Altcoins Talks - Cryptocurrency Forum
Local => বাংলা (Bengali) => Topic started by: joy73 on September 19, 2018, 07:44:26 PM
-
আল্টাকয়েনে এস আর মেম্বার হতে হলে আমার কতটি পোষ্ট করতে হবে কারও জানা থাকলে আমাকে জানান।
-
আল্টা কয়েনে এস মেম্বার হতে হলে আপনাকে প্রায় 120 টির উপরে পোষ্ট করতে হবে এবং ভাল ভাল আপনাকে পুষ্ট করতে হবে।
-
এই ফোরামে এস. আর মেম্বার হতে হলে আপনাকে 120 টি পোষ্ট করতে হবে। তবে এখানে ছোট ছোট পোষ্ট করলে আপনাকে হবে না। এখানে মান সম্পূর্ণ পোষ্ট আপনাকে করতে হবে। এখানে মিনিমাম 72 শব্দের পোষ্ট আপনাকে করতে হবে। তানা হলে এখানে পো্ষ্ট কাউন্ট করবে না।
-
আল্টাকয়েনে এস. আর মেম্বার হতে হলে আপনাকে ১২০ টি পোস্ট করতে হবে । পোস্ট করার অনেক টপিক আছে আপনি বিভিন্ন জাইগাই পোস্ট করতে পারেন এবং আপনার পোস্ট ভাল ও মানসম্মত হতে হবে। ভাল পোস্ট করলে আপনার rank বারবে এবং আপনার পয়েন্ট ও বাড়বে ।
-
For ranking up a account must have
1. Junior member : 20 post
2. Full member : 60 post
3. Senior member: 120 post
4. Hero member : 500 post
5. Legendary : 1000 post.
Altcoinstalk have no members rank.
-
এখানে মেম্বারের কোনো অপশন নেই আপনি জুনিয়র মেম্বার থেকে ডিরেকলি ফূল মেম্বার হবেন। আর ফুল মেম্বার হতে ৬০ টি পোষ্ট লাগবে। এবং এস আর মেম্বার হতে ১২০ টা পোষ্ট লাগবে।
-
আপনার এস আর মেম্বার এর জন্য ১২০ টা পুস্ট এর প্রয়োজন। আপনি যদি ভাল পুস্ট করেন তবে আপনি প্লাস এর কারমা পাবেন এবং ভাল পয়েন্ট ও পাবেন।এবং খুব দ্রুত রেংক বারাতে পারবেন।
-
For ranking up a account must have
1. Junior member : 20 post
2. Full member : 60 post
3. Senior member: 120 post
4. Hero member : 500 post
5. Legendary : 1000 post.
Altcoinstalk have no members rank.
সুন্দর ভাবে গুছিয়ে পোস্ট করার জন্য ধন্যবাদ এটা যানা সবারই প্রয়োজন।
-
আপনাদের পোষ্ট দেখে অনেকটাই শিখতে পেরেছি। ধন্যবাদ....এই রকমের পোষ্ট করলে ভবিষ্যৎ অনেক কিছু শিখতে পারব।
-
এখানে মেম্বারের কোনো অপশন নেই আপনি জুনিয়র মেম্বার থেকে ডিরেকলি ফূল মেম্বার হবেন। আর ফুল মেম্বার হতে ৬০ টি পোষ্ট লাগবে। এবং এস আর মেম্বার হতে ১২০ টা পোষ্ট লাগবে।
Thanks bro ai rokom ak ta post korara jonno
-
আল্টকয়েনে জুনিয়ার মেম্বার হতে চাইলে আপনাকে ২০টি পোষ্ট করা লাগবে।২০টি পোষ্ট করলেই আপনি জুনিয়ার মেম্বার হয়ে যাবেন।আর full মেম্বার হতে চায়লে আপনাকে ৬০টি পোষ্ট করতে হবে।তাইলে আপনি full মেম্বার হতে পারবেন।
-
আমরা জারা এই ফোরামে নতুন কাজ করছি তারা হয়তবা অনেকেই জানি না যে কতগুলো পোষ্ট করলে এস আর মেম্বার হওয়া যায় তাদের জন্য এ বিষয়টি অনেক গুরোত পূন আপনারা জদি 120 টি পোষ্ট করেন তাহলে আপনারা এস আর মেম্বার হতে পারবেন ।
-
আল্টাকয়েন ফোরামে রেঙ্ক বাড়ানো খুব সহজ আপনি এখানে 120টি পোষ্ট করতে পারলে এস আর মেম্বার হতে পারবেন । এখানে আপনি প্রতি দিন যত খুশি তত পোষ্ট করতে পারবেন ।
-
