Altcoins Talks - Cryptocurrency Forum
Local => বাংলা (Bengali) => Topic started by: TingTong on September 26, 2018, 09:42:36 AM
-
আপনি কি যানেন কয়েনের দাম কি ভাবে বৃদ্দি পায় বা হ্রাস পায়। যানলে বলুন
-
আপনার কথা মতে বলছি যে কয়েনের দাম ও তাদের বৃদ্দি হ্রাস পায় প্রতিদিনই এবং পৃথিবীতে যা কয়েন আছে সব কয়েনর দাম ও তা সব সময় উঠে নামে এবং আবার তা নিচে নেমে আছে তাই তা কখনো ফেলে রাখা উচিন নয় কোন সময় যে কোন কয়েনের দাম বেয়ে যায় তা বলা যায় না এবং তাদের দাম যেমন 1 ডলার থেকে 10 ডলারও যেতে পারে এবং তারও বেশি তাই ইত্যাদি।
-
কয়েনের দাম বৃদ্ধি ও হ্রাস পাওয়ার কারণ হচ্ছে কয়েন হচ্ছে অনেক প্রকার তাই যতগুলো কয়েন আছে তাদের মধ্যে যে যে কয়েন গুলো ব্যবহার করে তাদেরকে বলছি যে সে সেই কয়েনগুলো প্রতি সবসময় খেয়াল রাখে কারণ কোন কয়েন কোন সময় বেড়ে যায় তা বলা যায় না। কয়েন এমন জিনিস যেটা সব সময় ওঠা নামা করতে থাকে। তাই যে সময় কয়েন ওপরে ওঠে তখন তা সেল করে দেয়া উচিত।
-
কয়েনের দাম বৃদ্ধি ও হ্রাস পাওয়ার কারণ হচ্ছে কয়েন হচ্ছে অনেক প্রকার তাই যতগুলো কয়েন আছে তাদের মধ্যে যে যে কয়েন গুলো ব্যবহার করে তাদেরকে বলছি যে সে সেই কয়েনগুলো প্রতি সবসময় খেয়াল রাখে কারণ কোন কয়েন কোন সময় বেড়ে যায় তা বলা যায় না। কয়েন এমন জিনিস যেটা সব সময় ওঠা নামা করতে থাকে। তাই যে সময় কয়েন ওপরে ওঠে তখন তা সেল করে দেয়া উচিত।
ভাই আপনার উপদেশটা ঠিক আছে। কিন্তু কয়েনের দাম বৃদ্ধি নির্ভর করে কয়েনের Buy/Sell অর্ডার এর উপরে। কয়েনের যত Buy অর্ডার হবে এক্সচেঞ্জারে তত উপরে থাকবে এবং এক্সচেঞ্জার ও সেই টোকেনের দাম আরো বৃদ্ধি করে দেবে।
-
আপনি কি যানেন কয়েনের দাম কি ভাবে বৃদ্দি পায় বা হ্রাস পায়। যানলে বলুন
কয়েনের দাম বৃদ্ধি এবং হ্রাস বিষয় টা অনেক কিছুর উপরে নির্ভর করে।
তারপরেও মুলতো কয়েন বলেন আর টোকেন এর দাম মুলতো সাপ্লাই এবং এর ডিমান্ড এর উপরে নির্ভর করে। প্রথমে যদি সাপ্লাই এর কথা বলি এইটার ভিতরেও অনেক টেক্নিক্যাল বিষয় আছে তবে মুলতো কয়েন এর ওনার দের উপরে ডিপেন্ড করে।
আর ডিমান্ড এর চাহিদা হয় এর ওনারদের সার্ভিস এর উপরে। তারা ঠিক কোন প্রজেক্টে আইসিও এর কালেকশন বিনিয়োগ করছে। তাদের প্রডাক্ট কি ফিজিক্যাল না কি অন্য কিছু। এই সমস্ত বিষয় গুলা যদি পজিটিভ থাকে তারপর কয়েন বাজার যদি খুব ভালো এক্সেন্জারে ট্রেড এর জন্য থাকে তবে একটা কয়েন এর ভবিষৎ ভালো বলে আমরা ধরে নিবো। এর পরে আসে আসলেই কি পরিমান বিনিয়োগ কারি এই কয়েন বাই/সেল এর জন্য আগ্রহী। যদি চাহিদা বেশি হয় তাহলে দাম বৃদ্ধি পাবে আর চাহিদা কম হয়ে হ্রাস হবে।
-
কয়েন এর দাম বৃদ্ধি বা হ্রাস পাওয়ার মূল্ কারণ হচ্ছে লেনদেন । আপনি লক্ষ করবেন যে যখন লেনদেন বেশি হয় তখন কিন্তু কয়েন এর দাম বৃদ্ধি পায় আবার যখন লেনদেন এর পরিমান কম হয় তখন কয়েন এর দাম হ্রাস পায় । তাই যখন যেই কয়েনে লেনদেন এর পরিমান বেশি হবে তখন সেই কয়েনই মার্কেটের শীর্ষে এবং দামও বৃদ্ধি পাবে বলে আমি মনে করি।
-
কয়েনের দাম সব সময় এক রকম থাকেনা। কোন এক সময় বেশি হয়।আবার এক সময় কম এটাই তো নিয়ম। কোন সময়ি কয়েনের দাম এক রকম থাকেনা।
-
কয়েনের দাম সব সময় এক রকম থাকেনা। কোন এক সময় বেশি হয়।আবার এক সময় কম এটাই তো নিয়ম। কোন সময়ি কয়েনের দাম এক রকম থাকেনা।
হুমম ভাই কিছুটা ঠিক বলছেন। কিন্তু কয়েনের দাম নির্ভর করে ট্রেডিং এর উপরে অর্থাৎ কয়েনের যখন চাহিদা বাড়বে এবং ইনভেস্টররা যত বেশি দামে কয়েন অর্ডার করবে তত বেশি কয়েনের দাম পাম্প করবে। আর পাম্পিং নির্ভর করে Buy, Sell এর উপরে
-
হঠাৎ সব ধরনের কয়েনের দাম lowest হওয়ার কারন কি?
-
আপনি জদি একটি কয়েন দাম বারাতে চান তাহলে আপনাকে এই কয়েনটি বার বার কেনা বেচা করতে হবে । জদি আপনি অদিক কেনা বেচা করতে পারেন তাহলে সে কয়েনটি অতিদ্রত বৃদ্দি পাবে ।
-
একটি কয়েন যখন নিচে নামে তখন এই কয়েন এর চাহিদা থাকে না। আবার যখন একটি কয়েন এর চাহিদা বৃদ্ধি পায় তখন এই কয়েন উপরে উঠতে শুরু করে । আর বাজারে বিনিয়োগকারীর যখন বৃদ্ধি পায় তখন সব ধরনে কয়েন উপরে উঠতে শুরু করে ।
-
আমরা জানি যে কোন কয়েনই সবসময় একজায়গায় থাকে না কিছু কয়েন বৃদ্দিপায় আর কিছু কয়েন নিচের দিকে নেমে আসে জাতে করে অামাদের অনেক সমস্যা হয় তাই আমরা জারা কয়েন এর উপর বিনিয়োগ করি তই তাদের বিপুল পরিমান লাভ খতির শিকার হতে হয় ।
-
কয়েনের দাম বৃদ্ধি হ্রাস নির্ভর করে বিনিয়োগকারীদের উপর । যদি মার্কেটে বিনিযৈাগ কারীরা কয়েন ক্রয় করতে থাকে তাহলে এর দাম অনেক ভারে আবার যখন বিনিয়োগকারীরা মার্কেটে কয়েন বিক্রি করে তখন আবার মার্কেট নিচের দিকে নেমে যায়।
-
কয়েন িএর দাম বৃদ্ধি বা হ্রাস এটা নির্ভর করে বাজারে বিনিয়োগকারীদের উপর । যদি বিনিয়োগকারীরা চায় তাহলে আজকেই যে কোন কয়েন বাজারে অনেক উচুতে উঠাতে পারে । আবার ইচ্ছা করলে এটা অনেক নিচেও নামাতে পারে।
-
অধিকাংশ কয়েনই কোননা কোন পেয়ারে লেনদেন হয়। যেমন বিটকয়েন পেয়ারে কোন কয়েন ট্রেড হয় একচেঞ্জারে। যদি হঠাৎ আজকে বিটকয়েনের দাম ৫০০ ডলার বা যে কোন পরিমান বেড়ে যায় আর সেই কয়েন বিটিসিতে রেট একই থাকে তারপরেও ডলার হিসেবে দাম বেড়ে যায়। ঠিক একইভাবে বিটিসির দাম কমে গেলে বিটিসিতে ওই কয়েনের দাম ঠিক থাকলেও ডলারে তার ভেলু কমে যায়। এছাড়া কোন নির্দিষ্ট কয়েনের কোন ভালো খবর প্রকাশিত হলে তার দাম বাড়ে যা স্বাভাবিক।
-
আসলে কয়েনের দাম প্রতিনিয়তই বাড়ে-কমে। এটা আসলে ঘটছে মানুষের ট্রাডিং এর কারনে।
-
আপনি কি যানেন কয়েনের দাম কি ভাবে বৃদ্দি পায় বা হ্রাস পায়। যানলে বলুন
কয়েনের দাম বৃদ্ধি বা হ্রাস পায় ট্রেডিং এর মধ্যমে। যে কয়েন যখন যে দামে ট্রেড হয় সেই কয়েনের দাম তখন সেই দামই থাকে। সবই নির্ভর করে ট্রেড এর উপর
-
বিটকয়েন সহ সকলধরনের কয়েন সবসময় উঠানামা করে কারণ কারেন্সি মাক্রেট অস্থিতিশীল। আজ মার্কেট ভাল হলে কাল খারাপ ও হতে পারে।
