Altcoins Talks - Cryptocurrency Forum

Local => বাংলা (Bengali) => Topic started by: skemon on September 19, 2018, 07:42:18 PM

Title: বিটকয়েনের অবস্থা এখন কি?
Post by: skemon on September 19, 2018, 07:42:18 PM
বিটকয়েনের অবস্থা এখন কি হয়ে দাড়িয়েছে তা যদি কেউ বলে তাহলে অনেক উপকার হয়।
Title: Re: বিটকয়েনের অবস্থা এখন কি?
Post by: joy73 on September 19, 2018, 07:47:27 PM
বিটকয়েনের অবস্থা এখন আগের চেয়ে অনেকটা ভালো। বর্তমানে বিটকয়েন আস্তে আস্তে উপরের দিকে উঠতে সামনের দিনগুলোতে আমি মনে করি বিটকয়েন এর মান অনেক বাড়বে। তাই সবাই এই কয়েন বেশি বেশি ক্রয় করে রাখতে পারেন।
Title: Re: বিটকয়েনের অবস্থা এখন কি?
Post by: sornaakter01 on September 20, 2018, 03:05:03 PM
আমার মনে হয় বিটকয়েন সামনের দিন গুলোতে আরো ভাল অবস্তানে জেতে পারে 2019 এর প্রথম দিক দিয়ে আরো উচস্তানে জেতে পারবে তাই আমার মনে হয় যে এখন বিটকয়েন এর মধ্যে বিনিয়োগ করা উচিত তাতে আপনারা পরবতি সময় আয় করতে পারবেন
Title: Re: বিটকয়েনের অবস্থা এখন কি?
Post by: Salauddin on September 20, 2018, 03:33:03 PM
এই মাসের শেষের দিকে বিট কয়েন এর দাম বারতে থাকবে ফান্ডামেন্টাল এনালাইসেস করলে বোঝা যায় যে আন্তরজাতিক বাযারে যখন ডলারের মুল্য কমতে থাকে তখন অপরদিকে অন্যান্য সব মুদ্রার দাম বাড়তে থাকে, চীন ও আমেরিকার মধ্যে যে সমস্যা তাতে বলা যেতে পারে যে বিটকয়েন সহ অন্যান্য সবকিছুর দাম বাড়তে থাকবে...।
Title: Re: বিটকয়েনের অবস্থা এখন কি?
Post by: priyanka624 on September 22, 2018, 03:43:45 AM
বিটকয়েনের বর্তমান অবস্থা একটু খারপ এখন মাত্র 7000 ডলারে বিটকয়েন আছে। এটি প্রতিদিন উঠানামা করে বলে মানুষে এটাতে বিনিয়োগ করে বেশি । এটির সর্বোচ্চ মূল্য ছিল 19000 ডলার । তাই এটাতে সবাই বিনিয়োগ করে এটি আবার মনে হয় আগের যায়গায় যেতে পারে। তাই আপনারা এটাতে বিনিয়োগ করতে পারেন।
Title: Re: বিটকয়েনের অবস্থা এখন কি?
Post by: Coin63@ on September 23, 2018, 06:55:32 PM
বিটকয়েনের বর্তমান অবস্থা একটু খারপ এখন মাত্র 7000 ডলারে বিটকয়েন আছে। এটি প্রতিদিন উঠানামা করে বলে মানুষে এটাতে বিনিয়োগ করে বেশি । এটির সর্বোচ্চ মূল্য ছিল 19000 ডলার । তাই এটাতে সবাই বিনিয়োগ করে এটি আবার মনে হয় আগের যায়গায় যেতে পারে। তাই আপনারা এটাতে বিনিয়োগ করতে পারেন।
Sorry to say I don't type Bangla but I am Bangladeshi. Now bitcoin and Ethereum price is passing its journey with dull season. With dumping prices I faces a huge amount of losses. Because when Ethereum price was $480 then I bought 10 Ethereum but my ten Ethereum now in Turing to $2300 dollars... What a price is!!!! I am waiting for price increasing.
Title: Re: বিটকয়েনের অবস্থা এখন কি?
Post by: Coin63@ on September 24, 2018, 09:03:13 AM
   বিটকয়েন এর অবস্থা এখন মোটামুটি ভালোর দিকে যাচ্ছে।আশা করছি আগামি মাসে আরো উন্নতি হবে।
Title: Re: বিটকয়েনের অবস্থা এখন কি?
Post by: Salauddin on September 24, 2018, 09:13:34 AM
বিটকয়েনের বর্তমান অবস্থা একটু খারপ এখন মাত্র 7000 ডলারে বিটকয়েন আছে। এটি প্রতিদিন উঠানামা করে বলে মানুষে এটাতে বিনিয়োগ করে বেশি । এটির সর্বোচ্চ মূল্য ছিল 19000 ডলার । তাই এটাতে সবাই বিনিয়োগ করে এটি আবার মনে হয় আগের যায়গায় যেতে পারে। তাই আপনারা এটাতে বিনিয়োগ করতে পারেন।
Sorry to say I don't type Bangla but I am Bangladeshi. Now bitcoin and Ethereum price is passing its journey with dull season. With dumping prices I faces a huge amount of losses. Because when Ethereum price was $480 then I bought 10 Ethereum but my ten Ethereum now in Turing to $2300 dollars... What a price is!!!! I am waiting for price increasing.
আপনি কিছুদিন হোল্ড করতে পারেন এই বছরের শেষের দিকে আসতে আসতে আবার দাম বারবে, ফান্ডামেন্টাল এ্যানালাইসিস একটু বোঝার চেষ্টা করুন, আর একটু ধর্য ধরে কিছুদিন অপেক্ষা করুন তাহলেই আপনি আসা করছি ভালো একটা ফলাফল পাবেন, শুদু আপনি নন আপনার মতো অনেকেই যারা ট্রেড করে তারা সবাই এই সমস্যা তে আছে...।
Title: Re: বিটকয়েনের অবস্থা এখন কি?
Post by: Hridoy15 on September 30, 2018, 07:58:55 AM
আমরা যদি বিটকয়েন এর আগের অবস্থার দিকে লক্ষ্য করি তাহলে আমরা দেখতে পাব এখন বিটকয়েন এর অবস্থা একটু খারাপ আছে।  ২০১৭ সালে বিটকয়েন এর দাম ছিল ১৯০০ ডলার কিন্তু এখন এটার দাম ৭০০০ ডলার সুতরাং আমরা বোঝতে পরাতেছি এখন বিটকয়েন এর দাম একটু কম আছে। তবে আশা করি খুব দ্রুত এটার দাম বৃদ্ধি পাবে।
Title: Re: বিটকয়েনের অবস্থা এখন কি?
Post by: TingTong on October 01, 2018, 12:17:25 PM
বিটকয়েনের অবস্থা এখন কি হয়ে দাড়িয়েছে তা যদি কেউ বলে তাহলে অনেক উপকার হয়।
বিটকয়েন এর বর্তমানে অবস্থা স্থিতিশীল পর্যায়ে আছে। পরবর্তি বছর বিটকয়েনের দাম বৃদ্দি  পাবার সম্ভাবনা রয়েছে।
Title: Re: বিটকয়েনের অবস্থা এখন কি?
Post by: Shakawat on October 03, 2018, 04:56:42 AM
বিট কয়েনের দাম আগের চেয়ে এখন কম আছে এবং আশা করি বর্তমানে এর মূল্য বৃদ্ধি পাবে এবং আগের সোনালী দিনগুলি পাওয়া যাবে
Title: Re: বিটকয়েনের অবস্থা এখন কি?
Post by: Rony24h7 on October 03, 2018, 07:08:37 PM
আজকের তারিখে বিটকয়েনের মান ৬৫০০ ইউএসডি।
যদি বিটকয়েনের একদম প্রথমের দিকে তাকাই তাহলে আজকের বাজারের মান প্রথম দিকের তুলনায় অনেক গুন বেশি। আর যদি গতো বছরের শেষের দিকে যে দাম/মান ছিলো তার চাইতে এখন বিটকয়েনের দাম অনেক কম। সার্বিক ভাবে দেখতে গেলে এখন বিটকয়েন ডাউন ট্রেন্ড এ আছে।
Title: Re: বিটকয়েনের অবস্থা এখন কি?
Post by: vola on October 08, 2018, 03:56:48 AM
বিটকয়েন একটি ভালো মুদ্রা এটির দাম এখন মাত্র 6600 ডলার । এটি প্রতিদিনই উঠা- নামা করে থাকে বলে একেক সময় এর দাম একেক হয়ে থাকে। যেমন 2018 সালের জানুয়ারি মাসে এর দাম ছিল 16000 হাজার ডলার আবার 2017 সালের ডিসেম্বর মাসে এর দাম ছিল 19500 ডলার । তাই বলা যায় না কখন এর দাম আবার আগের অবস্থানে যায়।
Title: Re: বিটকয়েনের অবস্থা এখন কি?
Post by: tbc on October 09, 2018, 08:02:32 AM
বিটকয়েন এর দাম প্রতিদিন এক জায়গায় থাকে না এটি সবসময় উঠা-নামা করে বলে এর দাম এক সময় একেক থাকে। এখন এর দাম 6500 ডলার আছে আমার মনে হয় এর দাম এখন একটু নিচে আছে। তাই এখন আপনারা বিটকয়েনে বিনিয়োগ করতে পারেন। এখন বিনিয়োগ করলে লাভ ছাড়া ক্ষতি হবে না।
Title: Re: বিটকয়েনের অবস্থা এখন কি?
Post by: JISAN on October 10, 2018, 06:14:45 AM
যদি বিটকয়েনের মূল্য বৃদ্ধি পায় অদূর ভবিষতে বিটকয়েনের ক্ষুদ্র একটি অংশ একটি টয়োটা পাজোরো কেনার জন্য যথেষ্ট হতে পারে। প্রতি বিটকয়েন ১০০ মিলিয়ন ভাগে ভাগ করা যাবে, যেটিকে ‘সাতোশি’ বলে। সুতরাং, সর্বমোট বিটকয়েন একক হবে ২,১০০,০০০,০০০,০০০,০০০ঃ ২.১ কোয়াড্রিলিয়ন অথবা ২৫০.৮৯৯ বা ২৫০.৯ । যেটি কিনা কয়েকটি কারণে হতে পারে। তেমনি বিটকয়েনের দাম যতই বৃদ্ধি পাচ্ছে তার চাহিদা ততই বেড়ে যাচ্ছে ‌........
Title: Re: বিটকয়েনের অবস্থা এখন কি?
Post by: Salauddin on October 10, 2018, 07:07:49 AM
যদি বিটকয়েনের মূল্য বৃদ্ধি পায় অদূর ভবিষতে বিটকয়েনের ক্ষুদ্র একটি অংশ একটি টয়োটা পাজোরো কেনার জন্য যথেষ্ট হতে পারে। প্রতি বিটকয়েন ১০০ মিলিয়ন ভাগে ভাগ করা যাবে, যেটিকে ‘সাতোশি’ বলে। সুতরাং, সর্বমোট বিটকয়েন একক হবে ২,১০০,০০০,০০০,০০০,০০০ঃ ২.১ কোয়াড্রিলিয়ন অথবা ২৫০.৮৯৯ বা ২৫০.৯ । যেটি কিনা কয়েকটি কারণে হতে পারে। তেমনি বিটকয়েনের দাম যতই বৃদ্ধি পাচ্ছে তার চাহিদা ততই বেড়ে যাচ্ছে ‌........
