয়োগ করা দরকার।
Title: Re: একটা ঝরে পড়ার গল্প।।।নতুন হলে যা হয়...!!!
Post by: skemon on September 19, 2018, 01:04:25 PM
সর্তিই এটি একটা ঝরে পড়া গল্প কারন হলো, আমি যখন নতুন ছিলাম তখন আমার খুব সমস্যা হতো কিন্তু তার পরেও করতাম। কারন আমি তখন মনে মনে ভাব তাম কি করে করতে পারি তার পর থেকে আমি আপনদের কিছু পোষ্ট খেল করে দেখলাম এবং এই কাজ শুরু করলাম এবং এখন কোনো সমস্যা হয়না। এবং যারা নতুন অবস্থায় আছেন তারা ভাল করে পোষ্ট গুলো খেলকরবেন।
Title: Re: একটা ঝরে পড়ার গল্প।।।নতুন হলে যা হয়...!!!
Post by: joy73 on September 19, 2018, 01:15:29 PM
আমি যখন নতুন ছিলাম তখন আমার অনেক সমস্যা হতো কিন্তু আপনাদের এই পোষ্ট গুলো দেখে এবং ভালো ভাবে পড়ে আমার অনেক সমস্যার সমাধান হয়েছে কিন্তু এখন বর্তমানে আপনারা যে ভালো ভালো পোষ্ট গুলো করেন তা পড়ে কারও কোনো সমস্যা হওয়ার কথা নয় এমনকি আমারও এখন কোনো প্রকার সমস্যা হয় না। আশা করি আপনার যদি এরকম ভালো পোষ্ট করেন তাহলে আমরা অনেকটা উপকৃত হতে পারব।
Title: Re: একটা ঝরে পড়ার গল্প।।।নতুন হলে যা হয়...!!!
Post by: myphonepromax on December 03, 2020, 03:11:18 PM
আমি এই ফোরামে  নতুন তাই আমি কিভাবে ফোরামে নিয়ম কানুন ভালো ভাবে যানি না,! তাই  বড় ভাইয়াদের কাছে এই ফোরামে জানতে চাই। আশা করি আপনারা সাহায্য করবেন ধন্যবাদ ।
Title: Re: একটা ঝরে পড়ার গল্প।।।নতুন হলে যা হয়...!!!
Post by: Salauddin on December 03, 2020, 03:27:05 PM
আপনি জেটা করতে চান সেতা লিখে শুধুমাত্র গুগলে একটু সার্স দেন তাহলেই আপনি সকল তথ্য পেয়ে জাবেন তার পরেও যদি না পান তাহলে আপনি স্পেসেফিক কোন জিনিস্তা আসলী জানতে চাচ্ছেন সেটা উল্লেখ করতে পারীন তাহলে আপ্নি সাহাজ্য পাবেন কীউ না কেউ আপনাকে সাহাজ্য করতে থাকবে , আর সময় পেলে আপনি নিজেও অন্যেকে সঠিক তথ্যদিয়ে সাহাজ্যে করবেন।
Title: Re: একটা ঝরে পড়ার গল্প।।।নতুন হলে যা হয়...!!!
Post by: Lutera94 on December 03, 2020, 03:31:40 PM
১/যখন একটা কয়েন এর এয়ারডোপ চলে তখন আমরা মাই ইথার দেয়।এয়ারডোপ শেষ হলে কী কয়েন গুলো সরাসরি মাই ইথার এ চলে যাবে?Ans= Yes myetherwallet এ চলে যাবে।
২/এয়ারডোপ যে শেষ হয়েছে তা কী করে বুঝবো?Ans=যে কয়েন এর Airdrop এ participate করেছেন তার যদি কোন সাইট থাকে তাহলে Site এ ঢুকে চেক করতে পারেন

৩/মাই ইথার এ শো টোকেন নামে একটা অপশেন আছে ওটার কাজ কী?Ans= এখানে আপনি airdrop বা ICO থেকে কোন কয়েন পেলেন তা দেখতে পারবেন

৪/কয়েন গুলো যে পাবো ঐ কয়েন কোন মাকেটে আছে তা কী করে বুঝবো?Ans=Coinmarketcap.com এ গিয়ে ওই কয়েন search দিয়ে দেখতে পারেন।

৫/কয়েন গুলোকে একচেন্জ করে বিটিসি ওয়লেট এ কী করে নিব?Ans=এটা একটু ঝামেলার কাজ। Youtube এর সাহায্য নিতে পারেন

৬/বেশী ভাগ কয়েন ই তো স্কেম করে যদি স্কেম করে তাহলে কী করে বুঝবো?Ans= এটা আপনি কিছুদিন কাজ করলেই বুঝতে পারবেন
আপনি ব্যাপারট স্টেপ আকারে বুঝিয়ে দিয়েছেন দারুণভাবে। আশা করি পোষ্টদাতা বুঝতে পারবে। তবে ওনি যেহেতু ক্রিপ্টোতে নতুন তাই  সাহায্য লাগলে অবশ্যই অবগত করার জন্য বলা হলো।
Title: Re: একটা ঝরে পড়ার গল্প।।।নতুন হলে যা হয়...!!!
Post by: salukhe on December 03, 2020, 03:34:27 PM
আমি এই ফোরামে  নতুন তাই আমি কিভাবে ফোরামে নিয়ম কানুন ভালো ভাবে যানি না,! তাই  বড় ভাইয়াদের কাছে এই ফোরামে জানতে চাই। আশা করি আপনারা সাহায্য করবেন ধন্যবাদ ।

আশা করি আপনি সিনিয়র  ভাইদের পোস্ট গুলা ফলো করবেন। তাদের পোস্ট পড়ে  আপনি অনেক কিছু শিখতে পারবেন। সিনিয়র ভাইরা অনেক ভালো ভালো টপিক  তৈরি করেছেন।
Title: Re: একটা ঝরে পড়ার গল্প।।।নতুন হলে যা হয়...!!!
Post by: Bony11 on December 03, 2020, 03:44:59 PM
১/যখন একটা কয়েন এর এয়ারডোপ চলে তখন আমরা মাই ইথার দেয়।এয়ারডোপ শেষ হলে কী কয়েন গুলো সরাসরি মাই ইথার এ চলে যাবে?
উত্তর = হ্যা myetherwallet এ চলে যাবে।
২/এয়ারডোপ যে শেষ হয়েছে তা কী করে বুঝবো?
উত্তর = যে কয়েনের আপনি এয়ারড্রম করেছেন সেই কয়েনে যদি কোন ওয়েব সাইট থাকে তাহলে ঐ সাইটে গিয়ে আপনি দেখতে পারেন যে এটা শেষ হয়েছে কিনা।

৩/মাই ইথার এ শো টোকেন নামে একটা অপশেন আছে ওটার কাজ কী?
উত্তর = এখানে আপনি airdrop বা Bountry  থেকে কোন কোন কয়েন পেলেন তা দেখতে পারবেন

৪/কয়েন গুলো যে পাবো ঐ কয়েন কোন মাকেটে আছে তা কী করে বুঝবো?
উত্তর =https://www.coingecko.com/en এ গিয়ে ওই কয়েন search দিয়ে দেখতে পারেন।

৫/কয়েন গুলোকে একচেন্জ করে বিটিসি ওয়লেট এ কী করে নিব?
উত্তর =এই ক্ষেতে আপনি আপনার প্রাইবেট কি ব্যবহার করে আপনার এখাউন্টে ডুকে পরে যে এক্সেঞ্জারে কয়েনটি আছে সে এক্সেজারের ডিপুজিটে ক্লিক করলে তারা একটি এড্রেস দিবে তখন মাই ইথার ওয়ালেট থেকে আপনি আপনার কয়েন সেন্ট করে আপনি বিটিসিতে রুপান্তর করতে পারবেন