-
কয়েনের দাম বাড়া কমার কয়েকটি কারণ হতে পারে।
১। মার্কেটৈ কোন কয়েনের ডিমান্ড বেড়ে গেলে অর্থাৎ কোন ভালো নিউজ থাকলে মানুষ হুড়মুড় করে কিনতে থাকে তখন সাপ্লাই কিন্তু বাড়েনা আর তাই দাম বাড়তে থাকে।
২। মার্কেটে কোন কয়েনের ডিমান্ড কমে গেলে বা কোন অপ্রত্যাশিত খবর আসলে যেমন কয়েনটা স্কাম করেছে বা কয়েনের কোন পরিচালন প্রফিট হয়নি-এরকম কোন খবর আসলে ডিমান্ড কমে যায় বা ক্রেতারা কিনতে চায়না তখন সাপ্লাই বেশি থাকার কারণে দাম কমে যায়।
৩। এছাড়া গুজবেও মার্কেট বাড়ে কমে।
-
কয়েনের দাম বাড়া কমার কয়েকটি কারণ হতে পারে।
১। মার্কেটৈ কোন কয়েনের ডিমান্ড বেড়ে গেলে অর্থাৎ কোন ভালো নিউজ থাকলে মানুষ হুড়মুড় করে কিনতে থাকে তখন সাপ্লাই কিন্তু বাড়েনা আর তাই দাম বাড়তে থাকে।
২। মার্কেটে কোন কয়েনের ডিমান্ড কমে গেলে বা কোন অপ্রত্যাশিত খবর আসলে যেমন কয়েনটা স্কাম করেছে বা কয়েনের কোন পরিচালন প্রফিট হয়নি-এরকম কোন খবর আসলে ডিমান্ড কমে যায় বা ক্রেতারা কিনতে চায়না তখন সাপ্লাই বেশি থাকার কারণে দাম কমে যায়।
৩। এছাড়া গুজবেও মার্কেট বাড়ে কমে।
কয়েনের দাম বাড়া কমার কয়েকটি কারণ হতে পারে।
১। মার্কেটৈ কোন কয়েনের ডিমান্ড বেড়ে গেলে অর্থাৎ কোন ভালো নিউজ থাকলে মানুষ হুড়মুড় করে কিনতে থাকে তখন সাপ্লাই কিন্তু বাড়েনা আর তাই দাম বাড়তে থাকে।
২। মার্কেটে কোন কয়েনের ডিমান্ড কমে গেলে বা কোন অপ্রত্যাশিত খবর আসলে যেমন কয়েনটা স্কাম করেছে বা কয়েনের কোন পরিচালন প্রফিট হয়নি-এরকম কোন খবর আসলে ডিমান্ড কমে যায় বা ক্রেতারা কিনতে চায়না তখন সাপ্লাই বেশি থাকার কারণে দাম কমে যায়।
৩। এছাড়া গুজবেও মার্কেট বাড়ে কমে।
[/quote]
@Malam90 সে বলেছে মার্কেটে কিভাবে কয়েনের দাম কমে ও বাড়ে তার উত্তর এই না যে আপনি নতুন কয়েন রিলিজ বা ICO এর বিবরণ দিবেন। কোনো তথ্য সঠিক যানা থাকলে সেটার উত্তর দিবেন। অযথা কাওকে ভূল উত্তর দিবেন না।
কয়েনের দাম কমা ও বাড়ার জন্য দায়ী ট্রেড। কয়েন মার্কেটে আসার পড় কোনো ডিস্কাউন্ট দেওয়া হয় না। ডিস্কাউন্ট বা বোনাস দেওয়া হয় যখন কোনো কয়েনের ico চলে। মার্কেটে দাম কমার ও বাড়ার কারন হলো সবাই চায় কয়েন কম দামে কিনতে ও বেশি দামে বিক্রি করতে চায়। কারন সবাই লাভ করতে চায়। এভাবেই ক্রয় বিক্রয়ের মাধ্যমেই কয়েনের দাম বৃদ্দি হ্রাস হয়।
-
@Malam90 সে বলেছে মার্কেটে কিভাবে কয়েনের দাম কমে ও বাড়ে তার উত্তর এই না যে আপনি নতুন কয়েন রিলিজ বা ICO এর বিবরণ দিবেন। কোনো তথ্য সঠিক যানা থাকলে সেটার উত্তর দিবেন। অযথা কাওকে ভূল উত্তর দিবেন না।
কয়েনের দাম কমা ও বাড়ার জন্য দায়ী ট্রেড। কয়েন মার্কেটে আসার পড় কোনো ডিস্কাউন্ট দেওয়া হয় না। ডিস্কাউন্ট বা বোনাস দেওয়া হয় যখন কোনো কয়েনের ico চলে। মার্কেটে দাম কমার ও বাড়ার কারন হলো সবাই চায় কয়েন কম দামে কিনতে ও বেশি দামে বিক্রি করতে চায়। কারন সবাই লাভ করতে চায়। এভাবেই ক্রয় বিক্রয়ের মাধ্যমেই কয়েনের দাম বৃদ্দি হ্রাস হয়।
তার উত্তর ঠিকই আছে। তার উল্লেখিত কারণগুলাও কয়েন এর প্রাইস পাম্প এবং ডাম্প এর জন্য দায়ী কারণ একটা কয়েনের ডিভোলোপাররা যদি তাদের কয়েন নিয়ে নিয়মিত আপডেট দিতে থাকে তাহলে সে কয়েন অবশ্যই ট্রেডারদের নজর কারে এবং তার ফলে মার্কেট এ চাহিদাও বেড়ে যায়। যার জন্যে যে যত পারে সেই কয়েন কিনে রাখতে চায়। কিন্তু যদি কোনো কয়েন এর ডিভোলোপাররা স্ক্যাম করে শুধু এক্সচেঞ্জার এ এড করে দিয়ে তারা জনসম্মুখ হতে চলে যায় তখনই সেই কয়েন ডাম্প হয়ে পরে। আর যার জন্যে কয়েন ডাম্প এর কারণ গুজবের কারণেও হয়ে থাকে।
***********************************************************************
আপনার কথাও ঠিক আছে, কয়েন এর প্রাইস ডাম্পের অন্যতম আরেকটি কারণ হলো ডাম্পাররা অর্থাৎ যারা এয়ারড্রপ বা বাউন্টি করে বেশ কিছু কয়েন ফ্রিতে পেলেই খুশিতে আত্বহারা হয়ে কম ট্রেডিং এর শুরুতেই কম প্রাইস এই সেল অর্ডার দিয়ে রাখে আর যার জন্যে ট্রেডাররাও একটা সুজোগ পেয়ে যায় কম দামে কেনার এবং যার জন্যে কোনো কয়েনের ট্রেডিং এর শুরুতেই প্রাইস ডাম্প হয়ে যায়। আর যার জন্যে দায়ী ফ্রিতে যারা কয়েন পেয়েছে সেই সব লোকেরা যারা ধৈর্য্যধারণ না করেই একটু ভালো মানের টাকা হলেই আগে টাকা পাওয়ার উদ্দেশ্যে কম প্রাইসেই সেল করে দেয়। আর যা ট্রেডারদের সুজোগ করে দেয় কম টাকায় অনেকগুলা কয়েন পাওয়ার, আর যারা ICO থেকে কিনেছেন তারা এক প্রকার বাশ ই খেয়ে যান...কারণ সবাই চায় লাভ করতে, কম দামে কিনে বেশি দামে বেচতে।
-
সব ধরনের কয়েন দাম বাড়ে ও কমে কারন BTC এবং ether এর দাম উঠা নামা করে তাই।
-
প্রতিদিন বাজার এ যেসব কয়েন সেগুলোর দাম বৃদ্ধি বা হ্রাস পায়। আজকে দেখা গেল যে একটা কয়েন এর দাম ১ ডলার আছে সেটা বেড়ে হঠাৎ করে ১০ ডলার পারে। প্রতিদিন কয়েন এর দাম উঠা নামা করে।
-
কয়েন এর বাজার ভাল খারাপ নির্ভর করে বিনিয়োগ ও চাহিদার উপর। সবাই ভালো কয়েন এর প্রজেক্ট এ ইনভেস্ট করে। যে কয়েন গুলোর চাহিদা বেশি সেগুলোর দামও বেশি। প্রতিনিয়ত কয়েন এর দাম উঠা নামা করে। আর যে কয়েন এ লাভবান হওয়া যায় সবাই সেই কয়েন হোল্ড করে।
-
কয়েন মার্কেট ভালো মন্দ নির্ভর করে তার মার্কেটের উপর যদি কয়েনের চাহিদা থাকে তাহলে অবশ্যই কয়েনের দাম বৃদ্ধি পাবে। আর যদি মার্কেট খারাপ যায় তাহলে কয়েনের দাম বৃদ্ধি পাবেনা।
-
আপনি কি যানেন কয়েনের দাম কি ভাবে বৃদ্দি পায় বা হ্রাস পায়। যানলে বলুন
কয়েনের দাম বৃদ্ধি হ্রাস কেনা বেচার ওপর নির্ভর করে। যে কয়েন যত বেশি পপুলারিটি পায়। যে কয়েন বেশি কেনা বেচা হয় সেই কয়েনের দাম বৃদ্ধি পায়। আর যেটা ট্রেড কম হয় অইটার দাম দিরে দিরে হ্রাস পেতে থাকে।
-
কয়েনের দাম বাড়া কমার কয়েকটি কারণ হতে পারে।
১। মার্কেটৈ কোন কয়েনের ডিমান্ড বেড়ে গেলে অর্থাৎ কোন ভালো নিউজ থাকলে মানুষ হুড়মুড় করে কিনতে থাকে তখন সাপ্লাই কিন্তু বাড়েনা আর তাই দাম বাড়তে থাকে।