আপনি জদি আল্টাকয়েনে এস আর মেম্বার হতে চান তাহলে আপনাকে 120 টা পোষ্ট করতে হবে তাহলে আপনি এস আর মেম্বার হতে পারবেন কিন্তু আপনাকে এখানে ভাল মানের পোষ্ট করতে হবে তানাহলে আপনার এই পোষ্টটি গননা করা হবে না ।
-
আপনি যদি আল্টাকয়েনে জে আর মেম্বার হতে চান তাহেল আপনাকে অনেক অনেক পোষ্ট করতে হবে আপনি যদি 120 টির বেশি পোষ্ট করেন তাহলে জে আর মেম্বার খুব সহজেই হতে পারেন । আপনি চেষ্টা করবেন আরো বেশি বেশি পোষ্ট করে ভালো পদ নিতে।
-
আল্টাকয়েন ফোরামে এস. আর মেম্বর হতে হলে আপনার 120টি পোষ্টের প্রয়োজন । আর এস. আর মেম্বার হতে পারলে আপনি অন্য কাউকে কামরা দিতে পারবেন । তাই তারাতারি এস. আর মেম্বার হন।
-
এই ফোরামে এস. আর মেম্বার হতে হলে আপনাকে 120 টি পোষ্ট করতে হবে। তবে এখানে ছোট ছোট পোষ্ট করলে আপনাকে হবে না। এখানে মান সম্পূর্ণ পোষ্ট আপনাকে করতে হবে। এখানে মিনিমাম 72 শব্দের পোষ্ট আপনাকে করতে হবে। তানা হলে এখানে পো্ষ্ট কাউন্ট করবে না।
ভাই আপনাকে ধন্যবাদ তথ্যটি শেয়ার করার জন্য। কোয়ালিটি পোস্টের বিকল্প কিছু নাই। আমার প্রশ্ন হচ্ছে-পোস্টটি ৭২ শব্দের নাকি ৭২ ক্যারেকটারের হতে হবে-বিষয়টি নিয়ে ধোঁয়াশা আছে আমার। তাই যদি ফোরাম মডারেটরের কোন পোস্ট থাকে তাহলে দয়া করে লিংকটা দিলে পড়ে উপকৃত হতাম যেহেতু আমি নতুন।
-
এখানে এস আর মেম্বার হতে হলে আপনাকে কমপক্ষে 120 টা পোস্ট করতে হবে এবং পোস্টগুলো মান সম্পন্ন হতে হবে
আর সবারই মানসম্পন্ন পোস্ট করতে হবে এবং পোস্ট করে আমরা আল্ট্রা কয়েনের সাথে আছি থাকবো
-
আল্টাকয়েন ফোরামে রেঙ্ক বাড়ানো খুব সহজ আপনি এখানে 120টি পোষ্ট করতে পারলে এস আর মেম্বার হতে পারবেন । এখানে আপনি প্রতি দিন যত খুশি তত পোষ্ট করতে পারবেন ।
যত খুশি তত পোস্ট করার আগে একটু চিন্তা ভাবনা করে করতে হবে. বিষয়টি এডমিনের নজরে আসলে অ্যাকাউন্ট ব্যান হওয়ার সম্ভাবনা আছে...
-
আল্টাকয়েনে এস আর মেম্বার হতে হলে আমার কতটি পোষ্ট করতে হবে কারও জানা থাকলে আমাকে জানান।
apni already Sr.Member hoye gecn.Sr.member howar jonno 120 ta post dorkar ja apnar hoye gece akon next level Hero Member so samner dike agan .Donnobadh
-
Altcoins এ Sr member হতে হলে আপনাকে ১২০ বা তার বেশি পোষ্ট করতে হবে।পোষ্ট গুলো অবশ্যই নিয়মের মধ্যে এবং অনেক ভালো হতে হবে। নিয়ম মেনে পোষ্ট করে যান,দ্রুত Sr member হয়ে যাবেন।
-
Sr member হওয়ার জন্য আপনাকে ১২০ বা তার বেশি পোষ্ট করা লাগবে। পোষ্টগুলো অনেক সুন্দর হতে হবে
-
আল্টাকয়েন ফোরামে এস. আর মেম্বার হতে হলে আপনাকে 120টি পোষ্ট করতে হবে । আর এস. আর মেম্বার হতে পারলে আপনি অন্য কাউকে কামরা দিতে পারবেন । তবে আপনাকে অবশ্যই ভাল মানের পোষ্ট করতে হবে। তা নাহলে আপনি নিগেটিভ কারমা পাবেন। নিগেটিভ কারমা পেলে আপনি বাউন্টিতে সিগনেচার ক্যাম্পেইন করতে পারবেন না।
-
এই ফোরামে এস. আর মেম্বার হতে হলে আপনাকে 120 টি পোষ্ট করতে হবে। তবে এখানে ছোট ছোট পোষ্ট করলে আপনাকে হবে না। এখানে মান সম্পূর্ণ পোষ্ট আপনাকে করতে হবে। এখানে মিনিমাম 72 শব্দের পোষ্ট আপনাকে করতে হবে। তানা হলে এখানে পো্ষ্ট কাউন্ট করবে না।
