Altcoins Talks - Cryptocurrency Forum
Local => বাংলা (Bengali) => Topic started by: skemon on September 19, 2018, 04:24:33 PM
-
বিটকয়েনের দাতা কে আপনারা জানেন।
-
বিটকয়েনের আবিষ্কার যে করেছিলেন তার নাম আমার মনে হয় জেমস ওয়াট। তিনি অনেক বছর আগে এই কয়েটি আবিস্কার করেছিলেন।
-
ভা্ই ভাল একটা কথা জানিয়ে দেওয়ার জন্য ধ্যনবাদ আমি আগে জানতাম না যে বিটকয়েন কে আবিষ্কার করেছে তাই আপনার কাছ থেকে এই তথ্য টি পেয়ে আমার অনেক ভাল হয়েছে তাই আমরা অসা করব যে আপনি আমাদের সামনে আরো ভাল ভাল পোষ্টি উপস্তপন করবেন।
-
বিটকয়েনের আবিষ্কারক অষ্ট্রিলিয়ান নাগরিক শাতোশি নাকামোতো। তিনি প্রথমে বিটকয়েন আবিষ্কার করেন বলে গনমাধ্যমে তুলে ধরেন। আর তিনি তার টিমের মাধ্যমে এসব কাজ করে বিটকয়েন তৈরি করেন। 2009 সালে এই কয়েনটির যাত্রা শুরু হয়। আজ এটি একটি ভালো কয়েন ।
-
বিটকয়েন এখন কয়েন এর রাজা । এটি অস্ট্রেলিয়ান এক নাগরি সাতোসি নাকামোতো তিনিই দাবি করেন যে এই বিটকয়েন এর আবিস্কার করেছেন । তিনিই মনে হয় এর দাতা।
-
আসলে এটা একটা মূখ আলোচনার বিষয় আমরা সবইত বিটকয়েন সপর্কে জানি তাহলে আমরা অনেকেইত জানিনা যে কে বিটকয়েন তৈরি করেছেন তবে আপনাদের পোষ্ট দেখে কিছুটা দারনা হয়েছে ।
-
2008 সালে প্রথমে এই কয়েন আবিষ্কার হয় । বিটকয়েন এর আবিষ্কারক হিসাবে অনেকেই দাবি করেছিলো কিন্তু এর মূল্ আবিষ্কারক সাতোশি নাকামোতো তিনি ছিলেন অস্ট্রিলিয়ান নাগরিক । আর এটির ব্যবহার 2009 সালে শুরু হয়েছিলো ।
-
সাতোশি নাকামোতো বিটকযেন প্রথমে আবিষ্কার করেন । যখন বিটকয়েন আবিষ্কার করেন তখন এর দাম একদম কম ছিলো এটি বিক্রি করা হয় মাত্র 0.06 ডলার আর এর দাম এখন 5100 ডলার ।
-
ডিজিটাল সম্পদ কেনাবেচা ও লেনদেনের জনপ্রিয় প্ল্যাটফর্ম বিটকয়েন।অস্ট্রেলিয়ান উদ্যোক্তা ক্রেগ স্টিভেন রাইট আসলে বিটকয়েনের জনক, যিনি সাতোশি নাকামাতোর নাম ধারণ করেছিলেন। ২০০৮ সালে বিটকয়েন তৈরির পর সর্বমোট বিটকয়েন ছিল প্রায় ১০ লাখ, আজকের মূল্যমান হিসেবে তা প্রায় ৪৫ কোটি ডলার।
-
ধন্যবাদ সকল কে সুন্ধর প্রশ্ন এবং উত্তর এর জন্য কারন আপনাদের কারনে আমার ও একটি অজানা তথ্য জানা হয়ে গেছে so অনেক ধন্যবাদ আপনাদেরকে।
-
বিটকয়েনের জনক হিসেবে আমরা সাতোষি নাকামুতোর নাম জানি। তবে আসলে সাতোষি কে তা নিয়ে আজও রহস্য রয়ে গেছে। মাঝে একদিন দেখেলাম অস্ট্রেলিয়ান ও জাপানী ২ জন নাগরিক তারা নিজেকে সাতোষি নাকামুতো দাবি করে তার প্রমান দিচ্ছেন যেটা ইউটিউবে ভিডিও পাবেন। তবে 2009 সালে সাতোষি বিটকয়েন ডেভেলপ করেন যা বিশ্বের প্রথম ডিজিটাল কয়েন।
-
বিটকয়েনের দাতা কে আপনারা জানেন।
Obviousely Satoshi nakamoto. Tini prothom Bitcoin abishkar korechen.