আহ মোদের এক্সপার্ট, আপনার এটাও মনে রাখা উচিত যে এটা একটা মাত্র বুলশীট এও পরিণত হতে পারে একসময়, এটারো কোন গ্যারান্টি নাই, ফান্ডামেন্টাল এনালাইসিস এটাই বলছে যে যখন অন্যান্য প্রধান বা মাদার মুদ্রার দামগুলো পতন হতে থাকবে ঠিক তখনি বিটকয়েন তার ভিত শক্তিশালি করার জন্যে মাথা চাড়া দিয়ে উঠবে, এটা কয়েকজনের হাতে নিওন্ত্রিত হয়.....।
Title: Re: বিটকয়েনের অবস্থা এখন কি?
Post by: alpian on October 12, 2018, 01:49:57 PM
Good evening everyone is expecting how well everyone is. Welcome to know the members of Ulta coins and full members and sr members.
Title: Re: বিটকয়েনের অবস্থা এখন কি?
Post by: Lima on October 17, 2018, 06:17:23 AM
বিটকয়েনের অবস্থা এখন কি হয়ে দাড়িয়েছে তা যদি কেউ বলে তাহলে অনেক উপকার হয়।
শুধু বিটকয়েন নয়  ক্রিপ্টো  মারকেটের সকল কয়েনের দাম এখন অনেক কম। তবে এখন এগুলোর বাড়ার আশা করা যায় না। ২০১৯ সালে হয়তোবা আবার ক্রিপ্টো মারকেট ভালো হতে পাড়ে।
Title: Re: বিটকয়েনের অবস্থা এখন কি?
Post by: Redowan Hasan on October 17, 2018, 07:08:42 PM
বিটকয়েন এর বর্তমান অবস্থা আগের থেখে খারাপ জাচ্ছে।  ২০১৭ সালেও এর দাম ছিল ১৯০০০ দলার কিন্তু এ বছর ৭০০০ ডলার। কিন্তু আশা করি পরের বছর এর দাম আবার আগের অবস্তান ফিরে পাবে।
Title: Re: বিটকয়েনের অবস্থা এখন কি?
Post by: Lima on October 18, 2018, 05:54:00 AM
বিটকয়েনের অবস্থা এখন কি হয়ে দাড়িয়েছে তা যদি কেউ বলে তাহলে অনেক উপকার হয়।
বিটকয়েনের অবস্থা এখন খুবই খারা যে বিটকয়েন ২০,০০০$ ছাড়িয়েছিলো সেই বিটকয়েন এখন ৬০০০-৭০০০ এর মদ্ধেই বিদ্ধমান
Title: Re: বিটকয়েনের অবস্থা এখন কি?
Post by: alpian on October 18, 2018, 04:14:02 PM
এই পোষ্টটি নতুনদের জন্য করা
ফোরামে কিছুদিন যাবত দেখতেছি কিছু নতুন মেম্বাররা সাধারণ বিষয় গুলোও বুঝে না। নিজ থেকে কোনো রকম বোঝার চেষ্টা না করে ফোরামে পোষ্ট করে (আমাকে হেল্প করুন) (আমি নতুন আমাকে সাহায্য করুন) (আমি কি কাজ করতে পাড়বো)  ইত্যাদি ইত্যাদি। কিন্তু কিছু মেম্বার তাদেরর সমস্যা উল্লেখ করেছে আমি তাদের সমাধান দিচ্ছি।
★ আমি কি এখন কাজ করতে পাড়বো / কাজ করতে কত অ্যাক্টিভিটি বা পোষ্ট লাগবে।
=> হ্যা আপনি কাজ করতে পাড়বেন।
আপনার কাজ করার জন্য কোনো অ্যাক্টিভিটির প্রয়োজন নেই শুধু ১ টা অ্যাক্টিভিটি হয়ে নিউবায় হলেই আপনি বাউন্টি তে জয়েন করতে পাড়বেন। আপনি বাউন্টির সিগনেচার ক্যাম্পিং বাদ দিয়ে অন্য সবগুলো ক্যাম্পিং এ জয়েন করতে পাড়বেন। কেননা শুধু সিগনেচারের ক্ষেত্রেই তারা পজিশন দেখে আর পজিশন অনুযায়ী সিগনেচার কোডগুলো বানায়। সিগনেচার ক্যাম্পিং বাদ দিয়ে আপনি নিউবায় হয়ে যে পরিমান প্যমেন্ট পাবেন একজন লেজেন্ডারি মেম্বারও সমানই প্যমেন্ট পাবে কেননা সোসিয়াল ক্যাম্পিং গুলা নির্ভর করবে আপনার। ফেসবুক ফ্রেন্ড, টুইটার ফলো, ইউটিউব সাবস্ক্রাইবের/ভিও , রিডিট কারমা, লিনকডিন কানেকশন,  মিডিয়াম ফলো। এগুলার ওপর আপনার এগুলা যত বেশি থাকবে তত আপনি স্টেক বেশি পাবেন।
এখান থেকে আপনার পছন্দমতো বাউন্টি খুজে নিন: Bounty

★ আমার পোষ্ট ডিলিট করে দেওয়া হয় কেনো
আপনার পোস্ট কোয়ালিটি ভালো হয়না। হয় স্পামিং হয়, হয়তো সেক্সচুয়ালিটি হয়, হয়তবা একেবারে লো কোয়ালিটি হয় এর কারনে মডারেটর আপনার পোস্ট ডিলিট করে দেয়। ভালো মানের পোষ্ট করুন ডিলিট করবে না।

★ আমি প্রতিদিন কয়টা পোষ্ট করতে পাড়বো
বিটকয়েন টক এর নিয়ম অনুযায়ী প্রতি ৩৬০ সেকেন্ড মানে ৬ মিনিট পড় পড় একটি করে পোষ্ট করা যায় তবে প্রতিদিন কাজের রিপোর্ট জমা পোস্ট বাদ দিয়ে ৪-৫ টা পোষ্ট করাই বেটার। তার অধিক না করাই ভালো।

★ আমি মেরিট পাবো কিভাবে
মেরিট পেতে হলে আপনাকে ভালো মানের পোষ্ট করতে হবে। আপনার পোষ্ট হেল্পফুল হতে হবে। নতুন আপডেট কিছু পোষ্ট করতে হবে যেন আপনার পোষ্ট দেখে অন্যরা কিছু শিখতে পাড়ে। কপি পেস্ট করবেন না। নিজ থেকে ভালো কিছু পোস্ট করবেন। এবং অন্যরা যে কোয়ালিটির পোস্টে করে মেরিট পেয়েছে তাদের নিয়ম অনুসরণ করবেন। ভূলেও কপি করতে যাবেন না।
Title: Re: বিটকয়েনের অবস্থা এখন কি?
Post by: alpian on October 19, 2018, 12:55:29 PM
বিটকয়েনের এখনকার অবস্থা খুব একটা ভালনা। কারন এখন বাউন্টি করে ভাল মানের পেমেন্ট পাওয়া যায় না।তাই ভাল ধরনের মুনাফা পাওয়া যায় না।
Title: Re: বিটকয়েনের অবস্থা এখন কি?
Post by: alpian on October 20, 2018, 12:07:33 PM
বিটকয়েনের জনপ্রিয়তা এবং ব্যাবহার এতই দ্রুত বৃদ্ধি পাচ্ছে, যার সাথে পাল্লা দিয়ে অন্যকোন কারেন্সী দাড়াতে পারছে না। গত ২০১৬ সালের জানুয়ারী মাসে এক বিটকয়েনের মূল্য ছিলো ৪২০ ডলার তা এখন বেড়ে দাড়িয়েছে ৬,৫৮৮.৭৯ ডলারের মতো।এটি বর্তমানে স্বর্ণের চাইতেও দামী, বর্তমানে এক ভরি স্বর্ণের দাম ৪২,০০০টাকা (প্রায়)বাংলাদেশের বাজার মূল্য অনুযায়ী। বিশ্ব অর্থনীতিবিদগণ আশংকা করছেন, ২০১৮ সালের ডিসেম্বর নাগাদ এর মূল্য ৭,০০০ ডলারে উন্নিত হতে পারে। গুগলে btc to usd লিখে সার্চ দিলে প্রতিদিনকার আপডেট রেইট পাওয়া যাবে।বিটকয়েনের কোন নিয়ন্ত্রক না থাকায় এর ব্যাবহার আশংঙ্কাজনক ভাবে অর্থ-পাচারকারী, চোরাকারবারী এবং অবৈধ মাদক ব্যাবসায়ীদের মধ্যে দ্রুত প্রসার লাভ করছে।নিয়ন্ত্রনহীনতার কারনে, এটির মাঝে মাঝে মারাত্নকভাবে দরপতন ঘটে আবার দরের উর্ধ্বমূখী অবস্থান হয়ে যায়।মাঝে মাঝে আবার এটি দুষ্প্রাপ্যও হয়ে উঠে।
Title: Re: বিটকয়েনের অবস্থা এখন কি?
Post by: alpian on October 20, 2018, 12:13:07 PM
বিটকয়েন সম্পর্কে কিছু কথা
এখানে যারা আছেন আমার মনে হয় অধিকাংশরাই বিটকয়েন সম্পর্কে সম্পূর্নভাবে জানেন না। তাই আপনাদের জন্য এই পোস্ট।
         বিটকয়েন কি?
বিটকয়েন হলো ভার্চুয়াল মূদ্রা। যা অনলাইন ক্রিপ্টোকুয়ারেন্সি মার্কেটেরর মদ্ধে জনপ্রিয় এবং সবচেয়ে বেশি মূল্যের কয়েন। এটি মাত্র ৬ টি দেশ বাদে সব দেশেই বৈধতা পেয়েছে। তবে আমার মনে হয় খুব সিগ্রহই অই ৬ টি দেশেও বৈধতা লাভ করবে।
       বিটকয়েনের আবিষ্কার
অস্ট্রেলিয়ান উদ্যোক্তা ক্রেগ স্টিভেন রাইট আসলে বিটকয়েনের জনক, যিনি সাতোশি নাকামাতোর নাম ধারণ করেছিলেন।
ডিজিটাল সম্পদ কেনাবেচা ও লেনদেনের জনপ্রিয় প্ল্যাটফর্ম বিটকয়েন। এর সূচনা পর্ব থেকেই প্রযুক্তি দুনিয়ায় সাতোশি নাকামাতো এক রহস্যের নাম। ২০০৮ সালে বিটকয়েন তৈরির পরপরই তার অধিকারে সর্বমোট বিটকয়েন ছিল প্রায় ১০ লাখ।  তখন ১ বিটকয়েনের মূল্য ছিলো ০.১৬$ যা ২০১৭ তে ২০,০০০$ ছাড়িয়েছি। এখন ৬-৭ হাজারের মদ্ধে আছে। তবে সাতোশি নাকামাতো সর্বধা নিজের পরিজয় গোপন রাখতে চেয়েছেন। তবে শেষ পর্যন্ত সবাই জানতে পেড়েছে সাতোশি নাকামাতো বিটকয়েনের জনক।এবং সে নিজেই তা শিকার করেছে। কিন্তু এত দিন কেন চুপ করে ছিলেন ক্রেগ? এ প্রশ্ন অনেকের মনেই এখন ঘুরপাক খাচ্ছে। তার উত্তর জানাচ্ছেন ক্রেগ নিজেই, ‘আমি কাজ করে যেতে চাই। আমি সেটাই করে যেতে ইচ্ছুক, যা আমি চাই। আমি কোনো অর্থ চাই না। আমি কোনো খ্যাতি চাই না। আমি কোনোরকম বন্দনা চাই না। আমি শুধু আমার একার মতো থাকতে চাই।’
Title: Re: বিটকয়েনের অবস্থা এখন কি?
Post by: alpian on October 21, 2018, 12:58:04 PM
বিটকয়েনের এখন কার অবস্থা খুব একটা ভাল না।কারন হলো এখন আমরা বাউন্টি করে ভালমানের প্রমেন্ট পাইনা।কিন্তু আগে এই রকম ছিলনা।আগে বাউন্টি করে ভালমানের প্রমেন্ট পাওয়া গেছে।
Title: Re: বিটকয়েনের অবস্থা এখন কি?
