Altcoins Talks - Cryptocurrency Forum

Local => বাংলা (Bengali) => Topic started by: joy73 on September 19, 2018, 02:44:31 PM

Title: বিটকয়েন বর্তমানে অবস্থা কি?
Post by: joy73 on September 19, 2018, 02:44:31 PM
বিটকয়েনের বর্তমানে কি অবস্থা যদি একটু বলেন তাহলে ভালো হয়।
Title: Re: বিটকয়েন বর্তমানে অবস্থা কি?
Post by: skemon on September 19, 2018, 02:49:20 PM
বিটকয়েন আগে তার অবস্তা খারাপ ছিল কিন্তু তার অবস্থা এখন খুব ভাল। এবং ভবিষ্যৎতে ও আরু ভালো যেতে পারে তাই আপনারা আর দেরি না করে আমাদের এই পোষ্ট গুলো ভাল ভাবে দেখুন।
Title: Re: বিটকয়েন বর্তমানে অবস্থা কি?
Post by: priyanka624 on September 24, 2018, 03:09:02 PM
বিটকয়েন এখন খুব নিচে আছে। বিটকয়েন যখন তৈরি হয় তখন এটি ছিল মাত্র 0.06 ডলার আর এখন এর মূল্য  7000 ডলার আর এর সর্বোচ্চ মূল্য ছিল 19000 হাজার ডলার। আমার মনে হয় এটির মূল্য আরো বাড়তে পারে । তাই এটিতে মানুষ বিনিয়োগ করছে।
Title: Re: বিটকয়েন বর্তমানে অবস্থা কি?
Post by: JISAN on September 27, 2018, 06:41:03 PM
বিটকয়েনের অবস্থা বর্তমান অনেক খারাপ কারন $১৯০০০+ btc এখন প্রায় ৭০০০$ তবে আবার বাড়বে বলে আসা করা যায়।
Title: Re: বিটকয়েন বর্তমানে অবস্থা কি?
Post by: Redowan Hasan on September 28, 2018, 01:38:58 PM
আগের অবস্থান থেকে এখন বিটকয়েন এর অবস্থান ভালো না বললেই চলে। কারন বিটকয়েন এর মূল্য এখন আগের থেকে কম। কিন্তু আমি মনে করি এটা ভবিষ্যতে আগের মতই বেড়ে যাবে। তাই প্রত্যেকেরই উচিত এখন এটি বিনিয়ো করা।
Title: Re: বিটকয়েন বর্তমানে অবস্থা কি?
Post by: TingTong on September 29, 2018, 05:28:15 AM
বর্তমানে বিটকয়েনের অবস্থা ভাল না। আগের বছরে অনেকে বিটকয়েন কিনেছেন যারা বিপাকে আছেন যে কি করবে।
Title: Re: বিটকয়েন বর্তমানে অবস্থা কি?
Post by: Hridoy15 on September 29, 2018, 07:59:53 AM
বর্তমানে বিটকয়েন এর অবস্তা ভালো না।  আমরা যদি বিটকয়েন এর আগের অবস্থা দেখি তাহলেই আমরা বোঝতে পারবো বর্তমানে বিটকয়েন এর অবস্থা কতটা খারাপ। তবে আসা করি এটা খুব তারাতারি আগের অবস্থানে ফিরে যাবে।
Title: Re: বিটকয়েন বর্তমানে অবস্থা কি?
Post by: Rony24h7 on October 04, 2018, 07:33:08 AM
বিটকয়েন এর বর্তমান অবস্থা একই সাথে ভালো আবার খারাপ !
যদি বিটকয়েন এর জন্মলগ্নের মান এর সাথে তুলনা করি তাহলে বর্তমান মান জন্মলগ্নের চাইতে অনেক অনেক বেশি। সেই সাথে বিটকয়েনের যেকোনো সময়ের সর্বোচ্চ দাম অথবা মান এর সাথে তুলনা করি তাহলে এখন অনেকটাই কম। যেমন গতো বছরের শেষর দিকে বিটকয়েনের দাম সর্বোচ্চতে উঠেছিলো। সেই তুলনায় এখন প্রায় ১২ হাজার ইউএস ডলার এর মতোন দাম কম। তবে আশা করি সামনে গিয়ে আবারও উপরের দিকে উঠবে।
Title: Re: বিটকয়েন বর্তমানে অবস্থা কি?
Post by: tbc on October 06, 2018, 03:27:32 PM
বিটকয়েন এখন অনেক নিচে আছে। এর দাম এখন মাত্র 6500 ডলার আর এর সর্বোচ্চ দাম ছিল 19300 ডলার তাই বলাই যায় যে এটির অবস্থা এখন খুব ভালো না। আমার মনে হয় কিছুদিনের মধ্যে এর দাম বাড়তে পারে। তাই আপনারা এটি এখন হোল্ড করতে পারেন। এখন হোল্ড করতে না পারলে আপনারা দারুন একটি সুযোগ মিস করবেন।
Title: Re: বিটকয়েন বর্তমানে অবস্থা কি?
Post by: vola on October 09, 2018, 09:15:23 AM
বিটকয়েন এর দাম এখন 6500 ডলার । তাই বলা যায় যে এর অবস্থা এখন মোটামোটি  ভালো আছে।  সর্বপ্রথম বিটকয়েন  এর তৈরি হয় তারপর সকল কয়েন তৈরি হয়। তাই বিটকয়েনকে মার্কেটের রাজা বলা হয়। বিটকয়েন সবসময়ই মার্কেটের শীর্ষে থাকে তাই এটি প্রচুর পরিমানে লেনদেন হয়। ভবিষ্যতে এটি পূর্বের রেকর্ড ছাড়িয়ে নতুন রেকর্ড তৈরি করতে পারে।
Title: Re: বিটকয়েন বর্তমানে অবস্থা কি?
Post by: JISAN on October 10, 2018, 12:16:00 PM
যদি বিটকয়েনের মূল্য বৃদ্ধি পায় অদূর ভবিষতে বিটকয়েনের ক্ষুদ্র একটি অংশ একটি টয়োটা পাজোরো কেনার জন্য যথেষ্ট হতে পারে। প্রতি বিটকয়েন ১০০ মিলিয়ন ভাগে ভাগ করা যাবে, যেটিকে ‘সাতোশি’ বলে। সুতরাং, সর্বমোট বিটকয়েন একক হবে ২,১০০,০০০,০০০,০০০,০০০ঃ ২.১ কোয়াড্রিলিয়ন অথবা ২৫০.৮৯৯ বা ২৫০.৯ । যেটি কিনা কয়েকটি কারণে হতে পারে। তেমনি বিটকয়েনের দাম যতই বৃদ্ধি পাচ্ছে তার চাহিদা ততই বেড়ে যাচ্ছে ‌........
Title: Re: বিটকয়েন বর্তমানে অবস্থা কি?
Post by: labonikhatun on October 10, 2018, 07:42:33 PM
বিটকয়েন হলও ভারচুআল মুদ্রা। যা অনলাইন  cryptocurrency মার্কেটের মধ্যে জনপ্রিয় এবং সবচেয়ে বেশি মূল্যর কয়েন। তবে বর্তমানে বিটকয়েন এর অবস্থা খুবই খারাপ। আশা করা যাই বিটকয়েন এর দাম আবার বারবে। আবার আগের মত উন্নয়নশীল হবে ।
Title: Re: বিটকয়েন বর্তমানে অবস্থা কি?
