Altcoins Talks - Cryptocurrency Forum

Local => বাংলা (Bengali) => Topic started by: joy73 on September 19, 2018, 05:56:52 PM

Title: আল্টাকয়েনে কিভাবে কামারা নেওয়া যায়?
Post by: joy73 on September 19, 2018, 05:56:52 PM
আল্টাকয়েনে কিভাবে কামারা নেওয়া যায় সেটা যদি বলেন তাহলে ভালো হয়।
Title: Re: আল্টাকয়েনে কিভাবে কামারা নেওয়া যায়?
Post by: skemon on September 19, 2018, 07:07:09 PM
আল্টাকয়েনে আপনি কোন কামারার কথা বলছেন প্লাসের কামারা না মাইনাসের কামারা। আপনি নিদিষ্ট ভাবে কিছু বললে তাহলে বলতাম কামারা নিতে হলে এই সাইটে পোষ্ট করতে হবে এবং তা দেখে শুনে করতে হবে তাহলে কামারা পেতে পারেন প্লাসের।
Title: Re: আল্টাকয়েনে কিভাবে কামারা নেওয়া যায়?
Post by: sornaakter01 on September 19, 2018, 08:19:32 PM
আমার মনে হয় আপনারা জদি আল্টাকয়েনে ছোট পোষ্ট না করে ভড় ধরনের পোষ্ট করেন তা হলে হয়তবা কামারা পেতে পারেন কিন্তু সেটি ভাল মানের পোষ্ট হতে হবে । তাই আমার মনে হয় যে আমরা জথাসম্বব ভাল পোষ্ট করার আসা করব ।
Title: Re: আল্টাকয়েনে কিভাবে কামারা নেওয়া যায়?
Post by: priyanka624 on September 24, 2018, 11:28:06 AM
এখানে ভালো ভালো পোষ্ট করে কামরা নেওয়া যায় । আপনি যদি এখানে ভালো ভালো  পোষ্ট করতে পারেন তাহলে এখান থেকে প্রতিদিন কামরা নিচে পারেন। এখানে আপনাকে বড় বড় ও মান সম্পূর্ণ পোষ্ট করতে হবে। তবে বাংলা সেকশনে পোষ্ট না করে । আপনি আল্টাকয়েনের অন্যান্য সেকশনে পোষ্ট করলে কামরা পাবেন।
Title: Re: আল্টাকয়েনে কিভাবে কামারা নেওয়া যায়?
Post by: Hridoy15 on October 05, 2018, 04:42:37 PM
আল্টাকয়েন এ ২ ধরনের কারমা রয়েছে। একটি হলো প্লাসের কারমা আর অন্যটি হলো মাইনাস এর কারমা। কিন্তু আপনি এখানে কোন কারমার কথা উল্লেখ করেন নাই। তবে আমার মনে হয় আপনি প্লাসের কারমার কথাই বলেছেন। তাই আমি বলছি এখানে আপনাকে প্লাসের কারমা পেতে হলে আপনাকে উন্নতমানের পোষ্ট করতে হবে। আপনার পোষ্ট গুলো টপিক এর উপর ভিত্তি করে মানসম্মত পোষ্ট করতে হবে।
Title: Re: আল্টাকয়েনে কিভাবে কামারা নেওয়া যায়?
Post by: vola on October 06, 2018, 07:42:19 PM
আল্টাকয়েনে কিভাবে কামারা নেওয়া যায় সেটা যদি বলেন তাহলে ভালো হয়।

এখানে + এর কামরা পেতে হলে আপনাকে ভালো ধরনের পোষ্ট করতে হবে। এবং বিভিন্ন থ্রেডে আপনাকে ইংরেজী দিয়ে ভালো ভালো পোষ্ট করতে হবে । যদি আপনার পোষ্টটি পড়ে সিনিয়ন মেম্বারদের নজর কারতে পারেন তাহলে আপনাকে তারা + এর কামরা দিতে পারে। আর যদি আপনার পোষ্টটি পড়ে ভালো না লাগে তাহলে আপনাকে তারা - এর কামরা দিতে পারে। তাই লক্ষ করবেন আপনার পোষ্টটি যেন খারাপ না হয়।
Title: Re: আল্টাকয়েনে কিভাবে কামারা নেওয়া যায়?
Post by: labonikhatun on October 13, 2018, 09:09:26 AM
আল্টাকয়েনে আপনাকে কামারা পাওয়ার জন্য ভাল ও উন্নতমানের পোস্ট করতে হবে। ফোরামে বেশি বেশি অ্যাক্টিভ থাকুন।  পোস্টের বিভিন্ন মন্তব্য পড়ুন এবং ভাল ও হেল্পফুল পোস্ট করুন তাহলে আপনি কামারা পেতে পারেন।
Title: Re: আল্টাকয়েনে কিভাবে কামারা নেওয়া যায়?
Post by: alpian on October 14, 2018, 06:42:37 AM
আল্টাকয়েনের ফর্মে যারা কাজ করে তাদের সকলের মঙ্গলকামনা করি।
সকলের প্রতি রইল আমার আন্তরিক শুভেচ্ছা।
ধন্যবাদ সবাইকে,
আসসালামু আলাইকুম..আল্টাকয়েনে কারমা পেতে যে রকম পোষ্ট হয়তো করতে পারিনা। কারন আমারা যে গুলো পোষ্ট করি সেই পোষ্ট গুলা মেম্বারদের চোখে পরেনা। এবং আমরা যেই গুলা পোষ্ট করি হয়তো কারমা পাওয়ার যগ্য পোষ্ট করিনা। তাই হয়তো আমরা কারমা পাইনা। 😰😰😰😰
Title: Re: আল্টাকয়েনে কিভাবে কামারা নেওয়া যায়?
Post by: Lima on October 17, 2018, 05:34:10 AM
পোষ্টের আকার বড় করে। হেল্পফুল পোস্ট করেন তাহলে আপনি প্লাস কারমা পাবেন। এবং স্পামিং পোষ্ট করলে আপনি মাইনাস কারমা পাবেন।
Title: Re: আল্টাকয়েনে কিভাবে কামারা নেওয়া যায়?
Post by: alpian on October 17, 2018, 04:06:46 PM
আল্টাকয়েনে ভাল ভাল পোষ্ট করতে পারলে আপনি কারমা অতি তারাতারি কারমা পাবেন। তাই ভাল ভাল পোষ্ট করবেন।
Title: Re: আল্টাকয়েনে কিভাবে কামারা নেওয়া যায়?
Post by: Redowan Hasan on October 17, 2018, 05:49:14 PM
আপনি কোন কারমার কথাই উল্লেখ করেননি  তাও আমি বলছি আমরা সাধারনত অনেক সময় বলে থাকি যেমন কর্ম তেমন ফল ভুগ করি। ঠিক তেমনই আপনি যদি ভাল পুস্ট করেন তবে প্লাসের কারমা পাবেন এবং যদি আপনার পুস্ট মানসম্মত না হয় তবে মাইনাস এর কারমা পাবেন।
Title: Re: আল্টাকয়েনে কিভাবে কামারা নেওয়া যায়?
Post by: rajib on November 02, 2018, 02:14:46 PM
আমার মনে হয় যে আমরা প্রথমে যে কাজটি করব তার প্রতি আমাদের একটা দারনা থাকতে হবে আর জদি আমারা কোনকিছু না ভুজে কাজটি করি তাহলে আমাদের একটু জামেল হবে এটাই সাভাবিক তাই আমরা আল্টাকয়েনের নিয়ম অনুজায়ি কাজ করব অতএব এই ফোরামে কোন দরনের বাজে পোষ্ট করা জাবে না ।
Title: Re: আল্টাকয়েনে কিভাবে কামারা নেওয়া যায়?
Post by: lolipop on November 15, 2018, 04:26:00 PM
আল্টাকয়েনে কিভাবে কামারা নেওয়া যায় সেই সম্পর্কে আমিও কিছু জানি না তাই আপনারা যদি এই বিষয়ে কিছু জানেন তাহলে কিছু পোষ্ট করলে আমরা সেটা দেখে কিছু বুঝতে পারব তাই আপনার যতটুকু পারেন এসব সম্পর্কে আমাদের কিছু জানান আমাদের ভালো হবে।
Title: Re: আল্টাকয়েনে কিভাবে কামারা নেওয়া যায়?
Post by: tbc on November 19, 2018, 09:48:55 AM
আল্টাকয়েনে কারমা নেওয়া এত সহজ নয় কিন্তু আপনি যদি আল্টাকয়েনে ভালো পোষ্ট করেন তাহলে কারমা নিতে পারবেন কিন্তু কারমা সমেন্ধে আপনি কিছু পোষ্ট করতে হবে। যদি সেই পোষ্ট দেখে ভালো লাগে তাহলে আপনাকে কামরা দিবে। আর যদি ভালো না লাগে তাহলে নেগেটিভ কামার পাবেন।
Title: Re: আল্টাকয়েনে কিভাবে কামারা নেওয়া যায়?
Post by: pretha on November 19, 2018, 02:45:32 PM
ভালো ভালো পোষ্ট করে আপনাকে এস. আর বা অন্যান্য মেম্বারদের নজর কেরে আপনি + এর কামরা পেতে পারেন । তাই এই ফোরামে যদি কামরা পেতে চান তাহলে  ভালো ভালো পোষ্ট করতে চেষ্টা করবেন।
Title: Re: আল্টাকয়েনে কিভাবে কামারা নেওয়া যায়?
Post by: RCB989 on November 20, 2018, 03:13:12 PM
অমরা জানি যে আল্আটাকয়েন অনেক ‍ভাল মানের একটা সাইড আর আপনারা  জদি এই ফোরামে ভাল দরনের পোষ্ট করেন তাহলে আপনারা এই পোষ্ট এর মাধ্যমে কামারা পেতে পারেন আর আপনারা যে পোষ্টটি করবেন তা অবশই বড় দরনের ও ভাল মানে হতে হব ।
Title: Re: আল্টাকয়েনে কিভাবে কামারা নেওয়া যায়?
Post by: Rafiq on December 20, 2018, 06:13:45 PM
কেউ যদি আল্টাকয়েনে ভালো  মানের  তথ্য সমৃদ্ধ পোষ্ট করেন তাহলে তিনি  (+) কামারা পেতে পারেন। ভালো ভালো পোষ্ট করে আপনাকে এস. আর বা  আরো উপরের র‌্যাংকের মেম্বারদের  সন্তষ্ট করতে হবে। তাহলে তারা আপনাকে (+)  কামরা দিবেন । তাই এই ফোরামে যদি কামরা পেতে চান তাহলে অবশ্যই ভালো ভালো পোষ্ট করতে চেষ্টা করবেন।
Title: Re: আল্টাকয়েনে কিভাবে কামারা নেওয়া যায়?
Post by: Lima on January 09, 2019, 11:51:24 AM
আপনি যদি ভালো মানের পোস্ট করেন তাহলে আপনি কারমা পেতে পাড়েন। অথবা আপনি কপি পেস্ট পোস্ট দোরিয়ে দিয়ে কারমা পেতে পাড়েন। আপনার জানা জ্ঞান গুলো এখানে জারা জানে না তাদের মাঝে শেয়ার করুন। এর মাদ্ধমেও আপনি কারমা পেতে পাড়েন।
Title: Re: আল্টাকয়েনে কিভাবে কামারা নেওয়া যায়?
Post by: JISAN on January 11, 2019, 05:25:57 AM
আল্টাকয়েনে কিভাবে কামারা নেওয়া যায় সেটা যদি বলেন তাহলে ভালো হয়।
ভালো মানের পোস্ট করুন, অন্যদের সাহায্য করুন। আপনার পোস্ট দেখে যদি কেও উপক্রিট হয় তবে আপনাকে সে কারমা দিবে। আপনি মূলত এভাবেই কারমা পেতে পাড়েন অন্য কোনো সিস্টেম নেই।
Title: Re: আল্টাকয়েনে কিভাবে কামারা নেওয়া যায়?
Post by: Hasansat on January 11, 2019, 07:30:26 AM
Aptcoin এ কারমা সাধারনত Sr member বা তার উপরের Member রা দিয়ে থাকে। এই কারমা পাওয়ার জন্য আপনাকে অবশ্যই তথ্যবহুল  পোষ্ট করতে হবে। কপি এড়িয়ে পোষ্ট করবেন, কেননা কপি করে পোষ্ট করলে নেগেটিভ কারমা পেতে পারেন, এমনকি একাউন্ট ব্যান্ড হয়ে যেতে পারে।
Title: Re: আল্টাকয়েনে কিভাবে কামারা নেওয়া যায়?
Post by: Malam90 on January 11, 2019, 10:51:37 AM
অলটকয়েনে পজিটিভ কর্মা দেওয়া হয় আপনার পোস্টের কোয়ালিটি অনুযায়ী। অনেক সময় কোন হেল্পফুল পোস্ট দিলে আপনি কর্মা পেতে পারেন। তবে কারো লেখা কপি পেস্ট করলে বা আইন ভঙ্গ করলে উল্টো হতে পারে নেগেটিভ কর্মা।
Title: Re: আল্টাকয়েনে কিভাবে কামারা নেওয়া যায়?
Post by: JISAN on January 11, 2019, 03:54:24 PM
কারমা পেতে হলে অবশ্যই আপনার পোস্ট কোয়ালিটি ভালো করতে হবে। কেও আপনার পোস্টের মাধ্যমে উপক্রিত হলে আপনাকে কারমা দিবে।
Title: Re: আল্টাকয়েনে কিভাবে কামারা নেওয়া যায়?
Post by: Triedboy on August 24, 2020, 01:58:56 PM
+karma Pete hole apnake valo maner post korte hobe.jodi apni pothiniotho valo post koren ta hole +karma Pete paren .ar judi apnar post gula low quality hoy ta hole -karma parben.
Title: Re: আল্টাকয়েনে কিভাবে কামারা নেওয়া যায়?
Post by: Dj01864 on August 25, 2020, 08:11:08 AM
আমার মনে হয় আপনারা জদি আল্টাকয়েনে ছোট পোষ্ট না করে ভড় ধরনের পোষ্ট করেন তা হলে হয়তবা কামারা পেতে পারেন কিন্তু সেটি ভাল মানের পোষ্ট হতে হবে । তাই আমার মনে হয় যে আমরা জথাসম্বব ভাল পোষ্ট করার আসা করব ।
আপনার সাথে একমত ভাই,
ভালো পোষ্ট করলে অবশ্যই কামরা পাওয়া যেতে পারে।
আর এতো ছোট পোষ্ট করার থেকে বড় পোষ্ট দেওয়ার চ্যাষ্টা করবেন।
আশা করি করি বুজতে পারছেন।
ধন্যবাদ ভাই
Title: Re: আল্টাকয়েনে কিভাবে কামারা নেওয়া যায়?
Post by: Sharpmax on August 26, 2020, 04:30:57 AM
আল্টাকয়েন এ ২ ধরনের কারমা রয়েছে। একটি হলো প্লাসের কারমা আর অন্যটি হলো মাইনাস এর কারমা। কিন্তু আপনি এখানে কোন কারমার কথা উল্লেখ করেন নাই। তবে আমার মনে হয় আপনি প্লাসের কারমার কথাই বলেছেন। তাই আমি বলছি এখানে আপনাকে প্লাসের কারমা পেতে হলে আপনাকে উন্নতমানের পোষ্ট করতে হবে। আপনার পোষ্ট গুলো টপিক এর উপর ভিত্তি করে মানসম্মত পোষ্ট করতে হবে।

