Altcoins Talks - Cryptocurrency Forum

Local => বাংলা (Bengali) => Topic started by: Rony24h7 on October 02, 2018, 07:54:11 PM

Title: স্বল্প সময়ে লাখপতি না, কোটিপতি হতে চাইলে !!!
Post by: Rony24h7 on October 02, 2018, 07:54:11 PM
জানি টপিক এর হেডিং দেখেই দুই ধরনে মানুষ এখানে এসেছেন।
এক: যিনারা এই ফোরামে সিনিয়ার, তারা আসছেন স্বল্প সময়ে যখন কোটিপতি হওয়ার কথা বলছে তাহলে নিশ্চই স্ক্যাম কিছু থাকবে। স্ক্যাম পাইলেই আউট করে দিবো।
দুই: যিনারা সেই প্রথম থেকেই স্বল্প সময়ে সকল স্বপ্ন পুরনের জন্য কোটি কোটি টাকা নয় কোটি কোটি ডলার আয়ের জন্য সব জায়গা চষে বেড়িয়েছেন কিন্তু এখন অবধী ডলার তো দুরের কথা টাকা দেখারও সৌভাগ্য জুটে নাই।

আজ কথা বলবো এই দুই নম্বর ব্যাজ ধারীদের উদ্দেশে।
ক্ষমা চেয়ে নিচ্ছি হেডিং এ কোটিপতি বানানোর কথা বলে। না হলে আপনি এই টপিকে হয়তো আসতেনই না। আর সব টপিক অথবা পোস্ট এ আমরা জাইনা পড়িনা বলেই আজ অবধী আমরা অনেকেই কিছুই হতে পারি নাই।

যাইহোক, যেভাবেই হোক এই ফরামের সন্ধ্যান আপনি পেয়েছেন আর এ্যাজ ইউজিয়াল ধরে নিয়ে বসে আছেন এখানেই হয়তো দুনিয়ার সমস্ত টাকা উড়ছে, শুধু টাকা গুলো ধরে বস্তায় পুরে বাসায় নিয়ে যাওয়া বাকি। যদি এই ভেবে থাকেন তাহলে আমি বলবো আপনি সঠিক টাই ভেবেছেন!
তবে আপনার ভাবনার সাথে কাজের মিল না থাকায় শেষ পর্যন্ত হয়তো খালি হাতেই ফিরতে হবে। তার প্রমান অনেকেই অনেক আগে এই ফরামে এসে কিছু টপিক এবং পোস্ট চালু করে তাদের আর এ্যাক্টিভিটি নাই।
যাইহোক, মোটিভিশনাল কথা না বলে আপনাদের আসলে কি করতে হবে আর কোথায় ভুল করছেন তা বলে দিয়ে বিদায় নিবো।

