Altcoins Talks - Cryptocurrency Forum

Local => বাংলা (Bengali) => Topic started by: Goku01 on October 01, 2018, 05:09:11 AM

Title: পেনাল্টি ছাড়া কিভাবে পোষ্ট কাউন্ট বাড়াবেন? [গাইড]
Post by: Goku01 on October 01, 2018, 05:09:11 AM
অনেক নতুন ব্যবহারকারী তাদের রেঙ্ক আপ করার জন্য অনেক পোষ্ট দেয় যার ফলে অনেক সময় নেগেটিভ কারমা পায় আবার পেনাল্টিও পায়।

এই সাধারণ গাইডটি আপনাকে এই সাধারণ ভুলগুলি এড়াতে সাহায্য করবে ...

1- রেফারেল বিভাগ ব্যতীত ফোরামে রেফারেল লিঙ্কগুলি পোস্ট করবেন না:
https://www.altcoinstalks.com/index.php?board=81.0 (https://www.altcoinstalks.com/index.php?board=81.0)

2- পোস্ট কাউন্ট বাড়ানোর জন্য নিরর্থক পোস্ট পোস্ট করবেন না, পরিবর্তে দরকারী তথ্য তৈরি করুন।

3- আপনার ইংরেজি ভাল না হলে সর্বদা আপনার ভাষা বিভাগে পোস্ট করুন

4- একাধিক অ্যাকাউন্ট তৈরি করবেন না> যদি তা সনাক্ত করা হয় সব অ্যাকাউন্ট ব্যান্ড হবে।

5- বিজ্ঞাপন বিভাগে ছাড়া ফোরামে যে কোন জায়গায় আপনার সাইটের বিজ্ঞাপন দেবেন না:
https://www.altcoinstalks.com/index.php?board=288.0 (https://www.altcoinstalks.com/index.php?board=288.0)

6- বিভিন্ন বিভাগ চেক করুন এবং বিভিন্ন subforums সঙ্গে নিজেকে পরিচিত করুন।

7- সর্বদা নতুন বিষয়গুলির জন্য একটি অর্থপূর্ণ শিরোনাম ব্যবহার করুন। 1-2 শব্দ নয়! শিরোনামে প্রশ্ন কি তা ব্যাখ্যা করা উচিত !!!

8- নিশ্চিত করুন যে আপনার সামগ্রীটি অনন্য:
    > কিভাবে? অনুলিপি(কপি) / অন্যান্য পোস্ট পেস্ট ! কোন চুরি নেই!
    > কোন ধারণা নেই এই সম্পর্কে ? আপনি ফেইসবুক, রেডডিট, কোরা এবং এমনকি বিটকয়েনটকেও  আকর্ষণীয় প্রশ্ন / পোস্টগুলি খুঁজে পেতে পারেন
                               > অনুলিপি / পেস্ট করবেন না, আপনি এই পোস্টগুলির অনুপ্রাণিত হতে পারেন এবং আপনার নিজের ভাষায় তাদের পুনঃলিখন করতে পারেন।
                                                                 >> শিরোনাম পরিবর্তন করুন
                                                                 >> বিষয়বস্তু রিফ্রেশ
                                                                 >> ক্রেডিট দিন যদি সম্ভব / ব্যক্তি নাম- ব্যবহারকারীর নাম // সাইট না।
                                                                 >> আপনার ভাষায় পোস্ট অনুবাদ করে লোকাল থ্রেডে দিন / ইংরেজি আপনার মাতৃভাষা না হলে।
Title: Re: পেনাল্টি ছাড়া কিভাবে পোষ্ট কাউন্ট বাড়াবেন? [গাইড]
Post by: Rony24h7 on October 03, 2018, 07:08:28 AM
আপনি এই টপিক এ যা কিছু বলছেন তা সত্যি সবার জানা খুবই জরুরী।
যদিও আমি এই ফরামে নতুন তবে ক্রিপটোতে নতুন না। জানিনা বলাটা ঠিক হচ্ছে কি না, এই ফরামে বাংলাদেশের যিনারাই জয়েন করেছেন তাদের মেজোরিটি পার্সেন্ট বড় ধরনের কিছু ভুল ধারনা নিয়ে আসছেন। অনেকে ধরে বসে আছেন এই সাইট/ফোরাম শুধু মাত্র টাকা আয় করার জন্য। এই কারনেই হয়তো তারা জয়েন করেই একটা প্রশ্ন করে থাকছেন, কি ভাবে কাজ করবো আর কতো টাকা ইনকাম করা যায়।
আমরা অনেকেই অনলাইনে যখন কাজ খুজি তখন সব কিছুর ভিতরেই আগে শুধু কি ভাবে আয় করা জায় এইটা খুজি। এনারাও হয়তো কারো না কারো কাছে শুনে এই সুযোগটাই নিয়েছে। আর যেহেতু র‌্যাংক আপ পোস্ট কাউন্টের সাথে সম্পৃক্ত তাই সবাই এইটার একটা অপব্যাবহার করছে। মোটামুটি বাংলা টপিক গুলো দেখে যা বুঝলাম, পয়েন্ট কালেক্ট করে টোকেন সংগ্রহর প্রতি একটা দুর্বলতা আছে অনেকেরই। কিন্তু আসলেই যদি ইনকামই করতে চায় তাহলে বড় সুযোগ গুলো যে ফোরামের অন্য কোথাও আছে আর তার জন্য তাদেরকে সেই ভাবে গড়ে তুলতে হবে এইটা এ্যাভোয়েড করে যাচ্ছে।

এই বিষয় গুলো নিয়ে যদি আপনারা যারা সিনিয়র র‌্যাংকে আছেন তারা একটু সবাইকে আরও জরুরী ভাবে ক্লিয়ার করতেন তাহলে মনে হয় ফোরাম এবং আমাদের দেশের রেপুটেশনের জন্যই ভালো হতো। যদিও আমার এই বিষয় ‍গুলো নিয়ে লেখার ইচ্ছা আছে কিন্তু আমি যেহেতু এই ফোরামে নতুন তাই আমার কথায় তেমন কাজ হবে না, তারপরেও চেষ্টা করবো সব কিছু তুলে ধরার। আশা করি বিষয়টা বুঝতে পেরেছেন।
Title: Re: পেনাল্টি ছাড়া কিভাবে পোষ্ট কাউন্ট বাড়াবেন? [গাইড]
Post by: Coin63@ on October 03, 2018, 09:20:06 AM
খুব দরকারি পোস্ট যা ফোরামের পোস্ট বাড়ানোর জন্য  অনেক বেশি  গুরুত্বপূর্ণ।   
Title: Re: পেনাল্টি ছাড়া কিভাবে পোষ্ট কাউন্ট বাড়াবেন? [গাইড]
Post by: Goku01 on October 04, 2018, 08:11:09 PM
এই বিষয় গুলো নিয়ে যদি আপনারা যারা সিনিয়র র‌্যাংকে আছেন তারা একটু সবাইকে আরও জরুরী ভাবে ক্লিয়ার করতেন তাহলে মনে হয় ফোরাম এবং আমাদের দেশের রেপুটেশনের জন্যই ভালো হতো। যদিও আমার এই বিষয় ‍গুলো নিয়ে লেখার ইচ্ছা আছে কিন্তু আমি যেহেতু এই ফোরামে নতুন তাই আমার কথায় তেমন কাজ হবে না, তারপরেও চেষ্টা করবো সব কিছু তুলে ধরার। আশা করি বিষয়টা বুঝতে পেরেছেন।

আমি বিষয় টা নিয়ে যথাসম্ভব চেষ্টা করতিছি। কিন্তু একাতো করা সম্ভব না। আমি নিউ মেম্বারদের জন্য দরকারি অনেক পোষ্ট দেই কিন্তু আমার মনে হয় বেশির ভাগ এই পোষ্ট গুলো পড়ে না। লোকাল থ্রেডে কিছু স্পামার , ডুপ্লিকেট একাউন্ট আর কারমা এবুসার আচ্ছে। এদের আজে বাজে পোষ্টে থ্রেড ভরে গেছে। ৩ মাস আগেও থ্রেডে এই অবস্থা ছিল না। অনেক ভাল এবং ইনফরমেটিভ থ্রেড ছিল। কিছু এদের জন্য থ্রেডের মান খারাপ হয়ে যাচ্ছে। আপনারা যদি এগুলো নন টপিক পোষ্টে রিপোর্ট করেন তাহলে খুবি ভাল হয়,
Title: Re: পেনাল্টি ছাড়া কিভাবে পোষ্ট কাউন্ট বাড়াবেন? [গাইড]
Post by: Rony24h7 on October 08, 2018, 05:29:17 PM
খুব দরকারি পোস্ট যা ফোরামের পোস্ট বাড়ানোর জন্য  অনেক বেশি  গুরুত্বপূর্ণ।

ঠিকই বলেছেন, খুব দরকারি পোস্ট ! ভাই কিছু মনে করেন না, আপনাকে কিছু কথা বলি। আমি যে উল্লেখ করেছেন পোস্ট বাড়ানোর জন্য খুবই গুরুত্বপূর্ণ। এর সাথে কি আরও কিছু কথা এ্যাড করতে পারতেন না? জানিনা শুধুই পোস্ট কাউন্ট এর জন্যই এই ভাবে ছোট আকারে পোস্ট করেছেন কি না। তবে পোস্ট কাউন্টই যদি মুল উদ্দেশ্য হয়, তাহলে আরও একটা বিষয় আপনার জানা উচিক এতো কম শব্দে লেখা পোস্ট আদোতে কয়দিন এখানে টিকে থাকবে।
তারপরে আছে মুল টপিকে কি শিখলেন সেইটারও ছোট একটা বর্ণনা দিতে পারতেন। আরও কি এ্যাড করলে সবার উপকারে আসে তা লিখতে পারতেন। বিষয় গুলা বলছি এই কারনে, এখন ফোরামের রুলস কিছুটা সহজ কিন্তু যখন আরও কঠিক করে দিবে তখন যদি আগের সব এ্যাক্টিভিটি ফিল্টার করে তাহলে সমস্যা হয়ে যাবে এ্যাকাউন্টের। তাই বলছি শুধু পোস্ট বাড়ানোর জন্য কিছু একটা অল্প কথা না সেরে সেইটা নিয়ে গুরুত্ব সহকারে একটু ভালো ভাবে লিখুন। তাতে করে আপনার এ্যাকাউন্টেরই ভবিষ্যৎ ভালো হবে।
Title: Re: পেনাল্টি ছাড়া কিভাবে পোষ্ট কাউন্ট বাড়াবেন? [গাইড]
Post by: Salauddin on October 10, 2018, 02:40:15 AM
এই বিষয় গুলো নিয়ে যদি আপনারা যারা সিনিয়র র‌্যাংকে আছেন তারা একটু সবাইকে আরও জরুরী ভাবে ক্লিয়ার করতেন তাহলে মনে হয় ফোরাম এবং আমাদের দেশের রেপুটেশনের জন্যই ভালো হতো। যদিও আমার এই বিষয় ‍গুলো নিয়ে লেখার ইচ্ছা আছে কিন্তু আমি যেহেতু এই ফোরামে নতুন তাই আমার কথায় তেমন কাজ হবে না, তারপরেও চেষ্টা করবো সব কিছু তুলে ধরার। আশা করি বিষয়টা বুঝতে পেরেছেন।

