Altcoins Talks - Cryptocurrency Forum
Local => বাংলা (Bengali) => Topic started by: JISAN on September 27, 2018, 01:32:45 PM
-
ক্রিপ্টোকারেন্সি কী এবং এর ইতিহাস
ক্রিপ্টোকারেন্সি হল এক রকমের ডিজিটাল কারেন্সি।
সাধারন কারেন্সি আমরা সবাই পরিচিত। এই যেমন টাকা, রুপি, ইউরো, ডলার, পাউন্ড ইত্যাদি। এই সব মুদ্রা দেশ ভেদে একেক রকম। তাদের উৎপাদন ও নিয়ন্ত্রণ এবং সরকার বা কেন্দ্রীয় ব্যাংক আছে। এই মুদ্রার সরবরাহ ইচ্ছেমত বাড়িয়ে তুলতে পারে। কিন্তু প্রতিটি ক্রিপ্টোকারেন্সি একটি নির্দিস্ট পরিমাণ কয়েন এর বেশি জেনারেট করতে পারবেন। উদাহরণস্বরূপ Onecoin সর্বোচ্চ ২.1 বিলিয়ন কয়েন জেনারেট করতে পারবেন।
ক্রিপ্টোকারেন্সি এর রেট বারে কিভাবে
এই কারেন্সি কোন সরকার বা রাষ্ট্র উত্পাদন বা জোগান দেয়। এই বিভিন্ন ওয়ার্ডপ্রেস এর মাধ্যমে ইন্টারনেট এ যুক্ত করা হয় মাইনিং করতে। আর এই মাইনিং প্রক্রিয়ায় বিভিন্ন জটিল সব এলগরিদম, ব্লক এবং ক্রিপ্টোগ্রাফি সম্পন্ন হয় একক কয়েন বানাতে হয়। ব্লকচেইন এলগোরিদম এর বিভিন্ন প্রক্রিয়ায় একটি কয়েন জেনারেট হতে হবে প্রথম দিকের সময় খুব কম (মনে রাখবেন 5 মিনিট) তবে সময়ের সাথে সাথে এর ডিফিক্যালটি বৃদ্ধি পাবে। এটি এক সময় দেখা যায় একটি কয়েন জেনারেট হতে সময় লাগে 15 দিন বা 30 দিন বেশি সময়। আর এই ডিফিকাল্টি এর সাথে সাথে পাল্লা দিয়ে বেড়েছে কয়েন রেট।
উদাহরণস্বরূপ : বিটকোইন, ওয়ানকোইন, লাইটকোইন, রিপুল, ডগয়েকিন ইত্যাদি।
-
ক্রিপ্টোকারেন্সি হলো এক প্রকার ডিজিটাল মুদ্রা । এটি প্রথম আবিষ্কার হয় 2009 সালে একটি কয়েন দিয়ে যার নাম হলো বিটকয়েন। সর্বপ্রথম বিটকয়েন এর আবিষ্কার হয়। তারপর থেকে এর বানিজ্য শুরু হয়। এখন এর দাম 6500 ডলার আর এর সর্বোচ্চ মূল্য ছিল 19500 ডলার। বিটকয়েন এর পরে সকল কয়েন আবিষ্কার হয়।
-
ক্রিপ্টোকারেন্সি এক ধরনের সাংকেতিক মুদ্রা। যার কোন বাস্তব রুপ নেই। এর অস্তিত্ব শুধু ইন্টারনেট জগতেই আছে। এটি ব্যবহার করে লেনদেন শুধু অনলাইনেই সম্ভব। এছারাও, ক্রিপ্টোকারেন্সি একটি বিনিময় মাধ্যম হিসাবে কাজ করার জন্য ডিজাইন করা একটি ডিজিটাল বা ভারচুআল মুদ্রা। এটি ক্রিপ্টোগ্রাফিটি ব্যবহার করে নিরাপদ এবং লেনদেন যাচাই করে এবং বিশেষ ক্রিপ্টোকারেন্সির নতুন ইউনিট গুলোর নির্মাণকে নিয়ন্ত্রণ করতে ব্যবহার করে। ক্রিপ্টোকারেন্সি বিভিন্ন ধরনের লেনদেনের মধ্যে তহবিল হস্তান্তর সহজ করে তোলে। ২০১৭ সালে এটি একটি উঠতি মার্কেটে পরিনত হয়েছে।
