Altcoins Talks - Cryptocurrency Forum

Local => বাংলা (Bengali) => Topic started by: TingTong on September 29, 2018, 05:38:35 AM

Title: বাংলাদেশ সরকার
Post by: TingTong on September 29, 2018, 05:38:35 AM
সাম্প্রতি কিছু খবরে দেখা যায় যে বিটকয়েন বাংলাদেশে নিষিদ্ধ। কিন্তু বাংলাদেশ সংবিধানে এই রকম কোন নিষেদ্ঙ্গা নেই। আমরা অনেকেই আছি যারা প্রতেক্ষ বা পরোক্ষ ভাবে এটায় যুক্ত। বাংলাদেশ সরকার কি কোন দিন বিটকয়েন কে সমর্থন করতে পারে? বিটকয়েন কে সমর্থনে আপনি কি ভূমিকা রাখতে পারেন?
Title: Re: বাংলাদেশ সরকার
Post by: Rony24h7 on October 03, 2018, 07:40:25 PM
সাম্প্রতি কিছু খবরে দেখা যায় যে বিটকয়েন বাংলাদেশে নিষিদ্ধ। কিন্তু বাংলাদেশ সংবিধানে এই রকম কোন নিষেদ্ঙ্গা নেই। আমরা অনেকেই আছি যারা প্রতেক্ষ বা পরোক্ষ ভাবে এটায় যুক্ত। বাংলাদেশ সরকার কি কোন দিন বিটকয়েন কে সমর্থন করতে পারে? বিটকয়েন কে সমর্থনে আপনি কি ভূমিকা রাখতে পারেন?

এটা ঠিক যে বাংলাদেশে বিটকয়েন বর্তমান সময়ে নিষিদ্ধ। আর সংবিধানে নিষেধাগ্গা নেই বলে যে এইটা অবৈধ নয় তা কিন্তু না। আমরা জড়িতো ঠিক আছে, লেনদেন হয় গোপনে। এবং বাংলাদেশ ব্যাংকে এর কোনো লেনদেন নাই। যদি অবৈধ না হতো তাহলে ব্যাংকের মাধ্যমে বিটকয়েন এর লেনদেন থাকতো। সরকারের কাছে ঠিক এই জায়গাতে সমস্যা।
যদি অবাধ লেনদেন ব্যাংকিং সেক্টরের মাধ্যমে হয়, তাহলে তাদের মতে দেশের রিজাভ বাহিরে চলে যাওয়ার একটা ব্যাপক প্রবনতা থাকতো। এখন অবধী আমাদের দেশ এইটার সুফোল নিয়ে চিন্তিতো না। তাদের কাছে হয়তো কুফলটাই বেশি ধরা পরেছে।
যদি কোনো এক সময় তারা মনে করেন যে, এইটাতে তাদের কিছুটা কন্ট্রোল থাকবে এবং রিজার্ভে (ডলারের) অবনতী না হয়ে উন্নতি হবে তখন নিশ্চই তারা পজিটিভ ভাবে চিন্তা করে বৈধ করতেও পারে।
Title: Re: বাংলাদেশ সরকার
Post by: tbc on October 05, 2018, 08:30:08 AM
হে এই বিটকয়েন বাংলাদেশে ঠিকই নিষিদ্ধ কিন্ত সামনে দিনগুলোতে বাংলাদেশ সরকার এই বিটকয়েনকে সমর্থন দিবে বলে আমার মনে হয়। আমরা বাংলাদেশের মানুষ এখন বিটকয়েনে যে লেনদেন চলছে তা অবৈধ ভাবে। তাই আমরা বাংলাদেশিরা গোপনে এই কাজগুলো করতে হয়। কিন্তু আর বেশিদিন নয় ভবিষ্যতে সরকার এই বিটকয়েনকে বৈধ করবেই করবে।
Title: Re: বাংলাদেশ সরকার
Post by: vola on October 05, 2018, 03:33:25 PM
বাংলাদেশ ছাড়াও আরো কয়েকটি দেশ বিটকয়েনকে সমর্থন করেনি  তাতে কি হয়েছে আমরা তো ঠিকমতো বিটকয়েন লেনদেন করতে পারছি। আসলে বিটকয়েন লেনদেন করতে হবে গুপনে তানাহলে আমরা ধরা খেতে পারি । আমার মনে হয় যে সরকার এটির পক্ষে থাকলেই খুব ভালো হবে।
Title: Re: বাংলাদেশ সরকার
Post by: Rony24h7 on October 05, 2018, 07:33:08 PM
বাংলাদেশ ছাড়াও আরো কয়েকটি দেশ বিটকয়েনকে সমর্থন করেনি  তাতে কি হয়েছে আমরা তো ঠিকমতো বিটকয়েন লেনদেন করতে পারছি। আসলে বিটকয়েন লেনদেন করতে হবে গুপনে তানাহলে আমরা ধরা খেতে পারি । আমার মনে হয় যে সরকার এটির পক্ষে থাকলেই খুব ভালো হবে।

এটা ঠিক যে সরকার বিটকয়েনের পক্ষে থাকলে আমাদের সকলের জন্য খুবই ভালো হবে। কিন্তু সরকারের পক্ষে না থাকার পিছনেও অকেন বড় বড় কারন আছে। আমাদের অর্থনীতি অব কাঠামো অতোটা শক্তি শালি না। রেমিটেন্স আসার চাইতে বেশি চলে গেলে দেশের জন্য ক্ষতি, তাছাড়া এখানে প্রচুর স্ক্যাম এর সম্ভাবনার চান্স থেকেই যায়। এই সমস্ত বিষয় গুলো মাথায় রেখেই হয়তো এখনও পক্ষে না। তবে সমস্যা গুলো দ্রুত অভার কাম করতে পারলে নিশ্চই সরকার এই ব্যাপারে পজিটিভলি ভাববেন।
Title: Re: বাংলাদেশ সরকার
Post by: Shakawat on October 06, 2018, 05:13:32 PM
বিটকয়েন আমাদের বাংলাদেশ সরকার এটি কে পুরোপুরি নিষিদ্ধ করেছে এবং এটিতে ব্যবহার করে তাকে আইনের  ব্যবস্থা নেওয়া হবে। আমি আশা করি ভবিষ্যতে এটা সবার জন্য উন্মুক্ত হবে এবং সবাই এটার মাধ্যমে বিনিয়োগ করবেন
Title: Re: বাংলাদেশ সরকার
Post by: rajib on November 12, 2018, 01:41:35 PM
আমাদের বাংলাদেশ সরকার বিটকয়েনটি বাংলাদেশে অনুমদন দেয়নি তার কারন আসলে কি হতে পারে তা আমরা সুদু অন্দাজই করতে পারি আমরা কেউ আর ভাল করে বলতে পারবনা যে কেন বিটকয়েন কে বাংলাদেশ সরকার অনুমদন দেননি ।
Title: Re: বাংলাদেশ সরকার
Post by: lolipop on November 15, 2018, 03:39:25 PM
বাংলাদেশ সরকার এই বিটকয়েনে বাংলাদেশে নিষেধাজ্ঞা জারি করেছে কিন্তু আমার মনে হয় সামনে দিনগুলোতে বাংলাদেশ সরকার তা সিকৃতি দিবে । বাংলাদেশে এখন বর্তমানে অনেক মানুষই এই সাইটে যুক্ত তাই আমি বিশ্বাস করি খুব তাড়াতারি বাংলাদেশ সরকার এর বিটকয়েনে কাজ করার আদেশ বাংলাদেশে দিবে।
Title: Re: বাংলাদেশ সরকার
Post by: Malam90 on November 30, 2018, 04:34:04 PM
এটা সংবিধানের বিষয় নয় ভাই। অর্থনৈতিক লেনদেন সম্পর্কে প্রজ্ঞাপন জারি, রেগুলেট করা সবই বাংলাদেশ ব্যাংকের এখতিয়ারে। তাদের সেই পাওয়ার দিয়ে রাখা হয়েছে সংবিধানে এবং অর্থমন্ত্রনালয় কর্তৃক। তাই বিটকয়েন নিষিদ্ধের প্রজ্ঞাপন জারি করেছে বাংলাদেশ ব্যাংক। লক্ষ লক্ষ মানুষ বিটকয়েনের সাথে জড়িত এখন। তাদের কথা এবং আন্তর্জাতিক পর্যায়ে আগামীদিনের মুদ্রা হিসেবে সরকারকে উচিত বিটকয়েন এবং আরো দু একটি কয়েনকে বৈধ করা। সেক্ষেত্রে সরকার বাংলাদেশ ব্যাংকের ওয়েবসাইটের মাধ্যমে বিটকয়েন একচেঞ্জ করে নির্দিষ্ট একটা ফি কেটে নিয়ে ক্যাশ করার সুযোগ দিলে কতই যে ভালো হতো। দেখা যাক সামনের দিনগুলোতে সরকার কি করে।
Title: Re: বাংলাদেশ সরকার
Post by: Lutera94 on December 03, 2018, 11:38:27 AM
বিটকয়েন লিগেল করার বিষয়ে আমাদের সাধারণ মানুষের কিছু করার নেই,করতে গেলে হীতে বিপরীত হতে পারে। এটা সরকার ই ভাল সিদ্ধান্ত নিতে পারবে বিশেষ করে প্রযুক্তিগত দিকে যারা দায়িত্বপালন করছে।আশা করছি তারে খুব শীঘ্রই ভালো একটি সিদ্ধান্তে যাবে।         
Title: Re: বাংলাদেশ সরকার
Post by: Hard effect on December 03, 2018, 01:35:16 PM
বাংলাদেশে নিষিদ্ধ করা হয়েছে কিন্তু পুরোপুরি বিট কয়েন এর বিপরীতে বাংলাদেশ সরকার এখনো যায়নি কঠোর কোনো পদক্ষেপ নেয়নি
তবে আশা করা যায় কোন এক সময় বাংলাদেশ সরকার বিটকয়েন কে বৈধতা দিবে কেননা এটা প্রযুক্তির সাথে খুব ভালোভাবে খাপ খেয়ে নিয়েছে
Title: Re: বাংলাদেশ সরকার
Post by: Malam90 on December 05, 2018, 01:51:10 PM
বিটকয়েন লিগেল করার বিষয়ে আমাদের সাধারণ মানুষের কিছু করার নেই,করতে গেলে হীতে বিপরীত হতে পারে। এটা সরকার ই ভাল সিদ্ধান্ত নিতে পারবে বিশেষ করে প্রযুক্তিগত দিকে যারা দায়িত্বপালন করছে।আশা করছি তারে খুব শীঘ্রই ভালো একটি সিদ্ধান্তে যাবে।       

বাংলাদেশ সরকার বিটকয়েন কে বৈধতা দিক আর নাই দিক তবে বিটকয়েনের প্রযুক্তি ব্লকচেইনকে ব্যাংক খাতে অন্তভূক্তির জন্য জোর তাগাদা চলছে। বিটকয়েন বা ক্রিপটোকারেন্সির মাধ্যমে নাকি মানি লন্ডারিং এনকারেজ হবে তাই এটাকে বৈধতা দেয়া যাবেনা-এটা সরকারের বক্তব্য। একটা বিষয় হাস্যকর লাগছে যে- বিটকয়েন বা অন্যান্য কয়েনকে অবৈধ ঘোষনা করেছে অথচ বাংলাদেশের বৃহত্তম চারটি মোবাইল অপারেটর কোম্পানি কিন্তু জেনে হোক আর না জেনে হোক ডেন্ট টোকেনকে লিগালিটি দিছে। এর মাধ্যমে মোবাইল অপারেটররা ডেন্ট টোকেন এর মাধ্যমে ডাটা প্যাক কিনতে পারবেন। তবে আমার মতে সেদিন ‍বুঝি আর বেশি দূরে নয় যেদিন বিটকয়েনকে বাংলাদেশে লিগ্যাল বা বৈধ ঘোষণা করা হবে।
Title: Re: বাংলাদেশ সরকার
Post by: Sksordar on December 07, 2018, 09:24:48 AM
বাংলাদেশ🇧🇩 সরকার বিটকয়েনকে নিষিদ্ধ করেছে কারণ তারা বিটকয়েনকে কালো বাজার অর্থনীতি মনে করেন। এই বিটকয়েনের উপর সরকারের কোনো হস্তক্ষেপ নেই,তারা এখান থেকে কোনো লাভ পাই না। এছাড়াও তারা মনে করেন এই কয়েন দ্বারা যেকোনো অপরাধ মূলক কাজ হওয়া সহজ। সম্ভাবত এই সকল কারণে সরকার বিটকয়েনকে নিষিদ্ধ করেছে। তবে আমি বিশ্বাস করি সকল ভুল ধারনা থেকে সরে এসে সরকার একদিন এই কয়েনকে বৈধতা দিবে। আমি সেই দিনের অপেক্ষায় আছি।
Title: Re: বাংলাদেশ সরকার
Post by: Hasansat on December 07, 2018, 05:00:26 PM
বাংলাদেশ সরকার মনে করেন এটি একটি কালো টাকা, এছাড়াও সরকার আরও মনে করেন এটির দ্বারা যেকোনো অপরাধ মূলক কাজ হওয়া সহজ।এটি একটি বিকেন্দ্রীভুত অর্থনীতি,এর উপর সরকারের কোনো হস্তক্ষেপ নেই। সরকার এটি থেকে কোনো ট্যাক্স পায় না। যার জন্য সরকার এটিকে নিষেধাজ্ঞা করেছে। তবে আমি মনে করি আগামীতে সরকার এটিকে বৈধ ঘোষনা করবে।
Title: Re: বাংলাদেশ সরকার
Post by: Malam90 on December 14, 2018, 04:45:42 PM
বাংলাদেশ সরকার মনে করেন এটি একটি কালো টাকা, এছাড়াও সরকার আরও মনে করেন এটির দ্বারা যেকোনো অপরাধ মূলক কাজ হওয়া সহজ।এটি একটি বিকেন্দ্রীভুত অর্থনীতি,এর উপর সরকারের কোনো হস্তক্ষেপ নেই। সরকার এটি থেকে কোনো ট্যাক্স পায় না। যার জন্য সরকার এটিকে নিষেধাজ্ঞা করেছে। তবে আমি মনে করি আগামীতে সরকার এটিকে বৈধ ঘোষনা করবে।