Post by: ismail2270 on October 21, 2018, 01:07:11 PM
বিটকয়েনের দাম বর্তমানে অনেকটাই কমে গেছে। তাই আমাদের কেউরই আর বিটকয়েনে ইনকাম করার ইচ্ছা নেই। তাই আমরা চলে
এসেছি আল্ট্রাকয়েনে এখানে আমরা ভালো ভালো পোস্ট দিতে হবে। আমাদের কে ভালো একটা স্টেপে যাওয়ার জন্য। তার পাশাপাশি আমাদের প্রয়োজন কারমা।।। তাই ভালো ভালো পোস্ট দিয়ে আমাদের কারমা পেতে হবে।।।
Title: Re: বিটকয়েনের অবস্থা এখন কি?
Post by: Fariwala on October 28, 2018, 04:37:11 PM
বিটকয়েনের দাম এখন অনেকাংশে কমে গেছে আশাকরি 2019 সালের মধ্যেই বিটকয়েনের দাম আবার বাড়বে
Title: Re: বিটকয়েনের অবস্থা এখন কি?
Post by: rajib on October 29, 2018, 05:48:19 PM
আমার মনে হয় যে বিটকয়েন আগের তুলনায় এখন কিছুটা ভাল অবস্তানে রয়েছে । এখানে জারা মাকেটারের কাজ করেন তারা হয়ত বা ভাল বলতে পারবেন । আর আমার জানা সথে বিটকয়েন একটু উপরেই অবস্তান করছে ।
Title: Re: বিটকয়েনের অবস্থা এখন কি?
Post by: lolipop on November 17, 2018, 11:07:15 PM
বিটকয়েন এখন অনেক নিচে আছে। এখন বিটকয়েন এর মূল্য 5300 ডলার তাই এখন যদি আপনারা বিটকয়েনে বিনিয়োগ করতে পারেন তাহলে কিছুদিনের মধ্যে আপনারা অনেক লাভ করতে পারবেন । তাই দেরি না করে বিনিয়োগ করুন।
Title: Re: বিটকয়েনের অবস্থা এখন কি?
Post by: RCB989 on November 18, 2018, 10:55:28 AM
আপনি জদি বিটকয়েন এর বর্তমান অবস্থান জানতে চান তাহলে আমি বলতে চাইছি যে বিটকয়েন বর্তমানে 5600 এর পাসা পাসি জায়গায় অবস্থন করছে আমি জাতটুকু জানি যে কিছুদিন পর আরো ভাল অবস্থানে জেতে পারে বলে দারনা করা যায় ।
Title: Re: বিটকয়েনের অবস্থা এখন কি?
Post by: pretha on November 18, 2018, 01:50:04 PM
এখন বিটকয়েন অনেক নিচে আছে এর দাম এখন 5500 ডলার এটি কিছুদিন পর পর অনেক নিচে নেমে আসছে । এভাবে নিচে নামতে থাকলে একসময় এটি আগের অবস্থানে ফিরে আসতে পারে।
Title: Re: বিটকয়েনের অবস্থা এখন কি?
Post by: Hard effect on December 03, 2018, 10:16:22 AM
বিটকয়েনের অবস্থা এখন তেমন একটা ভালো না বললেই চলে তবে এটি সামনে খুব ভালো একটা পজিশনে যাবে সেটা নিঃসন্দেহে বলা যায়
কেনো না এটি 19 হাজার ডলার পর্যন্ত উঠেছিল এর দাম এবং এখন যার মূল্য মাত্র চার হাজার ডলার এবং এটি খুব ভালো অবস্থানে আবার ফিরে যাবে এমনটি আমি মনে করি
Title: Re: বিটকয়েনের অবস্থা এখন কি?
Post by: Rashid pk on December 03, 2018, 01:01:46 PM
বিটকয়েন সহ পুরো ক্রিপ্টোকারেন্সির অবস্থায় খুবই খারাপ, প্রত্যেকদিন coinmarketcap এ যাই আর মন খারাপ করে বের হয়ে আসি  :'(
বর্তমান বিটকয়েনের দাম $4,011 জানিনা এই অবস্থা আরো কতদিন থাকবে...
Title: Re: বিটকয়েনের অবস্থা এখন কি?
Post by: Hard effect on December 04, 2018, 09:21:52 AM
বিটকয়েন দামের দিক দিয়ে এখন কিছুটা কম আছে গত বছরের শেষের দিকের তুলনায় তবে এটি যে 2019 সালে দাম বাড়বে তার  কোনো গ্যারান্টি দেওয়া যায় না তবে এটি বাড়বে বলে আমি মনে করি
Title: Re: বিটকয়েনের অবস্থা এখন কি?
Post by: Hard effect on December 06, 2018, 08:37:19 AM
বিটকয়েনের অবস্থা এখন খারাপ যাচ্ছে তবে 2019 সালের শুরুর দিকে এটি ভালো অবস্থানে যেতে পারে আপনারা চাইলেই  বিনিয়োগ করতে পারেন
Title: Re: বিটকয়েনের অবস্থা এখন কি?
Post by: Malam90 on December 06, 2018, 10:47:26 AM
বিটকয়েনের অবস্থা খুবই ভালো, কোন সমস্যা নেই তবে বিটকয়েনের দাম বর্তমানে কিছুটা কমেছে। কয়েনমার্কেটক্যাপে গেলে দেখা যাবে হয়ত ২দিন স্টাবল থাকে রেট পরে আবার কমে যাচ্ছে দিন দিন। সার্বিক মার্কেটের অবস্থা মোটেও ভালোনা। তবে হতাশ হওয়ার কোন কারণ দেখিনা। আশা নিয়েই মানুষ বাঁচে তাই আমরা আশা করছি নতুন বছরে ক্রিপটো মার্কেটে নতুন আশার আলো সঞ্চার হবে, ফিরে আসবে বিনিয়োগকারীদের মুখে হাসি-এটাই প্রত্যাশা।
Title: Re: বিটকয়েনের অবস্থা এখন কি?
Post by: JISAN on January 13, 2019, 07:04:50 AM
বিটকয়েনের অবস্থা এখন কি হয়ে দাড়িয়েছে তা যদি কেউ বলে তাহলে অনেক উপকার হয়।
বিটকয়েনের অবস্থা এখন খুবই খারাপ আজকে দাম মাত্র 3600 something ডলার। তবে খুব শিগ্রই আবার দাম বারবে বলে আসা করা যায়।
Title: Re: বিটকয়েনের অবস্থা এখন কি?
Post by: Fariwala on January 16, 2019, 08:31:42 AM
বর্তমান বাজারে ক্রিপ্টোকারেন্সির খুব খারাপ অবস্থা..তাই আমার মতে আপনারা যদি পারেন তাহলে কিছু কয়েন কিনে রাখেন ভবিষ্যতে তা কাজে দেবে..বিটকয়েনের দাম 2012 সালে খুব ছিল..কিন্তু বর্তমানে খুব খারাপ অবস্থা যাচ্ছে ক্রিপ্টোকারেন্সি মার্কেট গুলোর..
Title: Re: বিটকয়েনের অবস্থা এখন কি?
Post by: hadi97bd on January 21, 2019, 06:54:23 AM
আগের চেয়ে বিটকয়েনের বাজার ভাল, তাই সবাই কিনে রাখেন আশা করি এটি তার আগের অবস্থায় ফিরে যাবে।
Title: Re: বিটকয়েনের অবস্থা এখন কি?
Post by: Lima on January 21, 2019, 07:08:02 AM
আগের চেয়ে বিটকয়েনের বাজার ভাল, তাই সবাই কিনে রাখেন আশা করি এটি তার আগের অবস্থায় ফিরে যাবে।
আগের অবস্থায় ফিরে আসার তো কোনো দিক দেখতেছি না ভাই। বিটকয়েন ৩৫০০-৩৬০০ তেই পরে আছে। কি যে হবে কিছুই বুঝতেছি না।
Title: Re: বিটকয়েনের অবস্থা এখন কি?
Post by: JISAN on January 22, 2019, 03:50:54 AM
আগের চেয়ে বিটকয়েনের বাজার ভাল, তাই সবাই কিনে রাখেন আশা করি এটি তার আগের অবস্থায় ফিরে যাবে।
আগের চেয়ে ক্রিপ্টো বাজার ভালো হয়নি। এখনও ডাউনের মধ্যেই আছে। তবে বাড়বে কিন্তু কখন কিভাবে বাড়বে তা বলা জাচ্ছে না। তবে এখন ক্রিপ্টোর দাম কম আছে। চায়লে সবাই কিনে রাখতে পাড়েন।
Title: Re: বিটকয়েনের অবস্থা এখন কি?
Post by: Lima on January 22, 2019, 03:54:13 AM
আগের চেয়ে বিটকয়েনের বাজার ভাল, তাই সবাই কিনে রাখেন আশা করি এটি তার আগের অবস্থায় ফিরে যাবে।
আগের চেয়ে ক্রিপ্টো বাজার ভালো হয়নি। এখনও ডাউনের মধ্যেই আছে। তবে বাড়বে কিন্তু কখন কিভাবে বাড়বে তা বলা জাচ্ছে না। তবে এখন ক্রিপ্টোর দাম কম আছে। চায়লে সবাই কিনে রাখতে পাড়েন।
আপনিও কথাটা মন্দ নলেননি। এখন সব কয়েনের দাম কম তাই এখন কিছু কয়েন কিনে রাখলে ভালো প্রফিট পাওয়া যেতে পাড়ে। তাই ভালো ভালো কয়েন সবাই কিনে রাখতে পাড়েন।
Title: Re: বিটকয়েনের অবস্থা এখন কি?
Post by: Sujon83 on March 18, 2019, 05:15:49 AM
আমার মনে হয় বিটকয়েন এখন যেই ভাবে আছে তা বেশি দিন থাকবে না । কারন বিটকয়েন সম্পর্কে সবাই কম বেশি জানতেছে এবং এর বাজার ও এখন ভালো হচ্ছে ।
Title: Re: বিটকয়েনের অবস্থা এখন কি?
Post by: Tanimariya on March 18, 2019, 12:50:49 PM
আমার মনে হয় বিটকয়েন এখন যেই ভাবে আছে তা বেশি দিন থাকবে না । কারন বিটকয়েন সম্পর্কে সবাই কম বেশি জানতেছে এবং এর বাজার ও এখন ভালো হচ্ছে ।
আমি বুঝলাম না আপনি শুধু শুধু ২০১৮ সালের topic নিয়ে কথা বলছেন। ২০১৮ বিটকয়েন এর  বাজার ১৮ তে খারাপ ছিল এখন একটু ভালো হয়েছে। পোস্ট দেখে বুঝে পোস্ট reply দিন। এটা  ২০১৯ সাল মনে রাখবেন।
Title: Re: বিটকয়েনের অবস্থা এখন কি?
Post by: Malam90 on March 19, 2019, 05:20:39 AM
আমার মনে হয় বিটকয়েন এখন যেই ভাবে আছে তা বেশি দিন থাকবে না । কারন বিটকয়েন সম্পর্কে সবাই কম বেশি জানতেছে এবং এর বাজার ও এখন ভালো হচ্ছে ।

জি, বিটকয়েনের দাম এখন প্রায় ৪০০০ ডলার। ৪০০০ এর কাছাকাছি অনেক দিন অবস্থান করতেছে। যখন কোন কয়েন কোন অবস্থানে কিছুদিন স্টাবল থাকে তখন সেখান থেকে পাম্প হওয়ার সম্ভাবনাই বেশি থাকে কারণ ইতিমধ্যেই সেই কয়েন ডাম্পকে প্রতিরোধ করে স্টাটবল হয়েছে। তাই পাম্পই আশা করা যায়। ৫০০০ ডলার হওয়া এখন সময়ের দাবি।
Title: Re: বিটকয়েনের অবস্থা এখন কি?