-
ক্রিপ্টোকারেন্সি কী এবং এর ইতিহাস
ক্রিপ্টোকারেন্সি হল এক রকমের ডিজিটাল কারেন্সি।
সাধারন কারেন্সি আমরা সবাই পরিচিত। এই যেমন টাকা, রুপি, ইউরো, ডলার, পাউন্ড ইত্যাদি। এই সব মুদ্রা দেশ ভেদে একেক রকম। তাদের উৎপাদন ও নিয়ন্ত্রণ এবং সরকার বা কেন্দ্রীয় ব্যাংক আছে। এই মুদ্রার সরবরাহ ইচ্ছেমত বাড়িয়ে তুলতে পারে। কিন্তু প্রতিটি ক্রিপ্টোকারেন্সি একটি নির্দিস্ট পরিমাণ কয়েন এর বেশি জেনারেট করতে পারবেন। উদাহরণস্বরূপ Onecoin সর্বোচ্চ ২.1 বিলিয়ন কয়েন জেনারেট করতে পারবেন।
ক্রিপ্টোকারেন্সি এর রেট বারে কিভাবে
এই কারেন্সি কোন সরকার বা রাষ্ট্র উত্পাদন বা জোগান দেয়। এই বিভিন্ন ওয়ার্ডপ্রেস এর মাধ্যমে ইন্টারনেট এ যুক্ত করা হয় মাইনিং করতে। আর এই মাইনিং প্রক্রিয়ায় বিভিন্ন জটিল সব এলগরিদম, ব্লক এবং ক্রিপ্টোগ্রাফি সম্পন্ন হয় একক কয়েন বানাতে হয়। ব্লকচেইন এলগোরিদম এর বিভিন্ন প্রক্রিয়ায় একটি কয়েন জেনারেট হতে হবে প্রথম দিকের সময় খুব কম (মনে রাখবেন 5 মিনিট) তবে সময়ের সাথে সাথে এর ডিফিক্যালটি বৃদ্ধি পাবে। এটি এক সময় দেখা যায় একটি কয়েন জেনারেট হতে সময় লাগে 15 দিন বা 30 দিন বেশি সময়। আর এই ডিফিকাল্টি এর সাথে সাথে পাল্লা দিয়ে বেড়েছে কয়েন রেট।
উদাহরণস্বরূপ : বিটকোইন, ওয়ানকোইন, লাইটকোইন, রিপুল, ডগয়েকিন ইত্যাদি।
পোস্টি ভালো মানের কিন্তু আপনি এটা ওয়েবসাইট থেকে কপি করেছেন। নিজ থেকে লেখেন নি এভাবে কপি করে পোস্ট করবেন না।
-
ক্রিপ্টোকারেন্সি হলো এক প্রকার ডিজিটাল মুদ্রা । এটি প্রথম আবিষ্কার হয় 2009 সালে একটি কয়েন দিয়ে যার নাম হলো বিটকয়েন। সর্বপ্রথম বিটকয়েন এর আবিষ্কার হয়। তারপর থেকে এর বানিজ্য শুরু হয়। এখন এর দাম 6500 ডলার আর এর সর্বোচ্চ মূল্য ছিল 19500 ডলার। বিটকয়েন এর পরে সকল কয়েন আবিষ্কার হয়।
ধন্যবাদ আপনার মূল্যবান পুস্ট এর জন্য,,,, but just not oonly this post but also your every post. so thanks a lot.