কালো টাকা হলে তো বাজেটে সাদা করার সুযোগ দেয়া হয়। গত কয়েকবছর দেখেছি-শেয়ারবাজারে বিনিয়োগ করলে কালো টাকা সাদা হয়ে যায়। আর ক্রিপটোতে বিনিয়োগ বা বাউন্টি করে আয় করা কিন্তু অবৈধ নয়। অবৈধ হচ্ছে যে পন্থায় আমরা টাকায় পরিনত করি সেটা হচ্ছে অবৈধ। কারণ এর থেকে সরকার কোন ট্যাক্স পায়না। তাই আমার মতে সরকারকে এটার বৈধতা দিয়ে একটা পন্থা বের করা যেমন-যারা ক্রিপটোতে কাজ করবে তাদের রেজিস্ট্রেশন করতে হবে এবং সরকারকে ৫% ট্যাক্স দিতে হবে। তাতে যারা আমরা কাজ করি তাদের হয়তো মানুসিকভাবে হালকা হয়ে কাজ করতে পারবো।
Title: Re: বাংলাদেশ সরকার
Post by: Hasansat on December 15, 2018, 04:29:13 PM
সাম্প্রতি কিছু খবরে দেখা যায় যে বিটকয়েন বাংলাদেশে নিষিদ্ধ। কিন্তু বাংলাদেশ সংবিধানে এই রকম কোন নিষেদ্ঙ্গা নেই। আমরা অনেকেই আছি যারা প্রতেক্ষ বা পরোক্ষ ভাবে এটায় যুক্ত। বাংলাদেশ সরকার কি কোন দিন বিটকয়েন কে সমর্থন করতে পারে? বিটকয়েন কে সমর্থনে আপনি কি ভূমিকা রাখতে পারেন?
আমি মনে করি বাংলাদেশ সরকার একদিন ঠিকই বিটকয়েনকে বৈধতা দিবে,সেই দিন আর বেশি দূরে না। একটিন তারা ঠিকই বিটকয়েন এর গুরুত্ব বুঝতে পারবে এবং বিটকয়েনকে বৈধতা দিবে।  আমি সেই দিনের জন্য অপেক্ষা করে আছি।
Title: Re: বাংলাদেশ সরকার
Post by: Lima on January 09, 2019, 04:38:27 PM
সাম্প্রতি কিছু খবরে দেখা যায় যে বিটকয়েন বাংলাদেশে নিষিদ্ধ। কিন্তু বাংলাদেশ সংবিধানে এই রকম কোন নিষেদ্ঙ্গা নেই। আমরা অনেকেই আছি যারা প্রতেক্ষ বা পরোক্ষ ভাবে এটায় যুক্ত। বাংলাদেশ সরকার কি কোন দিন বিটকয়েন কে সমর্থন করতে পারে? বিটকয়েন কে সমর্থনে আপনি কি ভূমিকা রাখতে পারেন?
এটা ঠিক, কিন্তু বাংলাদেশে এটি বৈধতা না দিলেও এটি নিয়ে বড় কোনো আইনের ব্যবস্থাও করা হয়নি। তবে আসা করা যায় যে বাংলাদেশেও বিটকয়েনের বৈধতা দেওয়া হবে। কেননা বাংলাদেশসহ পাশ্ববর্তী কয়েকটা দেশ বাদে সব দেশেই এটার বৈধতা দিয়েছে এমনকি ভারতেও এটার বৈধতা দিয়েছে। বাংলাদেশে বৈধতা দিতে হয়তো কিছুদিন সময় লাগতে পাড়ে।
Title: Re: বাংলাদেশ সরকার
Post by: Plnshah65 on January 09, 2019, 05:27:30 PM
ভাই আজব দেশ বাংলাদেশ।  এই দেশে ভাই সবকিছু সম্ভব। আমরা ভাই চাকরি পাই না তাই কিছু অনলাইন ইনকামের মাধ্যমে চলছি।কিন্তু সরকার যদি এর উপরও নিষেধাজ্ঞা জারি করে  তাইলে আমরা যাবো কোথা???                         
Title: Re: বাংলাদেশ সরকার
Post by: Malam90 on January 10, 2019, 04:07:39 PM
ভাই আজব দেশ বাংলাদেশ।  এই দেশে ভাই সবকিছু সম্ভব। আমরা ভাই চাকরি পাই না তাই কিছু অনলাইন ইনকামের মাধ্যমে চলছি।কিন্তু সরকার যদি এর উপরও নিষেধাজ্ঞা জারি করে  তাইলে আমরা যাবো কোথা???                         
সরকার তো আর বেকার জনগণের কথা চিন্তা করেনা । করলে ঠিকই তারা ফ্রিল্যাঞ্চারদের জন্য ক্রিপটোতে একটা নিয়ম করতে পারতো যে - ফ্রিল্যাঞ্চাররা রেজিস্ট্রেশন করতে হবে এবং তাদের ইনকাম বাংলাদেশ ব্যাংকের ওয়েবসাইট থেকে কনভার্ট করে ফি দিয়ে তারা দেশে ব্যাংকে আনতে পারবে। তাহলে বেকাররা মনের আনন্দে সামান্য ফি দিয়েও কাজ করে মনে শান্তি পেত এবং নিজের পায়ে দাড়াতে পারতো।
Title: Re: বাংলাদেশ সরকার
Post by: Lima on January 10, 2019, 05:07:16 PM
ভাই আজব দেশ বাংলাদেশ।  এই দেশে ভাই সবকিছু সম্ভব। আমরা ভাই চাকরি পাই না তাই কিছু অনলাইন ইনকামের মাধ্যমে চলছি।কিন্তু সরকার যদি এর উপরও নিষেধাজ্ঞা জারি করে  তাইলে আমরা যাবো কোথা???                         
সরকার তো আর বেকার জনগণের কথা চিন্তা করেনা । করলে ঠিকই তারা ফ্রিল্যাঞ্চারদের জন্য ক্রিপটোতে একটা নিয়ম করতে পারতো যে - ফ্রিল্যাঞ্চাররা রেজিস্ট্রেশন করতে হবে এবং তাদের ইনকাম বাংলাদেশ ব্যাংকের ওয়েবসাইট থেকে কনভার্ট করে ফি দিয়ে তারা দেশে ব্যাংকে আনতে পারবে। তাহলে বেকাররা মনের আনন্দে সামান্য ফি দিয়েও কাজ করে মনে শান্তি পেত এবং নিজের পায়ে দাড়াতে পারতো।
বাংলাদেশ ক্রমশো উন্নত হচ্ছে। তাই আসা করা যায় বাংলাদেশেও বিটকয়েনের বৈধতা দিবে। কারন সত চেষ্টার পড়ও এটার ব্যবহার সরকার আটকাতে পাড়বে না। কোনোভাবেই এটা আটকানো সম্ভব নয়।
Title: Re: বাংলাদেশ সরকার
Post by: Altcoin1998$ on January 11, 2019, 01:06:13 AM
বিটকয়েন অবশ্যই একসময় বৈধতা পাবে বাংলাদেশেে। পৃথিবীর সকল দেশ যখন বিটকয়েন এর বৈধতা দিয়ে দেবে তখন বাংলাদেশও ভাই বাদ থাকবে না।                         
Title: Re: বাংলাদেশ সরকার
Post by: Lima on January 11, 2019, 03:30:05 AM
বিটকয়েন অবশ্যই একসময় বৈধতা পাবে বাংলাদেশেে। পৃথিবীর সকল দেশ যখন বিটকয়েন এর বৈধতা দিয়ে দেবে তখন বাংলাদেশও ভাই বাদ থাকবে না।                       
এখনও সকল দেশে বৈধতা দেওয়া হয়নি বাংলাদেশ সহ ৬ টি দেশে এখনও বিটকয়েন অবৈধ রয়ে গেছে। তবে আসা করা যায়। এই ৬ টি দেশেও বিটকয়েনের লিগালিটি দেওয়া হবে। কারন এটা ক্রমশই জনপ্রিয় হয়ে উঠতেছে।
Title: Re: বাংলাদেশ সরকার
Post by: JISAN on January 11, 2019, 03:42:57 AM
সাম্প্রতি কিছু খবরে দেখা যায় যে বিটকয়েন বাংলাদেশে নিষিদ্ধ। কিন্তু বাংলাদেশ সংবিধানে এই রকম কোন নিষেদ্ঙ্গা নেই। আমরা অনেকেই আছি যারা প্রতেক্ষ বা পরোক্ষ ভাবে এটায় যুক্ত। বাংলাদেশ সরকার কি কোন দিন বিটকয়েন কে সমর্থন করতে পারে? বিটকয়েন কে সমর্থনে আপনি কি ভূমিকা রাখতে পারেন?
আমি মনে করি বাংলাদেশ সরকার একদিন ঠিকই বিটকয়েনকে বৈধতা দিবে,সেই দিন আর বেশি দূরে না। একটিন তারা ঠিকই বিটকয়েন এর গুরুত্ব বুঝতে পারবে এবং বিটকয়েনকে বৈধতা দিবে।  আমি সেই দিনের জন্য অপেক্ষা করে আছি।
হ্যা আপনি ঠিক বলেছেন। বাংলাদেশেও বিটকয়েনের লিগালিটি দেওয়া হবে কিন্তু হয়তবা দেরি হবে। কারন এখন পর্জন্ত বিটকয়েন বৈধতা নিয়ে কেও কোনো কথা বলতেছে না। তবে কিছুদিনের মদ্ধে এটা নিয়ে  কথা বার্তা শুরু হতে পাড়ে
Title: Re: বাংলাদেশ সরকার
Post by: Mrkadir85 on August 12, 2020, 06:22:41 PM
পৃথিবীর বিভিন্ন দেশের মতো বাংলাদেশেও বিটকয়েন লেনদেন বৈধতা দেওয়া হয়নি ।তবে বিভিন্ন মাধ্যমে এর লেনদেন চলছে ।অদূর ভবিষ্যতে বাংলাদেশ সরকার বিটকয়েন লেনদেন বৈধতা দেয় কিনা তা ভাববার বিষয়।
Title: Re: বাংলাদেশ সরকার
Post by: Mrkadir85 on August 14, 2020, 06:55:01 AM
 বাংলাদেশে সাংবিধানিকভাবে বিটকয়েন লেনদেন লিখিতভাবে অবৈধ না হলেও বাংলাদেশের বিটকয়েন লেনদেন নিষিদ্ধ ।আমরা অনেকেই প্রত্যক্ষ ও পরোক্ষভাবে বিটকয়েন এর সাথে যুক্ত ।পৃথিবীর বেশিরভাগ  দেশেই বিটকয়েন লেনদেন মোটামুটি অবৈধ ।বাংলাদেশেও আপাতত বিটকয়েন লেনদেন বৈধতা দেওয়ার সম্ভাবনা নেই। যদি বেশিরভাগ দেশ থেকে বৈধতা দেয় তারপর বাংলাদেশ হয়তো বিটকয়েন লেনদেন বদলে দিতে পারে।
Title: Re: বাংলাদেশ সরকার
Post by: Btceth01 on August 14, 2020, 07:32:37 AM
বাংলাদেশ সরকারের কাছে আবেদন এই যে বিটকয়েন বাংলাদেশ বৈধতা দেওয়া উচিত কারণ পৃথিবীর প্রায় সকল দেশেই বিটকয়েন বৈধ কিন্তু আমাদের বাংলাদেশ বৈধতা নেই। বাংলাদেশ সরকারের কাছে আমাদের আকুল আবেদন বিটকয়েনের বৈধতা দেওয়া হোক।
Title: Re: বাংলাদেশ সরকার
Post by: Rain075 on August 15, 2020, 01:36:27 AM
বাংলাদেশ সরকার এই ক্রিপ্টো কারেন্সিকে বাংলাদেশে বৈধতা দিচ্ছে না।আমার মতে এই ক্রিপ্টোকারেন্সি যদি বৈধতা দেওয়া হয় তবে অনেক ভালো হতো।এই বাংলাদেশের অনেক মানুষ এই ক্রিপ্টোকারেন্সি তে কাজ করে থাকে।তাই এই ক্রিপ্টোকারেন্সি বৈধতা দিলে দেশ অনেক এগিয়ে যাবে বলে ধারণা করা হচ্ছে।
Title: Re: বাংলাদেশ সরকার
Post by: Triedboy on September 09, 2020, 07:16:04 PM
বাংলাদেশ🇧🇩 সরকার বিটকয়েনকে নিষিদ্ধ করেছে কারণ তারা বিটকয়েনকে কালো বাজার অর্থনীতি মনে করেন। এই বিটকয়েনের উপর সরকারের কোনো হস্তক্ষেপ নেই,তারা এখান থেকে কোনো লাভ পাই না। এছাড়াও তারা মনে করেন এই কয়েন দ্বারা যেকোনো অপরাধ মূলক কাজ হওয়া সহজ। সম্ভাবত এই সকল কারণে সরকার বিটকয়েনকে নিষিদ্ধ করেছে। তবে আমি বিশ্বাস করি সকল ভুল ধারনা থেকে সরে এসে সরকার একদিন এই কয়েনকে বৈধতা দিবে। আমি সেই দিনের অপেক্ষায় আছি।