২। মার্কেটে কোন কয়েনের ডিমান্ড কমে গেলে বা কোন অপ্রত্যাশিত খবর আসলে যেমন কয়েনটা স্কাম করেছে বা কয়েনের কোন পরিচালন প্রফিট হয়নি-এরকম কোন খবর আসলে ডিমান্ড কমে যায় বা ক্রেতারা কিনতে চায়না তখন সাপ্লাই বেশি থাকার কারণে দাম কমে যায়।
৩। এছাড়া গুজবেও মার্কেট বাড়ে কমে।
কয়েনের দাম বাড়া কমার কয়েকটি কারণ হতে পারে।
১। মার্কেটৈ কোন কয়েনের ডিমান্ড বেড়ে গেলে অর্থাৎ কোন ভালো নিউজ থাকলে মানুষ হুড়মুড় করে কিনতে থাকে তখন সাপ্লাই কিন্তু বাড়েনা আর তাই দাম বাড়তে থাকে।
২। মার্কেটে কোন কয়েনের ডিমান্ড কমে গেলে বা কোন অপ্রত্যাশিত খবর আসলে যেমন কয়েনটা স্কাম করেছে বা কয়েনের কোন পরিচালন প্রফিট হয়নি-এরকম কোন খবর আসলে ডিমান্ড কমে যায় বা ক্রেতারা কিনতে চায়না তখন সাপ্লাই বেশি থাকার কারণে দাম কমে যায়।
৩। এছাড়া গুজবেও মার্কেট বাড়ে কমে।
@Malam90 সে বলেছে মার্কেটে কিভাবে কয়েনের দাম কমে ও বাড়ে তার উত্তর এই না যে আপনি নতুন কয়েন রিলিজ বা ICO এর বিবরণ দিবেন। কোনো তথ্য সঠিক যানা থাকলে সেটার উত্তর দিবেন। অযথা কাওকে ভূল উত্তর দিবেন না।
কয়েনের দাম কমা ও বাড়ার জন্য দায়ী ট্রেড। কয়েন মার্কেটে আসার পড় কোনো ডিস্কাউন্ট দেওয়া হয় না। ডিস্কাউন্ট বা বোনাস দেওয়া হয় যখন কোনো কয়েনের ico চলে। মার্কেটে দাম কমার ও বাড়ার কারন হলো সবাই চায় কয়েন কম দামে কিনতে ও বেশি দামে বিক্রি করতে চায়। কারন সবাই লাভ করতে চায়। এভাবেই ক্রয় বিক্রয়ের মাধ্যমেই কয়েনের দাম বৃদ্দি হ্রাস হয়।
[/quote]
এখানে আইসিও রিলেটেড কোন উত্তর দিয়েছি আমি? দেইনি কিন্তু। আপনার ট্রেড এবং মার্কেট সম্পর্কে ধারণা আরেকটু বাড়াতে হবে। আর অন্যের কমেন্টের উত্তর দেওয়ার সময় ভাষারও দিকে একটু নজর দিতে হবে। আপনি যদি অর্থনীতি সম্পর্কে ধারণা থাকে, ফাইনান্স সম্পর্কে ধারণা থাকে তবে এভাবে উত্তর দিতে পারতেন না। যারা ইনভেস্টর ( আইসিও এর কথা বলছিনা, বিভিন্ন একচেঞ্জারের কথাই বলছি) তারা প্রতিনিয়তই খোঁজ খবর রাখেন বিভিন্ন কয়েনের টেলিগ্রাম, টুইটার বা কোন সোস্যাল মিডিয়ায়। নিউজ পাওয়া মাত্রই তারা বাই সেল এর পরিমান বাড়িয়ে দেয়। যেমন গত কয়েকদিন আগে ডেন্ট এর একটা নিউজ তাদের টুইটারে দেওয়া মাত্রই পাম্প শুরু হয়, আমি সেল ওর্ডার ক্যানসিল করে বাড়িয়ে দেওয়ার আগেই সোল্ড হয়ে যায় বায়নান্সে। এভাবে কোন কয়েনের ভালো নিউজ থাকলে সেই কয়েনের দাম বাড়ার সম্ভাবনা থাকে বেশি পক্ষান্তরে কোন কয়েনের যদি কোন খারাপ নিউজ থাকে তবে সেটার প্রতিফলন মার্কেট প্রাইসের উপর পড়ে। যেমন ctx টোকেন গত ১ বছরের বিনিয়োগকারীদের কোন প্রফিট দেয়নি। এই নিউজ তাদের টুইটারে প্রকাশিত হওয়ার পরে হিটবিটিসি থেকে তাদের ডিলিস্টেড করে, এবং মার্কেট প্রাইস মুহুর্তেই কয়েকগুণ কমে যায়। ট্রেড যারা করেন তারা আমাদের মত বাউন্টি নিয়ে পড়ে থাকেন না, তারা প্রতিনিয়তই ক্যাপিটাল নিয়ে বসে থাকেন আর কথন কোন কয়েনের কোন আপডেট আছে কিনা সেটা চেক করেন। ধন্যবাদ।
-
Ata amoni ak jaiga ata ak somoy ras pabe abong arek somoy biddi pabe, tokhon dekhben akash chowa obostane chole jabe insaallah. Sudu waitkoren.
-
কয়েন এর দাম আগের থেকে অনেক ভালো বারতেছে আগে ১ মাস আগে বিট কয়েন এর দাম ছিল ৩৬০০ কিন্ত আজ সেটার দাম হইছে ৫৬০০ $ কিছু দিন পর এটার আর কিছু দিন পর ১০০০০ ছারাবে
-
আপনি কি যানেন কয়েনের দাম কি ভাবে বৃদ্দি পায় বা হ্রাস পায়। যানলে বলুন
কয়েন এর দাম বৃদ্ধি বা হ্রাস নির্ভর করে মার্কেট এর অবস্থা উপর। তবে কয়েন যদি মার্কেটে অনেক কেনা বেচা হয় সেই কয়েন এর দাম অনেক বেশি থাকে। আর যদি কয়েন এর কেনাবেচা কম থাকে তাহলে দাম কম থাকে। এ জ৷ কয়েন হোল্ড অনেক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।
-
আপনি কি যানেন কয়েনের দাম কি ভাবে বৃদ্দি পায় বা হ্রাস পায়। যানলে বলুন
কয়েনের দাম সব সময় একই রকম থাকেনা। কোন সময় বেশি হয় আবার কোন সময় কমে। আসলে কয়েনের দাম প্রতিনিয়তই বাড়ে-কমে। এটা আসলে ঘটছে মানুষের ট্রেডিং এর কারনে। প্রজেক্ট সম্পূর্কে ভাল নিউজ থাকলে তখন বাজারে কয়েনের চাহিদা বেশী বাড়ে তখন দাম ও বেশী বাড়ে। এটা কয়েন মার্কেটের চলমান প্রক্রিয়া।
-
আমি যতটুকু জানি এটা একটা ট্রেডিং সিস্টেম।এখানে কয়েনের দাম বাড়া বা কমা নির্ভর করে ক্রেতা বা বিক্রেতার উপর।এক পক্ষ কম দামে কিনলে সে চায় বেশি দামে সেল করতে এভাবেই একটা সময় যখন বেশি দামে ক্রেতা পাওয়া যায় না তখন দাম কমে যায়।
-
কয়েনের দাম বৃদ্দি হ্রাস হয় সেই কয়েনের ইউজেবিলিটি বা ব্যবহারযোগ্যতার উপর ভিত্তি করে। সেই কয়েনটা মানুষ ক্যেমন ব্যাবহার করছে এটার উপর। যে কয়েনের ব্যবহার বেশি হবে সে কয়েনের দাম বৃদ্ধি পাবে আর যে কয়েনের ব্যবহার কমে যাবে সেই কয়েনের দাম ও কমে যাবে। এটাই কয়েনের মূল্য বৃদ্দি হ্রাস এর আসল রহস্য।
-
কয়েনের দাম বৃদ্দি হ্রাস হয় সেই কয়েনের ইউজেবিলিটি বা ব্যবহারযোগ্যতার উপর ভিত্তি করে। সেই কয়েনটা মানুষ ক্যেমন ব্যাবহার করছে এটার উপর। যে কয়েনের ব্যবহার বেশি হবে সে কয়েনের দাম বৃদ্ধি পাবে আর যে কয়েনের ব্যবহার কমে যাবে সেই কয়েনের দাম ও কমে যাবে। এটাই কয়েনের মূল্য বৃদ্দি হ্রাস এর আসল রহস্য।
জি ভাই আপনার কথাগুলো চমৎকার হয়েছে। কোন কয়েনের ব্যবহারের উপর তার দামের অনেকটা নির্ভর করে যেটাকে আমরা বলি ডিমান্ড। এছাড়া সেই কয়েনের টিম যদি একটিভলি কাজ করে এবং মার্কেটে তাদের অবস্থান তৈরি করতে পারে তাহলে কয়েনের দাম বাড়ার সম্ভাবনা থাকে।
-
Cryptocurrency market poti niyotho dam kom besi hoye thake.tobe dam kom besi hoyar mul Karon holo trade er opor.joto besi trade hobe toto besi dam barbe koyen er abr trade kom hole koyen er dam kume jabe.ekhon jemon Bitcoin o ETH er dam din din berei cholse.ek somay dekha ei Bitcoin o ETH dam onek kume gesilo Abar bortomane onek berese.