Post by: ALEX JAHID on April 07, 2019, 04:20:34 PM
বিট কয়েন আর দাম আগের থেকে অনেক টা বেশি বলা যায় কারন আগে বিটকয়েন এর দাম ছিল ৩৬০০ কিন্তু আজ আতক বেরে ৫৬০০ তে উঠে গেছে মার্কেট আর অবস্থা ভালো থাকলে ১০০০০ এর উপরে যাবে।।।
Title: Re: বিটকয়েনের অবস্থা এখন কি?
Post by: Akash on April 08, 2019, 05:09:23 PM
আজ ০৮.০৪.২০১৯ তারিখে বিতকয়েনের দাম আকাশছোয়া। ৫২০০ ছারিয়েছে আশাকরি আরো ছারাবে।
Title: Re: বিটকয়েনের অবস্থা এখন কি?
Post by: Em00n01 on April 21, 2019, 06:23:26 PM
বর্তমানে ভালো পজিশনে আছে। 5000$ স্ট্রং পয়েন্ট। যদি ডাম্প না করে তবে নেক্সট স্ট্রং জোন হবে 5500$
Title: Re: বিটকয়েনের অবস্থা এখন কি?
Post by: JISAN on April 21, 2019, 06:27:24 PM
বিটকয়েনের অবস্থা এখন কি হয়ে দাড়িয়েছে তা যদি কেউ বলে তাহলে অনেক উপকার হয়।
বিটকয়েন কমতে কমতে ৩৭০০$ এ আসছিলো তাতে মনে হচ্ছিলো বিটকয়েন হয়তো সেই প্রথমের দামের মত হবে :D
কিন্তু কিছুদিন ধরে বিটকয়েনের দাম আবার বৃদ্ধি পাচ্ছে। এখন মনে হচ্ছে আস্তে আস্তে আবার পাম্প করবে বিটকয়েন।
Title: Re: বিটকয়েনের অবস্থা এখন কি?
Post by: ttcsalam on May 24, 2019, 12:38:13 PM
বিট কয়েনের অবস্থা দিনের পর দিন বাড়ছে এবং সামন্য কিছু কমছে। তবে আশা করা যায় 2019 এর শেষ নাগাদ 15000 ডলার এ পৌছাবে।
Title: Re: বিটকয়েনের অবস্থা এখন কি?
Post by: kulkhan on May 25, 2019, 11:50:57 PM
বিটকয়েনের অবস্থা এখন অনেক ভাল। বিটকয়েনের বতমান মূল্য ৮০০০$+ গত তিন মাসে বিটকয়েনের মূল্য প্রায় তিন গুন বৃদ্ধি পেয়েছে। তাছাড়া এর লেনদেন ও বৃদ্ধি পেয়েছে অনেক বেশি।         
Title: Re: বিটকয়েনের অবস্থা এখন কি?
Post by: Malam90 on May 26, 2019, 05:31:22 PM
বিটকয়েনের অবস্থা এখন অনেক ভাল। বিটকয়েনের বতমান মূল্য ৮০০০$+ গত তিন মাসে বিটকয়েনের মূল্য প্রায় তিন গুন বৃদ্ধি পেয়েছে। তাছাড়া এর লেনদেন ও বৃদ্ধি পেয়েছে অনেক বেশি।         

আসলে তিনগুন নয় বরং দ্বিগুনের একটু বেশি। বিটকয়েন বতমানে ভালো অবস্থানে আছে। বিশেযজ্ঞরা বলছেন- বিটকয়েন আগামী বছরে অন্তত ২৫ হাজার ডলারে পৌছাবে। যারা বিটকয়েন হোল্ড করছেন তারা অনেক লাভবান হবেন বলে আশা করছি। যদিও আমি এখন হোল্ড করতে পারছিনা। যা পাচ্ছি তাই সেল করে ক্যাশ করতেছি কারণ ক্যাশ না করলে চলাও কষ্টকর তাছাড়া বাউন্টির অবস্থা বতমানে ভালো নয়।
Title: Re: বিটকয়েনের অবস্থা এখন কি?
Post by: kulkhan on May 27, 2019, 09:37:50 PM
বিটকয়েনের অবস্থা এখন অনেক ভাল। এখন বিটকয়েনের দাম চলতি বছরের মধ্যে সবচেয়ে বেশি। এখন বিটকয়েনের মূল্য প্রায় ৯০০০$ এর কাছাকাছি। এবং এর মার্কেটক্যাপ ও অনেক বেশি। সবকিছু বিবেচনা করে বলতে পারি বিটকয়েনের অবস্থা এখন অনেক ভাল।                 
Title: Re: বিটকয়েনের অবস্থা এখন কি?
Post by: Malam90 on May 30, 2019, 05:11:44 PM
বিটকয়েনের অবস্থা এখন অনেক ভাল। এখন বিটকয়েনের দাম চলতি বছরের মধ্যে সবচেয়ে বেশি। এখন বিটকয়েনের মূল্য প্রায় ৯০০০$ এর কাছাকাছি। এবং এর মার্কেটক্যাপ ও অনেক বেশি। সবকিছু বিবেচনা করে বলতে পারি বিটকয়েনের অবস্থা এখন অনেক ভাল।                 
বিটকয়েনের বর্তমান দাম ৮৭০০ ডলার যা ২০১৯ সালের সর্বচ্চ দাম এমনকি গত ১৫ মাসের মধ্যে সর্বচ্চ দামও এটা। বিটকয়েনের দাম বাড়ায় মার্কেট আস্তে আস্তে ভালো হচ্ছে। কিছু কিছু কয়েনের দামও বেড়েছে তবে অধিকাংশ অলটকয়েনের দাম কিন্তু একেবারে হতাশাজনক। বলা যায় অধিকাংশ অলটকয়েন এখনও লাইফ সাপোর্টে আছে। বিটকয়েন যদি স্টাবল হয় তবে সবকিছু আবারও ভালো হবে।
Title: Re: বিটকয়েনের অবস্থা এখন কি?
Post by: Rain075 on August 15, 2020, 01:55:43 AM
বিটকয়েনের অবস্থা বর্তমানে অনেকটাই ভালো।আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি বিটকয়েন দিন দিন যে হারে দাম বৃদ্ধি পেতে চলেছে তাতে 2020 সালের মধ্যেই বিটকয়েনের দাম 20000+হয়ে যাবে।
Title: Re: বিটকয়েনের অবস্থা এখন কি?
Post by: Btceth01 on August 15, 2020, 04:51:02 PM
বর্তমান বিটকয়েনের দাম 12700 ডলারে উঠেছিল এবং সামনের দিনগুলিতে বিটকয়েনের দাম বৃদ্ধি পাবে ফলে 2020 সালের শেষের দিকে বিটকয়েনের দাম 20000 ডলার ছেড়ে যাবে। সারা পৃথিবীতে বিটকয়েন এর চাহিদা সবচেয়ে বেশি। পৃথিবীতে যত কয়েন থাক না কেন সবচেয়ে প্রচলিত কয়েন হলো বিটকয়েন যা পৃথিবীর মধ্যে শীর্ষস্থানে অবস্থান করছে। ভবিষ্যতে এটা এভাবেই চলতে থাকবে।
Title: Re: বিটকয়েনের অবস্থা এখন কি?
Post by: Mrkadir85 on August 15, 2020, 05:54:45 PM
বিটকয়েনের মার্কেট ভ্যালু গত বছরের চেয়ে এবছর অনেকটাই কম ।তবে ধারণা করা হচ্ছে এ বছরের শেষের দিকে বিটকয়েনের দাম আবার বৃদ্ধি পাবে।
Title: Re: বিটকয়েনের অবস্থা এখন কি?
Post by: Nostoman on August 15, 2020, 06:03:03 PM
বিটকয়েনের মার্কেট ভ্যালু গত বছরের চেয়ে এবছর অনেকটাই কম ।তবে ধারণা করা হচ্ছে এ বছরের শেষের দিকে বিটকয়েনের দাম আবার বৃদ্ধি পাবে।

আমি এই মুহুর্তে কয়েন মার্কেট ক্যাপ এ ভিজিট করুন। বিটকয়েন এর দাম গত বছরের চেয়ে উন্নতি লাভ করেছে। আপনি মনে হয় btc market সম্পর্কে কিছুই জানেন না। আপনি পর্যাপ্ত জ্ঞান লাভ করে তারপর পোস্ট করুন।     
Title: Re: বিটকয়েনের অবস্থা এখন কি?
Post by: Papusha20 on October 02, 2020, 03:55:55 AM
বিটকয়েনের অবস্থা মোটামুটি ভালই যদিও বর্তমান বিটকয়েনের দাম একটু কমেছে কিন্তু 2021 সালের শুরুতে বিটকয়েনের দাম বর্তমান দামের চেয়ে দ্বিগুণ বৃদ্ধি পাবে।
Title: Re: বিটকয়েনের অবস্থা এখন কি?
Post by: ranaprime on October 02, 2020, 08:10:06 AM
বর্তমান অবস্থা চিন্তা করলে আমি মনে করি ভাল না। কারন এর দাম আগের চেয়ে হ্রাস পেয়েছে। এ বছর বিটকয়েন সর্বোচ্চ 12000 ডলার গিয়ে থেমেছে এর পর আর বাড়েনি। আর দীর্ঘ সময় একই অবস্থানে ছিল। এখন আবার কমতে শুরু করেছে।
Title: Re: বিটকয়েনের অবস্থা এখন কি?
Post by: Greatwall on October 13, 2020, 06:55:51 PM
যদি বিটকয়েনের মূল্য বৃদ্ধি পায় অদূর ভবিষতে বিটকয়েনের ক্ষুদ্র একটি অংশ একটি টয়োটা পাজোরো কেনার জন্য যথেষ্ট হতে পারে। প্রতি বিটকয়েন ১০০ মিলিয়ন ভাগে ভাগ করা যাবে, যেটিকে ‘সাতোশি’ বলে। সুতরাং, সর্বমোট বিটকয়েন একক হবে ২,১০০,০০০,০০০,০০০,০০০ঃ ২.১ কোয়াড্রিলিয়ন অথবা ২৫০.৮৯৯ বা ২৫০.৯ । যেটি কিনা কয়েকটি কারণে হতে পারে। তেমনি বিটকয়েনের দাম যতই বৃদ্ধি পাচ্ছে তার চাহিদা ততই বেড়ে যাচ্ছে ‌........

 হ্যাঁ ব্রো আপনি ঠিক বলেছেন। আস্তে আস্তে সারা পৃথিবীতে বিটকয়েনের ব্যবহার ব্যাপক হারে বেড়ে চলছে।
Title: Re: বিটকয়েনের অবস্থা এখন কি?
Post by: Psycho on October 16, 2020, 04:44:50 PM
বিটকয়েনের অবস্থা এখন কি হয়ে দাড়িয়েছে তা যদি কেউ বলে তাহলে অনেক উপকার হয়।
বিটকয়েনের অবস্থা আগে অনেক খারাপ ছিল। কিছুদিন ধরে এটি ভালো পর্যায়ে চলে এসেছে। আশা করি সামনে আরও ভালো পর্যায় যাবে।2021 সালে প্রথম দিকে বিটকয়েনের দাম 15 হাজার ডলার ছাড়িয়ে যেতে পারে।
Title: Re: বিটকয়েনের অবস্থা এখন কি?
