Altcoins Talks - Cryptocurrency Forum

Local => বাংলা (Bengali) => Topic started by: joy73 on September 19, 2018, 09:55:15 AM

Title: ক্রিপ্টোকারেন্সির ভবিষ্যত কি হতে যাচ্ছে?
Post by: joy73 on September 19, 2018, 09:55:15 AM
এখন সকল প্রকার ক্রিপ্টোকারেন্সি অনেক নিচের দিকে আছে। এরকম চলতে থাকলে একসময় দেখা যাবে ক্রিপ্টোকারেন্সির দাম একেবারে নিচে চলে আসতে পারে। আমার মনে হয় ক্রিপ্টোকারেন্সির নিয়ন্ত্রকরা যদি এর বিরোদ্ধে কঠোর ব্যবস্থা না  নেয় তাহলে এর ভবিষ্যত খুবই খারাপ হবে।
Title: Re: ক্রিপ্টোকারেন্সির ভবিষ্যত কি হতে যাচ্ছে?
Post by: skemon on September 19, 2018, 09:58:49 AM
আমারও মনে হয় ক্রিপ্টোকারেন্সি এক সময় অনেক নিচে নামতে পারে। কারণ এখন যে প্রকার নতুন নতুন ক্রিপ্টোকারেন্সি মার্কেটে যোগ হচ্ছে তাই বলা যায় যে নতুন নতুন ক্রিপ্টোকরেন্সি যদি যোগ হতে থাকে তাহলে্ ক্রিপ্টো মার্কেট এক সময় অনেক নিচে চলে যাবে বলে আমি মনে করি।
Title: Re: ক্রিপ্টোকারেন্সির ভবিষ্যত কি হতে যাচ্ছে?
Post by: priyanka624 on September 19, 2018, 10:05:13 AM
আমি মনে করি ক্রিপ্টোকারেন্সির ভবিষ্যত খুবই ভালো । যে কয়েনগুলো নতুন নতুন মার্কেটে আসছে সেই কয়েনগুলো ভবিষ্যত একটু খারাপ হতে পারে কিন্তু টপ 50 এর মধ্যে যে সকল ক্রিপ্টোকারেন্সি আছে তাদের ভবিষ্যত একটু ভালে। তাই আমার মতে আপনারা নতুন নতুন কয়েন কিনবেননা।
Title: Re: ক্রিপ্টোকারেন্সির ভবিষ্যত কি হতে যাচ্ছে?
Post by: Rony24h7 on October 06, 2018, 10:43:01 AM
এখন সকল প্রকার ক্রিপ্টোকারেন্সি অনেক নিচের দিকে আছে। এরকম চলতে থাকলে একসময় দেখা যাবে ক্রিপ্টোকারেন্সির দাম একেবারে নিচে চলে আসতে পারে। আমার মনে হয় ক্রিপ্টোকারেন্সির নিয়ন্ত্রকরা যদি এর বিরোদ্ধে কঠোর ব্যবস্থা না  নেয় তাহলে এর ভবিষ্যত খুবই খারাপ হবে।

সকল প্রকার ক্রিপটোকারেন্সি যে ডাউনট্রেন্ড এ আছে তা ঠিক নায়। অনেক কয়েন/টোকেন আছে যেইগুলা আগের চাইতে খুব ভালো অবস্থানে আছে। বাজারে যেহেতু নিত্য নতুন ক্রিপটোকারেন্সি আসছে তাই এটাই সাভাবিক কিছু কারেন্সি নিচের দিকে চলে যাবে। একটা সময় হইতো সেই কয়েন এর কোনো লেনদেন নাও থাকতে পারে। এইটা ডিপেন্ড করে কয়েনটা কতোটা পপুলার এবং এর সুবিধা কতোটুকু।
আর একটা বিষয় হচ্ছে ক্রিপটোকারেন্সির নিয়ন্ত্রন কোনো সংগঠন অথাব গুটি কয়েক জনের হাতে নেই যে ইচছা করলেই কিছু একটা করে ফেলতে পারবে। এর নিয়ন্ত্রক এর বিনিয়োগকারিরা। হা, এটা সত্য বড় বড় প্রতিষ্ঠান অথবা বিনিয়োগকারি আছেন যারা মুল্যকে কিছুটা পাম্পিং করতে পারে। তার মানে এই নয় একাবারে মিরাকেল কিছু ঘটিয়ে ফেলবে।
সবচাইতে বড় কথা আজকের এই অবস্থার জন্য স্প্যামিং সবচাইতে বেশি দায়ি। এর এইটা থেকে উত্তরনের জন্য সবাই চেষ্টা করছে। আশা করি সামনের দিন গুলোতে এইগুলা ঠিক হয়ে আসবে।
Title: Re: ক্রিপ্টোকারেন্সির ভবিষ্যত কি হতে যাচ্ছে?