-
প্রশ্নটা বিটকয়েনের দাতা কে না বলে বিটকয়েনের আবিস্কারক বা বিটকয়েন কে ডেভেলপ করেছিলো বললে বেশি সুন্দর হতো। যাই হোক সাতোষি নাকামুতো নামক অজ্ঞাত এক ব্যক্তি ২০০৯ সালে বিটকয়েন আবিষ্কার বা ডেভেলপ করেন। আর বিটকয়েন হিসাব করা হয় সাতোষিতে। ১০কোটি সাতোষিতে ১ বিটকয়েন।
-
অনেক সহজ প্রশ্ন কারন যারা বিটকয়েনের খুজ খবর রাখেন তারা সবার ই জানার কথা বিটকয়েন কে আবিস্কার করেছে।আপনার জানার জন্য আবার বলছি সাতোসি নাকামোতো হলো বিটকয়েনের আবিস্কারক।
-
বিটকয়েনের দাতা কে আপনারা জানেন।
বিটকয়েন একটি ভার্চুয়াল মুদ্রা আর এই মুদ্রা সাতসি নাকামাতো নামক একটি টিম এটি তৈরি করেছে বলে জানা যায়। এটি আবিশকার হয়েছিলো ২০০৮ সালে। তখন ১০,০০০ BTC দিয়ে ২ টি বিজ্জা পাওয়া যেতত বিলে সোনা গেছে।
-
বিটকয়েনের আবিষ্কারক অষ্ট্রিলিয়ান নাগরিক শাতোশি নাকামোতো। তিনি প্রথমে বিটকয়েন আবিষ্কার করেন বলে গনমাধ্যমে তুলে ধরেন। আর তিনি তার টিমের মাধ্যমে এসব কাজ করে বিটকয়েন তৈরি করেন। 2009 সালে এই কয়েনটির যাত্রা শুরু হয়। আজ এটি একটি ভালো কয়েন ।
হুম ভাই আপনি ঠিক বলেছেন কিন্তু এটা সম্পুর্ন সঠিক নাকি তা আজ পর্যন্ত কেও বের করতে পারেনি। নাকামোতো কেই বিট কয়েন আর আবিস্কারক হিসেবে নিয়েছে।। তার দেখা লাস্ট ২০১৩ তে দেখা গেছে তার পর র কেও তার খোজ পায়নি।।।।
-
বিটকয়েনের আবিষ্কারক অষ্ট্রিলিয়ান নাগরিক শাতোশি নাকামোতো। তিনি প্রথমে বিটকয়েন আবিষ্কার করেন বলে গনমাধ্যমে তুলে ধরেন। আর তিনি তার টিমের মাধ্যমে এসব কাজ করে বিটকয়েন তৈরি করেন। 2009 সালে এই কয়েনটির যাত্রা শুরু হয়। আজ এটি একটি ভালো কয়েন ।
হুম ভাই আপনি ঠিক বলেছেন কিন্তু এটা সম্পুর্ন সঠিক নাকি তা আজ পর্যন্ত কেও বের করতে পারেনি। নাকামোতো কেই বিট কয়েন আর আবিস্কারক হিসেবে নিয়েছে।। তার দেখা লাস্ট ২০১৩ তে দেখা গেছে তার পর র কেও তার খোজ পায়নি।।।।
সাতোষি নাকামুতো যে অরজিনালি কে তা আজো জানা যায়নি। মাঝে দেখছিলাম অষ্ট্রেলিয়ান এক নাগরিক নিজেকে সাতোষি নাকামুতো বলে দাবি করেছেন। আবার জাপানি এক নাগরিকও দাবি করেছেন। তার স্বপক্ষে যুক্তিও দিয়েছেন। তাই আসলে কে সাতোষি তা আজো অনুসন্ধান চলছে।
-
বিটকয়েন সম্পর্কে কিছু কথা
এখানে যারা আছেন আমার মনে হয় অধিকাংশরাই বিটকয়েন সম্পর্কে সম্পূর্নভাবে জানেন না। তাই আপনাদের জন্য এই পোস্ট।
বিটকয়েন কি?
