Altcoins Talks - Cryptocurrency Forum

Local => বাংলা (Bengali) => Topic started by: skemon on September 19, 2018, 07:24:20 PM

Title: পোষ্ট করতে সমস্যা হচ্ছে?
Post by: skemon on September 19, 2018, 07:24:20 PM
পোষ্ট করতে সমস্যা হলে কী করব আপনারা কিছু বলেন।
Title: Re: পোষ্ট করতে সমস্যা হচ্ছে?
Post by: joy73 on September 19, 2018, 07:30:25 PM
আল্টাকয়েনে পোষ্ট করলে কোনো সমস্যা হয় না বলে জানি কিন্তু আপনার যদি কোনো পোষ্টা সমস্যা হয়ে থাকে তাহলে সেই পোষ্ট বাদে যেগুলো নতুন আসবে সেগুলো করবেন তাহলে আর কোনো সমস্যার স্বিকার হতে হবে না।
Title: Re: পোষ্ট করতে সমস্যা হচ্ছে?
Post by: sornaakter01 on September 20, 2018, 04:14:29 PM
আপনার পোষ্ট করতে জদি কোন ধরনের সমস্যা হয় তা হলে আপনার প্রথমে দেখতে হবে যে এই পোষ্ট টি পোরুনো কি না জদি এই পোষ্ট টি 120 দিন আদের হয় তা হলে এই পোষ্ট করা জাবে না তাহলে আপনার আবার পুনরায় নতুন পোষ্ট করতে হবে নয় তবা আপনার সমস্যা হতে পারে ।
Title: Re: পোষ্ট করতে সমস্যা হচ্ছে?
Post by: priyanka624 on September 22, 2018, 03:22:54 AM
এই ফোরামে আমার মনে হয় না যে পোষ্ট করতে কোন সমস্যা হয়। তবে আপনার যদি পোষ্ট করতে কোন সমস্যা হয় তাহলে আপনার সমস্যা তুলে ধরে এই ফোরামে পোষ্ট করার চেষ্টা করবেন। তানা হলে আপনার সমস্যা কিভাবে আমরা বুঝতে পারবো । সমস্যা তুলে ধরুন।
Title: Re: পোষ্ট করতে সমস্যা হচ্ছে?
Post by: Redowan Hasan on October 17, 2018, 11:57:02 AM
যদি কোন পুস্ট ১২০ দিনের পুরনু হয় তবে সেটি হয়না। আয়ার কুন পুস্ট করতে গেলে যদি আপনার ৯০ সেকেন্ট এর বেশি সময় হয়ে জায় তবে সেটা হবেনা জার কারনে আপনকে খেয়াল রাখতে হবে জেন সময় পের না হয়।
Title: Re: পোষ্ট করতে সমস্যা হচ্ছে?
Post by: Lima on October 18, 2018, 05:30:16 PM
পোষ্ট করার সময় আপনার কোন ধরনের সমস্যা দেখা দিচ্ছে সেই সমস্যা উল্লেখ করে পোষ্ট করুন তাহলে কারো যানা থাকলে বলতে পাড়বে। কিরকম সমস্যা হচ্ছে সেটাই যদি না বলেন তাহলে কেমনে কি বলবো।
Title: Re: পোষ্ট করতে সমস্যা হচ্ছে?
Post by: alpian on October 20, 2018, 04:16:56 AM
শুভ সকাল....আশাকরি সবাই ভাল আছেন। এই শুভ সকালে সবাইকে যানাই স্বাগতম। পোষ্ট করতে কোনো সমস্যা হচ্ছেনা।যুদি কোনো রকমের সমস্যা  হয় তাহলে আপনাদের যানাবো।
Title: Re: পোষ্ট করতে সমস্যা হচ্ছে?
Post by: Lima on October 21, 2018, 07:16:51 AM
শুভ সকাল....আশাকরি সবাই ভাল আছেন। এই শুভ সকালে সবাইকে যানাই স্বাগতম। পোষ্ট করতে কোনো সমস্যা হচ্ছেনা।যুদি কোনো রকমের সমস্যা  হয় তাহলে আপনাদের যানাবো।
হ্যা কোনো রকম সমস্যা হলে জানাবেন। সলব করে দেওয়ার চেষ্টা করবো। আমি না পারলে সিনিয়র রা হেল্প করবে।
Title: Re: পোষ্ট করতে সমস্যা হচ্ছে?
Post by: rajib on November 01, 2018, 11:33:21 AM
আমি এখনো পর্যন্ত এই ফোরামে পোষ্ট করতে গিয়ে কোন দরনের সমস্যা দেখতে পাইনি অামার মনে হয়যে আপনাদের ও কোন দরনের সমস্যা হওয়ার কথা নয় আমার মনে হয় একটু বুজে কাজ করা উচিত তাহলে কোন সমস্যা হবে না ।
Title: Re: পোষ্ট করতে সমস্যা হচ্ছে?
Post by: lolipop on November 17, 2018, 10:41:40 PM
আমার মনে হয় এখানে পোষ্ট করতে কোন সমস্যা হওয়ার কথা না। যদি সমস্যা হয় তবে  কিসের জন্য সমস্যা হচ্ছে তা জানাবেন পরে দেখবো আপনার কেন পোষ্ট করতে সমস্যা হচ্ছে।
Title: Re: পোষ্ট করতে সমস্যা হচ্ছে?