Post by: vola on October 06, 2018, 12:43:21 PM
এটা ঠিকই বলেছেন । আমার মনে হয় যে সব ধরনের ক্রিপ্টোকারেন্সি নিচের দিকে যাচ্ছে না কিন্তু বেশিরভাগ ক্রিপ্টোকারেন্সি মুদ্রাই নিচের দিকে যাচ্ছে। কিছু মুদ্রা শুরু থেকেই নিচের দিকে যাচ্ছে আবার কিছু মুদ্রা এমনিতেই নিচের দিকে যাচ্ছে। যেগুলো লেনদেন বেশি হচ্ছে সেগুলোর ভবিষ্যত খুব ভালো । তাই আপনারা যারা ট্রেডিং করেন তারা এনালাইসেস করে তার পর ট্রেডিং করবেন।
Title: Re: ক্রিপ্টোকারেন্সির ভবিষ্যত কি হতে যাচ্ছে?
Post by: Lima on October 18, 2018, 06:13:48 PM
বিটকয়েন হলো ক্রিপ্টো কারেন্সি কয়েন তাই এটার ভবিষ্যৎ নিয়ে কোনো রকম ধারনা করা যায় না। অনেক বাড়তেও পাড়ে, বা কমতেও পারে অথবা এরকমি থাকতে পাড়ে।
Title: Re: ক্রিপ্টোকারেন্সির ভবিষ্যত কি হতে যাচ্ছে?
Post by: Redowan Hasan on November 06, 2018, 05:33:32 PM
সকল কয়েন ই কম এটা বলা ঠিক না কারন অনেক কয়েন আছে যা এখন ও ভালো প্রফিটেবল। বিটকয়েন হচ্ছে ক্রিপ্টুকারেঞ্চির একটা জনপ্রিয় কয়েন। এ কয়েন এর সাথে কোন বিশ্বাস নাই কারন এটা প্রতিনিয়ত আপডাউন করতে থাকে। হয়ত এখন কমে আছে কিন্তু আমি মনে করি এটা কিছু দিন পরেই অনেক বৃধ্যি পাবে।   এখন ডাউন আছে বলে অনেক বায় সেলার এ থেকে সরে জাচ্ছে তাই এর মান অ কমে জাচ্ছে।  তবে তাই বলে এর থেকে সরে গিয়ে কেও ভুল করবেন না কারন এখন ই সময় কাজ করে রাখার। এখন শুধু কাজ করে রাখুন যখন দাম বারবে তখন বিক্রি করে লাভমান হবেন। ধন্যবাদ
Title: Re: ক্রিপ্টোকারেন্সির ভবিষ্যত কি হতে যাচ্ছে?
Post by: lolipop on November 15, 2018, 10:33:51 PM
2017 সালের প্রথম দিক বিবেচনা করলে ক্রিপ্টোকারেন্সি অনেক নিচে অবস্থান করেছিলো । আর 2018 সালের প্রথম দিক বিবেচনা করলে  এটি অনেক উপরে অবস্থান করছিলো । আমার মনে হয় ক্রিপ্টোকারেন্সি আবার উপরে উঠতে পারে।
Title: Re: ক্রিপ্টোকারেন্সির ভবিষ্যত কি হতে যাচ্ছে?
Post by: tbc on November 19, 2018, 09:41:45 AM
ক্রিপ্টোকারেন্সির অবস্থা এখন ও মোটামোটি ভালো কিন্তু সামনে বছরগুলোতে এর ভবিষ্যত খুবই ভালো হবে বলে আমার মনে হয়ে। তাই আমারা যারা এই সাইটে কাজ করি তারো যদি সবসময় কাজ করি তাহলে এই সাইট থেকে আমারা লাভাবান হতে পারবো।
Title: Re: ক্রিপ্টোকারেন্সির ভবিষ্যত কি হতে যাচ্ছে?
Post by: pretha on November 19, 2018, 02:34:19 PM
আমি মনে করি ক্রিপ্টোকারেন্সি যদি এভাবে চলতে থাকে তাহলে একসময় ক্রিপ্টোতে বিনিয়োগকারীরা বিনেয়োগ করা বন্ধ করে দিবে আর বিনিয়োগকারীরা যদি বিনিয়োগ না করে তবে ক্রিপ্টোকারেন্সিতে আর নতুন কোন কয়েন আসবে না।
Title: Re: ক্রিপ্টোকারেন্সির ভবিষ্যত কি হতে যাচ্ছে?
Post by: RCB989 on November 20, 2018, 03:19:18 PM
বর্তমানে ক্রিপ্টোকারেন্সির যে অবস্থানে রয়েছে আমর মনে হয় যে এটা মোটেও ভাল অবস্থান নয় আপনাদের মধ্যে কেউ কি জানেন যে ক্রিপ্টোকারেন্সির এই খারাপ অবস্থানের কারন কি কেন আজ এই ক্রিপ্টোকারেন্সির এই অবস্থা ।
Title: Re: ক্রিপ্টোকারেন্সির ভবিষ্যত কি হতে যাচ্ছে?