আমি বিষয় টা নিয়ে যথাসম্ভব চেষ্টা করতিছি। কিন্তু একাতো করা সম্ভব না। আমি নিউ মেম্বারদের জন্য দরকারি অনেক পোষ্ট দেই কিন্তু আমার মনে হয় বেশির ভাগ এই পোষ্ট গুলো পড়ে না। লোকাল থ্রেডে কিছু স্পামার , ডুপ্লিকেট একাউন্ট আর কারমা এবুসার আচ্ছে। এদের আজে বাজে পোষ্টে থ্রেড ভরে গেছে। ৩ মাস আগেও থ্রেডে এই অবস্থা ছিল না। অনেক ভাল এবং ইনফরমেটিভ থ্রেড ছিল। কিছু এদের জন্য থ্রেডের মান খারাপ হয়ে যাচ্ছে। আপনারা যদি এগুলো নন টপিক পোষ্টে রিপোর্ট করেন তাহলে খুবি ভাল হয়,

আপনাদের সাহায্য করতে কোন সমস্যা নাই, কিন্তু অনেক সময় অনেক কিছু জানার বা বোঝার পরেও বাঙালি দেখলে চুপ থাকতে মনে চাই কিছু বলতে ইচ্ছে করেনা, কারন আম্পনি কোনকিছু করতে নিশেদ করলে তারা অইটাই করবে বেশি বেশি করে, এই কারনে অনেক সময় কিছু বলতেও আর ভালো লাগেনা...! তবে চেষ্টা অরবো আপনাকে হেল্প করার।
Title: Re: পেনাল্টি ছাড়া কিভাবে পোষ্ট কাউন্ট বাড়াবেন? [গাইড]
Post by: Goku01 on October 13, 2018, 12:03:25 AM
এই বিষয় গুলো নিয়ে যদি আপনারা যারা সিনিয়র র‌্যাংকে আছেন তারা একটু সবাইকে আরও জরুরী ভাবে ক্লিয়ার করতেন তাহলে মনে হয় ফোরাম এবং আমাদের দেশের রেপুটেশনের জন্যই ভালো হতো। যদিও আমার এই বিষয় ‍গুলো নিয়ে লেখার ইচ্ছা আছে কিন্তু আমি যেহেতু এই ফোরামে নতুন তাই আমার কথায় তেমন কাজ হবে না, তারপরেও চেষ্টা করবো সব কিছু তুলে ধরার। আশা করি বিষয়টা বুঝতে পেরেছেন।

আমি বিষয় টা নিয়ে যথাসম্ভব চেষ্টা করতিছি। কিন্তু একাতো করা সম্ভব না। আমি নিউ মেম্বারদের জন্য দরকারি অনেক পোষ্ট দেই কিন্তু আমার মনে হয় বেশির ভাগ এই পোষ্ট গুলো পড়ে না। লোকাল থ্রেডে কিছু স্পামার , ডুপ্লিকেট একাউন্ট আর কারমা এবুসার আচ্ছে। এদের আজে বাজে পোষ্টে থ্রেড ভরে গেছে। ৩ মাস আগেও থ্রেডে এই অবস্থা ছিল না। অনেক ভাল এবং ইনফরমেটিভ থ্রেড ছিল। কিছু এদের জন্য থ্রেডের মান খারাপ হয়ে যাচ্ছে। আপনারা যদি এগুলো নন টপিক পোষ্টে রিপোর্ট করেন তাহলে খুবি ভাল হয়,

আপনাদের সাহায্য করতে কোন সমস্যা নাই, কিন্তু অনেক সময় অনেক কিছু জানার বা বোঝার পরেও বাঙালি দেখলে চুপ থাকতে মনে চাই কিছু বলতে ইচ্ছে করেনা, কারন আম্পনি কোনকিছু করতে নিশেদ করলে তারা অইটাই করবে বেশি বেশি করে, এই কারনে অনেক সময় কিছু বলতেও আর ভালো লাগেনা...! তবে চেষ্টা অরবো আপনাকে হেল্প করার।

সব কিছু একবারে ঠিক করা সম্ভব না । আমাদের চেষ্টা করে ধীরে ধীরে ঠিক করতে হবে কিন্তু যদি কোন পদক্ষেপই না নেই তাহলে ঠিক হবে কিভাবে?? লোকালে কেও কিছু ভুল করলে তাকে বলেন যে ভুল হচ্ছে সাথে সাথে কিভাবে ভুলটা ঠিক করা যাবে সেই বিষয়েও তাকে সাহায্য করুন। কিভাবে পোষ্টের কোয়ালিটি ইম্প্রুভ করা যাবে তা বলে দিন। এভাবেই আমাদের লোকাল সেক্সনের উন্নতি হবে।
Title: Re: পেনাল্টি ছাড়া কিভাবে পোষ্ট কাউন্ট বাড়াবেন? [গাইড]
Post by: Redowan Hasan on November 04, 2018, 08:47:00 PM
ধন্যবাদ আপনাকে আপনার সুন্ধর বক্তব্য দেয়ার জন্য। আপনার এ পুস্ট এর মাধ্যমে শুধু আমি নয় আরো অনেকেই আমি মনে করি ভালো জান্তে পারছে। তাই আমি বলছি জাই করোন সকলের ভালো আর মন্ধ বুজে করুন। কারন এখানে অনেক নতুন রা আছেন জারা অনেক পুস্ট না বুজে করে তারা জানেনা তাই নতুনদের কিছু ছার দেওয়ার জন্য ও অনুরুধ রইল। ধন্যবাদ
Title: Re: পেনাল্টি ছাড়া কিভাবে পোষ্ট কাউন্ট বাড়াবেন? [গাইড]
Post by: Rashid pk on November 18, 2018, 07:57:40 AM
কিছু মেম্বারকে দেখলাম র‌্যাংক  বাড়ানোর জন্য 15 থেকে 20 টা বা তারও বেশি যাচ্ছেতাই পোস্ট করতেছে... আশা করি এই বিষয়টা নজরে নিবেন...
Title: Re: পেনাল্টি ছাড়া কিভাবে পোষ্ট কাউন্ট বাড়াবেন? [গাইড]
Post by: Goku01 on November 18, 2018, 06:36:26 PM
কিছু মেম্বারকে দেখলাম র‌্যাংক  বাড়ানোর জন্য 15 থেকে 20 টা বা তারও বেশি যাচ্ছেতাই পোস্ট করতেছে... আশা করি এই বিষয়টা নজরে নিবেন...

রিপোর্ট করবেন তাহলে আমার দেখতে সুবিধা হয়। সবগুলো তো আমার চোখে পরেনা তাই রিপোর্ট করলে আমি ইজিলি দেখতে পারবো। আর বিষয়টি জানানোর জন্য আপনাকে ধন্যবাদ।
Title: Re: পেনাল্টি ছাড়া কিভাবে পোষ্ট কাউন্ট বাড়াবেন? [গাইড]
Post by: riponsumo on November 24, 2018, 05:02:17 AM
অনিক দিন এই সাইটে না আসাই। মাইনাস ২ করমা পেয়েছি। আপনাকে অনেক ধনবাদ সঠিক তথ্য দিয়ার জন্য।  :D :D :D :D :D
Title: Re: পেনাল্টি ছাড়া কিভাবে পোষ্ট কাউন্ট বাড়াবেন? [গাইড]
Post by: Malam90 on November 29, 2018, 04:57:48 PM
ভাই, আপনার এই পোস্টটি পড়ে অনেক উপকৃত হলাম। আমি আজকে একটা কর্মা পেয়েছি। জানিনা সেটা কিসের জন্য। সেটা কি নেগেটিভ কর্মা নাকি পজেটিভ কর্মা কেমনে বুঝবো?
Title: Re: পেনাল্টি ছাড়া কিভাবে পোষ্ট কাউন্ট বাড়াবেন? [গাইড]
Post by: Sultana on November 30, 2018, 03:12:41 PM
কারো পোস্ট কপি পেস্ট করে তা পাবলিশ করা উচিত নয়। এটার মাধ্যমে তাহলে একাউন্ট ব্যন্ হয়ে যেতে পারে? এটা আগে জানতাম না। পোস্টটি আমাকে নতুন কিছু শিখতে সাহায্য করলো। ধন্যবাদ ভাই আপনাকে।
Title: Re: পেনাল্টি ছাড়া কিভাবে পোষ্ট কাউন্ট বাড়াবেন? [গাইড]
Post by: Goku01 on December 02, 2018, 07:18:38 PM
ভাই, আপনার এই পোস্টটি পড়ে অনেক উপকৃত হলাম। আমি আজকে একটা কর্মা পেয়েছি। জানিনা সেটা কিসের জন্য। সেটা কি নেগেটিভ কর্মা নাকি পজেটিভ কর্মা কেমনে বুঝবো?

positive karmar jonno positive number dekhabe...jemon apnar 2 ta positive kama ache... negative karma dile apnar karma kome jabe... ar 0 r ceye kome gele -1 -2 emon dekhabe
Title: Re: পেনাল্টি ছাড়া কিভাবে পোষ্ট কাউন্ট বাড়াবেন? [গাইড]
Post by: Rafiq on December 08, 2018, 05:51:38 AM
আপনার পরামর্শটা (গাইড় পোষ্ট) পড়ে আমি খুব উপকৃত হয়েছি। আমার মত অনেকেই উপকৃত হয়েছেন এবং ভবিষ্যতে হবেন। সকলেই মান সম্পন্ন এবং সঠিক নিয়ম কানুন মেনে পোষ্ট করার চেষ্ঠা করবে। আশাকরি ভবিষ্যতে আরো গুরুত্বপূর্ণ পরামর্শ দিবেন। আপনাকে ধন্যবাদ।
Title: Re: পেনাল্টি ছাড়া কিভাবে পোষ্ট কাউন্ট বাড়াবেন? [গাইড]
Post by: Malam90 on December 20, 2018, 05:35:14 AM
ভাই, আপনার এই পোস্টটি পড়ে অনেক উপকৃত হলাম। আমি আজকে একটা কর্মা পেয়েছি। জানিনা সেটা কিসের জন্য। সেটা কি নেগেটিভ কর্মা নাকি পজেটিভ কর্মা কেমনে বুঝবো?

positive karmar jonno positive number dekhabe...jemon apnar 2 ta positive kama ache... negative karma dile apnar karma kome jabe... ar 0 r ceye kome gele -1 -2 emon dekhabe