Post by: alpian on October 12, 2018, 06:36:08 AM
সকল বাংলাদেশি ইউজারদের উদ্দেশ্যে বলছি
সবাই কেমন আছেন, আসা করি ভালো আছেন। এখন বিটকয়েন টক ওয়েবসাইটে প্রায় অর্ধেক ইউজার বাঙালী, এখানে সবাই এসেছেন ইনকাম করতে। এক সময় ছিলো যখন নাকি এখানে বাঙালী ইউজার খুজেই পাওয়া যেতো না। কিন্তু এখন অর্ধেকের বেশি বাঙালী।  এখানে বাঙালী যারা আছে আমি মনে করি তার ৯০% লোক বিটকয়েন সম্পর্কেই ভালোভাবে জানে না। অথর্চ এখানে এসেছে ইনকাম করতে কেও আসেছে  শখের কারনে, কেও এসেছে টাকার অভাবে। সেটা কোনো ব্যপার না, টাকা সবারি দরকার আসতেই পাড়ে। কিন্তু এটা ভেবে খারাপ লাগে যে কেও কেও নাকি মাত্র ৪/৫ হাজার টাকার জন্য অন্যকে এই সাইটে কাজ করা শিখিয়ে দিচ্ছে। অথর্চ মনে হয় সে নিজেই ভালো কিছু জানে না। ৪-৫ হাজার টাকার লোভে পড়ে নিজে নিজেকে বাশ দিচ্ছে। কারন বাউন্টি এয়ারডপে কিন্তু পার্টিসিপেট বেশির কারনে তারা বেশি টোকেন শেয়ার করবে না। পার্টিসিপেট ১ জন হলেও যেত টোকেন শেয়ার করবে ১০০০০ হলেও সমানই টোকেন শেয়ার করবে। সে ক্ষেত্রে এখন দেখা যায় প্রত্তের বাউন্টির মদ্ধে মিনিমাম ২০০০ পার্টিসিপেট জয়েন হয়। এ ক্ষেত্রে সবাই ঠিকই কাজ করে কিন্তু কেও তার ন্যাজ্য টাকা পায় না। যা পায় তা এক্সচেঞ্জ করতে পাড়ে না। অল্প টোকেন এক্সচেঞ্জার নেয় না। তাই সকলকেই বলছি সতর্ক হন। এরকম ৪-৫ হাজার টাকার জন্য নিজে নিজেই বাশ খাইয়েন না।
Title: Re: বিটকয়েন বর্তমানে অবস্থা কি?
Post by: alpian on October 12, 2018, 06:46:32 AM
বিটকয়েন সম্পর্কে কিছু কথা
এখানে যারা আছেন আমার মনে হয় অধিকাংশরাই বিটকয়েন সম্পর্কে সম্পূর্নভাবে জানেন না। তাই আপনাদের জন্য এই পোস্ট।
         বিটকয়েন কি?
বিটকয়েন হলো ভার্চুয়াল মূদ্রা। যা অনলাইন ক্রিপ্টোকুয়ারেন্সি মার্কেটেরর মদ্ধে জনপ্রিয় এবং সবচেয়ে বেশি মূল্যের কয়েন। এটি মাত্র ৬ টি দেশ বাদে সব দেশেই বৈধতা পেয়েছে। তবে আমার মনে হয় খুব সিগ্রহই অই ৬ টি দেশেও বৈধতা লাভ করবে।
       বিটকয়েনের আবিষ্কার
অস্ট্রেলিয়ান উদ্যোক্তা ক্রেগ স্টিভেন রাইট আসলে বিটকয়েনের জনক, যিনি সাতোশি নাকামাতোর নাম ধারণ করেছিলেন।
ডিজিটাল সম্পদ কেনাবেচা ও লেনদেনের জনপ্রিয় প্ল্যাটফর্ম বিটকয়েন। এর সূচনা পর্ব থেকেই প্রযুক্তি দুনিয়ায় সাতোশি নাকামাতো এক রহস্যের নাম। ২০০৮ সালে বিটকয়েন তৈরির পরপরই তার অধিকারে সর্বমোট বিটকয়েন ছিল প্রায় ১০ লাখ।  তখন ১ বিটকয়েনের মূল্য ছিলো ০.১৬$ যা ২০১৭ তে ২০,০০০$ ছাড়িয়েছি। এখন ৬-৭ হাজারের মদ্ধে আছে। তবে সাতোশি নাকামাতো সর্বধা নিজের পরিজয় গোপন রাখতে চেয়েছেন। তবে শেষ পর্যন্ত সবাই জানতে পেড়েছে সাতোশি নাকামাতো বিটকয়েনের জনক।এবং সে নিজেই তা শিকার করেছে। কিন্তু এত দিন কেন চুপ করে ছিলেন ক্রেগ? এ প্রশ্ন অনেকের মনেই এখন ঘুরপাক খাচ্ছে। তার উত্তর জানাচ্ছেন ক্রেগ নিজেই, ‘আমি কাজ করে যেতে চাই। আমি সেটাই করে যেতে ইচ্ছুক, যা আমি চাই। আমি কোনো অর্থ চাই না। আমি কোনো খ্যাতি চাই না। আমি কোনোরকম বন্দনা চাই না। আমি শুধু আমার একার মতো থাকতে চাই।’

টিভি সাক্ষাৎকারের শেষে ক্রেগ আরো জানিয়ে দেন, তিনি তাঁর কাজের জন্য কারো কাছ থেকে কোনো সম্মাননা, অর্থ কিংবা কোনো সাহায্য চান না। একই সঙ্গে তিনি জানিয়ে দেন, টিভি পর্দার কিংবা কোনো সংবাদমাধ্যমের সামনে এই তাঁর শেষ উপস্থিতি। বিটকয়েন টক ও সেই তৈরি করেছে।
Title: Re: বিটকয়েন বর্তমানে অবস্থা কি?
Post by: superman22 on October 12, 2018, 10:04:53 AM
বিটকয়েনের বর্তমানে কি অবস্থা যদি একটু বলেন তাহলে ভালো হয়।

বর্তমান বিটকয়েন অবস্থা ভালো তবে ফিউচার প্রেডিক্ট করে যাবে না সহজে কারণ অন্য গুলো ভালো হতে যেকোনো সময় I
Title: Re: বিটকয়েন বর্তমানে অবস্থা কি?
Post by: Lima on October 17, 2018, 06:25:52 AM
বিটকয়েনের বর্তমানে কি অবস্থা যদি একটু বলেন তাহলে ভালো হয়।
বিটকয়েনের বর্তমান অবস্থা বেশি ভালো না মার্কেট অনেক খারাপ যে বিটকয়েনের মূল্য ২০,০০০ ডলার ছাড়িয়েছিল সেই বিটকয়েনের মূল্য এখন ৬০০০-৭০০০ এর মদ্ধেই আছে।
Title: Re: বিটকয়েন বর্তমানে অবস্থা কি?
Post by: lolipop on November 17, 2018, 11:35:25 PM
বিটকয়েন এর বর্তমান অবস্থান একেবারে বাজে । কারণ এখন পর্যন্ত বিটকয়েন শুধু নিচেই নেমে যাচ্ছে । এখন এর মুল্য 5300 ডলার আমার মনে হয় এটি আরো নিচে নামতে পারে ।
Title: Re: বিটকয়েন বর্তমানে অবস্থা কি?
Post by: RCB989 on November 18, 2018, 10:32:17 AM
বর্তমানে বিটকয়েন অনেক বাজে অবস্থানে রয়েছে কিছুদিন আগেও বিটকয়েন ছির 6500 এর মধ্যে আর বিটকয়েন এর বর্তমান অবস্থান এসে দারিযেছে 5600 এই জায়গায় তাই আমরা বুজতে পারছি যে বিটকয়েন বর্তমানে  অনেক বাযে অবস্থানে রয়েছ ।
Title: Re: বিটকয়েন বর্তমানে অবস্থা কি?
Post by: pretha on November 18, 2018, 02:16:41 PM
এখন প্রায় সকল ধরনের কয়েনই নিচের দিকে আছে ।  বিটকয়েন ও অনেক নিচে আছে এখন এর দাম 5500 ডলার এটির সবোচ্চ মূল্য ছিল 19500 ডলার ।  আমার মনে হয় এভাবে যদি নিচে নামে তাহলে এটি আগের জায়গায় ফিরে আসতে পারে।
Title: Re: বিটকয়েন বর্তমানে অবস্থা কি?
Post by: Sksordar on December 07, 2018, 10:16:25 AM
বিটকয়েন এর বর্তমান অবস্থা খুব একটা ভালো না। যে বিটকয়েন এর মূল্য বিগত বছরগুলোতে আকাশ ছোয়া ছিলো তার মূল্য এখন খুবই কম।
Title: Re: বিটকয়েন বর্তমানে অবস্থা কি?
Post by: Hasansat on December 07, 2018, 05:27:05 PM
বিটকয়েনের বর্তমান অবস্থা পূর্বের বছরগুলোর তুলনায় খারাপ। এখন বিটকয়েনের দাম অনেক কম।বিভিন্ন কারণে বিটকয়েনের দাম কমে গেছে। তবে আমি আশা করি আগামী বছরের শুরু হতে এর দাম বেড়ে যাবে।
Title: Re: বিটকয়েন বর্তমানে অবস্থা কি?