৬/বেশী ভাগ কয়েন ই তো স্কেম করে যদি স্কেম করে তাহলে কী করে বুঝবো?
উত্তর = এটা আপনি বুঝতে একটু সময় লাগবে। কাজ করতে থাকলেই আপনি সব বুঝতে পারবেন
পোস্টটি পড়ে অনেক ভালো লাগলো। পোষ্টটিতে সাজানো গুছানো  ভাবে প্রত্যেক প্রশ্নোর জন্য আলাদা আলাদা উত্তর দেওয়া আছে।পোস্টটি পড়ে আমার মত নতুন ইউজারা অনেক গুরুত্বপূর্ণ  তথ্য গুলো জানতে পারবে।
Title: Re: একটা ঝরে পড়ার গল্প।।।নতুন হলে যা হয়...!!!
Post by: Monster5 on December 03, 2020, 03:54:13 PM
ভাই আপনার কষ্টটা আমি বুঝতে পেরেছি আমিও এখানে অনেকদিন ধরে কাজ করতেছি কিন্তু কোন পেমেন্ট ভালোভাবে পাচ্ছিনা কিন্তু আমি সবার কথা মত এই ফোরামে যেসব বাউন্টি গুলো আসে আমি সেগুলো খুব খেয়াল করে করি। আমি কোন ক্যাম্পেইন থেকে পেমেন্ট না পেয়েও ধৈর্যধারণ করছি কেননা ধৈর্য্য ধারণ করলে হয়তো একদিন পেতেও পারি তাই আপনিও ধৈর্য ধারণ করুন। ক্রিপ্টোকারেন্সি তে কাজ করে অর্থ উপার্জন করতে চাইলে তা হলে আপনাকে অবশ্যই ধৈর্য ধারণ করতে হবে। ধন্যবাদ ভাই আশা করি আমার কথাগুলো বুঝতে পেরেছেন।
Title: Re: একটা ঝরে পড়ার গল্প।।।নতুন হলে যা হয়...!!!
Post by: Herry on December 03, 2020, 04:28:33 PM
ভাই আপনি একসাথে অনেকগুলো প্রশ্ন করে ফেলেছেন এতগুলো প্রশ্নের উত্তর দিতে অনেকটা সময় লেগে যাবে এবং অনেক কষ্টসাধ্য ব্যাপার তবে আমি সবগুলো প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করব এয়ার্ড্রপ শেষ হলে অটোমেটিক্যালি টোকন আপনার মাই ইথার ওয়ালেট এ চলে আসবে আপনি কোন টোকেন পেলে যদি কোন এক্সচেঞ্জার লিস্টেড থাকে তাহলে গুগলে গিয়ে সার্চ করলেই চলে আসবে আর বিশেষ করে কয়েন মার্কেট এ লিস্টেড হলে অটোমেটিকলি ডলার সো করবে
Title: Re: একটা ঝরে পড়ার গল্প।।।নতুন হলে যা হয়...!!!
Post by: Salauddin on December 03, 2020, 06:47:33 PM
ভাই আপনি একসাথে অনেকগুলো প্রশ্ন করে ফেলেছেন এতগুলো প্রশ্নের উত্তর দিতে অনেকটা সময় লেগে যাবে এবং অনেক কষ্টসাধ্য ব্যাপার তবে আমি সবগুলো প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করব এয়ার্ড্রপ শেষ হলে অটোমেটিক্যালি টোকন আপনার মাই ইথার ওয়ালেট এ চলে আসবে আপনি কোন টোকেন পেলে যদি কোন এক্সচেঞ্জার লিস্টেড থাকে তাহলে গুগলে গিয়ে সার্চ করলেই চলে আসবে আর বিশেষ করে কয়েন মার্কেট এ লিস্টেড হলে অটোমেটিকলি ডলার সো করবে

জি ভাই এই কারন্নে অনাকে প্ররথুম পেজে বলা হয়েছে যে অনি জেটা জানতে চান একটা একটা করে প্রশ্ন করলে সবার বুঝতে যেমন সুবিধা হবে তেমন উত্তর দিতেও শুবিধা হবে।
Title: Re: একটা ঝরে পড়ার গল্প।।।নতুন হলে যা হয়...!!!
Post by: mahid on December 03, 2020, 10:49:05 PM
অবশ্যই এটি শুধু আপনি নন এই রকম অনেকেই আছে যারা স্ট্রাগল করে নিজেকে প্রতিষ্ঠিত করেছে। আপনি আপনা কে স্বাগত জানাই। সেই সাথে যারা এই রকম পরিস্থিতে আছে তাদের কে বলব যে তারা যেন আপনাকে অনুসরন করে। অবশ্যই সফল হবেন।
Title: Re: একটা ঝরে পড়ার গল্প।।।নতুন হলে যা হয়...!!!
Post by: Magepai on December 04, 2020, 12:54:28 AM
আপনি যদি কোন কিছু না বুঝেন তাহলে একটি একটি করে প্রশ্ন করতে থাকুন।এরকমভাবে যদি প্রশ্ন করেন তাহলে কিন্তু আনসার দেওয়া টা একটু টাফ ব্যাপার মনে হয়।
Title: Re: একটা ঝরে পড়ার গল্প।।।নতুন হলে যা হয়...!!!
Post by: Trumpet on December 04, 2020, 07:24:55 PM
আমি আপনার মত এই ফোরামের একজন যুনিয়র মেম্বের আমার মনে হয় আপনি অথবা আমি যে কাজ করি না কেন সব কাজ করার ক্ষেত্রে সবাই কিন্তু নতুন এবং সবারই সে বিষয়ে অভিজ্ঞতা কম থাকে।  সেটা আপনার আমার ক্ষেত্রে  ব্যতিক্রম নয় যেকোনো কাজ করতে থাকলে সে বিষয়ে আস্তে আস্তে অভিজ্ঞতা বারে।
Title: Re: একটা ঝরে পড়ার গল্প।।।নতুন হলে যা হয়...!!!
Post by: Jaya60 on December 05, 2020, 02:00:01 AM
একসাথে আপনি আসলে অনেক গুলো প্রশ্ন করেছেন যেটা আনসার দেওয়া এটা সবার জন্য অনেক কষ্টকর।আপনি সব জিনিসই অল্প অল্প করে শিখতে চেষ্টা করুন এবং এই ফোরামে সময় দিন এই ফোরামে বিভিন্ন ধরনের প্রশ্ন রয়েছে যেগুলো থেকে আপনি শিখতে পারেন। তাই আমি বলবো আপনি যে বিষয়টা বুঝবেন না শুধু সেই বিষয়টা প্রশ্ন করুন।
Title: Re: একটা ঝরে পড়ার গল্প।।।নতুন হলে যা হয়...!!!
Post by: Ricky on December 05, 2020, 07:05:54 AM
অনলাইনে কাজের কোনো ধারনা নেই বললেই চলে।গত ১-২ বছর হয়ে গেলো এই বিষয় গুলো নিয়ে গাটাগাটি করছি আজ পযন্ত টাকার মুখ দেখলাম না।এই ভাই বলে এটা কর।সেই ভাই বলে সেটা কর এভাবে অনেক কিছুই করেছি কোনোভাবেই সফল হতে পারি না।আসলে দোষ গুল আমারি কেননা অনেক কাজ শিখতে চাই ছিলাম যে কারনে কিছুই শিখা হয়নি।
এবার একটা কাজ খুব মন দিয়ে করতাছি সটা কিপটোকারেনসি নিয়ে এটা নিয়ে অনেক ঘাটাগাটি করার পর মুটামুটি একটু ধারনা পেয়েছি।যেটা বোঝলাম কিপটো নিয়ে কাজ করতে গেলে মাই ইথার ওয়ালেট এর খুব প্রয়জন তাই একাউন্ট ও করলাম।
এখন আসল কথায় আসা যাক।আমার কয়েকটি বিষয় বুঝতে অনেক সমস্যা  হয় এগুলো স্টেপ আকারে দিয়ে দিলাম সবাই যদি সাহায্য করেন তাহলে খুবই উপকৃত হব।


১/যখন একটা কয়েন এর এয়ারডোপ চলে তখন আমরা মাই ইথার দেয়।এয়ারডোপ শেষ হলে কী কয়েন গুলো সরাসরি মাই ইথার এ চলে যাবে?
২/এয়ারডোপ যে শেষ হয়েছে তা কী করে বুঝবো?

৩/মাই ইথার এ শো টোকেন নামে একটা অপশেন আছে ওটার কাজ কী?

৪/কয়েন গুলো যে পাবো ঐ কয়েন কোন মাকেটে আছে তা কী করে বুঝবো?

৫/কয়েন গুলোকে একচেন্জ করে বিটিসি ওয়লেট এ কী করে নিব?

৬/বেশী ভাগ কয়েন ই তো স্কেম করে যদি স্কেম করে তাহলে কী করে বুঝবো?

৭/ দয়াকরে সবাই একটু সহজ ভাষায় বুঝিয়ে দিলে খুবই উপকৃত হব।।
ভাই আপনি জীবনে অনেক বার হোঁচট খেয়েছেন কিন্তু সোজা হয়ে দাঁড়াতে পারেননি। আমি আপনাকে সাজেস্ট করবো আপনি এয়ার ড্রপ করার চিন্তা মাথা থেকে ঝেড়ে ফেলুন। কারণ এয়ার্ড্রপ জগতে এখন স্ক্যাম প্রজেক্টে ভরে গেছে। 50 থেকে 60 টাই এয়ার্ড্রপ করলে দুই-একটা থেকে পেমেন্ট পেতে পারেন তাও সেটা খুব একটা ভালো পেমেন্ট হবে না। আপনি ক্রিপ্টোকারেন্সিতে এসেছেন আপনাকে স্বাগতম আপনাকে বলব আগে ধৈর্য ধরে ফোরামের সময় দিন অনেক কিছু শিখতে পারবেন।  সেটা আপনার জন্যই ভালো হবে এবং ফোরাম থেকে বাউন্টি ক্যাম্পেইন গুলোতে জয়েন করে কাজ করার চেষ্টা করুন তাহলে আপনি হয়তো সোজা হয়ে দাঁড়াতে পারবেন। এবার আপনি ঠিক জায়গায় এসেছেন।
Title: Re: একটা ঝরে পড়ার গল্প।।।নতুন হলে যা হয়...!!!
Post by: Mrkadir85 on December 05, 2020, 08:05:17 AM
আপনাকে ফোরামে স্বাগতম। আমার মনে হয় আপনি এয়ার্ড্রপ নিয়ে বেশিই ভাবছেন। এটা বাদ দিন।বাউন্টির দিকে মনোনিবেশ করেন। ফোরামে বর্তমানে ভালো ভালো বাউন্টি চলছে এগুলোতে কাজ করে এগিয়ে যেতে পারেন।
Title: Re: একটা ঝরে পড়ার গল্প।।।নতুন হলে যা হয়...!!!
Post by: Bony11 on December 05, 2020, 02:55:01 PM
অনলাইনে কাজের কোনো ধারনা নেই বললেই চলে।গত ১-২ বছর হয়ে গেলো এই বিষয় গুলো নিয়ে গাটাগাটি করছি আজ পযন্ত টাকার মুখ দেখলাম না।এই ভাই বলে এটা কর।সেই ভাই বলে সেটা কর এভাবে অনেক কিছুই করেছি কোনোভাবেই সফল হতে পারি না।আসলে দোষ গুল আমারি কেননা অনেক কাজ শিখতে চাই ছিলাম যে কারনে কিছুই শিখা হয়নি।
এবার একটা কাজ খুব মন দিয়ে করতাছি সটা কিপটোকারেনসি নিয়ে এটা নিয়ে অনেক ঘাটাগাটি করার পর মুটামুটি একটু ধারনা পেয়েছি।যেটা বোঝলাম কিপটো নিয়ে কাজ করতে গেলে মাই ইথার ওয়ালেট এর খুব প্রয়জন তাই একাউন্ট ও করলাম।
এখন আসল কথায় আসা যাক।আমার কয়েকটি বিষয় বুঝতে অনেক সমস্যা  হয় এগুলো স্টেপ আকারে দিয়ে দিলাম সবাই যদি সাহায্য করেন তাহলে খুবই উপকৃত হব।