জি ভাই এখন বুঝেছি যে ওটা পজিটভ কর্মা। এখন ফোরামে বেশি সময় দেওয়ার চেষ্টা করি। যেহেতু আগেও ফোরামে কাজ করেছি তাই সেই আলোকে তথ্যবহুল পোস্ট করার চেষ্টা করছি। আর হা- অনেকেই দেখলাম যেখানে সেখানে রেফারেল লিংক, ওয়েবসাইট লিংক শেয়ার করতেছে- যা আদৈা কাম্য নয়। তাই সবাইকে উদ্দেশ্য করে বলছি- মডারেটর ভাইয়ের বিভিন্ন পোস্টগুলোকে ভালো করে পড়ুন, জানুন তারপর কমেন্ট করার চেষ্টা করবেন।
Title: Re: পেনাল্টি ছাড়া কিভাবে পোষ্ট কাউন্ট বাড়াবেন? [গাইড]
Post by: JISAN on January 11, 2019, 04:05:09 AM
আপনাকে অসংখ্য ধন্যবাদ, ফোরামের নিয়ম গুলো অনেক সন্দর ভাবে গুছিয়ে পোস্ট করার জন্য সবাই এখানথেকে অনেক কিছু শিখতে পাড়বে। এবং সবাই স্পামিং থেকে দূরে থাকবে।
Title: Re: পেনাল্টি ছাড়া কিভাবে পোষ্ট কাউন্ট বাড়াবেন? [গাইড]
Post by: Hawk~Eye on February 02, 2019, 07:38:38 AM
আপনাদের সাহায্য করতে কোন সমস্যা নাই, কিন্তু অনেক সময় অনেক কিছু জানার বা বোঝার পরেও বাঙালি দেখলে চুপ থাকতে মনে চাই কিছু বলতে ইচ্ছে করেনা, কারন আম্পনি কোনকিছু করতে নিশেদ করলে তারা অইটাই করবে বেশি বেশি করে, এই কারনে অনেক সময় কিছু বলতেও আর ভালো লাগেনা...! তবে চেষ্টা অরবো আপনাকে হেল্প করার।
স্প্যামিং ও স্ক্যামিং এগুলাতো মহামূল্যবান হাতিয়ার বাঙালিদের জন্যে। নিজের কলসিটা পূরণ করার জন্যে বাঙালি আজাইরা অনেক কিছু করতে পারে। আর এসব ফোরামে বেশিরভাগ বাঙালিরাই আসে ফোরাম সম্বন্ধে কোনো ধারণা না নিয়ে। তাই তারা না বুঝে সকলের পোস্ট দেখে সোশ্যাল মেডিয়া মনে করে পোস্ট দিয়ে থাকে পোস্ট কাউন্ট বারানোর জন্যে আর যার জন্যে কারও কথা কানে নেয়ার প্রয়োজনবোধ মনে করেন না যে পর্যন্ত তারা ব্যান না হয়। আর এখানে বেশিরভাগ বাঙালি ইউজাররা স্প্যামিং অর্থই বুঝেন না, যার জন্যে তাদেরকে বারবার স্প্যামিং বলে এলার্ট করলেও তারা সেটা কানেই নেন না বা বুঝতেই পারে না।
তাই বলছি কোনো ব্যক্তিকে রেফার করার পূর্বে বা এই ফোরাম সম্বন্ধে খোজ দেয়ার পূর্বে নিজে সম্পূর্ন ধারণা নিবেন আগে এবং তারপর তাকেও সম্পূর্ন ধারণা দিয়ে এই ফোরামে ইনভাইট বা রেফার করবেন। তাইলেই অবুঝ স্প্যামারদের সংখ্যা কমবে বলে আমি মনে করি।
Title: Re: পেনাল্টি ছাড়া কিভাবে পোষ্ট কাউন্ট বাড়াবেন? [গাইড]
Post by: JISAN on February 19, 2019, 09:00:21 AM
আপনাদের সাহায্য করতে কোন সমস্যা নাই, কিন্তু অনেক সময় অনেক কিছু জানার বা বোঝার পরেও বাঙালি দেখলে চুপ থাকতে মনে চাই কিছু বলতে ইচ্ছে করেনা, কারন আম্পনি কোনকিছু করতে নিশেদ করলে তারা অইটাই করবে বেশি বেশি করে, এই কারনে অনেক সময় কিছু বলতেও আর ভালো লাগেনা...! তবে চেষ্টা অরবো আপনাকে হেল্প করার।
স্প্যামিং ও স্ক্যামিং এগুলাতো মহামূল্যবান হাতিয়ার বাঙালিদের জন্যে। নিজের কলসিটা পূরণ করার জন্যে বাঙালি আজাইরা অনেক কিছু করতে পারে। আর এসব ফোরামে বেশিরভাগ বাঙালিরাই আসে ফোরাম সম্বন্ধে কোনো ধারণা না নিয়ে। তাই তারা না বুঝে সকলের পোস্ট দেখে সোশ্যাল মেডিয়া মনে করে পোস্ট দিয়ে থাকে পোস্ট কাউন্ট বারানোর জন্যে আর যার জন্যে কারও কথা কানে নেয়ার প্রয়োজনবোধ মনে করেন না যে পর্যন্ত তারা ব্যান না হয়। আর এখানে বেশিরভাগ বাঙালি ইউজাররা স্প্যামিং অর্থই বুঝেন না, যার জন্যে তাদেরকে বারবার স্প্যামিং বলে এলার্ট করলেও তারা সেটা কানেই নেন না বা বুঝতেই পারে না।
তাই বলছি কোনো ব্যক্তিকে রেফার করার পূর্বে বা এই ফোরাম সম্বন্ধে খোজ দেয়ার পূর্বে নিজে সম্পূর্ন ধারণা নিবেন আগে এবং তারপর তাকেও সম্পূর্ন ধারণা দিয়ে এই ফোরামে ইনভাইট বা রেফার করবেন। তাইলেই অবুঝ স্প্যামারদের সংখ্যা কমবে বলে আমি মনে করি।
বাঙালি টাকার কথা শুনলেই পাগল সে সেটা পাড়বে কি পাড়বে না সেটা নিয়ে কখনও ভাবে না। এর কারনেই এই অবস্থা। টাকার লোভ কেও সামলাতে পারে না। তাই সবাই ক্রিপ্টোকারেন্সির মদ্ধে জাপাইয়ে পড়তেছে কোনো ধারনা ছাড়াই। তাদের জন্নই আজ এই দশা
Title: Re: পেনাল্টি ছাড়া কিভাবে পোষ্ট কাউন্ট বাড়াবেন? [গাইড]
Post by: Fariwala on February 21, 2019, 07:35:24 AM
অনেক নতুন ব্যবহারকারী তাদের রেঙ্ক আপ করার জন্য অনেক পোষ্ট দেয় যার ফলে অনেক সময় নেগেটিভ কারমা পায় আবার পেনাল্টিও পায়।

এই সাধারণ গাইডটি আপনাকে এই সাধারণ ভুলগুলি এড়াতে সাহায্য করবে ...

1- রেফারেল বিভাগ ব্যতীত ফোরামে রেফারেল লিঙ্কগুলি পোস্ট করবেন না:
https://www.altcoinstalks.com/index.php?board=81.0 (https://www.altcoinstalks.com/index.php?board=81.0)

2- পোস্ট কাউন্ট বাড়ানোর জন্য নিরর্থক পোস্ট পোস্ট করবেন না, পরিবর্তে দরকারী তথ্য তৈরি করুন।

3- আপনার ইংরেজি ভাল না হলে সর্বদা আপনার ভাষা বিভাগে পোস্ট করুন

4- একাধিক অ্যাকাউন্ট তৈরি করবেন না> যদি তা সনাক্ত করা হয় সব অ্যাকাউন্ট ব্যান্ড হবে।

5- বিজ্ঞাপন বিভাগে ছাড়া ফোরামে যে কোন জায়গায় আপনার সাইটের বিজ্ঞাপন দেবেন না:
https://www.altcoinstalks.com/index.php?board=288.0 (https://www.altcoinstalks.com/index.php?board=288.0)

6- বিভিন্ন বিভাগ চেক করুন এবং বিভিন্ন subforums সঙ্গে নিজেকে পরিচিত করুন।

7- সর্বদা নতুন বিষয়গুলির জন্য একটি অর্থপূর্ণ শিরোনাম ব্যবহার করুন। 1-2 শব্দ নয়! শিরোনামে প্রশ্ন কি তা ব্যাখ্যা করা উচিত !!!

8- নিশ্চিত করুন যে আপনার সামগ্রীটি অনন্য:
    > কিভাবে? অনুলিপি(কপি) / অন্যান্য পোস্ট পেস্ট ! কোন চুরি নেই!
    > কোন ধারণা নেই এই সম্পর্কে ? আপনি ফেইসবুক, রেডডিট, কোরা এবং এমনকি বিটকয়েনটকেও  আকর্ষণীয় প্রশ্ন / পোস্টগুলি খুঁজে পেতে পারেন
                               > অনুলিপি / পেস্ট করবেন না, আপনি এই পোস্টগুলির অনুপ্রাণিত হতে পারেন এবং আপনার নিজের ভাষায় তাদের পুনঃলিখন করতে পারেন।
                                                                 >> শিরোনাম পরিবর্তন করুন
                                                                 >> বিষয়বস্তু রিফ্রেশ
                                                                 >> ক্রেডিট দিন যদি সম্ভব / ব্যক্তি নাম- ব্যবহারকারীর নাম // সাইট না।
                                                                 >> আপনার ভাষায় পোস্ট অনুবাদ করে লোকাল থ্রেডে দিন / ইংরেজি আপনার মাতৃভাষা না হলে।
অনেক সুন্দর একটি পোস্ট করেছেন যা আমাদের জন্য অনেক হেল্পফুল আপনার এই দিক নির্দেশনা গুলো আমরা অনুসরণঅনুসরণ করে এ পর্যন্ত এগিয়ে এসেছি দূর শিখেছি এটা আপনার কাছ থেকে শিখছি আপনার পিন যুক্ত পোস্টগুলি পরে আমরা অনেক কিছু জানতে পেরেছি।
[
Title: Re: পেনাল্টি ছাড়া কিভাবে পোষ্ট কাউন্ট বাড়াবেন? [গাইড]
Post by: Linda78 on March 15, 2019, 03:44:51 PM
Ami besi post korle ki problem pare janaben, abong kemon dorner post korle karma pawa jabe doya kore janaben.
Title: Re: পেনাল্টি ছাড়া কিভাবে পোষ্ট কাউন্ট বাড়াবেন? [গাইড]
Post by: Goku01 on March 15, 2019, 06:11:55 PM
Ami besi post korle ki problem pare janaben, abong kemon dorner post korle karma pawa jabe doya kore janaben.

যদি স্কাম , কপি পোষ্ট করেন তাহলে প্রব্লেমে পরবেন। কারমা সম্পর্কে বিস্তারিত পোষ্ট দেওয়া আছে। পিন করা টপিক গুলো পরেন বুঝতে পারবেন। ধন্যবাদ
Title: Re: পেনাল্টি ছাড়া কিভাবে পোষ্ট কাউন্ট বাড়াবেন? [গাইড]
Post by: Linda78 on March 15, 2019, 07:03:51 PM
Amora jodi niyomer modde jodi post kori tahole obosy balo fola fol pabo,se khan theke karma pete pari, sei jonno amra niyoum anujayi balo post korbo.
Title: Re: পেনাল্টি ছাড়া কিভাবে পোষ্ট কাউন্ট বাড়াবেন? [গাইড]
Post by: Goku01 on March 15, 2019, 07:44:09 PM
Amora jodi niyomer modde jodi post kori tahole obosy balo fola fol pabo,se khan theke karma pete pari, sei jonno amra niyoum anujayi balo post korbo.

এগুলোও অদরকারি পোষ্ট। কিছু জানার থাকলে জানতে চাইবেন। পোষ্ট বাড়ানোর জন্য এগুলো আজে বাজে পোষ্ট করবেন না। এতে আমাদের লোকাল থ্রেড্র মান খারাপ হইয়ে যায়।
Title: Re: পেনাল্টি ছাড়া কিভাবে পোষ্ট কাউন্ট বাড়াবেন? [গাইড]
Post by: Linda78 on March 16, 2019, 03:06:51 PM
Ami balo post korle  amake karma dewa hobe ki, ba koto ti balo postkorle amake karma dibe aktu bolben ki.
Title: Re: পেনাল্টি ছাড়া কিভাবে পোষ্ট কাউন্ট বাড়াবেন? [গাইড]
Post by: Goku01 on March 17, 2019, 01:01:03 PM
Ami balo post korle  amake karma dewa hobe ki, ba koto ti balo postkorle amake karma dibe aktu bolben ki.