Post by: JISAN on January 13, 2019, 11:07:02 AM
বিটকয়েনের বর্তমানে কি অবস্থা যদি একটু বলেন তাহলে ভালো হয়।
বিটকয়েনের বর্তমান অবস্থা খুবই খারাপ আজ দেখলাম বিটকয়েনের দাম হয়েছে ৩৬১৩$ যা এক সময় ছিলো ২০০০০$ + তবে আবার দাম বাড়বে বলে আসা করা যায়।
Title: Re: বিটকয়েন বর্তমানে অবস্থা কি?
Post by: Malam90 on January 14, 2019, 02:30:00 PM
বিটকয়েনের বর্তমানে কি অবস্থা যদি একটু বলেন তাহলে ভালো হয়।
বিটকয়েনের বর্তমান অবস্থা খুবই খারাপ আজ দেখলাম বিটকয়েনের দাম হয়েছে ৩৬১৩$ যা এক সময় ছিলো ২০০০০$ + তবে আবার দাম বাড়বে বলে আসা করা যায়।

বিটকয়েনের দিকে তাকালে চোখ দিয়ে পানি ঝরে ভাই। এক সময় বিটকয়েনের দাম ছিল ২০ হাজারের মত আর আজকে ৩৫০০ ডলার। দাম আবার বাড়বে ততক্ষণে আমাদের অভাবের তাড়নায় বেচে খাওয়া হয়ে যাবে হয়তো। দেখা যাক আরো কিছুদিন অপেক্ষা করে মার্কেট কোন দিকে যায়।
Title: Re: বিটকয়েন বর্তমানে অবস্থা কি?
Post by: JISAN on January 15, 2019, 04:33:13 AM
বিটকয়েনের বর্তমানে কি অবস্থা যদি একটু বলেন তাহলে ভালো হয়।
বিটকয়েনের বর্তমান অবস্থা খুবই খারাপ আজ দেখলাম বিটকয়েনের দাম হয়েছে ৩৬১৩$ যা এক সময় ছিলো ২০০০০$ + তবে আবার দাম বাড়বে বলে আসা করা যায়।

বিটকয়েনের দিকে তাকালে চোখ দিয়ে পানি ঝরে ভাই। এক সময় বিটকয়েনের দাম ছিল ২০ হাজারের মত আর আজকে ৩৫০০ ডলার। দাম আবার বাড়বে ততক্ষণে আমাদের অভাবের তাড়নায় বেচে খাওয়া হয়ে যাবে হয়তো। দেখা যাক আরো কিছুদিন অপেক্ষা করে মার্কেট কোন দিকে যায়।
বিটকয়েন আবার সেই ২০ হাজারে ফিরে যেতে অনেক সময় লাগবে হয়তো ২-৩ বছরওও লাগতে পাড়ে। বাড়ার কোনো প্রসেসও দেখতেছি না। তবে এই ২০১৯ এ ১০০০০/ ১২০০০ পর্যন্ত যেতে পাড়ে।তার বেশি হয়তো যাবেনা।
Title: Re: বিটকয়েন বর্তমানে অবস্থা কি?
Post by: Fariwala on January 16, 2019, 04:13:21 AM
বিটকয়েনের বর্তমান অবস্থা একটু খারপ এখন মাত্র  3,589 ডলারে বিটকয়েন আছে। এটি প্রতিদিন উঠানামা করে বলে মানুষে এটাতে বিনিয়োগ করে বেশি । এটির সর্বোচ্চ মূল্য ছিল 19000 ডলার । তাই এটাতে সবাই বিনিয়োগ করে এটি আবার মনে হয় আগের যায়গায় যেতে পারে। তাই আপনারা এটাতে বিনিয়োগ করতে পারেন।
Title: Re: বিটকয়েন বর্তমানে অবস্থা কি?
Post by: Triedboy on August 10, 2020, 06:40:47 AM
বিটকয়েন এর বর্তমান অবস্থা মোটামুটি ভালো কিন্তু ৩য় হালবিং এর অপেক্ষায় আমার সবাই আশায় আছি।
Title: Re: বিটকয়েন বর্তমানে অবস্থা কি?
Post by: Rain075 on August 11, 2020, 07:52:09 AM
Bitcoin er bortoman obosta motamoti valoy r ki..Tobe samner  dike aro obosta vola Hobe bole asa kora jasse...2020 saler modde Bitcoin er dam 20000+ hote pare bole mone Hoy..
Title: Re: বিটকয়েন বর্তমানে অবস্থা কি?
Post by: Fawpac2 on August 11, 2020, 05:14:14 PM
বর্তমানে বিটকয়েন এর অবস্থা খুবই ভাল তবে আশা করছি যে ভবিষ্যতে এর চেয়ে ভালো হবে কিন্তু কমবে না। এই করোনা মহামারীতে বিটকয়েন এর দাম বেড়েছে আশাকরি করোনা ছেড়ে গেলে বিটকয়েনের দাম আরো দ্বিগুণ বাড়বে। এ সম্পর্কে আপনাদের মতামত চাই।
Title: Re: বিটকয়েন বর্তমানে অবস্থা কি?
Post by: Ak600 on November 29, 2020, 07:26:38 PM
বিটকয়েন এখন অনেক নিচে আছে। এর দাম এখন মাত্র 6500 ডলার আর এর সর্বোচ্চ দাম ছিল 19300 ডলার তাই বলাই যায় যে এটির অবস্থা এখন খুব ভালো না। আমার মনে হয় কিছুদিনের মধ্যে এর দাম বাড়তে পারে। তাই আপনারা এটি এখন হোল্ড করতে পারেন। এখন হোল্ড করতে না পারলে আপনারা দারুন একটি সুযোগ মিস করবেন।
ধন্যবাদ ভাই আপনাকে এই সুখবরটা জানানোর জন্য । এবং আমার মনে হয় দাম সামনের দিকে যাবে ধন্যবাদ ভাই আপনাকে
Title: Re: বিটকয়েন বর্তমানে অবস্থা কি?
Post by: kulkhan on November 29, 2020, 11:39:30 PM
এখন বর্তমান সময়ে বিটকয়েনের অবস্থা অনেক ভালো বলে বমি মনে করি। বর্তমানে বিটকয়েনের মূল্য ১৮০০০$ এটা ২০১৭ সালের পরে সর্বচ্চ পর্যায়ে আছে। এটা কিছুটা কমে আবার উপর দিকে বড়ধরনের টান মারার সম্ভাবনা আছে। আমি মনেকরি বিটকয়েনের মূল্য ২০২১ সাল নাগাদ ২৫০০০$ হওয়ার সম্ভবনা আছে।
Title: Re: বিটকয়েন বর্তমানে অবস্থা কি?
Post by: Tamsialu$$ on November 30, 2020, 12:21:17 AM
বিটকয়েন এর প্রাইস 2017 সালে রিপিট করেছিল। তা দেখে আমি ভেবেছিলাম অল্প কিছুদিনের মধ্যেই 25 হাজার ডলার অবস্থান করবে। আসলে তা না করে বর্তমানে এ প্রাইস অনেক কমে গিয়েছে।
Title: Re: বিটকয়েন বর্তমানে অবস্থা কি?
Post by: Jaya60 on December 01, 2020, 01:30:33 AM
বিটকয়েনের প্রাইস হঠাৎ করে এতটাই পাম করেছিল যে সেটা ধারনার বাইরে ছিল সবার ষ।পাম্প করার পর আবার দাম অনেকটাই কমে ছিল কিন্তু আবার দেখা যাচ্ছে বিজ্ঞানের প্রাইস বাড়তে শুরু করেছে। বর্তমানে তো দেখি বিজ্ঞানের অবস্থা অনেক ভালো পজিশনে রয়েছে।
Title: Re: বিটকয়েন বর্তমানে অবস্থা কি?
Post by: warhero on December 01, 2020, 02:08:47 AM

বিটকয়েনের বর্তমান অবস্থা আগের চেয়ে অনেকটা ভালো। কিছুদিন আগেও বিটকয়েনের দাম কমে গিয়ে 17 হাজার ডলারে পৌঁছেছিল। বিটকয়েনের দাম আবার বাড়তে শুরু করেছে। আশা করছি অতি শীঘ্রই বিটকয়েনের দাম 20000 ডলার হিট করবে।
Title: Re: বিটকয়েন বর্তমানে অবস্থা কি?