*** প্রথমতো প্রায় অনেকে এখানে আসছে আজ জয়েন করে কাল থেকে কাজ করে পরশুদিন পেমেন্ট পাওয়ার আশায়। ভাই আপনি ভুল করছেন, এইটা প্রচলিত ফ্রিল্যান্সিং মার্কেট প্লেস না। এইটা সত্য যে, আয়ের উৎস আছে তবে তা ভিন্ন ভাবে।
তাই আগেই আয় করতে না গিয়ে, আয়ের উৎসর উৎপত্তি কোথায় থেকে, কি কাজ করতে হবে, কেনো করতে হবে, তার বেনিফিট কি পাবেন তা খুজে দেখুন। আর তার জন্য আপনাকে এই বিশাল ক্রিপটো দুনিয়ার দোয়ার হিসেবে এই ফোরামের প্রতিটা টপিক/পোস্ট কে বেছে নিতে হবে।
*** ধরে নেই আপনি আসলে স্বল্প সময়ে কিছু করতে চাচ্ছেন। আপনার হাতে এখান থেকে ইনকাম করার জন্য মাত্র ৩০ দিন সময় আছে। তাহলে বলবো, সরাসরি কি কাজ করবো, কতো টাকা পাবো, কি কি কাজের ক্ষেত্র আছে, এখানে কি লাইক/শেয়ার/কমেন্ট করেই শুধু টাকা আয় করা জায় না কি আরও কিছু আছে তা খুজার চেষ্টা করা থেকে বিরত থাকুন। আপনার ৩০ দিনের ২৫ দিন ব্যায় করুন এই ফোরামের প্রতিটি লেখা পড়ার জন্য সিরিয়াল অনুয়ায়ী।
*** যেহেতু বাংলার অপশন আছে তাই আরাম্ভটা এখান থেকেই করুন। তারপরে ইংরেজির দিকে চলে যান। কোনো টপিক দেখে মাথায় প্রশ্ন আসলে তা হুট করে টপিক অথবা পোস্টের মাধ্যমে তুলে না ধরে একটা কাগজে নোট করে রাখুন। আশা করবো আপনার দেয়া ২৫ দিন এর আগেই নোট কৃত প্রশ্নের উত্তর কোনো না কোনো পোস্টে পেয়ে যাবেন।
*** আপনি বুঝতে পারলেন আপনাকে এতোক্ষন আমি শুধুই পড়ার, জানার, অভিজ্ঞতা নেয়ার কথা বললাম। এখন বাকি রইলো ৫ দিন। আশা করি, ২৫ দিন সব কিছু জানার পরে বাকি আর কয়দিন হাতে আছে তার হিসাব এবং স্বল্প সময়ে কোটিপরি হওয়ার কথা ভুলে গেছেন।
*** এখন আপনি জানেন ক্রিপটো দুনিয়াটা কি! ক্রিপটো কারিন্সি কোথায় থেকে তার যাত্রা আরাম্ভ করেছে। আপনি কি ভাবে এখান থেকে খুব ভালো পরিমান আয় করতে পারবেন। একটা আইসিও কেনো চালু হয়। কি কি বাউন্টি ক্যাম্পেন তার ভিতরে থাকে। কি ভাবে সেই ক্যাম্পেনে কাজ করতে হয়। সব কিছুই আপনি এখন জানেন। তাই এখন স্বল্প সময়ে আপনি কোটিপতি হবেন, না কি নিয়ম অনুযায়ী ইনকাম করবেন তা আপনি ঠিক করবেন।

বিঃদ্রঃ এতোকিছুর বলার পরে যদি স্বল্প সময়েই আপনার অধিক কিছু জানার থাকে তবে বলে ফেলুন। যদি সম্ভব হয় এখানে উত্তর দিবো। আর যদি মনে করি সেই বিষয়ে বিস্তারিত বলার জন্য আমাকেই অধিক কিছু বলতে হবে, তাহলে সেই বিষয়ে আর একটি টপিক চালু করে বিস্তারিত বলবো।

Title: Re: স্বল্প সময়ে লাখপতি না, কোটিপতি হতে চাইলে !!!
Post by: Shakawat on October 03, 2018, 05:05:30 AM
হ্যাঁ আমি মনে করি না এটা মাধ্যমে অল্প সময়ের মধ্যে কোটিপতি হতে পারে কিন্তু আমি মনে করি এগুলো একবার হলেও আপনার  জিবনে  সাফল্য আনতে পারে তবে আপনাকে ভালবাবে কাজ করতে হবে
Title: Re: স্বল্প সময়ে লাখপতি না, কোটিপতি হতে চাইলে !!!
Post by: Rony24h7 on October 03, 2018, 06:32:49 AM
হ্যাঁ আমি মনে করি না এটা মাধ্যমে অল্প সময়ের মধ্যে কোটিপতি হতে পারে কিন্তু আমি মনে করি এগুলো একবার হলেও আপনার  জিবনে  সাফল্য আনতে পারে তবে আপনাকে ভালবাবে কাজ করতে হবে

স্বল্প বলেন আর অল্প, কোথাও এই স্বল্প সময়ে অধিক আয় করা যায় না। তবে হা এটাও ঠিক আয় যখন হবে তখন সেই স্বল্প সময়েই হবে কিন্তু তার জন্য প্রথমে প্রচুর সময় ব্যায় করতে হবে। কাজ জানতে হবে, বুঝতে হবে তারপরে তার রেজাল্ট পাওয়া যাবে। আর আমার মতে প্রথমেই যে কোনো জায়গায় ভালভাবে কাজ করার চাইতে ভালো ভাবে কাজের পরিবেশ টাকে চিনতে হবে। আর এর জন্য অধ্যাবসায় এর বিকল্প নাই।
Title: Re: স্বল্প সময়ে লাখপতি না, কোটিপতি হতে চাইলে !!!
Post by: Hridoy15 on October 06, 2018, 08:21:45 AM
জানি টপিক এর হেডিং দেখেই দুই ধরনে মানুষ এখানে এসেছেন।
এক: যিনারা এই ফোরামে সিনিয়ার, তারা আসছেন স্বল্প সময়ে যখন কোটিপতি হওয়ার কথা বলছে তাহলে নিশ্চই স্ক্যাম কিছু থাকবে। স্ক্যাম পাইলেই আউট করে দিবো।
দুই: যিনারা সেই প্রথম থেকেই স্বল্প সময়ে সকল স্বপ্ন পুরনের জন্য কোটি কোটি টাকা নয় কোটি কোটি ডলার আয়ের জন্য সব জায়গা চষে বেড়িয়েছেন কিন্তু এখন অবধী ডলার তো দুরের কথা টাকা দেখারও সৌভাগ্য জুটে নাই।