১ টা ভাল পোষ্ট করলেই কারমা পাবেন। কারমা সম্পর্কে বর্ণনা করা আছে। ওই পোষ্ট পড়েন। একি বিষয় সবার জন্য আলাদা আলাদা ভাবে বলা পসিবল না। রুলস না পরে বার বার আক্স করলে নেগেটিভ কারমা পাইতে পারেন।
Title: Re: পেনাল্টি ছাড়া কিভাবে পোষ্ট কাউন্ট বাড়াবেন? [গাইড]
Post by: ttcsalam on April 26, 2019, 07:57:55 AM
এই যে নতুন নতুন শব্দ গুলোর সাথে আমার পরিচিত হতে পারছি এটা আমাদের কাজের ক্ষেত্রে অনেক সহায়ক হবে।
Title: Re: পেনাল্টি ছাড়া কিভাবে পোষ্ট কাউন্ট বাড়াবেন? [গাইড]
Post by: Goku01 on April 30, 2019, 06:31:52 AM
এই যে নতুন নতুন শব্দ গুলোর সাথে আমার পরিচিত হতে পারছি এটা আমাদের কাজের ক্ষেত্রে অনেক সহায়ক হবে।

ক্রিপ্টোকারেন্সি সম্পর্কে জানুন আগে । এখানে ক্রিপ্টোকারেন্সি  সম্পর্কে জান্তেও পারবেন আবার আপনার জানা কিছুও অন্যদের জানাতে পারবেন। ধন্যবাদ।
Title: Re: পেনাল্টি ছাড়া কিভাবে পোষ্ট কাউন্ট বাড়াবেন? [গাইড]
Post by: ttcsalam on May 23, 2019, 06:32:56 PM
আমাদের মত নতুনদের জন্য দরকারি এবং অনেক গুরুত্বপূর্ণ একটি পোস্ট এবং অনেক তথ্যবহুল সেজন্য এ নিয়মগুলো অনেক উপকারে আসবে বিশেষ করে যারা আমার মত নতুন এসেছে.
Title: Re: পেনাল্টি ছাড়া কিভাবে পোষ্ট কাউন্ট বাড়াবেন? [গাইড]
Post by: Goku01 on May 27, 2019, 12:22:40 AM
আমাদের মত নতুনদের জন্য দরকারি এবং অনেক গুরুত্বপূর্ণ একটি পোস্ট এবং অনেক তথ্যবহুল সেজন্য এ নিয়মগুলো অনেক উপকারে আসবে বিশেষ করে যারা আমার মত নতুন এসেছে.

Ji sobar upokarer jonnoi doa hoiche post gulo... niyom mene colar try korben. Tahole kono problem hobe na...
Title: Re: পেনাল্টি ছাড়া কিভাবে পোষ্ট কাউন্ট বাড়াবেন? [গাইড]
Post by: Paglamon on November 06, 2019, 02:33:44 PM
ami Bitcointalk e Reffer korcilam ek friend ke ekta project e amr id duplicated dorce. Kintu friend er id thik ace er karon ki? 
Title: Re: পেনাল্টি ছাড়া কিভাবে পোষ্ট কাউন্ট বাড়াবেন? [গাইড]
Post by: ttcsalam on May 28, 2020, 05:07:02 PM
তথ্য বহুল একটি পোষ্ট।আমাদের মত নতুনদের জন্য দরকারি এবং অনেক গুরুত্বপূর্ণ একটি পোস্ট । এ ধরনের তথ্য মুলক পোষ্ট খুবই প্রয়োজন।
Title: Re: পেনাল্টি ছাড়া কিভাবে পোষ্ট কাউন্ট বাড়াবেন? [গাইড]
Post by: ranaprime on June 27, 2020, 05:13:46 AM
এই বিষয় গুলো নিয়ে যদি আপনারা যারা সিনিয়র র‌্যাংকে আছেন তারা একটু সবাইকে আরও জরুরী ভাবে ক্লিয়ার করতেন তাহলে মনে হয় ফোরাম এবং আমাদের দেশের রেপুটেশনের জন্যই ভালো হতো। যদিও আমার এই বিষয় ‍গুলো নিয়ে লেখার ইচ্ছা আছে কিন্তু আমি যেহেতু এই ফোরামে নতুন তাই আমার কথায় তেমন কাজ হবে না, তারপরেও চেষ্টা করবো সব কিছু তুলে ধরার। আশা করি বিষয়টা বুঝতে পেরেছেন।

আমি বিষয় টা নিয়ে যথাসম্ভব চেষ্টা করতিছি। কিন্তু একাতো করা সম্ভব না। আমি নিউ মেম্বারদের জন্য দরকারি অনেক পোষ্ট দেই কিন্তু আমার মনে হয় বেশির ভাগ এই পোষ্ট গুলো পড়ে না। লোকাল থ্রেডে কিছু স্পামার , ডুপ্লিকেট একাউন্ট আর কারমা এবুসার আচ্ছে। এদের আজে বাজে পোষ্টে থ্রেড ভরে গেছে। ৩ মাস আগেও থ্রেডে এই অবস্থা ছিল না। অনেক ভাল এবং ইনফরমেটিভ থ্রেড ছিল। কিছু এদের জন্য থ্রেডের মান খারাপ হয়ে যাচ্ছে। আপনারা যদি এগুলো নন টপিক পোষ্টে রিপোর্ট করেন তাহলে খুবি ভাল হয়,

আপনাদের সাহায্য করতে কোন সমস্যা নাই, কিন্তু অনেক সময় অনেক কিছু জানার বা বোঝার পরেও বাঙালি দেখলে চুপ থাকতে মনে চাই কিছু বলতে ইচ্ছে করেনা, কারন আম্পনি কোনকিছু করতে নিশেদ করলে তারা অইটাই করবে বেশি বেশি করে, এই কারনে অনেক সময় কিছু বলতেও আর ভালো লাগেনা...! তবে চেষ্টা অরবো আপনাকে হেল্প করার।

সব কিছু একবারে ঠিক করা সম্ভব না । আমাদের চেষ্টা করে ধীরে ধীরে ঠিক করতে হবে কিন্তু যদি কোন পদক্ষেপই না নেই তাহলে ঠিক হবে কিভাবে?? লোকালে কেও কিছু ভুল করলে তাকে বলেন যে ভুল হচ্ছে সাথে সাথে কিভাবে ভুলটা ঠিক করা যাবে সেই বিষয়েও তাকে সাহায্য করুন। কিভাবে পোষ্টের কোয়ালিটি ইম্প্রুভ করা যাবে তা বলে দিন। এভাবেই আমাদের লোকাল সেক্সনের উন্নতি হবে।
Sobar age amader attitude change Korte Hobe atai mul point Ami mone kore. Dristi vongi change korlay amader thread ar unnoti hobei.
Title: Re: পেনাল্টি ছাড়া কিভাবে পোষ্ট কাউন্ট বাড়াবেন? [গাইড]
Post by: mahid on August 02, 2020, 06:31:02 AM
আপনার পোস্ট টি খুবই গুরুত্বপূর্ণ। পেনাল্টি ছাঢ়া পোস্ট কাউন্ট কিভাবে বাড়ানো যায়। তা এ পোস্টের মাধ্যমে খুব সুন্দর ভাবে বুঝানোর জন্য আপনা কে ধন্যবাদ।
Title: Re: পেনাল্টি ছাড়া কিভাবে পোষ্ট কাউন্ট বাড়াবেন? [গাইড]
Post by: Mrkadir85 on August 14, 2020, 12:52:42 PM
ফোরামে যারা নতুন তাদের জন্য টপিকটা খুবই গুরুত্বপূর্ণ ।টপিকটা পড়ে।কিভাবে আইডি রেংক বাড়ানো যায় এবং আইডি টিকিয়ে রাখা যায় এসব বিষয়ে জরুরী অনেক কিছু জানা সম্ভব। আরো গুরুত্বপূর্ণ তথ্য জানা থাকলে বলবেন।
Title: Re: পেনাল্টি ছাড়া কিভাবে পোষ্ট কাউন্ট বাড়াবেন? [গাইড]
Post by: Nostoman on August 14, 2020, 01:51:56 PM
ফোরামে যারা নতুন তাদের জন্য টপিকটা খুবই গুরুত্বপূর্ণ ।টপিকটা পড়ে।কিভাবে আইডি রেংক বাড়ানো যায় এবং আইডি টিকিয়ে রাখা যায় এসব বিষয়ে জরুরী অনেক কিছু জানা সম্ভব। আরো গুরুত্বপূর্ণ তথ্য জানা থাকলে বলবেন।
আপনি একই কথা বারবার ঘুরিয়ে পেছিয়ে বলছেন। সব পোস্ট এ একই ধরনের মন্তব্য। সাবধান হউন।     
Title: Re: পেনাল্টি ছাড়া কিভাবে পোষ্ট কাউন্ট বাড়াবেন? [গাইড]
Post by: Ricky on August 19, 2020, 05:39:13 AM
আপনি এই টপিক এ যা কিছু বলছেন তা সত্যি সবার জানা খুবই জরুরী।
যদিও আমি এই ফরামে নতুন তবে ক্রিপটোতে নতুন না। জানিনা বলাটা ঠিক হচ্ছে কি না, এই ফরামে বাংলাদেশের যিনারাই জয়েন করেছেন তাদের মেজোরিটি পার্সেন্ট বড় ধরনের কিছু ভুল ধারনা নিয়ে আসছেন। অনেকে ধরে বসে আছেন এই সাইট/ফোরাম শুধু মাত্র টাকা আয় করার জন্য। এই কারনেই হয়তো তারা জয়েন করেই একটা প্রশ্ন করে থাকছেন, কি ভাবে কাজ করবো আর কতো টাকা ইনকাম করা যায়।
আমরা অনেকেই অনলাইনে যখন কাজ খুজি তখন সব কিছুর ভিতরেই আগে শুধু কি ভাবে আয় করা জায় এইটা খুজি। এনারাও হয়তো কারো না কারো কাছে শুনে এই সুযোগটাই নিয়েছে। আর যেহেতু র‌্যাংক আপ পোস্ট কাউন্টের সাথে সম্পৃক্ত তাই সবাই এইটার একটা অপব্যাবহার করছে। মোটামুটি বাংলা টপিক গুলো দেখে যা বুঝলাম, পয়েন্ট কালেক্ট করে টোকেন সংগ্রহর প্রতি একটা দুর্বলতা আছে অনেকেরই। কিন্তু আসলেই যদি ইনকামই করতে চায় তাহলে বড় সুযোগ গুলো যে ফোরামের অন্য কোথাও আছে আর তার জন্য তাদেরকে সেই ভাবে গড়ে তুলতে হবে এইটা এ্যাভোয়েড করে যাচ্ছে।