-
যেকোনো কয়েনের দাম হ্যাস বৃদ্ধি বিশেষ কিছু কারণের ওপর নির্ভর করে। বাই এবং সেল অন্যতম একটি কারণ। মার্কেটে যখন যে কয়েনের লেনদেন বেশি হয় সে কয়েনের দাম তখন বৃদ্ধি পায়।আর যে কয়েনের লেনদেন কমে যায় সে কয়েনের দাম হ্রাস পায়।
-
যেকোনো কয়েনের দাম হ্যাস বৃদ্ধি বিশেষ কিছু কারণের ওপর নির্ভর করে। বাই এবং সেল অন্যতম একটি কারণ। মার্কেটে যখন যে কয়েনের লেনদেন বেশি হয় সে কয়েনের দাম তখন বৃদ্ধি পায়।আর যে কয়েনের লেনদেন কমে যায় সে কয়েনের দাম হ্রাস পায়।
এ ছাড়াও সেই প্রজেক্টের কোন আপডেট যদি থাকে তাহলেও দাম বাড়ে। যেমন অমুক কয়েন আগামী কাল বায়নান্সে লিস্ট হবে, তাহলে দেখবেন সেই কয়েনের দাম বহু বেড়ে যায়। অর্থাৎ একটিভ ও আপডেট প্রজেক্টের টোকেনের দাম বাড়ে। এজন্য ট্রেড করতে হলে সেই প্রজেক্টের খুটিনাটি জানতে হয়, সেই প্রজেক্টের টেলিগ্রাম ওয়েবসাই, টুইটারে নিয়মিত নজর রাখতে হয় যাতে কোন আপডেট দেয় কিনা।
-
কয়েনের দাম সব সময় উঠা নামা করে তাই জমা রাখা ঠিক না।
কখন কোন কয়েনের দাম বাড়বে সেটা কেও বলতে পারবে নাহ।
তবে কয়েন যতো বেশী লেনদেন হবে ততো বেশী দাম বাড়বে।
বাই এবং সেল এর উপর দাম ডিপেন করে।
আশা করি বুজতে পারছেন।
-
কয়েনের দাম সব সময় এক রকম থাকেনা। কোন এক সময় বেশি হয়।আবার এক সময় কম এটাই তো নিয়ম। কোন সময়ি কয়েনের দাম এক রকম থাকেনা।
হুমম ভাই কিছুটা ঠিক বলছেন। কিন্তু কয়েনের দাম নির্ভর করে ট্রেডিং এর উপরে অর্থাৎ কয়েনের যখন চাহিদা বাড়বে এবং ইনভেস্টররা যত বেশি দামে কয়েন অর্ডার করবে তত বেশি কয়েনের দাম পাম্প করবে। আর পাম্পিং নির্ভর করে Buy, Sell এর উপরে
কয়েনের দাম সবসময় একরকম থাকে না। কেন এক সময় বেশি হয়। আবার এক সময় কম এটাই তো নিয়ম। কেন সময়ি কয়েনের দাম একরকম থাকে না।
-
ওই সমস্ত কয়েনের দাম হ্রাস বৃদ্ধি পায় সে সমস্ত কয়েনগুলো মার্কেটে অনেক ভালো পজিশনে আছে। এবং সকলেই ঐ সমস্ত কয়েন ব্যবহার করে থাকে। যেমন বিটকয়েন ইথেরিয়াম বিএনবি ইত্যাদি।
-
দুঃখের সাথে বলতে হচ্ছে ইথার এর দাম যে ১০% বৃদ্ধি পেয়েছিল তা কমে এখন আবার আগের অবস্থানে এসেছে। মূল্য বৃদ্ধি বা হ্রাস এগুলো নির্ভর করে ক্রিপ্টো কারেন্সি মার্কেট এর উপর।
-
আমি মনে করি যে সকল কয়েন এর দাম এক সময় বৃদ্ধি পায় আবার দেখা যায় কিছুদিন পরে কমে যাচ্ছে। এটা সম্পূর্ণ নির্ভর করে ট্রেড এর ওপর যত বেশি বেশি ট্রেড হবে ততই দাম বাড়বে।
-
কয়েনের দাম বৃদ্ধি বা হ্রাস পায় ইনভেস্টরদের উপর।যদি একটি টোকেন এর উপর প্রচুর পরিমাণে ইনভেস্ট করা হয় তাহলে মরা টোকেন গুলো জেগে উঠো।
-
আপনি কি যানেন কয়েনের দাম কি ভাবে বৃদ্দি পায় বা হ্রাস পায়। যানলে বলুন
হ্যাঁ ভাই কয়েনের দাম বৃদ্ধি পায় ও রাস পায়। কারণ একটু ক্রিপ্টোকারেন্সি যতগুলো কয়েন আছে সবগুলা কয়েন আপডাউন করে। আপ ডাউন না করলে ইনভেস্টারা বেনিফিট পাবেনা।
-
আপনার কথা মতে বলছি যে কয়েনের দাম ও তাদের বৃদ্দি হ্রাস পায় প্রতিদিনই এবং পৃথিবীতে যা কয়েন আছে সব কয়েনর দাম ও তা সব সময় উঠে নামে এবং আবার তা নিচে নেমে আছে তাই তা কখনো ফেলে রাখা উচিন নয় কোন সময় যে কোন কয়েনের দাম বেয়ে যায় তা বলা যায় না এবং তাদের দাম যেমন 1 ডলার থেকে 10 ডলারও যেতে পারে এবং তারও বেশি তাই ইত্যাদি।
আপনার এই মূল্যবান পোষ্টটি বিটকয়েন ইউজারদের জন্য অনেক ভাল একটি পোস্ট। আর এই মূল্যবান পোষ্টটি দেওয়ার জন্য আপনাকে অনেক ধন্যবাদ।
-
কয়েন বা টোকেনের দাম হ্রাস বৃদ্ধি মূলত ডিমান্ড এবং সাপ্লাই এর উপর নির্ভর করে। মার্কেটে যখন যে কয়েন এর চাহিদা বেশি থাকে বা বিনিয়োগকারীরা যখন যে কয়েনে বেশি বিনিয়োগ করে ও বেশি দামে অর্ডার করে ও ক্রয় করে তখন সে কয়েনের দাম বৃদ্ধি পায়। এবং যখন কোন পণ্যের চাহিদাও সাপ্লাই বা লেনদেন কমে যায় তখন সে কয়েন বা টোকেনর দাম হ্রাস পায়।
-
আপনি জদি একটি কয়েন দাম বারাতে চান তাহলে আপনাকে এই কয়েনটি বার বার কেনা বেচা করতে হবে । জদি আপনি অদিক কেনা বেচা করতে পারেন তাহলে সে কয়েনটি অতিদ্রত বৃদ্দি পাবে ।
-
কয়েনের দাম বৃদ্ধি বা হ্রাস পাওয়ার মূল কারন হচ্ছে কোন মার্কেটে সেই কয়েনের বিনিয়োগকারী অনেকটা বেশি থাকলে বা কম থাকলে যে কয়েন মার্কেটে সবচেয়ে বেশি কেনার চাহিদা থাকে কয়েনের দাম বৃদ্ধি পেতে থাকে অন্যদিকে যে কয়েনের চেনার মত বাইয়ার খুব কম থাকে তখন সপই কয়েনের দাম হ্রাস পেতেই থাকে। বর্তমানে এসব কয়েনের দামি হ্রাস পেয়েছে তার বড় কারণ হচ্ছে কোভিট-১৯ ভাইরাস এই ভাইরাসটি যেন সারা পৃথিবী কে একদম নিস্তব্ধ করে দিয়েছে এই ভাইরাসের কারণে কয়েন মার্কেট এ কয়েনের দাম হ্রাস পেয়েছে,, সিনিয়র ভাইরা আমার থেকে আরো অনেক ভালো জানেন অবশ্যই সিনিয়র ভাইরা আপনাকে সাহায্য করবেন ধন্যবাদ সবাইকে
-
আপনার কথা মতে বলছি যে কয়েনের দাম ও তাদের বৃদ্দি হ্রাস পায় প্রতিদিনই এবং পৃথিবীতে যা কয়েন আছে সব কয়েনর দাম ও তা সব সময় উঠে নামে এবং আবার তা নিচে নেমে আছে তাই তা কখনো ফেলে রাখা উচিন নয় কোন সময় যে কোন কয়েনের দাম বেয়ে যায় তা বলা যায় না এবং তাদের দাম যেমন 1 ডলার থেকে 10 ডলারও যেতে পারে এবং তারও বেশি তাই ইত্যাদি।
প্রশ্ন অনুযায়ী আপনার উত্তরটা সঠিক হয়নি বলে আমার মনে হয়। উনি প্রশ্ন করেছেন একটা আপনি উত্তর দিচ্ছেন অন্য কিছু যা প্রাসঙ্গিক নয়। তাই আমি বলব প্রাসঙ্গিকতার দিক থেকে একটু খেয়াল রাখবেন
-
আপনি কি যানেন কয়েনের দাম কি ভাবে বৃদ্দি পায় বা হ্রাস পায়। যানলে বলুন
আমি যতোটুকু জানি কয়েনের দাম বাড়া কমা নির্ভর করে ট্রেডিং ভলিয়ম এর উপর। ট্রেডিং করলে বাড়ে না করলে কমে।
-
কয়েনের দাম বৃদ্ধি এবং হ্রাস একটি স্বাভাবিক ব্যাপার। অনেকেই দেখি মন্তব্য করে ঝড় তোলেন যে এই কয়েন এত কমল কেন বা বাড়ল কেন? আমি মনে করি এটি একটি অনর্থক বিষয়।