Post by: Rakin343 on October 16, 2020, 08:39:24 PM
বিটকয়েনের অবস্থা এখন মোটামুটি ভালো। তবে 2020 সালেরশেষের দিকে বিটকয়েনের দাম বেড়ে 15 হাজার ডলার ছাড়িয়ে যেতে পারে বলে আশা করা যাচ্ছে। দোকানের বর্তমান দাম 11350$.
Title: Re: বিটকয়েনের অবস্থা এখন কি?
Post by: sky20 on October 19, 2020, 07:23:26 PM
বিটকয়েনের বর্তমান অবস্থা এখন স্বাভাবিক আমি মনে করি এটি খুব একটা কম বা বেশি দামের নেই। এটি বর্তমানে খুবই স্বাভাবিক অবস্থানে আছে হয়তো এ বছরের শেষের দিকে এর মুভমেন্ট বোঝা যাবে ফাইনালে কোন দিকে ধাবিত হবে।
Title: Re: বিটকয়েনের অবস্থা এখন কি?
Post by: Blue_sea on October 19, 2020, 09:10:51 PM
বিটকয়েনের অবস্থা এখন আগের তুলনায় অনেক ভালো 2020 সালের শেষের দিকে দেখা যাবে যে আরও বিল্ডআপ হচ্ছে এমনও হতে পারে যে এখন বিটকয়েনের যে দাম আছে 2021 সালে এর চেয়ার তিনগুণ বেশি হতে পারে।
Title: Re: বিটকয়েনের অবস্থা এখন কি?
Post by: Casual on October 20, 2020, 01:43:43 AM
বিটকয়েন এর অবস্থা বলতে গেলে আসলে অনেক ভালো আছে। কারণ বর্তমান সময় বিবেচনা করলে দেখা যায় বিটকয়েনের দাম অনেকটাই ভালো আছে। আমার ধারণা এই মহামারী করোনাভাইরাস একদম কমে গেলে বিটকয়েনের দাম অনেক বেশি হবে।
Title: Re: বিটকয়েনের অবস্থা এখন কি?
Post by: Chita76 on October 20, 2020, 02:49:05 AM
বিটকয়েনের অবস্থা বর্তমান একটু খারাপ কারণ যখন বিটকয়েনের দাম ছিল 13 হাজার ডলার কিন্তু বর্তমান বিটকয়েনের প্রায় 10 হাজার 70 ডলার। ভবিষ্যতে বিটকয়েনের অবস্থা উন্নতির শিখরে পৌঁছে যাবে।
Title: Re: বিটকয়েনের অবস্থা এখন কি?
Post by: Coin63@ on October 20, 2020, 03:18:10 AM
বিটকয়েনের অবস্থা বর্তমান একটু খারাপ কারণ যখন বিটকয়েনের দাম ছিল 13 হাজার ডলার কিন্তু বর্তমান বিটকয়েনের প্রায় 10 হাজার 70 ডলার। ভবিষ্যতে বিটকয়েনের অবস্থা উন্নতির শিখরে পৌঁছে যাবে।
হ্যালো ভাই আপনি হয়তো বিটকয়েন মার্কেট ফলো করেন না। আজ বিটকয়েনের দাম ১১৭৩০ ডলারের মত। ভালোভাবে মার্কেট ফলো করুন তারপর পোস্ট লিখুন ধন্যবাদ।
Title: Re: বিটকয়েনের অবস্থা এখন কি?
Post by: Fawpac2 on October 20, 2020, 03:24:14 AM
আগের তুলনায় বিটকয়েনের দাম বর্তমানে এখন একটা ভালো পজিশনে রয়েছে। তবে বিটকয়েনের দাম 2020 সালের শেষের দিকে অনেকটাই বেড়ে যাবে। বিভিন্ন মাধ্যম এনালাইসিস করলে দেখা যায় যে এমন একটা পজিশনে চলে যাবে সেটা মানুষ কোনদিন কল্পনাও করতে পারবে না।
Title: Re: বিটকয়েনের অবস্থা এখন কি?
Post by: mahid on October 20, 2020, 05:58:10 AM
বিটকয়েনের অবস্থা কি? আমার মনে হয় এই প্রশ্ন টি করার আগে আপনার একটু অনলাইন এ এই বিষয় নিয়ে ভাবার দরকার ছিল। বর্তমানে হাজার হাজার ওয়েবসাইট আসে যেগুলো তে আপনি চাইলে এর দাম এবং নিউজ সম্পর্কে অবগত হতে পারেন। এখানেও আপনি জিজ্ঞাসা করতেই পারেন তবে। এটি একটি সাধারন বিষয় যার জন্য এই কথাগুলো আপনা কে বললাম।
Title: Re: বিটকয়েনের অবস্থা এখন কি?
Post by: Rubel007 on October 23, 2020, 01:45:18 AM
বিটকয়েনের অবস্থা এখন কি হয়ে দাড়িয়েছে তা যদি কেউ বলে তাহলে অনেক উপকার হয়।
বর্তমানে বিটকয়েন কিছু টা বড়েছে। গতকাল যে টা দেখেছি 12500 এর মত এখন দেখি তা বেড়ে দাড়িয়েছে 13000 এর বেশি এই প্রবনতা অবশ্যই একটি ভাল বার্তা বহন করে।
Title: Re: বিটকয়েনের অবস্থা এখন কি?
Post by: mahid on October 23, 2020, 02:04:10 AM
গত দুদিনে আমি বিটকয়েনের অবস্থা ভাল দেখেছি। দীর্ঘ দিন ধরে বিটকয়েনের দামে কোন পরিবর্তন দেখা যায় নি। কিন্তু এখন বেশ নাড়াচাড়া দিয়ে উঠেছে মনে হচ্ছে। কারন এখন প্রায় 13000 এর কাছাকাছি তে অবস্থান করছে। আমার মনে হয় খুব অল্প সময়ে এটি ভাল একটি অবস্থান তৈরী করে নিবে।
Title: Re: বিটকয়েনের অবস্থা এখন কি?
Post by: Jaya60 on October 23, 2020, 02:51:48 AM
বিটকয়েনের প্রাইস আজকেও দেখলাম প্রায় 13 হাজার ডলারের কাছাকাছি। কিন্তু কিছুদিন আগে কিন্তু এর দাম কমে গিয়েছিল। কিন্তু এখন বর্তমান অবস্থা বিবেচনা করে বলা যায় যে বিটকয়েনের অবস্থা অনেক ভালো হবে।
Title: Re: বিটকয়েনের অবস্থা এখন কি?
Post by: Zero0 on October 25, 2020, 01:26:51 PM
বিটকয়েনের অবস্থা এখন কি হয়ে দাড়িয়েছে তা যদি কেউ বলে তাহলে অনেক উপকার হয়।
আমি মনে করি বিটকয়েন এর অবস্থান এখন একটু খারাপ হলেও বিটকয়েন আবার আগের জায়গায় ঠিকই পৌছাবে তাই বিনিয়োগ করলে বিটকয়েনের উপরই করা উচিত
Title: Re: বিটকয়েনের অবস্থা এখন কি?
Post by: Goblin on October 25, 2020, 01:36:50 PM
বর্তমানে বিটকয়েনের অবস্থা আগের তুলনায় এখন অনেকটাই ভালো হয়ে দাঁড়িয়েছে।বর্তমানে বিটকয়েনের প্রাইস 11730 ডলারের কাছাকাছি। এ বছরের শেষের দিকে আমার মনে হয় বিল্ডআপ হবে। বিটকয়েন একদিন এমন পর্যায়ে চলে যাবে মানুষ তা কল্পনাও করতে পারবে না।
Title: Re: বিটকয়েনের অবস্থা এখন কি?
Post by: Rubel007 on October 25, 2020, 01:43:30 PM
 অন্যান্য যেকোনো কয়েনের চেয়ে বর্তমানে বিটকয়েনের অবস্থার কিছুটা স্থিতিশীল হলেও আগামীতে আশা করা যায় 2021 সালে বিটকয়েনের দাম 15 থেকে 16 হাজারের ভিতরে থাকবে । তাই এখন যারা ইনভেস্ট করবেন আগামীতে ভালো ফল পাওয়ার সম্ভাবনা আছে
Title: Re: বিটকয়েনের অবস্থা এখন কি?
Post by: ranaprime on October 25, 2020, 02:46:49 PM
এই মুহুর্তে আমি মনে করি বিটকয়েনের দাম খুবই ভাল অবস্থানে আছে। কেন না বর্তমান দাম আছে 13000 ডলার। যা কিনা খুবই ভাল অবস্থান বিটকয়েনের জন্য।
Title: Re: বিটকয়েনের অবস্থা এখন কি?
Post by: Triedboy on November 19, 2020, 01:14:35 AM
বিটকয়েন এর বর্তমান প্রাইস 17700 ডলারের উপরে।বিটকয়েনের প্রাইস যে হারে বৃদ্ধি পাচ্ছে তাদের 2020 সালের মধ্যেই বিটকয়েন প্রাইস 20 হাজার ডলারে পৌঁছাবে।
Title: Re: বিটকয়েনের অবস্থা এখন কি?
Post by: Magepai on November 19, 2020, 01:29:43 AM
বিটকয়েনের অবস্থা এখন কি হয়ে দাড়িয়েছে তা যদি কেউ বলে তাহলে অনেক উপকার হয়।

আমি এই ফোরামের সিনিয়র ভাইদের পোস্টগুলির অনেক লক্ষ করেছি এই বিষয় নিয়ে। তারাও যেহেতু এ বিষয়ে সঠিক ধারণা দিতে পারেনি তো আমার মনে হয় আর কেউ পারবেনা।
Title: Re: বিটকয়েনের অবস্থা এখন কি?
Post by: Kangaro45 on November 19, 2020, 06:04:40 PM
বিটকয়েনের বর্তমান অবস্থা খুবই ভালো। দাম দিন দিন আপ হচ্ছে ।বর্তমানে বিটকয়েনের দাম 18 হাজার ডলার ছাড়িয়েছে। মার্কেট দেখে মনে হচ্ছে দাম আরো বাড়বে।
Title: Re: বিটকয়েনের অবস্থা এখন কি?
Post by: Apower$ on November 21, 2020, 09:12:29 AM
বর্তমানে বিটকয়েনের অবস্থা অনেক ভালোর দিকে যাচ্ছে। বর্তমানে ক্রিপ্টোকারেন্সি মার্কেটে বিটকয়েনের দাম দ্বিগুণ হারে বৃদ্ধি পাচ্ছে। আমার মনে হয় 2021 সালের মধ্যে বিটকয়েনের দাম 20 হাজার ডলার পেরিয়ে যাবে ইনশাল্লাহ।
Title: Re: বিটকয়েনের অবস্থা এখন কি?
Post by: Linda78 on November 21, 2020, 09:57:47 AM
বিটকয়েনের বর্তমান অবস্থা একটু খারপ এখন মাত্র 7000 ডলারে বিটকয়েন আছে। এটি প্রতিদিন উঠানামা করে বলে মানুষে এটাতে বিনিয়োগ করে বেশি । এটির সর্বোচ্চ মূল্য ছিল 19000 ডলার । তাই এটাতে সবাই বিনিয়োগ করে এটি আবার মনে হয় আগের যায়গায় যেতে পারে। তাই আপনারা এটাতে বিনিয়োগ করতে পারেন।
Sorry to say I don't type Bangla but I am Bangladeshi. Now bitcoin and Ethereum price is passing its journey with dull season. With dumping prices I faces a huge amount of losses. Because when Ethereum price was $480 then I bought 10 Ethereum but my ten Ethereum now in Turing to $2300 dollars... What a price is!!!! I am waiting for price increasing.
বিটকয়েনে ব্যবস্থা অতীতে অনেকটাই খারাপ ছিল কিন্তু এখন বর্তমানে মোটামুটি অবস্থান তো অনেক ভালো আশা করি সামনের অবস্থা আরো ভালো হবে এটাও বলে রাখতে পারি যে 2020 সালের ভিতর 20000 ওভার করবে।
Title: Re: বিটকয়েনের অবস্থা এখন কি?