আজ কথা বলবো এই দুই নম্বর ব্যাজ ধারীদের উদ্দেশে।
ক্ষমা চেয়ে নিচ্ছি হেডিং এ কোটিপতি বানানোর কথা বলে। না হলে আপনি এই টপিকে হয়তো আসতেনই না। আর সব টপিক অথবা পোস্ট এ আমরা জাইনা পড়িনা বলেই আজ অবধী আমরা অনেকেই কিছুই হতে পারি নাই।

যাইহোক, যেভাবেই হোক এই ফরামের সন্ধ্যান আপনি পেয়েছেন আর এ্যাজ ইউজিয়াল ধরে নিয়ে বসে আছেন এখানেই হয়তো দুনিয়ার সমস্ত টাকা উড়ছে, শুধু টাকা গুলো ধরে বস্তায় পুরে বাসায় নিয়ে যাওয়া বাকি। যদি এই ভেবে থাকেন তাহলে আমি বলবো আপনি সঠিক টাই ভেবেছেন!
তবে আপনার ভাবনার সাথে কাজের মিল না থাকায় শেষ পর্যন্ত হয়তো খালি হাতেই ফিরতে হবে। তার প্রমান অনেকেই অনেক আগে এই ফরামে এসে কিছু টপিক এবং পোস্ট চালু করে তাদের আর এ্যাক্টিভিটি নাই।
যাইহোক, মোটিভিশনাল কথা না বলে আপনাদের আসলে কি করতে হবে আর কোথায় ভুল করছেন তা বলে দিয়ে বিদায় নিবো।

*** প্রথমতো প্রায় অনেকে এখানে আসছে আজ জয়েন করে কাল থেকে কাজ করে পরশুদিন পেমেন্ট পাওয়ার আশায়। ভাই আপনি ভুল করছেন, এইটা প্রচলিত ফ্রিল্যান্সিং মার্কেট প্লেস না। এইটা সত্য যে, আয়ের উৎস আছে তবে তা ভিন্ন ভাবে।
তাই আগেই আয় করতে না গিয়ে, আয়ের উৎসর উৎপত্তি কোথায় থেকে, কি কাজ করতে হবে, কেনো করতে হবে, তার বেনিফিট কি পাবেন তা খুজে দেখুন। আর তার জন্য আপনাকে এই বিশাল ক্রিপটো দুনিয়ার দোয়ার হিসেবে এই ফোরামের প্রতিটা টপিক/পোস্ট কে বেছে নিতে হবে।
*** ধরে নেই আপনি আসলে স্বল্প সময়ে কিছু করতে চাচ্ছেন। আপনার হাতে এখান থেকে ইনকাম করার জন্য মাত্র ৩০ দিন সময় আছে। তাহলে বলবো, সরাসরি কি কাজ করবো, কতো টাকা পাবো, কি কি কাজের ক্ষেত্র আছে, এখানে কি লাইক/শেয়ার/কমেন্ট করেই শুধু টাকা আয় করা জায় না কি আরও কিছু আছে তা খুজার চেষ্টা করা থেকে বিরত থাকুন। আপনার ৩০ দিনের ২৫ দিন ব্যায় করুন এই ফোরামের প্রতিটি লেখা পড়ার জন্য সিরিয়াল অনুয়ায়ী।
*** যেহেতু বাংলার অপশন আছে তাই আরাম্ভটা এখান থেকেই করুন। তারপরে ইংরেজির দিকে চলে যান। কোনো টপিক দেখে মাথায় প্রশ্ন আসলে তা হুট করে টপিক অথবা পোস্টের মাধ্যমে তুলে না ধরে একটা কাগজে নোট করে রাখুন। আশা করবো আপনার দেয়া ২৫ দিন এর আগেই নোট কৃত প্রশ্নের উত্তর কোনো না কোনো পোস্টে পেয়ে যাবেন।
*** আপনি বুঝতে পারলেন আপনাকে এতোক্ষন আমি শুধুই পড়ার, জানার, অভিজ্ঞতা নেয়ার কথা বললাম। এখন বাকি রইলো ৫ দিন। আশা করি, ২৫ দিন সব কিছু জানার পরে বাকি আর কয়দিন হাতে আছে তার হিসাব এবং স্বল্প সময়ে কোটিপরি হওয়ার কথা ভুলে গেছেন।
*** এখন আপনি জানেন ক্রিপটো দুনিয়াটা কি! ক্রিপটো কারিন্সি কোথায় থেকে তার যাত্রা আরাম্ভ করেছে। আপনি কি ভাবে এখান থেকে খুব ভালো পরিমান আয় করতে পারবেন। একটা আইসিও কেনো চালু হয়। কি কি বাউন্টি ক্যাম্পেন তার ভিতরে থাকে। কি ভাবে সেই ক্যাম্পেনে কাজ করতে হয়। সব কিছুই আপনি এখন জানেন। তাই এখন স্বল্প সময়ে আপনি কোটিপতি হবেন, না কি নিয়ম অনুযায়ী ইনকাম করবেন তা আপনি ঠিক করবেন।