১/যখন একটা কয়েন এর এয়ারডোপ চলে তখন আমরা মাই ইথার দেয়।এয়ারডোপ শেষ হলে কী কয়েন গুলো সরাসরি মাই ইথার এ চলে যাবে?
২/এয়ারডোপ যে শেষ হয়েছে তা কী করে বুঝবো?

৩/মাই ইথার এ শো টোকেন নামে একটা অপশেন আছে ওটার কাজ কী?

৪/কয়েন গুলো যে পাবো ঐ কয়েন কোন মাকেটে আছে তা কী করে বুঝবো?

৫/কয়েন গুলোকে একচেন্জ করে বিটিসি ওয়লেট এ কী করে নিব?

৬/বেশী ভাগ কয়েন ই তো স্কেম করে যদি স্কেম করে তাহলে কী করে বুঝবো?

৭/ দয়াকরে সবাই একটু সহজ ভাষায় বুঝিয়ে দিলে খুবই উপকৃত হব।।
এরকম অনেক  নতুন ইউজার আছে যাদের স্বপ্ন শুরুতেই শেষ হয়ে যায়। প্রথমত তারা কিছুই বুঝতে পারো না। এক সময় নিজে নিজেই হতাশ হয়ে ফোরাম থেকে চলে যায়। কিন্তু হতাশ হলে চলবে না। ধৈর্য ধারণ করতে হবে। ধৈর্য ধরে কেউ যদি তাদের সমস্যাগুলো এই ফোরামের সিনিয়র ভাইদের কাছে বলে। তাহলে তারা তাঁকে অবশ্যই সাহায্য করবে।
Title: Re: একটা ঝরে পড়ার গল্প।।।নতুন হলে যা হয়...!!!
Post by: Headshot on December 05, 2020, 02:59:41 PM
আসলে ভাই এটা কোন ব্যক্তিগত গল্প করার জায়গা না আপনি এখানে ফোরাম সম্পর্কে পোস্ট করেন। আপনি যদি নতুন হন এ বলে পার পাবেন না কারণ আপনি সিনিয়র ভাইদের পোস্টটি যত পড়বেন তত ভালো কিছু শিখতে পারবেন। আপনি যদি সিনিয়রভাইদের পোস্ট লক্ষণা করেন তাহলে আপনি ফোরাম সম্পর্কে কিছু জানতে পারবেন না যদি ফোরাম সম্পর্কে কিছু জানতে চান তাহলে অবশ্যই অবশ্যই সিনিয়র ভাইদের পোস্টগুলো লক্ষ করবেন।
Title: Re: একটা ঝরে পড়ার গল্প।।।নতুন হলে যা হয়...!!!
Post by: Zero0 on December 05, 2020, 04:49:05 PM
অনলাইনে কাজের কোনো ধারনা নেই বললেই চলে।গত ১-২ বছর হয়ে গেলো এই বিষয় গুলো নিয়ে গাটাগাটি করছি আজ পযন্ত টাকার মুখ দেখলাম না।এই ভাই বলে এটা কর।সেই ভাই বলে সেটা কর এভাবে অনেক কিছুই করেছি কোনোভাবেই সফল হতে পারি না।আসলে দোষ গুল আমারি কেননা অনেক কাজ শিখতে চাই ছিলাম যে কারনে কিছুই শিখা হয়নি।
এবার একটা কাজ খুব মন দিয়ে করতাছি সটা কিপটোকারেনসি নিয়ে এটা নিয়ে অনেক ঘাটাগাটি করার পর মুটামুটি একটু ধারনা পেয়েছি।যেটা বোঝলাম কিপটো নিয়ে কাজ করতে গেলে মাই ইথার ওয়ালেট এর খুব প্রয়জন তাই একাউন্ট ও করলাম।
এখন আসল কথায় আসা যাক।আমার কয়েকটি বিষয় বুঝতে অনেক সমস্যা  হয় এগুলো স্টেপ আকারে দিয়ে দিলাম সবাই যদি সাহায্য করেন তাহলে খুবই উপকৃত হব।


১/যখন একটা কয়েন এর এয়ারডোপ চলে তখন আমরা মাই ইথার দেয়।এয়ারডোপ শেষ হলে কী কয়েন গুলো সরাসরি মাই ইথার এ চলে যাবে?
২/এয়ারডোপ যে শেষ হয়েছে তা কী করে বুঝবো?

৩/মাই ইথার এ শো টোকেন নামে একটা অপশেন আছে ওটার কাজ কী?

৪/কয়েন গুলো যে পাবো ঐ কয়েন কোন মাকেটে আছে তা কী করে বুঝবো?

৫/কয়েন গুলোকে একচেন্জ করে বিটিসি ওয়লেট এ কী করে নিব?

৬/বেশী ভাগ কয়েন ই তো স্কেম করে যদি স্কেম করে তাহলে কী করে বুঝবো?

৭/ দয়াকরে সবাই একটু সহজ ভাষায় বুঝিয়ে দিলে খুবই উপকৃত হব।।
আপনি যেহেতু অনেক বার চেষ্টা করেও ব্যর্থ হয়েছেন অনলাইন থেকে কিছু করার। তাই আমি আপনাকে বলব আপনি ক্রিপ্টোকারেন্সি তে এসেছেন আপনাকে এখানে স্বাগতম। এয়ার্ড্রপ করে তেমন কোনো প্রফেট পাবেন না। এয়ার্ড্রপ করে কোন লাভ নেই। শুধু শুধু এড করে সময় নষ্ট না করে আপনি বাউন্টি করতে পারেন। বাউন্টিতে অনেক ভাল প্রফিট আশা করা যায়। আশা করি আপনাকে বোঝাতে পেরেছি।
Title: Re: একটা ঝরে পড়ার গল্প।।।নতুন হলে যা হয়...!!!
Post by: Zero0 on December 05, 2020, 04:51:49 PM
ভাই আপনার কষ্টটা আমি বুঝতে পেরেছি আমিও এখানে অনেকদিন ধরে কাজ করতেছি কিন্তু কোন পেমেন্ট ভালোভাবে পাচ্ছিনা কিন্তু আমি সবার কথা মত এই ফোরামে যেসব বাউন্টি গুলো আসে আমি সেগুলো খুব খেয়াল করে করি। আমি কোন ক্যাম্পেইন থেকে পেমেন্ট না পেয়েও ধৈর্যধারণ করছি কেননা ধৈর্য্য ধারণ করলে হয়তো একদিন পেতেও পারি তাই আপনিও ধৈর্য ধারণ করুন। ক্রিপ্টোকারেন্সি তে কাজ করে অর্থ উপার্জন করতে চাইলে তা হলে আপনাকে অবশ্যই ধৈর্য ধারণ করতে হবে। ধন্যবাদ ভাই আশা করি আমার কথাগুলো বুঝতে পেরেছেন।
ভাই ধৈর্যের ফল সবসময় মিষ্টি হয়। আপনি আমি ধৈর্য ধরে এই ফোরামে সময় দিচ্ছি। আশা করি অবশ্যই একদিন এই ফোরাম থেকে ভালো কিছু পাব। আমাদের সিনিয়র ভাইরা এটা করে দেখিয়েছেন যে কিভাবে ধৈর্য ধরে সফলতার শীর্ষে পৌঁছাতে হয়। আশাকরি আমরাও পারব এই প্রত্যাশাই করি।
Title: Re: একটা ঝরে পড়ার গল্প।।।নতুন হলে যা হয়...!!!
Post by: Casual on December 12, 2020, 08:41:24 AM
একসাথে আপনি আসলে অনেক গুলো প্রশ্ন করেছেন যেটা আনসার দেওয়া এটা সবার জন্য অনেক কষ্টকর।আপনি সব জিনিসই অল্প অল্প করে শিখতে চেষ্টা করুন এবং এই ফোরামে সময় দিন এই ফোরামে বিভিন্ন ধরনের প্রশ্ন রয়েছে যেগুলো থেকে আপনি শিখতে পারেন। তাই আমি বলবো আপনি যে বিষয়টা বুঝবেন না শুধু সেই বিষয়টা প্রশ্ন করুন।