-
আপনি কি যানেন কয়েনের দাম কি ভাবে বৃদ্দি পায় বা হ্রাস পায়। যানলে বলুন
ভাইয়া ফোরামে একদমই নতুন। কয়েন সম্পর্কে আমার কোন ধারণা নাই। যদি কোনো সিনিয়র ভাইয়ের ধারণা থাকে একটু জানাবেন অথবা পোস্টের লিংক দিবেন।
-
কয়েনের দাম রাস বৃদ্ধি হয় কয়েনের ট্রেডিং এর উপরে। মানুষ যত বেশি ট্রেডিং করবে তত বেশি ঐ কয়েনের দাম বৃদ্ধি পাবে। এছাড়াও কয়নের মান ভালো হতে হবে। কয়েনের দাম বৃদ্ধি পায় কয়েনের জনপ্রিয়তা কেমন ঐটার উপর। আবার কিছু কিছু সময় জনপ্রিয় কয়েনের দাম কমে যায়। কয়েনের দাম বৃদ্ধি বা হ্রাস নিয়ে কিছু বলা যায়।
-
কয়েনের দাম হ্রাস বৃদ্ধি মূলত চাহিদার উপর নির্ভর করে চাহিদা কম থাকলে দাম রাস পাবে এবং চাহিদা বেশি থাকলে দাম বৃদ্ধি পাবে এভাবে এটা ওঠানামা করে।
-
কয়েনের দাম যদি না কমে তাইলে ইনভেস্টর রা টোকেন কিনতে পারবে না এবং যদি টোকেন এর দাম না বাড়ে তাহলে তারা বিক্রি করতে পারবেনা যে কারণে কয়েনের দাম বৃদ্ধি দরকার তা না হলে ইনভেস্টরা বেনিফিট পাবেনা।
-
কয়েনের দাম সব সময় এক রকম থাকেনা। কোন এক সময় বেশি হয়।আবার এক সময় কম এটাই তো নিয়ম। কোন সময়ি কয়েনের দাম এক রকম থাকেনা।
ঠিক তাই এটি যেকোন সময় ওঠানামা করতে পারে এর চাহিদা অনুসারে। আমি মনে করি এটির ধর্মই ওঠানামা করা।
-
আমি জানি কয়েনের দাম বাড়ে কমে ট্রেডিং এর কারনে। কোন কয়ের প্রতি আগ্রহ বেশি থাকলে সেটি বাড়বে আর কম থাকলে দাম কমবে আর এটিই কয়েনের দাম ৃবৃদ্ধি এবং হ্রাসের কারন হতে পারে।
-
একটি কয়েন যখন নিচে নামে তখন এই কয়েন এর চাহিদা থাকে না। আবার যখন একটি কয়েন এর চাহিদা বৃদ্ধি পায় তখন এই কয়েন উপরে উঠতে শুরু করে । আর বাজারে বিনিয়োগকারীর যখন বৃদ্ধি পায় তখন সব ধরনে কয়েন উপরে উঠতে শুরু করে ।
এখানে আমি একটু এড করতে চাই সেটি হল কেনা বেচা ঠিক আছে কিন্তু কয়েনের চাহিদা যদি কম থাকে তাহলে তো দাম হ্রাস পাবে আর যদি চাহিদা বেশি থাকে তাহলে দাম বেশি হবে। এটাই সত্য।
-
নদীর স্রোত যেমন সবসময় নিচু এলাকা অর্থাৎ ভাটির দিকে যায় ঠিক তেমনি টেডিং মার্কেটে কয়েনের দাম সবসময় ওঠা নামা করবে এটাই স্বাভাবিক।
-
ক্রিপ্টোকারেন্সি তে সব কয়েন এর দাম সবসময়ই উঠানামা করে থাকে। দেখা যাচ্ছে হঠাৎ করে ইনভেস্টর রা ইনভেস্ট খুব একটা করছে না তখন দেখা যায় কয়েন গুলোর দাম একটু কম। আবার দেখা যাচ্ছে কোন কয়েন এর উপর বিনিয়োগকারীরা প্রচুর পরিমাণে ইনভেস্ট করছে যার ফলে কয়েন গুলোর দাম বাড়ছে।
-
অধিকাংশ কয়েনই কোননা কোন পেয়ারে লেনদেন হয়। যেমন বিটকয়েন পেয়ারে কোন কয়েন ট্রেড হয় একচেঞ্জারে। যদি হঠাৎ আজকে বিটকয়েনের দাম ৫০০ ডলার বা যে কোন পরিমান বেড়ে যায় আর সেই কয়েন বিটিসিতে রেট একই থাকে তারপরেও ডলার হিসেবে দাম বেড়ে যায়। ঠিক একইভাবে বিটিসির দাম কমে গেলে বিটিসিতে ওই কয়েনের দাম ঠিক থাকলেও ডলারে তার ভেলু কমে যায়। এছাড়া কোন নির্দিষ্ট কয়েনের কোন ভালো খবর প্রকাশিত হলে তার দাম বাড়ে যা স্বাভাবিক।
আমি আগে ভেবেছিলাম যে কয়েন দাম বৃদ্ধি বা হ্রাস পায় সম্পূর্ণ ইনভেস্টরদের উপর। কিন্তু আপনার পোস্টটি পড়ে পুরোপুরি ক্লিয়ার হয়েছে যে দাম বৃদ্ধি বারাস এর মূল্য কারণ।
-
আপনি কি যানেন কয়েনের দাম কি ভাবে বৃদ্দি পায় বা হ্রাস পায়। যানলে বলুন
কয়েনের দাম সব সময় একই রকম থাকেনা। কোন সময় বেশি হয় আবার কোন সময় কমে। আসলে কয়েনের দাম প্রতিনিয়তই বাড়ে-কমে। এটা আসলে ঘটছে মানুষের ট্রেডিং এর কারনে। প্রজেক্ট সম্পূর্কে ভাল নিউজ থাকলে তখন বাজারে কয়েনের চাহিদা বেশী বাড়ে তখন দাম ও বেশী বাড়ে। এটা কয়েন মার্কেটের চলমান প্রক্রিয়া।
কয়েন এর দাম বৃদ্ধি বা হ্রাস পায় কিভাবে সে সম্পর্কে আমি জানতাম না। আপনার পোষ্টটি পড়ে সম্পূর্ণ জানতে পেরেছি। আপনাকে অসংখ্য ধন্যবাদ ব্রো।
-
কয়েনের দাম বৃদ্ধি ও হ্রাস পাওয়ার কারণ হচ্ছে কয়েন হচ্ছে অনেক প্রকার তাই যতগুলো কয়েন আছে তাদের মধ্যে যে যে কয়েন গুলো ব্যবহার করে তাদেরকে বলছি যে সে সেই কয়েনগুলো প্রতি সবসময় খেয়াল রাখে কারণ কোন কয়েন কোন সময় বেড়ে যায় তা বলা যায় না। কয়েন এমন জিনিস যেটা সব সময় ওঠা নামা করতে থাকে। তাই যে সময় কয়েন ওপরে ওঠে তখন তা সেল করে দেয়া উচিত।
ভাই আপনার উপদেশটা ঠিক আছে। কিন্তু কয়েনের দাম বৃদ্ধি নির্ভর করে কয়েনের Buy/Sell অর্ডার এর উপরে। কয়েনের যত Buy অর্ডার হবে এক্সচেঞ্জারে তত উপরে থাকবে এবং এক্সচেঞ্জার ও সেই টোকেনের দাম আরো বৃদ্ধি করে দেবে।
ক্রিপ্টো জগতে কখন কি হয় তা বলা মুশকিল তবে ভাইয়া আপনি একদম ঠিক বলেছেন কয়েনের দাম নির্ভর করে এর By/Sell এর উপরে। ভাইয়া আপনার পোস্টটি আমাদের মত নতুন ইউজার দের জন্য খুবই হেল্প ফুল আসলে কয়েন গুলো কিভাবে হুটহাট দাম বেড়ে যায় আবার কমে যায় সেটা নিয়ে আমাদের নতুনদের মনে প্রশ্ন জাগে আপনার পোস্টটি পড়ে স্পষ্ট ধারণা পেলাম থ্যাংকস ব্রাদার।
-
আমরা এতদিনে জেনে গেছি সম্ভবত যে কয়েনের দাম বৃদ্ধি এবং হ্রাস দুটোই কয়েনের সেল এবং বাই এর পরিমান কে ঘিরে হয়ে থাকে। অর্থাৎ সেল অডার বেশি থাকলে দাম হ্রাস পাবে আর বাই ওয়াডার বেশি থাকলে দাম বৃদ্ধি পাবে।
-
একটি কয়েন যখন নিচে নামে তখন এই কয়েন এর চাহিদা থাকে না। আবার যখন একটি কয়েন এর চাহিদা বৃদ্ধি পায় তখন এই কয়েন উপরে উঠতে শুরু করে । আর বাজারে বিনিয়োগকারীর যখন বৃদ্ধি পায় তখন সব ধরনে কয়েন উপরে উঠতে শুরু করে ।
হ্যা এই প্রক্রিয়া গুলোই কয়েন এর দাম এবং বৃদ্বিতে অগ্রনী ভুমিকা রাখে বলে আমি মনে করি।
-