এই বিষয় গুলো নিয়ে যদি আপনারা যারা সিনিয়র র‌্যাংকে আছেন তারা একটু সবাইকে আরও জরুরী ভাবে ক্লিয়ার করতেন তাহলে মনে হয় ফোরাম এবং আমাদের দেশের রেপুটেশনের জন্যই ভালো হতো। যদিও আমার এই বিষয় ‍গুলো নিয়ে লেখার ইচ্ছা আছে কিন্তু আমি যেহেতু এই ফোরামে নতুন তাই আমার কথায় তেমন কাজ হবে না, তারপরেও চেষ্টা করবো সব কিছু তুলে ধরার। আশা করি বিষয়টা বুঝতে পেরেছেন।
আপনার পোস্ট-টি নতুনদের জন্য অনেক গুরুত্বপূর্ণ। এ ধরনের তথ্য মূলক পোস্ট খুবই প্রয়োজন। গ্রুপের বড় ভাইদের অনেক অনেক ধন্যবাদ।
Title: Re: পেনাল্টি ছাড়া কিভাবে পোষ্ট কাউন্ট বাড়াবেন? [গাইড]
Post by: Lutera94 on August 19, 2020, 07:27:32 PM
দারুণ তথ্যবহুল পোষ্ট যা অনেকের জন্য উপকার হবে। বিশেষ করে নেগেটিভ কর্মা বিষয়টি এভোয়েড করে চলা সবার জরুরী। কারণ আপনার সাধের আইডি মুল্য থাকবেনা নেগেটিভ খাইলে। তাই সবাই সতর্ক হয়ে কাজ করলে সবার ই উপকারে আসবে। তথ্যবহুল পোষ্টটির জন্য আপনাকে অনেক ধন্যবাদ।
Title: Re: পেনাল্টি ছাড়া কিভাবে পোষ্ট কাউন্ট বাড়াবেন? [গাইড]
Post by: Btceth01 on August 20, 2020, 12:48:47 PM
কারো পোস্ট কপি পেস্ট করে তা পাবলিশ করা উচিত নয়। এটার মাধ্যমে তাহলে একাউন্ট ব্যন্ হয়ে যেতে পারে? এটা আগে জানতাম না। পোস্টটি আমাকে নতুন কিছু শিখতে সাহায্য করলো। ধন্যবাদ ভাই আপনাকে।

হ্যাঁ ব্রো আপনার পোস্টটা খুবই ভালো লাগলো অন্যের জিনিস কপি পেস্ট না করাটাই উত্তম। কারণ সবাই নিজের থেকে পোস্ট করলে সেখান থেকে কিছু শেখা যাবে আর কপি পেস্ট করলে কিছু শেখা যাবেনা
Title: Re: পেনাল্টি ছাড়া কিভাবে পোষ্ট কাউন্ট বাড়াবেন? [গাইড]
Post by: Monster5 on September 12, 2020, 11:18:43 AM
এই ফরমের সব নিয়ম শৃঙ্খলা মেনে চলবো।  আর সিনিয়র ভাইদের পোস্ট গুলোকে  অনেক গুরুত্ব দিবো।  সিনিয়র ভাইয়ারা জেটা নিয়ে আলোচনা করতে মানা করবে আমরা সেটা করবো না।                   
Title: Re: পেনাল্টি ছাড়া কিভাবে পোষ্ট কাউন্ট বাড়াবেন? [গাইড]
Post by: Nostoman on September 12, 2020, 01:06:31 PM
এই ফরমের সব নিয়ম শৃঙ্খলা মেনে চলবো।  আর সিনিয়র ভাইদের পোস্ট গুলোকে  অনেক গুরুত্ব দিবো।  সিনিয়র ভাইয়ারা জেটা নিয়ে আলোচনা করতে মানা করবে আমরা সেটা করবো না।                 
আপনার পোস্টগুলোতে বানান ভুলের পরিমাণ বেশি। তাই আপনি আপনার ভুলগুলো সংশোধন করুন। আর অবশ্যই আপনি শৃঙ্খলার সাথে ফোরামের রুলস গুলো মেনে চলবেন। এখানে দীর্ঘ সময় ব্যয় করবেন। এই আশাবাদ ব্যক্ত করছি। আপনি এগিয়ে যান। ধন্যবাদ।
Title: Re: পেনাল্টি ছাড়া কিভাবে পোষ্ট কাউন্ট বাড়াবেন? [গাইড]
Post by: Monster5 on September 13, 2020, 03:39:01 AM
পোস্ট কাউন্ট বাড়ানোর সাজেশন দেওয়ার জন্য অনেকটা আনন্দিত হয়েছি।  আশা করি আরে ভালো ভালো পোস্ট করবেন সিনিয়র ভাইয়ারা ধন্যবাদ সিনিয়র ভাইয়াদের।           
Title: Re: পেনাল্টি ছাড়া কিভাবে পোষ্ট কাউন্ট বাড়াবেন? [গাইড]
Post by: Nostoman on September 13, 2020, 05:08:09 AM
পোস্ট কাউন্ট বাড়ানোর সাজেশন দেওয়ার জন্য অনেকটা আনন্দিত হয়েছি।  আশা করি আরে ভালো ভালো পোস্ট করবেন সিনিয়র ভাইয়ারা ধন্যবাদ সিনিয়র ভাইয়াদের।         
একই পোস্টে বার বার অযাচিত পোস্ট করলে পোস্টগুলো রিভিউ করে এসব পোস্ট ডিলিট দেওয়া হবে। তাই আপনি সতর্ক হন। আপনাকে বারবার সতর্ক করার পরেও আপনি এই ধরনের পোস্ট করছেন কেন?
Title: Re: পেনাল্টি ছাড়া কিভাবে পোষ্ট কাউন্ট বাড়াবেন? [গাইড]
Post by: Psycho on October 13, 2020, 11:21:34 AM
অনেক নতুন ব্যবহারকারী তাদের রেঙ্ক আপ করার জন্য অনেক পোষ্ট দেয় যার ফলে অনেক সময় নেগেটিভ কারমা পায় আবার পেনাল্টিও পায়।

এই সাধারণ গাইডটি আপনাকে এই সাধারণ ভুলগুলি এড়াতে সাহায্য করবে ...

1- রেফারেল বিভাগ ব্যতীত ফোরামে রেফারেল লিঙ্কগুলি পোস্ট করবেন না:
https://www.altcoinstalks.com/index.php?board=81.0 (https://www.altcoinstalks.com/index.php?board=81.0)

2- পোস্ট কাউন্ট বাড়ানোর জন্য নিরর্থক পোস্ট পোস্ট করবেন না, পরিবর্তে দরকারী তথ্য তৈরি করুন।

3- আপনার ইংরেজি ভাল না হলে সর্বদা আপনার ভাষা বিভাগে পোস্ট করুন

4- একাধিক অ্যাকাউন্ট তৈরি করবেন না> যদি তা সনাক্ত করা হয় সব অ্যাকাউন্ট ব্যান্ড হবে।

5- বিজ্ঞাপন বিভাগে ছাড়া ফোরামে যে কোন জায়গায় আপনার সাইটের বিজ্ঞাপন দেবেন না:
https://www.altcoinstalks.com/index.php?board=288.0 (https://www.altcoinstalks.com/index.php?board=288.0)

6- বিভিন্ন বিভাগ চেক করুন এবং বিভিন্ন subforums সঙ্গে নিজেকে পরিচিত করুন।

7- সর্বদা নতুন বিষয়গুলির জন্য একটি অর্থপূর্ণ শিরোনাম ব্যবহার করুন। 1-2 শব্দ নয়! শিরোনামে প্রশ্ন কি তা ব্যাখ্যা করা উচিত !!!

8- নিশ্চিত করুন যে আপনার সামগ্রীটি অনন্য:
    > কিভাবে? অনুলিপি(কপি) / অন্যান্য পোস্ট পেস্ট ! কোন চুরি নেই!
    > কোন ধারণা নেই এই সম্পর্কে ? আপনি ফেইসবুক, রেডডিট, কোরা এবং এমনকি বিটকয়েনটকেও  আকর্ষণীয় প্রশ্ন / পোস্টগুলি খুঁজে পেতে পারেন
                               > অনুলিপি / পেস্ট করবেন না, আপনি এই পোস্টগুলির অনুপ্রাণিত হতে পারেন এবং আপনার নিজের ভাষায় তাদের পুনঃলিখন করতে পারেন।
                                                                 >> শিরোনাম পরিবর্তন করুন
                                                                 >> বিষয়বস্তু রিফ্রেশ
                                                                 >> ক্রেডিট দিন যদি সম্ভব / ব্যক্তি নাম- ব্যবহারকারীর নাম // সাইট না।
                                                                 >> আপনার ভাষায় পোস্ট অনুবাদ করে লোকাল থ্রেডে দিন / ইংরেজি আপনার মাতৃভাষা না হলে।
আসলে আমি খুজছিলাম কিভাবে পোস্ট কাউন্ট বাড়ানো যায়। আপনার পোষ্টটি পড়ে আমি বুঝতে পারলাম কিভাবে পোস্ট কাউন্ট বাড়ানো হয় । অনেক ধন্যবাদ আপনাকে।
Title: Re: পেনাল্টি ছাড়া কিভাবে পোষ্ট কাউন্ট বাড়াবেন? [গাইড]
Post by: Najmul on October 20, 2020, 03:42:31 PM
অনেক নতুন ব্যবহারকারী তাদের রেঙ্ক আপ করার জন্য অনেক পোষ্ট দেয় যার ফলে অনেক সময় নেগেটিভ কারমা পায় আবার পেনাল্টিও পায়।

এই সাধারণ গাইডটি আপনাকে এই সাধারণ ভুলগুলি এড়াতে সাহায্য করবে ...

1- রেফারেল বিভাগ ব্যতীত ফোরামে রেফারেল লিঙ্কগুলি পোস্ট করবেন না:
https://www.altcoinstalks.com/index.php?board=81.0 (https://www.altcoinstalks.com/index.php?board=81.0)

2- পোস্ট কাউন্ট বাড়ানোর জন্য নিরর্থক পোস্ট পোস্ট করবেন না, পরিবর্তে দরকারী তথ্য তৈরি করুন।

3- আপনার ইংরেজি ভাল না হলে সর্বদা আপনার ভাষা বিভাগে পোস্ট করুন

4- একাধিক অ্যাকাউন্ট তৈরি করবেন না> যদি তা সনাক্ত করা হয় সব অ্যাকাউন্ট ব্যান্ড হবে।

5- বিজ্ঞাপন বিভাগে ছাড়া ফোরামে যে কোন জায়গায় আপনার সাইটের বিজ্ঞাপন দেবেন না:
https://www.altcoinstalks.com/index.php?board=288.0 (https://www.altcoinstalks.com/index.php?board=288.0)

6- বিভিন্ন বিভাগ চেক করুন এবং বিভিন্ন subforums সঙ্গে নিজেকে পরিচিত করুন।

7- সর্বদা নতুন বিষয়গুলির জন্য একটি অর্থপূর্ণ শিরোনাম ব্যবহার করুন। 1-2 শব্দ নয়! শিরোনামে প্রশ্ন কি তা ব্যাখ্যা করা উচিত !!!