হ্যাঁ ভাই আপনার পোস্ট পড়ে আমি কারমা সম্পর্কে ধারণা পেয়েছি তবে আপনি আরো পোষ্ট দিবেন। যা দেখে বা পড়ে আমরা কিছু শিখতে পারি।
Title: Re: আল্টাকয়েনে কিভাবে কামারা নেওয়া যায়?
Post by: Mrkadir85 on August 26, 2020, 08:55:44 AM
এলার্টঃ কয়েনে কারমা দু'ধরনের।প্লাসের কারমা এবং মাইনাসের কারমা। কেউ যদি ফোরাম সম্পর্কে ভালো এবং গঠনমূলক পোস্ট করে সিনিয়র মেম্বার দের পোস্টি যদি দৃষ্টি আকর্ষণ করতে পারে তাহলে তাকে প্লাসের কারমা দেবে। আর যদি কেউ অপ্রাসঙ্গিক পোস্ট কপি পোস্ট ইত্যাদি পোস্ট দেয় সিনিয়রদের যদি পোস্টি দৃষ্টিকটু লাগে তবে তাকে নেগেটিভ বা মাইনাসের কারমা দিয়ে থাকে।
Title: Re: আল্টাকয়েনে কিভাবে কামারা নেওয়া যায়?
Post by: Magepai on September 11, 2020, 08:12:56 AM
এখানে অনেক ধরনের প্রশ্ন দেওয়া থাকে যদি আপনি সেই প্রশ্নগুলোর উত্তর ভালোভাবে দিতে পারেন তাহলে অবশ্যই পজেটিভ কারমা পাওয়ার সম্ভাবনা থাকে। যে পোস্ট গুলো করবেন সেগুলো মান সম্মত হতে হবে তাহলে এই ফোরামের বড় ভাইয়েরা অবশ্যই পজিটিভ কারমা দিবেন আমার দীর্ঘ বিশ্বাস। কিন্তু যে বিষয়ের উপর প্রশ্ন করা হবে আপনি যদি সেগুলো না দিয়ে ভিন্ন কিছু লেখেন বা পোস্টগুলো অনেক low কোয়ালিটি হলে আপনি নেগেটিভ কারমা পাবেন।
Title: Re: আল্টাকয়েনে কিভাবে কামারা নেওয়া যায়?
Post by: Fawpac2 on September 11, 2020, 08:16:04 AM
ভালো মানের টপিক বানিয়ে ভালো মানের পোস্ট করতে পারলে তবে কারমা পাওয়া যায়।
Title: Re: আল্টাকয়েনে কিভাবে কামারা নেওয়া যায়?
Post by: Btceth01 on September 12, 2020, 11:40:43 AM
আপনি কারমা নিতে পারবেন একমাত্র পোষ্টের মাধ্যমে আপনি যদি ভালো মানসম্মত পোস্ট করেন তাহলে আপনি পজেটিভ কারমা পেতে পারেন। আর যদি পোস্ট ভাল না হয় তাহলে নেগেটিভ কারমা পাবেন। এবং স্পামারদের ধরে দিতে পারলে আপনি পজেটিভ কারমা পেতে পারেন।
Title: Re: আল্টাকয়েনে কিভাবে কামারা নেওয়া যায়?
Post by: Nostoman on September 12, 2020, 11:57:02 AM
আপনি কারমা নিতে পারবেন একমাত্র পোষ্টের মাধ্যমে আপনি যদি ভালো মানসম্মত পোস্ট করেন তাহলে আপনি পজেটিভ কারমা পেতে পারেন। আর যদি পোস্ট ভাল না হয় তাহলে নেগেটিভ কারমা পাবেন। এবং স্পামারদের ধরে দিতে পারলে আপনি পজেটিভ কারমা পেতে পারেন।
  অফ টপিকে পোস্ট করবেন না। যদি পোস্ট করার মত টপিক খুঁজে না পান। তাহলে নতুন টপিক তৈরি করুন। ধন্যবাদ
Title: Re: আল্টাকয়েনে কিভাবে কামারা নেওয়া যায়?
Post by: Bony11 on September 12, 2020, 12:52:34 PM
আল্টাকয়েনের ফোরামে দু-ধরনের কারমা রয়েছে। একটি হলো  positive (+) কারমা অন্যটি হলো নেগেটিভ কারমা। ফোরামে যারা নিয়মিত active থাকবে ভালো উন্নত মানের বড় পোষ্ট করবে তাদেরকে positive(+)  কারমা দিবে তাও আবার সেটা বাংলা ফোরাম বাদে অন্য ফোমামে ইংরেজি ফোমামে দিতে হবে। অন্য দিকে যারা নিম্ন মানের ছোট পোষ্ট করবে তাদের কে নেগেটিভ কারমা দিবে।
Title: Re: আল্টাকয়েনে কিভাবে কামারা নেওয়া যায়?
Post by: Nostoman on September 12, 2020, 12:56:17 PM
আল্টাকয়েনের ফোরামে দু-ধরনের কারমা রয়েছে। একটি হলো  positive (+) কারমা অন্যটি হলো নেগেটিভ কারমা। ফোরামে যারা নিয়মিত active থাকবে ভালো উন্নত মানের বড় পোষ্ট করবে তাদেরকে positive(+)  কারমা দিবে তাও আবার সেটা বাংলা ফোরাম বাদে অন্য ফোমামে ইংরেজি ফোমামে দিতে হবে। অন্য দিকে যারা নিম্ন মানের ছোট পোষ্ট করবে তাদের কে নেগেটিভ কারমা দিবে।
শুধু ইংরেজি ফোরামে কারমাদেওয়া হয় সেটা আপনি কোথায় দেখেছেন? আমাদের বাংলা সেকশনেও কারমা দেওয়া হয়। আপনি ভালো মানের পোস্ট করুন। মানসম্মত পোস্ট করুন। তাহলে অবশ্যই +কারমা পাবেন।সিনিয়রদের অবশ্যই কারমা দিবে।
Title: Re: আল্টাকয়েনে কিভাবে কামারা নেওয়া যায়?
Post by: Greatwall on October 14, 2020, 04:41:14 PM
ভালো মানের পোস্ট হলে আর সেই পোস্ট পড়ে যদি ভালো লাগে তাহলে অবশ্যই সিনিয়ার ভাইরা পজিটিভ কারমা দেবেন।
Title: Re: আল্টাকয়েনে কিভাবে কামারা নেওয়া যায়?
Post by: Power420 on October 14, 2020, 04:44:59 PM
এলোট কয়েন ফোরামে আপনি কারমা নিতে পারবেন ভালো পোষ্টের মাধ্যমে ফোরামের মান বজায় রেখে নিয়ম মেনে আপনি যদি পোস্ট দেন তাহলে আপনি কারমা পেতে পারেন।
Title: Re: আল্টাকয়েনে কিভাবে কামারা নেওয়া যায়?
Post by: Rakin343 on October 14, 2020, 04:54:03 PM
আল্টাকয়েনে কারমা নেওয়ার জন্য আপনাকে ভালো মানের পোস্ট করতে হবে। যাহার পোস্ট অনেক ভালো লাগবে সে যদি আপনাকে পজেটিভ কার মায়ায় টাচ করে তাহলে আপনার পজেটিভ কারমা পড়ে যাবে। সে যদি নেগেটিভ কারমাটার টাচ করে আপনার আইডিতে নেগেটিভ কারমা পড়ে যাবে। এভাবে কারো আদান প্রদান করা হয়
Title: Re: আল্টাকয়েনে কিভাবে কামারা নেওয়া যায়?
Post by: Psycho on October 16, 2020, 03:09:13 PM
আল্টাকয়েনে কিভাবে কামারা নেওয়া যায় সেটা যদি বলেন তাহলে ভালো হয়।
এ লোট কয়েনে কারমা নিতে হলে আপনাকে ভালো মানের পোস্ট করতে হবে। ভালো মানের পোস্ট করলে সিনিয়র ভাইরা আপনাকে পেলাস কারমা দেবে আর যদি খারাপ মানের পোস্ট করেন তাহলে - কারমা খাবেন
Title: Re: আল্টাকয়েনে কিভাবে কামারা নেওয়া যায়?
Post by: Crypto_Somrat on October 18, 2020, 05:56:09 AM
আমার মনে হয় আপনারা জদি আল্টাকয়েনে ছোট পোষ্ট না করে ভড় ধরনের পোষ্ট করেন তা হলে হয়তবা কামারা পেতে পারেন কিন্তু সেটি ভাল মানের পোষ্ট হতে হবে । তাই আমার মনে হয় যে আমরা জথাসম্বব ভাল পোষ্ট করার আসা করব ।
ধন্যবাদ ভাইয়া কারমা নেওয়া সম্পর্কে পজিটিভ ধারনা দেওয়ার জন্য। আসুলে এটা আমাদের মতো নতুনদের জন্য খুবই গুরুত্বপূর্ণ পোস্ট।     
Title: Re: আল্টাকয়েনে কিভাবে কামারা নেওয়া যায়?
Post by: mahid on October 18, 2020, 08:35:19 AM
কারমা একটা ধরনের পয়েন্ট যা আপনার পোস্টের মান ভাল মন্দের একটি সার্টিফিকেট মনে করতে পারে। পজিটিভ কারমা মানে আপনার পোস্ট ভাল হয়েছে  আর নেগেটিভ কারমা ঠিক বিপরীত। এই কারমা একমাত্র উপায় হল ভাল পোস্ট করা যদি আপনি কোন ভাল ইনফরমেটিভ পোস্ট করে থাকেন যা সবাইকে উপকৃত করবে বা কেউ যদি মনে করে আপনার পোস্ট টি ভাল তাহলে আপনি কারমা পেতে পারেন ঐ ব্যেক্তির মাধ্যমে।
Title: Re: আল্টাকয়েনে কিভাবে কামারা নেওয়া যায়?
Post by: Ricky on October 18, 2020, 09:16:38 AM
আমার মনে হয় আপনারা জদি আল্টাকয়েনে ছোট পোষ্ট না করে ভড় ধরনের পোষ্ট করেন তা হলে হয়তবা কামারা পেতে পারেন কিন্তু সেটি ভাল মানের পোষ্ট হতে হবে । তাই আমার মনে হয় যে আমরা জথাসম্বব ভাল পোষ্ট করার আসা করব ।
আপনাকে অনেক ধন্যবাদ ভাইয়া আপনার এই মূল্যবান পোষ্টটি করার জন্য আমরা নতুন ইউজার রা এই পোস্টটি দেখে অনেক কিছু শিখতে পেরেছি।
Title: Re: আল্টাকয়েনে কিভাবে কামারা নেওয়া যায়?
Post by: Malam90 on October 18, 2020, 02:06:20 PM
কারমা একটা ধরনের পয়েন্ট যা আপনার পোস্টের মান ভাল মন্দের একটি সার্টিফিকেট মনে করতে পারে। পজিটিভ কারমা মানে আপনার পোস্ট ভাল হয়েছে  আর নেগেটিভ কারমা ঠিক বিপরীত। এই কারমা একমাত্র উপায় হল ভাল পোস্ট করা যদি আপনি কোন ভাল ইনফরমেটিভ পোস্ট করে থাকেন যা সবাইকে উপকৃত করবে বা কেউ যদি মনে করে আপনার পোস্ট টি ভাল তাহলে আপনি কারমা পেতে পারেন ঐ ব্যেক্তির মাধ্যমে।