Post by: Herry on December 01, 2020, 02:50:55 AM
বিটকয়েনের বর্তমান অবস্থা খুবই ভাল তবে আশা করা যায় 2021 সালের অবস্থা আরো ভালো হবে আজকের বিটকয়েন এর দাম দেখলাম হাজার 900 হাজার 449 ডলার এভাবেই মনে হয় বিটকয়েন তার সর্বোচ্চ রেকর্ড টা করে ফেলবে সিনিয়র ভাইরা এ বিষয়ে আরো অনেক সুন্দর সুন্দর রিপ্লাই দিয়েছেন ধন্যবাদ সকল সিনিয়র ভাইয়াদের
Title: Re: বিটকয়েন বর্তমানে অবস্থা কি?
Post by: Blue_sea on December 01, 2020, 04:52:32 AM
বিটকয়েনের বর্তমান অবস্থা ভাল। আমি মনে করি এ বছর  এটি যে কোন দিনের চেয়ে সবচেয়ে বেশি দাম হবে। বর্তমানে বিটকয়েনের দাম 19500 এর মত তবে এর দাম এ বছরের মধ্যেই সবচেয়ে বেশি হবে।
Title: Re: বিটকয়েন বর্তমানে অবস্থা কি?
Post by: Magepai on December 06, 2020, 01:38:42 AM
বিটকয়েনের প্রাইস বর্তমানে 19 হাজার ডলারে রয়েছে। কয়েকদিন আগে বিটকয়েনের প্রাইস হয়েছিল 19800 ডলার। যা 2017 সাল আবার করেছিল। সামনের দিনগুলোতে বিটকয়েনের প্রাইস আরো বৃদ্ধি হবে ইনশাল্লাহ।
Title: Re: বিটকয়েন বর্তমানে অবস্থা কি?
Post by: Magepai on December 06, 2020, 01:41:18 AM
বিটকয়েন এর প্রাইস 2017 সালে রিপিট করেছিল। তা দেখে আমি ভেবেছিলাম অল্প কিছুদিনের মধ্যেই 25 হাজার ডলার অবস্থান করবে। আসলে তা না করে বর্তমানে এ প্রাইস অনেক কমে গিয়েছে।

বিটকয়েনের প্রাইস হঠাৎ করে অনেকে পাম্প করেছে এটা আমরা সবাই জানি। বিটকয়েনের প্রাইস 19 হাজার ডলারের মধ্যে অবস্থান করে অনেকটা আপ-ডাউন করছে। একবার দেখা গেছে 19 হাজার ডলারের নিচে আবার দেখা গেছে 19 হাজার ডলারের উপরে।আপনি ভালো করে লক্ষ্য করুন বিটকয়েন প্রাইস কিছুটা কমে গিয়েছিল আবার কিন্তু বৃদ্ধি পেয়েছে।
Title: Re: বিটকয়েন বর্তমানে অবস্থা কি?
Post by: Herry on December 07, 2020, 05:26:30 AM
বর্তমানে বিটকয়েনের অবস্থা খুবই ভাল এর দাম ঊর্ধ্বমুখী আজকে বিটকয়েনের দাম 19 হাজার 283 ডলার আমি মনে করি যে হারে বৃদ্ধি পাচ্ছে 2021 সালের শুরুতে বিটকয়েনের দাম হবে 25 হাজার ডলার তবে এ বিষয়ে এত শিওর দিয়ে সঠিক হবে না কেননা কখন ক্রিপ্ত মুদ্রার দাম বাড়বে আবার কখন কমবে বলা মুশকিল তাই এটার দাম বৃদ্ধি পেতে পারে আবার কমে যেতে পারে তবে বিটকয়েনের ভবিষ্যৎ খুবই ভালো আমি মনে করি
Title: Re: বিটকয়েন বর্তমানে অবস্থা কি?
Post by: Kangaro45 on December 07, 2020, 06:11:53 AM
কিছুদিন আগেও বিটকয়েনের দাম অনেকটাই কম ছিল। কিন্তু বর্তমানে বিটকয়েন এর শারীরিক অবস্থা অনেক ভালো।এ কয়েনের দাম অনেক বৃদ্ধি পেয়েছে। এবছরের শেষে বিটকয়েনের দাম আরো বৃদ্ধি পেতে পারে। 2021 সালে 20 হাজার ছাড়িয়ে যেতে পারে।
Title: Re: বিটকয়েন বর্তমানে অবস্থা কি?
Post by: XM8 on December 07, 2020, 10:01:28 AM
আগের তুলনায় বর্তমানে বিটকয়েনের অবস্থা অনেকটাই নিচের দিকে আসছে। ক্রিপ্টোকারেন্সি তে এর দাম সব সময় আপ ডাউন করতে থাকে। আশা করা যায় ভবিষ্যৎ সময়ে বিটকয়েনের দাম আরো অনেক বৃদ্ধি পাবে।
Title: Re: বিটকয়েন বর্তমানে অবস্থা কি?
Post by: Ricky on December 07, 2020, 11:58:55 AM
আগের তুলনায় বর্তমানে বিটকয়েনের অবস্থা অনেকটাই নিচের দিকে আসছে। ক্রিপ্টোকারেন্সি তে এর দাম সব সময় আপ ডাউন করতে থাকে। আশা করা যায় ভবিষ্যৎ সময়ে বিটকয়েনের দাম আরো অনেক বৃদ্ধি পাবে।
আজ দেখতে পেলাম বিটকয়েন 19201 ডলারে অবস্থান করছে। আপনি ঠিক বলেছেন কয়েকদিন আগে দেখেছিলাম 19450 ডলারের উপরে অবস্থান করতে। কিছুটা ডাম্প করেছে। আশা করা যাচ্ছে খুব দ্রুতই আবার পাম্প করতে শুরু করবে। আশা করব 2020 সাল থাকতেই জানো 20000 ডলারের মাইলফলক স্পর্শ করতে পারে।
Title: Re: বিটকয়েন বর্তমানে অবস্থা কি?
Post by: Markuri33 on December 10, 2020, 02:02:09 AM
বিটকয়েনের প্রাইস আসলে আকাশ ছোঁয়া। এর বর্তমান পজিশন অনেক ভালো এবং ভবিষ্যতে আরো ভাল হবে তার সম্ভাবনা দেখা যাচ্ছে। আমার অগাধ বিশ্বাস যে 2021 সালের প্রথম দিকেই বিটকয়েনের প্রাইস 20 হাজার ডলারে পৌঁছাবে।
Title: Re: বিটকয়েন বর্তমানে অবস্থা কি?
Post by: Casual on December 10, 2020, 03:06:15 PM
বিটকয়েনের বর্তমান প্রাইস কিন্তু 19000$এর মত। কিছুদিন আগে বিটকয়েনের প্রাইস 2017 সাল কে ছাড়িয়ে ছিল। বিটকয়েনের বর্তমানে পজিশন অনেক ভালো।সামনের দিনগুলিতে বিটকয়েনের প্রাইস আরো অনেক বৃদ্ধি পাবে এটা আমার বিশ্বাস।
Title: Re: বিটকয়েন বর্তমানে অবস্থা কি?
Post by: Maxtel on December 10, 2020, 04:45:09 PM
কিছুদিন আগে বিটকয়েন 2017 সালের রেকর্ড কে পেছনে ফেলে ছিল।এখনো মার্কেট অনেকটাই ভালো ।বর্তমানে বিটকয়েনের দাম 19 হাজার ডলারের কাছাকাছি। সামনের দিনগুলোতে দাম আরো বৃদ্ধি পাবে।
Title: Re: বিটকয়েন বর্তমানে অবস্থা কি?
Post by: Sharpmax on December 10, 2020, 05:17:59 PM
বিটকয়েন অবস্থা বর্তমানে অনেকটাই ভালো। আমরা দেখেছি বিটকয়েন তার সারা জীবনের সর্বোচ্চ রেকর্ড এই 2020 সালে গঠন করেছে। আমরা দেখেছি এই বিটকয়েন 2017 সালে 19038 হাজার ডলারের মধ্যেঅবস্থান করেছিল কিন্তু 2020 সালে এসে বিটকয়েন তার নতুন রেকর্ডে 20 হাজার ডলারে অবস্থান করেছিল। আমরা আশা করছি 2020 সালের বিটকয়েন মার্কেট আরো বৃদ্ধি পাবে।
Title: Re: বিটকয়েন বর্তমানে অবস্থা কি?