ভাই আমিও তাই মনে করি।এই যায়গায় থেকে সরকার কোনো বেনিফিট পায় না যে কারনে বাংলাদেশের সরকার বিটকয়েন এর বৈধতা দেয় নি।
Title: Re: বাংলাদেশ সরকার
Post by: Btceth01 on September 10, 2020, 04:48:29 AM
বাংলাদেশ একটি উন্নয়নশীল দেশ উন্নত নয়। এদেশের মানুষ বিটকয়েনের অপব্যবহার করবে যে কারণে এ দেশের মানুষ এত অর্থ ও টাকা পয়সা নেই বিটকয়েন নিয়ে কাজ করবে। সুবিধার্থে গার্মেন্টসে পোশাকগুলো ক্রয় বিক্রয় করতে সুবিধা হত।
Title: Re: বাংলাদেশ সরকার
Post by: Mrkadir85 on September 10, 2020, 06:27:07 PM
পৃথিবীর বিভিন্ন দেশের মতো বাংলাদেশেও বিটকয়েনের লেনদেন এখনো  বৈধতা দেওয়া হয়নি। কারণ ক্রিপ্টো মার্কেটে যেভাবে লেনদেন করা হয় তা থেকে সরকার কোন মুনাফা পায়না এবং লেনদেন সরকার নিয়ন্ত্রণ করতে পারে না। গোপনে ও সতর্কতার সাথে বাংলাদেশ বিটকয়েন সহ অন্যান্য কয়েন লেনদেন হয়ে থাকে। বাংলাদেশ একটি উন্নয়নশীল দেশ যদি ক্রিপ্টোকারেন্সি বাংলাদেশ বৈধতা দেওয়া হয় তাহলে অনেক শিক্ষিত বেকার যুবক-যুবতী এখানে কাজ করে তাদের জীবিকা নির্বাহ করতে পারবে। আশা করব বাংলাদেশ সরকার যত তাড়াতাড়ি ক্রিপ্টোকারেন্সি মার্কেটে লেনদেন বৈধতা দেবে তবে আমাদের সবার জন্য মঙ্গল।
Title: Re: বাংলাদেশ সরকার
Post by: Magepai on September 10, 2020, 06:55:58 PM
আমাদের বাংলাদেশ বিটকয়েন পুরোপুরি নিষিদ্ধ। তাই আমরা গোপনে অনেকেই এই কাজ করে থাকি। যদি বাংলাদেশের সরকার বিটকয়েন চালু হওয়ার অনুমতি দেয় তাহলে বিশেষ করে যুবসমাজ আর বেকারত্ব থাকবে না। আশা করি আমাদের বাংলাদেশের সরকার বুঝতে পারবে। এ বেকারত্ব কারণে বাংলাদেশে খুন রাহাজানি বেড়েই চলছে কারণ তারা কি করবে বেকারত্ব কারণে দুবেলা দু'মুঠো খেতেও পায় না এজন্য তারা বাধ্য হয়ে এগুলো খারাপ কাজে লিপ্ত হয়। আশা করি আমাদের সরকার একদিন ঠিকই বুঝতে পারবে আর বিটকয়েন অনুমোদন দিবে।
Title: Re: বাংলাদেশ সরকার
Post by: Lutera94 on September 10, 2020, 11:48:41 PM
বাংলাদেশে বিটকয়েন এখনো নিষিদ্ধ, আমরা যারা বিটকয়েন নিয়ে আছি সবাই কিন্তু গোপনে কাজ করে যাচ্ছি।বাংলাদেশে এটা এক ধরনের অপরাধ, ধরা পড়লে আপনি জেল পর্যন্ত যেতে পারেন। তাই সতর্ক থাকা সবার জরুরী। আর ভবিষ্যতে বিটকয়েন নিয়ে সরকার যে পজেটিভ কিছু  ভাববে এখনো পর্যন্ত তা মনে হচ্ছে না।
Title: Re: বাংলাদেশ সরকার
Post by: Greatwall on September 13, 2020, 05:08:08 AM
বাংলাদেশে আসলে ক্রিপ্টোকারেন্সি বৈধতা দেবে কিনা সেটা সেটা বলা মুশকিল। আমার মনে হয় বাংলাদেশ সরকার এটির কোনদিনও বৈধতা দেবে না কারণ বিটকয়েন থেকে সরকার কোন বেনিফিট পাবেনা।যদি কোনদিন এর বৈধতা দেয়া হয় তাহলে বাংলাদেশে বিশেষ করে বেকার কেউ থাকবে না। আমাদের বাংলাদেশ সবথেকে বেশি বেকারত্বের হার সবথেকে বেশি। বাংলাদেশ সরকারের উচিত এটি অতি শীঘ্রই এর বৈধতা করে দেওয়া।
Title: Re: বাংলাদেশ সরকার
Post by: Fawpac2 on September 13, 2020, 08:46:48 AM
বাংলাদেশ একচুয়ালি বিটকয়েন বৈধতা নেই তবুও আমরা অনেকেই ব্যবহার করে থাকি‌। বাংলাদেশ হলো একটি স্বল্পোন্নত দেশ এ স্বল্পোন্নত দেশে যদি বিটকয়েনের বৈধতা দেওয়া হয় তবে বাংলাদেশের মানুষ এই বিটকয়েন বাজে কাজে ব্যবহার করবে।‌ তারা না বুঝে বিভিন্ন কয়েন কিনে অনেক লসে পড়ে যাবে।
Title: Re: বাংলাদেশ সরকার
Post by: Rafiq on September 13, 2020, 07:59:43 PM
বাংলাদেশে আসলে ক্রিপ্টোকারেন্সি বৈধতা দেবে কিনা সেটা সেটা বলা মুশকিল। আমার মনে হয় বাংলাদেশ সরকার এটির কোনদিনও বৈধতা দেবে না কারণ বিটকয়েন থেকে সরকার কোন বেনিফিট পাবেনা।যদি কোনদিন এর বৈধতা দেয়া হয় তাহলে বাংলাদেশে বিশেষ করে বেকার কেউ থাকবে না। আমাদের বাংলাদেশ সবথেকে বেশি বেকারত্বের হার সবথেকে বেশি। বাংলাদেশ সরকারের উচিত এটি অতি শীঘ্রই এর বৈধতা করে দেওয়া।
আমি মনেকরি বাংলাদেশ সরকার যদি ক্রিপ্টোকারেন্সির  বৈধতা দেয় আমাদের দুই দিকে লাভ হবে। প্রথমত বেকারত্বের হার কমবে; বিশেষকরে শিক্ষিত বেকার থাকবে না; দ্বিতিয়ত যারা ক্রিপ্টোকারেন্সিতে কাজ করবেন তাদের অর্জিত অর্থ বৈদেশিক মুদ্রা হিসেবে সঠিক চ্যানেলে আসলে সরকারের রাজস্ব আদায় বাড়বে; এতে আমাদের দেশের উন্নয়ন হবে।
Title: Re: বাংলাদেশ সরকার
Post by: Nostoman on September 13, 2020, 08:15:37 PM
বাংলাদেশে আসলে ক্রিপ্টোকারেন্সি বৈধতা দেবে কিনা সেটা সেটা বলা মুশকিল। আমার মনে হয় বাংলাদেশ সরকার এটির কোনদিনও বৈধতা দেবে না কারণ বিটকয়েন থেকে সরকার কোন বেনিফিট পাবেনা।যদি কোনদিন এর বৈধতা দেয়া হয় তাহলে বাংলাদেশে বিশেষ করে বেকার কেউ থাকবে না। আমাদের বাংলাদেশ সবথেকে বেশি বেকারত্বের হার সবথেকে বেশি। বাংলাদেশ সরকারের উচিত এটি অতি শীঘ্রই এর বৈধতা করে দেওয়া।
আমি মনেকরি বাংলাদেশ সরকার যদি ক্রিপ্টোকারেন্সির  বৈধতা দেয় আমাদের দুই দিকে লাভ হবে। প্রথমত বেকারত্বের হার কমবে; বিশেষকরে শিক্ষিত বেকার থাকবে না; দ্বিতিয়ত যারা ক্রিপ্টোকারেন্সিতে কাজ করবেন তাদের অর্জিত অর্থ বৈদেশিক মুদ্রা হিসেবে সঠিক চ্যানেলে আসলে সরকারের রাজস্ব আদায় বাড়বে; এতে আমাদের দেশের উন্নয়ন হবে।
দেশের উন্নয়ন এর কথা চিন্তা করে আমাদের দেশের সরকারকে ক্রিপ্টোকারেন্সি এর অনুমোদন দেওয়া উচিৎ। এতে করে দেশে অনেক লোক বেকারত্ব সমস্যা থেকে মুক্তি পাবে। সকল দেশের সাথে বানিজ্যিক ক্ষেত্রে সুবিধা হবে। লেনদেন সহজ হবে।               
Title: Re: বাংলাদেশ সরকার
Post by: ranaprime on September 14, 2020, 08:58:30 PM
সত্যিকার অর্থে বর্তমানে বাংলাদেশে বিট কয়েন নিষিদ্ধ। এটা কেউ কিনতে এবং বিক্রি করতে পারবে না। তবে সুখবর হল বর্তমান বাংলাদেশ সরকার ব্লকচেইন নিয়ে আলোচনা শুরু করেছে। আমি আশাবাদি আমরা একটি সু খবর শুনতে পারবে।
Title: Re: বাংলাদেশ সরকার
Post by: Monstar Shawon on September 15, 2020, 06:13:39 PM
বাংলাদেশ সরকার এখনো বিটকয়েনকে সার্পোট করে না যদি অবাধ লেনদেন ব্যাংকিং সেক্টরের মাধ্যমে হয়, তাহলে তাদের মতে দেশের রিজাভ বাহিরে চলে যাওয়ার একটা ব্যাপক প্রবনতা থাকতো। এখন অবধী আমাদের দেশ এইটার সুফোল নিয়ে চিন্তিতো না। তাদের কাছে হয়তো কুফলটাই বেশি ধরা পরেছে।   
Title: Re: বাংলাদেশ সরকার
Post by: Msweet on September 16, 2020, 08:38:35 AM
আসসালামু আলাইকুম আশাকরি সকলে ভালো আছেন 
 শুধু বাংলাদেশ সরকারি না বিশ্বের অনেকগুলো দেশ আছে যে দেশগুলোতে বিটকয়েন স্বীকৃতিপ্রাপ্ত নয়।  কিন্তু বর্তমানে জেনে খুশি হবেন যে বিটকয়েন স্বীকৃতির জন্য কাজ করছে।  ভবিষ্যতে এ স্বীকৃতিপ্রাপ্ত হওয়ার সম্ভাবনা অনেক বেশি।  অনেক বড় বড় লেনদেনে বিটকয়েনের মাধ্যমে করা হয়।
Title: Re: বাংলাদেশ সরকার
Post by: Monster5 on September 16, 2020, 06:03:11 PM
বাংলাদেশে বিটকয়েন নিষিদ্ধ  বর্তমানে।  যদি বিটকয়েনের স্বীকৃতি দেওয়া হয় বাংলাদেশেে তাহলে অনেক মানুষ বেকারত্ব সমস্যা থেকে মুক্তি পাবে।  তাই আশা করি বাংলাদেশেে বিটকয়েন স্বীকৃতি দেওয়া হোক।         
Title: Re: বাংলাদেশ সরকার
Post by: Greatwall on October 14, 2020, 05:48:30 PM
বাংলাদেশ সরকার মনে করেন এটি একটি কালো টাকা, এছাড়াও সরকার আরও মনে করেন এটির দ্বারা যেকোনো অপরাধ মূলক কাজ হওয়া সহজ।এটি একটি বিকেন্দ্রীভুত অর্থনীতি,এর উপর সরকারের কোনো হস্তক্ষেপ নেই। সরকার এটি থেকে কোনো ট্যাক্স পায় না। যার জন্য সরকার এটিকে নিষেধাজ্ঞা করেছে। তবে আমি মনে করি আগামীতে সরকার এটিকে বৈধ ঘোষনা করবে।

কালো টাকা হলে তো বাজেটে সাদা করার সুযোগ দেয়া হয়। গত কয়েকবছর দেখেছি-শেয়ারবাজারে বিনিয়োগ করলে কালো টাকা সাদা হয়ে যায়। আর ক্রিপটোতে বিনিয়োগ বা বাউন্টি করে আয় করা কিন্তু অবৈধ নয়। অবৈধ হচ্ছে যে পন্থায় আমরা টাকায় পরিনত করি সেটা হচ্ছে অবৈধ। কারণ এর থেকে সরকার কোন ট্যাক্স পায়না। তাই আমার মতে সরকারকে এটার বৈধতা দিয়ে একটা পন্থা বের করা যেমন-যারা ক্রিপটোতে কাজ করবে তাদের রেজিস্ট্রেশন করতে হবে এবং সরকারকে ৫% ট্যাক্স দিতে হবে। তাতে যারা আমরা কাজ করি তাদের হয়তো মানুসিকভাবে হালকা হয়ে কাজ করতে পারবো।

আমার মনে হয় বাংলাদেশ কোনদিনও এর বৈধতা দেবে না সরকার। কারণ এতে কি কোনো বেনিফিট পাবে না যার জন্য কোনদিনও এটি বৈধ দেবে সেটা আশা করা যায় না।
Title: Re: বাংলাদেশ সরকার
Post by: Rakin343 on October 14, 2020, 07:55:15 PM
বাংলাদেশ হলো একটি স্বল্পোন্নত দেশ। এ দেশে প্রায় শতকরা 90 জন মানুষ বেকার।এই বাংলাদেশের যদি ক্রিপ্টোকারেন্সি বৈধতা দেওয়া হয় আমার মনে হয় বাংলাদেশে অনেকটাই এগিয়ে যাবে। বাংলাদেশ সরকারের কাছে আমার আকুল আবেদন বাংলাদেশে যেন ক্রিপ্টোকারেন্সি বৈধতা দেওয়া হয়।
Title: Re: বাংলাদেশ সরকার
Post by: Psycho on October 16, 2020, 01:03:32 PM
সাম্প্রতি কিছু খবরে দেখা যায় যে বিটকয়েন বাংলাদেশে নিষিদ্ধ। কিন্তু বাংলাদেশ সংবিধানে এই রকম কোন নিষেদ্ঙ্গা নেই। আমরা অনেকেই আছি যারা প্রতেক্ষ বা পরোক্ষ ভাবে এটায় যুক্ত। বাংলাদেশ সরকার কি কোন দিন বিটকয়েন কে সমর্থন করতে পারে? বিটকয়েন কে সমর্থনে আপনি কি ভূমিকা রাখতে পারেন?
ইতোমধ্যে বাংলাদেশ সরকার বিটকয়েন নিয়ে একটি বৈঠক করেছে। বাংলাদেশের বৈধতা দেওয়ার জন্য। বিটকয়েন বাংলাদেশের বৈধতা পেলেন বাংলাদেশের অনেক উন্নতি হবে। আমরা চাই বাংলাদেশ সরকার বিটকয়েন এর বৈধতা দিক।
Title: Re: বাংলাদেশ সরকার
Post by: Casual on October 16, 2020, 01:17:09 PM
আমার বিশ্বাস বাংলাদেশ সরকার বিটকয়েন এর কোনদিনও বৈধতা দেবে না।কিন্তু যদি আমাদের বাংলাদেশ সরকার বিটকয়েন এর বৈধতা দেয় তাহলে অনেকটাই ভালো হবে যেমন বিশেষ করে বেকারত্ব হার টা কিছু হলেও কমে যাওয়ার সম্ভাবনা আছে।
Title: Re: বাংলাদেশ সরকার
Post by: Casual on October 16, 2020, 01:21:12 PM
বাংলাদেশ সরকার এই বিটকয়েনে বাংলাদেশে নিষেধাজ্ঞা জারি করেছে কিন্তু আমার মনে হয় সামনে দিনগুলোতে বাংলাদেশ সরকার তা সিকৃতি দিবে । বাংলাদেশে এখন বর্তমানে অনেক মানুষই এই সাইটে যুক্ত তাই আমি বিশ্বাস করি খুব তাড়াতারি বাংলাদেশ সরকার এর বিটকয়েনে কাজ করার আদেশ বাংলাদেশে দিবে।