হা, ঠিক বলেছেন। ভালো পোস্ট হলে পজিটিভ কারমা আর নিম্নমানের পোস্ট, স্পাম, চিটিং, রুলস ভঙ্গ করলে নেগেটিভ কারমা দেওয়া হয়।
+১ কারমা রইলো।
Title: Re: আল্টাকয়েনে কিভাবে কামারা নেওয়া যায়?
Post by: Nostoman on October 18, 2020, 06:22:49 PM
কারমা একটা ধরনের পয়েন্ট যা আপনার পোস্টের মান ভাল মন্দের একটি সার্টিফিকেট মনে করতে পারে। পজিটিভ কারমা মানে আপনার পোস্ট ভাল হয়েছে  আর নেগেটিভ কারমা ঠিক বিপরীত। এই কারমা একমাত্র উপায় হল ভাল পোস্ট করা যদি আপনি কোন ভাল ইনফরমেটিভ পোস্ট করে থাকেন যা সবাইকে উপকৃত করবে বা কেউ যদি মনে করে আপনার পোস্ট টি ভাল তাহলে আপনি কারমা পেতে পারেন ঐ ব্যেক্তির মাধ্যমে।

হা, ঠিক বলেছেন। ভালো পোস্ট হলে পজিটিভ কারমা আর নিম্নমানের পোস্ট, স্পাম, চিটিং, রুলস ভঙ্গ করলে নেগেটিভ কারমা দেওয়া হয়।
+১ কারমা রইলো।
malam90 ভাই আপনি কিছু নতুন টপিক তৈরি করে দেন। আরো কিছু ইউজার রয়েছে যারা বর্তমানে কপি পেস্ট করা শুরু করেছে। সেটা আমাদের সেকশনেও করছে। আবার কিছু গ্লোবাল সেকশনে পোস্ট করছে। আপনি তাদের খেয়াল করে থাকেন, তাহলে আপনি তাদের অরনিং দিন। আমি ইতিমধ্যে এটা লক্ষ্য করেছি। তবে আপনি নতুন পোস্ট তৈরী করুন এবং তাদেরকে বুঝিয়ে বলুন। আপনি ফোরামের সিনিয়র এবং আপনার থেকেই জুনিয়র শিক্ষা নিবে। +২ ছেবারেল টাইম
Title: Re: আল্টাকয়েনে কিভাবে কামারা নেওয়া যায়?
Post by: Crypto_Somrat on October 18, 2020, 07:22:07 PM
আল্টাকয়েনে কিভাবে কামারা নেওয়া যায় সেটা যদি বলেন তাহলে ভালো হয়।
ভাইয়া এটাতো আসলে ওইভাবে বলার কিছু নেই। তবে আমি মনে করি অ্যালার্ট কয়েন এ +কারমা পেতে হলে অযথা রেঙ্ক বাড়ানোর জন্য ছোট ছোট অপ্রয়োজনীয়' পোস্ট না করে সব সময় ক্রিপ্টোকারেন্সি সম্পর্কে গুরুত্বপূর্ণ পোস্ট গুলা দিলে ভালো হয়। এর জন্য আমাদের মত জুনিয়রদের কে সিনিয়র ভাইয়া দের ফলো করা উচিত তাদের পোস্টগুলো ভালোভাবে পড়ে তাদের কাছ থেকে শেখা উচিত।
Title: Re: আল্টাকয়েনে কিভাবে কামারা নেওয়া যায়?
Post by: ranaprime on October 19, 2020, 11:52:29 AM
কারমা নিতে হলে অবশ্যই আপনাকে কনস্ট্রাক্টিভ পোস্ট করতে হবে তাছাড়া আপনি কারমা নিতে পারবেন না। আপনার পোস্ট যদি কারো ভালো লাগে সে যদি মনে করে আপনার পোস্টটি ইনফরমেটিভ, যারা এখানে আছে তারা এই পোষ্টের মাধ্যমে উপকৃত হবে তাহলে সে আপনাকে একটি কারমা দিতে পারে।
Title: Re: আল্টাকয়েনে কিভাবে কামারা নেওয়া যায়?
Post by: Coin63@ on October 19, 2020, 03:36:36 PM
কারমা একটা ধরনের পয়েন্ট যা আপনার পোস্টের মান ভাল মন্দের একটি সার্টিফিকেট মনে করতে পারে। পজিটিভ কারমা মানে আপনার পোস্ট ভাল হয়েছে  আর নেগেটিভ কারমা ঠিক বিপরীত। এই কারমা একমাত্র উপায় হল ভাল পোস্ট করা যদি আপনি কোন ভাল ইনফরমেটিভ পোস্ট করে থাকেন যা সবাইকে উপকৃত করবে বা কেউ যদি মনে করে আপনার পোস্ট টি ভাল তাহলে আপনি কারমা পেতে পারেন ঐ ব্যেক্তির মাধ্যমে।

হা, ঠিক বলেছেন। ভালো পোস্ট হলে পজিটিভ কারমা আর নিম্নমানের পোস্ট, স্পাম, চিটিং, রুলস ভঙ্গ করলে নেগেটিভ কারমা দেওয়া হয়।
+১ কারমা রইলো।
ভাই আপনি ঠিক বলেছেন ফোরামে স্পামিং অবশ্যই গ্রহণ করা হবে না। ফোরাম স্পামিং মুক্ত থাকলে কিছুদিনের মধ্যেই আমাদের বাংলা প্রোগ্রাম সার্বজনীন গ্রহণযোগ্যতা পাবে।
Title: Re: আল্টাকয়েনে কিভাবে কামারা নেওয়া যায়?
Post by: Triedboy on November 27, 2020, 01:52:29 AM
প্রথমত যে পোস্টটি করতে হবে সেটি হচ্ছে ক্রিপ্টোকারেন্সি রিলেটেড হতে হবে। তাহলে অবশ্যই আপনি পজিটিভ কারমা পাবেন। আর যদি আপনি উলটপালট পোস্ট করেন তাহলে অনেক চিৎকার মা খেতে পারেন।
Title: Re: আল্টাকয়েনে কিভাবে কামারা নেওয়া যায়?
Post by: Crypto_Somrat on November 27, 2020, 05:14:12 AM
আল্টাকয়েনে কিভাবে কামারা নেওয়া যায় সেটা যদি বলেন তাহলে ভালো হয়।
ভাই আপনাকে এই ফোরাম থেকে পজিটিভ কারমা নিতে হলে আপনাকে অবশ্যই ভালো মানসম্মত পোস্ট করতে হবে এবং শিক্ষামূলক পোস্ট করতে হবে যা থেকে নতুনেরা কিছু না কিছু শিখতে পারে। অযথা রুলস না মানে লোক্যালিটি পোস্ট করবেন না। তাহলেই আপনার কারমা বাড়তে থাকবে। আশা করি বুঝতে পেরেছেন।
Title: Re: আল্টাকয়েনে কিভাবে কামারা নেওয়া যায়?
Post by: Bony11 on November 27, 2020, 05:54:29 AM
**আমার জানামতে সাধারণত আল্টাকয়েনের  দু-ধরনের কারমা নেওয়া যায়।যথা: ১। পজেটিভ কারমা, ২। নেগেটিভ কারমা।

**পজিটিভ কারমা কিভাবে পাওয়া যায় : আল্টাকয়েনের ফোরামে বিভিন্ন সময় বিভিন্ন টিপক নিয়ে আলোচনা করা হয়। যখন যে টিপক নিয়ে আলোচনা করা হয়। তখন ওই টপিক সর্ম্পকে সঠিক অর্থবহুল তথ্য দিয়ে বড় আকারের একটি পোষ্ট করতে হবে। সেই পোষ্টটে সেই টিপক সর্ম্পকে বিস্তারিত আলোচনা করতে হবে। সেই আলোচনা যদি সঠিক নির্ভুল হয়ে থাকে তখন সেই পোষ্টটা  সিনিয়র ভাইদের পড়ে যদি ভালো লাগে তখন তারা পজিটিভ কারমা দিয়ে থাকে।