হ্যাঁ আপনি ঠিক বলেছেন আসলে এই ভাইটি একসাথে অনেকগুলো কোশ্চেন করেছে। তাই আমি তাকে বলব যে আপনি যে পোস্টগুলো বুঝবেন না একটি একটি করে দেওয়ার চেষ্টা করবেন।আমাদের এই ফোরামে প্রচুর পরিমান প্রশ্ন রয়েছে এবং সেখানে বুঝার বিষয় রয়েছে এবং এখান থেকে অনেক কিছু শিখতে পারবেন কিন্তু আপনাকে কিছুটা সময় দিতে হবে। আশা করি বুঝতে পারছেন।
Title: Re: একটা ঝরে পড়ার গল্প।।।নতুন হলে যা হয়...!!!
Post by: Expert on December 12, 2020, 08:47:17 AM
ধৈর্য ধারণ করুন এবং ফোরামে সক্রিয় হন। ফোরামে সক্রিয় হলেই ভালো কিছু পাওয়া সম্ভব। অনেক অনেক শুভকামনা রইল।
Title: Re: একটা ঝরে পড়ার গল্প।।।নতুন হলে যা হয়...!!!
Post by: Ricky on December 12, 2020, 11:00:11 AM
ধৈর্য ধারণ করুন এবং ফোরামে সক্রিয় হন। ফোরামে সক্রিয় হলেই ভালো কিছু পাওয়া সম্ভব। অনেক অনেক শুভকামনা রইল।
আপনি ঠিক বলেছেন ধৈর্য ধারণ করে ফোরামের সময় দিতে পারলে অবশ্যই ভাল কিছু আশা করা যায়। এই ফোরাম কখনও ফাঁকি দেয় না শুধু ধৈর্য ধরে ফোরামে সময় দেওয়া উচিত। ফোরামে প্রতিনিয়ত অনেক গুরুত্বপূর্ণ পোস্ট শেয়ার হয় যেগুলো থেকে অনেক নতুন নতুন বিষয় জানতে পারা যায়। যাতে ক্রিপ্টো কারেন্সি জগত সম্পর্কে অভিজ্ঞতা অর্জিত হয়। তাই আমাদের সকলের ধৈর্য ধরে ফোরাম এ সময় দেয়া উচিত।
Title: Re: একটা ঝরে পড়ার গল্প।।।নতুন হলে যা হয়...!!!
Post by: Jamis on December 12, 2020, 12:27:37 PM
আবেগি পোস্ট। এগুলো পুরানো মূল্যহীন। আপনি নিয়মিত একটিভ থাকুন। ফোরামে পোষ্ট করুন। ভালো ভালো কিছু পাবেন। অন্যথায় কিছুই পাওয়া সম্ভব হবে না।
Title: Re: একটা ঝরে পড়ার গল্প।।।নতুন হলে যা হয়...!!!
Post by: Salauddin on December 12, 2020, 12:33:02 PM
ধৈর্য ধারণ করুন এবং ফোরামে সক্রিয় হন। ফোরামে সক্রিয় হলেই ভালো কিছু পাওয়া সম্ভব। অনেক অনেক শুভকামনা রইল।

প্রিথিবিতে আসলে ধৈর্য ধারন করা ছাড়া তেমন কোনো ভালো কাজ এখন পর্যন্ত কেউ করতে পারেনি কেউ করে থাকলেও তা বেশিক্ষন স্তায়িত্ত লাভ করেনি তাই যেকোনো কাজ করার আগে ধৈর্য ধারণ করা দরকার।
Title: Re: একটা ঝরে পড়ার গল্প।।।নতুন হলে যা হয়...!!!
Post by: Jamis on December 12, 2020, 12:39:47 PM
ধৈর্য ধারণ করুন এবং ফোরামে সক্রিয় হন। ফোরামে সক্রিয় হলেই ভালো কিছু পাওয়া সম্ভব। অনেক অনেক শুভকামনা রইল।

প্রিথিবিতে আসলে ধৈর্য ধারন করা ছাড়া তেমন কোনো ভালো কাজ এখন পর্যন্ত কেউ করতে পারেনি কেউ করে থাকলেও তা বেশিক্ষন স্তায়িত্ত লাভ করেনি তাই যেকোনো কাজ করার আগে ধৈর্য ধারণ করা দরকার।
একমত। আমাদের বাংলা বিভাগে সবচেয়ে বেশি পোস্ট বর্তমানে হচ্ছে। তবে বেশিরভাগ ইউজার তাদের অবস্থান নিয়ে ভাবে। জুনিয়ার ইউজারদের নেগেটিভ কারমা দেয়। তার পরেও ধৈর্য ধারণ করে আছি। আশা করি ভবিষ্যতে ভালো কিছু পাব।
Title: Re: একটা ঝরে পড়ার গল্প।।।নতুন হলে যা হয়...!!!
Post by: Trumpet on December 12, 2020, 01:53:43 PM
আপনার মনের অবস্থা আমি বুঝতে পারছি। আমার মনে হয় আপনি এভাবে ভেঙ্গে না পড়ে ধৈর্য ধরে ফোরামে সময় দিয়ে সিনিয়র ভাইরা যে পোস্টগুলো করেছে সে পোস্টগুলো মনোযোগ দিয়ে পড়েন তাহলে আমার মনে হয় আপনি সবকিছু ভালোভাবে জানতে পারবেন। এবং যে বিষয়টা আপনি ফোরামে খুঁজে পাবেন না আশা করি সেটা গুগোল এ পেয়ে যাবেন।
Title: Re: একটা ঝরে পড়ার গল্প।।।নতুন হলে যা হয়...!!!
Post by: Nusrat on December 12, 2020, 06:11:10 PM
আমরা যারা নতুন ইউজার আমাদের ছোটখাট ভুলত্রুটি হতেই পারেন এতে হতাশ হবার কিছু নেই।নতুন নতুন সবারই একটু একটু ভুল হতে পারে তাই বলে কেউ হতাশ হবেন না আস্তে আস্তে সব ঠিক হয়ে যাবে। বড় সিনিয়র ভাইরা যারা আছেন তাদের কাছ থেকে আমাদের এই ভুল গুলো সংশোধন করার চেষ্টা করব। কাজ করতে করতে আমাদের ছোটখাটো ভুল গুলো ঠিক হবে।
Title: Re: একটা ঝরে পড়ার গল্প।।।নতুন হলে যা হয়...!!!
Post by: Markuri33 on December 12, 2020, 10:58:00 PM
ধৈর্য ধারণ করুন এবং ফোরামে সক্রিয় হন। ফোরামে সক্রিয় হলেই ভালো কিছু পাওয়া সম্ভব। অনেক অনেক শুভকামনা রইল।

আপনি যে কোন কাজই করেনা কেন প্রথমত আপনাকে ধৈর্য ধরতে হবে। তার কারণ হচ্ছে বাংলায় প্রবাদ আছে আমরা জানি" সবুরে মেওয়া ফলে"।তাই আমরা যে কাজই করে না কেন প্রথমে আমাদেরকে ধৈর্য ধারণ করতে হবে তাহলে দেখা যাবে যে আস্তে আস্তে সব কিছুই সম্ভব।
Title: Re: একটা ঝরে পড়ার গল্প।।।নতুন হলে যা হয়...!!!
Post by: Markuri33 on December 12, 2020, 10:59:42 PM
আপনি আসলে যে পোস্টটি করেছেন। ফোরামে নতুন নতুন আসলে একটু প্রবলেম হবেই কিন্তু সে প্রবলেম আপনাকে নিজেকে সলভ করতে হবে। আপনি যদি ফোরামে বেশি বেশি সময় দিন এবং সিনিয়র ভাইদের টপিক সবগুলো পড়েন। আশা করি আপনি অবশ্যই সবই বুঝতে পারবেন।কিন্তু তার আগে একটা কথাই বলবো যে ফোরামে কাজ করতে হলে আপনাকে ধৈর্য ধারণ করতে হবে। তা না হলে অবশেষে তো এই ফোরামের সিনিয়র ভাইরা রয়েছে অবশ্যই সাহায্য করবে আপনাকে।
Title: Re: একটা ঝরে পড়ার গল্প।।।নতুন হলে যা হয়...!!!
Post by: Tamsialu$$ on December 19, 2020, 04:34:27 PM
আমি যখন এই ফোরামে নতুন আসি তখন কিছুই বুঝতে পারছিলাম না। আমি মনে মনে ভেবেছি হয়তো আমি ক্রিপ্টোকারেন্সি এতে আমি কাজ করতে পারবোনা। কিন্তু আমার মনে বিশ্বাস ছিল যে আমি অবশ্যই চেষ্টা করলে পারব। আসলে নতুন কালে সবারই কিছু কিছু ভুল হতেই পারে আস্তে আস্তে সবই শেখা সম্ভব কিন্তু চেষ্টা করতে হবে।
Title: Re: একটা ঝরে পড়ার গল্প।।।নতুন হলে যা হয়...!!!
Post by: Akhi600 on December 19, 2020, 06:31:23 PM
১/যখন একটা কয়েন এর এয়ারডোপ চলে তখন আমরা মাই ইথার দেয়।এয়ারডোপ শেষ হলে কী কয়েন গুলো সরাসরি মাই ইথার এ চলে যাবে?Ans= Yes myetherwallet এ চলে যাবে।
২/এয়ারডোপ যে শেষ হয়েছে তা কী করে বুঝবো?Ans=যে কয়েন এর Airdrop এ participate করেছেন তার যদি কোন সাইট থাকে তাহলে Site এ ঢুকে চেক করতে পারেন