Post by: sky20 on December 10, 2020, 05:21:30 PM
বিটকয়েনের বর্তমান অবস্থার সেরকম কোন পরিবর্তন দেখা যাচ্ছে না। বেশ কিছুদিন হল যে আমরা দেখছি যে এটি আবার স্ট্যাবল হয়ে গেছে। যদিও এর প্রাইস 18000-20000 হাজারের মধ্যেই থাকছে। সবমিলিয়ে আমি মনে করি বিটকয়েনের অবস্থা খুবই ভাল আছে। যে কোন সময় এটি বাড়লে অনেক পাম্প করবে বলে আমার মনে হয়।
Title: Re: বিটকয়েন বর্তমানে অবস্থা কি?
Post by: Blue_sea on December 10, 2020, 07:00:15 PM
বিটকয়েনর বর্তমান অবস্থা আগের চেয়ে অনেকটা ভাল। বিটকয়েন এখন 15000 ডলারের নিচে নামে না। কাজেই আমি মনে করি অতিতের সর্ব ধরনের প্রাইসের চেয়ে এখনকার প্রাইসটা স্ট্যাবল। ভবিষ্যতেই আমরা এর চেয়ে বেশি ভাল অবস্থানে পাব বলে মনে করি।
Title: Re: বিটকয়েন বর্তমানে অবস্থা কি?
Post by: Princeraju on December 10, 2020, 08:42:20 PM
আপনি 2018 সালে পোস্টটি করেছিলেন। তখন বিটকয়েনের অবস্থা অনেক খারাপ ছিল। বর্তমানে বিটকয়েনের অবস্থা অনেক ভালো। বিটকয়েনের দাম অনেক বৃদ্ধি পেয়েছে। বিটকয়েনের দাম 7 হাজার ডলারে অনেকদিন আমি দেখেছি। কিন্তু বর্তমানে পৃথিবীর ১৯k তে অবস্থান করছে।
Title: Re: বিটকয়েন বর্তমানে অবস্থা কি?
Post by: Jaya60 on December 16, 2020, 01:27:04 AM
বিটকয়েনের বর্তমান অবস্থার সেরকম কোন পরিবর্তন দেখা যাচ্ছে না। বেশ কিছুদিন হল যে আমরা দেখছি যে এটি আবার স্ট্যাবল হয়ে গেছে। যদিও এর প্রাইস 18000-20000 হাজারের মধ্যেই থাকছে। সবমিলিয়ে আমি মনে করি বিটকয়েনের অবস্থা খুবই ভাল আছে। যে কোন সময় এটি বাড়লে অনেক পাম্প করবে বলে আমার মনে হয়।

হ্যাঁ আপনি একদম ঠিক বলেছেন ভাই আসলে বর্তমানে 18 হাজার থেকে 20 হাজারের মধ্যে আপ-ডাউন করছে বিটকয়েনের প্রাইস। এর থেকে নিচে নামছে না আবার উপরে উঠছে না।2021 সালে বিটকয়েনের প্রাইস বৃদ্ধি পাবে মাস্ট হয়তো যদি 2020 সালের শেষদিকে প্রাইস না বাড়লেও।
Title: Re: বিটকয়েন বর্তমানে অবস্থা কি?
Post by: Clearman on December 16, 2020, 01:58:35 AM
বিটকয়েন বর্তমান অবস্থা খুবই ভালো বিটকয়েনের দাম 18700 20 ডলার। ভবিষ্যতে বিটকয়েনের দাম আরো বাড়ার সম্ভাবনা রয়েছে 2021 সালে আনুমানিকভাবে বলা যায় যে বিটকয়েনের দাম হতে পারে 30 হাজার ডলার থেকে 40 হাজার ডলার পর্যন্ত হতে পারে।
Title: Re: বিটকয়েন বর্তমানে অবস্থা কি?
Post by: Rony on December 16, 2020, 02:04:50 AM
বিটকয়েন এর অবস্থান সব কয়েনের ঊর্ধ্বে। তাই কয়েনের রাজা বলা হয় বিটকয়েন কে। বর্তমানে বিটকয়েনের দাম 18 থেকে 19 হাজার ডলার । আগামীতে অনুমান করা যায় বিটকয়েনের দাম 30000 ডলার ছাড়িয়ে যাবে।
Title: Re: বিটকয়েন বর্তমানে অবস্থা কি?
Post by: Sasa on December 16, 2020, 03:09:48 AM
বিটকয়েনের বর্তমানে কি অবস্থা যদি একটু বলেন তাহলে ভালো হয়।
ভাই বিটকয়েনের বর্তমান অবস্থা খুবই ভালো কেননা এর দাম শুধু বৃদ্ধি পাচ্ছে আর ব্যাপারটা আমাদের সবার জন্য খুবই ভালো আজকে বিটকয়েনের দাম 19308 ডলার ভাই আশা করা যায় 2021 সালের শুরুতেই বিটকয়েনের দাম হবে 25 থেকে 30 হাজার ডলার এ বিষয়ে আরও কেউ ভালো জানলে অবশ্যই রিপ্লাই দিয়ে জানাবেন
Title: Re: বিটকয়েন বর্তমানে অবস্থা কি?
Post by: Sumaiya2 on December 16, 2020, 03:11:49 AM
বর্তমান বিটকয়েনের অবস্থা ভাল বিটকয়েনের দাম 19420 ডলার। বিটকয়েনের দাম দিন দিন বাড়তেই চলেছে এভাবে যদি বিটকয়েনের দাম বাড়তে থাকে তাহলে 2021 সালে বিটকয়েনের দাম অনুমান করা যায় যে 25 হাজার ডলার থেকে 30 হাজার ডলার পর্যন্ত হতে পারে।
Title: Re: বিটকয়েন বর্তমানে অবস্থা কি?
Post by: Akhi600 on December 16, 2020, 04:37:00 AM
বিটকয়েন এখন খুব নিচে আছে। বিটকয়েন যখন তৈরি হয় তখন এটি ছিল মাত্র 0.06 ডলার আর এখন এর মূল্য  7000 ডলার আর এর সর্বোচ্চ মূল্য ছিল 19000 হাজার ডলার। আমার মনে হয় এটির মূল্য আরো বাড়তে পারে । তাই এটিতে মানুষ বিনিয়োগ করছে।
ধন্যবাদ আপনাকে বিটকয়েন সম্পর্কে আপনার কাছ থেকে ভালো কিছু জানতে পারলাম এবং এর দাম সম্পর্কে অনেক অভিজ্ঞতা হল।আমি আপনার সাথে একমত পোষণ করছি এটির মূল্য আরো বাড়তে পারে এবং ভার্ব তাই এটিতে মানুষ বিনিয়োগ বর্তমান একটু বেশি করছে কারণ ভবিষ্যতে ভালো একটি দাম নিয়ে আসবে ধন্যবাদ
Title: Re: বিটকয়েন বর্তমানে অবস্থা কি?
Post by: Cristiano on December 16, 2020, 05:19:53 AM
বর্তমানে বিটকয়েন অনেকটাই ঊর্ধ্বমুখী। দিনের-পর-দিন বিটকয়েনের দাম বৃদ্ধি পেতে চলেছে। সাথে সাথে জনপ্রিয়তা বৃদ্ধি পাচ্ছে। বর্তমানে বিটকয়েন ভাল পজিশন ধরে রেখেছে।কিছুদিন যাবত বিটকয়েন তার স্থিতিশীল অবস্থা তৈরি করে রেখেছে। ইতিমধ্যে বিটকয়েন 19300 ডলার ছাড়িয়ে গিয়েছে। আশা করা যাচ্ছে আগামী বছর বিটকয়েন 22 থেকে 23 হাজার ডলার ছাড়িয়ে যাবি। বিজ্ঞান বর্তমান অবস্থায় অনেক ভালো।
Title: Re: বিটকয়েন বর্তমানে অবস্থা কি?
Post by: Nusrat on December 16, 2020, 05:21:00 AM
বিটকয়েনের অবস্থা এখনো মোটামুটি ভালই আছে। তবে বিটকয়েন কি পারবে পুরনো রেকর্ড ভেঙ্গে নতুন রেকর্ড তৈরি করতে। এতে আপনাদের মতামত কি বিটকয়েন কে তো সব কয়েনের রাজা বলা হয়। 2020 সালের শেষের দিকেই । বিটকয়েন কি পারবে এই কয়েকদিনের মধ্যে পুরনো রেকর্ডকে ভেঙ্গে নতুন রেকর্ড তৈরি করতে। 2020 সালের আর মাত্র কয়েকটি দিন বাকি আছে। এতে আপনাদের মতামত কি একটু জানাবেন
Title: Re: বিটকয়েন বর্তমানে অবস্থা কি?