বিটকয়েন হলো ভার্চুয়াল মূদ্রা। যা অনলাইন ক্রিপ্টোকুয়ারেন্সি মার্কেটেরর মদ্ধে জনপ্রিয় এবং সবচেয়ে বেশি মূল্যের কয়েন। এটি মাত্র ৬ টি দেশ বাদে সব দেশেই বৈধতা পেয়েছে। তবে আমার মনে হয় খুব সিগ্রহই অই ৬ টি দেশেও বৈধতা লাভ করবে।
-
সাতোষি নাকামুতো যে অরজিনালি কে তা আজো জানা যায়নি। মাঝে দেখছিলাম অষ্ট্রেলিয়ান এক নাগরিক নিজেকে সাতোষি নাকামুতো বলে দাবি করেছেন। আবার জাপানি এক নাগরিকও দাবি করেছেন। তার স্বপক্ষে যুক্তিও দিয়েছেন। তাই আসলে কে সাতোষি তা আজো অনুসন্ধান চলছে।
আসলে সাতোশি নাকামোতোর আইডেনটিটি নিয়ে আলোচনা করলে ভুল হবে। কেননা কেউ সাতোশি নাকামোতোর পরিচয় জানেন না এমনকি এটাও জানেন না যে সাতোশি নাকামোতো কি একজন ব্যক্তির নাম নাকি একটি গ্রুপ বা টিম এর। তাই এ নিয়ে না জেনে যার যার মতো আলোচনা না করাই ভালো
-
আমি জানতাম না আসলে কে বিটকয়েন এর দাতা। কিন্তু আপনাদের পোষ্ট থেকে জানতে পারলাম। ধন্যবাদ এই ধরনের পোষ্ট দেওয়ার জন্য...
-
বিটকয়েনের দাতা বলতে বিটকয়েনের আবিশকারক। বিটকয়েনের আবিশকারকের সঠিক তথ্য এখনও পর্জন্ত পাওয়া যায়নি। তবে সাতোশি নাকামতোর কথা শোনা গেছে।
-
Bitcoin er inventor holo sir Satoshi nakamoto... Onke bole Satoshi nakamoto ekta team er nam.. Oneke bole Eta Ekjon individual person.
-
Bitcoin er inventor holo sir Satoshi nakamoto... Onke bole Satoshi nakamoto ekta team er nam.. Oneke bole Eta Ekjon individual person.
আসল খবর অনুজায়ী সাতসি নাকামাতো একটি টিমের নাম। আর এটিতেই মানুষ বেশি বিশ্বসী। তবে কথা হলো আসলে বিটকয়েম এর আবিশকারক কে।
-
Satoshi nakamoto team 2009 saler 15 July banking issues te bitcoin abiskar Kore. Tokhn 1 pizza dia 3 ta bitcoin kena jeto.
-
Satoshi nakamoto team 2009 saler 15 July banking issues te bitcoin abiskar Kore. Tokhn 1 pizza dia 3 ta bitcoin kena jeto.