৩/মাই ইথার এ শো টোকেন নামে একটা অপশেন আছে ওটার কাজ কী?Ans= এখানে আপনি airdrop বা ICO থেকে কোন কয়েন পেলেন তা দেখতে পারবেন

৪/কয়েন গুলো যে পাবো ঐ কয়েন কোন মাকেটে আছে তা কী করে বুঝবো?Ans=Coinmarketcap.com এ গিয়ে ওই কয়েন search দিয়ে দেখতে পারেন।

৫/কয়েন গুলোকে একচেন্জ করে বিটিসি ওয়লেট এ কী করে নিব?Ans=এটা একটু ঝামেলার কাজ। Youtube এর সাহায্য নিতে পারেন

৬/বেশী ভাগ কয়েন ই তো স্কেম করে যদি স্কেম করে তাহলে কী করে বুঝবো?Ans= এটা আপনি কিছুদিন কাজ করলেই বুঝতে পারবেন
ধন্যবাদ জানাই আপনাকে আপনি সুন্দর ভাবে গাইডলাইন দিয়েছেন এবং সুন্দরভাবে প্রশ্নের আনসার দিয়েছেন আপনার কাছ থেকে ভালো কিছু শিখতে পারলাম ধন্যবাদ
Title: Re: একটা ঝরে পড়ার গল্প।।।নতুন হলে যা হয়...!!!
Post by: Irfan12@ on December 21, 2020, 11:38:22 AM
আসলে ভাই আপনি অনেকগুলো প্রশ্ন একবারে করে ফেলেছেন এই প্রশ্নগুলোর উত্তর দিতে হলে অনেক সময়ের প্রয়োজন তবে এ বিষয়ে সিনিয়র ভাইরা খুব ভালোভাবে বলতে পারবে এবং আপনাকে বুঝাতে সক্ষম হবে তবে আমার মনে হয় এর থেকে ভালো হবে আপনি যদি কোনো সিনিয়র ভাইয়ের সাথে সামনাসামনি দেখা করে এই বিষয়গুলো জানতে চান তাহলে খুব ভালোভাবে বুঝতে পারবেন এ সম্পর্কে
Title: Re: একটা ঝরে পড়ার গল্প।।।নতুন হলে যা হয়...!!!
Post by: bmw1 on December 21, 2020, 03:31:02 PM
হ্যা একটা সঠিক যে আপনি একসাথে অনেকগুলো প্রশ্ন করেছেন কিন্তু এ প্রশ্নগুলো উত্তর একসাথে পাওয়া অসম্ভব এর জন্য ধীরে ধীরে প্রশ্ন করাটা বেটার ছিল এবং সিনিয়র ভাইরা ধীরে ধীরে আপনার প্রশ্নগুলোর উত্তর দিবি।
Title: Re: একটা ঝরে পড়ার গল্প।।।নতুন হলে যা হয়...!!!
Post by: Laxmi Sharma on December 21, 2020, 06:21:10 PM
অনলাইনে কাজের কোনো ধারনা নেই বললেই চলে।গত ১-২ বছর হয়ে গেলো এই বিষয় গুলো নিয়ে গাটাগাটি করছি আজ পযন্ত টাকার মুখ দেখলাম না।এই ভাই বলে এটা কর।সেই ভাই বলে সেটা কর এভাবে অনেক কিছুই করেছি কোনোভাবেই সফল হতে পারি না।আসলে দোষ গুল আমারি কেননা অনেক কাজ শিখতে চাই ছিলাম যে কারনে কিছুই শিখা হয়নি।
এবার একটা কাজ খুব মন দিয়ে করতাছি সটা কিপটোকারেনসি নিয়ে এটা নিয়ে অনেক ঘাটাগাটি করার পর মুটামুটি একটু ধারনা পেয়েছি।যেটা বোঝলাম কিপটো নিয়ে কাজ করতে গেলে মাই ইথার ওয়ালেট এর খুব প্রয়জন তাই একাউন্ট ও করলাম।
এখন আসল কথায় আসা যাক।আমার কয়েকটি বিষয় বুঝতে অনেক সমস্যা  হয় এগুলো স্টেপ আকারে দিয়ে দিলাম সবাই যদি সাহায্য করেন তাহলে খুবই উপকৃত হব।


১/যখন একটা কয়েন এর এয়ারডোপ চলে তখন আমরা মাই ইথার দেয়।এয়ারডোপ শেষ হলে কী কয়েন গুলো সরাসরি মাই ইথার এ চলে যাবে?
২/এয়ারডোপ যে শেষ হয়েছে তা কী করে বুঝবো?

৩/মাই ইথার এ শো টোকেন নামে একটা অপশেন আছে ওটার কাজ কী?

৪/কয়েন গুলো যে পাবো ঐ কয়েন কোন মাকেটে আছে তা কী করে বুঝবো?

৫/কয়েন গুলোকে একচেন্জ করে বিটিসি ওয়লেট এ কী করে নিব?

৬/বেশী ভাগ কয়েন ই তো স্কেম করে যদি স্কেম করে তাহলে কী করে বুঝবো?

৭/ দয়াকরে সবাই একটু সহজ ভাষায় বুঝিয়ে দিলে খুবই উপকৃত হব।।
ভাই জীবনে আমিও অনেক ধোকা খেয়েছি অনলাইন থেকে ইনকাম করার সম্পর্কে না জেনেই বিভিন্ন সাইটে কাজ করে এবং ইনভেস্ট করে। আশা করি এখন এই ফোরামে এসে আমি সঠিক রাস্তা পেয়েছি। এখান থেকে অবশ্যই কিছু না কিছু প্রফিট আমি অর্জন করতে পারবো ইনশাল্লাহ।
Title: Re: একটা ঝরে পড়ার গল্প।।।নতুন হলে যা হয়...!!!
Post by: Najmul on January 25, 2021, 05:23:49 PM
১/যখন একটা কয়েন এর এয়ারডোপ চলে তখন আমরা মাই ইথার দেয়।এয়ারডোপ শেষ হলে কী কয়েন গুলো সরাসরি মাই ইথার এ চলে যাবে?Ans= Yes myetherwallet এ চলে যাবে।
২/এয়ারডোপ যে শেষ হয়েছে তা কী করে বুঝবো?Ans=যে কয়েন এর Airdrop এ participate করেছেন তার যদি কোন সাইট থাকে তাহলে Site এ ঢুকে চেক করতে পারেন

৩/মাই ইথার এ শো টোকেন নামে একটা অপশেন আছে ওটার কাজ কী?Ans= এখানে আপনি airdrop বা ICO থেকে কোন কয়েন পেলেন তা দেখতে পারবেন

৪/কয়েন গুলো যে পাবো ঐ কয়েন কোন মাকেটে আছে তা কী করে বুঝবো?Ans=Coinmarketcap.com এ গিয়ে ওই কয়েন search দিয়ে দেখতে পারেন।

৫/কয়েন গুলোকে একচেন্জ করে বিটিসি ওয়লেট এ কী করে নিব?Ans=এটা একটু ঝামেলার কাজ। Youtube এর সাহায্য নিতে পারেন

৬/বেশী ভাগ কয়েন ই তো স্কেম করে যদি স্কেম করে তাহলে কী করে বুঝবো?Ans= এটা আপনি কিছুদিন কাজ করলেই বুঝতে পারবেন
ধন্যবাদ ভাইয়া আপনারা অল্প কথার মাধ্যমে আমাদের নতুন ইউজারদের এত সুন্দর করে স্টেপ বাই স্টেপ বুঝিয়ে বলার জন্য। আপনার এই মূল্যবান পোষ্টটি থেকে আমরা এটা জানতে পেরেছি যে কোন কয়েন কোথায় পাওয়া যাবে এবং কোন জায়গায় সেল দেওয়া যাবে ইত্যাদি ইত্যাদি।
Title: Re: একটা ঝরে পড়ার গল্প।।।নতুন হলে যা হয়...!!!
Post by: Lutera94 on January 26, 2021, 07:36:21 PM
ধৈর্য ধারণ করুন এবং ফোরামে সক্রিয় হন। ফোরামে সক্রিয় হলেই ভালো কিছু পাওয়া সম্ভব। অনেক অনেক শুভকামনা রইল।
ঠিক বলেছেন ভাই, অপেক্ষা করলে ভালো কিছু পাওয়া যায়। আমি ও অনেক লসে ছিলাম তবে বর্তমানে অনেক ভালো অবস্থান এ আছি। তাই বলা যায় অপেক্ষা করলে ভালো কিছু পাওয়া সম্ভব। শুভকামনা
Title: Re: একটা ঝরে পড়ার গল্প।।।নতুন হলে যা হয়...!!!
Post by: babu10 on January 27, 2021, 07:39:31 AM
ধৈর্য ধারণ করুন এবং ফোরামে সক্রিয় হন। ফোরামে সক্রিয় হলেই ভালো কিছু পাওয়া সম্ভব। অনেক অনেক শুভকামনা রইল।

