Altcoins Talks - Cryptocurrency Forum
Local => বাংলা (Bengali) => Topic started by: skemon on September 19, 2018, 03:02:07 PM
-
আল্টাকয়েনে মাইনাস কামারা পাওয়ার কারন কি যদি কেউ যেনে থাকেন তাহলে আমাকে জানাবেন।
-
আল্টাকয়েনে আমরা যদি ভালো ভালো পোষ্ট করি তাহলে আমরা +কামারা পাই আর যদি খারাপ পোষ্ট করি তাহলে -কামার পাই। আশা করি বুঝেছেন। তাই বলছি ভালো করে পোষ্ট করবেন। তাহলে +কামারা অর্জন করতে পারবেন।
-
এখানে আপনি খারাপ পোষ্ট করলে আপনি - এর কামরা পেতে পারেন। যদি এখানে আপনারা খারাপ পোষ্ট করেন তাহলে আপনার আইডি ব্যান হতে ও পারে । তাই এখানে আপনারা ভালো ভালো পোষ্ট করার চেষ্টা করবেন। এখানে যদি আপনারা ভালো পোষ্ট করতে না পারেন তাহলে - এর কামরা পেতে পারেন।
-
টপিক রিলেটেড কোন কমান্ট না করলে, ভুল থ্রেডে পোষ্ট করলে , স্পামিং করলে , কপি করলে এই রকম আরো কিছু নিয়ম আছে যেগুলো করলে আপনি নেগেটিভ কারমা পাইতে পারেন। এই বিষয়ে বিস্তারিত জানতে ফর্ম রুলস চেক করেন।
-
এখানে -মাইনাস বা +কারমা পাওয়ার কারন হলো ভালো বা মন্দ দুই ধরনের পোস্ট এর মাধ্যমে এগুলা উচু মানের কেউ এসে দিয়ে থাকে তবে, অল্টকয়েন টকএর কোন রুলস ব্রেক না করা পর্যন্ত সাধারন্ত কেউ কাউকে নেগেটিভ কারমা দেইনা।
-
আলটাকয়েনে মাইনাস কারমা পাওয়ার কিছু কারণ রয়েছে যেমন নিয়ম অমান্য করা বাজে পোষ্ট করা ইত্যাদি। আমরা যদি কোন নিয়ম অমান্য করি অথবা বাজে কোন পোষ্ট করি তাহলে আমাদেরকে শাস্তি হিসেবে মাইনাস কারমা দেওয়া হয়। তাই আমরা সব নিয়ম মেনে চলার জন্য চেষ্টা করবো।
-
আল্টাকয়েনে আপনি বিভিন্ন ভাবে (-) এর কামরা পেতে পারেন। আপনি যদি আল্টাকয়েনে একটি বাজে পোষ্ট করেন তাহলে আপনি (-) এর কামরা পেতে পারেন । আবার আপনি যদি একই আইপি থেকে অনেকগুলো আইডি ব্যবহার করেন তাহলেও আপনি (-) এর কামরা পেতে পারেন। আপনি যদি আল্টাকয়েন এর নিময় অমান্য করেন তাহলেও আপনি (-) এর কামরা পেতে পারেন।
-
আল্টাকয়েনে আপনি যদি কোন খারাপ পোষ্ট করেন তাহলে আপনি (-) এর কামরা পেতে পারেন তাই আপনাকে এখানে ভালো ভালো পোষ্ট করতে হবে । এখানে ভালো ধরনের পোষ্ট করলে আপনি (+) এর কামরা পেতে পারেন । তাই এখানে আপনি ভালো ভালো পোষ্ট করার চেষ্টা করবেন।
-
আমি মনে করি আমাদের পোস্ট করার ওপর আমরা কামারা পেয়ে থাকি। ভালো পোস্ট করলে (+) কামারা আর খারাপ পোস্ট করলে (-) কামারা। আপনি যদি অফ টপিক এর কোণ কিছু পোস্ট অথবা spamming বা কপি পেস্ট করেন তাহলে (-) কামারা পাবেন। spamming বা কপি পেস্ট থেকে দূরে থাকুন ভাল এবং হেল্পফুল পোস্ট করুন তাহলে আপনি (-) কামারা পাবেন না ।
-
আপনি কখন নেগেটিভ কার্মা পাবেন ?