নেগেটিভ কারমা কিভাবে পাওয়া  যায়:  আল্টাকয়েনের ফোরামে বিভিন্ন সময় বিভিন্ন টিপক নিয়ে আলোচনা করা হয়।সে সর্ম্পকে তখন কেউ যদি না জেনে কোন ভুল তথ্য দিয়ে এবং ছোট আকারের পোষ্ট দিয়ে থাকে। তখন সিনিয়র ভাইরা সেই পোষ্টটা দেখে ভুল তথ্য দেওয়ার জন্য তাকে অনেক সময় নেগেটিভ কারমা দিয়ে থাকে।
আল্টাকয়েনের ফোরামে কিভাবে কারমা পাওয়া আমি যতটুকু জানি সেই টুকু আলোচনা করলাম। আশা করি সিনিয়র ভাইরা আমার থেকে আর ভালো ও বেশি জানেন।তারা এই সর্ম্পকে আর বিস্তারিত আলোচনা করবেন।তাহলেই আমরা নতুনরা আর সঠিক বিস্তারিত তথ্য গুলো জানতে পাড়বো।।
Title: Re: আল্টাকয়েনে কিভাবে কামারা নেওয়া যায়?
Post by: Cristiano on November 27, 2020, 06:26:06 AM
আল্টাকয়েনে কিভাবে কামারা নেওয়া যায় সেটা যদি বলেন তাহলে ভালো হয়।
ভালো কোয়ালিটির পোস্ট করতে হবে। মানসম্মত শিক্ষনীয় পোস্ট করতে হবে। তাহলে আপনি কারমা পেতে পারেন। পোস্টটি লো ক্যালিটি হওয়া যাবে না।
Title: Re: আল্টাকয়েনে কিভাবে কামারা নেওয়া যায়?
Post by: Hasan986 on November 27, 2020, 06:25:13 PM
আল্টাকয়েনে কিভাবে কামারা নেওয়া যায় সেটা যদি বলেন তাহলে ভালো হয়।
ভালো কোয়ালিটির পোস্ট করতে হবে। মানসম্মত শিক্ষনীয় পোস্ট করতে হবে। তাহলে আপনি কারমা পেতে পারেন। পোস্টটি লো ক্যালিটি হওয়া যাবে না।
ঠিক ভাই, শিক্ষনীয় পোস্ট হলে, গঠণ মূলকক পোস্ট হলে কারমা যায় খুব সহজে। আমি যদি কারো দ্বারা উপকৃত হই। তাকে উৎসাহ দেওয়া আমার দায়িত্ত।
Title: Re: আল্টাকয়েনে কিভাবে কামারা নেওয়া যায়?
Post by: Hasan986 on November 27, 2020, 06:27:39 PM
**আমার জানামতে সাধারণত আল্টাকয়েনের  দু-ধরনের কারমা নেওয়া যায়।যথা: ১। পজেটিভ কারমা, ২। নেগেটিভ কারমা।

**পজিটিভ কারমা কিভাবে পাওয়া যায় : আল্টাকয়েনের ফোরামে বিভিন্ন সময় বিভিন্ন টিপক নিয়ে আলোচনা করা হয়। যখন যে টিপক নিয়ে আলোচনা করা হয়। তখন ওই টপিক সর্ম্পকে সঠিক অর্থবহুল তথ্য দিয়ে বড় আকারের একটি পোষ্ট করতে হবে। সেই পোষ্টটে সেই টিপক সর্ম্পকে বিস্তারিত আলোচনা করতে হবে। সেই আলোচনা যদি সঠিক নির্ভুল হয়ে থাকে তখন সেই পোষ্টটা  সিনিয়র ভাইদের পড়ে যদি ভালো লাগে তখন তারা পজিটিভ কারমা দিয়ে থাকে।

নেগেটিভ কারমা কিভাবে পাওয়া  যায়:  আল্টাকয়েনের ফোরামে বিভিন্ন সময় বিভিন্ন টিপক নিয়ে আলোচনা করা হয়।সে সর্ম্পকে তখন কেউ যদি না জেনে কোন ভুল তথ্য দিয়ে এবং ছোট আকারের পোষ্ট দিয়ে থাকে। তখন সিনিয়র ভাইরা সেই পোষ্টটা দেখে ভুল তথ্য দেওয়ার জন্য তাকে অনেক সময় নেগেটিভ কারমা দিয়ে থাকে।
আল্টাকয়েনের ফোরামে কিভাবে কারমা পাওয়া আমি যতটুকু জানি সেই টুকু আলোচনা করলাম। আশা করি সিনিয়র ভাইরা আমার থেকে আর ভালো ও বেশি জানেন।তারা এই সর্ম্পকে আর বিস্তারিত আলোচনা করবেন।তাহলেই আমরা নতুনরা আর সঠিক বিস্তারিত তথ্য গুলো জানতে পাড়বো।।
এর চেয়ে ভালো ভাবে বুঝানো আর মনে সম্ভব না। আগা টু গোড়া বুঝাই দিছেন। আশা করি যা বুঝে না। তারা আপনার কমেন্ট টা পড়লে বুঝে যাবে। আমরা চাই ফোরামে সব সময় গঠণ মূলক পোস্ট হোক। যাতে আমরা শিখাতে পারি যদি জানি। না জানলে শিখতে পারি।
Title: Re: আল্টাকয়েনে কিভাবে কামারা নেওয়া যায়?
Post by: Rain075 on November 28, 2020, 02:27:25 AM
কারমা দুই প্রকার এক নেগেটিভ কারমা এবং দ্বিতীয় পজেটিভ।আপনি যখন ফুল মেম্বার রেখে চলে যাবেন তখন আপনি কারমা আদান-প্রদান করতে পারবেন।
Title: Re: আল্টাকয়েনে কিভাবে কামারা নেওয়া যায়?
Post by: Ak600 on November 28, 2020, 04:32:58 AM
আপনার এ লোট কয়েনে কারমা নিতে হলে আপনার মানসম্মত পোস্ট করতে হবে সেই পোস্টে থেকে যেন সবাই উপকারিতা পায়। এবং পোস্ট যুক্তি সম্মত হতে হবে। তাহলে আমার মনে হয় কারমা পাবেন
Title: Re: আল্টাকয়েনে কিভাবে কামারা নেওয়া যায়?
Post by: Ak600 on November 28, 2020, 04:37:15 AM
আল্টাকয়েনে কিভাবে কামারা নেওয়া যায় সেই সম্পর্কে আমিও কিছু জানি না তাই আপনারা যদি এই বিষয়ে কিছু জানেন তাহলে কিছু পোষ্ট করলে আমরা সেটা দেখে কিছু বুঝতে পারব তাই আপনার যতটুকু পারেন এসব সম্পর্কে আমাদের কিছু জানান আমাদের ভালো হবে।
ভাই আপনার কারমা পেতে হলে আপনার বড় ধরনের পোস্ট করতে হবে এবং সেটা যেন যুক্তিসম্মত হয় এবং পোস্ট দেখে যেন কোন কিছু শেখার থাকে এই রকম পোস্ট করবেন তাহলে আমার মনে হয় আপনি প্লাস কারমা পাবেন
Title: Re: আল্টাকয়েনে কিভাবে কামারা নেওয়া যায়?
Post by: Mrkadir85 on November 28, 2020, 05:00:43 AM
 Altcointalk ফোরামে পজিটিভ কারমা পেতে হলে আপনাকে অবশ্যই শিক্ষামূলক গঠনমূলক টপিকঃ সম্পর্কিত ভালো মানের পোস্ট করতে হবে ।এবং পোস্ট অবশ্যই বড় আকারের হতে হবে তাহলে আপনি পজিটিভ কারমা পেতে পারেন। তবে অবশ্যই স্পামিং গ্রহণযোগ্য হবে না ।এতে করে আপনি নেগেটিভ কারমা পাওয়ার সম্ভাবনা রয়েছে যা আপনার জন্য ক্ষতিকর হবে।
Title: Re: আল্টাকয়েনে কিভাবে কামারা নেওয়া যায়?
Post by: Crypto_Somrat on November 28, 2020, 07:42:21 AM
আপনি কোন কারমার কথাই উল্লেখ করেননি  তাও আমি বলছি আমরা সাধারনত অনেক সময় বলে থাকি যেমন কর্ম তেমন ফল ভুগ করি। ঠিক তেমনই আপনি যদি ভাল পুস্ট করেন তবে প্লাসের কারমা পাবেন এবং যদি আপনার পুস্ট মানসম্মত না হয় তবে মাইনাস এর কারমা পাবেন।
ভাই আপনাকে বলব পোস্ট করার সময় একটু বাংলা ভাষার উপর নজর দিন। বানান ভুল করলে সেটা দেখতে খারাপ দেখায়। এই বানান ভুল নিয়ে সিনিয়র ভাইরা অনেক আলোচনা করেছেন এবং কি টপিক ও তৈরি করেছেন। আশা করি এ সম্পর্কে আপনি অবগত তাই পোস্ট করার সময় বানান ভুলের উপর নজর দিন।
Title: Re: আল্টাকয়েনে কিভাবে কামারা নেওয়া যায়?
Post by: mahid on November 28, 2020, 07:43:20 AM
আল্টাকয়েনে কিভাবে কামারা নেওয়া যায় সেটা যদি বলেন তাহলে ভালো হয়।
আমি মনে করি এল্টকয়েনে কারমা নেওয়া অনেকটাই সহজ একটি ব্যাপার। শুধু আপনি ভাল কিছু পোস্ট করলেই দেখবেন কারমা পেয়ে গেছেন। তাই আমি মনে করি গঠন মুলক পোস্টের কোন বিকল্প নেই কারমা নেওয়ার ক্ষেত্রে।
Title: Re: আল্টাকয়েনে কিভাবে কামারা নেওয়া যায়?
Post by: Laxmi Sharma on November 28, 2020, 08:04:52 AM
আল্টাকয়েনে কিভাবে কামারা নেওয়া যায় সেটা যদি বলেন তাহলে ভালো হয়।
ভাই আমি এই ফোরামে নতুন। কারমা সম্পর্কে আমার তেমন কোন ধারণা নেই। আমারও একই প্রশ্ন আমিও জানতে চাই কিভাবে কারমা পাওয়া যায়। কারমা পেতে হলে আমাকে কি কি করতে হবে।
Title: Re: আল্টাকয়েনে কিভাবে কামারা নেওয়া যায়?
Post by: Crypto_Somrat on November 28, 2020, 08:15:16 AM
আল্টাকয়েনে কিভাবে কামারা নেওয়া যায় সেটা যদি বলেন তাহলে ভালো হয়।
ভাই আমি এই ফোরামে নতুন। কারমা সম্পর্কে আমার তেমন কোন ধারণা নেই। আমারও একই প্রশ্ন আমিও জানতে চাই কিভাবে কারমা পাওয়া যায়। কারমা পেতে হলে আমাকে কি কি করতে হবে।
ভাই কারমা নিয়ে অলরেডি অনেক আলোচনা হয়েছে। এবং কি পজিটিভ এবং নেগেটিভ কারমা নিয়ে আলাদা আলাদা ভাবেও আলোচনা হয়েছে। আপনি একটু কষ্ট করে পোস্টগুলো মনোযোগ দিয়ে পড়লে কারমা সম্পর্কে অনেক ভালো ধারণা পেয়ে যেতেন। যাইহোক কারমা দুই ধরনের হয়ে থাকে পজিটিভ কারমা ও নেগেটিভ কারমা। নেগেটিভ কারমা কারো কাম্য নয় সবাই চায় পজিটিভ কারমা। কারণ মাত্রাতিরিক্ত নেগেটিভ কারমা আপনার আইডিকে নষ্ট করে দিতে সক্ষম। অন্যদিকে পজেটিভ কারমা আইডির মান বাড়াতে সক্ষম। এখন প্রশ্ন হল পজেটিভ কারমা কিভাবে পেতে পারেন। আপনাকে পজেটিভ কারমা পেতে হলে অবশ্যই ভাল মানসম্মত পোস্ট করতে হবে যা থেকে কেউ না কেউ কিছু না কিছু শিখতে পারে তাহলেই আপনি পজিটিভ কারমা পেতে পারেন। আশা করি বুঝতে পেরেছেন।
Title: Re: আল্টাকয়েনে কিভাবে কামারা নেওয়া যায়?
Post by: XM8 on November 28, 2020, 09:53:11 AM
আল্টাকয়েনের ফর্মে যারা কাজ করে তাদের সকলের মঙ্গলকামনা করি।
সকলের প্রতি রইল আমার আন্তরিক শুভেচ্ছা।
ধন্যবাদ সবাইকে,
আসসালামু আলাইকুম..আল্টাকয়েনে কারমা পেতে যে রকম পোষ্ট হয়তো করতে পারিনা। কারন আমারা যে গুলো পোষ্ট করি সেই পোষ্ট গুলা মেম্বারদের চোখে পরেনা। এবং আমরা যেই গুলা পোষ্ট করি হয়তো কারমা পাওয়ার যগ্য পোষ্ট করিনা। তাই হয়তো আমরা কারমা পাইনা। 😰😰😰😰
এই ফোরামের নতুন যারা আছি হয়তো আমরা সিনিয়র ভাইরা যেভাবে পোস্ট করে সেম ভাবে পোস্ট করতে পারি না। আমাদের পোস্টে হয়তো শিক্ষণীয় কোন বিষয় থাকে না। তাই আমাদের অবশ্যই সিনিয়রভাইদের পোস্টগুলো বেশি বেশি ফলো করতে হবে এবং সে অনুযায়ী শিক্ষনীয় পোস্ট করলেই আমরা কারমা পেতে পারি।
Title: Re: আল্টাকয়েনে কিভাবে কামারা নেওয়া যায়?
Post by: Arafat22 on November 28, 2020, 10:10:37 AM
আপনি কারমা পেতেচাইলে অবশ্যই আপনাকে Altcoin forum সাইটে পজেটিভ এবং শিক্ষামুলক পোস্ট এবং রিপ্লাই করতে হবে। যাতে মানুষ ওই পোস্ট থেকে কিছু শিক্ষতে পারে।
Title: Re: আল্টাকয়েনে কিভাবে কামারা নেওয়া যায়?
Post by: bmr on November 28, 2020, 01:10:03 PM
আল্টাকয়েনে কিভাবে কামারা নেওয়া যায় সেটা যদি বলেন তাহলে ভালো হয়।
ভাই আমি নতুন কারমা নিযে সবে মাত্র জেনেছি এটি কি তাই এই বিষয়ে তেমন কিছুই বলতে পারলাম না। আগামিতে কোন এক সময সুযোগ পেলে বলব।
Title: Re: আল্টাকয়েনে কিভাবে কামারা নেওয়া যায়?
Post by: warhero on November 29, 2020, 02:18:15 AM
আমার মনে হয় আপনারা জদি আল্টাকয়েনে ছোট পোষ্ট না করে ভড় ধরনের পোষ্ট করেন তা হলে হয়তবা কামারা পেতে পারেন কিন্তু সেটি ভাল মানের পোষ্ট হতে হবে । তাই আমার মনে হয় যে আমরা জথাসম্বব ভাল পোষ্ট করার আসা করব ।
পোস্ট ছোট কিংবা বড় এটি মূল বিষয় না। মূল বিষয়টি হচ্ছে পোস্টটি গুণগতমান। পোস্ট এর ধরন এবং পোস্ট থেকে শিক্ষনীয় বিষয়। এই সমস্ত জিনিসের ওপর ভিত্তি করে কারমা প্রত্যাশা করা যায়।
Title: Re: আল্টাকয়েনে কিভাবে কামারা নেওয়া যায়?
Post by: XM8 on December 05, 2020, 05:00:10 PM
এ নিয়ে সিনিয়র ভাইরা কয়েকটি টপিকঃ খুলেছিলেন আপনি সেগুলো দেখতে পারেন। ধরুন আপনি একটি পোস্ট করলেন এবং আপনার সেই পোষ্টটি পড়ে সবাই কিছু না কিছু জানতে পারল। অর্থাৎ পোস্টটি শিক্ষামুলক পোস্ট হল তাহলে আপনি সেখান থেকে পজিটিভ কারনা পেতে পারেন। এক্ষেত্রে আপনাকে একটা জিনিস অবশ্যই মাথায় রাখতে হব যে পোস্ট টা যেন কোনোভাবেই লো কোয়ালিটির পোস্ট অথবা কপি পোস্ট না হয়।
Title: Re: আল্টাকয়েনে কিভাবে কামারা নেওয়া যায়?
Post by: Ricky on December 06, 2020, 04:54:11 PM
আল্টাকয়েনে কিভাবে কামারা নেওয়া যায় সেটা যদি বলেন তাহলে ভালো হয়।
ভালো কোয়ালিটির পোস্ট করতে হবে। মানসম্মত শিক্ষনীয় পোস্ট করতে হবে। তাহলে আপনি কারমা পেতে পারেন। পোস্টটি লো ক্যালিটি হওয়া যাবে না।
ঠিক ভাই, শিক্ষনীয় পোস্ট হলে, গঠণ মূলকক পোস্ট হলে কারমা যায় খুব সহজে। আমি যদি কারো দ্বারা উপকৃত হই। তাকে উৎসাহ দেওয়া আমার দায়িত্ত।
হ্যাঁ ভাই আপনি খুব যুক্তিসঙ্গত একটা কথা বলেছেন। কারো পোস্ট থেকে আমি যদি কিছু শিখতে পারি কারো পোস্ট থেকে আমি যদি কোন অজানা বিষয় জানতে পারি। তাহলে তাকে পজিটিভ কারমা দিয়ে উৎসাহ দেয়ার দায়িত্বটাও আমার। তাতে তার উৎসাহ বাড়বে এ থেকে তার মেধার বিকাশ ঘটবে সামনে আরো শিক্ষামূলক পোস্ট করার জন্য আগ্রহী হবে। আমার মনে হয় সবার এরকমটাই করা উচিত তাহলে এই ফোরাম অনেক এগিয়ে যাবে। অযথা লো কোয়ালিটি পোস্ট করলে তাকে বুঝিয়ে বলতে হবে।
Title: Re: আল্টাকয়েনে কিভাবে কামারা নেওয়া যায়?
Post by: Ricky on December 06, 2020, 05:46:07 PM
আল্টাকয়েনে কিভাবে কামারা নেওয়া যায় সেটা যদি বলেন তাহলে ভালো হয়।
ভাই আমি নতুন কারমা নিযে সবে মাত্র জেনেছি এটি কি তাই এই বিষয়ে তেমন কিছুই বলতে পারলাম না। আগামিতে কোন এক সময সুযোগ পেলে বলব।
ভাই ক্রিপ্টোকারেন্সি জগত মানেই ধৈর্য ধরা। নতুনদের উচিত ক্রিপ্টোকারেন্সি জগতে এসে ধৈর্য ধরে ফোরামের সময় দেয়া। কারণ এখানে যে যত বেশি অভিজ্ঞ সে ততো বেশি সফল। ধৈর্য ধরে ফোরামে সময় দিলে ফোরাম থেকেই অনেক কিছু শিখতে পারা যায়। ক্রিপ্টোকারেন্সি সম্পর্কে অভিজ্ঞতা অর্জন করতে ফোরামের বাইরে যেতে হবে না। ফোরাম থেকে শিখতে পারবেন।
এই ফোরামে কারমা পেতে হলে আপনাকে আমাকে অবশ্যই ভালো মানের এবং মানসম্মত অথবা শিক্ষামূলক পোস্ট করতে হবে যা থেকে কেউ না কেউ কিছু না কিছু শিখতে পারে তাহলেই কারমা পাওয়া যাবে। আশা করব বোঝাতে পেরেছি।
Title: Re: আল্টাকয়েনে কিভাবে কামারা নেওয়া যায়?
Post by: Pitter on December 06, 2020, 06:02:23 PM
কারমা সরাসরি নেওয়া যায় না। তবে এটিকে অর্জন করতে হয়। সেটা হল যদি আপনার পোস্টের মাধ্যমে কাউকে ভাল লাগাতে পারেন তাহলে অবশ্যই আপনি কারমা পাবেন সেই ব্যেক্তির মাধ্যমে। তই আপনি যদি কন্স্রট্রাক্টটিভ পোস্ট করেন তবে অবশ্যই আপনি পজিটিভ কারমা পাবেন।
Title: Re: আল্টাকয়েনে কিভাবে কামারা নেওয়া যায়?
Post by: Herry on December 07, 2020, 04:51:41 AM
এলটকয়েন এ কারমা নেওয়ার জন্য আপনাকে অবশ্যই ভালো মানের পোস্ট করতে হবে ভালো মানের পোস্ট করলে আপনাকে সিনিয়র ভাইরা পজিটিভ কারমা দিবেন আর যদি আপনি ক্রিপ্টো রিলেটেড ভালো মানের পোষ্ট না করেন তাহলে নেগেটিভ কারমা খাবেন সেজন্য বলব আপনি সবসময় ভাল ভাল পোষ্ট করার চেষ্টা করবেন
Title: Re: আল্টাকয়েনে কিভাবে কামারা নেওয়া যায়?
Post by: Monster5 on December 07, 2020, 05:47:35 AM
এলার্ট কয়েন এ প্লাস কারমা পেতে হলে অবশ্যইমানসম্মত ও ভালো ভালো পোস্ট এবং টপিক তৈরি করুন তাহলে আপনি অবশ্যই প্লাস কারমা পাবেন ধন্যবাদ আপনাকে আশা করি কথাগুলো বুঝতে পেরেছেন
Title: Re: আল্টাকয়েনে কিভাবে কামারা নেওয়া যায়?
Post by: Kangaro45 on December 07, 2020, 05:57:41 AM
আল্টাকয়েনে কিভাবে কামারা নেওয়া যায় সেটা যদি বলেন তাহলে ভালো হয়।
।   