Post by: Kangaro45 on November 21, 2020, 10:15:47 AM
বিটকয়েনের বর্তমানে শারীরিক অবস্থা খুবই ভালো। কিছুদিন আগে বিটকয়েনের দাম অনেকটা কম ছিল তবে এখন মার্কেট উপরের দিকে আছে ।এখন বিটকয়েনের দাম প্রায় 19 হাজার ডলারের কাছাকাছি এভাবে বারতে থাকলে 20 সালের মধ্যেই 20,000 ডলার ছাড়িয়ে যেতে পারে।
Title: Re: বিটকয়েনের অবস্থা এখন কি?
Post by: Mrkadir85 on November 21, 2020, 03:16:48 PM
বর্তমানে বিটকয়েন খুবই ভালো অবস্থানে আছে  বিটকয়েনের দাম দিন দিন রকেট গতিতে বাড়ছে। বিটকয়েনের দাম প্রায় 19 হাজার ডলার ছুঁই ছুঁই করছে।যেসব বিনিয়োগকারীরা বিটকয়েনে বিনিয়োগ করেছে তাদের জন্য সামনের দিনগুলো আরও উজ্জ্বল ।তারা বিটকয়েন থেকে বিগ প্রফিট পেতে যাচ্ছে।
Title: Re: বিটকয়েনের অবস্থা এখন কি?
Post by: Crypto_Somrat on November 22, 2020, 03:50:29 AM
বিটকয়েনের অবস্থা এখন কি হয়ে দাড়িয়েছে তা যদি কেউ বলে তাহলে অনেক উপকার হয়।
আমি মনে করি বিটকয়েন এখন খুব ভালো অবস্থানে আছে। আজ coinmarketcap.com ভিজিট করে দেখলাম বিটকয়েন 18 হাজার 500 ডলারের উপরে অবস্থান করছে। যা দেখে মনে হয় নিঃসন্দেহে বিটকয়েন এখন খুব ভালো অবস্থানে আছে। বিটকয়েন এখন যে হারে পাম্প করতে শুরু করেছে এভাবে যদি পাপ করতে থাকে তাহলে আশা করা যায় 2020 সাল থাকতেই বিটকয়েন 20000 ডলার কে অতিক্রম করলেও করতে পারে।
Title: Re: বিটকয়েনের অবস্থা এখন কি?
Post by: Ronald on November 22, 2020, 04:23:48 AM
বিটকয়েনের অবস্থা এখন কি হয়ে দাড়িয়েছে তা যদি কেউ বলে তাহলে অনেক উপকার হয়।
বিটকয়েন আর কয়েকদিন পর যে কেউ যে আর বাই করতে পারবে না। সেই অবস্থার দিকে যাচ্ছে। খুব শিগরই বিটকয়েন 25000 ইউ এস ডি ক্রস করবে।
Title: Re: বিটকয়েনের অবস্থা এখন কি?
Post by: Maxtel on November 22, 2020, 04:54:21 AM
বিটকয়েনের অবস্থা অনেক ভালোর দিকে। দিন দিন এর দাম উপরের দিকে উঠছে।এমন অবস্থার দিকে যাচ্ছে যে কিছুদিন পর যে কেউ আর বিটকয়েন ক্রয় করতে পারবে না।
Title: Re: বিটকয়েনের অবস্থা এখন কি?
Post by: Tamsialu$$ on November 22, 2020, 09:22:06 AM
বর্তমানে বিটকয়েনের সময় অনেক ভালো। এবং কি বর্তমানের যে অবস্থানে আছে বিটকয়েন ভবিষ্যতে আরো অনেক ভালো হবে এটা আমি মনে করি।
Title: Re: বিটকয়েনের অবস্থা এখন কি?
Post by: Tamsialu$$ on November 22, 2020, 09:23:47 AM
অন্যান্য যেকোনো কয়েনের চেয়ে বর্তমানে বিটকয়েনের অবস্থার কিছুটা স্থিতিশীল হলেও আগামীতে আশা করা যায় 2021 সালে বিটকয়েনের দাম 15 থেকে 16 হাজারের ভিতরে থাকবে । তাই এখন যারা ইনভেস্ট করবেন আগামীতে ভালো ফল পাওয়ার সম্ভাবনা আছে

বর্তমানে বিটকয়েনের প্রাইস আরো অনেক বৃদ্ধি পেয়েছে। অবশ্যই যারা ইনভেস্ট করবে তারা অনেক লাভবান হবে ভবিষ্যতে।
Title: Re: বিটকয়েনের অবস্থা এখন কি?
Post by: Primo1760 on November 22, 2020, 03:41:50 PM
বিটকয়েনের অবস্থা মোটামুটি এখন একটু ভালো কিছু দিন আগে বিটকয়েনের অবস্থা খুবই খারাপ ছিল এবং এবং এর দাম কম ছিল ।
Title: Re: বিটকয়েনের অবস্থা এখন কি?
Post by: Monster5 on November 22, 2020, 05:03:51 PM
বিটকয়েন এর দাম একন যে হারে বৃদ্ধি পাচ্ছে তাতে দেখা যায় ২০২১ সালে বিটকয়েন সবোচ্ছ দামে পৌছাবে বর্তমান বিটকয়েন এর দাম ১৮৪৭৭$ ভবিষ্যতে আশা করা যায় বিটকয়েনের দাম ২০০০০$-২২০০০$ পৌছাবে।             
Title: Re: বিটকয়েনের অবস্থা এখন কি?
Post by: Rubel007 on November 22, 2020, 05:28:36 PM
বিটকয়েনের অবস্থা এখন কি হয়ে দাড়িয়েছে তা যদি কেউ বলে তাহলে অনেক উপকার হয়।
বর্তমানে বিটকয়েন একক ভাবে  ক্রিপ্টোমার্কেট কে প্রভাবিত করছে। আজ কে সামান্য দাম কমেছে তবে এটি যে রান শুরু করেছে তাতে এটি বোঝাই যায় যে এর লম্বা গন্তব্য। গত 2 বছরের মধ্যে এখনকার দাম সবচেয়ে বেশি। 20000 ডলার ক্রস করার পর এটি হবে বিটকয়েনের সর্বোচ্চ দাম।
Title: Re: বিটকয়েনের অবস্থা এখন কি?
Post by: Ronald on November 22, 2020, 06:24:51 PM
বিটকয়েনের অবস্থা এখন কি হয়ে দাড়িয়েছে তা যদি কেউ বলে তাহলে অনেক উপকার হয়।
বিটকয়েন আগের চেয়ে দামের দিক থেকে অনেক হাই হয়েছে। বর্তমানে ইথারের দাম 18000 ডলার এর উপরে।
Title: Re: বিটকয়েনের অবস্থা এখন কি?
Post by: Sasa on November 24, 2020, 03:04:50 PM
বর্তমান সময়ে বিটকয়েনের অবস্থা খুবই ভালো যতই দিন যাচ্ছে বিটকয়েন এর দাম ততই বৃদ্ধি পাচ্ছে আজকে বিটকয়েনের দাম হচ্ছে 19 হাজার 150 ডলার 2021 সালে বিটকয়েন 25 থেকে 30 হাজার ডলারে পৌঁছাবে আশা করা যায় সিনিয়র ভাইদের মতামত আশা করছি
Title: Re: বিটকয়েনের অবস্থা এখন কি?
Post by: Hasan986 on November 24, 2020, 07:55:10 PM
কোন অঘটন না ঘটলে খুব শিঘ্রই আমরা বিটিচি কে ২০ হাজার ছুয়ে যেতে দেখবো। দূর্ণান্ত মাইল ফলক। ২০১৭ পর ২০২০ যা ঘটে গেলো। যদি গ্যাফ ফিল হয়। বিটিচি ২-৩ হাজার ডলার ক্রাস করতে পারে। তবে আমার মনে হচ্ছে এটি রিয়েল পাম্প। ২০১৭ সালের মতো নয়। ক্রিপ্ট লাভারা অনেক আশাবাদী। ক্রিপ্টো র সূদীন ফের আসতে চলেছে।
Title: Re: বিটকয়েনের অবস্থা এখন কি?
Post by: Triedboy on November 25, 2020, 01:39:04 AM
কোন অঘটন না ঘটলে খুব শিঘ্রই আমরা বিটিচি কে ২০ হাজার ছুয়ে যেতে দেখবো। দূর্ণান্ত মাইল ফলক। ২০১৭ পর ২০২০ যা ঘটে গেলো। যদি গ্যাফ ফিল হয়। বিটিচি ২-৩ হাজার ডলার ক্রাস করতে পারে। তবে আমার মনে হচ্ছে এটি রিয়েল পাম্প। ২০১৭ সালের মতো নয়। ক্রিপ্ট লাভারা অনেক আশাবাদী। ক্রিপ্টো র সূদীন ফের আসতে চলেছে।

আপনার ধারণাটা ঠিক আছে অবশ্যই ক্রিপ্টোকারেন্সি তে যারা কাজ করে তাদের জন্য অনেক খুশির সংবাদে এটা। মার্কেটের অবস্থা আরো অনেক ভালো হবে ইনশাআল্লাহ।
Title: Re: বিটকয়েনের অবস্থা এখন কি?
Post by: Ak600 on November 26, 2020, 05:37:13 PM
আমার মনে হয় বিটকয়েন সামনের দিন গুলোতে আরো ভাল অবস্তানে জেতে পারে 2019 এর প্রথম দিক দিয়ে আরো উচস্তানে জেতে পারবে তাই আমার মনে হয় যে এখন বিটকয়েন এর মধ্যে বিনিয়োগ করা উচিত তাতে আপনারা পরবতি সময় আয় করতে পারবেন
জী ভাই আপনি সঠিক গাইডলাইন দিয়েছেন ধন্যবাদ আপনাকে
Title: Re: বিটকয়েনের অবস্থা এখন কি?
Post by: Salauddin on November 26, 2020, 06:36:14 PM
বিটকয়েন এর অবস্থা এখন ডাউন ট্রেন্ড এ আছে বিটকয়েন এর দাম বাড়ার আগে বিটকয়েন আরো কিছুটা নিচে নামতে পারে জেটা বর্তমানেরট্রেন্ড দেখে কিছুটা উপলবধি করা জায়।   
Title: Re: বিটকয়েনের অবস্থা এখন কি?
Post by: Crypto_Somrat on November 26, 2020, 07:32:14 PM
আজ coinmarketcap.com ভিজিট করে জানতে পারলাম বিটকয়েন এখন 17900 ডলারের উপরে অবস্থান করছে যেখানে বিটকয়েন গতকালও 18 হাজার এর উপরে। অবস্থান করছিল। সে ক্ষেত্রে বলা যায় বিটকয়েনের দাম কিছুটা ডাম্প করেছে। তবে ক্রিপ্টোকারেন্সি মার্কেট এখন উন্নতির দিকে। আশা করা যাচ্ছে বিটকয়েন আবার পাম্প করবে।
Title: Re: বিটকয়েনের অবস্থা এখন কি?
Post by: kulkhan on November 26, 2020, 07:33:31 PM
আজ বিটকয়েনের মূল্য অনেকটা কমেছে। কিন্তু আমি মনেকরি এতে হতাশ হওয়ার কিছু নাই। বিটকয়েনের মূল্য কখনো বৃদ্ধি পাবে আবার কখনো কমবে এটাই স্বাভাবিক। এখন দাম কমছে এটা কেনার জন্য ভালো সময় বলে আমি মনেকরি। যখন দাম অনেক বেশি থাকে তখন কেনা ঝুঁকিপূরন হয়ে যায়। কিন্তু যখন কমে যায় তখন কেনার উপযুক্ত সময় বলে আমি মনেকরি।
Title: Re: বিটকয়েনের অবস্থা এখন কি?