শাস্তি:
১. ভুল সেক্শন পোস্ট করলে I
২. কোনো কারণ ছাড়া আক্রমনাত্মক, অভদ্রতা করলে I
৩. আপনার ওয়েব পেজ অথবা রেফারেল দিয়া স্প্যাম করলে I
ধন্যবাদ সবাইকে I
-
আল্টাকয়েনে মাইনাস কামারা পাওয়ার কারন কি যদি কেউ যেনে থাকেন তাহলে আমাকে জানাবেন।
সাধারণত স্পামিং পোষ্ট এবং কপি পোষ্ট করলে মাইনাস কারমা পাবেন। তাই পোষ্ট কোয়ালিটি ভালো করে পোষ্ট করুন এবং সবসময় হেল্পফুল পোষ্ট করার চেষ্টা করুন। কারো পোষ্ট কপি করে পোষ্ট করবেন না তাহলে - কারমা পাবেন এবং ব্যানন হতে পাড়েন।
-
আপনি যদি কুন ভুল কাজ করেন বা বাজে পুস্ট করেন তবে মাইনাসের কারমা পেতে পারেন। এর মধ্যে স্পেমিং পুস্ট এবং কপি পুস্ট এর জন্য বেসি মাইনাস এর কারমে পাইবেন। জার কারনে বলা জায় আপনি সকম নিয়ম মেনে এই সাইট এ পিস্ট অর কাজ করেন।
-
আপনি জদি আাপনার কাজ ভাল ভাবে না করতে পারেন ভার ভার জদি আপনি বুল করেন তাহলে আপনাকে সাজা পেতে হবে তাই আমরা জদি আল্টাকয়েনে কোন দরনের বাজে পোষ্ট করি তাহরে আমাদের সেই সাজা তে হবে তা আমরা সবাই জানি ।
-
আল্টাকয়েনে আমরা যদি ভালো পোষ্ট না করি তাহলে আমরা (-) কামারা পাই। তাই যতটুকু পারি ভালো করে যদি পোষ্ট বা এই সাইটে যা কাজ আছে সেগুলো যদি সুন্দর ভাবে করি তাহলে আমরা এই (-) কামারা পাবো না।
-
আল্টাকয়েন ফোরামে আপনি - এর কামরা পেতে পারেন বিভিন্ন কারনে যদি আপনি আরেক জনের পোষ্ট কপি পেষ্ট করেন তাহলে আপনি - এর কামরা পেতে পারেন । আবার যদি আপনি খারাপ পোষ্ট করেন তাহলেও আপনি - এর আমরা পেতে পারেন।
-
কেউ যদি আল্টাকয়েনে খারাপ মানের পোষ্ট করেন তাহলে তিনি (- ) মাইনাস কামরা পেতে পারেন। বিশেষ করে টপিক রিলেটেড কোন কমান্ট না করলে, ভুল থ্রেডে পোষ্ট করলে , স্পামিং করলে , কপি করলে ইত্যাদি ফোরামের নিয়ম বিরোধী কাজ করলে আপনি নেগেটিভ কারমা পাইতে পারেন। তাই আমাদের সবারই ফোরামের নিয়ম নীতি বেশী করে জানা দরকার।
-
আল্টাকয়েনে মাইনাস কামারা পাওয়ার কারন কি যদি কেউ যেনে থাকেন তাহলে আমাকে জানাবেন।
আমি মনে করি এই পোস্টটি পড়লে আপনি পুরা ফোরামের কর্মা সম্পর্কে ভালোভাবে জানতে পারবেন।
Karma System:
01. Contribute- Quality topics and replies = +karma
02. Penalty- Copy/Past other posts= demoted
03. Help- Report span, Scam & phishing = +karma
04. Penalty- Non descriptive topic tittle = -karma
05. Contribute- New topics and Replies = +points
06. Penalty- SEO spam and over advertising = Ban
ধন্যবাদ।
-