Post by: RCB989 on November 18, 2018, 11:41:36 AM
আমি এখানে কয়েক দিন জাবদ কাজ করছি এখনো পর্যন্ত কোন দরনের সমস্যা দেখতে পাইনি আপনি এই ফোরামে 120 ‍দিন আগের পোষ্ট গ্রহনযোগ্য নয় তাই আপনার পোষ্ট করার আগে আপনার ভাল করে খেয়াল রাখতে হবে ।
Title: Re: পোষ্ট করতে সমস্যা হচ্ছে?
Post by: pretha on November 19, 2018, 05:33:39 AM
আল্টাকয়েন ফোরামে পোষ্ট করতে সমস্যা হয় না। এখানে পোষ্ট করতে মাঝে মাঝে সমস্যা হয় যদি আপনি এক মিনিটের মধ্যে দুইটি পোষ্ট করেন তাহলে আপনাকে একটি মেসেজ দিবে তাহলো আপনাকে বলবে যে 90 সেকেন্ড অপেক্ষা করতে ।
Title: Re: পোষ্ট করতে সমস্যা হচ্ছে?
Post by: tbc on November 19, 2018, 09:04:11 AM
পোষ্ট করতে গেলে কোন সমস্যার করণই নেই কারণ আপনি যদি কিছু পোষ্ট করেন তাহলে দেখবেন মাঝেমধ্যে পোষ্টে ক্লিক করলে সেটি হয় না তাই আপনার আবার ওটাকে ক্লিক করবেন দেখবেন পোষ্ট  হয়ে যাবে।
Title: Re: পোষ্ট করতে সমস্যা হচ্ছে?
Post by: Hard effect on December 27, 2018, 08:42:36 AM
পোস্ট করতে কোন সমস্যা হইতেছে না খুব ভালোভাবে পোস্ট করতে পারতাছি অনেকেই সমস্যা হয়, মনে হয় যার যেই সমস্যা ওই সমস্যা উল্লেখ করে এখানে জানান যারা সিনিয়র আছে তারা অবশ্যই আপনাকে হেলপ করতে পারবে
Title: Re: পোষ্ট করতে সমস্যা হচ্ছে?
Post by: Rana590 on December 27, 2018, 04:50:09 PM
মাঝে মাঝে আইপি সমস্যা করে। তাছাড়া সব ঠিকই আছে। ।
Title: Re: পোষ্ট করতে সমস্যা হচ্ছে?
Post by: Malam90 on January 02, 2019, 05:31:02 AM
পোস্ট করতে মাঝে মধ্যে সমস্যা হতে পারে যেমন- ৯০ সেকেন্ডের আগে পোস্ট করলে তা পোস্ট করতে পারবেন না। অন্তত ৯০ সেকেন্ডস পরে পোস্ট করুন। কখনো কখনো আইপি সমস্যা হতে পারে যেটা স্বাভাবিক। কখনো কখনো পোস্ট করতে গেলে দেখবেন নতুন টপিক ক্রিয়েট করার অপশন আসে যখন আপনার কমেন্টাই উধাও হয়ে গেছে। তাই যেটা করতে পারেন যা আমি করি তা হচ্ছে- প্রত্যেকটা কমেন্ট পোস্ট করার আগে আমি কপি করে তারপরে পোস্ট করি। যখন এই সমস্যা হয় তখতো কপি করাই আছে ওটা পেস্ট করে পরে পোস্ট করলে হয়ে যায়। এই কৌশলগুলো প্রয়োগ করতে পারেন।
Title: Re: পোষ্ট করতে সমস্যা হচ্ছে?
Post by: Rashid pk on January 05, 2019, 08:09:47 AM
টেনশনের কোন কারণ নেই, মাঝে মাঝে এমন সমস্যা হতে পারে তবে একটি পোস্ট করার পর মোটামুটি দেড় মিনিট পরে আপনি আরেকটা পোস্ট করতে পারবেন...
Title: Re: পোষ্ট করতে সমস্যা হচ্ছে?
Post by: Malam90 on January 05, 2019, 11:29:13 AM
টেনশনের কোন কারণ নেই, মাঝে মাঝে এমন সমস্যা হতে পারে তবে একটি পোস্ট করার পর মোটামুটি দেড় মিনিট পরে আপনি আরেকটা পোস্ট করতে পারবেন...
জি ভাই আপনি ঠিকই বলেছেন, মিনিমাম ৯০ সেকেন্ডস পরে পোস্ট করতে হবে আর পোস্ট করার আগে সেই পোস্টটা কপি করে রাখলে সমস্যা হলেও ব্যাকআপ থাকে। এটা কোন ব্যপারই না। নিয়ম মেনে পোস্ট করুন সবাই, আশা করি ভালো ফল পাবেন।
Title: Re: পোষ্ট করতে সমস্যা হচ্ছে?
Post by: JISAN on January 13, 2019, 06:20:35 AM
পোষ্ট করতে সমস্যা হলে কী করব আপনারা কিছু বলেন।
পোস্টের সাইজ বড় করে পোস্ট করেন তাহলে আসা করি কোনো সমস্যা হবে না। পোস্টের সাইজ মিনিমাম ৭৫ ক্যারেক্টার করুন মেক্সিমাম জেত করতে পাড়েন।