Altcoins Talks - Cryptocurrency Forum
Local => বাংলা (Bengali) => Topic started by: joy73 on September 19, 2018, 03:02:44 PM
-
যদি কারও এই বিষয়ে জানা থাকে তাহলে বলুন।
-
আল্টাকয়েনে আমিও কামারা পেয়েছি প্লাসের এবং আপনারাও যদি প্লাসের কামারা পেতে চান তাহলে আমাদের পোষ্ট গুলো খেল করুন তাহলে আপনরা প্লাসর কামারা পেতে পারবেন এবং তার মুল হলো এতে ভাল ভাল পোষ্ট করা।
-
আমার মনে হয় যে আল্টকয়েন অনেক ভাল একটা সাইড তই এই সাইডে ভাল ভাল পোষ্ট করতে পারেন তাতে করে আপনারে রেংক উপরের দিকে উঠবে আর আপনে বান্টি বা এয়ার ডব করতে পারেন তাতে আপনি অনেক ডলার আয় করতে পারবেন ।
-
এখানে + এর কামরা পেতে হলে আপনাকে নতুন নতুন টপিক্স করতে হবে এবং সেই টপিক্স ভালো হতে হবে। যদি আপনি ভালো ভালো টপিক্স করতে না পারেন তাহলে আপনাকে - এর কামরা ও দিতে পারে । তাই আপনাকে অবশ্যই ভালো ভালো পোষ্ট করতে হবে।
-
আল্টাকয়েন এ + কারমা পেতে হলে আমাদেরকে উন্নতমানের পোষ্ট করতে হবে। এই সাইডে আপনার যদি পোষ্ট এর মান ভালো হয় তাহলে আপনি + কারমা পেতে পারেন আর খারাপ হলে - কারমাও পেতে পারেন।
-
আমার মনে হয় যে আমরা জদি এই ফোরামে ভাল দরনের কোন কাজ করি তাহলে অামাদের + কামারা দেওয়া হয় এটা আমি জত দূর জানি তত টুকু বল্লাম আর জদি আপনারা এর থেকে ভাল জানেন তাহলে আমাদের জানাতে পারেন তাতে করে অামাদের জন্য ভাল হয় ।
-
আল্টাকয়েনে কামরা পেতে হলে অবশ্যই সিনিয়র মেম্বারদের নজর কাড়তে হবে। কারণ সিনিয়র মেম্বাররা কামরা দিতে পারে তাই এমন কিছু ভালো পোষ্ট করতে হবে যাতেকরে সিনিয়র মেম্বারা আমাদের কামরা দিতে বাধ্য হয়। তাই আপনি ভালো ভালো পোষ্ট করে কামরা পেতে পারেন।
-
আল্টাকয়েন ফোরামে একজন ফুল মেম্বার হলে সে অন্যকে কারমা দিতে পারে। এই ফোরামে ভালো পোস্ট করে +কারমা পাওয়া যায় আর পোস্ট ভালো না হলে নিম্নমানের পোস্ট হলে নেগেটিভ নেগেটিভ কারমা পাওয়া যায়। তবে অবশ্যই পজেটিভ কারমা পেতে হলে পোস্টের মান অনেক সুন্দর ,ভালো এবং সিনিয়রদের মনে আকৃষ্ট হতে হবে তাইলে পজেটিভ কারমা পাওয়া যাবে। উন্নত মানের পোস্ট করতে হবে এবং বুষ্টের ট্রফিক গুলি অনেক সুন্দর ও ভালো মানুষ হতে হবে যাতে সিনিয়রভাইদের পরে মনে অনেক চমৎকার লাগে তাইলে পজিটিভ কারমা পাওয়া যাবে।
-
আল্টাকয়েন ফোরামে একজন ফুল মেম্বার হলে সে অন্যকে কারমা দিতে পারে। এই ফোরামে ভালো পোস্ট করে +কারমা পাওয়া যায় আর পোস্ট ভালো না হলে নিম্নমানের পোস্ট হলে নেগেটিভ নেগেটিভ কারমা পাওয়া যায়। তবে অবশ্যই পজেটিভ কারমা পেতে হলে পোস্টের মান অনেক সুন্দর ,ভালো এবং সিনিয়রদের মনে আকৃষ্ট হতে হবে তাইলে পজেটিভ কারমা পাওয়া যাবে। উন্নত মানের পোস্ট করতে হবে এবং বুষ্টের ট্রফিক গুলি অনেক সুন্দর ও ভালো মানুষ হতে হবে যাতে সিনিয়রভাইদের পরে মনে অনেক চমৎকার লাগে তাইলে পজিটিভ কারমা পাওয়া যাবে।
৩ বছরের আগের টপিক খুঁজে বের করে কমেন্টস করার জন্য আপনাকে প্রথম ও শেষবারের মত সতর্ক করা হলো। যারা এমন কাজ করবেন তাদেরও শাস্তির আওতায় পড়তে হবে সামনে। কেউ পুরাতন টপিক খুঁজে বের করবেন না। সাম্প্রতিক টপিকে কমেন্ট করবেন।