বিঃদ্রঃ এতোকিছুর বলার পরে যদি স্বল্প সময়েই আপনার অধিক কিছু জানার থাকে তবে বলে ফেলুন। যদি সম্ভব হয় এখানে উত্তর দিবো। আর যদি মনে করি সেই বিষয়ে বিস্তারিত বলার জন্য আমাকেই অধিক কিছু বলতে হবে, তাহলে সেই বিষয়ে আর একটি টপিক চালু করে বিস্তারিত বলবো।


ভাই আপনার পোষ্টটি পড়ে আমার খুব ভালো লেগেছে এবং আমি উপকৃত হয়েছি। আশা করি আপনি এমন আরো উপদেশ মূলক পোষ্ট করবেন।
Title: Re: স্বল্প সময়ে লাখপতি না, কোটিপতি হতে চাইলে !!!
Post by: Rony24h7 on October 06, 2018, 08:59:30 AM
জানি টপিক এর হেডিং দেখেই দুই ধরনে মানুষ এখানে এসেছেন।
এক: যিনারা এই ফোরামে সিনিয়ার, তারা আসছেন স্বল্প সময়ে যখন কোটিপতি হওয়ার কথা বলছে তাহলে নিশ্চই স্ক্যাম কিছু থাকবে। স্ক্যাম পাইলেই আউট করে দিবো।
দুই: যিনারা সেই প্রথম থেকেই স্বল্প সময়ে সকল স্বপ্ন পুরনের জন্য কোটি কোটি টাকা নয় কোটি কোটি ডলার আয়ের জন্য সব জায়গা চষে বেড়িয়েছেন কিন্তু এখন অবধী ডলার তো দুরের কথা টাকা দেখারও সৌভাগ্য জুটে নাই।

আজ কথা বলবো এই দুই নম্বর ব্যাজ ধারীদের উদ্দেশে।
ক্ষমা চেয়ে নিচ্ছি হেডিং এ কোটিপতি বানানোর কথা বলে। না হলে আপনি এই টপিকে হয়তো আসতেনই না। আর সব টপিক অথবা পোস্ট এ আমরা জাইনা পড়িনা বলেই আজ অবধী আমরা অনেকেই কিছুই হতে পারি নাই।