ভাই আপনার কথা যেন সত্যি হয়। যদি বাংলাদেশের সরকারকে বৈধতা দিয়ে দেয় তাহলে বিশেষ করে যারা ক্রিপ্টোকারেন্সিতে কাজ করে তাদের ভয় থাকবে না। এখন তো ভয়ে ভয়ে কাজ করতে হয় তখন আর এই ভয়টা কাজ করবে না।
Title: Re: বাংলাদেশ সরকার
Post by: Crypto_Somrat on October 18, 2020, 08:26:52 AM
সাম্প্রতি কিছু খবরে দেখা যায় যে বিটকয়েন বাংলাদেশে নিষিদ্ধ। কিন্তু বাংলাদেশ সংবিধানে এই রকম কোন নিষেদ্ঙ্গা নেই। আমরা অনেকেই আছি যারা প্রতেক্ষ বা পরোক্ষ ভাবে এটায় যুক্ত। বাংলাদেশ সরকার কি কোন দিন বিটকয়েন কে সমর্থন করতে পারে? বিটকয়েন কে সমর্থনে আপনি কি ভূমিকা রাখতে পারেন?
বিটকয়েনের উপর বাংলাদেশ সরকারের কোনো হস্তক্ষেপ নেই,তারা এখান থেকে কোনো লাভ পাই না। এছাড়াও তারা মনে করেন এই কয়েন দ্বারা যেকোনো অপরাধ মূলক কাজ হওয়া সহজ। সম্ভাবত এই সকল কারণে সরকার বিটকয়েনকে নিষিদ্ধ করেছে।
এটাই যদি সরকার মনে করে তাহলে তার ধারনা ভুল বলে আমি মনে করি।
Title: Re: বাংলাদেশ সরকার
Post by: mahid on October 18, 2020, 08:46:52 AM
বর্তমান বাংলাদেশ সরকার প্রযুক্তির উপর এক বিশেষ নজর দিয়েছে যা কিনা এই দেশে নজির বিহিন। বর্তমানে সরকার চাইতেছে যে বর্হিবিশ্বে যে ধরনের সুবিধা তাদের নাগরিক পাবে ঠিক আমাদের দেশের মানুষ ও ঠিক একই সুবিধা পাবে। এই লক্ষে বাংলাদেশ সরকার বল্কচেইন প্রযুক্তির উপর ও বিশেষ নজর দিয়েছেন। আগামিতে এর সবুধা সমূহ আমরা দেখতে পাবো বরে আশা করছি। তবে আমার মনে হয় ক্রিপ্টোকারেন্সি খুব সহজেই যে বাংলাদেশে অনুমতি পাবে তা নয়। তবে এর বিভিন্ন ভালমন্দ দিক বিবেচনা করে একটি সিধান্তে পৌছানো যেতে পারে। তাছাড়া শুধু বাংলাদেশ ই না বিশ্বের অনেক বড় দেশ আছে যারা এখন পর্যন্ত ক্রিপ্টোকারেন্সি কে অনুমতি দেয় নাই।
Title: Re: বাংলাদেশ সরকার
Post by: Ricky on October 18, 2020, 09:14:55 AM
সাম্প্রতি কিছু খবরে দেখা যায় যে বিটকয়েন বাংলাদেশে নিষিদ্ধ। কিন্তু বাংলাদেশ সংবিধানে এই রকম কোন নিষেদ্ঙ্গা নেই। আমরা অনেকেই আছি যারা প্রতেক্ষ বা পরোক্ষ ভাবে এটায় যুক্ত। বাংলাদেশ সরকার কি কোন দিন বিটকয়েন কে সমর্থন করতে পারে? বিটকয়েন কে সমর্থনে আপনি কি ভূমিকা রাখতে পারেন?
এটা ঠিক যে বাংলাদেশে বিটকয়েন বর্তমান সময়ে নিষিদ্ধ।এছাড়াও তারা মনে করেন এই কয়েন দ্বারা যেকোনো অপরাধ মূলক কাজ হওয়া সহজ। আর এ কারণেই বাংলাদেশে বিটকয়েন নিষিদ্ধ।
Title: Re: বাংলাদেশ সরকার
Post by: Malam90 on October 18, 2020, 02:10:18 PM
বর্তমান বাংলাদেশ সরকার প্রযুক্তির উপর এক বিশেষ নজর দিয়েছে যা কিনা এই দেশে নজির বিহিন। বর্তমানে সরকার চাইতেছে যে বর্হিবিশ্বে যে ধরনের সুবিধা তাদের নাগরিক পাবে ঠিক আমাদের দেশের মানুষ ও ঠিক একই সুবিধা পাবে। এই লক্ষে বাংলাদেশ সরকার বল্কচেইন প্রযুক্তির উপর ও বিশেষ নজর দিয়েছেন। আগামিতে এর সবুধা সমূহ আমরা দেখতে পাবো বরে আশা করছি। তবে আমার মনে হয় ক্রিপ্টোকারেন্সি খুব সহজেই যে বাংলাদেশে অনুমতি পাবে তা নয়। তবে এর বিভিন্ন ভালমন্দ দিক বিবেচনা করে একটি সিধান্তে পৌছানো যেতে পারে। তাছাড়া শুধু বাংলাদেশ ই না বিশ্বের অনেক বড় দেশ আছে যারা এখন পর্যন্ত ক্রিপ্টোকারেন্সি কে অনুমতি দেয় নাই।

হা, প্রযুক্তির দিক দিয়ে বর্তমান সরকার অনেক পদক্ষেপ নিচ্ছেন। বিশ্বের অন্যান্য দেশের সাথে মিল রেখে চলতে গেলে দেশেও  প্রযুক্তিগত উন্নয়ন ঘটাতে হয় তাই বর্তমান সরকার ব্লকচেইন প্রযুক্তির নানান দিক নিয়ে গবেষণা চালাচ্ছে এবং ব্যাংকিং সেক্টর সহ অন্যান্য কিছুক্ষেত্রে প্রয়োগের চেষ্টা চালাচ্ছে তবে তার মানে এই নয় যে সরকার বিটকয়েন বা ক্রিপ্টোকারেন্সিকে বৈধতা দিতে এমনটা করছে। তারা বরং এই প্রযুক্তির সুবিধাটা নিতে চাচ্ছে।
Title: Re: বাংলাদেশ সরকার
Post by: Rubel007 on October 18, 2020, 04:40:56 PM
বর্তমান বাংলাদেশ সরকার প্রযুক্তিনির্ভর সরকার বলা চলে। এই সরকার প্রযুক্তিক্ষাতে প্রচুর অর্থ ব্যয় করে প্রতি বছর। এই সরকার বর্তমানে ফ্রিল্যানসিং এর ব্যাপারে প্রচুর আগ্রহ দেখিয়েছে এর জন্য তিনি বাংলাদেশে পেপাল থেকে টাকা উঠানোর ব্যাবস্থা করেছে। এছাড়া জাতীয় সংসদে ব্লকচেইন এর ব্যাপারে বলেছে যে এটি তারা পর্যবেক্ষনে রেখেছে। যদি এই বেশির ভাগ দেশ এটি কে অনুমতি দেয় তাহলে তারাও দিবে তবে এই বিষয়ের তাদের অনেক রিসার্চ প্রয়োজন আছে।
Title: Re: বাংলাদেশ সরকার
Post by: saidul2105 on October 18, 2020, 05:00:54 PM
সাম্প্রতি কিছু খবরে দেখা যায় যে বিটকয়েন বাংলাদেশে নিষিদ্ধ। কিন্তু বাংলাদেশ সংবিধানে এই রকম কোন নিষেদ্ঙ্গা নেই। আমরা অনেকেই আছি যারা প্রতেক্ষ বা পরোক্ষ ভাবে এটায় যুক্ত। বাংলাদেশ সরকার কি কোন দিন বিটকয়েন কে সমর্থন করতে পারে? বিটকয়েন কে সমর্থনে আপনি কি ভূমিকা রাখতে পারেন?
  বাংলাদেশ সরকার বিটকয়েন নিষিদ্ধ  করার পেছনে কিছু কারণ তো অবশ্যই আছে।  সরকার হয়তো এই বিষয় নিয়ে নেগেটিভ চিন্তাটাই বেশি করে।  আর এই নেগেটিভ চিন্তা করার পেছনেও কিছু কারণ তো অবশ্যই আছে।  যেহেতু আমাদের বাংলাদেশের সরকার এখান থেকে কোন বেনেফিট পায়না,সে জন্যই হয়তোবা সরকার এটাকে নিষিদ্ধ করে দিয়েছে।