ভাইয়া, দৈনন্দিন ডলার পাউন্ড এর ক্রয়/বিক্রয়মূল্য যেমন ওঠানামা করে, তেমনি ক্রিপ্টোকারেন্সির ক্রয়/বিক্রয়মূল্যও ওঠানামা করে। এটা কখনোই স্থির থাকে না। আমি মনে করি যখন যে কয়েনটা buy-sell বেশি হয় বা বিনিয়োগকারীরা বিনিয়োগ বেশি করে তখন সেই কয়েনটার দাম অনেক বেড়ে যায়। তবে দাম কম বলে কোন কয়েন কে অযত্নে রাখা ঠিক নয় কারণ ক্রিপ্টো মার্কেটে কখন কি হয় বলা মুশকিল।
-
ভাইয়া, দৈনন্দিন ডলার পাউন্ড এর ক্রয়/বিক্রয়মূল্য যেমন ওঠানামা করে, তেমনি ক্রিপ্টোকারেন্সির ক্রয়/বিক্রয়মূল্যও ওঠানামা করে। এটা কখনোই স্থির থাকে না। আমি মনে করি যখন যে কয়েনটা buy-sell বেশি হয় বা বিনিয়োগকারীরা বিনিয়োগ বেশি করে তখন সেই কয়েনটার দাম অনেক বেড়ে যায়। তবে দাম কম বলে কোন কয়েন কে অযত্নে রাখা ঠিক নয় কারণ ক্রিপ্টো মার্কেটে কখন কি হয় বলা মুশকিল।
আপনার কথা ঠিক আছে। অনেক সময় দেখেছি একদম পচা টোকেন গুলো অনেক উন্নত হয়েছে। আবার অনেক সময় দেখা গেছে মোটামুটি ভালো কয়েন গুলো নিম্নের দিকে নেমে গিয়েছি। অতএব কোন টোকেন গুলি কোন সময় ভালো হবে বা মন্দ হবে সেটা বল আসলেই মুশকিল।
-
আপনি কি যানেন কয়েনের দাম কি ভাবে বৃদ্দি পায় বা হ্রাস পায়। যানলে বলুন
কয়েনের দাম বৃদ্ধি পাওয়া বা কমে যাওয়া একটি সাধারন ব্যাপার। কারণ পৃথিবীতে অনেক ধরনের কয়েন আছে যা নিয়মিত পরিবর্তন হয়ে থাকে। যেমন ধরেন একটা কয়েন এর বর্তমান মূল্য আছে 2 ডলার কিন্তু কিছুদিন পরে এর দাম বৃদ্ধি পেয়ে 10 ডলার হতে পারে আবার কমে 0.8 সেন্ট হতে পারে। তাই বলা যায় কয়েনের দাম বৃদ্ধি বা কমা একটি সাধারন ব্যাপার।
-
টোকেন এর দাম যদি বৃদ্ধি ও না কমে তাহলে কেউ কিন্তু পারবে না বুঝতেও পারবেনা এবং বেনিফিট পাবেনা।
-
আপনি কি যানেন কয়েনের দাম কি ভাবে বৃদ্দি পায় বা হ্রাস পায়। যানলে বলুন
এই বিষয় টি আমিও জানি না। কেউ যদি বিষয় টি বুঝিয়ে বলেন তাহলে খুবই ভাল হত আমার জন্য।
-
আপনি কি যানেন কয়েনের দাম কি ভাবে বৃদ্দি পায় বা হ্রাস পায়। যানলে বলুন
ভাইয়া আপনার প্রশ্নের উত্তরে আমি বলব, যেকোনো কয়েন এর দাম বৃদ্ধি অথবা হ্রাস পায়, কোন কয়েন কতটা buy-sell হচ্ছে তার উপর নির্ভর করে। এবং বিনিয়োগকারীরা কি পরিমান বিনিয়োগ করছে তার উপর। আশা করি বুঝতে পেরেছেন।
-
কয়েনের দাম বৃদ্ধি ও হ্রাস পাওয়ার কারণ হচ্ছে কয়েন হচ্ছে অনেক প্রকার তাই যতগুলো কয়েন আছে তাদের মধ্যে যে যে কয়েন গুলো ব্যবহার করে তাদেরকে বলছি যে সে সেই কয়েনগুলো প্রতি সবসময় খেয়াল রাখে কারণ কোন কয়েন কোন সময় বেড়ে যায় তা বলা যায় না। কয়েন এমন জিনিস যেটা সব সময় ওঠা নামা করতে থাকে। তাই যে সময় কয়েন ওপরে ওঠে তখন তা সেল করে দেয়া উচিত।
ভাই আপনার উপদেশটা ঠিক আছে। কিন্তু কয়েনের দাম বৃদ্ধি নির্ভর করে কয়েনের Buy/Sell অর্ডার এর উপরে। কয়েনের যত Buy অর্ডার হবে এক্সচেঞ্জারে তত উপরে থাকবে এবং এক্সচেঞ্জার ও সেই টোকেনের দাম আরো বৃদ্ধি করে দেবে।
আমার মনে হয় এটিই হচ্ছে মুল কথা যে বাই ওডার বেশি থাকরে দাম বুম বুম করে বাড়তে থাকে। বাই ওডার না থাকলে সেই কয়েন তলানিতে পড়ে যায়।
-
অধিকাংশ কয়েনই কোননা কোন পেয়ারে লেনদেন হয়। যেমন বিটকয়েন পেয়ারে কোন কয়েন ট্রেড হয় একচেঞ্জারে। যদি হঠাৎ আজকে বিটকয়েনের দাম ৫০০ ডলার বা যে কোন পরিমান বেড়ে যায় আর সেই কয়েন বিটিসিতে রেট একই থাকে তারপরেও ডলার হিসেবে দাম বেড়ে যায়। ঠিক একইভাবে বিটিসির দাম কমে গেলে বিটিসিতে ওই কয়েনের দাম ঠিক থাকলেও ডলারে তার ভেলু কমে যায়। এছাড়া কোন নির্দিষ্ট কয়েনের কোন ভালো খবর প্রকাশিত হলে তার দাম বাড়ে যা স্বাভাবিক।
কয়েন এর দাম বৃদ্ধি বারাস কেন পায় এ সম্পর্কে আপনি অনেক সুন্দর একটি পোস্ট করেছেন।আশা করি যারা এ সম্পর্কে একদমই অবগত ছিল তারা আপনার পোস্টটি পড়ে অবশ্যই বুঝতে পারবে।এত সুন্দর করে পোস্টটি করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।
-
যদি এভাবে ততটা শিওর না তবে আমার কাছে মনে হয়। এ কয়েনের দাম কম বেশি হওয়ার পেছনে আমাদের গ্রাহক বা এইতো ক্যান বহনকারী রাই দায়ী। এতে ক্ষিপ্ত কারেন্সির কোন হাত নেই বাপ সামাজিক মাধ্যম কোন ভাবির সাথে জড়িত না। কয়েন দাম বেশি বা কম আর পিছনে আমদানির কিছুটা ভূমিকা রাখে।
-
আপনি কি যানেন কয়েনের দাম কি ভাবে বৃদ্দি পায় বা হ্রাস পায়। যানলে বলুন
কারেন্সি মারকেট সব সময় পরিবর্তনশীল। ক্রিপ্টোকারেন্সি মার্কেটে ক্রিপ্টোকারেন্সি গুলোর দাম বাড়বে কমবে এটাই স্বাভাবিক। একটা কয়েন যখন অত্যধিক হারে বাই সেল হয় তখন দেখা যায় সেটার দাম বৃদ্ধি পেয়ে যায়। এবং ইনভেস্টরদের ইনভেস্ট এর উপর কয়েনের দাম বৃদ্ধি পায়।
-
ভাই এ বিষয়ে আমারও কোন ধারনা নাই তবে অনেক সিনিয়র ভাই দেখলাম এই টপিকে রিপ্লাই দিয়েছেন দেখে একটু বোঝার চেষ্টা করলাম এবং অনেকটা ভালো লাগলো তাদের রিপ্লাই গুলো সেখান থেকে আমি বুঝতে পারলাম কিভাবে একটা কয়েনের দাম বৃদ্ধি বা হ্রাস পায় ধন্যবাদ ভাই এত সুন্দর একটা টপিক তৈরি করার জন্য
-
কয়েন িএর দাম বৃদ্ধি বা হ্রাস এটা নির্ভর করে বাজারে বিনিয়োগকারীদের উপর । যদি বিনিয়োগকারীরা চায় তাহলে আজকেই যে কোন কয়েন বাজারে অনেক উচুতে উঠাতে পারে । আবার ইচ্ছা করলে এটা অনেক নিচেও নামাতে পারে।
[/quote
ধন্যবাদ ভাই আপনাকে এত সুন্দর ভাবে বলার জন্য
-
কয়েন এর দাম বৃদ্ধি অথবা হ্রাস হবে কি না এটা সম্পুর্ন নির্ভর করে ট্রেডারের উপর বা ইনভেস্টর এর উপর। অনেক বড় বড় ট্রেডার আছে যারা সবাই চাইলে কয়েন এর দাম বাড়াতে পারে আবার চাইলে নামাতেও পারে।
-
অধিকাংশ কয়েনই কোননা কোন পেয়ারে লেনদেন হয়। যেমন বিটকয়েন পেয়ারে কোন কয়েন ট্রেড হয় একচেঞ্জারে। যদি হঠাৎ আজকে বিটকয়েনের দাম ৫০০ ডলার বা যে কোন পরিমান বেড়ে যায় আর সেই কয়েন বিটিসিতে রেট একই থাকে তারপরেও ডলার হিসেবে দাম বেড়ে যায়। ঠিক একইভাবে বিটিসির দাম কমে গেলে বিটিসিতে ওই কয়েনের দাম ঠিক থাকলেও ডলারে তার ভেলু কমে যায়। এছাড়া কোন নির্দিষ্ট কয়েনের কোন ভালো খবর প্রকাশিত হলে তার দাম বাড়ে যা স্বাভাবিক।