Post by: Bad leyar on December 16, 2020, 06:01:36 AM
বিটকয়েনের বর্তমান অবস্থা আমি এইমাত্র মার্কেটে গিয়ে দেখলাম বিটকয়েনের প্রাইস 19347$ হাজার ডলার হয়েছে । বিটকয়েন শীঘ্রই বৃদ্ধি পেয়ে যাচ্ছে। 2020 সালের শেষের দিকে বিটকয়েনের দাম এত হয়েছে 2021 সালে আমার মনে হয় বিটকয়েনের দাম আরো বৃদ্ধি পাবে এটাই আমরা আশা করতে পারি।
Title: Re: বিটকয়েন বর্তমানে অবস্থা কি?
Post by: Irfan12@ on December 16, 2020, 06:10:23 AM
বর্তমানে ভাইয়া বিটকয়েন এর অবস্থা খুবই ভালো কেননা কিছুদিন আগেও বিটকয়েনের দাম নিম্নমুখী ছিল কিন্তু আজকে বিটকয়েনের দাম আবারও বাড়তে শুরু করেছে আমি আমি মনে করি যে বিটকয়েনের দাম যে হারে বৃদ্ধি পাচ্ছে সেজন্য দেখা যাচ্ছে যে বিটকয়েনের ভবিষ্যত খুব উজ্জ্বল আজকে বিটকয়েনের দাম হচ্ছে 19 হাজার 377 ডলার
Title: Re: বিটকয়েন বর্তমানে অবস্থা কি?
Post by: Heron on December 16, 2020, 06:53:33 AM
বিটকয়েনের বর্তমানে কি অবস্থা যদি একটু বলেন তাহলে ভালো হয়।
ভাই বর্তমানে বিটকয়েনের অবস্থা খুব ভালোই মনে হচ্ছে আজ দেখলাম বিটকয়েন 19 হাজার 300 ডলারের উপরে অবস্থান করছে। বলাই যায় অনেক ভালো পজিশনে রয়েছে এই বিটকয়েন। আশা করা যায় 2021 সালের শুরুতেই বিটকয়েন 20 হাজার ডলারের উপরে অবস্থান করতে পারে।
Title: Re: বিটকয়েন বর্তমানে অবস্থা কি?
Post by: Angel jara on December 16, 2020, 03:33:12 PM
বিটকয়েন এর অবস্থান সবার শীর্ষে। কয়েনের রাজা বলা হয় বিটকয়েন কে। বিটকয়েন একটি ভার্চুয়াল মুদ্রা। বর্তমানে বিটকয়েনের দাম 19000 এর উপরে। বিটকয়েনের অনেক ভাল পজিশনে রয়েছে। আশা করি 2021 সালের  বিটকয়েনের দাম 21 হাজার ডলারে অবস্থান করবে।
Title: Re: বিটকয়েন বর্তমানে অবস্থা কি?
Post by: Cz Rock on December 16, 2020, 11:25:30 PM
বিটকয়েনের বর্তমান অবস্থা খুব ভালো । কারণ বিটকয়েনের দাম 20k$ ছাড়িয়ে গেছে। ধারণা করা হচ্ছে 2021 সালে মাঝামাঝি সময় 25k$  অতিক্রম করবে।এ থেকে বোঝাই যাচ্ছে বিটকয়েনের বর্তমান অবস্থা খুব ভালো।
Title: Re: বিটকয়েন বর্তমানে অবস্থা কি?
Post by: Damrai5$ on December 17, 2020, 06:57:07 AM
বিটকয়েনের বর্তমান অবস্থা অনেক ভালো এবং প্রাইস সর্বকালের সর্বশ্রেষ্ঠ রেকর্ড ভেঙে উপর দিকে আরো এগিয়ে যাচ্ছে।
Title: Re: বিটকয়েন বর্তমানে অবস্থা কি?
Post by: Damrai5$ on December 17, 2020, 06:59:09 AM
বিটকয়েন এর অবস্থান সবার শীর্ষে। কয়েনের রাজা বলা হয় বিটকয়েন কে। বিটকয়েন একটি ভার্চুয়াল মুদ্রা। বর্তমানে বিটকয়েনের দাম 19000 এর উপরে। বিটকয়েনের অনেক ভাল পজিশনে রয়েছে। আশা করি 2021 সালের  বিটকয়েনের দাম 21 হাজার ডলারে অবস্থান করবে।

আপনি যদি লক্ষ্য করেন বর্তমান সময়ে কিন্তু প্রায় 21 হাজার ডলারের মতো বিটকয়েনের প্রাইস রয়েছে। শুধু রয়েছে বললে ভুল হবে বিটকয়েনের প্রাইস অনেক বৃদ্ধি পেতে চলছে 2020 সালেই হয়তো বিটকয়েনের প্রাইস 25000 ডলার হবে। এখন সামনের বছর বিটকয়েন প্রাইস কোন দিকে যায় সেটাই দেখতে হবে।
Title: Re: বিটকয়েন বর্তমানে অবস্থা কি?
Post by: Bad leyar on December 17, 2020, 09:34:47 AM
বিটকয়েন এর বর্তমান অবস্থা দেখে আমরা সবাই খুবই আনন্দিত এখানে বর্তমান প্রাইস $22186 ডলারে অবস্থান করেছে তাতে আশা করা যায় 2021 সালে বিটকয়েনের দাম 25 হাজার ডলার এ ক্রস করবে ইনশাল্লাহ।
Title: Re: বিটকয়েন বর্তমানে অবস্থা কি?
Post by: Tubelight on March 25, 2021, 10:41:00 AM
বর্তমানে বিটকয়েন এর অবস্থা অনেক ভালো একটি অবস্থানে আছে। অন্যান্য সময়ের তুলনায় বর্তমানে বিটকয়েন এর অবস্থা খুবই ভালো। আশা করছি ভবিষ্যতে বিটকয়েন আরো ভালো একটি পর্যায় যাবে।
Title: Re: বিটকয়েন বর্তমানে অবস্থা কি?
Post by: Azharul on April 01, 2021, 08:58:18 AM
আমরা জানি ক্রিপ্টো জগতের সর্বোচ্চ অবস্থানে আছে বিটকয়েন।তাই বিটকয়েন কে ক্রিপ্টো জগতের রাজা বলা হয়।আমরা লক্ষ করেছি যে ২০২০ সালের তুলনায় ২০২১ সালে বিটকয়েনের দাম তুলনামূলক ভাবে বেশি আছে।অর্থাৎ দিনের পর দিন এর দাম বাড়তেই আছে।তাই আমরা বিশ্বাস করি যে ভবিষ্যতে ও এর অবস্থান অনেক ভালো পর্যায়ে যাবে।
Title: Re: বিটকয়েন বর্তমানে অবস্থা কি?
Post by: Linda78 on April 01, 2021, 02:49:07 PM
আমরা বর্তমানে দেখতে পাচ্ছি যে বিটকয়েনের অবস্থা উন্নতির দিকে। বিটকয়েন কে ক্রিপ্টোকারেন্সি রাজা বলা হয়। বিটকয়েনের জনপ্রিয়তা সারা বিশ্বজুড়ে। বিটকয়েনের এর অবস্থান প্রথম। বর্তমানে দেখা যাচ্ছে যে মানুষ প্রচুর পরিমাণে বিটকয়েন হোল্ড করছে। আশা করা যাচ্ছে যে  বিটকয়েন এর ভবিষ্যৎ আরও উন্নতির দিকে। বিট কয়েনের মূল্য এক সময় 1 লাখ ডলারে গিয়ে পৌঁছবে। হাই যদি আপনারা আরেকটু ধৈর্য ধারণ করতে পারে তাহলে আরো ভালো কিছু পাবেন। কারণ বিটকয়েনের ভবিষ্যৎ খুবই ভালো।
Title: Re: বিটকয়েন বর্তমানে অবস্থা কি?