আমি শুনেছি ১০০০০ বিটকয়েন দিয়ে ২ টা পিজ্জা পাওয়া যেত। তবে আপনার কাছে প্রথম শুনলাম ৩ বিটকয়েন দিয়ে ১ টা পিজ্জা। তার মানে ৬ বিটকয়েন দিয়ে ২ টা পিজ্জা।
-
satoshi nakamoto namer team bitcoin ar jonok. Aro tara bitcoin lenden suru kore.
-
Bicton 2009 sale Satoshi nakamoto sir development koren ek magic coins ja aj bitcoin name worldwide famous.
-
Bicton 2009 sale Satoshi nakamoto sir development koren ek magic coins ja aj bitcoin name worldwide famous.
বিটকয়েন নিয়ে এক এক সময় এক এক খবর শোনা যায়। কোটা সঠিক খবর আর কোনটা ভূল খবর কিছুই জাচাই করা জাচ্ছে না। তবে আসলে বিটকয়েনের জনক কে?
-
বিটকয়েন সম্পর্কে কিছু কথা
এখানে যারা আছেন আমার মনে হয় অধিকাংশরাই বিটকয়েন সম্পর্কে সম্পূর্নভাবে জানেন না। তাই আপনাদের জন্য এই পোস্ট।
বিটকয়েন কি?
বিটকয়েন হলো ভার্চুয়াল মূদ্রা। যা অনলাইন ক্রিপ্টোকুয়ারেন্সি মার্কেটেরর মদ্ধে জনপ্রিয় এবং সবচেয়ে বেশি মূল্যের কয়েন। এটি মাত্র ৬ টি দেশ বাদে সব দেশেই বৈধতা পেয়েছে। তবে আমার মনে হয় খুব সিগ্রহই অই ৬ টি দেশেও বৈধতা লাভ করবে।
-
বিটকয়েন সম্পর্কে কিছু কথা
এখানে যারা আছেন আমার মনে হয় অধিকাংশরাই বিটকয়েন সম্পর্কে সম্পূর্নভাবে জানেন না। তাই আপনাদের জন্য এই পোস্ট।
বিটকয়েন কি?
বিটকয়েন হলো ভার্চুয়াল মূদ্রা। যা অনলাইন ক্রিপ্টোকুয়ারেন্সি মার্কেটেরর মদ্ধে জনপ্রিয় এবং সবচেয়ে বেশি মূল্যের কয়েন। এটি মাত্র ৬ টি দেশ বাদে সব দেশেই বৈধতা পেয়েছে। তবে আমার মনে হয় খুব সিগ্রহই অই ৬ টি দেশেও বৈধতা লাভ করবে।
পোস্ট কপি করবেন না দয়া করে। নিজে কিছু পাড়লে পোস্ট করবেন কপি হতে সাবধান। পোস্ট কপি করলে তা আমাদের চোখে পড়ে তাই কপি করে লাভ নাই। সতর্ক হন।
-
সাতোষি নাকামুতো যে অরজিনালি কে তা আজো জানা যায়নি। মাঝে দেখছিলাম অষ্ট্রেলিয়ান এক নাগরিক নিজেকে সাতোষি নাকামুতো বলে দাবি করেছেন। আবার জাপানি এক নাগরিকও দাবি করেছেন। তার স্বপক্ষে যুক্তিও দিয়েছেন। তাই আসলে কে সাতোষি তা আজো অনুসন্ধান চলছে।
আসলে সাতোশি নাকামোতোর আইডেনটিটি নিয়ে আলোচনা করলে ভুল হবে। কেননা কেউ সাতোশি নাকামোতোর পরিচয় জানেন না এমনকি এটাও জানেন না যে সাতোশি নাকামোতো কি একজন ব্যক্তির নাম নাকি একটি গ্রুপ বা টিম এর। তাই এ নিয়ে না জেনে যার যার মতো আলোচনা না করাই ভালো