Altcointalk ফোরামে কারমা পেতে হলে আপনাকে ক্রিপ্টোকারেন্সি সম্পর্কে বড় বড় গঠনমূলক শিক্ষামূলক ফোরাম রিলেটেড ভালো মানের পোস্ট করতে হবে। তবে আপনি পজেটিভ কারমা পেতে পারেন। আর যদি কপি পোস্ট ফোরাম রুলস বহির্ভূত হয় আপনার পোস্ট পড়ে সবাই যদি বিরক্ত বোধ করে তবে আপনি নেগেটিভ কারমা পেতে পারেন।
Title: Re: আল্টাকয়েনে কিভাবে কামারা নেওয়া যায়?
Post by: XM8 on December 07, 2020, 10:06:07 AM
এ টপিক নিয়ে আলোচনা করা হয়েছে। আপনি চাইলে সিনিয়র ভাইদের পোস্ট গুলো পড়তে পারেন।তারা এ সম্পর্কে অনেক সুন্দর ভাবে এই ফোরামে পোস্ট করেছেন। আশা করি তাদের পোস্ট করলে আপনি বিষয়ে পুরোপুরি জানতে পারবেন।
Title: Re: আল্টাকয়েনে কিভাবে কামারা নেওয়া যায়?
Post by: Istiak on December 07, 2020, 10:19:59 AM
আপ্নে যাকে karma দিতে চান তার ফোরাম username এর নিচে অনেক ইনফরমেশন যেমন একটিভিটি, পয়েন্টস, karma , রেফারেল ইত্যাদি। এর মধ্যে karma তে + এবং - চিহ্ন দেওয়া আছে। ভালো এবং ফোরাম এর জন্য উপকারী পোস্ট এ আপ্নে + এ ক্লিক করে একটা পসিটিভ karma দিতে পারেন। প্রতি ১০০ ঘন্টাতে একজন ইউসার কে আপ্নে karma দিতে পারবেন।
Title: Re: আল্টাকয়েনে কিভাবে কামারা নেওয়া যায়?
Post by: Markuri33 on December 10, 2020, 02:57:12 AM
আপ্নে যাকে karma দিতে চান তার ফোরাম username এর নিচে অনেক ইনফরমেশন যেমন একটিভিটি, পয়েন্টস, karma , রেফারেল ইত্যাদি। এর মধ্যে karma তে + এবং - চিহ্ন দেওয়া আছে। ভালো এবং ফোরাম এর জন্য উপকারী পোস্ট এ আপ্নে + এ ক্লিক করে একটা পসিটিভ karma দিতে পারেন। প্রতি ১০০ ঘন্টাতে একজন ইউসার কে আপ্নে karma দিতে পারবেন।