8- নিশ্চিত করুন যে আপনার সামগ্রীটি অনন্য:
    > কিভাবে? অনুলিপি(কপি) / অন্যান্য পোস্ট পেস্ট ! কোন চুরি নেই!
    > কোন ধারণা নেই এই সম্পর্কে ? আপনি ফেইসবুক, রেডডিট, কোরা এবং এমনকি বিটকয়েনটকেও  আকর্ষণীয় প্রশ্ন / পোস্টগুলি খুঁজে পেতে পারেন
                               > অনুলিপি / পেস্ট করবেন না, আপনি এই পোস্টগুলির অনুপ্রাণিত হতে পারেন এবং আপনার নিজের ভাষায় তাদের পুনঃলিখন করতে পারেন।
                                                                 >> শিরোনাম পরিবর্তন করুন
                                                                 >> বিষয়বস্তু রিফ্রেশ
                                                                 >> ক্রেডিট দিন যদি সম্ভব / ব্যক্তি নাম- ব্যবহারকারীর নাম // সাইট না।
                                                                 >> আপনার ভাষায় পোস্ট অনুবাদ করে লোকাল থ্রেডে দিন / ইংরেজি আপনার মাতৃভাষা না হলে।
আপনি একদম ঠিক বলেছেন । নতুনদের এই তথ্যগুলো জানা সত্যি খুব দরকারি। ফোরামে যারা সিনিয়র আছেন তারা আমাদের নতুনদের নতুনদের সাহায্য করলে আমাদের খুব ভালো হয়। আপনার এই শিখনীয় পোস্টটি থেকে আমরা নতুনরা অনেক কিছু শিখতে পারবো। ধন্যবাদ ভাইয়া।
Title: Re: পেনাল্টি ছাড়া কিভাবে পোষ্ট কাউন্ট বাড়াবেন? [গাইড]
Post by: Crypto_Somrat on October 28, 2020, 06:11:29 PM
ভাই, আপনার এই পোস্টটি পড়ে অনেক উপকৃত হলাম। আমি আজকে একটা কর্মা পেয়েছি। জানিনা সেটা কিসের জন্য। সেটা কি নেগেটিভ কর্মা নাকি পজেটিভ কর্মা কেমনে বুঝবো?

positive karmar jonno positive number dekhabe...jemon apnar 2 ta positive kama ache... negative karma dile apnar karma kome jabe... ar 0 r ceye kome gele -1 -2 emon dekhabe
ধন্যবাদ ভাইয়া, মাইনাস কারমা পেলে কি করে বুঝবো আর প্লাস কারমা পেলে কি করে বুঝবো এটা বুঝতে পারলাম এটা স্পষ্ট। কিন্তু ভাইয়া কারমা পেলে কারমাটা কে দিল সেটা দেখার কি কোন অপশন আছে থাকলে একটু জানাবেন। দয়া করে...
Title: Re: পেনাল্টি ছাড়া কিভাবে পোষ্ট কাউন্ট বাড়াবেন? [গাইড]
Post by: Mobi24 on October 29, 2020, 11:25:43 AM
আপনি এই টপিক এ যা কিছু বলছেন তা সত্যি সবার জানা খুবই জরুরী।
যদিও আমি এই ফরামে নতুন তবে ক্রিপটোতে নতুন না। জানিনা বলাটা ঠিক হচ্ছে কি না, এই ফরামে বাংলাদেশের যিনারাই জয়েন করেছেন তাদের মেজোরিটি পার্সেন্ট বড় ধরনের কিছু ভুল ধারনা নিয়ে আসছেন। অনেকে ধরে বসে আছেন এই সাইট/ফোরাম শুধু মাত্র টাকা আয় করার জন্য। এই কারনেই হয়তো তারা জয়েন করেই একটা প্রশ্ন করে থাকছেন, কি ভাবে কাজ করবো আর কতো টাকা ইনকাম করা যায়।
আমরা অনেকেই অনলাইনে যখন কাজ খুজি তখন সব কিছুর ভিতরেই আগে শুধু কি ভাবে আয় করা জায় এইটা খুজি। এনারাও হয়তো কারো না কারো কাছে শুনে এই সুযোগটাই নিয়েছে। আর যেহেতু র‌্যাংক আপ পোস্ট কাউন্টের সাথে সম্পৃক্ত তাই সবাই এইটার একটা অপব্যাবহার করছে। মোটামুটি বাংলা টপিক গুলো দেখে যা বুঝলাম, পয়েন্ট কালেক্ট করে টোকেন সংগ্রহর প্রতি একটা দুর্বলতা আছে অনেকেরই। কিন্তু আসলেই যদি ইনকামই করতে চায় তাহলে বড় সুযোগ গুলো যে ফোরামের অন্য কোথাও আছে আর তার জন্য তাদেরকে সেই ভাবে গড়ে তুলতে হবে এইটা এ্যাভোয়েড করে যাচ্ছে।

এই বিষয় গুলো নিয়ে যদি আপনারা যারা সিনিয়র র‌্যাংকে আছেন তারা একটু সবাইকে আরও জরুরী ভাবে ক্লিয়ার করতেন তাহলে মনে হয় ফোরাম এবং আমাদের দেশের রেপুটেশনের জন্যই ভালো হতো। যদিও আমার এই বিষয় ‍গুলো নিয়ে লেখার ইচ্ছা আছে কিন্তু আমি যেহেতু এই ফোরামে নতুন তাই আমার কথায় তেমন কাজ হবে না, তারপরেও চেষ্টা করবো সব কিছু তুলে ধরার। আশা করি বিষয়টা বুঝতে পেরেছেন।
ভাইয়া আপনি যে টপিক নিয়ে কথা বলতে ছিলেন সেগুলো খুবই জরুরী এবংআমরা জরুরী বিষয় গুলো এড়িয়ে যায় কারণ বুঝতে পারি না ভালোভাবে আরেকটু ভালোভাবে বুঝতে পারলে সহজভাবে কাজগুলো আমরা করতে পারবো
Title: Re: পেনাল্টি ছাড়া কিভাবে পোষ্ট কাউন্ট বাড়াবেন? [গাইড]
Post by: Crypto_Somrat on November 01, 2020, 10:13:23 AM
ভাই, আপনার এই পোস্টটি পড়ে অনেক উপকৃত হলাম। আমি আজকে একটা কর্মা পেয়েছি। জানিনা সেটা কিসের জন্য। সেটা কি নেগেটিভ কর্মা নাকি পজেটিভ কর্মা কেমনে বুঝবো?
ভাইয়া আপনি যদি ভাল পোস্ট করে থাকেন, আর তার জন্য যদি পজিটিভ কারমা পান। তাহলে শুধু কারমার সংখ্যাটা লেখা থাকবে। আর যদি নেগেটিভ কারমা পেয়ে থাকেন, তাহলে কারমা সংখ্যার আগে মাইনাস চিহ্ন থাকবে। আশা করি বুঝতে পেরেছেন।
Title: Re: পেনাল্টি ছাড়া কিভাবে পোষ্ট কাউন্ট বাড়াবেন? [গাইড]
Post by: Apower$ on November 01, 2020, 12:54:14 PM
অনেক নতুন ব্যবহারকারী তাদের রেঙ্ক আপ করার জন্য অনেক পোষ্ট দেয় যার ফলে অনেক সময় নেগেটিভ কারমা পায় আবার পেনাল্টিও পায়।

এই সাধারণ গাইডটি আপনাকে এই সাধারণ ভুলগুলি এড়াতে সাহায্য করবে ...

1- রেফারেল বিভাগ ব্যতীত ফোরামে রেফারেল লিঙ্কগুলি পোস্ট করবেন না:
https://www.altcoinstalks.com/index.php?board=81.0 (https://www.altcoinstalks.com/index.php?board=81.0)

2- পোস্ট কাউন্ট বাড়ানোর জন্য নিরর্থক পোস্ট পোস্ট করবেন না, পরিবর্তে দরকারী তথ্য তৈরি করুন।

3- আপনার ইংরেজি ভাল না হলে সর্বদা আপনার ভাষা বিভাগে পোস্ট করুন

4- একাধিক অ্যাকাউন্ট তৈরি করবেন না> যদি তা সনাক্ত করা হয় সব অ্যাকাউন্ট ব্যান্ড হবে।

5- বিজ্ঞাপন বিভাগে ছাড়া ফোরামে যে কোন জায়গায় আপনার সাইটের বিজ্ঞাপন দেবেন না:
https://www.altcoinstalks.com/index.php?board=288.0 (https://www.altcoinstalks.com/index.php?board=288.0)

6- বিভিন্ন বিভাগ চেক করুন এবং বিভিন্ন subforums সঙ্গে নিজেকে পরিচিত করুন।

7- সর্বদা নতুন বিষয়গুলির জন্য একটি অর্থপূর্ণ শিরোনাম ব্যবহার করুন। 1-2 শব্দ নয়! শিরোনামে প্রশ্ন কি তা ব্যাখ্যা করা উচিত !!!

8- নিশ্চিত করুন যে আপনার সামগ্রীটি অনন্য:
    > কিভাবে? অনুলিপি(কপি) / অন্যান্য পোস্ট পেস্ট ! কোন চুরি নেই!
    > কোন ধারণা নেই এই সম্পর্কে ? আপনি ফেইসবুক, রেডডিট, কোরা এবং এমনকি বিটকয়েনটকেও  আকর্ষণীয় প্রশ্ন / পোস্টগুলি খুঁজে পেতে পারেন
                               > অনুলিপি / পেস্ট করবেন না, আপনি এই পোস্টগুলির অনুপ্রাণিত হতে পারেন এবং আপনার নিজের ভাষায় তাদের পুনঃলিখন করতে পারেন।
                                                                 >> শিরোনাম পরিবর্তন করুন
                                                                 >> বিষয়বস্তু রিফ্রেশ
                                                                 >> ক্রেডিট দিন যদি সম্ভব / ব্যক্তি নাম- ব্যবহারকারীর নাম // সাইট না।
                                                                 >> আপনার ভাষায় পোস্ট অনুবাদ করে লোকাল থ্রেডে দিন / ইংরেজি আপনার মাতৃভাষা না হলে।

আপনাকে অনেক ধন্যবাদ ব্রো। আপনি যদি এত ভালোভাবে না বুঝিয়ে দিতেন তাহলে আমি বুঝতেই পারতাম না যে পেনাল্টি ছাড়া পোস্ট কাউন্ট কিভাবে বাড়ানো যায়।
Title: Re: পেনাল্টি ছাড়া কিভাবে পোষ্ট কাউন্ট বাড়াবেন? [গাইড]
Post by: Nusrat on November 06, 2020, 02:59:17 PM
অনেক নতুন ব্যবহারকারী তাদের রেঙ্ক আপ করার জন্য অনেক পোষ্ট দেয় যার ফলে অনেক সময় নেগেটিভ কারমা পায় আবার পেনাল্টিও পায়।

এই সাধারণ গাইডটি আপনাকে এই সাধারণ ভুলগুলি এড়াতে সাহায্য করবে ...

1- রেফারেল বিভাগ ব্যতীত ফোরামে রেফারেল লিঙ্কগুলি পোস্ট করবেন না:
https://www.altcoinstalks.com/index.php?board=81.0 (https://www.altcoinstalks.com/index.php?board=81.0)

2- পোস্ট কাউন্ট বাড়ানোর জন্য নিরর্থক পোস্ট পোস্ট করবেন না, পরিবর্তে দরকারী তথ্য তৈরি করুন।

3- আপনার ইংরেজি ভাল না হলে সর্বদা আপনার ভাষা বিভাগে পোস্ট করুন

4- একাধিক অ্যাকাউন্ট তৈরি করবেন না> যদি তা সনাক্ত করা হয় সব অ্যাকাউন্ট ব্যান্ড হবে।

5- বিজ্ঞাপন বিভাগে ছাড়া ফোরামে যে কোন জায়গায় আপনার সাইটের বিজ্ঞাপন দেবেন না:
https://www.altcoinstalks.com/index.php?board=288.0 (https://www.altcoinstalks.com/index.php?board=288.0)

6- বিভিন্ন বিভাগ চেক করুন এবং বিভিন্ন subforums সঙ্গে নিজেকে পরিচিত করুন।

7- সর্বদা নতুন বিষয়গুলির জন্য একটি অর্থপূর্ণ শিরোনাম ব্যবহার করুন। 1-2 শব্দ নয়! শিরোনামে প্রশ্ন কি তা ব্যাখ্যা করা উচিত !!!