আমি 2017 সালে ফোরামে জয়েন করার পর থেকে মার্কেট অনেক আপ ডাউন দেখেছি কিন্তু হাল ছেড়ে দেয়নি। অনেক ধৈয্য ধারণ করেছি এবং তার ফল এখন পাচ্ছি। তাই আপনাকে আমার উপদেশ থাকবে অল্প সময়ে যদি সব পেয়ে যান তবে তার মূল্য থাকেনা। কষ্ট করুন, নিজের জ্ঞানকে বিকশিত করুন ফোরামে তাহলে দেখবেন আপনার ‍উন্নতি কেউ ঠেকাতে পারবেনা।
Title: Re: একটা ঝরে পড়ার গল্প।।।নতুন হলে যা হয়...!!!
Post by: Acifix on February 01, 2021, 03:53:01 AM
হ্যাঁ ভাই আমি আপনার সাথে একমত হলাম। এগুলো অনেক পুরনো ও মূল্যহীন। যার মূল্য নেই। আমরা অযথাই চিন্তা করব না। এখন আপনি যদি নিয়মিত একটিভ থাকেন। তাহলে ভালো ভালো কাজ করতে পারবেন। তাহলে কেন আমরা অযথা চিন্তা করব।
Title: Re: একটা ঝরে পড়ার গল্প।।।নতুন হলে যা হয়...!!!
Post by: Herry on February 01, 2021, 07:07:05 AM
১/যখন একটা কয়েন এর এয়ারডোপ চলে তখন আমরা মাই ইথার দেয়।এয়ারডোপ শেষ হলে কী কয়েন গুলো সরাসরি মাই ইথার এ চলে যাবে?Ans= Yes myetherwallet এ চলে যাবে।
২/এয়ারডোপ যে শেষ হয়েছে তা কী করে বুঝবো?Ans=যে কয়েন এর Airdrop এ participate করেছেন তার যদি কোন সাইট থাকে তাহলে Site এ ঢুকে চেক করতে পারেন

৩/মাই ইথার এ শো টোকেন নামে একটা অপশেন আছে ওটার কাজ কী?Ans= এখানে আপনি airdrop বা ICO থেকে কোন কয়েন পেলেন তা দেখতে পারবেন

৪/কয়েন গুলো যে পাবো ঐ কয়েন কোন মাকেটে আছে তা কী করে বুঝবো?Ans=Coinmarketcap.com এ গিয়ে ওই কয়েন search দিয়ে দেখতে পারেন।

৫/কয়েন গুলোকে একচেন্জ করে বিটিসি ওয়লেট এ কী করে নিব?Ans=এটা একটু ঝামেলার কাজ। Youtube এর সাহায্য নিতে পারেন

৬/বেশী ভাগ কয়েন ই তো স্কেম করে যদি স্কেম করে তাহলে কী করে বুঝবো?Ans= এটা আপনি কিছুদিন কাজ করলেই বুঝতে পারবেন
ধন্যবাদ ভাইয়া আপনারা অল্প কথার মাধ্যমে আমাদের নতুন ইউজারদের এত সুন্দর করে স্টেপ বাই স্টেপ বুঝিয়ে বলার জন্য। আপনার এই মূল্যবান পোষ্টটি থেকে আমরা এটা জানতে পেরেছি যে কোন কয়েন কোথায় পাওয়া যাবে এবং কোন জায়গায় সেল দেওয়া যাবে ইত্যাদি ইত্যাদি।
ভাই আপনি যেহেতু বুঝতে পেরেছেন আমি আপনাকে সাজেস্ট করব। আপনি যদি এই ক্রিপ্টোকারেন্সি নতুন ইউজার হন। তাহলে অবশ্যই সিনিয়র ভাইদের জীবনের গল্প শুনে অন্তত এই ক্রিপ্টোকারেন্সি থেকে চলে যাবেন না যদিও হাজারো বাধার সম্মুখীন হন। জীবনে একদিন ঠিক সফলতা আসবে যদি আপনি হাল না ছেড়ে দেন।
Title: Re: একটা ঝরে পড়ার গল্প।।।নতুন হলে যা হয়...!!!
Post by: AlviNess on February 09, 2021, 10:52:09 AM
ক্রিপ্টোকারেন্সি তে নিজের অবস্থান ধরে নিতে হলে অবশ্যই আপনাকে ধৈর্য ধরে এখানে সময় দিতে হবে। আপনাকে হতাশ হলে চলবে না আপনি যদি কোনো কাজ না বুঝে থাকেন তাহলে সে ক্ষেত্রে ফোরামের সিনিয়র ভাইদের কাছে সে বিষয় সম্পর্কে জানতে চান আশা করছি তার আপনাকে এ বিষয়ে জানার জন্য নিরাশ করবে না। আমি আপনাকে বলব ধৈর্য না হারিয়ে কাজ করুন তাহলে আপনি সফল হতে পারবেন।
Title: Re: একটা ঝরে পড়ার গল্প।।।নতুন হলে যা হয়...!!!
Post by: Batch18-19 on February 12, 2021, 03:25:55 PM
ভাইপোর আমি আপনার মত আমিও কিন্তু নতুন।কিন্তু আমি কিন্তু আপনার মত হতাশ হই নি আমি কিন্তু এখনও ফোরামে নিয়মিত সময় দিচ্ছি এবং ফোরামের যাবতীয় বিধিবিধানগুলো নিজের মধ্যে আয়ত্ত করার চেষ্টা করছি। তোমার মতন নতুন যারা আছ তাদের বলছি কোন সময় ভেঙ্গে পড়বে না। অবশ্যই ধৈর্য ধারণ করে কাজ করবে তাহলে জীবনে সফলতা সম্ভব।
Title: Re: একটা ঝরে পড়ার গল্প।।।নতুন হলে যা হয়...!!!
Post by: Acifix on February 17, 2021, 09:58:42 PM
আমরা যারা ইউজারে নতুন তাদের মাঝে মধ্যে ভুল ত্রুটি হয়ে থাকে। তাই আমরা হতাশ না হয়ে করার জন্য সিনিয়র মেম্বার দের কাছে যাবো। ভাই দয়া করে যারা এই মেম্বারের নতুন তারা কোন ভুল হলে সিনিয়র মেম্বারদের কাছে যাবো। আমার কাছে মনে হয় এটা ঝরে পড়ার গল্প।
Title: Re: একটা ঝরে পড়ার গল্প।।।নতুন হলে যা হয়...!!!
Post by: Lovepro Max on February 18, 2021, 04:05:14 AM
আপনি যখন কোন টোকেন পাবেন তখন দেখতে হবে ওই সেই টোকেন কোন এক্সচেঞ্জারে ট্রেড চলছে। এবং সেই টোকেন বিটকয়েনে নাকি ইথেরিয়াম এ ট্রেড হচ্ছে। যদি বিটকয়েন এ ট্রেড হয় তাহলে আপনি আপনার টোকেন সেল দিয়ে বিটকয়েন ওয়ালেট এ নিতে পারবেন।
Title: Re: একটা ঝরে পড়ার গল্প।।।নতুন হলে যা হয়...!!!
Post by: Dark Knight on February 18, 2021, 04:11:41 AM
আপনি যখন বাউন্টি করে কোন টোকেন পাবেন তখন দেখতে হবে সেই টোকেন গুলো কোন এক্সচেঞ্জ আরে ট্রেন চলছে। দেখতে হবে সেই টোকেন বিটকয়েনে নাকি ইথেরিয়াম এ ট্রেন চলছে। ফোরামে কাজ করে ইনকাম করতে চাইলে অবশ্যই আপনাকে ধৈর্য ধারণ করতে হবে। কোন সময় ভেঙে পড়লে চলবে না।
Title: Re: একটা ঝরে পড়ার গল্প।।।নতুন হলে যা হয়...!!!
Post by: Goldlife on February 18, 2021, 04:35:14 AM
আপনাকে অভিনন্দন জানাচ্ছি এ কারণে যে ভাই আপনি অনেক ঘাটাঘাটি করার পর ক্রিপ্টোকারেন্সি মার্কেটগুলোতে ক্রিপ্টোকারেন্সি ফোরামে যখন আপনি এসে গেছেন তাহলে আপনাকে বলবো যে আপনি এখানেই সুস্থ-সুন্দর ভাবে কারো হেল্প নিয়ে ভালোভাবে কাজ করতে থাকুন ইনশাআল্লাহ আপনি একদিন সফলতা অর্জন করতে পারবেন আমি আপনাকে বলবো যে আপনি যেগুলো পারেন না সেগুলো যদি আপনার আশেপাশে যদি কোন ভাই না থাকে তাহলে আপনি আপনার মোবাইল থেকে ইউটিউব এ গিয়ে আপনি যেগুলো পারে না সেগুলো সার্চ করতে পারেন তাহলে আপনি বুঝবেন যে কি থেকে কি করতে হবে সেজন্য আপনাকে একটু কষ্ট করে ভালোভাবে পর্যবেক্ষণ করতে হবে এবং হেল্প করতে আপনি যেগুলো বুঝবে না সেগুলো আমাদের এই ফোরামে পোস্ট করতে থাকুন boro   বাইরে আছেন আপনাকে সাহায্য করবে ধন্যবাদ
Title: Re: একটা ঝরে পড়ার গল্প।।।নতুন হলে যা হয়...!!!
Post by: bmw1 on February 18, 2021, 06:11:27 AM
১/যখন একটা কয়েন এর এয়ারডোপ চলে তখন আমরা মাই ইথার দেয়।এয়ারডোপ শেষ হলে কী কয়েন গুলো সরাসরি মাই ইথার এ চলে যাবে?Ans= Yes myetherwallet এ চলে যাবে।
২/এয়ারডোপ যে শেষ হয়েছে তা কী করে বুঝবো?Ans=যে কয়েন এর Airdrop এ participate করেছেন তার যদি কোন সাইট থাকে তাহলে Site এ ঢুকে চেক করতে পারেন