Post by: Malam90 on December 11, 2018, 01:01:43 PM
বর্তমানে প্রায় সব ক্রিপটো কারেন্সির দাম একেবারে তলানিতে এসে ঠেকেছে। জানিনা আর কত তলানিতে ঠেকবে। এখন আমরা এই ভাঙা স্তুপে দাড়িয়ে নতুন করে ঘুরে দাড়ানোর স্বপ্ন দেখতেই পারি যে- আগামী ২০১৯ সাল থেকে ক্রিপটো কারেন্সির দাম বাড়তে পারে, মার্কেট স্টাবল হতে পারে। আজকে একটা নিউজ পড়লাম তাতে দেখলাম ইথারিয়াম নাকি আগামী ১৪ জানুয়ারী ২০১৯ তারিখে হার্ড ফোর্ক হবে। যদি হার্ড ফোর্ক হয় তবে ইথারিয়ামের দাম বাড়তে পারে। তাই আশা করি ক্রিপটোর ভবিষ্যত সামনে উজ্জল হতে পারে খুব তাড়াতাড়ি।
Title: Re: ক্রিপ্টোকারেন্সির ভবিষ্যত কি হতে যাচ্ছে?
Post by: Rashid pk on December 11, 2018, 03:11:38 PM
বিটকয়েনের প্রাইস এই মুহূর্তে 4 হাজার ডলারের কম যেটা গত বছরের ছিল 10 হাজারের উপরে, এটা আমাদের জন্য সত্যিই চিন্তার কারণ, তবে আমি ব্যক্তিগতভাবে মনে করি খুব শিগ্রহী ক্রিপ্টোকারেন্সি গত বছরের মতো তার আগের অবস্থানে ফিরে আসবে এবং আমরা সকলেই সেই প্রত্যাশাতেই রয়েছি...
Title: Re: ক্রিপ্টোকারেন্সির ভবিষ্যত কি হতে যাচ্ছে?
Post by: Malam90 on December 18, 2018, 04:20:02 PM
বিটকয়েনের প্রাইস এই মুহূর্তে 4 হাজার ডলারের কম যেটা গত বছরের ছিল 10 হাজারের উপরে, এটা আমাদের জন্য সত্যিই চিন্তার কারণ, তবে আমি ব্যক্তিগতভাবে মনে করি খুব শিগ্রহী ক্রিপ্টোকারেন্সি গত বছরের মতো তার আগের অবস্থানে ফিরে আসবে এবং আমরা সকলেই সেই প্রত্যাশাতেই রয়েছি...

উত্থান পতন যে কোন ব্যবসায়ের অংশ। বর্তমানে যে মারাত্নক ধ্বস নেমেছে ক্রিপটো মার্কেটে তা অস্বাভাবিক। এটা পিছনে মূলত প্যানিক সেল ও গুজবের বড় প্রভাব আছে। আমিও মনে করি এটা সাময়িক। খুব দ্রুত এই হতাশার দিন শেষ হবে, আসবে ক্রিপটোতে গত বছরের শেষের মত নতুন দিন।
Title: Re: ক্রিপ্টোকারেন্সির ভবিষ্যত কি হতে যাচ্ছে?
Post by: Hard effect on December 27, 2018, 07:57:44 AM
বিটকয়েন এর ভবিষ্যৎ ধারণা করে যতটুক বলা যায় বাস্তবে তার সাথে কতটুক হবে বা কতটুকু মিল হবে তা বলতে পারি না তবে বিটকয়েন ডিজিটাল কয়েন কোনো এক সময় এগুলো খুব ভালো অবস্থায় ফিরে যাবে এমনটিই আমার ধারণা করে বলতে পারি
এখন সব কয়েনের দাম কম আছে এটা অনেকের জন্য সুযোগ ও বলতে পারেন এগুলো তে এখন যারা ইনভেস্ট করবে তারা পরবর্তীতে নিশ্চিন্তে ভাবেই ধারনা করা যায় তারা প্রফিটেবল হবে
Title: Re: ক্রিপ্টোকারেন্সির ভবিষ্যত কি হতে যাচ্ছে?
Post by: Rana590 on December 28, 2018, 06:27:30 AM
বিটকয়েনের প্রাইস এই মুহূর্তে 4 হাজার ডলারের কম যেটা গত বছরের ছিল 10 হাজারের উপরে, এটা আমাদের জন্য সত্যিই চিন্তার কারণ, তবে আমি ব্যক্তিগতভাবে মনে করি খুব শিগ্রহী ক্রিপ্টোকারেন্সি গত বছরের মতো তার আগের অবস্থানে ফিরে আসবে এবং আমরা সকলেই সেই প্রত্যাশাতেই রয়েছি...