Post by: Rubel007 on April 02, 2021, 12:46:09 AM
বর্তমানে বিটকয়েনের অবস্থা অনেক ভাল। এখন প্রায় 59000 ডলার আাছে যা আমি মনে করি একটি ভাল অবস্থানে রয়েছে। মার্কেট এখন অনেকটাই স্থিতিশীল আছে। তবে বিটকয়েনের দাম আরও একটি বাড়বে বলে ধারনা করা যাচ্ছে।
Title: Re: বিটকয়েন বর্তমানে অবস্থা কি?
Post by: Dark Knight on April 02, 2021, 04:46:57 AM
বিটকয়েন এখন ভালো একটি পর্যায়ে পৌঁছে গেছে। বিটকয়েন হল ভার্চুয়াল বিকেন্দ্রিক মুদ্রা। বিটকয়েনের দাম শুধু বৃদ্ধি পেয়েছে। বিটকয়েনের দাম যদি একইভাবে বৃদ্ধি পেতে থাকে তাহলে বিটকয়েন যে ভবিষ্যতে আরো অন্যান্য নতুন রেকর্ড সৃষ্টি করবে এতে কোন সন্দেহ নেই।বিটকয়েন নিয়ে যে রকম ভাবে বিনিয়োগকারীরা বিনিয়োগ করছে তাতে বিটকয়েনের দাম আরো বৃদ্ধি পাওয়ার কথা।
Title: Re: বিটকয়েন বর্তমানে অবস্থা কি?
Post by: Angel julian on April 02, 2021, 07:45:31 AM
আসসালামু আলাইকুম আমি অনেক আগে দেখেছি যে বিটকয়েনের দাম অনেক ভাল ছিল । এখনকার সময়ে বিটকয়েনের দাম খুব একটা ভালো নয়। কিন্তু আমার মনে হচ্ছে যে এখন বিটকয়েন এর দাম অনেকটাই ভাল কারন অনেকে বিটকয়েন হোল্ড করে রেখে অনেক উন্নতি করেছে।বিটকয়েন নিয়ে যেরকম ভাবে বিনিয়োগকারীরা বিনিয়োগ করেছে তাতে বিটকয়েনের দাম আরো বৃদ্ধি পাওয়ার কথা এবং আমি মনে করি যে সামনে আরো বৃদ্ধি পাবে এবং এর ভবিষ্যৎ অনেক।।
Title: Re: বিটকয়েন বর্তমানে অবস্থা কি?
Post by: Riddi on April 02, 2021, 11:57:07 AM
বিটকয়েনের বর্তমানে কি অবস্থা যদি একটু বলেন তাহলে ভালো হয়।
ক্রিপ্টোকারেন্সি মার্কেটে বিটকয়েন হলো সবচেয়ে সেরা এবং এক নম্বর কয়েন। বিটকয়েনের জনপ্রিয়তা অনেক বেশি। বর্তমানে ক্রিপ্টোকারেন্সি মার্কেটে  বিটকয়েনের অবস্থা আগের থেকে অনেক ভাল অবস্থানে আছে। ক্রিপ্টোকারেন্সি মার্কেটে বিট কয়েনের বর্তমান মূল্য 60 হাজার ডলার। বিগত বছরগুলো থেকে বিটকয়েন এই বছরে সর্বোচ্চ মূল্য অবস্থানে পৌঁছেছে।
Title: Re: বিটকয়েন বর্তমানে অবস্থা কি?
Post by: Mental on April 02, 2021, 02:49:26 PM
বিটকয়েনের অবস্থা এখন খুবই ভালো কারণ বিটকয়েন কয়েকদিনের মধ্যেই নতুন রেকর্ড তৈরি করেছে। যেভাবে বৃদ্ধি পাচ্ছে বিটকয়েন ভবিষ্যতে এমন বিটকয়েনের প্রাইস প্রায় 80000 ডলার ও হতে পারে। আর বিটকয়েন হচ্ছে পৃথিবীর মধ্যে এক নম্বর একটি কয়েন তার নাম হচ্ছে বিটকয়েন তাই বিটকয়েনের দাম বৃদ্ধি পাওয়াটা স্বাভাবিক।
Title: Re: বিটকয়েন বর্তমানে অবস্থা কি?
Post by: sky01 on April 03, 2021, 06:34:36 AM
যদি বিটকয়েনের মূল্য বৃদ্ধি পায় অদূর ভবিষতে বিটকয়েনের ক্ষুদ্র একটি অংশ একটি টয়োটা পাজোরো কেনার জন্য যথেষ্ট হতে পারে। প্রতি বিটকয়েন ১০০ মিলিয়ন ভাগে ভাগ করা যাবে, যেটিকে ‘সাতোশি’ বলে। সুতরাং, সর্বমোট বিটকয়েন একক হবে ২,১০০,০০০,০০০,০০০,০০০ঃ ২.১
Title: Re: বিটকয়েন বর্তমানে অবস্থা কি?
Post by: captan75 on April 03, 2021, 12:34:25 PM
বিটকয়েনের বর্তমানে কি অবস্থা যদি একটু বলেন তাহলে ভালো হয়।
বিটকয়েনের অবস্থা এখন ততটা ভালো না। কিন্তু আমার মনে হয় কিছুদিনের মধ্যে বিটকয়েনের অবস্থা আগের মত হয়ে যাবে সামনে আরো বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা আছে। আপনার কাছে যদি ডলার থাকে তাহলে আপনি হোল্ড করে রাখতে পারেন যখন বৃদ্ধি পাবে তখন আপনি ভালো পরিমাণ এমন পেতে পারেন।
Title: Re: বিটকয়েন বর্তমানে অবস্থা কি?
Post by: bmw1 on April 03, 2021, 01:00:47 PM
বিটকয়েনের বর্তমানে কি অবস্থা যদি একটু বলেন তাহলে ভালো হয়।
বর্তমান বিটকয়েন এর অবস্থা খুবই ভালো। কিছুদিন আগে দেখা গেছে বিটকয়েন এর দাম অনেকটা কমে গেছে কিন্তু এখন আবার পুনরায় বিটকয়েনের দাম বাড়তে শুরু করেছে। বিশেষ করে 2021 সালের শেষের দিকে বিটকয়েনের দাম অনেকটা বেড়েছিল যেমন 60 হাজারের বেশি হয়েছিল তার পরে দেখা গিয়েছিল বিটকয়েনের দাম আবার 32000 এ দাম নেমে এসেছিলো। কিন্তু এখন আবার দেখা করছে বিটকয়েনের দাম আগের অবস্থানে চলে যাচ্ছে এবং ভবিষ্যতে আরও দাম বৃদ্ধি পাবে আশা করি।
Title: Re: বিটকয়েন বর্তমানে অবস্থা কি?
Post by: Tepona on April 03, 2021, 07:33:01 PM
বিটকয়েন এর বর্তমান অবস্থা খুব দুর্দান্ত। বিটকয়েন বর্তমান বাজারে খুবই মূল্যবান। বিটকয়েনের অবস্থান অনেক উন্নতি হয়েছে। বিটকয়েনের দাম 60 হাজারের অবস্থান করতেছে। বিটকয়েনের পরবর্তী মুভমেন্ট অনেক ভালো।
Title: Re: বিটকয়েন বর্তমানে অবস্থা কি?
Post by: Asad72 on April 04, 2021, 08:47:49 AM
বিটকয়েন বর্তমান বাজারে অনেক ভালো বিটকয়েন অনেক মূল্যবান বিটকয়েনের দাম এখন অনেক বেড়ে যাচ্ছে
Title: Re: বিটকয়েন বর্তমানে অবস্থা কি?
Post by: Centus on April 06, 2021, 10:23:32 AM
পোস্টটি পুরনো অফটপিকে পরিণত হয়েছে। তবে বিটকয়েনের দাম যেহেতু যাচাই করা বা উল্লেখ করা নেই। বিটকয়েনের দাম এর অনেক উন্নতি ঘটেছে। বিটকয়েনের দাম বর্তমান 57 হাজার ডলার থেকে 60 হাজার ডলারের মধ্যে ওঠানামা করে।
Title: Re: বিটকয়েন বর্তমানে অবস্থা কি?
Post by: SobujAkash#8 on April 06, 2021, 11:26:24 AM
2017 সাল পর্যন্ত বিটকয়েনের দাম খুব একটা বেশি ছিল না। কিন্তু 2020 সাল থেকে বিটকয়েনের দাম এতটাই বৃদ্ধি পেয়েছে যেন মনে হয় আকাশ ছোঁবে। বিটকয়েনের দাম বা মার্কেট বর্তমানে অনেক পাম্প করেছে তাই যারা যারা বিটকয়েনে অবগত আছেন তাদের ভাগ্য পাল্টে যাবে বলে আমি আশা করি।
Title: Re: বিটকয়েন বর্তমানে অবস্থা কি?