যাইহোক, যেভাবেই হোক এই ফরামের সন্ধ্যান আপনি পেয়েছেন আর এ্যাজ ইউজিয়াল ধরে নিয়ে বসে আছেন এখানেই হয়তো দুনিয়ার সমস্ত টাকা উড়ছে, শুধু টাকা গুলো ধরে বস্তায় পুরে বাসায় নিয়ে যাওয়া বাকি। যদি এই ভেবে থাকেন তাহলে আমি বলবো আপনি সঠিক টাই ভেবেছেন!
তবে আপনার ভাবনার সাথে কাজের মিল না থাকায় শেষ পর্যন্ত হয়তো খালি হাতেই ফিরতে হবে। তার প্রমান অনেকেই অনেক আগে এই ফরামে এসে কিছু টপিক এবং পোস্ট চালু করে তাদের আর এ্যাক্টিভিটি নাই।
যাইহোক, মোটিভিশনাল কথা না বলে আপনাদের আসলে কি করতে হবে আর কোথায় ভুল করছেন তা বলে দিয়ে বিদায় নিবো।

*** প্রথমতো প্রায় অনেকে এখানে আসছে আজ জয়েন করে কাল থেকে কাজ করে পরশুদিন পেমেন্ট পাওয়ার আশায়। ভাই আপনি ভুল করছেন, এইটা প্রচলিত ফ্রিল্যান্সিং মার্কেট প্লেস না। এইটা সত্য যে, আয়ের উৎস আছে তবে তা ভিন্ন ভাবে।
তাই আগেই আয় করতে না গিয়ে, আয়ের উৎসর উৎপত্তি কোথায় থেকে, কি কাজ করতে হবে, কেনো করতে হবে, তার বেনিফিট কি পাবেন তা খুজে দেখুন। আর তার জন্য আপনাকে এই বিশাল ক্রিপটো দুনিয়ার দোয়ার হিসেবে এই ফোরামের প্রতিটা টপিক/পোস্ট কে বেছে নিতে হবে।
*** ধরে নেই আপনি আসলে স্বল্প সময়ে কিছু করতে চাচ্ছেন। আপনার হাতে এখান থেকে ইনকাম করার জন্য মাত্র ৩০ দিন সময় আছে। তাহলে বলবো, সরাসরি কি কাজ করবো, কতো টাকা পাবো, কি কি কাজের ক্ষেত্র আছে, এখানে কি লাইক/শেয়ার/কমেন্ট করেই শুধু টাকা আয় করা জায় না কি আরও কিছু আছে তা খুজার চেষ্টা করা থেকে বিরত থাকুন। আপনার ৩০ দিনের ২৫ দিন ব্যায় করুন এই ফোরামের প্রতিটি লেখা পড়ার জন্য সিরিয়াল অনুয়ায়ী।
*** যেহেতু বাংলার অপশন আছে তাই আরাম্ভটা এখান থেকেই করুন। তারপরে ইংরেজির দিকে চলে যান। কোনো টপিক দেখে মাথায় প্রশ্ন আসলে তা হুট করে টপিক অথবা পোস্টের মাধ্যমে তুলে না ধরে একটা কাগজে নোট করে রাখুন। আশা করবো আপনার দেয়া ২৫ দিন এর আগেই নোট কৃত প্রশ্নের উত্তর কোনো না কোনো পোস্টে পেয়ে যাবেন।
*** আপনি বুঝতে পারলেন আপনাকে এতোক্ষন আমি শুধুই পড়ার, জানার, অভিজ্ঞতা নেয়ার কথা বললাম। এখন বাকি রইলো ৫ দিন। আশা করি, ২৫ দিন সব কিছু জানার পরে বাকি আর কয়দিন হাতে আছে তার হিসাব এবং স্বল্প সময়ে কোটিপরি হওয়ার কথা ভুলে গেছেন।
*** এখন আপনি জানেন ক্রিপটো দুনিয়াটা কি! ক্রিপটো কারিন্সি কোথায় থেকে তার যাত্রা আরাম্ভ করেছে। আপনি কি ভাবে এখান থেকে খুব ভালো পরিমান আয় করতে পারবেন। একটা আইসিও কেনো চালু হয়। কি কি বাউন্টি ক্যাম্পেন তার ভিতরে থাকে। কি ভাবে সেই ক্যাম্পেনে কাজ করতে হয়। সব কিছুই আপনি এখন জানেন। তাই এখন স্বল্প সময়ে আপনি কোটিপতি হবেন, না কি নিয়ম অনুযায়ী ইনকাম করবেন তা আপনি ঠিক করবেন।

বিঃদ্রঃ এতোকিছুর বলার পরে যদি স্বল্প সময়েই আপনার অধিক কিছু জানার থাকে তবে বলে ফেলুন। যদি সম্ভব হয় এখানে উত্তর দিবো। আর যদি মনে করি সেই বিষয়ে বিস্তারিত বলার জন্য আমাকেই অধিক কিছু বলতে হবে, তাহলে সেই বিষয়ে আর একটি টপিক চালু করে বিস্তারিত বলবো।