বিষয়টি বুঝতে পারলাম ভাই আপনার পোস্ট পড়ে|আমি একজন নতুন ইউজার তাই সঠিকভাবে জানে না|আপনার পোস্ট পড়ে বুঝতে পারলাম |কি কারনে কয়েনের দাম বৃদ্ধি বা দাম কমে যায়|
ধন্যবাদ ভাই আপনাকে
-
আসলে কিভাবে কয়েনের দাম বৃদ্ধি বা রাস পায় আসলে সম্পর্কে আমার সঠিক ধারণা নেই।
-
আপনার কথা মতে বলছি যে কয়েনের দাম ও তাদের বৃদ্দি হ্রাস পায় প্রতিদিনই এবং পৃথিবীতে যা কয়েন আছে সব কয়েনর দাম ও তা সব সময় উঠে নামে এবং আবার তা নিচে নেমে আছে তাই তা কখনো ফেলে রাখা উচিন নয় কোন সময় যে কোন কয়েনের দাম বেয়ে যায় তা বলা যায় না এবং তাদের দাম যেমন 1 ডলার থেকে 10 ডলারও যেতে পারে এবং তারও বেশি তাই ইত্যাদি।
আপনি একদম ঠিক কথা বলেছেন ভাই সব কয়েনের দামই প্রতিনিয়ত আপনা আপনি ভাবে বৃদ্ধি পায় এবং দাম উঠানামা করে পৃথিবীতে যতগুলো কয়েন আছে সব কয়েনই এ রকমই হয় আপনাকে অনেক ধন্যবাদ ভাই আপনার মূল্যবান পোষ্টটি করার জন্য।
-
ক্রিপ্টোকারেন্সি মার্কেট কোন কয়েনের দাম কখনো স্থির থাকেনা। বিভিন্ন কারণে কয়েন ও টোকেন এর দাম হ্রাস বৃদ্ধি ঘটে। এরমধ্যে বাই সেল হচ্ছে কয়েনের দাম হ্রাস বৃদ্ধির প্রধান কারণ। যখন বিনিয়োগকারীরা মে কোয়েন বা টোকেন বেশি বেশি ক্রয় করে তখন ওই টোকন বা কয়েনের দাম বৃদ্ধি পেতে থাকে আবার যখন বিনিয়োগকারীরা তা সেল করে তখন দাম কমতে থাকে।
-
ক্রিপ্টোকারেন্সি মার্কেট সব সময় আপডাউন করতে দেখা যায়। ক্রিপ্টোকারেন্সি মার্কেট কখনো স্থির থাকে না। কয়েনের মূল্য বৃদ্ধি পাবে না কমে যাবে এটা নির্ভর করে ওই কয়েনের কয় বিক্রয় এর উপর ভিত্তি করে। ক্রিপ্টোকারেন্সি মার্কেট কেউ নিয়ন্ত্রণ করতে পারেনা।
-
ক্রিপ্টোকারেন্সি মার্কেটগুলো প্রতিনিয়তই টোকেন এর দাম গুলো বৃদ্ধি পায় এবং কমেএটা কিসের কারণে বৃদ্ধি পায় এবং কমে যায় এটা শুধু ক্রিপ্টোকারেন্সি মার্কেটে জানে আমি সঠিক বলতে পারবোনা কিন্তু সিনিয়র ভাইয়েরা হয়তো বলতে পারবে
-
একটি কয়েন দাম বৃদ্ধি রাস পায় বড় বিনিয়োগকারীদের জন্য এবং টোকেন কেনাবেচার উপরে নির্ভর করে।আপনি যদি লক্ষ্য করেন তাহলে দেখতে পারবেন যত বেশি ট্রেড হবে সেই কয়টির প্রাইস ততটাই বৃদ্ধি পাবে।এবং বিনিয়োগকারীরা যদি এর মধ্যে বিনিয়োগ করা শুরু দিয়ে দেয় তাহলে হয়তো সেই টোকেন এর দাম অনেকটাই বৃদ্ধি পাবে।
-
আপনি কি যানেন কয়েনের দাম কি ভাবে বৃদ্দি পায় বা হ্রাস পায়। যানলে বলুন
।
কয়েনের দাম বৃদ্ধি বা হ্রাস বেশ কিছু কারণে হয়ে থাকে।এর মধ্যে অন্যতম কারণ হলো কয়েনের বাই বা সেল । যত বেশি বাই বা সেল হবে কয়েনের দাম তত বৃদ্ধি পাবে আর যদি বাই সেল কম হয় কয়েনের দাম রাজ পেতে থাকে।
-
আপনি কি যানেন কয়েনের দাম কি ভাবে বৃদ্দি পায় বা হ্রাস পায়। যানলে বলুন
ভাই আমি যতদূর জানি ক্রিপ্টোকারেন্সি তে কয়েনের দাম কখনো স্থির থাকেনা। ক্রিপ্টোকারেন্সি মার্কেটে কয়েনের দাম সব সময় উঠানামা করে। তাই যাদের কয়েন আছে তাদের ফোরামে নিয়মিত একটিভ থেকে যখন কয়েনের দাম বৃদ্ধি পায় তখন সেটা সাথে সাথে বিক্রি করে দেওয়াই ভালো বলে আমি মনে করি।
-
ভাই আমি মনে করি ক্রিপ্টোকারেন্সি মার্কেট গুলোতে প্রতিনিয়তই কয়েনের দাম বৃদ্ধি ও হ্রাস পায় । আমি জানি যে ক্রিপ্টোকারেন্সি মার্কেটগুলোর কয়েন কখনোই স্থির থাকে না সব সময় বৃদ্ধি পায় আবার কখনো একদম কমে যায় আমি এতোটুকু জানি।
-
আপনি কি যানেন কয়েনের দাম কি ভাবে বৃদ্দি পায় বা হ্রাস পায়। যানলে বলুন
ভাই আমি যতটুকু জানি এবং বুঝি ক্রিপ্টোকারেন্সি এর দাম রাজ পাওয়ার মূল কারণ হচ্ছে যদি সেই মুদ্রার চাহিদা মার্কেটে না থাকে তাহলে সেই মুদ্রার দাম আস্তে আস্তে কমে যেতে শুরু করে যে মুদ্রার চাহিদা মার্কেটে যত বেশি সেই মুদ্রার দাম কত তাড়াতাড়ি বৃদ্ধি পেতে থাকে তবে মুদ্রার দাম কমে যাওয়ার অনেকগুলো কারণ রয়েছে
-
ক্রিপ্টোকারেন্সি তে সবসময়ই মার্কেটের অবস্থা বৃদ্ধি অথবা কমে থাকে যখন তখন।ক্রিপ্টোকারেন্সি যে পর্যন্ত চলবে সে পর্যন্ত মার্কেট আপডাউন করবেই ক্রিপ্টোকারেন্সি মার্কেট কখনোই স্থায়ী নয়। যখন-তখন বাড়তেও পারে আবার কমে যেতে পারে এটাই কি প্রকারের একটা ধর্ম।
-
একটি কয়েন দাম বৃদ্ধি রাস পায় বড় বিনিয়োগকারীদের জন্য এবং টোকেন কেনাবেচার উপরে নির্ভর করে।আপনি যদি লক্ষ্য করেন তাহলে দেখতে পারবেন যত বেশি ট্রেড হবে সেই কয়টির প্রাইস ততটাই বৃদ্ধি পাবে।এবং বিনিয়োগকারীরা যদি এর মধ্যে বিনিয়োগ করা শুরু দিয়ে দেয় তাহলে হয়তো সেই টোকেন এর দাম অনেকটাই বৃদ্ধি পাবে।
আপনি আসলে যে বিষয়টি বলেছেন এটাও হতে পারে। কোন টোকেন দাম বৃদ্ধির পেছনে আসলে তা কিরকম ট্রেড হচ্ছে। সেই কয়েনটি যত ট্রেড হবে তার প্রাইস ততই বৃদ্ধি পেতে থাকবে।
-
একটি কয়েন দাম বৃদ্ধি রাস পায় বড় বিনিয়োগকারীদের জন্য এবং টোকেন কেনাবেচার উপরে নির্ভর করে।আপনি যদি লক্ষ্য করেন তাহলে দেখতে পারবেন যত বেশি ট্রেড হবে সেই কয়টির প্রাইস ততটাই বৃদ্ধি পাবে।এবং বিনিয়োগকারীরা যদি এর মধ্যে বিনিয়োগ করা শুরু দিয়ে দেয় তাহলে হয়তো সেই টোকেন এর দাম অনেকটাই বৃদ্ধি পাবে।
কোন কয়েন এর দাম যদি হঠাৎ করে বৃদ্ধি পায় তাহলে আমরা সবাই সেটা বুঝি এর মধ্যে অনেক ইনভেস্ট করছে বা এই কয়েনটি অনেক বেশি ট্রেড হচ্ছে। আমরা যদি বিটকয়েনের দিকে লক্ষ্য করি তাহলে দেখব এর প্রাইস রাতারাতি কতটা পাম্প করেছে। এর মধ্যে কি হঠাৎ করে এতটা ইনভেস্ট করছে বা এত বেশি লেট হচ্ছে যে এর প্রাইস রাতারাতি এতটা বৃদ্ধি পেল। আমার বিশ্বাস হয় যে কোন টোকেন যত বেশি ট্রেড হবে বা ওই টোকেন এর মধ্যে যত বিনিয়োগ করা হবে ততো দাম বাড়বে। আসলে কি কোনটোকন হঠাৎ করে এতটা বৃদ্ধি পাওয়ায় কি অন্য কোনো কারণ আছে থাকলে অবশ্যই এই নিয়ে কেউ মন্তব্য করবেন।