৩/মাই ইথার এ শো টোকেন নামে একটা অপশেন আছে ওটার কাজ কী?Ans= এখানে আপনি airdrop বা ICO থেকে কোন কয়েন পেলেন তা দেখতে পারবেন

৪/কয়েন গুলো যে পাবো ঐ কয়েন কোন মাকেটে আছে তা কী করে বুঝবো?Ans=Coinmarketcap.com এ গিয়ে ওই কয়েন search দিয়ে দেখতে পারেন।

৫/কয়েন গুলোকে একচেন্জ করে বিটিসি ওয়লেট এ কী করে নিব?Ans=এটা একটু ঝামেলার কাজ। Youtube এর সাহায্য নিতে পারেন

৬/বেশী ভাগ কয়েন ই তো স্কেম করে যদি স্কেম করে তাহলে কী করে বুঝবো?Ans= এটা আপনি কিছুদিন কাজ করলেই বুঝতে পারবেন
আপনি অনেক সুন্দর ভাবে বুঝিয়ে দিয়েছেন,আপনাকে অনেক ধন্যবাদ     
Title: Re: একটা ঝরে পড়ার গল্প।।।নতুন হলে যা হয়...!!!
Post by: Acifix on February 19, 2021, 03:03:30 PM
আমরা ইউজারে নতুন তাই আমাদের কিছু না কিছু ভুল ত্রুটি হয়ে থাকে। সেজন্য আমাদের মন খারাপ করে থাকা যাবে না। আপনাদের এলাকায় যদি কোনো সিনিয়র মেম্বার থাকে তাহলে তাদের সাথে কথা বলুন। এটা একটা ঝড়ে পড়ার গল্প।
Title: Re: একটা ঝরে পড়ার গল্প।।।নতুন হলে যা হয়...!!!
Post by: bmw1 on February 19, 2021, 03:07:46 PM
১/যখন একটা কয়েন এর এয়ারডোপ চলে তখন আমরা মাই ইথার দেয়।এয়ারডোপ শেষ হলে কী কয়েন গুলো সরাসরি মাই ইথার এ চলে যাবে?Ans= Yes myetherwallet এ চলে যাবে।
২/এয়ারডোপ যে শেষ হয়েছে তা কী করে বুঝবো?Ans=যে কয়েন এর Airdrop এ participate করেছেন তার যদি কোন সাইট থাকে তাহলে Site এ ঢুকে চেক করতে পারেন

৩/মাই ইথার এ শো টোকেন নামে একটা অপশেন আছে ওটার কাজ কী?Ans= এখানে আপনি airdrop বা ICO থেকে কোন কয়েন পেলেন তা দেখতে পারবেন

৪/কয়েন গুলো যে পাবো ঐ কয়েন কোন মাকেটে আছে তা কী করে বুঝবো?Ans=Coinmarketcap.com এ গিয়ে ওই কয়েন search দিয়ে দেখতে পারেন।

৫/কয়েন গুলোকে একচেন্জ করে বিটিসি ওয়লেট এ কী করে নিব?Ans=এটা একটু ঝামেলার কাজ। Youtube এর সাহায্য নিতে পারেন

৬/বেশী ভাগ কয়েন ই তো স্কেম করে যদি স্কেম করে তাহলে কী করে বুঝবো?Ans= এটা আপনি কিছুদিন কাজ করলেই বুঝতে পারবেন
আপনার উত্তর গুলো খুব সুন্দর হয়েছে আপনি পর্যায়ক্রম ভাবে রোজা দিয়েছেন এর জন্য আপনাকে অনেক ধন্যবাদ এবং নতুন ইউজাররা এই পোস্ট থেকে অনেক কিছু শিখতে পারবে।
Title: Re: একটা ঝরে পড়ার গল্প।।।নতুন হলে যা হয়...!!!
Post by: Ogma on February 20, 2021, 05:12:12 AM
১/যখন একটা কয়েন এর এয়ারডোপ চলে তখন আমরা মাই ইথার দেয়।এয়ারডোপ শেষ হলে কী কয়েন গুলো সরাসরি মাই ইথার এ চলে যাবে?
উত্তর = হ্যা myetherwallet এ চলে যাবে।
২/এয়ারডোপ যে শেষ হয়েছে তা কী করে বুঝবো?
উত্তর = যে কয়েনের আপনি এয়ারড্রম করেছেন সেই কয়েনে যদি কোন ওয়েব সাইট থাকে তাহলে ঐ সাইটে গিয়ে আপনি দেখতে পারেন যে এটা শেষ হয়েছে কিনা।

৩/মাই ইথার এ শো টোকেন নামে একটা অপশেন আছে ওটার কাজ কী?
উত্তর = এখানে আপনি airdrop বা Bountry  থেকে কোন কোন কয়েন পেলেন তা দেখতে পারবেন

৪/কয়েন গুলো যে পাবো ঐ কয়েন কোন মাকেটে আছে তা কী করে বুঝবো?
উত্তর =https://www.coingecko.com/en এ গিয়ে ওই কয়েন search দিয়ে দেখতে পারেন।

৫/কয়েন গুলোকে একচেন্জ করে বিটিসি ওয়লেট এ কী করে নিব?
উত্তর =এই ক্ষেতে আপনি আপনার প্রাইবেট কি ব্যবহার করে আপনার এখাউন্টে ডুকে পরে যে এক্সেঞ্জারে কয়েনটি আছে সে এক্সেজারের ডিপুজিটে ক্লিক করলে তারা একটি এড্রেস দিবে তখন মাই ইথার ওয়ালেট থেকে আপনি আপনার কয়েন সেন্ট করে আপনি বিটিসিতে রুপান্তর করতে পারবেন

৬/বেশী ভাগ কয়েন ই তো স্কেম করে যদি স্কেম করে তাহলে কী করে বুঝবো?
উত্তর = এটা আপনি বুঝতে একটু সময় লাগবে। কাজ করতে থাকলেই আপনি সব বুঝতে পারবেন
ধন্যবাদ ভাই অত্যন্ত চমৎকারভাবে প্রত্যেকটি প্রশ্নের উত্তর দিয়েছেন অনেক বিষয়ে আমারও জানা ছিল না আমি এখান থেকে জেনে নেবো । আপনার কাছে আমার একটি প্রশ্ন সেটি হচ্ছে অনেক সময় মাইথার ওয়ালেটের দিছে কয়েনের দাম বৃদ্ধি পাচ্ছে সেটি দেখায় কিন্তু পরবর্তীতে অন্য ওয়েবসাইটে গেলে অর্থাৎ এক্সচেঞ্জ করার সময় খুজে পাওয়া যায় না এক্ষেত্রে করণীয় কি ? আর একটু ভালভাবে বুঝার জন্য বলছি আমি একটি উদাহরণ দিলে বুঝতে পারবেন আমার মাইথার ওয়ালেট এর রেসিপি নামে একটি কয়েন ছিল সেটি মূল্য হঠাৎ করে অনেক বেড়ে যায় কিন্তু এক্সচেঞ্জ করার সময় অন্য এক এক্সচেঞ্জার দিয়ে ঢুকে দেখলাম সেখানে ওই কোয়েল খুঁজে পাওয়া যাচ্ছে না এ ক্ষেত্রে করণীয় কি ?
Title: Re: একটা ঝরে পড়ার গল্প।।।নতুন হলে যা হয়...!!!
Post by: Lovepro Max on February 20, 2021, 06:28:35 AM
১/যখন একটা কয়েন এর এয়ারডোপ চলে তখন আমরা মাই ইথার দেয়।এয়ারডোপ শেষ হলে কী কয়েন গুলো সরাসরি মাই ইথার এ চলে যাবে?Ans= Yes myetherwallet এ চলে যাবে।
২/এয়ারডোপ যে শেষ হয়েছে তা কী করে বুঝবো?Ans=যে কয়েন এর Airdrop এ participate করেছেন তার যদি কোন সাইট থাকে তাহলে Site এ ঢুকে চেক করতে পারেন

৩/মাই ইথার এ শো টোকেন নামে একটা অপশেন আছে ওটার কাজ কী?Ans= এখানে আপনি airdrop বা ICO থেকে কোন কয়েন পেলেন তা দেখতে পারবেন

৪/কয়েন গুলো যে পাবো ঐ কয়েন কোন মাকেটে আছে তা কী করে বুঝবো?Ans=Coinmarketcap.com এ গিয়ে ওই কয়েন search দিয়ে দেখতে পারেন।

৫/কয়েন গুলোকে একচেন্জ করে বিটিসি ওয়লেট এ কী করে নিব?Ans=এটা একটু ঝামেলার কাজ। Youtube এর সাহায্য নিতে পারেন