মাইনাস কর্মা তখনই কোন এসআর মেম্বার দিতে পারেন যখন আপনি কোন পোস্ট গুগল, বিটকয়েনটক বা অনলাইন থেকে কপি করে এই ফোরামে পেস্ট করেন আর পরে সেটা প্লাগরিজম হওয়ারর কারণে নেগেটিভ কর্মা পান, আর এডমিন সেটা দেখনে আপনাকে মাইনাস কর্মা কিংবা আইডি ব্যন্ডও করতে পারেন। এছাড়া যেখানে সেখানে রেফারেল লিংক পোস্ট করলে মাইনাস কর্মাও পেতে পারেন। সুতারং রুলস গুলো আগে সময় করে পড়বেন তাহলে বুঝতে সুবিধা হবে আপনার।
-
নেগেটিভ কর্মা পাওয়ার বিভিন্ন কারণ আছে আপনি এখানে নিয়মনীতি মেনে পোস্ট করতে হবে এবং বাজে কোন মন্তব্য করা যাবে না কোনরকম বাজে পোস্ট দেখলে আপনি মডারেটর কে ইনফরমেশন করতে পারবেন কিন্তু ওখানে বাজে ভাষায় কথা কথা বলতে পারবেন না এবং আলটাকয়েন এর করা নিয়ম রুলস মেনে চলতে হবে আপনাকে আর এগুলো মেনে না চললেই আপনি নেগেটিভ করমা পাওয়ার সমভনা থাকে
-
Valo r man sommoto post korle minus karma asbe na. Apni valo r man sommoto post korte thake obossoi apni plus karma peye thakben. Khub e sohoj bisoy asa kori bujte perechen vai.
-
Valo r man sommoto post korle minus karma asbe na. Apni valo r man sommoto post korte thake obossoi apni plus karma peye thakben. Khub e sohoj bisoy asa kori bujte perechen vai.
ভালো পোস্ট তো করতে হবে কিন্তু শুধু ভালো পোস্ট করলেই তো হবে না, সেটাকে যথাস্থানে পোস্ট করতে হবে। যেমন আপনি বিটকয়েন ফোরাম সম্পর্কিত পোস্ট যদি ইথারিয়াম বা অলটকয়েন ফোরাম বোর্ডে পোস্ট করেন তাহলেও মাইনাস কর্মা খেতে পারেন।
-
For getting minus karma.. That's enough
--scamming post
--copy paste post
--alternative account
--short valueless post
--other site post copies
-
For getting minus karma.. That's enough
--scamming post
--copy paste post
--alternative account
--short valueless post
--other site post copies
জি ভাই আপনি সুন্দর ও সংক্ষেপে মূল বক্তব্যটাই বলে দিয়েছেন। বিশেষ করে দেখা যায় অনেকেই এইরকম কপি পেস্ট করে থাকেন যা খুবই খারাপ একটা কাজ।
-
আল্টাকয়েনে মাইনাস কামারা পাওয়ার কারন কি যদি কেউ যেনে থাকেন তাহলে আমাকে জানাবেন।
- কারমা পাওয়ার কারন হলো, কেও যদি বারবার লো কোয়ালিটি পোস্ট করে বা কপি পোস্ট করে অথবা সেক্সচুয়াল বিষয় কোনো ধরনের পোস্ট করে তাহলে তাকে - কারমা দেওয়া হয়।
-
আল্টাকয়েনে মাইনাস কামারা পাওয়ার কারন কি যদি কেউ যেনে থাকেন তাহলে আমাকে জানাবেন।
মাইনাস কারমা সাধারনত দেওয়া হয় কপি পোস্ট করলে ও অতিরিক্ত স্পামিং পোস্ট করলে। এগুলা করলে আপনি মাইনাস কারমা পাবেন। মানে কেও আপনাকে মাইনাস কারমা দিবে।