সাতোষি নাকামুতো আসলে কোন ব্যক্তির নাম নয়। এটা বিটকয়েন যিনি ডেভেলপ বা আবিষ্কার করেছিলেন তার ছদ্মনাম। তিনি আসলে অস্ট্রেলিয়ান নাকি জাপানি সেটা নিয়ে ধোঁয়াশা রয়েছে। তবে বিটকয়েনের দাতা বলে কাউকে জানিনা।
-
বিটকয়েনের দাতা কে আপনারা জানেন।
বিটকয়েন আবিষ্কার করেছেন shatashi nakamoto তাই তিনি বিটকয়েনের দাতা।
-
বিটকয়েনের দাতা কে আপনারা জানেন।
বিটকয়েন আবিষ্কার করেছেন shatashi nakamoto তাই তিনি বিটকয়েনের দাতা।
ভাই, দাতা আর আবিষ্কারক কিন্তু এক জিনিস নয়। সাতোষি নাকামুতো বিটকয়েন আবিষ্কার করে কিন্তু তিনি ডলারে তার অধিকাংশ বিটকয়েন সেল করেছেন। তিনি কিন্তু বিটকয়েন দান করেছেন বলে আমি অন্তত কোন পোস্ট পাইনি। থাকলে হয়তো সংশোধন করে নিব আমার মতামত। যাই হোক আসল সাতোষি কে সেটাই আমরা জানার চেষ্টা করছি কিন্তু তিনি আজো আমাদের থেকে লুকিয়ে আছেন।
-
বিটকয়েনের দাতা কে আপনারা জানেন।
বিটকয়েন একটি ভার্চুয়াল মুদ্রা আর এই মুদ্রা সাতসি নাকামাতো নামক একটি টিম এটি তৈরি করেছে বলে জানা যায়। এটি আবিশকার হয়েছিলো ২০০৮ সালে। তখন ১০,০০০ BTC দিয়ে ২ টি বিজ্জা পাওয়া যেতত বিলে সোনা গেছে।
হাস্যকর হলেও সত্য যে একসময় 10000 btc দিয়ে দুইটি পিজ্জা কেনা যেত । একটু চিন্তা করলেই বোঝা যাবে যে কোথায় ছিল Bitcoin এখন কোথায় কোথায় যাবে তা কেউ বলতে পারবেনা।
-
Ha bitcoin ar jonek holo natoshi nakamato.tar team porthon eti chalu koren.
-
বিটকয়েনের দাতা কে আপনারা জানেন।
বিটকয়েন একটি ভার্চুয়াল মুদ্রা আর এই মুদ্রা সাতসি নাকামাতো নামক একটি টিম এটি তৈরি করেছে বলে জানা যায়। এটি আবিশকার হয়েছিলো ২০০৮ সালে। তখন ১০,০০০ BTC দিয়ে ২ টি বিজ্জা পাওয়া যেতত বিলে সোনা গেছে।
হাস্যকর হলেও সত্য যে একসময় 10000 btc দিয়ে দুইটি পিজ্জা কেনা যেত । একটু চিন্তা করলেই বোঝা যাবে যে কোথায় ছিল Bitcoin এখন কোথায় কোথায় যাবে তা কেউ বলতে পারবেনা।
এখন এটা সত্য যে ১ বিটিসি দিয়ে ১০০ পিজ্জা কেনা যাবে।
-
Bitcoin sara pithibir moddo ek ti jonoprio maddom.bitcoin er abiskarak muloltho amara jani sathosi nakamatho.