Post by: Cz Rock on December 18, 2020, 04:20:51 PM
বর্তমানে বিট কয়েনের মূল্য ব্যাপক পরিমাণ বৃদ্ধি পেয়েছে। কিন্তু বিট কয়েনের মূল্য তার আগের অবস্থায় চলে যাবে। আজ বিট কয়েনের মূল্য বৃদ্ধি হয়ে 23 হাজার ডলার অবস্থান করেছিল। কিন্তু বিটকয়েনের দাম 20 হাজার ডলারের এর আশেপাশে বিরাজ করছে। ক্রিপ্টোকারেন্সি বাজার সব সময় উঠানামা করতে দেখা যায়।
Title: Re: বিটকয়েনের অবস্থা এখন কি?
Post by: Markuri33 on January 02, 2021, 12:54:38 AM
আমরা কিন্তু দেখতে পেয়েছি যে বিটকয়েনের প্রাইস সবথেকে বেশি আপ-ডাউন করছে। এখন বিটকয়েনের দাম রয়েছে 29 হাজার 300 ডলারের মত। যে হারে বিটকয়েনের প্রাইস বৃদ্ধি পাচ্ছে সকল ইনভেস্টরদের ধারণা বা ক্রিপ্টোকারেন্সি তে যে সকল জ্ঞানী লোক রয়েছে তাদের ধারণা 2021 সালের মধ্যে বিটকয়েনের প্রাইস 50 হাজার ডলারের যাবে। এবং সেখানে গিয়ে বিটকয়েনের প্রাইস থেমে যাবে।
Title: Re: বিটকয়েনের অবস্থা এখন কি?
Post by: warhero on January 02, 2021, 01:56:27 AM
বিটকয়েন দামের অবস্থা এতটাই ভাল যে এটা রকেটের গতির মধ্যে শুধু বেড়েই চলেছে এক মাসের মধ্যে এটি 19000 থেকে 29000 পৌঁছে গেছে। বর্তমানে এ বিট কয়েনের মূল্য 29226.96 ইউএসডি।
Title: Re: বিটকয়েনের অবস্থা এখন কি?
Post by: Sumaiya2 on January 02, 2021, 02:46:35 AM
বিটকয়েন সর্বকালের সর্বশ্রেষ্ঠ রেকর্ড করেছে। বিটকয়েনের দাম এতটা বৃদ্ধি পেয়েছে যে আমরা নিজেরাই অবাক হয়ে যাচ্ছি। বর্তমান বিটকয়েনের দাম 29212 ডলার বিটকয়েনের দাম অচিরেই 30 হাজার ডলার স্পর্শ করার সম্ভাবনা রয়েছে।
Title: Re: বিটকয়েনের অবস্থা এখন কি?
Post by: Cristiano on January 02, 2021, 06:50:58 AM
 বর্তমানে বিটকয়েন এর অবস্থান অনেকটাই ঊর্ধ্বমুখী। বর্তমানে বিটকয়েন 29 হাজার ডলার ছাড়িয়ে গিয়েছে। যেটা মানুষ কখনোই এটা হবে বলে প্রস্তুত ছিল না। বর্তমানে বিটকয়েন এর দাম বাড়ার কিছু কারণ রয়েছে ।বিট কয়েন দাম বৃদ্ধির পেছনে কয়েকটি কারণ উল্লেখ করা হয়েছে। এর মধ্যে করোনার ধাক্কা মোকাবিলায় মার্কিন কেন্দ্রীয় ব্যাংক ফেডারেল রিজার্ভ সুদের হার শুন্যের কাছাকাছি  নামিয়ে এনেছে, এবং এ অবস্থা দীর্ঘ থাকবে বলে ধরে নেয়া হচ্ছে। বাজারে ডলারও দুর্বল হচ্ছে। এসব কারণেই বিনিয়োগকারীরা বিট কয়েনসহ অন্যান্য ক্রিপ্টোকারেন্সিতে অর্থ ঢালছেন।
Title: Re: বিটকয়েনের অবস্থা এখন কি?
Post by: Emon khan on January 02, 2021, 03:20:51 PM
বর্তমানে বিটকয়েনের দাম অনেক ভালো 2020 সালের শেষদিকে বিটকয়েনের দাম অনেক।আমি আশা করি 2021 সালে বিটকয়েনের দাম আরো বৃদ্ধি পাবে। বিটকয়েন এর উপর অনেক লোক বিশ্বাস করে।আমি একটি কথা বলতে পারি যারা বিটকয়েন এ কাজ করবে 100% তারা বেনিফিট পাবে।
Title: Re: বিটকয়েনের অবস্থা এখন কি?
Post by: Mrkadir85 on January 02, 2021, 03:24:33 PM
বিটকয়েন এর বর্তমান অবস্থা খুবই হট দিন দিন এর দাম খুব দ্রুত বৃদ্ধি পাচ্ছে 2020 সালের প্রথম দিকে বিটকয়েনের দাম ছিল 9 হাজার ডলারের মতো 2020 সালের শেষের দিকের কয়েক মাসে দাম প্রচুর বৃদ্ধি পেয়েছে 2021 সালের দু তারিখে বিটকয়েনের দাম বৃদ্ধি পেয়ে 31200 ডলারে পৌঁছেছে। মার্কেটের যে অবস্থা দাম হয়তো 40 হাজার ডলার সারাতে পারে।
Title: Re: বিটকয়েনের অবস্থা এখন কি?
Post by: Mahindra on January 02, 2021, 03:29:02 PM
   বিটকয়েন এর অবস্থা এখন মোটামুটি ভালোর দিকে যাচ্ছে।আশা করছি আগামি মাসে আরো উন্নতি হবে।
আপনি একদম ঠিক বলেছেন বর্তমানে বিটকয়েনের দাম অনেকটাই ভাল আমরা ভবিষ্যতে আশা করব বিটকয়েনের দাম আরো ভালো হবে বর্তমানে বিটকয়েনের দাম 29 হাজার ডলার ছাড়িয়েছে ভবিষ্যতে আরো ভাল হবে বলে সবাই আশাকরে।
Title: Re: বিটকয়েনের অবস্থা এখন কি?
Post by: XM8 on January 02, 2021, 05:28:42 PM
আমি বলব বর্তমানে বিটকয়েন সবচেয়ে ভালো অবস্থানে আছে। আপনি যদি বিটকয়েনেরমার্কেট মূল্য লক্ষ করেন তাহলে আপনি হয়তো নিজেই বুঝতে পারবেন যে বিটকয়েন কি অবস্থানে আছে। বর্তমানে বিটকয়েনের দাম 31 হাজার ডলার ছাড়িয়ে গেছে। এটা হল বিটকয়েন এর ইতিহাসে এর মূল্য বৃদ্ধির সবচেয়ে বড় রেকর্ড। আশাকরি বিটকয়েন জানুয়ারি মাসের মধ্যেই 40 হাজার ডলার এর কটায় পৌছাবে।
Title: Re: বিটকয়েনের অবস্থা এখন কি?
Post by: sky20 on January 02, 2021, 06:12:31 PM
বর্তমান বিটকয়েনের যে অবস্থা তাতে এটির 1 লাখ যেতে আর বেশি সময় লাগবে না কারন আজকেই দেখেছি যে এটি 5% বেড়ে গেছে। আগামি দিনগুলো যদি এভাবেই চলতে থাকে তাহলে কি যে হবে তাই কে কখন অনুমান করতে পারবেনা।
Title: Re: বিটকয়েনের অবস্থা এখন কি?
Post by: ranaprime on January 02, 2021, 06:28:46 PM
এই মাত্র দেখলাম যে বিটকয়েন 32 হাজার ডলার ক্রস করেছে এখন তা 33 এর দিকে হয়তো আজ না হলেও কালকে 33 এ থাকবে। বর্তমানে বিটকয়েনের অবস্থা অতীতের সব রকর্ড ভেঙে এখন নতুন রেকর্ড করছে প্রতিদিন। এই ভাবে চললে বিটকয়েন এর ঠিকানা কোথায় হবে তা কেউ অনুমান করতে পারবেন না।
Title: Re: বিটকয়েনের অবস্থা এখন কি?
Post by: Blue_sea on January 02, 2021, 07:01:21 PM
বিটকয়েন এখন আর সাধারন মানুষ আর কিনতে পারবেনা সে ব্যবস্থা হয়েছে। কেন না এর দাম 32000 ডলার পারি দিয়েছে। তাই আমি মনে করি এর অবস্থান সম্পর্কে আমাদের আর জেনে তেমন কোন লাভ হবে না যারা এটি কিনতে চেয়েছিলেন।
Title: Re: বিটকয়েনের অবস্থা এখন কি?
Post by: Mahindra on January 03, 2021, 03:13:21 AM
আমরা যদি এখন বিটকয়েন এর অবস্থান লক্ষ্য করে দেখি তাহলে অবশ্যই দেখতে পারবো বিটকয়েনের দাম বৃদ্ধি পেয়ে 32 হাজার ডলারের ওপরে চলে গিয়েছে আমরা 2021 সালে এটি আমাদের স্মরণীয় একটি দিন এত বৃদ্ধি পেয়েছে বিটকয়েন যা সবাই দেখে অবাক হয়ে যাচ্ছে।
Title: Re: বিটকয়েনের অবস্থা এখন কি?
Post by: Markuri33 on January 08, 2021, 12:56:42 AM
বিটকয়েনের অবস্থা এখন কি রকম আছে সেটা বললে বলা যায় চাঁদে উপরে রয়েছে। বর্তমানে বিটকয়েন প্রাইস 39 হাজার ডলার হয়তো দু-একদিনের মধ্যেই 40 হাজার ডলার পূরণ হবে। তারপরে বিটকয়েনের প্রাইস একটা টান দেবে একটানে 50 হাজার ডলার অতিক্রম করে ফেলবে।
Title: Re: বিটকয়েনের অবস্থা এখন কি?
Post by: Azharul on February 17, 2021, 03:52:41 AM
ক্রিপ্টো জগতে শীর্ষ স্থান দখল করে নিয়েছে বিটকয়েন। দিনের পর দিন যে ভাবে লাগামহীন ঘোড়ার মতো অগ্রসর হচ্ছে তাতে মনে হয় খুব তাড়াতাড়ি বিটকয়েন এর দাম ৫০০০০ ডলার এ উন্নীত হবে। তবে সব মিলে বলা যায় বর্তমানে এটি খুব ভালো অবস্থানে রয়েছে। এবং খুব তাড়াতাড়ি আরো ভালো অবস্থানে যাবে বলে আমরা আশা করছি।
Title: Re: বিটকয়েনের অবস্থা এখন কি?
Post by: ExtraPoint on February 17, 2021, 08:22:42 AM
ক্রিপ্ত জগতের সব থেকে উপরের স্থান দখল করে আছে বিটকয়েন। বিটকয়েনের দাম দ্রুতগতিতে বৃদ্ধি পেয়েছে। এখন বিটকয়েনের দাম 48 হাজার ডলার। বর্তমানে বিটকয়েন খুব ভালো একটি অবস্থানে আছে। কয়েকদিনের মধ্যেই 50 হাজার ডলার হবে আশা করা যায়।
Title: Re: বিটকয়েনের অবস্থা এখন কি?
Post by: Lukamaxin on February 17, 2021, 11:37:39 AM
বিটকয়েনের অবস্থা এখন মুন। যাদের আছে তারা মুনে যেতে পারবে আর যাদের নাই তাদের খোলা আকাশের নিচে থেকে চাদ দেখতে হবে।
Title: Re: বিটকয়েনের অবস্থা এখন কি?
