Altcoins Talks - Cryptocurrency Forum

Local => বাংলা (Bengali) => Topic started by: Imon18 on January 25, 2018, 09:20:54 PM

Title: আগামীকাল হয় বিটকয়েন কমে যাবে নয়তো অনেক বেড়ে যাবে
Post by: Imon18 on January 25, 2018, 09:20:54 PM
আগামী ২৭ জানুয়ারিতে কোন এক দেশের সাথে বিটকয়েনের চুক্তি শেষ হচ্ছে,তাই নতুন করে তা রিনিউ হওয়ার আগে বিটকয়েনের দাম কমে যেতে পারে অথবা বেড়ে যেতে পারে।
.
তবে বিটকয়েনের দাম ৮ হাজার ডলারে আসার সম্ভাবনা রয়েছে।
চলতি বছরের জুলাই থেকে ডিসেম্বর এর মধ্যে বিটকয়েন ২৫ হাজার ডলার হিট করবে বলে ধারণা পাওয়া যায়।
Title: Re: আগামীকাল হয় বিটকয়েন কমে যাবে নয়তো অনেক বেড়ে যাবে
Post by: superhelper on January 28, 2018, 09:22:10 AM
আরো তথ্যনির্ভর পোস্ট করা দরকার ছিল। না জানা থাকলে আপনার উচিত জানার জন্য প্রশ্নবোধক পোস্ট করা। আমার জানামতে ফেব্রুয়ারীর মাঝ সময় থেকে বিটকয়েন পাম্প করা শুরু করবে।
Title: Re: আগামীকাল হয় বিটকয়েন কমে যাবে নয়তো অনেক বেড়ে যাবে
Post by: skillerx23 on February 09, 2018, 03:03:11 PM
vaia amr mona hoi march ar ses ar dik porjonto bitcoin stable hoba na up down korta e takba but professional ra boltasa joto basi komba toto nake valo...
Title: Re: আগামীকাল হয় বিটকয়েন কমে যাবে নয়তো অনেক বেড়ে যাবে
Post by: Rashid pk on February 09, 2018, 03:22:47 PM
bosore majamaji somoy theke bitcoin er dam barte pare...
Title: Re: আগামীকাল হয় বিটকয়েন কমে যাবে নয়তো অনেক বেড়ে যাবে
Post by: arnobs007 on February 09, 2018, 07:38:28 PM
Wait & see.It will be rise rapidly may be march or April.
Title: Re: আগামীকাল হয় বিটকয়েন কমে যাবে নয়তো অনেক বেড়ে যাবে
Post by: cryptoHabib on February 16, 2018, 06:02:18 AM
আমার জানামতে ২০১৮ সালের মাঝা মাঝি সময়ে BTC 15.000$ হিট করবে  :) BTC  হলো সব কয়েনের রাজা  :D রাজা এখন যুদ্ধ করে ক্লান্ত খুব তারাতারি সে তার আগের অবস্থা ফিরে যাবে  8)
Title: Re: আগামীকাল হয় বিটকয়েন কমে যাবে নয়তো অনেক বেড়ে যাবে
Post by: sakib.bro on March 27, 2018, 06:11:35 PM
বিটকয়েন এখন ৭০০০ এ চলে আসছে
আর পড়বে আমার এনালাইসিস এর মতে
তবে এই বছরের শেষে ভালো একটা দাম এ বৃদ্ধি পাবে
Title: Re: আগামীকাল হয় বিটকয়েন কমে যাবে নয়তো অনেক বেড়ে যাবে
Post by: Imran88 on November 04, 2021, 02:06:39 PM
বিটকয়েনে এমনই, এর দাম কখনো স্থির থাকে না। এর দাম কখনো কমে যায় আবার কখনো বেড়ে যায়। তাই কখনো কখনো বিটকয়েন কে ইলেকট্রিসিটি সাথে তুলনা করা হয়।
Title: Re: আগামীকাল হয় বিটকয়েন কমে যাবে নয়তো অনেক বেড়ে যাবে
Post by: Kangaro45 on November 04, 2021, 02:32:54 PM
বিটকয়েনের দাম প্রতিনিয়ত বৃদ্ধি পাচ্ছে। বর্তমানে বিটকয়েন 60k ছাড়িয়েছে। অতীতের যেকোনো সময়ের তুলনায় বর্তমানে বিটকয়েন ভালো অবস্থানে রয়েছে। বিটকয়েন প্রতিনিয়ত ক্রিপ্টোকারেন্সি মার্কেটে নতুন নতুন রেকর্ড তৈরি করছে। খুব শীঘ্রই বিটকয়েন অতীতের সব রেকর্ড অতিক্রম করে 90k স্পর্শ করতে পারে।
Title: Re: আগামীকাল হয় বিটকয়েন কমে যাবে নয়তো অনেক বেড়ে যাবে
Post by: Lorix on November 04, 2021, 04:16:40 PM
বিট কয়েনের মূল্য আজকে যে জায়গায় অবস্থান করতেছে কালকে সেই জায়গা থেকে বিট কয়েনের মূল্য পাম্প করবে না ডাম্প করবে এটা কেউ বলতে পারবেনা । বিটকয়েন হচ্ছে শেয়ার মার্কেট মত এর দাম কখনো এক জায়গায় অবস্থান করে না । আগামীকাল এর দাম হয় কমবে না হয় বাড়বে । তবে বর্তমান বিটকয়েনের যে অবস্থা তাতে করে দিন যতই যাচ্ছে বিট কয়েনের মূল্য ততই বিদ্ধি পাচ্ছে । ধন্যবাদ সবাইকে
Title: Re: আগামীকাল হয় বিটকয়েন কমে যাবে নয়তো অনেক বেড়ে যাবে
Post by: Damrai5$ on November 04, 2021, 05:03:45 PM
ক্রিপ্টোকারেন্সি মার্কেটের সঠিক সংবাদ কিন্তু কেউ আজ পর্যন্ত বলতে পারেনি। আজকে মার্কেট যে জায়গায় রয়েছে হয়তোবা কিছুক্ষণ পরে ডাম্পিং ও করতে পারে আবার হিউজ পরিমান পাম্প করতে পারে। কিন্তু সঠিক করে কেউ বলতে পারবেনা যে শুধু বৃদ্ধি পাবে বা শুধু কমে যাবে। কিন্তু বর্তমান অবস্থায় আমরা দেখতে পাচ্ছি বিটকয়েনের প্রাইস ঊর্ধ্বগতিতে রয়েছে যদিও কিছুটা কমে আবার দু-একদিনের মধ্যে তার থেকে বেশি বৃদ্ধি পায়।
Title: Re: আগামীকাল হয় বিটকয়েন কমে যাবে নয়তো অনেক বেড়ে যাবে
Post by: Diknel on November 06, 2021, 12:02:37 PM
ক্রিপ্টোকারেন্সি মার্কেটের জনপ্রিয় মুদ্রা বিটকয়েনের দাম কখন ডাম্পিং করে আবার কখন পাম্পিং করে তা বলা একেবারেই মুশকিল। কিছুদিন আগে বিটকয়েনের দাম 66 হাজার ডলার স্পর্শ করেছিল। কিন্তু বর্তমানে বিটকয়েনের দাম একটু ডাম্পিং করেছে। তবে দিন দিন বিটকয়েনের জনপ্রিয়তা‌ যেভাবে বেড়েই যাচ্ছে। তাই মনে করি, ভবিষ্যতে বিটকয়েনের দাম আরো বৃদ্ধি পাবে।