8- নিশ্চিত করুন যে আপনার সামগ্রীটি অনন্য:
    > কিভাবে? অনুলিপি(কপি) / অন্যান্য পোস্ট পেস্ট ! কোন চুরি নেই!
    > কোন ধারণা নেই এই সম্পর্কে ? আপনি ফেইসবুক, রেডডিট, কোরা এবং এমনকি বিটকয়েনটকেও  আকর্ষণীয় প্রশ্ন / পোস্টগুলি খুঁজে পেতে পারেন
                               > অনুলিপি / পেস্ট করবেন না, আপনি এই পোস্টগুলির অনুপ্রাণিত হতে পারেন এবং আপনার নিজের ভাষায় তাদের পুনঃলিখন করতে পারেন।
                                                                 >> শিরোনাম পরিবর্তন করুন
                                                                 >> বিষয়বস্তু রিফ্রেশ
                                                                 >> ক্রেডিট দিন যদি সম্ভব / ব্যক্তি নাম- ব্যবহারকারীর নাম // সাইট না।
                                                                 >> আপনার ভাষায় পোস্ট অনুবাদ করে লোকাল থ্রেডে দিন / ইংরেজি আপনার মাতৃভাষা না হলে।
এই বিষয়গুলোকে আমরা যারা জুনিয়ার আছি তারা কখনো সিরিয়াস ভাবে নেই নি। এর জন্য আমরা অনেক পিছিয়ে আছি আমাদেরকে এ বিষয়গুলোকে ভালোভাবে জানতে হবে। বড় ভাই আপনাকে ধন্যবাদ না জানিয়ে পারছিনা আপনাকে অনেক অনেক ধন্যবাদ। আপনি বিষয়গুলো অনেক ক্লিয়ার ভাবে বুঝিয়েছেন।
Title: Re: পেনাল্টি ছাড়া কিভাবে পোষ্ট কাউন্ট বাড়াবেন? [গাইড]
Post by: Papusha20 on November 08, 2020, 03:41:23 PM
আপনি যা জানেন তা সম্পূর্ণ ভাবে প্রকাশ করুন এখানে আজে বাজে পোস্ট করে অ্যাক্টিভিটি বাড়াবেন না। এই বিষয়গুলো আজকের নতুন আলোচনা হচ্ছে না সবাই এখানে কিছুই শেখার জন্য এসেছে তাই ভালো মানসম্মত পোস্ট করবেন।
Title: Re: পেনাল্টি ছাড়া কিভাবে পোষ্ট কাউন্ট বাড়াবেন? [গাইড]
Post by: SALMA000 on November 13, 2020, 02:00:34 PM
আপনার পোস্ট টায় শেখার মতো অনেক কিছুই আছে।  আমি ও এই ফোরামে নতুন এ রকম পোস্ট দেখে আমরা নতুন রা অনেক কিছুই শিখতে পারব।  জা আমাদের অনেক উপকার এ আসবে। 
Title: Re: পেনাল্টি ছাড়া কিভাবে পোষ্ট কাউন্ট বাড়াবেন? [গাইড]
Post by: Nostoman on November 13, 2020, 03:37:31 PM
আপনার পোস্ট টায় শেখার মতো অনেক কিছুই আছে।  আমি ও এই ফোরামে নতুন এ রকম পোস্ট দেখে আমরা নতুন রা অনেক কিছুই শিখতে পারব।  জা আমাদের অনেক উপকার এ আসবে।
ক্রিপ্টোকারেন্সি রিলেটেড আলোচনা করুন। ধন্যবাদ, অনেক উপকার পেলাম, ভালো পোস্ট হয়েছে, উপকারে আসবে, শেখার মত কিছু আছে, এ ধরনের পোস্ট করে স্পামিং করবেন না। ভালো পোস্ট করুন । শুধু রুলস গুলো পড়ুন তারপর ক্রিপ্টোকারেন্সি রিলেটেড আলোচনা করুন। আশা করি বুঝতে পেরেছেন। ধন্যবাদ।
Title: Re: পেনাল্টি ছাড়া কিভাবে পোষ্ট কাউন্ট বাড়াবেন? [গাইড]
Post by: Rwin on November 20, 2020, 09:26:37 AM
অনেক নতুন ব্যবহারকারী তাদের রেঙ্ক আপ করার জন্য অনেক পোষ্ট দেয় যার ফলে অনেক সময় নেগেটিভ কারমা পায় আবার পেনাল্টিও পায়।

এই সাধারণ গাইডটি আপনাকে এই সাধারণ ভুলগুলি এড়াতে সাহায্য করবে ...

1- রেফারেল বিভাগ ব্যতীত ফোরামে রেফারেল লিঙ্কগুলি পোস্ট করবেন না:
https://www.altcoinstalks.com/index.php?board=81.0 (https://www.altcoinstalks.com/index.php?board=81.0)

2- পোস্ট কাউন্ট বাড়ানোর জন্য নিরর্থক পোস্ট পোস্ট করবেন না, পরিবর্তে দরকারী তথ্য তৈরি করুন।

3- আপনার ইংরেজি ভাল না হলে সর্বদা আপনার ভাষা বিভাগে পোস্ট করুন

4- একাধিক অ্যাকাউন্ট তৈরি করবেন না> যদি তা সনাক্ত করা হয় সব অ্যাকাউন্ট ব্যান্ড হবে।

5- বিজ্ঞাপন বিভাগে ছাড়া ফোরামে যে কোন জায়গায় আপনার সাইটের বিজ্ঞাপন দেবেন না:
https://www.altcoinstalks.com/index.php?board=288.0 (https://www.altcoinstalks.com/index.php?board=288.0)

6- বিভিন্ন বিভাগ চেক করুন এবং বিভিন্ন subforums সঙ্গে নিজেকে পরিচিত করুন।

7- সর্বদা নতুন বিষয়গুলির জন্য একটি অর্থপূর্ণ শিরোনাম ব্যবহার করুন। 1-2 শব্দ নয়! শিরোনামে প্রশ্ন কি তা ব্যাখ্যা করা উচিত !!!

8- নিশ্চিত করুন যে আপনার সামগ্রীটি অনন্য:
    > কিভাবে? অনুলিপি(কপি) / অন্যান্য পোস্ট পেস্ট ! কোন চুরি নেই!
    > কোন ধারণা নেই এই সম্পর্কে ? আপনি ফেইসবুক, রেডডিট, কোরা এবং এমনকি বিটকয়েনটকেও  আকর্ষণীয় প্রশ্ন / পোস্টগুলি খুঁজে পেতে পারেন
                               > অনুলিপি / পেস্ট করবেন না, আপনি এই পোস্টগুলির অনুপ্রাণিত হতে পারেন এবং আপনার নিজের ভাষায় তাদের পুনঃলিখন করতে পারেন।
                                                                 >> শিরোনাম পরিবর্তন করুন
                                                                 >> বিষয়বস্তু রিফ্রেশ
                                                                 >> ক্রেডিট দিন যদি সম্ভব / ব্যক্তি নাম- ব্যবহারকারীর নাম // সাইট না।
                                                                 >> আপনার ভাষায় পোস্ট অনুবাদ করে লোকাল থ্রেডে দিন / ইংরেজি আপনার মাতৃভাষা না হলে।
ধন্যবাদ, গুরুত্বপূর্ণ ব্যাপারে ন্যাটিভ ল্যাংগুয়েজ বিভাগে তথ্য পেয়ে ভাল লাগল।
Title: Re: পেনাল্টি ছাড়া কিভাবে পোষ্ট কাউন্ট বাড়াবেন? [গাইড]
Post by: Apower$ on November 21, 2020, 05:06:10 AM
অনেক নতুন ব্যবহারকারী তাদের রেঙ্ক আপ করার জন্য অনেক পোষ্ট দেয় যার ফলে অনেক সময় নেগেটিভ কারমা পায় আবার পেনাল্টিও পায়।

এই সাধারণ গাইডটি আপনাকে এই সাধারণ ভুলগুলি এড়াতে সাহায্য করবে ...

1- রেফারেল বিভাগ ব্যতীত ফোরামে রেফারেল লিঙ্কগুলি পোস্ট করবেন না:
https://www.altcoinstalks.com/index.php?board=81.0 (https://www.altcoinstalks.com/index.php?board=81.0)

2- পোস্ট কাউন্ট বাড়ানোর জন্য নিরর্থক পোস্ট পোস্ট করবেন না, পরিবর্তে দরকারী তথ্য তৈরি করুন।

3- আপনার ইংরেজি ভাল না হলে সর্বদা আপনার ভাষা বিভাগে পোস্ট করুন

4- একাধিক অ্যাকাউন্ট তৈরি করবেন না> যদি তা সনাক্ত করা হয় সব অ্যাকাউন্ট ব্যান্ড হবে।

5- বিজ্ঞাপন বিভাগে ছাড়া ফোরামে যে কোন জায়গায় আপনার সাইটের বিজ্ঞাপন দেবেন না:
https://www.altcoinstalks.com/index.php?board=288.0 (https://www.altcoinstalks.com/index.php?board=288.0)

6- বিভিন্ন বিভাগ চেক করুন এবং বিভিন্ন subforums সঙ্গে নিজেকে পরিচিত করুন।

7- সর্বদা নতুন বিষয়গুলির জন্য একটি অর্থপূর্ণ শিরোনাম ব্যবহার করুন। 1-2 শব্দ নয়! শিরোনামে প্রশ্ন কি তা ব্যাখ্যা করা উচিত !!!

8- নিশ্চিত করুন যে আপনার সামগ্রীটি অনন্য:
    > কিভাবে? অনুলিপি(কপি) / অন্যান্য পোস্ট পেস্ট ! কোন চুরি নেই!
    > কোন ধারণা নেই এই সম্পর্কে ? আপনি ফেইসবুক, রেডডিট, কোরা এবং এমনকি বিটকয়েনটকেও  আকর্ষণীয় প্রশ্ন / পোস্টগুলি খুঁজে পেতে পারেন
                               > অনুলিপি / পেস্ট করবেন না, আপনি এই পোস্টগুলির অনুপ্রাণিত হতে পারেন এবং আপনার নিজের ভাষায় তাদের পুনঃলিখন করতে পারেন।
                                                                 >> শিরোনাম পরিবর্তন করুন
                                                                 >> বিষয়বস্তু রিফ্রেশ
                                                                 >> ক্রেডিট দিন যদি সম্ভব / ব্যক্তি নাম- ব্যবহারকারীর নাম // সাইট না।
                                                                 >> আপনার ভাষায় পোস্ট অনুবাদ করে লোকাল থ্রেডে দিন / ইংরেজি আপনার মাতৃভাষা না হলে।

আপনাকে অনেক ধন্যবাদ ভাই আপনার এই পোস্ট থেকে আমি অনেক উপকৃত হলাম। আমি জানতাম না যে পেনাল্টি ছাড়া পোস্ট কমেন্ট কিভাবে বাড়ায়। আপনার এই পোস্ট থেকে তা ভালোভাবে বুঝতে পারলাম।
Title: Re: পেনাল্টি ছাড়া কিভাবে পোষ্ট কাউন্ট বাড়াবেন? [গাইড]
Post by: Danishpower on November 28, 2020, 03:20:36 AM
অনেক নতুন ব্যবহারকারী তাদের রেঙ্ক আপ করার জন্য অনেক পোষ্ট দেয় যার ফলে অনেক সময় নেগেটিভ কারমা পায় আবার পেনাল্টিও পায়।

এই সাধারণ গাইডটি আপনাকে এই সাধারণ ভুলগুলি এড়াতে সাহায্য করবে ...

