Altcoins Talks - Cryptocurrency Forum
Local => বাংলা (Bengali) => Topic started by: cora on September 12, 2018, 09:18:19 PM
-
আমি কি ভাবে নেগেটিভ কারমা মুছে দিতে পারি 😭এবং কি ভাবে পজিটিভ কারমা পেতে পারি
-
আপনি যদি ভালো ভালো পোষ্ট করেন তাহলে আপনাকে কামারা দেওয়া হবে। যদি আপনি এখানে খারাপ পোষ্ট করেন তাহলে আপনাকে -এর কামারা দেওয়া হবে। তাহলে আপনি যদি একটি ভালো পোষ্ট করেন তাহলে আপনি +1টি কামারা পেতে পারেন । যেহেতু আপনি দুইটি -এর কামরা খেয়েছেন সেহেতু আপনাকে যদি দুইটি + এর কামরা দেয় তাহলে আপনি -এর কামরা থেকে মুক্তি পেতে পারেন। তাই আপনি একটু বুজে শুনে পোষ্ট করবেন।
-
আপনি যে -কমারা পেয়েছেন তার কারণ হলো আপিনি পোষ্ট গুলো ভালো ভাবে করেননি তাই এর পর থেকে আপনি একটু ভালো ভাবে পোষ্ট করবেন। তাহলে আপনি +কামারা পেতে পারেন ।
ধন্যবাদ
-
আপনার মাইনাস কামারা পাওয়ার প্রধান কারন হলো উল্টা পাল্পা পোষ্ট কারা আপনি মনে হয় উল্পা পাল্টা পোষ্ট করছেন তাই আপনাকে মাইনাছ পেতে হইছে এবং প্লাসের কামারা পেতে হলে আপনি দেখে শুনে ভাল পোষ্ট করবেন।
-
আপনি যদি ভাল মানের পোস্ট করেন তাহলে আপনাকে পজিটিভ কারমা দেবে সিনিয়র ভাইরা।আর যদি অতীতে নেগেটিভ কারমা খেয়ে থাকেন তাহলে পজেটিভ কারমা আপনার নেগেটিভ কার্মাকে কেটে দিবে বা উইথ ড্র করে দেবে।
-
আমি কি ভাবে নেগেটিভ কারমা মুছে দিতে পারি 😭এবং কি ভাবে পজিটিভ কারমা পেতে পারি
আপনি এখন থেকে লো কোয়ালিটি পোস্ট ছেড়ে ভালো মানসম্মত পোস্ট করার চেষ্টা করুন। আপনি হয়তো ফোরামের রুলস না মানে ভুলে অনেক লো কোয়ালিটি পোস্ট করে ফেলেছেন তাই এতগুলো - কারমা পেয়ে বসে আছেন। টেনশনের কিছু নেই এখন থেকে ভালো মানসম্মত পোস্ট করার চেষ্টা করুন দেখবেন সিনিয়র ভাইরা পজিটিভ কারমা দিয়ে দেবে আর এই পজিটিভ কারমা গুলো পেয়ে আপনাকে নেগেটিভ কারমা গুলা উঠাতে হবে আশা করি বুঝতে পেরেছেন।
-
আপনি আসলে যে পোস্টটি করেছেন এই পোস্টটি যদি চার থেকে পাঁচ লাইন হত তাহলে কিন্তু অনেক ভালো হতো এবং সেই সাথে সাথে আপনি পজেটিভ কারমা পেতেন। এখন থেকে চেষ্টা করুন ভালো মানের পোস্ট দেওয়ার অবশ্যই আপনি পজেটিভ কামা পাবেন।
-
আমি কি ভাবে নেগেটিভ কারমা মুছে দিতে পারি 😭এবং কি ভাবে পজিটিভ কারমা পেতে পারি
ভাই সব সময় আপনার পোস্ট এর উপর নির্ভর করে যে আপনি পজিটিভ কারমা পাবেন নাকি নেগেটিভ কারমা পাবেন। আপনার পোস্ট গুলো অবশ্যই মানসম্মত ছিলো না এবং আপনি ফোরাম রিলেটেড কোন বিষয় নিয়ে পোস্ট না করার কারণে নেগেটিভ কারমা পেয়েছেন।
এখন যদি আপনি আপনার ভুল গুলো নজরে রেখে ভালো মানের পোস্ট করেন এবং তাতে যদি কেউ পজিটিভ কারমা দেয় তাহলেই আপনার আইডি থেকে নেগেটিভ কারমা রিমুভ হবে।
-
আমি কি ভাবে নেগেটিভ কারমা মুছে দিতে পারি 😭এবং কি ভাবে পজিটিভ কারমা পেতে পারি