তবে বাংলাদেশের সরকার এখন আই.সি.টি. এর উপর বেশি গুরুত্ব আরোপ করেছে।  সম্প্রতি সময়ে সব কিছু তথ্য প্রযুক্তি নিরভর হচ্ছে।  সে দিক থেকে বিবেচনা করলে হয়তো খুব অল্প সময়ের মধ্যেই বিটকয়েন কে সরকার বৈধ হিসেবে গন্য  করতেও পারে। 
আমি খুব আশাবাদী যে সরকার খুব শিগগিরই বাংলাদেশে  বিটকয়েনকে বৈধতা দেবে।                                                                   
Title: Re: বাংলাদেশ সরকার
Post by: Coin63@ on October 20, 2020, 02:02:54 AM
আপনারা যারা বিটকয়েন সম্পর্কে সামান্য কিছু ধারনা রাখেন তারা অবশ্যই খেয়াল করেন বিটকয়েন কেবল উন্নত ও সমৃদ্ধশালী দেশগুলো সাপোর্ট করে। নিম্নআয়ের দেশগুলো বিটকয়েন সাপোর্ট করেনা। তাছাড়া বাংলাদেশ বিটকোইন সাপোর্ট করলে অপরাধমূলক কাজ অবশ্যই ঘটবে । যাহোক এগুলা অনেক রাজনৈতিক জামেলা আছে ।
Title: Re: বাংলাদেশ সরকার
Post by: Chita76 on October 20, 2020, 02:30:34 AM
পৃথিবীতে যে সকল দেশগুলো বিটকয়েন সাপোর্ট করি সেগুলো অনেক উন্নত দেশ। আমাদের বাংলাদেশ উন্নয়নশীল ও নিম্নআয়ের যার কারণে বিটকয়েন সাপোর্ট করবে না।
Title: Re: বাংলাদেশ সরকার
Post by: Coin63@ on October 20, 2020, 02:56:41 AM
পৃথিবীতে যে সকল দেশগুলো বিটকয়েন সাপোর্ট করি সেগুলো অনেক উন্নত দেশ। আমাদের বাংলাদেশ উন্নয়নশীল ও নিম্নআয়ের যার কারণে বিটকয়েন সাপোর্ট করবে না।
বিটকয়েন সাপোর্ট করলে মানি লন্ডারিং করে অনেক নেতা ভাইয়েরা কোটিপতি বনে যাবেন ফলে ক্রিপ্টোকারেন্সি তে বড় ধরনের একটা প্রভাব পড়বে। এই সরকার ও ব্যাংক সিস্টেম কারেন্সি হ্যান্ডেল করতে পারবে না।
Title: Re: বাংলাদেশ সরকার
Post by: Blue_sea on October 20, 2020, 05:13:59 AM
বর্তমানে আমাদের দেশের সরকার অনলাইনের কাজের প্রতি বেশি গুরুত্ব দিয়েছে কারণ বেকার দূর করতে অনলাইনের কাজের প্রতি বেশি আহ্বান জানাচ্ছে কারণ যারা বেকার কিছু করতে পারছেন না তারা অনলাইনে কাজ শিখুন অনলাইনে ইনকাম করুন বেকারত্ব দূর করুন আমাদের সরকার এই শ্লোগান দিয়ে যান আমরা মনে করি অনলাইনে কাজ করে বেকারত্ব দূর করা সম্ভব তাই তিনি বেকারত্ব দূর করতে বিশেষ নজর দিয়েছে এই অনলাইন কাজে।
Title: Re: বাংলাদেশ সরকার
Post by: mahid on October 20, 2020, 05:31:11 AM
বাংলাদেশ আগের থেকে অনেকি এগিয়ে গিয়েছে বিশেষ করে তথ্য প্রযুক্তি খাতে। এখন আমাদের দেশ ‍খুব শিগরই উন্নত দেশের কাতারে পৌছাতে পারবে। আর ব্লকচেইন পদ্বতি নিয়ে সরকার ভাবছে আশা খুব শিগরই এটি সুরাহ হবে।
Title: Re: বাংলাদেশ সরকার
Post by: Herry on October 20, 2020, 10:07:37 AM
ভাই আপনি ঠিকি বলছেন বাংলাদেশে বিটকয়েন নিষিদ্ধ কিন্তু কোনো সংবিধানে নিষেধাজ্ঞা নেই। বিটকয়েন একটা ভার্চুয়াল মুদ্রা। এই কয়েনটা সকল কয়েনের রাজা,,, সকল কয়েনের মধ্যে এক নাম্বার স্থানে রয়েছে। বাংলাদেশ সরকার মনে করেন যদি বিটকয়েন কে স্বীকৃতি দেয় তাহলে বাংলাদেশে ক্রাইমের পরিমান বেড়ে যেতে পারে  সেই জন্য বাংলাদেশ সরকার বিটকয়েনকে স্বীকৃতি দেয় না। আমি বিটকয়েনের সাথে সম্পৃক্ত। আমাদের দেশে দিন দিন বেকারত্বের সংখ্যা দিন দিন বেড়েই চলছে। বাংলাদেশ সরকার এর উচিত আউটসোর্সিং কে সব থেকে বেশি প্রাধান্য দেওয়া এবং বিটকয়েনকে স্বীকৃতিদেওয়া  এতে করে বাংলাদেশের অর্থনীতি এক সময় খুব সচ্ছল হবে।           
Title: Re: বাংলাদেশ সরকার
Post by: Coin63@ on October 20, 2020, 10:14:27 AM
ভাই আপনি ঠিকি বলছেন বাংলাদেশে বিটকয়েন নিষিদ্ধ কিন্তু কোনো সংবিধানে নিষেধাজ্ঞা নেই। বিটকয়েন একটা ভার্চুয়াল মুদ্রা। এই কয়েনটা সকল কয়েনের রাজা,,, সকল কয়েনের মধ্যে এক নাম্বার স্থানে রয়েছে। বাংলাদেশ সরকার মনে করেন যদি বিটকয়েন কে স্বীকৃতি দেয় তাহলে বাংলাদেশে ক্রাইমের পরিমান বেড়ে যেতে পারে  সেই জন্য বাংলাদেশ সরকার বিটকয়েনকে স্বীকৃতি দেয় না। আমি বিটকয়েনের সাথে সম্পৃক্ত। আমাদের দেশে দিন দিন বেকারত্বের সংখ্যা দিন দিন বেড়েই চলছে। বাংলাদেশ সরকার এর উচিত আউটসোর্সিং কে সব থেকে বেশি প্রাধান্য দেওয়া এবং বিটকয়েনকে স্বীকৃতিদেওয়া  এতে করে বাংলাদেশের অর্থনীতি এক সময় খুব সচ্ছল হবে।         
কয়েকদিন আগে শেখ হাসিনা মাননীয় প্রধানমন্ত্রী বিটকয়েন এর উপর দেখলাম প্রশংসা করছে কিন্তু আবার বিটকয়েনের দুর্বল দিকগুলো অনুন্নয়ন ও উন্নয়নশীল দেশের সাথে তুলনা করেছেন। আমাদের দেশে বিটকয়েন চালু হলো অপরাধ বাড়বে কিন্তু সাধারণ মানুষ অপরাধ করবে সেটা বেশি বড় হবে না সরকারদলীয় কিছু ছোট ছোট নেতারা হাজার কোটি টাকার মালিক হয়ে যাবে। বাংলাদেশ বিটকয়েনের বৈধতা দেয়ার  সাথে সাথে ঐসকল ছোট ছোট নেতারা স্কাম প্রজেক্ট চালিয়ে কোটিপতি বনে যাবেন। সুতরাং আমাদের দেশে ভদ্রতা না দেওয়ায় ভালো।
Title: Re: বাংলাদেশ সরকার
Post by: Blue_sea on October 20, 2020, 08:29:45 PM
ভাই আপনি ঠিকি বলছেন বাংলাদেশে বিটকয়েন নিষিদ্ধ কিন্তু কোনো সংবিধানে নিষেধাজ্ঞা নেই। বিটকয়েন একটা ভার্চুয়াল মুদ্রা। এই কয়েনটা সকল কয়েনের রাজা,,, সকল কয়েনের মধ্যে এক নাম্বার স্থানে রয়েছে। বাংলাদেশ সরকার মনে করেন যদি বিটকয়েন কে স্বীকৃতি দেয় তাহলে বাংলাদেশে ক্রাইমের পরিমান বেড়ে যেতে পারে  সেই জন্য বাংলাদেশ সরকার বিটকয়েনকে স্বীকৃতি দেয় না। আমি বিটকয়েনের সাথে সম্পৃক্ত। আমাদের দেশে দিন দিন বেকারত্বের সংখ্যা দিন দিন বেড়েই চলছে। বাংলাদেশ সরকার এর উচিত আউটসোর্সিং কে সব থেকে বেশি প্রাধান্য দেওয়া এবং বিটকয়েনকে স্বীকৃতিদেওয়া  এতে করে বাংলাদেশের অর্থনীতি এক সময় খুব সচ্ছল হবে।         
কয়েকদিন আগে শেখ হাসিনা মাননীয় প্রধানমন্ত্রী বিটকয়েন এর উপর দেখলাম প্রশংসা করছে কিন্তু আবার বিটকয়েনের দুর্বল দিকগুলো অনুন্নয়ন ও উন্নয়নশীল দেশের সাথে তুলনা করেছেন। আমাদের দেশে বিটকয়েন চালু হলো অপরাধ বাড়বে কিন্তু সাধারণ মানুষ অপরাধ করবে সেটা বেশি বড় হবে না সরকারদলীয় কিছু ছোট ছোট নেতারা হাজার কোটি টাকার মালিক হয়ে যাবে। বাংলাদেশ বিটকয়েনের বৈধতা দেয়ার  সাথে সাথে ঐসকল ছোট ছোট নেতারা স্কাম প্রজেক্ট চালিয়ে কোটিপতি বনে যাবেন। সুতরাং আমাদের দেশে ভদ্রতা না দেওয়ায় ভালো।
আমি আপনার কথার সাথে সহমত জানাচ্ছি আমাদের দেশে যদি বিটকয়েন সরকারিভাবে ওপেন করে দেওয়া হয় তাহলে বাংলাদেশের বেকার কিছু হলেও কমবে আশা করছি।
Title: Re: বাংলাদেশ সরকার
Post by: sky20 on October 21, 2020, 08:06:16 AM
আমাদের বাংলাদেশ সরকার বিটকয়েনটি বাংলাদেশে অনুমদন দেয়নি তার কারন আসলে কি হতে পারে তা আমরা সুদু অন্দাজই করতে পারি আমরা কেউ আর ভাল করে বলতে পারবনা যে কেন বিটকয়েন কে বাংলাদেশ সরকার অনুমদন দেননি ।
কিছু আন্দাজ বিফলে যাই না। কারন সেই আন্দাজ যৌক্তিক বলে। বাংলাদেশ সরকার এটা কে অনুমোদন খুব শিগরই দিবে না। অনেক প্রবেলেম আছে। সরকার তখন ই অনুমোদন করবে যখন তিনি এটি নিয়ন্ত্রন এর আওতায় নিয়ে আসতে পারবে।
Title: Re: বাংলাদেশ সরকার
Post by: Anjel Tisha on October 21, 2020, 08:32:05 AM
সাম্প্রতি কিছু খবরে দেখা যায় যে বিটকয়েন বাংলাদেশে নিষিদ্ধ। কিন্তু বাংলাদেশ সংবিধানে এই রকম কোন নিষেদ্ঙ্গা নেই। আমরা অনেকেই আছি যারা প্রতেক্ষ বা পরোক্ষ ভাবে এটায় যুক্ত। বাংলাদেশ সরকার কি কোন দিন বিটকয়েন কে সমর্থন করতে পারে? বিটকয়েন কে সমর্থনে আপনি কি ভূমিকা রাখতে পারেন?
আপনি ঠিকি বলছেন বাংলাদেশে বিটকয়েন নিষিদ্ধ কিন্তু কোনো সংবিধানে নিষেধাজ্ঞা নেই। বিটকয়েন একটা ভার্চুয়াল মুদ্রা। এই কয়েনটা সকল কয়েনের রাজা,,, সকল কয়েনের মধ্যে এক নাম্বার স্থানে রয়েছে।
এটা ঠিক  যে সংবিধানে নিষেধাগ্গা নেই বলে যে এইটা অবৈধ নয় তা কিন্তু না। আমরা জড়িতো ঠিক আছে, লেনদেন হয় গোপনে। এবং বাংলাদেশ ব্যাংকে এর কোনো লেনদেন নাই। যদি অবৈধ না হতো তাহলে ব্যাংকের মাধ্যমে বিটকয়েন এর লেনদেন থাকতো। সরকারের কাছে ঠিক এই জায়গাতে সমস্যা।
Title: Re: বাংলাদেশ সরকার
Post by: Em00n01 on October 21, 2020, 08:48:05 AM
আপাতদৃষ্টিতে নিষিদ্ধ মনে হলেও এটা অতটা না। বাংলাদেশে মানি লন্ডারিং বিভিন্ন ভাবেই হচ্ছে। আমরা যেটা ইনকাম করি সেটা একদম লিগ্যাল। কিন্তু যে পদ্ধতিতে ক্যাশ করি সেটা সরকারের দৃষ্টিতে ইলিগ্যাল। কারণ এখানে ট্যাক্স ফাঁকি দেওয়া হচ্ছে। আমাদের সরকার এতটা উন্নত কোনো প্রযুক্তি আনতে পারেনি যেটা দিয়ে তারা সব নজরদারি করবে। তবে সুদূর ভবিষ্যতে হয়তো লিগ্যাল করার একটা পদ্ধতিও বের হবে। সর্বশেষ যেটা বলা যায়, সরকার পুরোপুরি বিটকয়েন এর পক্ষেও না, আবার বিরুদ্ধেও না।
Title: Re: বাংলাদেশ সরকার
Post by: mahid on October 21, 2020, 10:30:21 AM
হে এই বিটকয়েন বাংলাদেশে ঠিকই নিষিদ্ধ কিন্ত সামনে দিনগুলোতে বাংলাদেশ সরকার এই বিটকয়েনকে সমর্থন দিবে বলে আমার মনে হয়। আমরা বাংলাদেশের মানুষ এখন বিটকয়েনে যে লেনদেন চলছে তা অবৈধ ভাবে। তাই আমরা বাংলাদেশিরা গোপনে এই কাজগুলো করতে হয়। কিন্তু আর বেশিদিন নয় ভবিষ্যতে সরকার এই বিটকয়েনকে বৈধ করবেই করবে।
আমি আপনার কনফিডেন্সের উপর আস্থা রাখতে চাই। আমি ও একমত যে এই সরকার এর অনুমোদন দিবেই দিবে।
Title: Re: বাংলাদেশ সরকার
Post by: Jaya60 on October 21, 2020, 11:36:08 AM
বাংলাদেশ সরকার আমার মনে হয় বিটকয়েনের বৈধতা কোনদিন দিবেনা। যদি তারা এখান থেকে কিছু প্রফিট পেত তাহলে হয়তোবা বৈধতা দেওয়ার সম্ভাবনা ছিল। এখন ভবিষ্যতে এর বৈধতা দেবে কিনা সেটা বলাটা মুশকিল।
Title: Re: বাংলাদেশ সরকার
Post by: Rubel007 on October 23, 2020, 01:39:33 AM
হে এই বিটকয়েন বাংলাদেশে ঠিকই নিষিদ্ধ কিন্ত সামনে দিনগুলোতে বাংলাদেশ সরকার এই বিটকয়েনকে সমর্থন দিবে বলে আমার মনে হয়। আমরা বাংলাদেশের মানুষ এখন বিটকয়েনে যে লেনদেন চলছে তা অবৈধ ভাবে। তাই আমরা বাংলাদেশিরা গোপনে এই কাজগুলো করতে হয়। কিন্তু আর বেশিদিন নয় ভবিষ্যতে সরকার এই বিটকয়েনকে বৈধ করবেই করবে।
যখন যে টা প্রয়োজন তখন সেটা দিতে বাধ্য সে যে দেশের ই সরকার হোক। বর্তমানে বিটকয়েন যে ভাবে আর্থিক খাতে যে অগ্রনী ভূমিকা রাখছে তাতে বেশি দিন টিকে থাকা যাবে না এটা কে বাদ দিয়ে।
Title: Re: বাংলাদেশ সরকার
Post by: mahid on October 23, 2020, 02:09:00 AM
বালাদেশের যে সরকারই আসুক না কেন একই অবস্থানে থাকবে। কারন এটি একটি আর্ন্তাজাতিক মুদ্রামান বিটকয়েন যার অনুমোদন দিলে পরে তা নিয়ন্ত্রন এর বাইরে চলে যাবে। তাই এই রিস্ক কেউ নিতে চায় না। আমি মনে করি বাংলাদেশ সরকার সঠিক পথেই আছে।
Title: Re: বাংলাদেশ সরকার
Post by: ranaprime on October 28, 2020, 05:53:52 AM
সাম্প্রতি কিছু খবরে দেখা যায় যে বিটকয়েন বাংলাদেশে নিষিদ্ধ। কিন্তু বাংলাদেশ সংবিধানে এই রকম কোন নিষেদ্ঙ্গা নেই। আমরা অনেকেই আছি যারা প্রতেক্ষ বা পরোক্ষ ভাবে এটায় যুক্ত। বাংলাদেশ সরকার কি কোন দিন বিটকয়েন কে সমর্থন করতে পারে? বিটকয়েন কে সমর্থনে আপনি কি ভূমিকা রাখতে পারেন?
বাংলাদেশের সংবিধানে নাই বটে কিন্তু বাংলাদেশে বাইরের মুদ্রা অনলাইনে সম্পূর্ণভাবে নিষিদ্ধ। বাংলাদশ সরকার চাইলে তা অনুমোদন করে দিতে পারে। কিন্তু দেবে কি না? এটাই ভাবার বিষয়। এটির অনুমোদন না পাওয়ার কারণে অনেক ভুগতে হচ্ছে।
Title: Re: বাংলাদেশ সরকার
Post by: XM8 on October 28, 2020, 05:10:29 PM
সাম্প্রতি কিছু খবরে দেখা যায় যে বিটকয়েন বাংলাদেশে নিষিদ্ধ। কিন্তু বাংলাদেশ সংবিধানে এই রকম কোন নিষেদ্ঙ্গা নেই। আমরা অনেকেই আছি যারা প্রতেক্ষ বা পরোক্ষ ভাবে এটায় যুক্ত। বাংলাদেশ সরকার কি কোন দিন বিটকয়েন কে সমর্থন করতে পারে? বিটকয়েন কে সমর্থনে আপনি কি ভূমিকা রাখতে পারেন?
আমার মনে হয় বাংলাদেশ সরকারকে বিটকয়েন সমর্থন করা উচিত কারণ উন্নত দেশগুলোতে বিটকয়েন বৈধ ঘোষণা করা হয়েছে। বিটকয়েন সমর্থন করার হলে আমাদের দেশ একটি উন্নত কান্ট্রিতে পরিণত হবে বলে আমার মনে হয়। যদি বিটকয়েন কে বৈধ ঘোষণা করা হয় তাহলে আমাদের মত যারা স্টুডেন্ট আছেন তারা সবাই এই ফোরামে কাজ করতে পারবে যার ফলে তারা দেশের উন্নয়নের অগ্রযাত্রায় অনেক বড় ভূমিকা রাখতে পারবে।
Title: Re: বাংলাদেশ সরকার
Post by: ranaprime on October 29, 2020, 03:01:18 AM
বিটকয়েন বাংলাদেশে নিষিদ্ধ এটার যদি কেউ ব্যবাহার করে তা যদি ধরা পড়ে তাহলে তার বড় ধরনের শাস্তি হবে। বিশেষ করে এটা কে মানি লন্ডারিং আইন এর আওতায় আনা হবে। বাংলাদেশ সরকার ঘোষনা দেওয়া না পর্যন্ত এটি অপরাধ হিসেবে বিবেচিত হবে।আর বিটকয়েন অবশ্যই বাংলাদেশের অর্থনীতি তে ভুমিকা রাখতে পারে। যদি না এটা কে মিস ইউজ না করা হয়।
Title: Re: বাংলাদেশ সরকার
Post by: Triedboy on November 19, 2020, 04:05:04 AM
বিটকয়েন বাংলাদেশে নিষিদ্ধ এটার যদি কেউ ব্যবাহার করে তা যদি ধরা পড়ে তাহলে তার বড় ধরনের শাস্তি হবে। বিশেষ করে এটা কে মানি লন্ডারিং আইন এর আওতায় আনা হবে। বাংলাদেশ সরকার ঘোষনা দেওয়া না পর্যন্ত এটি অপরাধ হিসেবে বিবেচিত হবে।আর বিটকয়েন অবশ্যই বাংলাদেশের অর্থনীতি তে ভুমিকা রাখতে পারে। যদি না এটা কে মিস ইউজ না করা হয়।