আপনি ঠিক বলেছেন এভাবে আসলে সবাইকে কারমা দেওয়া যায়। কিন্তু কখনোই আমরা কার মার অপব্যবহার করবো না ইতিমধ্যে কিন্তু আমরা দেখতে পাচ্ছি অনেক কারমা ফার্মিং হচ্ছে।হয়তো এমন এক সময় আসতে পারে যে এগুলোর হিসাব দেয়া হবে যে ধরনের পোস্ট করে কিভাবে এতগুলা কারমা পেয়েছেন।তাই আসুন আমরা সবাই সতর্ক হই ভালো মানের পোস্ট ছাড়া আমরা কখনোই কাউকে কারমা দেবো না।
Title: Re: আল্টাকয়েনে কিভাবে কামারা নেওয়া যায়?
Post by: Irfan12@ on December 10, 2020, 05:53:19 AM
আল্টাকয়েনে কিভাবে কামারা নেওয়া যায় সেটা যদি বলেন তাহলে ভালো হয়।
ভাই কারমা পাওয়ার জন্য আপনাকে অবশ্যই ভালো মানের পোস্ট করতে হবে এবং সেই পোষ্টের জন্য ক্রিপ্টো রিলেটেড হয় আপনার পোস্টটি থেকে যদি কেউ উপকৃত হয় তাহলে আপনি অবশ্যই সেখান থেকে পজিটিভ কারমা পাবেন মনে রাখতে হবে আপনি জন্য কখনোই লো কলেটির পোস্ট না করেন তাহলে আপনি নেগেটিভ কারমা দিতে পারেন
Title: Re: আল্টাকয়েনে কিভাবে কামারা নেওয়া যায়?
Post by: Salauddin on December 10, 2020, 05:59:10 AM
আল্টাকয়েনে কিভাবে কামারা নেওয়া যায় সেটা যদি বলেন তাহলে ভালো হয়।
ভাই কারমা পাওয়ার জন্য আপনাকে অবশ্যই ভালো মানের পোস্ট করতে হবে এবং সেই পোষ্টের জন্য ক্রিপ্টো রিলেটেড হয় আপনার পোস্টটি থেকে যদি কেউ উপকৃত হয় তাহলে আপনি অবশ্যই সেখান থেকে পজিটিভ কারমা পাবেন মনে রাখতে হবে আপনি জন্য কখনোই লো কলেটির পোস্ট না করেন তাহলে আপনি নেগেটিভ কারমা দিতে পারেন
ভালো মানের পোস্ট করলে এনিতেই আপনি কার্মা পাবেন আর কারমা পেতে আহামরি তেমন কিছুই লাগে না আপনি একটু শুনে পোস্ট করেন তাহলেই আপনি এম্নিতেই কার্মা পাবেন।
Title: Re: আল্টাকয়েনে কিভাবে কামারা নেওয়া যায়?
Post by: labonikhatun on December 10, 2020, 06:01:37 AM
কারমা পাওয়ার জন্য হেল্পফুল পোস্ট করতে হবে. আপনার পোস্ট পরে যদি কেউ উপকৃত হয় এবং তার সমস্যার সমাধান হয় তাহলে আপনি পজিটিভ কারমা পাবেন. স্প্যামিং বা কপি পোস্ট করলে নেগেটিভ কারমা পাবেন। এইজন্য কারমা নেয়ার জন্য উন্নত পোস্ট করার চেষ্টা করুন।
Title: Re: আল্টাকয়েনে কিভাবে কামারা নেওয়া যায়?
Post by: AGM on December 10, 2020, 06:23:10 AM
ফোরামে সবাই কে নুতন কোন কিছু শিখিয়ে দিন। দেখবেন কারমা পেয়ে গেছেন। ফোরামে কেউ যদি মনে করে যে আপনার পোস্টের মাধ্যমে তার কোন উপকার হয়েছে তাহলে আপনি তার মাধ্যমে কারমা পাবেন।
Title: Re: আল্টাকয়েনে কিভাবে কামারা নেওয়া যায়?
Post by: bmr on December 10, 2020, 06:37:48 AM
অল্টকয়েন কারমা কিভাবে নেওয়া যাবে সে বিষয়ে ইউজারদের অবগত করছেন। একজন ফুল মেম্বারধারী কোন ইউজার চাইলেই কাউকে কারমা দিতে পারেন তবে এটি তখনই পাবেন যখন আপনি ভাল কোন পোস্ট করতে পারবেন। সেই পোস্টের বিপরীতে আপনি কারমা দিতে পারবেন।
Title: Re: আল্টাকয়েনে কিভাবে কামারা নেওয়া যায়?
Post by: Casual on December 11, 2020, 01:54:36 AM
তালাট কয়েন কিভাবে কারমা নেওয়া যায় এটা খুবই কমন একটা বিষয়। আমি মনে করি এটা সবারই জানা আছে। আমাদের এই ফোরামে অবশ্যই যদি কেউ কোনো ভালো টপিক তৈরি করে তাহলে সে কিন্তু পজিটিভ কারমা পেয়ে থাকে।আবার অনেক সময় দেখা যায় জুনিয়র মেম্বারদের পজেটিভ কার মার দেওয়ার পেছনে কিছু কারণ রয়েছে। সেগুলো হচ্ছে তাদের পজিটিভ কারমা দিলে তাদের কাজের প্রতি অনেক আগ্রহ বাড়ে।যে কারণে আমাদের এই ফোরামের বড় ভাইয়েরা পজিটিভ কারমা দিয়ে থাকেন।
Title: Re: আল্টাকয়েনে কিভাবে কামারা নেওয়া যায়?
Post by: Irfan12@ on December 11, 2020, 04:57:17 AM
ভাই আপনার জন্য আমার প্রথম সাজেস্ট আপনি যেহেতু এই ফোরামের নতুন ইউজার সেজন্য আপনাকে এই ফোরামে অনেক সময় দিতে হবে এবং ফোরামের  সিনিয়র ভাইদের দেওয়া রিপ্লাই গুলো ভালোভাবে মন দিয়ে পড়তে হবে এবং বোঝার চেষ্টা করতে হবে কেননা আপনি এই ফোরামে যতটা সময় দিবেন আপনি ততবেশি জানতে পারবেন আপনি বলেছেন যে কিভাবে কারমা নেওয়া যায় আপনাকে কারমা নেওয়ার জন্য ভালো মানের পোস্ট করতে হবে যেটা থেকে অন্যজন উপকৃত হবে বা উপকার পাবে তাহলে আপনাকে সিনিয়র ভাইরা কারমা দিবেন আর যদি আপনি নিম্নমানের পোস্ট করেন এবং যেটা থেকে কেউ কোনো উপকৃত হবে না শুধু আপনার রেংক বাড়ানোর জন্য পোস্ট করবেন সেহেতু আপনি - কারমা পাবেন
Title: Re: আল্টাকয়েনে কিভাবে কামারা নেওয়া যায়?
Post by: Salauddin on December 11, 2020, 05:11:31 AM
আপনি একটু ভালো মানের পোস্ট করলেই আপনি অনেক ধারনা পাবেন আর এই ভালো মানের পোস্ট করতে চাইলে আপনাকে অনেক জানতে হবে তবেই আপনি কারমা পাবেন, বিশেষ করে আপনি অনেকে সাহাজ্য  করার মতো পোস্ট করলেই কারমা পাবেন।
Title: Re: আল্টাকয়েনে কিভাবে কামারা নেওয়া যায়?
Post by: Riddi on December 11, 2020, 06:17:16 AM
এলাট কয়েন ফোরামে কারমা দুই ধরনের ।একটি হলো পজিটিভ কারমা আর অনন্য টি হলো নেগেটিভ কোরমা। বড় ও ভালো মানের পোস্ট দেওয়ার জন্য পজেটিভ কারমা দেওয়া হয়। আর ছোট ও নিম্নমানের পোস্ট দেওয়ার জন্য নেগেটিভ কারমা দেওয়া হয়।
Title: Re: আল্টাকয়েনে কিভাবে কামারা নেওয়া যায়?
Post by: Goblin on December 11, 2020, 06:22:05 AM
টপিকটি অনেক পুরনো আমি মডারেটরদের দৃষ্টি আকর্ষণ করছি সে যেন এই টপিকটি লক করে দেয়।এখানে সব কিপটে রিলেটেড ব্যতীত আলোচনা হচ্ছে মনে হয়। আর আমি বলতে চাই এখানে সবাই  সম্বন্ধে অনেক কিছুই জানি।কারমা নিয়ে অনেকগুলো পোস্ট তৈরী করা আছে সেগুলো ফলো করলে তার মা সম্পর্কে কারো ধারণা থাকবে না বলে আশা করা যায়। সিনিয়র ভাইদের পোস্টগুলো ফলো করুন তাহলে সব বিষয় সম্পর্কে জানতে পারবেন।
Title: Re: আল্টাকয়েনে কিভাবে কামারা নেওয়া যায়?
Post by: Danishpower on December 11, 2020, 06:44:31 AM
টপিকটি অনেক পুরনো আমি মডারেটরদের দৃষ্টি আকর্ষণ করছি সে যেন এই টপিকটি লক করে দেয়।এখানে সব কিপটে রিলেটেড ব্যতীত আলোচনা হচ্ছে মনে হয়। আর আমি বলতে চাই এখানে সবাই  সম্বন্ধে অনেক কিছুই জানি।কারমা নিয়ে অনেকগুলো পোস্ট তৈরী করা আছে সেগুলো ফলো করলে তার মা সম্পর্কে কারো ধারণা থাকবে না বলে আশা করা যায়। সিনিয়র ভাইদের পোস্টগুলো ফলো করুন তাহলে সব বিষয় সম্পর্কে জানতে পারবেন।

আপনি একদম ঠিক বলেছেন ভাই আমি আপনার সাথে সহমত পোষণ করছি। আমি এই ফোরামে একদম নতুন একটা ইউজার তাই আমার এ সম্পর্কে কোন ধারণা ছিল না আপনার এই মূল্যবান পোষ্টটি পড়ে আমি অনেক ভালো ধারণা পেয়েছি। আশা করি ভবিষ্যতে আরো অনেক ভালো কিছু জানতে পারব ইনশাআল্লাহ।
Title: Re: আল্টাকয়েনে কিভাবে কামারা নেওয়া যায়?
Post by: Markuri33 on December 13, 2020, 12:36:15 AM
তালাট কয়েন কিভাবে কারমা নেওয়া যায় এটা খুবই কমন একটা বিষয়। আমি মনে করি এটা সবারই জানা আছে। আমাদের এই ফোরামে অবশ্যই যদি কেউ কোনো ভালো টপিক তৈরি করে তাহলে সে কিন্তু পজিটিভ কারমা পেয়ে থাকে।আবার অনেক সময় দেখা যায় জুনিয়র মেম্বারদের পজেটিভ কার মার দেওয়ার পেছনে কিছু কারণ রয়েছে। সেগুলো হচ্ছে তাদের পজিটিভ কারমা দিলে তাদের কাজের প্রতি অনেক আগ্রহ বাড়ে।যে কারণে আমাদের এই ফোরামের বড় ভাইয়েরা পজিটিভ কারমা দিয়ে থাকেন।