ভাই আপনাকে নেগেটিভ কারমা মুছে ফেলতে হলে অবশ্যই ভাল মানসম্মত পোস্ট করতে হবে আপনি যদি এখন ভালো মানসম্মত পোস্ট করে পজেটিভ কারমা পেতে পারেন তাহলে আপনার নেগেটিভ কারমা কমতে থাকবে। ধৈর্য ধরে ফোরামে সময় দিন ফোরাম থেকে কিছু শেখার চেষ্টা করুন সবার পোস্ট ভালোভাবে পড়ে তারপর রিপ্লাই দেয়ার চেষ্টা করুন অযথা বাড়ানোর জন্য লোক্যালিটি পোস্ট করবেন না। ফোরামের রুলস মেনে কাজ করার চেষ্টা করুন তাহলেই আপনার নেগেটিভ কারমা উঠে যাবে।
-
আমি কি ভাবে নেগেটিভ কারমা মুছে দিতে পারি 😭এবং কি ভাবে পজিটিভ কারমা পেতে পারি
কোয়ালিটির পোস্ট করেছেন আপনি সেই কোয়ালিটির পোস্ট করলে সব সময় নেগেটিভ কারমা পাবে। নেগেটিভ কারমা মুছতে হলে আপনাকে ভালো মানের পোস্ট করতে হবে শিক্ষনীয় পোস্ট করতে হবে।
-
ভালো পোস্ট করে, গঠণ মূলক পোস্ট করলে নেগেটিভ কারমা মুছে দেওয়া যাবে ভাই। অন্যকে হেল্প করলে পজিটিভ কারমা আর্ন করে নেগেটিভ কারমা মুছে দেওয়া যাবে ভাই।
-
-১ কারমা মুছে ফেলার কোনো অফশন আছে কিনা আমার জানা নাই তবে আমি জানি যে ভালো মানের পোস্ট করলে আপনি অবশ্যই +১ কারমা পাবেন আর -১ কারমা এমনি মুছে যাবে তো আমি মনে করি এই বিষয় নিয়া টেনশন করার কিছু নাই। ক্রিপ্টো রিলেটেড ভালো মানের পোস্ট করবেন +১ কারমা পাবেন। ধন্যবাদ
-
আপনি নিজে থেকে নেগেটিভ কারমা মুছতে পারেন না। এটা মোছার একটাই উপায় তা হল আপনাকে ভালো ভালো অর্থাৎ তথ্য ভিত্তিক পোস্ট করতে হবে, তহলে আপনি পজেটিভ কারমা পাবেন আর একটা একটা পজেটিভ কারমাতে একটা একটা নেগেটিভ কারমা মুছে যাবে। আর এভাবে আপনার নেগেটিভ কারমা মুছে গিয়ে পজেটিভ কারমা হয়ে যাবে।
-
আমি কি ভাবে নেগেটিভ কারমা মুছে দিতে পারি 😭এবং কি ভাবে পজিটিভ কারমা পেতে পারি
না আপনি নেগেটিভ কর্ম মুছে দিতে পারবেন না। আপনাকে নেগেটিভ কারমা মুছে দেওয়ার জন্য পজেটিভ কারমা লাগবে।আর পজেটিভ কারমা পাওয়ার জন্য আপনাকে ভালো ভালো পোস্ট করতে হবে এবং পোস্ট গুলা অনেক কনস্ট্রাক্টিভ হতে হবে।
-
ভাই আপনারা যদি এখন কেউ প্লাস কারমা দেয় তাহলে - কারমা মুছে যাবে এবং আপনার প্লাস কারমা পেতে হলে আপনাকে অবশ্যই ফোরামের রুল মানতে হবে সেগুলো হলো আপনার ফোরামে ভালো ভালো পোস্ট করতে হবে এবং মানসম্মত পোস্ট করতে হবে যুক্তিসম্মত থাকতে হবে তাহলে আপনাকে প্লাস কারমা দিবে। এবং আপনার পোস্ট উন্নত মানের করতে হবে ধন্যবাদ
-
আপনি নিজে থেকে নেগেটিভ কারমা মুছতে পারেন না। এটা মোছার একটাই উপায় তা হল আপনাকে ভালো ভালো অর্থাৎ তথ্য ভিত্তিক পোস্ট করতে হবে, তহলে আপনি পজেটিভ কারমা পাবেন আর একটা একটা পজেটিভ কারমাতে একটা একটা নেগেটিভ কারমা মুছে যাবে। আর এভাবে আপনার নেগেটিভ কারমা মুছে গিয়ে পজেটিভ কারমা হয়ে যাবে।
জী ভাই আপনি সঠিক আনসার দিয়েছেন। এবং আপনার পোস্ট আর নেই সুন্দর ভাবে বোঝার জন্য খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয়। এবং আপনার পোস্ট মানসম্মত পোস্ট করতে হবে