ভাই আপনাকে ধন্যবাদ তথ্যটি শেয়ার করার জন্য। কোয়ালিটি পোস্টের বিকল্প কিছু নাই। আমার প্রশ্ন হচ্ছে-পোস্টটি ৭২ শব্দের নাকি ৭২ ক্যারেকটারের হতে হবে-বিষয়টি নিয়ে ধোঁয়াশা আছে আমার। তাই যদি ফোরাম মডারেটরের কোন পোস্ট থাকে তাহলে দয়া করে লিংকটা দিলে পড়ে উপকৃত হতাম যেহেতু আমি নতুন।
আপনি যে তথ্যটি জানতে চেয়েছেন আমিও একই তথ্য জানতে আগ্রগী, কারণ আমিও সঠিক জানি না পোষ্ট গুলো ৭২ শব্দের নাকি ৭২ ক্যারেক্টারের। তাই যারা এই তথ্যটি জানেন তারা যদি শেয়ার করেন তাহলে আমরা উপকৃত হবো।
-
আল্টাকয়েনে এস. আর মেম্বার হতে হলে আপনাকে ১২০ টি পোস্ট করতে হবে । পোস্ট করার অনেক টপিক আছে আপনি বিভিন্ন জাইগাই পোস্ট করতে পারেন এবং আপনার পোস্ট ভাল ও মানসম্মত হতে হবে। ভাল পোস্ট করলে আপনার rank বারবে এবং আপনার পয়েন্ট ও বাড়বে ।
আপনার তথ্যগুলোর থেকে আমি ভালো কিছু জানতে পারলাম। আপনার কথাগুলোর সাথে আমি কিছু বলতে চাই, তা হলো, পোষ্ট গুলো অবশ্যই তথ্যবহুল হতে হবে। শুধু মাত্র Rank বাড়ানোর জন্য পোষ্ট করলে হবে না। এমন কিছু পোষ্ট করতে হবে যার থেকে অন্য সদস্যরাও উপকৃত হতে পারবে।
-
আল্টাকয়েন ফোরামে রেঙ্ক বাড়ানো খুব সহজ আপনি এখানে 120টি পোষ্ট করতে পারলে এস আর মেম্বার হতে পারবেন । এখানে আপনি প্রতি দিন যত খুশি তত পোষ্ট করতে পারবেন ।
আপনার তথ্যগুলো অনেক উপকারী। আমি মনে করি পোষ্টগুলো অবশ্যই তথ্যবহুল হতে হবে এবং Spam. এড়িয়ে পোষ্ট প
করতে হবে। ধন্যবাদ আপনাকে।
-
Altcoin এ Sr মেম্বার হতে হলে আপনাকে ১২০ টি পোষ্ট করতে হবে। পোষ্টগুলো কোয়ালিটি পূর্ণ ও তথ্যবহুল হলে ভালো হয়। মনে রাখবেন কোয়ালিটি পোষ্টের বিকল্প নেই। তাই কোয়ালিটি পূর্ণ পোষ্ট করুন।
-
এস আর মেম্বার হতে হলে ১২০ টা পোস্ট করতে হবে তবে মনে রাখবেন পোস্ট যেন তেন হলে হবেনা, হতে হবে কোয়ালিটিপূর্ণ। আরেকটা কথা - আপনি যে পোস্ট করবেন তা যেন আপনার নিজের হয়। অন্যের কোন পোস্ট কপি পেস্ট করবেন না। তাই অন্য ফোরাম থেকে হোক, অনলাইন থেকে হোক, বা এই ফোরাম থেকে হোক। এটা করলে আপনি নেগেটিভ কর্মা খাবেন অথবা আপনার আইডি ব্যন্ড হয়ে যেতে পারে।
-
Ami ey forum e new .. Bangla forum e Duke dekhlam onek Bangla post ase . Ete amr onek upokar hbe inshallah. Sobai k donnobad.
-
For ranking up a account must have
1. Junior member : 20 post
2. Full member : 60 post
3. Senior member: 120 post
4. Hero member : 500 post
5. Legendary : 1000 post.
Altcoinstalk have no members rank.
Vai answer ta Ey post e peye gleam. Vai apnak onek onek donnobad. Bangla type korte pari na jonno ebavey Likhlam. Don't mind please.
-
Sr member এর জন্য ১২০ টা পোস্ট লাগবে।
-
আল্টাকয়েনে এস আর মেম্বার হতে হলে আমার কতটি পোষ্ট করতে হবে কারও জানা থাকলে আমাকে জানান।
এস আর মেম্বার হতে ১২০ টি পোস্ট প্রয়োজন। আপনি ১২০ টি পোস্ট করলে এস,আর মেম্বার হতে পাড়বেন। তবে প্রতি পোস্ট মিনিমাম ৭৫ অক্ষরের হতে হবে।