-
কয়েনের দাম আপডাউন ও হওয়া টা একটা স্বাভাবিক কারণ ক্রিপ্টোকারেন্সি তে সব সময় টোকেন এর দাম কম বেশি আপ-ডাউন করছে এ কারণে কয়েনের দাম সব সময় বৃদ্ধি বা হ্রাস পেয়ে থাকে।
-
আমি মনে করি ক্রিপ্টোকারেন্সি কয়েনের দাম বৃদ্ধি ও হ্রাস পায় এটি মার্কেটের ওঠানামা করে ফলে কয়েনের দাম বৃদ্ধি পায় এবং হ্রাস পায় যার কারণে ক্রিপ্টোকারেন্সি মার্কেটগুলো উঠানামা করে সব সময়।
-
আসলে পৃথিবীতে যত কয়েন আছে সকল কয়েনের দাম বৃদ্ধি বা হ্রাস পায়। অর্থাৎ কোন কয়েনের দাম কোন সময় স্থির অবস্থায় থাকে না। আসলে এ সকল কয়েনের দাম বৃদ্ধি বা রাস এর ক্ষেত্রে একটা জিনিস লক্ষ্য করা যায় যে মার্কেটে যখন কয়েন এর চাহিদা বেশি থাকে তখন ওই কয়েনের দাম বৃদ্ধি পায় আর মার্কেটে যখন কয়েন এর চাহিদা কম থাকে তখন কয়েনের দাম কমে যায়
-
ভাই আমি যতটুকু জানি কয়েনের দাম বৃদ্ধি বা হ্রাস লেনদেনের উপর অনেকটা নির্ভরশীল । বাজারে অনেক ধরনের কয়েন আছে যে কয়েনের লেনদেন যত বেশি সেই কয়েনের দাম তত বৃদ্ধি পায় ।আর কয়েনের দাম কম হয় সেই কয়েনের দাম হ্রাস পেয়ে থাকে বলে আমার মনে হয়।
-
কয়েনের দাম বৃদ্ধি এবং কমে যাওয়ার এগুলোর কারণ একমাত্র ইনভেস্টর। তারা যদি কম দামে টোকেন ক্রয় করে বেশি দামে বিক্রি করে তা হলেও সেখানে টোকেন এর দাম বৃদ্ধি পায়।
-
আসলে পৃথিবীতে যত কয়েন আছে সকল কয়েনের দাম বৃদ্ধি বা হ্রাস পায়। অর্থাৎ কোন কয়েনের দাম কোন সময় স্থির অবস্থায় থাকে না। আসলে এ সকল কয়েনের দাম বৃদ্ধি বা রাস এর ক্ষেত্রে একটা জিনিস লক্ষ্য করা যায় যে মার্কেটে যখন কয়েন এর চাহিদা বেশি থাকে তখন ওই কয়েনের দাম বৃদ্ধি পায় আর মার্কেটে যখন কয়েন এর চাহিদা কম থাকে তখন কয়েনের দাম কমে যায়
হ্যাঁ ভাই আপনি ঠিকই বলেছেন ক্রিপ্টোকারেন্সি এর সকল মুদ্রার দাম তখনই বৃদ্ধি পায় যখন মার্কেটে ওই মুদ্রার চাহিদা বেশি থাকে যখন মার্কেটে মুদ্রার দাম কমে যায় তখন মার্কেটে ওই মুদ্রার চাহিদা কমে যাওয়ায় দাম কমে যায় এটাই ক্রিপ্টোকারেন্সি এর ধর্ম একসময় সকল মুদ্রার দাম বৃদ্ধি পাবে আবার এক সময় কমে যাবে
-
কয়েন এর দাম বৃদ্ধি বা হ্রাস পাওয়ার মূল্ কারণ হচ্ছে লেনদেন । আপনি লক্ষ করবেন যে যখন লেনদেন বেশি হয় তখন কিন্তু কয়েন এর দাম বৃদ্ধি পায় আবার যখন লেনদেন এর পরিমান কম হয় তখন কয়েন এর দাম হ্রাস পায় । তাই যখন যেই কয়েনে লেনদেন এর পরিমান বেশি হবে তখন সেই কয়েনই মার্কেটের শীর্ষে এবং দামও বৃদ্ধি পাবে বলে আমি মনে করি।
আপনি অবশ্যই সুন্দর একটি কথা বলেছেন কয়েনের দাম বৃদ্ধি ও হ্রাস তার কারণ হচ্ছে মার্কেটগুলোতে লেনদেনের জন্য এ দেখা গেল একসময় লেনদেন করার সময় কয়েনের দাম বৃদ্ধি পেয়েছে আবার কিছুক্ষণ যাবত দেখা গেল যে কয়েনের দাম কমে গেছে তাই আমি মনে করি ক্রিপ্টোকারেন্সি মার্কেটগুলোর কয়েনের দাম বৃদ্ধি পায় এবং কমে যায়।
-
আপনি কি যানেন কয়েনের দাম কি ভাবে বৃদ্দি পায় বা হ্রাস পায়। যানলে বলুন
ভাই এটা তো খুবই সাধারণ একটা বিষয় আমরা জানি যে মার্কেটে যে মুদ্রার চাহিদা যত বেশি সেই মুদ্রার দাম তত দ্রুততার সাথে বৃদ্ধি পেতে থাকে এবং যে মুদ্রার চাহিদা মার্কেটে একেবারেই থাকেনা সে মুদ্রার দাম কমতে শুরু করে বা একেবারে কমে যায়
-
কয়েনের দাম বৃদ্ধি হ্রাস এটা মার্কেট এর ওপর নির্ভর করে. মার্কেট স্থিতিশীল না এইজন্য কখন দাম বাড়বে এবং কমবে এটা বলা যাই না. কিন্তু কয়েন এ বিনিয়োগের পরিমান বেশি হলে মুদ্রা গুলোর দাম বৃদ্ধি পাই. চাহিদার ওপর ভিত্তি করে কয়েন উঠা নামা করে.
-
কয়েনের দাম সব সময় এক রকম থাকেনা। কোন এক সময় বেশি হয়।আবার এক সময় কম এটাই তো নিয়ম। কোন সময়ি কয়েনের দাম এক রকম থাকেনা।
ক্রিপ্টোকারেন্সি টোকেন এর দাম উঠানামা করবে এটা স্বাভাবিক। এই টোকেন দাম ওঠানামা করা অনেকগুলো কারণ রয়েছে । টোকন যদি বেশি উৎপন্ন হয় তাহলে এর দাম কমে। আর যদি টোকেন বেশি বিক্রি হয় তাহলে এর দাম বৃদ্ধি পায়।
-
কয়েনের দাম সব সময় এক রকম থাকেনা। কোন এক সময় বেশি হয়।আবার এক সময় কম এটাই তো নিয়ম। কোন সময়ি কয়েনের দাম এক রকম থাকেনা।
ক্রিপ্টোকারেন্সি টোকেন এর দাম উঠানামা করবে এটা স্বাভাবিক। এই টোকেন দাম ওঠানামা করা অনেকগুলো কারণ রয়েছে । টোকন যদি বেশি উৎপন্ন হয় তাহলে এর দাম কমে। আর যদি টোকেন বেশি বিক্রি হয় তাহলে এর দাম বৃদ্ধি পায়।
ক্রিপ্টোকারেন্সি মার্কেট সবসময় আপডাউন করবে এটা ক্রিপ্টোকারেন্সি মার্কেটের ধরণ।কোন কয়েন এর চাহিদা যদি অধিক পরিমাণে থাকে তাহলে আমরা জানি সেই কয়েন এর প্রাইস রাতারাতি অনেকবৃদ্ধি পায়।যেমন বর্তমানে বিটকয়েন এর অধিক চাহিদা থাকার কারণে দেখা যায় রাতারাতি এতটা বৃদ্ধি পাচ্ছে বিটকয়েন প্রাইস।
-
ক্রিপ্টোকারেন্সি টোকেন এর দাম উঠানামা করবে এটা স্বাভাবিক।মার্কেট স্থিতিশীল না এইজন্য কখন দাম বাড়বে এবং কমবে এটা বলা যাই না.ক্রিপ্টোকারেন্সি এর সকল মুদ্রার দাম তখনই বৃদ্ধি পায় যখন মার্কেটে ওই মুদ্রার চাহিদা বেশি থাকে।চাহিদার ওপর ভিত্তি করে কয়েন উঠা নামা করে.।
-
অনেক পুরনো টপিক। আলোচনার জন্য এটি কে আমি সমর্থন মনে করিনি। ফোরামের মডারেটর ভাইদের দৃষ্টি আকর্ষণ করবো তারা যেন এই টপিকটি লক করে দেয়। এটিতে প্রচুর পরিমাণ স্পামিং পোস্ট হচ্ছে।আপনারা পর্যবেক্ষণ করে পদক্ষেপ গ্রহণ করুন।
-
অনেক পুরনো টপিক। আলোচনার জন্য এটি কে আমি সমর্থন মনে করিনি। ফোরামের মডারেটর ভাইদের দৃষ্টি আকর্ষণ করবো তারা যেন এই টপিকটি লক করে দেয়। এটিতে প্রচুর পরিমাণ স্পামিং পোস্ট হচ্ছে।আপনারা পর্যবেক্ষণ করে পদক্ষেপ গ্রহণ করুন।
ধন্যবাদ।
টপিকটা লক করে দিলাম। সবাই নতুন টপিকে আলোচনা করুন। বাংলাবোর্ডকে প্রাঞ্জল করে তুলুন। স্পামকে এড়িয়ে চলুন।