-
আমি আসলে যেটুকু বুঝি সেটুকু বলছি কারমা পেতে হলে অবশ্যই আপনাকে ভালো মানের পোস্ট করতে হবে। আপনি যে পোস্ট গুলো করছেন সেই পোস্ট থেকে যেন অবশ্যই ভালো কিছু শেখা যায়। এবং কি যে পোস্ট করবেন সেই পোস্ট এ যেন ক্রিপ্টোকারেন্সি সম্পর্কে সব বিষয় থাকে। প্লে আমার বিশ্বাস আপনি অবশ্যই পজেটিভ কারনা পাবেন।
-
আমি কি ভাবে নেগেটিভ কারমা মুছে দিতে পারি 😭এবং কি ভাবে পজিটিভ কারমা পেতে পারি
আপনি যদি আপনার পোস্টে ফোরাম রিলেটেড কোন বিষয় নিয়ে নতুন কোন তথ্য তুলে ধরেন এবং সেটা যদি কোন মেম্বারের ভাল লাগে তাহলে সেই মেম্বার খুশি হয়ে আপনাকে পজিটিভ কারমা দিতে পারে।
আর আপনি যদি পজিটিভ কারমা পেয়ে যান তাহলে অটোমেটিকলি আপনার নেগেটিভ কারমা রিমুভ হবে।
-
পজেটিভ কারমা পেতে হলে আপনাকে ভালোভাবে এবং যে পোস্ট টি করবেন সেটা যেন স্টান্ডার্ড পোস্ট হয়। এবং সেই পোষ্টটি অবশ্যই ক্রিপ্টোকারেন্সি সম্পর্কে দিতে হবে।অতএব আপনি চেষ্টা করুন ভালোভাবে পোস্ট দেওয়ার জন্য আপনি কিন্তু ইতিমধ্যে অনেকগুলো নেগেটিভ খানা খেয়েছেন।
-
আপনি যে পোস্ট গুলো করেন ওইগুলো মানসম্মত পোস্ট হয় না যার কারণে আপনি দিন দিন নেগেটিভ কারমা পেয়ে থাকেন। তাই আপনার কাজ প্রতিদিন আপনি ভালো ভালো মানসম্মত পোস্ট করতে থাকুন ধীরে ধীরে আপনার নেগেটিভ কারমা গুলো মুছে যাবে। এবং পজেটিভ কারমা পেতে থাকবেন।আর পজেটিভ করমা পেতে হলে অবশ্যই ক্রিপ্টোকারেন্সি সম্পর্কে ভালো ধারণা থাকতে হবে। অবশ্যই ক্রিপ্টোকারেন্সি সম্পর্কে ফ্রামে আলোচনা করতে হবে তাহলে আপনার পোস্ট গুলো মানসম্মত পোস্ট হবে এবং আপনি পজেটিভ কারমা পেতে থাকবেন আশা করি কথাগুলো বুঝতে পেরেছেন ধন্যবাদ।
-
পজিটিভ কারমা পেতে হলে আপনাকে অবশ্যই পোস্ট এর গুণগত মান এবং পোস্ট সম্পর্কে অভিজ্ঞতা থাকতে হবে।আপনার পোস্টটি তে শিখার বা জানার কোন কিছু থাকলে অবশ্যই পাঠক আপনাকে পজিটিভ কারমা দেবে।
-
আপনি যদি কপি পোস্ট করে থাকেন তাহলে আপনি নেগেটিভ কারমা পেয়েছেন।আপনি যদি ফোরাম রিলেটেড ভালো ও মানসম্মত পোস্ট করেন তাহলে আপনি প্রজেক্ট কারমা পাবেন আর যদি পজেটিভ কারমা পান তাহলে আপনার নেগেটিভ কারমা মাইনাস হয়ে যাবে। অতএব আপনি ভাল ভাল পোস্ট করেন যদি পজিটিভ কারমা দেয় তাহলে নেগেটিভ কর্মা মাইনাসে সমান্তরাল হয়ে যাবে।
-
আমি কি ভাবে নেগেটিভ কারমা মুছে দিতে পারি 😭এবং কি ভাবে পজিটিভ কারমা পেতে পারি
আপনি যদি নেগেটিভ কারমা মুছতে চান। তাহলে আপনাকে ভালো মানের পোস্ট করতে হবে। আপনার পোস্ট যদি ভালো হয়। তাহলে সিনিয়র ভাইরা আপনাকে পজেটিভ কারমা দেবে। আপনাকে যদি কেউ একটা পজিটিভ কারমা দেয়। তাহলে আপনার একটা নেগেটিভ কারমা কমে যাবে।
-
আমি মনে করি এটি অফটপিক। অনেক দিনের পুরনো আলোচনা। তাই লক করা উচিত। তাই আমি লক করে দিলাম।