Post by: Password on February 17, 2021, 02:18:50 PM
বর্তমানে বিটকয়েনের দাম যেভাবে বাড়তে চলেছে ভবিষ্যতে যদি এভাবে বাড়তে থাকে তাহলে বিটকয়েন সোনার স্থান পর্যন্ত যেতে পারে। বর্তমানে বিটকয়েনের দাম প্রায় 50 হাজার ডলার হতে চলেছে। বিটকয়েন এখন খুব ভালো অবস্থানে আছে। এই বিটকয়েন ক্রিপ্টো জগতের সবথেকে উপরের স্থান দখল করে আছে।
Title: Re: বিটকয়েনের অবস্থা এখন কি?
Post by: Acifix on February 17, 2021, 03:48:20 PM
ক্রিপ্টোকারেন্সি জগতে বিটকয়েন সব জায়গা দখল করে রেখেছে। এখন বর্তমানে বিটকয়েনের দাম বাজারে অনেক ভালো। 48 হাজার ডলার ।আমি মনে করি বিটকয়েনের দাম মার্কেটে 50 হাজার ডলার পৌঁছাবে।
Title: Re: বিটকয়েনের অবস্থা এখন কি?
Post by: babu10 on February 17, 2021, 04:17:55 PM
বিটকয়েন বর্তমানে তার বাজারের সর্বকালের সেরা অবস্থানে আছে এতা অস্বীকার করার কোন উপায় নাই।

(https://i.imgur.com/EQqqLVS.png)

আপনি এই ছবিটা দেখলেই বুঝতে পারবেন। আমরা সবাই আশা করেছিলাম বিটকয়েন হয়তো সর্বোচ্চ 45 হাজার ডলারে যাইতে পারে কিন্তু সে তার সমস্ত রেকর্ড ভেঙে ফেলেছে সামনে আরো কত দামে গিয়ে থামে সেটা দেখায় অপেক্ষায় এখন সব ক্রিপ্টোবোদ্ধারা তাকিয়ে আছে। আমিও তাই এর শেষ দেখার অপেক্ষায় থাকলাম।
Title: Re: বিটকয়েনের অবস্থা এখন কি?
Post by: bmw1 on February 17, 2021, 04:34:51 PM
বিটকয়েনের অবস্থা এখন খুব ভালো, দিন যত যাচ্ছে বিটকয়েনের দাম তত বৃদ্ধি পাচ্ছে না, বিটকয়েন হল কেমন একটা কয়েন যেটা সবচেয়ে দামি এবং একে সোনার সাথে তুলনা করা হয়। কারণ সোনা যতটা দামি বিটকয়েন ঠিক ততটাই দামি, সারাদেশে ব্যাপক পরিমাণ বিনিয়োগ এর ফলে বিটকয়েনের দাম অনেক বৃদ্ধি পাচ্ছে।
Title: Re: বিটকয়েনের অবস্থা এখন কি?
Post by: AlviNess on February 21, 2021, 05:02:10 PM
বর্তমানে বিটকয়েন এর অবস্থা অনেক ভালো। কারণ বর্তমানে প্রতিনিয়ত বিট কয়েনের মূল্য বৃদ্ধি পাচ্ছে। আজকে বিট কয়েনের মূল্য প্রায় 58 হাজার ডলারের উপরে অবস্থান করছে। আশা করছি ভবিষ্যতে বিটকয়েনের মুলার অনেক বৃদ্ধি পাবে।
Title: Re: বিটকয়েনের অবস্থা এখন কি?
Post by: Rifan Khan on February 22, 2021, 05:17:41 AM
এখন বর্তমানে বিটকয়েন যেরকম ভাবে বৃদ্ধি পাচ্ছে । তাতে আমার মনে হয় বিটকয়েন ভবিষ্যতে আরো অনেক দূর এগিয়ে যাবে। বিটকয়েন যদি এভাবে বাড়তে থাকে তাহলে সোনার সমতুল্য হবে। বিটকয়েন এখন অনেক কিছু দখল করেছে।
Title: Re: বিটকয়েনের অবস্থা এখন কি?
Post by: Akhi600 on February 26, 2021, 10:41:52 PM
বিটকয়েনের অবস্থা এখন কি হয়ে দাড়িয়েছে তা যদি কেউ বলে তাহলে অনেক উপকার হয়।
বিটকয়েনের অবস্থা বর্তমানে ভালো কেননা বিটকয়েনের দাম অনেক উপরে এবং উপর দিকে আরো পাম্প করতেছে দিন যত যাচ্ছে বিটকয়েনের দাম এবং মান আরও বাড়ছে। বিটকয়েন ভবিষ্যতে আরো বড় ধরনের একটি পাম্প করবে
Title: Re: বিটকয়েনের অবস্থা এখন কি?
Post by: Akhi600 on February 26, 2021, 10:46:59 PM
এই মাসের শেষের দিকে বিট কয়েন এর দাম বারতে থাকবে ফান্ডামেন্টাল এনালাইসেস করলে বোঝা যায় যে আন্তরজাতিক বাযারে যখন ডলারের মুল্য কমতে থাকে তখন অপরদিকে অন্যান্য সব মুদ্রার দাম বাড়তে থাকে, চীন ও আমেরিকার মধ্যে যে সমস্যা তাতে বলা যেতে পারে যে বিটকয়েন সহ অন্যান্য সবকিছুর দাম বাড়তে থাকবে...।
ধন্যবাদ ভাই আপনাকে আপনি সুন্দর ভাবে আপনার মতামত দিচ্ছেন আপনার পোস্ট গুলা অনেক সুন্দর হয়েছে ধন্যবাদ জানাই আপনাকে।
Title: Re: বিটকয়েনের অবস্থা এখন কি?
Post by: SMACK on February 27, 2021, 09:06:10 AM
বর্তমানে বিটকয়েনের অবস্থা অনেকটাই ভাল দেখা যাচ্ছে কিন্তু আবার মাঝে মাঝে ক্রিপ্টো মার্কেট অনেকটাই ডাউন হয়ে যায় তবে আমার মনে হয় ক্রিপ্টো মার্কেট আবারো অনেকটাই পাম্প হবে। ফোরামের অনেক সিনিয়র ভাইদের পোস্টগুলো পড়ে বুঝতে পারলাম যে বিটকয়েনের দাম আবার অনেকটাই পাম্প হবে।
Title: Re: বিটকয়েনের অবস্থা এখন কি?
Post by: Milon626 on March 04, 2021, 04:28:38 PM
বিটকয়েনের অবস্থা এখন আগের থেকে অনেক ভালো।  ইতোমধ্যে বিটকয়েন তার আগের সকল রেকর্ড কে পেছনে ফেলে নতুন করে রেকর্ড তৈরী করেছে।  আমাদের কল্পনারও বাইরে চলে গেছে বিটকয়েনের দাম।  আশা করা যায় অল্প কিছু দিনের মধ্যেই বিটকয়েনের দাম ৬০০০০ ডলারে চলে যাবে।                           
Title: Re: বিটকয়েনের অবস্থা এখন কি?
Post by: Acifix on March 04, 2021, 04:40:34 PM
বিটকয়েনের অবস্থা আগের থেকে এখন অনেক ভালো। এখন বর্তমানে বিটকয়েন যেরকম ভাবে বৃদ্ধি পাচ্ছে। বিটকয়েনের দাম বর্তমানে থেকে ভবিষ্যতে আরো অনেক ভালো হবে। আমি এটা মনে করি।
Title: Re: বিটকয়েনের অবস্থা এখন কি?
Post by: Rubel007 on March 04, 2021, 09:26:12 PM
কয়েনমার্কেটক্যাপ এবং কয়েনগিককো তে সার্চ দিলেই খুব সহজেই দেখা যায় কি অবস্থা। তবে বর্তমানে বিটকয়েনে অবস্থা ভাল যার বর্তমান বাজার মুল্য প্রায় 50000 ডলার। আগামিতে আরও ভাল হবে বলে আমি মনে করি।
Title: Re: বিটকয়েনের অবস্থা এখন কি?
Post by: Tubelight on March 20, 2021, 05:46:03 PM
অন্যান্য সময়ের তুলনায় বর্তমানে বিটকয়েন এর অবস্থান অনেকটা ভালো একটি পর্যায়ে রয়েছে। বর্তমানে বিট কয়েনের মূল্য যেভাবে বৃদ্ধি পেয়েছে অতীতে আমরা এরকম কোনোদিন দেখিনি। আশা করছি বিটকয়েন এভাবেই তার এই বৃদ্ধির ধারা অব্যাহত রাখবে। এবং খুব শীঘ্রই হয়তো নতুন একটি মাইলফলক স্পর্শ করবে বিটকয়েন।
Title: Re: বিটকয়েনের অবস্থা এখন কি?
Post by: Acifix on March 21, 2021, 12:19:56 AM
অন্যান্য কয়েন এর তুলনায় বিটকয়েন অনেক ভালো পর্যায় রয়েছে। অতীতে আমরা বিটকয়েন এত বৃদ্ধি পেতে দেখিনি। এখন বর্তমানে বিটকয়েন যেরকম ভাবে বৃদ্ধি পাচ্ছে।যদি এরকম ভাবে বৃদ্ধি পেতে থাকে তাহলে বিটকয়েন আরো উন্নত করা যায় চলে যাবে।
Title: Re: বিটকয়েনের অবস্থা এখন কি?
Post by: Dark Knight on March 21, 2021, 05:12:49 AM
বলতে গেলে বিটকয়েনের অবস্থা এখন খুবই ভালো পর্যায়ে আছে। বিটকয়েনের দাম দিনের পর দিন বৃদ্ধি পেয়ে যাচ্ছে। এতো বিট কয়েনে কিছুদিন আগে 63 হাজার ডলার হয়েছিল। কিন্তু আবার কিছুদিন ধরে বিটকয়েনের দাম কমছে। আজকে বিটকয়েনের দাম দেখলাম যে 57931 ডলারের মত হয়েছে। বিটকয়েনের অবস্থা এখন আগের তুলনায় অনেক ভালো।বিটকয়েন দাম যখন আবারো বৃদ্ধি পেতে শুরু করবে তখন হয়তো বিটকয়েনের দাম 70 হাজার ডলার হবে এবং আরেকটি নতুন ইতিহাস সৃষ্টি করবে।
Title: Re: বিটকয়েনের অবস্থা এখন কি?
Post by: HeartBit143 on March 21, 2021, 05:46:32 AM
বিটকয়েনের অবস্থা এখন আগের  তুলনায় এখন অনেক ভালো। বিটকয়েনের দাম ২০২১ সালের প্রথম দিক থেকেই বাড়তে শুরু করেছিলো যা ৬০০০০ ডলারে গিয়ে হিট করেছিল।  এখনো বর্তমানে বিটকয়েনের দাম ৫৬০০০-৫৮০০০ ডলারের মধ্যে ঘোরাঘুরি করতেছে। আশা করা যায় ২০২১ সালের শেষের দিকে বিটকয়েনের দাম ৮০০০০ ডলারে গিয়ে পৌছতে পারে।                               
Title: Re: বিটকয়েনের অবস্থা এখন কি?
Post by: Fighter on March 21, 2021, 07:36:32 AM
বিটকয়েনের অবস্থা এখন কি হয়ে দাড়িয়েছে তা যদি কেউ বলে তাহলে অনেক উপকার হয়।
বিটকয়েনের অবস্থা এখন ভালো। বিটকয়েন এর দাম বৃদ্ধি পাচ্ছে। অনেক বিনিয়োগকারী ও ট্রেডারদের নজর কেড়েছে বিটকয়েন। যার দরুন বিটকয়েন প্রতিনিয়ত নতুন ইতিহাস সৃষ্টি করে যাচ্ছে। অন্যান্য কয়েনের তুলনায় বিটকয়েন উচ্চ পর্যায়ে আছে।