হ্যাঁ আপনার ধারনা ঠিক আছে মূলত এই কারণে কার মাফ পাওয়া যায়। আমি যেটা মনে করি কারমা পেতে হলে আপনাকে অবশ্যই ক্রিপ্টোকারেন্সি সম্পর্কে পোস্ট দিতে হবে।এবং আমি দেখেছি কেউ যদি কোন নতুন আপডেট খবর দিয়ে থাকে তাহলে সে অনেক পজিটিভ কারমা পেয়ে থাকে সিনিয়র ভাইদের কাছ থেকে।এবং পোস্ট মান যদি অনেকটাই ভাল হয় তাহলে সিনিয়র ভাইরা নিচে উল্লেখ করে দেয় আমার পক্ষ থেকে পজিটিভ কারমা রইল। তবু জায়গায় আসলে কি ধরনের পোস্ট করলে কারমা পাওয়া যাবে।
Title: Re: আল্টাকয়েনে কিভাবে কামারা নেওয়া যায়?
Post by: Jaya60 on December 13, 2020, 01:00:21 AM
আপনি যদি কারমা পেতে চান তাহলে আপনার অনেক ঘাটাঘাটি করতে হবে এই ফোরামে।এবং সকল পোষ্ট গুলো ভালো করে পড়ে তারপরে যদি আপনি কোন নতুন ট্রফিক তৈরি করেন সেটা যদি কারো কাছে ভালো লাগে। তার পরেও কারো কাছে যদি সেটা আপডেট নিউজ তাহলে কিন্তু আপনি পজিটিভ কারমা পেতে পারেন। পজিটিভ না নেগেটিভ কারমা পাবেন এটা সম্পূর্ণ আপনার উপর নির্ভর করবে।
Title: Re: আল্টাকয়েনে কিভাবে কামারা নেওয়া যায়?
Post by: Laxmi Sharma on December 13, 2020, 10:36:14 AM
আল্টাকয়েনে কিভাবে কামারা নেওয়া যায় সেটা যদি বলেন তাহলে ভালো হয়।
ভালো মানুষের মতো পোস্ট করতে হবে। তার সাথে শিক্ষামূলক কিছু বিষয় থাকতে হবে। তাহলেই হয়তো আপনি আমি পজিটিভ কারমা পেতে পারি। আর ভালো মানসম্মত শিক্ষা মূলক পোস্ট করতে হলে এই ক্রিপ্টোকারেন্সি জগত সম্পর্কে ভালো ধারণা অর্জন করতে হবে। ধৈর্য ধরে ফোরামের সময় দিতে হবে ফোরাম থেকে অনেক কিছু শেখার বিষয় রয়েছে।
Title: Re: আল্টাকয়েনে কিভাবে কামারা নেওয়া যায়?
Post by: Akhi600 on December 13, 2020, 03:41:28 PM
এখানে কারমা পেতে হলে আপনাকে অবশ্যই ভালো মানে পোস্ট করতে হবে  । সেই পোস্ট থেকে যেন কোন কিছু শেখার থাকে এবং সবাই সেই টপিকের উপর নজর যেন দেয় সেইরকম পোস্ট করতে হবে। তাহলে আপনি প্লাস কারমা পাবেন। আর যদি আপনার পোস্টে কোন কিছু শেখার না থাকে এবং ফোরাম রিলেটেড নয় এরকম পোস্ট করলে আপনি - কারমা পাবে ধন্যবাদ
Title: Re: আল্টাকয়েনে কিভাবে কামারা নেওয়া যায়?
Post by: Jaya60 on December 16, 2020, 02:11:17 AM
আপনি একটু ভালো মানের পোস্ট করলেই আপনি অনেক ধারনা পাবেন আর এই ভালো মানের পোস্ট করতে চাইলে আপনাকে অনেক জানতে হবে তবেই আপনি কারমা পাবেন, বিশেষ করে আপনি অনেকে সাহাজ্য  করার মতো পোস্ট করলেই কারমা পাবেন।