হ্যাঁ ভাই আপনি ঠিক বলেছেন বিটকয়েন যেহেতু বাংলাদেশে এ পর্যন্ত বৈধতা দেয়া হয়নি সে পর্যন্ত আমরা যারা ফোরামে কাজ করি সবারই চুপিসারে কাজ করে যেতে হবে।
Title: Re: বাংলাদেশ সরকার
Post by: Crypto_Somrat on November 19, 2020, 05:22:38 AM
সাম্প্রতি কিছু খবরে দেখা যায় যে বিটকয়েন বাংলাদেশে নিষিদ্ধ। কিন্তু বাংলাদেশ সংবিধানে এই রকম কোন নিষেদ্ঙ্গা নেই। আমরা অনেকেই আছি যারা প্রতেক্ষ বা পরোক্ষ ভাবে এটায় যুক্ত। বাংলাদেশ সরকার কি কোন দিন বিটকয়েন কে সমর্থন করতে পারে? বিটকয়েন কে সমর্থনে আপনি কি ভূমিকা রাখতে পারেন?
ভাইয়া ক্রিপ্টোকারেন্সি সম্পর্কে বাংলাদেশ সরকারের শুধু নেগেটিভ ধারণা রয়েছে। তাই আমার মনে হয় এত সহজে বাংলাদেশ সরকার ক্রিপ্টোকারেন্সি কে অনুমোদন দেবে না। তবে আশা করা যায় আমাদের আশেপাশের দেশ গুলো যখন ক্রিপ্টোকারেন্সি কে অনুমোদন দিয়ে এর সুবিধা ভোগ করতে শুরু করবে তখন হয়তো বাংলাদেশ সরকারের অনুমোদন দিয়ে দেবে। আশা করি সেদিন আর বেশি দূরে নয়।
Title: Re: বাংলাদেশ সরকার
Post by: Mrkadir85 on November 19, 2020, 10:35:54 AM
বাংলাদেশ বিটকয়েন লেনদেন সংবিধানে উল্লেখ না থাকলেও অবৈধ। কিন্তু বাংলাদেশে বিটকয়েন লেনদেন হচ্ছে গোপনে ও সতর্কতার সাথে প্রশাসনের চোখ এরিয়ে বাংলাদেশের বিটকয়েন লেনদেন বৈধ ঘোষণা করা হবে সেদিন খুব বেশি দূরে নয়। কারণ পৃথিবীর বেশিরভাগ দেশে বিটকয়েন লেনদেন বৈধ ঘোষণা করা হয়েছে।
Title: Re: বাংলাদেশ সরকার
Post by: Kangaro45 on November 19, 2020, 05:18:21 PM
পৃথিবীর গুটিকয়েক  দেশে বিটকয়েন বা ক্রিপ্টোকারেন্সি লেনদেন বৈধতা দেওয়া হয়নি। তারমধ্যে বাংলাদেশও রয়েছে। মনে হয় না অতি শীঘ্রই বাংলাদেশ সরকার এটি লেনদেন বৈধতা দেবে।
Title: Re: বাংলাদেশ সরকার
Post by: Sasa on November 25, 2020, 07:05:28 AM
বাংলাদেশ সরকার কখনোই বিটকয়েন কে স্বীকৃতি দিবেন না আমার মনে হয় কেননা অন্যান্য দেশ যদি বিটকয়েন কে স্বীকৃতি দেয় তবুও বাংলাদেশ সরকার বিটকয়েন কে স্বীকৃতি দিতে চাইবেন না বাংলাদেশ সরকার বোঝে কিন্তু সবার পরে যখন দেখবে যে সবাই স্বীকৃতি দিয়ে গেছে এখন না দিলে চলে না তখন বিটকয়েন কে স্বীকৃতি দিতে পারে একটি ভার্চুয়াল মুদ্রা হওয়ার কারণে ইউ এস এর মত দেশ ও বিটকয়েন কে সমর্থন করে বর্তমান প্রেসিডেন্ট জো বাইডেন ও বিটকয়েন কে সাপোর্ট করে কিন্তু আমাদের এই বাংলাদেশের সরকার এই বিটকয়েন কে স্বীকৃতি দিতে চায় না আমি এ বিষয়ে ততটা জানিনা তবে এই ফোরামের সিনিয়র ভাইরা অবশ্যই তাদের মূল্যবান মতামত প্রকাশ করে থাকবেন আমি কিছু সিনিয়র ভাইদের মূল্যবান মতামত মন দিয়ে পড়েছে এবং খুবই ভালো লাগছে।
Title: Re: বাংলাদেশ সরকার
Post by: Salauddin on November 25, 2020, 07:11:12 AM
বাংলাদেশের সব বিষয় সংবিধানের সাথে যুক্ত না এবং বাংলাদেশ সরকার চাইলেই অনেক শিদ্ধান্ত গ্রহন করতে পারে  সংবিধানের বাইরে থেকেই, তবে বাংলাদেশ সরকার যদি চায় তাহলে খুব সহজেই ক্রিপ্টোকারেন্সি বা বিটকয়েন কে বৈধ করতে পারে কিন্তু এগুলা বৈধ করলে সরকার নিওন্ত্রন করতে পারবেনা এই কারনে বৈধতা দিচ্ছেনা।
Title: Re: বাংলাদেশ সরকার
Post by: Linda78 on November 25, 2020, 07:22:49 AM
কেউ কেউ বলেন বাংলাদেশ বিট কয়েনে অনুমোদন আছে আবার কেউ মনে করে অনুমোদন নেই।বাংলাদেশের বৈধতা দিলে আমাদের জন্য অনেক ভালো ভালো। আমাদের আশেপাশের দেশ গুলো যখন ক্রিপ্টোকারেন্সিতে বৈধতা দিচ্ছে সেখানে কেন আমাদের এখানে মূল্যায়ন করা হচ্ছে না। তবে আমার মনে হচ্ছে আর বেশি দিন আমাদের অপেক্ষা করতে হবে না অল্প কিছুদিনের ভিতরেই হয়তোবা বিটকয়েন  বৈধতা দেবে।
Title: Re: বাংলাদেশ সরকার
Post by: Cristiano on November 25, 2020, 09:59:22 AM
সাম্প্রতি কিছু খবরে দেখা যায় যে বিটকয়েন বাংলাদেশে নিষিদ্ধ। কিন্তু বাংলাদেশ সংবিধানে এই রকম কোন নিষেদ্ঙ্গা নেই। আমরা অনেকেই আছি যারা প্রতেক্ষ বা পরোক্ষ ভাবে এটায় যুক্ত। বাংলাদেশ সরকার কি কোন দিন বিটকয়েন কে সমর্থন করতে পারে? বিটকয়েন কে সমর্থনে আপনি কি ভূমিকা রাখতে পারেন?
আপনি কি গুরুত্বপূর্ণ বিষয় তুলে ধরেছেন বাংলাদেশ সরকার বিটকয়েন কে সমর্থন করতে পারে কিন্তু সরকার ভাবে যে বাংলাদেশ যদি বিটকয়েনের বৈধতা দেয়া হয় তাহলে সবচেয়ে বেশি ব্যবহৃত হবে অপকর্ম অনৈতিক কাজে। তার জন্য বাংলাদেশ সরকার আমাদের বিটকয়েন বৈধতা দিচ্ছে না।
Title: Re: বাংলাদেশ সরকার
Post by: Halkpro on November 25, 2020, 10:34:12 AM
সাম্প্রতি কিছু খবরে দেখা যায় যে বিটকয়েন বাংলাদেশে নিষিদ্ধ। কিন্তু বাংলাদেশ সংবিধানে এই রকম কোন নিষেদ্ঙ্গা নেই। আমরা অনেকেই আছি যারা প্রতেক্ষ বা পরোক্ষ ভাবে এটায় যুক্ত। বাংলাদেশ সরকার কি কোন দিন বিটকয়েন কে সমর্থন করতে পারে? বিটকয়েন কে সমর্থনে আপনি কি ভূমিকা রাখতে পারেন?
এক দিন না এক দিন বাংলাদেশে ক্রিপ্টোকারেন্সি বৈধতা দেবে এটা আমি মনে করি।  কিন্তু এখন অনেক সমস্যার জন্য বৈধতা দিতেছে না।  ক্রিপ্টোকারেন্সি বাংলাদেশে  বৈধতা না দিলেও এখন যেভাবে মানুষ কাজ করে যাচ্ছে এই ভাবেই কাজ করে যাবে।
Title: Re: বাংলাদেশ সরকার
Post by: Rds3b on November 25, 2020, 12:10:57 PM
যেহেতু এই সাইট কে নিয়ে অনেক দেশে বিভিন্ন ধরণের কথা বার্তা বলার বলি করে সেহেতু আমার মনে হয় আমাদের দেশের সরকার এটাকে বৌদো গষনা করবে। কেনো না বিশ্বের বিভিন্ন দেশে এটাকে বৌদো ভাবে কাজ করতে পারে।আর এই সাইট থেকে অনেকেই বিভিন্ন ভাবে ইনকাম করতেছেন এতে যেমন দেশের সরকারের জন্য ভালো তেমনি দেশের সাধারণ মানুষের জন্য ও ভালো । তাই আমি বলবো এটাকে বৌদো গষনা করা হোক।
Title: Re: বাংলাদেশ সরকার
Post by: Primo1760 on November 25, 2020, 02:04:36 PM
আমার কাছে মনে হয় বাংলাদেশে বিটকয়েন বৈধ হতে পারে। কারন পার্শ্ববর্তী দেশগুলোতেও বিটকয়েনের বৈধতা দিয়েছে হতে পারে বাংলাদেশ বেশ কিছুদিনের মধ্যেই বৈধতা দেবে।
Title: Re: বাংলাদেশ সরকার
Post by: babu10 on November 25, 2020, 03:59:39 PM
আমার কাছে মনে হয় বাংলাদেশে বিটকয়েন বৈধ হতে পারে। কারন পার্শ্ববর্তী দেশগুলোতেও বিটকয়েনের বৈধতা দিয়েছে হতে পারে বাংলাদেশ বেশ কিছুদিনের মধ্যেই বৈধতা দেবে।

পার্শবর্তী দেশেরতো আমাদের অনেককিছু ভালো লাগেনা তাই পাশ্ববর্তী দেশ বৈধতা দিয়েছে বলে আমাদেরকেও বৈধতা দিতে হবে এসব ধ্যাণ ধারনা থেকে বের হয়ে আসতে হবে। বরং কেন আমাদের এখানে বৈধতা দিতে হবে তার কারন খুঁজতে হবে আমরা অন্যের কিছু কেন উদাহরন টানব? তাদের দেশের চ্যালেঞ্জ আর আমাদের দেশের চ্যালেঞ্জতো এক নয় তেমনি পলিসিও।

পৃথিবীর অনেক মেধাসম্পন্ন দেশও এখনো এটা নিয়ে গবেষনা করতেছে যেটা বাংলাদেশ করতেছে না তাই আমি চাই এটা নিয়ে নীতি নির্ধারক শ্রেনীতে গবেষনা হোক, কেন ইউএস কেন্দ্রীয় ব্যাংক এবং সুইস ব্যাংক কাসটোডি করতেছে তা পর্যালোচনা করে দেখুক। সবদিক যদি বিচার বিবেচনা করে আমাদের দেশের জন্য প্রযোজ্য হলে তা গ্রহন করুক।

ধন্যবাদ
Title: Re: বাংলাদেশ সরকার
Post by: kulkhan on November 25, 2020, 04:11:05 PM
হা বাংলাদেশে বিটকয়েন নিষিদ্ধ, সরকার তার দৃষ্টিকোন থেকে মনেকরছে এটা দেশের জন্য দেশের নিরাপত্তার জন্য হুমকি এজন্য হয়ত আমাদের সরকার এটা নিষিদ্ধ করেছে। কিন্তু আমি মনেকরি বিটকয়েনের আরো অনে পজিটিভ দিক আছে সেগুলো বিশ্লেষণ করে এবং বিশ্ব অর্থ ব্যবস্থার দিক পর্যালোচনা করে একদিন বিটকয়েনের বৈধতা দিবে।
Title: Re: বাংলাদেশ সরকার
Post by: ttcsalam on November 25, 2020, 04:36:23 PM
আমার মনে হয় মিডিলিষ্ট এর কিছু দেশ যদি এটার বৈধতা দেয় তাহলে এটার সম্ভবনা বেশি।যে সরকার এটার অনুমতি দিতে পারে বলে আমি মনে করি।
Title: Re: বাংলাদেশ সরকার
Post by: Bony11 on November 25, 2020, 04:45:29 PM
বাংলাদেশ সরকার মনে করেন এটি একটি কালো টাকা, এছাড়াও সরকার আরও মনে করেন এটির দ্বারা যেকোনো অপরাধ মূলক কাজ হওয়া সহজ।এটি একটি বিকেন্দ্রীভুত অর্থনীতি,এর উপর সরকারের কোনো হস্তক্ষেপ নেই। সরকার এটি থেকে কোনো ট্যাক্স পায় না। যার জন্য সরকার এটিকে নিষেধাজ্ঞা করেছে। তবে আমি মনে করি আগামীতে সরকার এটিকে বৈধ ঘোষনা করবে।