Post by: bmr on April 06, 2021, 07:01:56 PM
এখন বিটকয়েনের অবস্থা একটি স্থিতিশীল জায়গায দাড়িয়েছে। তবে এর পজিশন আর একটু ভাল হবার কথা রয়েছে। আশা করি কয়েকদিনের মধ্যে এটি খুব ভাল পজিশনে যেতে পারে। তবে সবমিলিয়ে বলা যায় ভাল।
Title: Re: বিটকয়েন বর্তমানে অবস্থা কি?
Post by: Rafiq on April 06, 2021, 08:55:07 PM
আমি মনেকরি বিটকয়েনের বর্তমান অবস্থা বিগত যে কোন সময়ের চেয়ে অনেক ভালো। বিটকয়েনের দাম ইতোমধ্যে ৬০ হাজার ডলার অতেক্রম করেছিল, এখনো ৬০হাজারের ঘরে অবস্থান করছে। ক্রিপ্টোকারেন্সির বাজার এখন দুই ট্রিলিয়ন ডলারের; এর মধ্যে বিটকয়েনের মার্কেট ডমিন্যান্স ৫৫% এর উপরে ।
Title: Re: বিটকয়েন বর্তমানে অবস্থা কি?
Post by: Rifan Khan on May 05, 2021, 07:29:23 AM
আমি মনে করি বিট কয়েনের অবস্থা খুব ভালো। আমরা কিছুদিন আগে বিটকয়েনের দাম ৬০হাজার ডলার স্পর্শ করে ছিল। আবার বিটকয়েনের দাম বৃদ্ধি পাবে ইনশাল্লাহ।
Title: Re: বিটকয়েন বর্তমানে অবস্থা কি?
Post by: Afnan on May 05, 2021, 08:26:05 AM
বিটকয়েন এর বর্তমান অবস্থা খুব দুর্দান্ত। বিটকয়েন বর্তমান বাজারে খুবই মূল্যবান। বিটকয়েনের অবস্থান অনেক উন্নতি হয়েছে। বিটকয়েনের দাম 60 হাজারের অবস্থান করতেছে। বিটকয়েনের পরবর্তী মুভমেন্ট অনেক ভালো।
বিটকয়েনের বর্তমান অবস্থা অনেক ভালো অবস্থায় রয়েছে। বিটকয়েনের বর্তমান দাম প্রায়ই ৬০ হাজার ডলারে অবস্থান করছে। ভবিষ্যতে বিটকয়েনের দাম আরও বৃদ্ধি পাবে বলে আশা করা যায়। তাছাড়া ফোরামের সকল ইনভেস্টরদের নজর এখন বিটকয়েনের উপর। তাই আমি মনে করি বিটকয়েনের বর্তমান অবস্থা খুবই ভালো।               
Title: Re: বিটকয়েন বর্তমানে অবস্থা কি?
Post by: Mistroy on June 01, 2021, 05:55:43 AM
ক্রিপ্টোকারেন্সি মার্কেটে যেকোনো কয়েনের দাম যেকোনো সময় ডাম্পিংও পাম্পিং করে থাকে একই মূল্যে স্থির থাকে না এটাই ক্রিপ্টোকারেন্সি ধর্ম। ক্রিপ্টোকারেন্সি বিশ্বের বিটকয়েন এত দ্রুত সারাবিশ্বে অনেক জনপ্রিয়তা লাভ করছে। বিশ্বের অনেক দেশে বিটকয়েনের মাধ্যমে তারা লেনদেন করে থাকে। বর্তমানে বিট কয়েনের মূল্য 36000 ডলার। বর্তমানে বিটকয়েন এর মূল্য ডাম্পিং করছে। সারা বিশ্ব বিটকয়েন যে পরিমাণ জনপ্রিয়তা লাভ করছেন ভবিষ্যতে বিটকয়েন এর পরিমান অনেক বৃদ্ধি পাবে এবং আন্তর্জাতিক মুদ্রা হিসেবে টাকার পরিবর্তে বিটকয়েন লেনদেন করে থাকবে।।।
Title: Re: বিটকয়েন বর্তমানে অবস্থা কি?
Post by: C 98 on June 01, 2021, 11:18:23 AM
ক্রিপ্টোকারেন্সি মার্কেট এখন একটু খারাপ অবস্থানে রয়েছে। সর্বপ্রকার কয়েনের দাম এখন কমে যাচ্ছে। বিটকয়েন সবার সেরা কয়েন এটা আমরা সবাই জানি। আবারো ক্রিপ্টোকারেন্সি মার্কেট আগের অবস্থায় ফিরে আসুক আমরা সেটাই চাই। এবং কি সবগুলো কয়েনের দাম যেন আবারো বৃদ্ধি পায়।
Title: Re: বিটকয়েন বর্তমানে অবস্থা কি?
Post by: Sr boy on June 01, 2021, 12:39:20 PM
ক্রিপ্টোকারেন্সি মার্কেট এখন বর্তমান সময়ে অনেক খারাপ অবস্থানে রয়েছেন।আমি জানিনা কিন্তু ব্যালেন্স e-marketing বিটকয়েনের দাম আবার বাড়বে কিনা।এ সম্পর্কে যদি কোন চিহ্ন ভাইয়ের ধারনা থাকে তাহলে আমাকে একটু ব্যাখ্যা দেন।
Title: Re: বিটকয়েন বর্তমানে অবস্থা কি?
Post by: Logitech50 on June 01, 2021, 01:07:45 PM
কিছুদিন আগে বিটকয়েনের অবস্থা অনেক ভালো ছিল কিন্তু বর্তমানে অবস্থা এখন অনেক খারাপ। বিটকয়েনের দাম কমে গেছে যার কারণে ইনভেস্টর এখন বর্তমানে কোন ইনভেস্ট করছে যার কারণে বর্তমান অবস্থা খুবই খারাপ এর দিকে।
Title: Re: বিটকয়েন বর্তমানে অবস্থা কি?
Post by: Mayajal on June 02, 2021, 06:42:29 AM
কিছুদিন আগে খুব ভাল ছিল কিন্তু বর্তমানে দাম কমে গেছে। তবে আবার ভবিষ্যতে দাম বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা অনেক বেশি রয়েছে কারণ ক্রিপ্টোকারেন্সি ভালো আর সবসময়ই আপডাউন করে।
Title: Re: বিটকয়েন বর্তমানে অবস্থা কি?
Post by: Rokon5 on June 02, 2021, 05:35:53 PM
বিটকয়েন দাম মানুষের নাগালের বাইরে চলে গিয়েছিল কিন্তু কিছু দিন আগে এর দাম অনেক বেশি কমে গিয়েছিল। মানুষ মনে করছিল যে এর রাজত্ব শেষ কিন্তু সকল জল্পনার অবসান ঘটিয়ে আবার ও দাম বৃদ্ধি পাচ্ছে।
Title: Re: বিটকয়েন বর্তমানে অবস্থা কি?
Post by: Acifix on June 02, 2021, 07:24:51 PM
আমরা জানি যে কিছুদিন আগে বিটকয়েনের দাম আমাদের হাতের নাগালের অনেক বাইরে চলে গিয়েছিল। ক্রিপ্টোকারেন্সি মার্কেটে বিটকয়েনের দাম অনেক ডাম্পিং হয়ে গেছিল। এখন আস্তে আস্তে বিটকয়েনের দাম পাম্পিং এর দিকে যাচ্ছে। এখন পরবর্তীতে কি হবে তার কিছুই সঠিকভাবে বলা যায় না।
Title: Re: বিটকয়েন বর্তমানে অবস্থা কি?
Post by: AIam333 on June 03, 2021, 04:26:00 AM
বর্তমান সময়ে বিটকয়েন অবস্থা তেমন ভালো নেই। দাম একটু মার্কেটে পাম্পিং হতে শুরু করছে। আমার মনে হয় এভাবে যদি বিটকয়েনের দাম পম্পি হবে। এখন বর্তমানে অবস্থা মোটেই ভালো নেই। ভবিষ্যতে কি হবে তা আমরা ধারণা করতে পারিনা।