উত্থান পতন যে কোন ব্যবসায়ের অংশ। বর্তমানে যে মারাত্নক ধ্বস নেমেছে ক্রিপটো মার্কেটে তা অস্বাভাবিক। এটা পিছনে মূলত প্যানিক সেল ও গুজবের বড় প্রভাব আছে। আমিও মনে করি এটা সাময়িক। খুব দ্রুত এই হতাশার দিন শেষ হবে, আসবে ক্রিপটোতে গত বছরের শেষের মত নতুন দিন।
Vai sob somoy to r ak rokom thakbe na market. Apni thik bolechen j sob kichu tei positive r negative ache. Akhn market er obostha khub e kharap. Kichu din er majei hoyto recover kore felbe. Besi somoy lagbe na abar pump korte.
Title: Re: ক্রিপ্টোকারেন্সির ভবিষ্যত কি হতে যাচ্ছে?
Post by: Rana590 on December 28, 2018, 06:29:19 AM
বিটকয়েন এর ভবিষ্যৎ ধারণা করে যতটুক বলা যায় বাস্তবে তার সাথে কতটুক হবে বা কতটুকু মিল হবে তা বলতে পারি না তবে বিটকয়েন ডিজিটাল কয়েন কোনো এক সময় এগুলো খুব ভালো অবস্থায় ফিরে যাবে এমনটিই আমার ধারণা করে বলতে পারি
এখন সব কয়েনের দাম কম আছে এটা অনেকের জন্য সুযোগ ও বলতে পারেন এগুলো তে এখন যারা ইনভেস্ট করবে তারা পরবর্তীতে নিশ্চিন্তে ভাবেই ধারনা করা যায় তারা প্রফিটেবল হবে
Amio thik atai vabchi vhaia. Ata amader jonno sujog j dam akhn kom ache. Amra jodi samortho onujayi akhn kina rakhte pari tahole amra khub taratari onk laboban hote parbo. Price kokhno ak thake na. Kom r besi hobei.
Title: Re: ক্রিপ্টোকারেন্সির ভবিষ্যত কি হতে যাচ্ছে?
Post by: Rana590 on December 28, 2018, 06:31:29 AM
আমারও মনে হয় ক্রিপ্টোকারেন্সি এক সময় অনেক নিচে নামতে পারে। কারণ এখন যে প্রকার নতুন নতুন ক্রিপ্টোকারেন্সি মার্কেটে যোগ হচ্ছে তাই বলা যায় যে নতুন নতুন ক্রিপ্টোকরেন্সি যদি যোগ হতে থাকে তাহলে্ ক্রিপ্টো মার্কেট এক সময় অনেক নিচে চলে যাবে বলে আমি মনে করি।
Valo coin kokhno akdom ses hoye jabe na vai. Onek coin e to aslo r gelo. Valo coin gula akhono valo vabei tike ache. Sudu price kom bole amra kono coin k kharap ba valo bole bibechito korte pari na. Govir bisleson korle dekha jabe valo coin gula sob somoy e lead niye market cap dokhol kore rekheche. Agulai thakbe sob somoy.
Title: Re: ক্রিপ্টোকারেন্সির ভবিষ্যত কি হতে যাচ্ছে?
Post by: Malam90 on December 31, 2018, 07:12:15 AM
ক্রিপটো কারেন্সির ভবিষ্যত খারাপ হওয়ার তো কোন কারণ দেখিনা। নতুন বছরের আগেই ক্রিপটো মার্কেট মোটামুটি রিকভার করার চেষ্টা করতেছে। সুতারং আশা করছি নতুন বছরে মার্কেট ঘুর দাড়াবে।
Title: Re: ক্রিপ্টোকারেন্সির ভবিষ্যত কি হতে যাচ্ছে?
Post by: Lima on January 09, 2019, 08:17:17 AM
ক্রিপ্টকারেন্সির ভবিষ্যৎ বলা কঠিন। এটা কেও সঠিক বলতে পাড়বে না। তবে আসা করা যায় ভালো হবে। এবং এক সময় পৃথীবিতে কোনো প্রকার টাকা থাকবে না। সব চলবে ক্রিপ্টো ও অনলাইন মূদ্রার ওপড়
Title: Re: ক্রিপ্টোকারেন্সির ভবিষ্যত কি হতে যাচ্ছে?
Post by: JISAN on January 13, 2019, 05:50:20 AM
ক্রিপ্টোকারেন্সির ভবিষ্যত ইন্সাল্লাহ অনেক ভালো হবে। এক সময় পূরো পৃথীবতে এটা চালু হবে। ও সবাই এটার ব্যবহার করবে।