Altcoins Talks - Cryptocurrency Forum
Local => বাংলা (Bengali) => Topic started by: joy73 on September 19, 2018, 02:38:30 PM
-
ICO কি এবং কেন
কেউ যদি জানেন তাহলে এ সম্পর্কে বলবেন প্লিজ।
-
ICO হলো একটি প্রকল্প যার মাধ্যমে বিভিন্ন ধরনের কয়েন এখানে আসে এবং তাতে অনেক নতুন নতুন কয়েন আসে এবং তা আর্কেটেও উঠার সম্ববনাও থাকে তাই।
-
আইসিও একটি প্রতিষ্ঠান । যারা নতুন নতুন কয়েকে মার্কেটে উঠার স্বিকৃতি দেয় । যদি কোন নতুন কয়েন মার্কেটে ওঠতে হয় তবে তাদের শর্তাবলী মেনে চলতে হয়। এবং শর্তবলী মানতে পারলে সেই কয়েন মার্কেটে ওঠার জন্য প্রস্তুত হয়। এখন সব কয়েন মার্কেটে ওঠতে পারে না।
-
ভাই একটু কষ্ট করে সার্স দিন আইসিও এর ব্যাপারে নিচের দিকে অনেক লেখা পাবেন, সেখানে আইসিও এর শুরু থেকে শেশ পর্যন্ত প্রায় সবকিছু নিয়েই আলোচনা করা হয়েছে।
-
প্রতিটি কয়েন মার্কেট এ আসার জন্য তাকে কিছু নিয়ম মানতে হয়। কয়েন প্রতিষ্টানকে কয়েন বিক্রি করতে হয় আর কয়েন বিক্রির যে নিয়ম অবলম্বন করতে হয় তা হল আইসিও।