-
আমার মনে হয় যে আপনারা যে ক্রিপ্টো কুয়ারেন্সি নিয়ে আলেচনা করছেন তা আমাদের মত নতুনদের জান্য বুজতে অনেকটাই সুবিধা হচ্চে তাই আমরা নতন জারা আছি তাদের কাছে এটা একট ভাল পয়েন্ট তাই আমরা চাইব যে আপনারা আরো ভাল ভাল পোষ্ট করলে আমাদের অবিগতা আরো তারাতারি বারবে ।
-
ভালো লাগলো আপনার পোষ্টটি পড়ে । আপনি আরো অনেক ভালো ভালো পোষ্ট করেছেন সেই পোষ্টগুলোও আমি পড়েছি। আমার মনে হয় সবাই যদি এই রকম ভালো পোষ্ট করত তাহলে আমরা সবাই এখানে কাজ করতে সুবিধা হতো।
-
ক্রিপ্টোকারেন্সি হলো একটি ডিজিটাল মুদ্রা । সর্বপ্রথম বিটকয়েন দিয়ে ক্রিপ্টোজগতের সূচনা শুরু হয় । তারপর অন্যান্য কয়েন দিন দিন মার্কেট আসছে । এখন ক্রিপ্টোকারেন্সির বেহাল দশা । আমি মনে করি আবার ক্রিপ্টো আগের অবস্থানে ফিরে আসবে ।
-
ক্রিপ্টোকারেন্সি এখন অনেক নিচে আছে আমার মনে হয় এভাবে যদি ক্রিপ্টোকারেন্সি নিচের দিকে নামতে থাকে তাহলে একসময় এটিতে মানুষ বিনিয়োগ করবে না। তাই এখন থেকে তাদের টিমকে পদক্ষেপ নিতে হবে।
-
ক্রিপ্টোকারেন্সি এক ধরনের সাংকেতিক মুদ্রা। যার কোন বাস্তব রুপ নেই। এর অস্তিত্ব শুধু ইন্টারনেট জগতেই আছে। এটি ব্যবহার করে লেনদেন শুধু অনলাইনেই সম্ভব। এছারাও, ক্রিপ্টোকারেন্সি একটি বিনিময় মাধ্যম হিসাবে কাজ করার জন্য ডিজাইন করা একটি ডিজিটাল বা ভারচুআল মুদ্রা। এটি ক্রিপ্টোগ্রাফিটি ব্যবহার করে নিরাপদ এবং লেনদেন যাচাই করে এবং বিশেষ ক্রিপ্টোকারেন্সির নতুন ইউনিট গুলোর নির্মাণকে নিয়ন্ত্রণ করতে ব্যবহার করে। ক্রিপ্টোকারেন্সি বিভিন্ন ধরনের লেনদেনের মধ্যে তহবিল হস্তান্তর সহজ করে তোলে। ২০১৭ সালে এটি একটি উঠতি মার্কেটে পরিনত হয়েছে।
ধন্যবাদ আপনাকে। আপনি আমাদেরকে তথ্যবহুল একটি পোষ্ট উপহার দিয়েছেন। আরও তথ্যবহুল পোষ্ট দিয়ে আমাদের উপকৃত করবেন আশা করি। ধন্যবাদ আপনাকে
-
ধন্যবাদ আপনাকেএমন তথ্যবহুল একটি পোষ্ট দেওয়ার জন্য। আপনার তথ্যগুলোর থেকে আমরা উপকৃত হয়েছি তাই আপনাকে অসংখ্য ধন্যবাদ। আরও তথ্য দিয়ে সকলকে সাহায্য করুন। যে যে তথ্য জানেন সেটা এখানে শেয়ার করলে সকলে উপকৃত হবো।
-
আমার মনে হয় যে আপনারা যে ক্রিপ্টো কুয়ারেন্সি নিয়ে আলেচনা করছেন তা আমাদের মত নতুনদের জান্য বুজতে অনেকটাই সুবিধা হচ্চে তাই আমরা নতন জারা আছি তাদের কাছে এটা একট ভাল পয়েন্ট তাই আমরা চাইব যে আপনারা আরো ভাল ভাল পোষ্ট করলে আমাদের অবিগতা আরো তারাতারি বারবে ।
ধন্যবাদ ভাই আপনার সাপর্টের জন্য। আমি প্রতিনিয়ত উপডেট পোস্ট করার চেষ্টা করবো সবার কল্যানের জন্য। আপনারাও আপডেট পোস্ট করুন তাহলে নতুনরা হেল্প পাবে।
-
ক্রিপ্টোকারেন্সি এক ধরনের সাংকেতিক মুদ্রা।যার পরবর্তী তে নাম দেওয়া হয় বিটকয়েন।যা সারা বিশ্বের কাছে অনেক টাই পরিচিত লাব করেছে।
-
ক্রিপ্টোকারেন্সি এক ধরনের সাংকেতিক মুদ্রা।যার পরবর্তী তে নাম দেওয়া হয় বিটকয়েন।যা সারা বিশ্বের কাছে অনেক টাই পরিচিত লাব করেছে।
লাস্ট ওয়ারনিং। অফ টপিক পোস্ট ও ভিত্তিহীন পোস্ট গুলো রিমুভ করা হবে। এরপর এই ধরনের পোস্ট করবেন না। নতুন টপিক ও ভিত্তি যুক্ত পোস্ট করুন।
-
এখন ক্রিপ্টোকারেন্সির রাজা বলা হয় বিটকয়েনকে। আর বাংলাদেশে যদি ক্রপ্টোকারেন্টি বৈধ করা হয় ভবিষ্যতে তাহলে আমাদের মতো ট্রেডারদের অনেক উপকার হবে বলে আমি মনেকরি।