কালো টাকা হলে তো বাজেটে সাদা করার সুযোগ দেয়া হয়। গত কয়েকবছর দেখেছি-শেয়ারবাজারে বিনিয়োগ করলে কালো টাকা সাদা হয়ে যায়। আর ক্রিপটোতে বিনিয়োগ বা বাউন্টি করে আয় করা কিন্তু অবৈধ নয়। অবৈধ হচ্ছে যে পন্থায় আমরা টাকায় পরিনত করি সেটা হচ্ছে অবৈধ। কারণ এর থেকে সরকার কোন ট্যাক্স পায়না। তাই আমার মতে সরকারকে এটার বৈধতা দিয়ে একটা পন্থা বের করা যেমন-যারা ক্রিপটোতে কাজ করবে তাদের রেজিস্ট্রেশন করতে হবে এবং সরকারকে ৫% ট্যাক্স দিতে হবে। তাতে যারা আমরা কাজ করি তাদের হয়তো মানুসিকভাবে হালকা হয়ে কাজ করতে পারবো।
Malam90 ভাই,আপনাকে অনেক ধন্যবাদ। আমি আপনার পোষ্টটা পড়ে অনেক কিছু জানতে পাড়লাম। আমি শুধু জানতাম বাংলাদেশে বিটকয়েন নিষিদ্ধ। কিন্তু এই বিষয়ে বিস্তারিত কিছু জানতাম না। কিন্তুু  আপনার পোষ্টটা পড়ে এই বিষয়ে বিভিন্ন তথ্য জানতে পাড়লাম। আশা ভবিষ্যৎ ও এই ভাবে সিনিয়র  ভাইদের কাছ থেকে অনেক গুরুত্বপৃর্ণ তথ্য জানতে পাড়বো।
Title: Re: বাংলাদেশ সরকার
Post by: JISAN on November 25, 2020, 04:49:14 PM
সাম্প্রতি কিছু খবরে দেখা যায় যে বিটকয়েন বাংলাদেশে নিষিদ্ধ। কিন্তু বাংলাদেশ সংবিধানে এই রকম কোন নিষেদ্ঙ্গা নেই। আমরা অনেকেই আছি যারা প্রতেক্ষ বা পরোক্ষ ভাবে এটায় যুক্ত। বাংলাদেশ সরকার কি কোন দিন বিটকয়েন কে সমর্থন করতে পারে? বিটকয়েন কে সমর্থনে আপনি কি ভূমিকা রাখতে পারেন?
বাংলাদেশী ৭০% যুবক বিটকয়েনের সাথে জারিত এবং ইত্যাদি kucoin & Binance এর মতো এক্সচেঞ্জ বাংলাদেশ এর BDT লিস্ট করছে p2p ট্রেডে আর সেইখানে প্যমেন্ট মেথড হিসেবে বিকাশ কাজ করতেছে। তাই আমি মনে করি সরকার এটিকে খুব শিগগিরই অনুমোদন দেবে
Title: Re: বাংলাদেশ সরকার
Post by: XM8 on December 07, 2020, 01:35:17 PM
আমার মনে হয় বাংলাদেশের অর্থনৈতিক ব্যবস্থা অন্যান্য উন্নত দেশের মত অতটা ভালো নয়।যদি বাংলাদেশের বিটকয়েন কে বৈধ ঘোষণা করা হয় তাহলে আমার মনে হয় বাংলাদেশের অর্থনৈতিক ব্যবস্থার উপর খুব খারাপ একটা প্রভাব পড়বে। তারপরও কিছু দুর্নীতিবাজ চক্র এ নিয়ে দুর্নীতি শুরু করবে। তাই আমার আপাতদৃষ্টিতে মনে হচ্ছে না যে বিটকয়েন কে বাংলাদেশে বৈধ ঘোষণা করবে।
Title: Re: বাংলাদেশ সরকার
Post by: Milon626 on December 07, 2020, 01:42:13 PM
সাম্প্রতি কিছু খবরে দেখা যায় যে বিটকয়েন বাংলাদেশে নিষিদ্ধ। কিন্তু বাংলাদেশ সংবিধানে এই রকম কোন নিষেদ্ঙ্গা নেই। আমরা অনেকেই আছি যারা প্রতেক্ষ বা পরোক্ষ ভাবে এটায় যুক্ত। বাংলাদেশ সরকার কি কোন দিন বিটকয়েন কে সমর্থন করতে পারে? বিটকয়েন কে সমর্থনে আপনি কি ভূমিকা রাখতে পারেন?
বাংলাদেশে ফ্রিল্যান্সিং বৈধতা পেয়েছে কিন্তু বিটকয়েন এখনো পর্যন্ত  বৈধতা পায়নি।  কারণ আমাদের বাংলাদেশের সরকার বিটকয়েন থেকে কোন রেমিট্যান্স পায় না, কিন্তু ফ্রিল্যান্সিং থেকে রেমিট্যান্স পায়।  তবে ভবিষ্যতে হয়তোবা আমাদের সরকার বিটকয়েন কে  বৈধতা দিতে পারে।                           
Title: Re: বাংলাদেশ সরকার
Post by: Monster5 on December 07, 2020, 03:02:10 PM
আপনি ঠিক কথাটাই বলেছেন বর্তমান বাংলাদেশের বিটকয়েন নিষিদ্ধ বাংলাদেশ সরকার বিটকয়েন কে অবৈধ করে রেখেছেন কিন্তু বাংলাদেশ সরকার যদি ক্রিপ্টোকারেন্সি কে বাংলাদেশ সরকারি ভাবে চালু করে তাহলে অনেক ভালো হবে এবং বাংলাদেশের যদি বিটকয়েনের বৈধতা দেওয়া হয় তাহলে বাংলাদেশের যত বেকার লোকজন আছে তারা ক্রিপ্টোকারেন্সি তে কাজ করে অনেক অর্থ উপার্জন করতে পারবে এবং আমাদের বাংলাদেশে কোনরকম বেকার লোকজন থাকবে না তাহলে আমরা বাংলাদেশকে অনেক এগিয়ে নিয়ে যেতে পারবো আশা করি ভবিষ্যতে বাংলাদেশ সরকার বিটকয়েন কে বৈধতা করে দেবে এই আশা নিয়ে আমরা এগিয়ে যাব আপনাকে অনেক ধন্যবাদ এত সুন্দর একটি মূল্যবান পোষ্ট করার জন্য আপনার কাছ থেকে আমরা আরও অসংখ্য সুন্দর পোস্ট আশা করি।
Title: Re: বাংলাদেশ সরকার
Post by: Herry on December 07, 2020, 03:19:19 PM
সাম্প্রতি কিছু খবরে দেখা যায় যে বিটকয়েন বাংলাদেশে নিষিদ্ধ। কিন্তু বাংলাদেশ সংবিধানে এই রকম কোন নিষেদ্ঙ্গা নেই। আমরা অনেকেই আছি যারা প্রতেক্ষ বা পরোক্ষ ভাবে এটায় যুক্ত। বাংলাদেশ সরকার কি কোন দিন বিটকয়েন কে সমর্থন করতে পারে? বিটকয়েন কে সমর্থনে আপনি কি ভূমিকা রাখতে পারেন?
ভাই যদি পৃথিবীর সকল দেশে বিটকয়েন কে স্বীকৃতি দেওয়া হয় সর্বশেষ যে দেশ বিটকয়েনকে স্বীকৃতি দিবে তা হলো বাংলাদেশ। বাংলাদেশ সরকার বুজতে পারে কিনৃতু অনেক পরে। তবে আমি এই বিষয়ে কোনো অবদান রাখতে পারবো কি না জানি না ভাই।       
Title: Re: বাংলাদেশ সরকার
Post by: Ricky on December 07, 2020, 06:56:45 PM
সাম্প্রতি কিছু খবরে দেখা যায় যে বিটকয়েন বাংলাদেশে নিষিদ্ধ। কিন্তু বাংলাদেশ সংবিধানে এই রকম কোন নিষেদ্ঙ্গা নেই। আমরা অনেকেই আছি যারা প্রতেক্ষ বা পরোক্ষ ভাবে এটায় যুক্ত। বাংলাদেশ সরকার কি কোন দিন বিটকয়েন কে সমর্থন করতে পারে? বিটকয়েন কে সমর্থনে আপনি কি ভূমিকা রাখতে পারেন?
ভাই বাংলাদেশ সরকার বিটকয়েন কে বৈধ করবে কি করবেনা সেটা এখনই বলা যাচ্ছে না। তবে যেখানে উন্নত রাষ্ট্রগুলো অলরেডি বিটকয়েন কে বৈধ করে দিয়েছে এবং বিটকয়েন নিয়ে কাজ করতে শুরু করেছে সেখানে আমাদের বাংলাদেশ ইনশাআল্লাহ পিছিয়ে থাকবে না। আমার মনে হয় খুব দ্রুতই বাংলাদেশ বিটকয়েন এর গুরুত্ব বুঝতে পারবে এবং ক্রিপ্টোকারেন্সি কে বৈধ করে দেবে। আশা করবো সেদিন আর বেশি দূরে নয়।
Title: Re: বাংলাদেশ সরকার
Post by: Pitter on December 07, 2020, 08:15:43 PM
বাংলাদেশ সরকার বিটকয়েন কে সমর্থন দেয়নি এবং দিবেও না। কারন বিটকয়েন কে কখন নিয়ন্ত্রন করা যায় না। আর এটি যদি অনিয়ন্ত্রিত হয় তাহেল কিভাবে সম্ভব যে বিটকয়েন কে বাংলাদেশ সরকার অনুমতি দিবে। এক্ষেত্রে বাংলাদেশ সরকার কে আমি কোন ভাবেই দোষারোপ করতে পারি না। কারন তারা যা করছে ঠিকই করছে।
Title: Re: বাংলাদেশ সরকার
Post by: kulkhan on December 07, 2020, 08:51:22 PM
বাংলাদেশে বিটকয়েন নিষিদ্ধ আছে এবং থাকবে, এটাই স্বাভাবিক কারণ আমাদের দেশের সরকার সব ধরনের ক্রিপ্টোকারেন্সি নিষিদ্ধ করে রাখছে। কিন্তু এটা আমাদের দেশে যতই নিষিদ্ধ করুক না কেন এর লেনদেন চলতে থাকবে। আমরা দি ফরেক্স এর কথা চিন্তা করি তহলে দেখতে পাব সেটা ও বাংলাদেশ সরকার নিষিদ্ধ করে রাখছে কিন্তু আমরা বাস্তবে দেখতে পাই এটা ধুমছে ট্রেডিং হচ্ছে আমাদের দেশে। তাই আমি মনেকরি বিটকয়েন লেনদেন চলতে থাকবে সরকার যতই নিষিদ্ধ করুক না কেন।
Title: Re: বাংলাদেশ সরকার
Post by: Markuri33 on December 08, 2020, 02:02:04 AM
বাংলাদেশ সরকার বিটকয়েন কে সমর্থন দেয়নি এবং দিবেও না। কারন বিটকয়েন কে কখন নিয়ন্ত্রন করা যায় না। আর এটি যদি অনিয়ন্ত্রিত হয় তাহেল কিভাবে সম্ভব যে বিটকয়েন কে বাংলাদেশ সরকার অনুমতি দিবে। এক্ষেত্রে বাংলাদেশ সরকার কে আমি কোন ভাবেই দোষারোপ করতে পারি না। কারন তারা যা করছে ঠিকই করছে।

জ্বি ভাই আপনি ঠিক বলেছেন আমিও আসলে এটাই মনে করি যে বাংলাদেশ কখনোই বিটকয়েনে নিয়ন্ত্রণ করতে পারবে না। যে কারণে হয়তোবা আমাদের দেশের সরকার বিটকয়েন এর অনুমোদন দেয় নাই। ভবিষ্যতে দেবে কিনা সেটা ভোলা সম্ভব না।
Title: Re: বাংলাদেশ সরকার
Post by: Magepai on December 14, 2020, 01:20:35 AM
বাংলাদেশে বিটকয়েন নিষিদ্ধ আছে এবং থাকবে, এটাই স্বাভাবিক কারণ আমাদের দেশের সরকার সব ধরনের ক্রিপ্টোকারেন্সি নিষিদ্ধ করে রাখছে। কিন্তু এটা আমাদের দেশে যতই নিষিদ্ধ করুক না কেন এর লেনদেন চলতে থাকবে। আমরা দি ফরেক্স এর কথা চিন্তা করি তহলে দেখতে পাব সেটা ও বাংলাদেশ সরকার নিষিদ্ধ করে রাখছে কিন্তু আমরা বাস্তবে দেখতে পাই এটা ধুমছে ট্রেডিং হচ্ছে আমাদের দেশে। তাই আমি মনেকরি বিটকয়েন লেনদেন চলতে থাকবে সরকার যতই নিষিদ্ধ করুক না কেন।

আপনি ঠিক বলেছেন সরকার যতই নিষেধ করুক না কেন ক্রিপ্টোকারেন্সি লেনদেন চলবেই। বাংলাদেশে অনেক লক্ষ্মীপুর কারেন্সি সাথে জড়িত রয়েছে। আসলে সরকার যে কোনো পদক্ষেপই নিক না কেন আমি মনে করি তারা কোন সফল হতে পারবে না। ক্রিপ্টোকারেন্সি লেনদেন চলতেই থাকবে।
Title: Re: বাংলাদেশ সরকার
Post by: Akhi600 on December 14, 2020, 04:10:10 PM
বিটকয়েন কিছুটা দেশে বৈধ এবং প্রায় দেশেই অবৈধ তাই আমি বলবো আমরা বর্তমান লেনদেন করেই যাচ্ছি তবে কিছু সমস্যা আছে সেই সমস্যাগুলো কাটাতে হবে আগে বাংলাদেশে বিটকয়েন বৈধ করতে হবে। তবে বাংলাদেশের বিটকয়েন বৈধ করলে আরো লেনদেনে বেশি হবে এবং সুবিধা পাওয়া যাবে বেশি
Title: Re: বাংলাদেশ সরকার
Post by: Headshot on December 14, 2020, 04:15:14 PM
বিটকয়েন কে বাংলাদেশ বৈধতা দেওয়া উচিত কেননা এখান থেকে অনেক অনেক বাঙালি আয় করে তার সংসার চালাচ্ছে এবং কি অনেক বেকার লোকজন আছে যারা লেখাপড়া করেও কোন চাকরি না পেয়ে এই ফোরামে কাজ করতেছে। তারা কিছুটা হলেও এই ফোরাম থেকে আয় করতে পারতেছে। তাই আমার মনে হয় বাংলাদেশের বৈধতা পেলে অনেকটাই ভালো হয়।
Title: Re: বাংলাদেশ সরকার
Post by: Token@ on December 14, 2020, 06:53:05 PM
এই টপিকটি অনেক পুরাতন যার কারণে আমি কমেন্ট করতে ইচ্ছুক না। আমরা সবাই অফটপিকে আলোচনা বন্ধ করি। তিন মাসের অধিক বয়স হওয়া কোন টপিকে পোস্ট না করে।আমাদের মডারেটর ভাই ইতিমধ্যে উদ্যোগ নিয়েছে তিন মাসের অধিক বয়স হওয়া কোন টপিকে আলোচনা না করার জন্য। আমরা সবাই একটু সতর্ক হই। অফটপিক আলোচনা বন্ধ করি কপি পেস্ট বন্ধ করি স্পামিং বন্ধ করি। অফটপিকে আলোচনা করলে আমাদের নিজেদেরই লস। নতুন কোন কিছু সম্পর্কে আমরা জানতে পারব না অফটপিকে আলোচনা করলে।আমরা সবাই নতুন নতুন টপিক তৈরি করে নতুন নতুন তথ্য সবাইকে জানিয়ে দেই। যাতে করে অন্যরা কিছু শিক্ষা পায়। আমরা এখানে এসেছি শিক্ষা গ্রহণ করতে।
Title: Re: বাংলাদেশ সরকার
Post by: Laxmi Sharma on December 14, 2020, 07:06:10 PM
সাম্প্রতি কিছু খবরে দেখা যায় যে বিটকয়েন বাংলাদেশে নিষিদ্ধ। কিন্তু বাংলাদেশ সংবিধানে এই রকম কোন নিষেদ্ঙ্গা নেই। আমরা অনেকেই আছি যারা প্রতেক্ষ বা পরোক্ষ ভাবে এটায় যুক্ত। বাংলাদেশ সরকার কি কোন দিন বিটকয়েন কে সমর্থন করতে পারে? বিটকয়েন কে সমর্থনে আপনি কি ভূমিকা রাখতে পারেন?
বাংলাদেশ যদি এখন সবেমাত্র ক্রিপ্টোকারেন্সি নিয়ে ভাবতে শুরু করে তাহলে এটা বৈধ করতে অনেক দিন সময় লেগে যাবে। তবে আমি মনে করি বিশ্বের উন্নত দেশগুলো যেখানে বৈধ করে দিয়েছে এই ক্রিপ্টোকারেন্সি কে সেখানে আমাদের বাংলাদেশও পিছিয়ে থাকবে না। ডিজিটাল বাংলাদেশ এর ডিজিটাল লেনদেন সম্পন্ন করতে অবশ্যই ক্রিপ্টোকারেন্সি কে বৈধ করে দেয়া উচিত বলে আমি মনে করি।
Title: Re: বাংলাদেশ সরকার
Post by: Nusrat on December 14, 2020, 07:14:39 PM
বিটকয়েন নিয়ে বাংলাদেশে বৈধতা দেওয়া হলে বাঙ্গালীদের অনেক ভালো হতো।কেননা বাংলাদেশে অনেক লোক আছে যারা অনেক লেখাপড়া করেও কোনো চাকরি করতে পারতেছে না। তারা যদি এই ফোরামে কাজ করে তাহলে অনেক আয় করতে পারবে। এবং তারা বেকারত্ব থেকে মুক্তি পাবে। মহামারী করোনাভাইরাস এর কারণে সারা বিশ্বের অনেক ক্ষতি হয়েছে। বাংলাদেশের মানুষেরা অনেক অভাবে পড়ে আছে। আমাদের এই ঘাটতি পূরণ করতে অনেক সময় লাগবে। কিন্তু যদি বিটকয়েনের দাম আরো বাড়তো তাহলে অনেকটাই এগিয়ে যেতে এত বাংলাদেশ।
Title: Re: বাংলাদেশ সরকার
Post by: Tamsialu$$ on December 14, 2020, 11:46:06 PM
বাংলাদেশের সরকার কিন্তু এ পর্যন্ত বিটকয়েনের বৈধতা দেবে এই নিয়ে কোনো কথোপকথন শুনি নাই।এবং বিটকয়েন যে বাংলাদেশে অবৈধ এই নিয়ে আমি কথোপকথন শুনেছি অনেক।তাই যদি এখানে সাধারন মানুষ যদি বিটকয়েনের বৈধতা নিয়ে কথা বলতে চায় আমি মনে করি সে অনেক বিপদে পড়ে যাবে।
Title: Re: বাংলাদেশ সরকার
Post by: Tamsialu$$ on December 14, 2020, 11:49:12 PM
বিটকয়েন নিয়ে বাংলাদেশে বৈধতা দেওয়া হলে বাঙ্গালীদের অনেক ভালো হতো।কেননা বাংলাদেশে অনেক লোক আছে যারা অনেক লেখাপড়া করেও কোনো চাকরি করতে পারতেছে না। তারা যদি এই ফোরামে কাজ করে তাহলে অনেক আয় করতে পারবে। এবং তারা বেকারত্ব থেকে মুক্তি পাবে। মহামারী করোনাভাইরাস এর কারণে সারা বিশ্বের অনেক ক্ষতি হয়েছে। বাংলাদেশের মানুষেরা অনেক অভাবে পড়ে আছে। আমাদের এই ঘাটতি পূরণ করতে অনেক সময় লাগবে। কিন্তু যদি বিটকয়েনের দাম আরো বাড়তো তাহলে অনেকটাই এগিয়ে যেতে এত বাংলাদেশ।