৬/বেশী ভাগ কয়েন ই তো স্কেম করে যদি স্কেম করে তাহলে কী করে বুঝবো?Ans= এটা আপনি কিছুদিন কাজ করলেই বুঝতে পারবেন
আপনি অনেক সুন্দর ভাবে বুঝিয়ে দিয়েছেন,আপনাকে অনেক ধন্যবাদ   
আপনি কিন্তু স্পামিং করতাছেন। আপনি যদি এভাবেই স্পামিং করতে থাকেন তাহলে পরবর্তীতে আপনার আইডির সমস্যা হতে পারে। তাই আমি আপনাকে উপদেশ দিব স্পামিং ছেড়ে দেন ভালো মানের টপিক তৈরি করার চেষ্টা করুন তাহলে আপনার জন্যই ভালো হবে।
Title: Re: একটা ঝরে পড়ার গল্প।।।নতুন হলে যা হয়...!!!
Post by: Alvida on February 20, 2021, 09:56:54 AM
আপনি জেটা করতে চান সেতা লিখে শুধুমাত্র গুগলে একটু সার্স দেন তাহলেই আপনি সকল তথ্য পেয়ে জাবেন তার পরেও যদি না পান তাহলে আপনি স্পেসেফিক কোন জিনিস্তা আসলী জানতে চাচ্ছেন সেটা উল্লেখ করতে পারীন তাহলে আপ্নি সাহাজ্য পাবেন কীউ না কেউ আপনাকে সাহাজ্য করতে থাকবে , আর সময় পেলে আপনি নিজেও অন্যেকে সঠিক তথ্যদিয়ে সাহাজ্যে করবেন।
হ্যাঁ ভাই আপনি অনেক সুন্দর কথা বলেছেন আপনার কথাগুলো খুব ভালো লাগলো আসলে গুগলে সার্চ দিলে আমরা সবকিছু সমস্যার সমাধান পেয়ে থাকি।কিন্তু গুগলে সার্চ না করে আমরা ফরাবে শুধু শুধু প্রশ্ন করে সময় নষ্ট করি।
Title: Re: একটা ঝরে পড়ার গল্প।।।নতুন হলে যা হয়...!!!
Post by: Mj joy on February 20, 2021, 10:51:04 AM
অনলাইনে কাজের কোনো ধারনা নেই বললেই চলে।গত ১-২ বছর হয়ে গেলো এই বিষয় গুলো নিয়ে গাটাগাটি করছি আজ পযন্ত টাকার মুখ দেখলাম না।এই ভাই বলে এটা কর।সেই ভাই বলে সেটা কর এভাবে অনেক কিছুই করেছি কোনোভাবেই সফল হতে পারি না।আসলে দোষ গুল আমারি কেননা অনেক কাজ শিখতে চাই ছিলাম যে কারনে কিছুই শিখা হয়নি।
এবার একটা কাজ খুব মন দিয়ে করতাছি সটা কিপটোকারেনসি নিয়ে এটা নিয়ে অনেক ঘাটাগাটি করার পর মুটামুটি একটু ধারনা পেয়েছি।যেটা বোঝলাম কিপটো নিয়ে কাজ করতে গেলে মাই ইথার ওয়ালেট এর খুব প্রয়জন তাই একাউন্ট ও করলাম।
এখন আসল কথায় আসা যাক।আমার কয়েকটি বিষয় বুঝতে অনেক সমস্যা  হয় এগুলো স্টেপ আকারে দিয়ে দিলাম সবাই যদি সাহায্য করেন তাহলে খুবই উপকৃত হব।


১/যখন একটা কয়েন এর এয়ারডোপ চলে তখন আমরা মাই ইথার দেয়।এয়ারডোপ শেষ হলে কী কয়েন গুলো সরাসরি মাই ইথার এ চলে যাবে?
২/এয়ারডোপ যে শেষ হয়েছে তা কী করে বুঝবো?

৩/মাই ইথার এ শো টোকেন নামে একটা অপশেন আছে ওটার কাজ কী?

৪/কয়েন গুলো যে পাবো ঐ কয়েন কোন মাকেটে আছে তা কী করে বুঝবো?

৫/কয়েন গুলোকে একচেন্জ করে বিটিসি ওয়লেট এ কী করে নিব?

৬/বেশী ভাগ কয়েন ই তো স্কেম করে যদি স্কেম করে তাহলে কী করে বুঝবো?

৭/ দয়াকরে সবাই একটু সহজ ভাষায় বুঝিয়ে দিলে খুবই উপকৃত হব।।
  ভাই আপনি যে পোস্টটি করেছেন তা অত্যন্ত মূল্যবান কিন্তু আমি একদমই নতুন তাই আমি আপনাকে এই বিষয়ে তেমন ভাল পরামর্শ দিতে পারতেছিনা আপনি সিনিয়র ভাইদের কাছ থেকে ভালভাবে জেনে নেবেন তাতে আপনার অনেক ভালো হবে ধন্যবাদ আপনাকে মূল্যবান পোষ্ট করার জন্য ।
Title: Re: একটা ঝরে পড়ার গল্প।।।নতুন হলে যা হয়...!!!
Post by: Acifix on February 21, 2021, 02:02:53 AM
ভাই আমরা এই ইউজার এ যারা নতুন। তাদের হয়তো কাজ করতে গেলে কোন কিছু ভুল হয়ে থাকে। তাই তারা কিছু মনে করবেন না।আপনাদের এলাকায় যদি কোনো সিনিয়র মেম্বার থাকে তাহলে তাদের সাথে যোগাযোগ করবেন। তাহলে আপনার ভুলটা ঠিক করে দেবে।
Title: Re: একটা ঝরে পড়ার গল্প।।।নতুন হলে যা হয়...!!!
Post by: Sonjoy on February 21, 2021, 06:45:29 AM
ঘুরতে ঘুরতে যখন আমাদের মাঝে আপনি এসেই পড়েছেন এই ফোরামে যখন ঢুকেই পড়েছেন তখন আপনাকে সাজেস্ট করব যে ফোরামের মডেলটা মডারেটররা অত্যন্ত সুন্দরভাবে সাজিয়ে গুছিয়ে কিছু পোস্ট করে রেখে দিয়েছে সেগুলো আপনি ভালভাবে পড়তে থাকুন এবং সুস্থ্য থাকুন এবং সে অনুযায়ী কাজ করতে থাকুন ইনশাআল্লাহ একদিন সফল হবেনি আমি মনে করি যদি এখানে সফলভাবে কাজ করেন এবং কঠোর পরিশ্রমের মাধ্যমে আপনার মেধা কে আরও সমৃদ্ধ করতে চান তাহলে এখানে কাজ করেছে এবং ভবিষ্যতে আপনি এখান থেকে আপনার লাইফে সেটেল করে নিতে পারবেন ইনশাআল্লাহ ধন্যবাদ
Title: Re: একটা ঝরে পড়ার গল্প।।।নতুন হলে যা হয়...!!!
Post by: Acifix on February 23, 2021, 05:04:24 AM
এই ইউজারে নতুন যারা আছেন। তাদের হয়তো কোন কাজ করতে গেলে কিছু না কিছু ভুল ত্রুটি হয়ে থাকে। কিন্তু এর জন্য আপনারা মন খারাপ করবেন না। আপনাদের যদি কোন কিছু ভুল ত্রুটি হয়ে থাকে। তাহলে আপনারা সিনিয়র মেম্বার দের কাছে যোগাযোগ করবেন। তারপর হয়তো আপনি ভুল আর হবে না। এটা একটি ঝরে পড়ার গল্প।
Title: Re: একটা ঝরে পড়ার গল্প।।।নতুন হলে যা হয়...!!!
Post by: Tubelight on March 21, 2021, 05:16:50 PM
ভাই আপনি হতাশ হচ্ছেন কেন। ক্রিপ্টোকারেন্সি তে হতাশ হলে চলবে না।আপনি ধৈর্য ধরে এই ক্রিপ্টোকারেন্সি থেকে থাকেন আশা করছি আপনি নিরাশ হবেন না।
Title: Re: একটা ঝরে পড়ার গল্প।।।নতুন হলে যা হয়...!!!
Post by: Acifix on March 21, 2021, 05:28:45 PM
ইউজার এ যারা নতুন আছেন তাদের হয়তো কোনো না কোনো কাজ করতে গেলে কিছু না কিছু ভুল ত্রুটি হয়ে থাকে। তাই তারা কিছু মনে করবেন না। কারণ আপনারা এ ফোরামে নতুন এসেছেন। তাই তারা যদি পারেন দয়া করে সিনিয়র ভাইদের কাছে যাবেন।
Title: Re: একটা ঝরে পড়ার গল্প।।।নতুন হলে যা হয়...!!!
Post by: Mayajal on March 21, 2021, 06:59:15 PM
হ্যাঁ ভাই আপনার গল্প করে অনেক ভালো লাগলো।এই গল্পটা করার জন্য আপনাকে অনেক ধন্যবাদ এবং এই গল্পের মধ্যে দিয়ে অনেকেই অনেক কিছু শিখতে পারবে।
Title: Re: একটা ঝরে পড়ার গল্প।।।নতুন হলে যা হয়...!!!
Post by: Acifix on March 22, 2021, 08:44:31 AM
কিছু কিছু ইউজার রা এই ফোরামে আসে। এবং তাদের কিছু কাজ গুলো ভুল হয়। সে কারণে তারা অনেক ভয় পায়। কিন্তু তাদের ভয় পাওয়াটা ঠিক না। ভুল মানুষের মধ্যে হয়ে থাকে।কোন নতুন ইউজার এর কোন কিছু ভুল হয়ে থাকে। তাহলে সে সিনিয়র ভাইরা আছে তাদের সাথে কথা বললে ঠিক হয়ে যাবে।