-
ক্রিপ্টোকারেন্সি মার্কেটে বিটকয়েন হল কয়েনের রাজা। বিটকয়েন এর আবিষ্কারক নিয়ে মতভেদ রয়েছে, তবে বেশিরভাগ জনের মতামত হলো অস্ট্রেলিয়ান নাগরিক সাতশি নাকামোতো। তাই বলা যায় সাতোশি নাকামোতোই বিটকয়েনের দাতা।
-
বিটকয়েনের নির্মাতা বা দাতা বলে দাবি করেন সাতোশি নাকামোতো। তবে এটা সঠিক কিনা আমি জানিনা।
-
বিটকয়েনের আবিষ্কার যে করেছিলেন তার নাম আমার মনে হয় জেমস ওয়াট। তিনি অনেক বছর আগে এই কয়েটি আবিস্কার করেছিলেন।
ভাই আপনাকে অনেক ধন্যবাদ।আসলে আমি জানতাম না যে বিটকয়েন এর আবিষ্কার কে করেছে আপনার কাছ থেকে জেনে আমি অনেক খুশি। আপনি না বললে কখনোই হয়তো জানতে পারতাম না যে বিটকয়েন এর আবিষ্কারক কে। আপনার কাছে শুনে অনেক খুশি হয়েছি। আশা করি সামনে আরও ভাল একটি পোস্ট নিয়ে উপস্থাপনা করবেন
-
বিটকয়েনের আবিষ্কারক অষ্ট্রিলিয়ান নাগরিক শাতোশি নাকামোতো। তিনি প্রথমে বিটকয়েন আবিষ্কার করেন বলে গনমাধ্যমে তুলে ধরেন। আর তিনি তার টিমের মাধ্যমে এসব কাজ করে বিটকয়েন তৈরি করেন। 2009 সালে এই কয়েনটির যাত্রা শুরু হয়। আজ এটি একটি ভালো কয়েন ।
বিষয়টি আমাদের অনেকেরই অজানা ছিল কে কে জানানোর জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ আশা করি আপনার কাছ থেকে আরো অনেক কিছু জানতে পারবো
-
বিটকয়েন এর জনক হলো সাতোশি নাকামাতু। ইনি হলেন বিটকয়েন এর দাতা।
-
ক্রিপ্টোকারেন্সি মার্কেটে বিটকয়েন হল কয়েনের রাজা। বিটকয়েন এর আবিষ্কারক নিয়ে মতভেদ রয়েছে, তবে বেশিরভাগ জনের মতামত হলো অস্ট্রেলিয়ান নাগরিক সাতশি নাকামোতো। তাই বলা যায় সাতোশি নাকামোতোই বিটকয়েনের দাতা।
হ্যাঁ ভাই আপনার সাথে আমি একমত কারন মে এ নিয়ে মতবিরোধ চলছে। বেশির ভাগ মানুষ সাতোশি নাকামাতু কথা বলছে তাই বলা যায় যে সাতোশি নাকামাতুই হলো বিটকয়েন এর জনক।
-
সর্বপ্রথম 2009 সালে বিটকয়েন প্রথমে যাত্রা শুরু করেছিল। এর আবিষ্কারক সাধারণত আমরা জানি সাতোশি নাকামোতো। সাতোশি নাকামোতো কে আমরা বিটকয়েন এর জনক বলে থাকি।
-
কয়েন সারাবিশ্বে আজ এত বড় জায়গা দখল করে নিয়েছে আসলেই এর নির্মাতা কে সেটা আমরা অনেকেই জানিনা। কিন্তু এর নির্মাতা হিসেবে যিনি রয়েছেন তিনি হলেন সাতোশি নাকামোতো। তিনি দাবি করেন বিটকয়েন এর জনক হিসাবে।
-
বিটকয়েনের দাতা কে আপনারা জানেন।
আমার যতটুকু জানা আছে ততটুকু বলতেছি। বিটকয়েনের আবিষ্কারক হচ্ছে সাতোশি নাকামোতো ।
-
নতুন টপিক তৈরী করুন। ও ভালো মানের পোস্ট করুন। পোস্টটি লক করা হলো। আর যারা নতুন পোস্ট করবেন / যারা নতুন ইউজার তারা রুলস গুলো পড়বেন। সিনিয়রদের পোস্ট বেশি বেশি পড়বেন।