আপনি ঠিক বলেছেন বাংলাদেশে এরকম লোক কিন্তু লক্ষ লক্ষ রয়েছে। কি করবে তারাএত লেখাপড়া হওয়া সত্ত্বেও কোন চাকরি বাকরি পাচ্ছে না এবং বেকারত্ব ভাবে জীবন যাপন করছে। এবং দেখা যাচ্ছে সে সকল শিক্ষিত বেকার যুবকদের মাঝে অনেকেই সন্ত্রাস হচ্ছে এবং সামাজিক অবস্থাটা নষ্ট করে ফেলছে।তাই যদি বাংলাদেশ সরকার বিটকয়েন এর বৈধতা দেয় আমার বিশ্বাস অবশ্যই এই বেকারত্ব সমস্যা টা নির্ধারণ হবে সবার আগে।
Title: Re: বাংলাদেশ সরকার
Post by: Trumpet on December 15, 2020, 10:17:21 AM
আপনি ঠিকই বলেছেন যে বাংলাদেশের সংবিধানে কোন জায়গায় লিখা নাই যে ক্রিপ্টোকারেন্সি অবৈধ কিন্তু বাংলাদেশে ক্রিপ্টোকারেন্সি সম্পূর্ণ অবৈধ এর অন্যতম কারণ হচ্ছে বাংলাদেশের অর্থনৈতিক ব্যবস্থা।বিটকয়েন কে যদি বাংলাদেশের বৈধ ঘোষণা করে তাহলে বাংলাদেশের অর্থনৈতিক ব্যবস্থার উপর একটা বড় ধরনের চাপ পড়তে পারে এজন্য আমার মনে হয় বাংলাদেশে বিটকয়েন সম্পূর্ণ অবৈধ।
Title: Re: বাংলাদেশ সরকার
Post by: Mahindra on December 15, 2020, 10:33:27 AM
আপনি অসাধারণ একটি পোস্ট করেছেন পোস্টটি পড়ে ভাল লেগেছে আমার মনে হয় বাংলাদেশ সরকার যদি বাংলাদেশের বিটকয়েন কে বৈধ করে দিত তাহলে বাংলাদেশের যত বেকার লোকজন আছে তারা অর্থ উপার্জন করে চলতে পারতো।কে বৈধতা করে দেওয়া হবে এটা আশা করা যায়।
Title: Re: বাংলাদেশ সরকার
Post by: Sasa on December 15, 2020, 10:35:23 AM
বাই বাংলাদেশ সরকার বিটকয়েন কে স্বীকৃতি দেবে কিন্তু অনেকটা সময় লাগবে সেই স্বীকৃতি দিতে আমার মনে হয় বাংলাদেশ সরকার বিটকয়েন কে স্বীকৃতি দিতে হলে 2025 থেকে ত্রিশাল লেগে যেতে পারে এ বিষয়ে আমার যতদূর জানা নেই সেজন্য আমি ততটা ভালো জানিনা যে বাংলাদেশ সরকার কবে বা কত দিন পর বিটকয়েন কে সমর্থন করবে
Title: Re: বাংলাদেশ সরকার
Post by: Maxtel on December 15, 2020, 11:40:10 AM

বাংলাদেশ বিটকয়েন কে কখনোই স্বীকৃতি দেওয়া হয়নি। সংবিধানে উল্লেখ না থাকলেও সবকিছু বৈধ হয় না।বাংলাদেশ সরকার বিটকয়েন ক্যাশ সমর্থন করবে কিনা এটা বলা ভীষণ কঠিন। তবে আপাতত অনুমতি দেওয়ার সম্ভাবনা নেই বললেই চলে। আমাদের উচিত বিটকয়েন লেনদেনে আমাদেরকে আরো সতর্ক হওয়া।
Title: Re: বাংলাদেশ সরকার
Post by: Cz Rock on December 15, 2020, 11:53:27 AM
বাংলাদেশের বিটকয়েনের এর বৈধতা নেই কিন্তু বাংলাদেশের অনেক লোক অবৈধভাবে এই বিটকয়েন লেনদেন করছে ।এতে তাদের অনেক সমস্যার সম্মুখীন হতে হয়। আবার বাংলাদেশ অনেক বেকারত্ব মানুষ আছে যদি এই বিটকয়েন কি বৈধতা দেওয়া হয়, তাহলে তারা বিটকয়েন বিশ্বাস করবে তারাও বিটকয়েন উপার্জন করার পথে নামবে। এতে একদিকে যেমন বেকারত্ব দূর হচ্ছে অন্যদিকে বিটকয়েন নিয়ে বাংলাদেশে বৈধতা করাটাও নিয়ে সরকার কাজ করবে।
Title: Re: বাংলাদেশ সরকার
Post by: Angel jara on December 18, 2020, 02:50:18 AM
বাংলাদেশের বিটকয়েন অবৈধ। বাংলাদেশের বিটকয়েন এর বৈধতা করা হলে খুবই উপকার হইব। কিন্তু বর্তমানে বিটকয়েনের বৈধতা নিয়ে সরকার কোন মাথাব্যাথাই নেই। আর এই কারণেই বিটকয়েন লেনদেন করা হচ্ছে চুপিসারে নিতে আমাদের অনেক অসুবিধার সম্মুখীন হতে হচ্ছে।
Title: Re: বাংলাদেশ সরকার
Post by: Perfect540 on December 18, 2020, 02:57:04 AM
আমার জানামতে বাংলাদেশ সরকার বিটকয়েন কখনোই অনুমোদন দেবে না। বিটকয়েনের বিষয় নিয়ে সরকারি অধিদপ্তরে উচ্চ আদালতে অনেক বেশি আলোচনা হয়ে থাকে। তবে এত ঘটনার পরেও বিটকয়েনের অনুমোদন দেয় না। ভবিষ্যতে যখন সব দেশগুলো অনুমোদন দেবে, তখন হয়তো বাংলাদেশও দিতে পারে।
Title: Re: বাংলাদেশ সরকার
Post by: Rony on December 18, 2020, 03:25:13 AM
আমি এই ফোরামের নতুন সদস্য । আমি সঠিকভাবে মন্তব্য করতে চেষ্টা করব। যদি আমার মন্তব্যে কোন ভুল হয় তাহলে আমাকে ক্ষমা করবেন। সম্প্রতি একটি নিউজ থেকে জানতে পেরেছি যে বিটকয়েন নিষিদ্ধ। বিটকয়েন বাংলাদেশে অবৈধ হলেও বিটকয়েনের বৈধতা নিয়ে কাজ করেছে বাংলাদেশ সরকার। আগামী কয়েক বছরের মধ্যেই বিটকয়েনের বৈধতা পাবো আশা করি।
Title: Re: বাংলাদেশ সরকার
Post by: Princeraju on December 18, 2020, 03:31:32 AM
বাংলাদেশ সরকার যদি বিটকয়েনের অনুমোদন দেয়, তাহলে বিটকয়েন অনেক বেশি বিস্তার লাভ করবে। আরো বেশি জনপ্রিয়তা পাবে। বাংলাদেশের লেনদেন বৃদ্ধি পাবে, বিনিয়োগ বৃদ্ধি পাবে। দেশের অর্থনীতি এর উন্নতি হবে।
Title: Re: বাংলাদেশ সরকার
Post by: Irfan12@ on December 18, 2020, 05:26:42 AM
বিটকয়েন লিগেল করার বিষয়ে আমাদের সাধারণ মানুষের কিছু করার নেই,করতে গেলে হীতে বিপরীত হতে পারে। এটা সরকার ই ভাল সিদ্ধান্ত নিতে পারবে বিশেষ করে প্রযুক্তিগত দিকে যারা দায়িত্বপালন করছে।আশা করছি তারে খুব শীঘ্রই ভালো একটি সিদ্ধান্তে যাবে।       
হ্যাঁ ভাই আপনি অনেক মূল্যবান একটা কথা বলেছেন বিটকয়েন বাংলাদেশের স্বীকৃতি দেওয়ার পিছনে আমাদের সাধারন মানুষের কোন হাত বা কোন কিছু করার নেই কেননা যেহেতু বাংলাদেশে বিটকয়েন লেনদেন নিষিদ্ধ সে ক্ষেত্রে যদি সাধারন মানুষ কিছু করতে যায় তাহলে সমস্যার সম্মুখীন হতে হবে যদি বাংলাদেশ সরকার বিটকয়েন কে স্বীকৃতি দেওয়ার ই থাকে তাহলে অবশ্যই দিবে যেদিন বাংলাদেশ সরকার বিটকয়েন এর প্রয়োজনীয়তা বুঝবে সেদিন ঠিকই বিটকয়েন কে স্বীকৃতি দিবে বলে আমি মনে করি
Title: Re: বাংলাদেশ সরকার
Post by: Alvida on January 31, 2021, 02:06:39 PM
বিটকয়েন দিন দিন মানুষের কাছে যেভাবে জনপ্রিয়তা পাচ্ছে। তাতে আমার মনে হচ্ছে যে এই বিটকয়েন বাংলাদেশ সরকার এটিকে বৈধতা দেবে। বিটকয়েনের ব্যবহার দিন দিন বেড়েই চলছে এই বিটকয়েন হচ্ছে খুব জনপ্রিয় একটি মুদ্রা।
Title: Re: বাংলাদেশ সরকার
Post by: AlviNess on February 21, 2021, 05:13:50 PM
শুধু বিটকয়েন নাম ক্রিপ্টোকারেন্সি সমস্ত কাজকর্ম বাংলাদেশের নিষিদ্ধ। এখন বাংলাদেশ সরকার ক্রিপ্টোকারেন্সি কে বাংলাদেশ অনুমোদন দেবে কিনা তা সম্পূর্ণ নির্ভর করছে বাংলাদেশ সরকার এর উপর।বাংলাদেশ সরকার যদি চাই তাহলে যেকোনো সময় ক্রিপ্টোকারেন্সি কে বাংলাদেশে বৈধ ঘোষণা করতে পারে।
Title: Re: বাংলাদেশ সরকার
Post by: Tubelight on March 22, 2021, 05:45:11 AM
সাম্প্রতি কিছু খবরে দেখা যায় যে বিটকয়েন বাংলাদেশে নিষিদ্ধ। কিন্তু বাংলাদেশ সংবিধানে এই রকম কোন নিষেদ্ঙ্গা নেই। আমরা অনেকেই আছি যারা প্রতেক্ষ বা পরোক্ষ ভাবে এটায় যুক্ত। বাংলাদেশ সরকার কি কোন দিন বিটকয়েন কে সমর্থন করতে পারে? বিটকয়েন কে সমর্থনে আপনি কি ভূমিকা রাখতে পারেন?
আপনি খুবই সুন্দর একটি মতামত শেয়ার করেছেন ‌ আমার মনে হয় বাংলাদেশ সরকারের এখন সময় হয়েছে ক্রিপ্টোকারেন্সি কে বাংলাদেশে বৈধ করা। কারণ বর্তমানে বাংলাদেশের অর্থনৈতিক ব্যবস্থা অনেকটাই ভালো।
Title: Re: বাংলাদেশ সরকার
Post by: Password on March 22, 2021, 10:40:16 AM
বর্তমানে বিটকয়েন বাংলাদেশ অবৈধ থাকলেও এটিতে মানুষ যুক্ত রয়েছে। তবে মনে হয় বাংলাদেশ সরকারও এই বিটকয়েন বৈধতা দেবে। অবৈধ থাকাতে মানুষ তবু বাংলাদেশ উন্নয়নের দিক দিয়ে অনেকটাই এগিয়ে গেছে। এটি মনে করে বাংলাদেশ বিটকয়েন বৈধতা দেওয়া উচিত।
Title: Re: বাংলাদেশ সরকার
Post by: Malam90 on March 22, 2021, 10:55:33 AM
৩ বছর আগের পোস্ট এটা।
সবাই নতুন টপিকে আলোচনা করুন। পুরাতন টপিক এড়িয়ে চলুন।

টপিকটা লক করা হলো।