1- রেফারেল বিভাগ ব্যতীত ফোরামে রেফারেল লিঙ্কগুলি পোস্ট করবেন না:
https://www.altcoinstalks.com/index.php?board=81.0 (https://www.altcoinstalks.com/index.php?board=81.0)

2- পোস্ট কাউন্ট বাড়ানোর জন্য নিরর্থক পোস্ট পোস্ট করবেন না, পরিবর্তে দরকারী তথ্য তৈরি করুন।

3- আপনার ইংরেজি ভাল না হলে সর্বদা আপনার ভাষা বিভাগে পোস্ট করুন

4- একাধিক অ্যাকাউন্ট তৈরি করবেন না> যদি তা সনাক্ত করা হয় সব অ্যাকাউন্ট ব্যান্ড হবে।

5- বিজ্ঞাপন বিভাগে ছাড়া ফোরামে যে কোন জায়গায় আপনার সাইটের বিজ্ঞাপন দেবেন না:
https://www.altcoinstalks.com/index.php?board=288.0 (https://www.altcoinstalks.com/index.php?board=288.0)

6- বিভিন্ন বিভাগ চেক করুন এবং বিভিন্ন subforums সঙ্গে নিজেকে পরিচিত করুন।

7- সর্বদা নতুন বিষয়গুলির জন্য একটি অর্থপূর্ণ শিরোনাম ব্যবহার করুন। 1-2 শব্দ নয়! শিরোনামে প্রশ্ন কি তা ব্যাখ্যা করা উচিত !!!

8- নিশ্চিত করুন যে আপনার সামগ্রীটি অনন্য:
    > কিভাবে? অনুলিপি(কপি) / অন্যান্য পোস্ট পেস্ট ! কোন চুরি নেই!
    > কোন ধারণা নেই এই সম্পর্কে ? আপনি ফেইসবুক, রেডডিট, কোরা এবং এমনকি বিটকয়েনটকেও  আকর্ষণীয় প্রশ্ন / পোস্টগুলি খুঁজে পেতে পারেন
                               > অনুলিপি / পেস্ট করবেন না, আপনি এই পোস্টগুলির অনুপ্রাণিত হতে পারেন এবং আপনার নিজের ভাষায় তাদের পুনঃলিখন করতে পারেন।
                                                                 >> শিরোনাম পরিবর্তন করুন
                                                                 >> বিষয়বস্তু রিফ্রেশ
                                                                 >> ক্রেডিট দিন যদি সম্ভব / ব্যক্তি নাম- ব্যবহারকারীর নাম // সাইট না।
                                                                 >> আপনার ভাষায় পোস্ট অনুবাদ করে লোকাল থ্রেডে দিন / ইংরেজি আপনার মাতৃভাষা না হলে।

আপনাকে অনেক ধন্যবাদ ভাই আপনার এই মূল্যবান পোষ্ট এর জন্য। আমি এই ফোরামে একজন নতুন ইউজার তাই আমি জানতাম না যে পেনাল্টি ছাড়া পোস্ট কাউন্ট কিভাবে বাড়ানো যায়। আপনার এই মূল্যবান পোষ্ট থেকে আমি অনেক ভালোভাবে বুঝতে পেরেছি।
Title: Re: পেনাল্টি ছাড়া কিভাবে পোষ্ট কাউন্ট বাড়াবেন? [গাইড]
Post by: Crypto_Somrat on November 28, 2020, 03:20:22 PM
অনেক নতুন ব্যবহারকারী তাদের রেঙ্ক আপ করার জন্য অনেক পোষ্ট দেয় যার ফলে অনেক সময় নেগেটিভ কারমা পায় আবার পেনাল্টিও পায়।

এই সাধারণ গাইডটি আপনাকে এই সাধারণ ভুলগুলি এড়াতে সাহায্য করবে ...

1- রেফারেল বিভাগ ব্যতীত ফোরামে রেফারেল লিঙ্কগুলি পোস্ট করবেন না:
https://www.altcoinstalks.com/index.php?board=81.0 (https://www.altcoinstalks.com/index.php?board=81.0)

2- পোস্ট কাউন্ট বাড়ানোর জন্য নিরর্থক পোস্ট পোস্ট করবেন না, পরিবর্তে দরকারী তথ্য তৈরি করুন।

3- আপনার ইংরেজি ভাল না হলে সর্বদা আপনার ভাষা বিভাগে পোস্ট করুন

4- একাধিক অ্যাকাউন্ট তৈরি করবেন না> যদি তা সনাক্ত করা হয় সব অ্যাকাউন্ট ব্যান্ড হবে।

5- বিজ্ঞাপন বিভাগে ছাড়া ফোরামে যে কোন জায়গায় আপনার সাইটের বিজ্ঞাপন দেবেন না:
https://www.altcoinstalks.com/index.php?board=288.0 (https://www.altcoinstalks.com/index.php?board=288.0)

6- বিভিন্ন বিভাগ চেক করুন এবং বিভিন্ন subforums সঙ্গে নিজেকে পরিচিত করুন।

7- সর্বদা নতুন বিষয়গুলির জন্য একটি অর্থপূর্ণ শিরোনাম ব্যবহার করুন। 1-2 শব্দ নয়! শিরোনামে প্রশ্ন কি তা ব্যাখ্যা করা উচিত !!!

8- নিশ্চিত করুন যে আপনার সামগ্রীটি অনন্য:
    > কিভাবে? অনুলিপি(কপি) / অন্যান্য পোস্ট পেস্ট ! কোন চুরি নেই!
    > কোন ধারণা নেই এই সম্পর্কে ? আপনি ফেইসবুক, রেডডিট, কোরা এবং এমনকি বিটকয়েনটকেও  আকর্ষণীয় প্রশ্ন / পোস্টগুলি খুঁজে পেতে পারেন
                               > অনুলিপি / পেস্ট করবেন না, আপনি এই পোস্টগুলির অনুপ্রাণিত হতে পারেন এবং আপনার নিজের ভাষায় তাদের পুনঃলিখন করতে পারেন।
                                                                 >> শিরোনাম পরিবর্তন করুন
                                                                 >> বিষয়বস্তু রিফ্রেশ
                                                                 >> ক্রেডিট দিন যদি সম্ভব / ব্যক্তি নাম- ব্যবহারকারীর নাম // সাইট না।
                                                                 >> আপনার ভাষায় পোস্ট অনুবাদ করে লোকাল থ্রেডে দিন / ইংরেজি আপনার মাতৃভাষা না হলে।
আপনাকে অসংখ্য ধন্যবাদ বিগ ব্রাদার। আপনি অনেক গুরুত্বপূর্ণ একটা পোস্ট শেয়ার করেছেন। জুনিয়র ভাইদের জন্য অনেক ভালো ভালো নির্দেশনা দিয়েছেন। আমি মনে করি আপনার পোষ্ট থেকে জুনিয়র ভাইয়েরা অনেক উপকৃত হবেন। আপনি ফোরামের সম্পর্কেও ভালোভাবে জানিয়েছেন। আপনি এগিয়ে যান ব্রো। আপনার জন্য রইল অনেক অনেক শুভকামনা।
Title: Re: পেনাল্টি ছাড়া কিভাবে পোষ্ট কাউন্ট বাড়াবেন? [গাইড]
Post by: Perfect540 on December 11, 2020, 11:07:16 PM
মডারেটরের পোস্টে দেখলাম, পেলান্টি বা স্ট্রাইক খেলে সেগুলো উত্তোলন করার পদ্ধতি রয়েছে। আমি মনে করি ভালো একটি উদ্যোগ গ্রহণ করেছে। ইউজারদের জন্য অনেক সুবিধা হবে।
Title: Re: পেনাল্টি ছাড়া কিভাবে পোষ্ট কাউন্ট বাড়াবেন? [গাইড]
Post by: Expert on December 12, 2020, 09:55:47 AM
মডারেটরের পোস্টে দেখলাম, পেলান্টি বা স্ট্রাইক খেলে সেগুলো উত্তোলন করার পদ্ধতি রয়েছে। আমি মনে করি ভালো একটি উদ্যোগ গ্রহণ করেছে। ইউজারদের জন্য অনেক সুবিধা হবে।
হ্যাঁ আমিও নিজে পোস্টে দেখলাম, বর্তমানে সকল সমস্যা সমাধানের সুযোগ রয়েছে। ফোরাম খুব দ্রুত এগিয়ে যাবে। বিটকয়েন বা অন্যান্য ফোরাম থেকে অনেক লোক এখানে আসতে শুরু করেছে। সমস্যাগুলো সমাধানের জন্য নানা দিক রয়েছে।
Title: Re: পেনাল্টি ছাড়া কিভাবে পোষ্ট কাউন্ট বাড়াবেন? [গাইড]
Post by: Cristian on December 24, 2020, 08:28:49 AM
অনেক নতুন ব্যবহারকারী তাদের রেঙ্ক আপ করার জন্য অনেক পোষ্ট দেয় যার ফলে অনেক সময় নেগেটিভ কারমা পায় আবার পেনাল্টিও পায়।

এই সাধারণ গাইডটি আপনাকে এই সাধারণ ভুলগুলি এড়াতে সাহায্য করবে ...

1- রেফারেল বিভাগ ব্যতীত ফোরামে রেফারেল লিঙ্কগুলি পোস্ট করবেন না:
https://www.altcoinstalks.com/index.php?board=81.0 (https://www.altcoinstalks.com/index.php?board=81.0)

2- পোস্ট কাউন্ট বাড়ানোর জন্য নিরর্থক পোস্ট পোস্ট করবেন না, পরিবর্তে দরকারী তথ্য তৈরি করুন।

3- আপনার ইংরেজি ভাল না হলে সর্বদা আপনার ভাষা বিভাগে পোস্ট করুন

4- একাধিক অ্যাকাউন্ট তৈরি করবেন না> যদি তা সনাক্ত করা হয় সব অ্যাকাউন্ট ব্যান্ড হবে।

5- বিজ্ঞাপন বিভাগে ছাড়া ফোরামে যে কোন জায়গায় আপনার সাইটের বিজ্ঞাপন দেবেন না:
https://www.altcoinstalks.com/index.php?board=288.0 (https://www.altcoinstalks.com/index.php?board=288.0)

6- বিভিন্ন বিভাগ চেক করুন এবং বিভিন্ন subforums সঙ্গে নিজেকে পরিচিত করুন।

7- সর্বদা নতুন বিষয়গুলির জন্য একটি অর্থপূর্ণ শিরোনাম ব্যবহার করুন। 1-2 শব্দ নয়! শিরোনামে প্রশ্ন কি তা ব্যাখ্যা করা উচিত !!!

8- নিশ্চিত করুন যে আপনার সামগ্রীটি অনন্য:
    > কিভাবে? অনুলিপি(কপি) / অন্যান্য পোস্ট পেস্ট ! কোন চুরি নেই!
    > কোন ধারণা নেই এই সম্পর্কে ? আপনি ফেইসবুক, রেডডিট, কোরা এবং এমনকি বিটকয়েনটকেও  আকর্ষণীয় প্রশ্ন / পোস্টগুলি খুঁজে পেতে পারেন
                               > অনুলিপি / পেস্ট করবেন না, আপনি এই পোস্টগুলির অনুপ্রাণিত হতে পারেন এবং আপনার নিজের ভাষায় তাদের পুনঃলিখন করতে পারেন।
                                                                 >> শিরোনাম পরিবর্তন করুন
                                                                 >> বিষয়বস্তু রিফ্রেশ
                                                                 >> ক্রেডিট দিন যদি সম্ভব / ব্যক্তি নাম- ব্যবহারকারীর নাম // সাইট না।
                                                                 >> আপনার ভাষায় পোস্ট অনুবাদ করে লোকাল থ্রেডে দিন / ইংরেজি আপনার মাতৃভাষা না হলে।
ধন্যবাদ ভাই দিক নির্দেশনা দেওয়ার জন্য। আমরা যথেষ্ট চেষ্টা করবো নিয়মাবলি অনুসরণ করার।