হ্যাঁ ঠিক বলেছেন আপনার পোস্ট থেকে যদি কেউ নতুন কিছু সম্পর্কে ধারণা পেয়ে থাকে তাহলে আপনি পজিটিভ কারমা পেতে পারেন‌। কারমা পেতে হলে অবশ্যই পোস্ট গুলি ভালো হতে হবে।
Title: Re: আল্টাকয়েনে কিভাবে কামারা নেওয়া যায়?
Post by: Clearman on December 16, 2020, 02:14:42 AM
আপনি যদি ভাল ও মান সম্মত ফোরাম রিলেটেড পোস্ট করেন তাহলে আপনি ঐ পোষ্টের বিনিময় কারমা পাবেন। কারমা হলো কারো পোস্ট যদি পছন্দ হয় তাহলে উৎসাহ করা কমেন্ট করা এবং থ্যাঙ্ক ইউ জানানো এগুলো নিয়ে কারমা এবং কারমা আইডির একটা এক্সট্রা পাওয়ার।
Title: Re: আল্টাকয়েনে কিভাবে কামারা নেওয়া যায়?
Post by: Sasa on December 16, 2020, 03:03:16 AM
ভাই কারমা নেওয়ার জন্য কোন কোন কিছু করতে হয় না শুধু ভালো মানের ক্রিপ্টো রিলেটেড পোস্ট করলে কারমা পেতে পারেন আপনি যদি কোন টপিক তৈরি করেন এবং সে টপিক থেকে যদি কেউ একটু হলেও উপকৃত হয় তাহলে আপনাকে অবশ্যই প্লাস কারমা দিবে আর প্লাস কারমা যে দিবে তার অ্যাক্টিভিটি 120 প্লাস হতে হবে তাহলে সে যে কাউকে কারমা দিতে পারবে
Title: Re: আল্টাকয়েনে কিভাবে কামারা নেওয়া যায়?
Post by: Sumaiya2 on December 16, 2020, 04:29:22 AM
অ্যালট কয়েন ফোরামে কারমা নেওয়া যায় একমাত্র পোস্ট এর ভিত্তিতে। পোস্ট আপনি দিবেন ফোরাম রিলেটেড ভালো ও মানসম্মত পোস্ট করবেন তাহলে আপনি কারমা পাবেন। এই পোস্টটি যদি কারো পছন্দ হয় তাহলে ধন্যবাদ অথবা অথবা লাইক এ ধরনের কিছু জানানোর জন্য কারমা দেওয়া হয়।
Title: Re: আল্টাকয়েনে কিভাবে কামারা নেওয়া যায়?
Post by: Irfan12@ on December 16, 2020, 06:24:10 AM
আল্টাকয়েনে কিভাবে কামারা নেওয়া যায় সেটা যদি বলেন তাহলে ভালো হয়।
ভাই আমি যতোটুকু জানি আপনাকে কারমা নেওয়ার জন্য অবশ্যই ভালো মানের পোস্ট করতে হবে যে পোস্ট থেকে অন্যরা উপকৃত হবে তাহলে আপনি প্লাস কারমা পাবেন তো আপনাকে কারমা নেওয়ার জন্য অবশ্যই ভালো মানের পোস্ট করতে হবে আশা করি পরবর্তী সময়ে ভালো মানের পোস্ট করবেন যেগুলো থেকে অন্যসব ইউজার উপকৃত হয়
Title: Re: আল্টাকয়েনে কিভাবে কামারা নেওয়া যায়?
Post by: Bad leyar on December 16, 2020, 06:27:41 AM
আমি মনে করি এ্যালাট কয়েন থেকে কারমা পেতে হলে আমাদের ভালো ভালো পোস্ট করতে হবে এবং মানসম্মত টপিক তৈরি করতে হবে যে টপিকঃ পড়ে সকলে জানতে পারবে এবং বুঝতে পারবে তাহলে আমরা কারমা পেতে পারি।
Title: Re: আল্টাকয়েনে কিভাবে কামারা নেওয়া যায়?
Post by: Heron on December 16, 2020, 06:31:13 AM
আল্টাকয়েনে কিভাবে কামারা নেওয়া যায় সেটা যদি বলেন তাহলে ভালো হয়।
ভাই এই ফোরাম থেকে আপনাকে পজিটিভ কারমা নিতে হলে অবশ্যই ভালো মানসম্মত এবং শিক্ষামূলক পোস্ট আপনাকে করতে হবে। আপনার পোস্ট থেকে যদি কেউ উপকৃত হয়, আপনার পোস্ট যদি কারো ভালো লাগে তাহলে সেক্ষেত্রে সে আপনাকে পজিটিভ কারমা দিতে পারে। আর সবচেয়ে বড় কথা ছোট-ছোট লোক্যালিটি পোস্ট থেকে বিরত থাকতে হবে আপনাকে। অন্যথায় এরকম ছোট ছোট লো কোয়ালিটি পোস্ট করলে আপনি নেগেটিভ কারমা পেতে পারেন। আশা করি বুঝতে পেরেছেন।
Title: Re: আল্টাকয়েনে কিভাবে কামারা নেওয়া যায়?
Post by: Tamsialu$$ on December 17, 2020, 12:51:20 AM
আমি একটা বিষয় লক্ষ করেছি যে সমস্ত সিনিয়র ভাই অনেক সুন্দর সুন্দর করে পোস্ট করে তাদের কারমার সংখ্যা অনেক বেশি। এজন্য আমার বিশ্বাস যারা এই ফোরামে ভালো করে পোস্ট করবে এবং সেখানে কোনো আপডেট নিউজ থাকবে তাহলে সবাই কারমা দিয়ে দেয়।
Title: Re: আল্টাকয়েনে কিভাবে কামারা নেওয়া যায়?
Post by: Damrai5$ on December 17, 2020, 07:16:41 AM
আমি অনেক সিনিয়র ভাইদের কারমা সম্পর্কে পোস্ট গুলো লক্ষ্য করেছি সেখান থেকে বুঝতে পেরেছি যে যে পোস্টগুলো করব অবশ্যই সেই পোস্টগুলা মান সম্মত হতে হবে।এবং সেখানে ক্রিপ্টোকারেন্সি রিলেটেড তথ্য দিতে হবে অথবা আপডেট সম্পর্কে খবর দিতে হবে। তাহলে দেখা যাবে অবশ্যই কারমা পাওয়া সম্ভব।
Title: Re: আল্টাকয়েনে কিভাবে কামারা নেওয়া যায়?
Post by: Tubelight on March 24, 2021, 11:29:58 AM
ভাই কারমা সাধারনত দুই ধরনের হয়ে থাকে কিন্তু আপনি উল্লেখ করেননি যে আপনি কোন কারমা নেওয়ার ব্যাপারে জানতে চেয়েছেন। যদি সে ব্যাপারে উল্লেখ করতেন তাহলে সকলের বলতে অনেক সুবিধা হত।
Title: Re: আল্টাকয়েনে কিভাবে কামারা নেওয়া যায়?
Post by: Milon626 on March 24, 2021, 12:05:58 PM
বিভিন্ন কারনে কারমা পাওয়া যায়।  আপনি যদি মান সম্মত পোস্ট করেন, নতুন কোন তথ্য তুলে ধরেন তাহলে অনেকেই আপনার পোস্ট টি পড়ে খুশি হয়ে আপনাকে পজিটিভ কারমা দিতে পারে। 
আবার আপনি যদি ফোরামে স্পামিং করেন, মাল্টিপল আইডি চালান, কপি পেস্ট করেন তাহলে আপনার নেগেটিভ কারমা পাওয়ার সম্ভাবনা রয়েছে।
তাই সব সময় ভালো মানের পোস্ট করে পজিটিভ কারমা লুফে নিন।                                             
Title: Re: আল্টাকয়েনে কিভাবে কামারা নেওয়া যায়?
Post by: HeartBit143 on March 31, 2021, 06:39:11 AM
এখানে আপনার পোস্ট এর গুনগত মান বিচার করে আপনাকে কারমা দেওয়া হয়।  যদি আপনি খুব ভালো রকমের পোস্ট করেন তবে আপনি পজিটিভ কারমা পাবেন।  আবার যদি আপনি লো-কোয়ালিটির    পোস্ট করেন তবে আপনি নেগেটিভ কারমা পাবেন।               
Title: Re: আল্টাকয়েনে কিভাবে কামারা নেওয়া যায়?
Post by: Tepona on March 31, 2021, 06:54:21 AM
পোস্ট এর কোয়ালিটি ভালো হলেই কারমা পাওয়া যায়। পোষ্টের কোয়ালিটি খারাপ হলে কারমা পাওয়া যায়না। তাই পোস্ট এর কোয়ালিটি ভালো করা উচিত। আমি ইতোমধ্যেই সিনিয়রদের থেকে কারমা পেয়েছি।
Title: Re: আল্টাকয়েনে কিভাবে কামারা নেওয়া যায়?
Post by: Angel jara on March 31, 2021, 06:58:30 AM
  কয়েলে কীভাবে কারমা দেওয়া হয় এই বিষয়ে আমার কোন ধারণা নেই।এই ফোরামে নতুন সদস্য হওয়ার কারণে আমার তেমন গভীর জ্ঞান নেই। আশাকরি সময় যাওয়ার সাথে সাথে সকল কিছুই শিখে নিতে পারবেন। এবং কিভাবে আল্টা কয়েনে কারমা দেওয়া হয় সেটাও শিখে নিতে পারব।
Title: Re: আল্টাকয়েনে কিভাবে কামারা নেওয়া যায়?
Post by: Dark Knight on March 31, 2021, 07:25:16 AM
এখানে ভালো ভালো পোষ্ট করে কামরা নেওয়া যায় । আপনি যদি এখানে ভালো ভালো  পোষ্ট করতে পারেন তাহলে এখান থেকে প্রতিদিন কামরা নিচে পারেন। এখানে আপনাকে বড় বড় ও মান সম্পূর্ণ পোষ্ট করতে হবে। তবে বাংলা সেকশনে পোষ্ট না করে । আপনি আল্টাকয়েনের অন্যান্য সেকশনে পোষ্ট করলে কামরা পাবেন।
আপনার ধারণাটা ভুল। আপনি বলেছেন যে বাঙলা সেকসনে পোস্ট না করে আল্টকয়েন্স এর অন্যান্য সেকসনে পোস্ট করলে কারমা পাবেন।আপনার এই ধারণাটি সম্পূর্ণ ভুল।কারন শুধু বাংলা সেকসনে না  আল্টকয়েন্স এর অন্যান্য সেকসনে পোস্ট করলেও আপনি কারমা পেতে পারেন।তবে আপনার পোস্ট গুলো যদি তথ্যবহুল এবং গঠনমূলক পোস্ট হয় তাহলে আপনি কারমা পেতে পারেন। তাই বলবো কিপটোকারেন্সিসম্পর্কীত পোস্ট করার চেষ্টা করুন সব সেকসন থেকেই কারমা পাবেন।
Title: Re: আল্টাকয়েনে কিভাবে কামারা নেওয়া যায়?
Post by: yihac52478 on March 31, 2021, 01:12:43 PM
আমি এখানে নতুন কিন্তু আমি যতদূর জানি আপনাকে প্লাস কারমা পেতে হলে বিভিন্ন ইংলিশ ট্রেনে গিয়ে ভালো ভালো পোস্ট করতে হবে এবং সেটা যদি সিনিয়র মেম্বার দের ভালো লাগে তাহলে তারা আপনাকে প্লাস কারমা দেবে আর যদি আপনি ছোটখাটো পোস্ট করেন কিংবা খারাপ পোস্ট করেন যে টাই পরা মেয়ের কোন প্রয়োজনে আসবে না সে ধরনের পোস্ট করলে তারা আপনাকে নেগেটিভ কারমা দিবে আর নেগেটিভ কারমা পাওয়া প্রোফাইল দিয়ে আর কোন কাজ নেই
Title: Re: আল্টাকয়েনে কিভাবে কামারা নেওয়া যায়?
Post by: ExtraPoint on March 31, 2021, 04:17:27 PM
আল্টাকয়েনে আপনি কোন কামারার কথা বলছেন প্লাসের কামারা না মাইনাসের কামারা। আপনি নিদিষ্ট ভাবে কিছু বললে তাহলে বলতাম কামারা নিতে হলে এই সাইটে পোষ্ট করতে হবে এবং তা দেখে শুনে করতে হবে তাহলে কামারা পেতে পারেন প্লাসের।
আপনার পোস্টে অনেক বানানগত  ভুল আছে। একটু শুদ্ধ করে লেখার চেষ্টা করুন। কামারা নয় হবে কারমা। প্লাস কারমা পেতে হলে পোস্টের গুনগতমান উন্নত করতে হবে। ক্রিপ্টো বিষয়ক পোস্ট করলে কারমা পাওয়া যায়। তাই কারমা পেতে হলে তথ্যবহুল পোস্ট করুন।
Title: Re: আল্টাকয়েনে কিভাবে কামারা নেওয়া যায়?
Post by: Sumi on April 01, 2021, 04:13:41 AM
আল্টাকয়েনে কিভাবে কামারা নেওয়া যায় সেটা যদি বলেন তাহলে ভালো হয়।
এটা একেবারে ভাই লো কোয়ালিটির পোস্ট হয়ে গেল না এরকম লো কোয়ালিটির পোস্ট থেকে আমাদের বেরিয়ে আসতে হবে কারমা কিভাবে নেয়া হয় এটা কোন প্রশ্ন হল হয়েছে বলে আমার মনে হয় না কারণ মডারেটর ভাইরা অত্যন্ত সুন্দরভাবে সাজিয়ে গুজিয়ে কিন্তু পিন পোস্ট করে রেখে দিয়েছ কার সম্পর্কে যাবতীয় বিষয় গুলি সেখানে পাবেন আপনি সেগুলো অবশ্যই পড়বেন তা না হলে কিন্তু আপনি কিছুই বুঝতে পারবে না কারণ সম্পর্কে এরকম লোক হলিডের পথ থেকে আমাদের অবশ্য অবশ্যই বেরিয়ে আসতে হবে তা না হলে আমরা ফোরামকে কোনদিন উন্নতির দিকে নিয়ে যেতে পারবো না এটা আমাদের মাথায় রাখতে হবে আমি বিশেষ করে তাদের করব আপনাকে আপনি কার মার সম্পর্কে যদি কিছু জানতে চান তাহলে মডারেটরদের পিন পোস্ট গুলো অবশ্যই পড়বেন তারপর আপনি কার মার সম্পর্কে মাস্টার হয়ে যাবেন আমার মনে হচ্ছে ধন্যবাদ ভাই আপনাকে
Title: Re: আল্টাকয়েনে কিভাবে কামারা নেওয়া যায়?
Post by: Random203 on April 01, 2021, 04:30:11 AM
আমি সিনিয়র ভাইদের কাছে থেকে যে টুকু জানতে পেরেছি তা হলো, এখানে ভালো মানের  পোস্টকরে পজিটিভ কারমা পাওয়া যায়।  কোন স্পামার ধরিয়ে দিলে, মাল্টিপল আইডি ধরিয়ে দিলে মডারেটর খুশি হয়ে পজিটিভ  কারমা দিয়ে থাকেন।   অন্যদিকে লো-কোয়ালিটির পোস্ট করলে নেগেটিভ কারমা পেতে হয়।  স্পামিং করলে, মাল্টিপল আইডি চালালে নেগেটিভ কারমা পেতে হয়।                               
Title: Re: আল্টাকয়েনে কিভাবে কামারা নেওয়া যায়?
Post by: Azharul on April 01, 2021, 07:22:43 AM
আল্টকয়েন্স এ আমরা অবশ্য নিজেরাই নিজেদের অবস্থান শক্ত করে নিতে পারি।সেজন্য আমাদেরকে ফোরামের প্রতি সঠিকভাবে যত্নশীল হতে হবে।যেমন আমরা যখন ফোরামে কোনো পোস্ট করবো তখন যেনো পোস্টটি অর্থপূর্ণ কিনা সেটা লক্ষ রাখতে হবে।আমাদের পোস্টগুলো শিক্ষামূলক পোস্ট কিনা সেটা লক্ষ রাখতে হবে।এসব বিষয় বিবেচনা করে কাজ করলে আমরা অবশ্য কারমা নিতে পারবো।
Title: Re: আল্টাকয়েনে কিভাবে কামারা নেওয়া যায়?
Post by: Rifan Khan on May 05, 2021, 06:49:24 AM
আমরা নিজেরাই নিজেদের অবস্থানগুলো শক্ত করে নিতে পারি। কিন্তু তার জন্য করা ফোরামে সঠিকভাবে কাজ করতে হবে। আমাদের একটা জিনিস সবসময় লক্ষ রাখতে হবে। সেটি হলো আমরা পোস্ট করার সময় ভালোভাবে খেয়াল করে তারপর পোস্ট করব। আপনি যদি আমরা সবাই যুদি ফোরামে ভালোভাবে কাজ করি তাহলে আমাদের কারমা দিবে বা নিতে পারব।
Title: Re: আল্টাকয়েনে কিভাবে কামারা নেওয়া যায়?
Post by: Zero0 on May 05, 2021, 07:47:44 PM
আল্টাকয়েনে কিভাবে কামারা নেওয়া যায় সেটা যদি বলেন তাহলে ভালো হয়।
কারমা খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয়। কারমা একাউন্টকে অনেকটা প্রভাবিত করে। পজিটিভ কারমা ভালো মান সম্মত পোস্ট কে নির্দেশ করে আর নেটেটিভ কারমা লো কোয়ালিটি পোস্ট কে নির্দেশ করে। তাই পজিটিভ কারমা নিতে হলে বা পেতে হলে অবশ্যই কোয়ালিটি সম্পন্ন ভালো পোস্ট করতে হবে, যেখান থেকে কেউ না কেউ কিছু না কিছু শিখতে পারে। তবেই পজিটিভ কারমা পাওয়া সম্ভব।
Title: Re: আল্টাকয়েনে কিভাবে কামারা নেওয়া যায়?
Post by: Asad72 on May 06, 2021, 07:19:51 AM
আমরা নিজেরাই নিজেদের অবস্থানগুলো শক্ত করে নিতে পারি। কারণ তার জন্য ফোরামে সঠিকভাবে কাজ করতে হবে। আমাদের একটা জিনিস লক্ষ্য করতে হবে সেটি হলো আমরা যখন পোস্ট করি সেটি ভালোভাবে খেয়াল করে পোস্ট করা দরকার। আমরা সবাই যদি ফোরামে ভালোভাবে কাজ করি তাহলে আমাদের কারমা দিবে বা নিতে পারব।
Title: Re: আল্টাকয়েনে কিভাবে কামারা নেওয়া যায়?
Post by: salukhe on May 06, 2021, 02:02:29 PM
আমরা নিজেরাই নিজেদের অবস্থানগুলো শক্ত করে নিতে পারি। কারণ তার জন্য ফোরামে সঠিকভাবে কাজ করতে হবে। আমাদের একটা জিনিস লক্ষ্য করতে হবে সেটি হলো আমরা যখন পোস্ট করি সেটি ভালোভাবে খেয়াল করে পোস্ট করা দরকার। আমরা সবাই যদি ফোরামে ভালোভাবে কাজ করি তাহলে আমাদের কারমা দিবে বা নিতে পারব।

Asad72
আপনি কিন্তু স্কাম পোস্ট শুরু করেছেন। এই ফোরামের নিয়ম যে তিন মাসের পরে কোনো ফোরামে পোস্ট করা যাবে না কিন্তু আপনি 2018 সালের টপিক এ পোস্ট করা শুরু করেছেন। স্কাম পোস্ট করে আপনি আপনার Rank বাড়াতে শুরু করেছেন। স্কাম পোস্ট করা বন্ধ করুন ফোরামের নিয়ম মেনে কাজ করুন।
Title: Re: আল্টাকয়েনে কিভাবে কামারা নেওয়া যায়?
Post by: Malam90 on May 13, 2021, 05:10:35 PM
আমি ফোরামে নতুন জয়েন করেছি আমার কারমা সম্বন্ধে কোন ধারণা নেই। যেমন কারমা কিভাবে পেতে পারি। এবং কারমা দিয়ে কি হয়। কারমা পাওয়া ভালো না খারাপ এ বিষয়ে ও আমার কোন প্রকার ধারণা নেই তাই সিনিয়র ভাইদের প্রতি দৃষ্টি আকর্ষণ করছি যে আমারা নতুন যারা আছি তাদের এ বিষয়ে সাহায্য করুন।

যে বিষয়ে ধারণা নেই সে বিষয়ে কমেন্ট করবেন না। জেনে তারপর কমেন্ট করবেন। এই পোস্টে অনেকে কমেন্ট করেছেন। তাদের কমেন্ট পড়েও ধারণা পেতেন। আশা করি সামনে আর না জেনে কমেন্ট করবেন না কেউ। ধন্যবাদ