ভাই আপনার পোষ্টটি পড়ে আমার খুব ভালো লেগেছে এবং আমি উপকৃত হয়েছি। আশা করি আপনি এমন আরো উপদেশ মূলক পোষ্ট করবেন।

ধন্যবাদ ভাই। যেকোনো লেখার সার্থকতা তখনই পাওয়া যায়, সেখান থেকে কেউ উপকৃত হয়। আশা করি আপনিও মেনে চলবেন। সেই সাথে এখানে লং টাইম কাটান। আশা করি অনেক ভালো কিছু হইতো পাবেন। কখনও কোথাও যদি কোনো কিছু বুঝতে অসুবিধা হয় তাহলে ফ্রেন্ডলি জিজ্ঞাসা করবেন, আমি সহ অন্য অভিজ্ঞ যারা আছেন নিশ্চই সহযোগিতা করবে। আপনার ক্রিপটোতে পথ চলা শুভ হোক।
Title: Re: স্বল্প সময়ে লাখপতি না, কোটিপতি হতে চাইলে !!!
Post by: Redowan Hasan on October 18, 2018, 12:30:37 AM
খুব অল্প সমেই ভাল উপার্জন সম্ভব নয়। তাও আপনি অনেক ভাল পুস্ট করেছেন। এগুলা নতুনদের জন্য উপকারে আসবে। আশা করি ভবিষ্যতেও এরকম পুস্ট করবেন নতুন দের উপকারের জন্য।  ধন্যবাদ
Title: Re: স্বল্প সময়ে লাখপতি না, কোটিপতি হতে চাইলে !!!
Post by: rajib on November 01, 2018, 06:05:56 PM
আমার মনেহয় যে কোন কাজ জদি আমরা অতি দূত শিখে ফেলি তা আমাদের বুলতে ও সময় লাগেনা । তা্ই আমার মনে হয় যে আমরা জদি কোন কাজ সময় নিয়েকরি তাহলে আমাদের জন্য ভাল হবে তাও আপনি অনেক ভাল কথা বলেছেন ।
Title: Re: স্বল্প সময়ে লাখপতি না, কোটিপতি হতে চাইলে !!!
Post by: Sumaia20201 on November 02, 2018, 04:31:51 AM
অল্প সময়ে কখনও কোটিপতি হওয়া যায়না । কোঠুর শ্রম আর ধৈর্য না থাকলে কেউ কখনই কোটিপতি হতে পারবে না । কোঠুর শ্রম দিন আর ধৈর্য ধরুন__ একদিন দেখবেন - টাকা আপনাকে খুজতে হবেনা বরং টাকা আপনাকে খুঁজবে ।
Title: Re: স্বল্প সময়ে লাখপতি না, কোটিপতি হতে চাইলে !!!
Post by: Rony24h7 on November 02, 2018, 07:03:47 AM
এই কথাটাই একটু ঘুরিয়ে পেচিয়ে সহজ ভাবে বুঝিয়েছি। আসলেই দ্রুত কোন কিছুই যে সম্ভব না।
Title: Re: স্বল্প সময়ে লাখপতি না, কোটিপতি হতে চাইলে !!!
Post by: lolipop on November 17, 2018, 10:19:19 PM
ভাই আমি এখন পর্যন্ত এই ফোরাম থেকে কিছুই পাইনি । আপনি এই ফোরাম থেকে কত ডলার আয় করতে পেরেছে । আমি মোটামোটি 3 মাস ধরে এখানে কাজ করে যাচ্ছি । এখও ডলার এর সন্ধান পাইনি।
Title: Re: স্বল্প সময়ে লাখপতি না, কোটিপতি হতে চাইলে !!!
Post by: pretha on November 20, 2018, 10:10:15 AM
মানুষ  ইচ্ছা করলেই লাখপতি বা কোটিপতি হতে পারে । মানুষ ইচ্ছে করলে সব কিছুই পারে কিন্তু তার মনে সাহস করে এগিয়ে যেতে হবে । সাহস হচ্ছে সবচেয়ে বেশি শক্তি তাই নিজ ইচ্ছায় যদি মানুষ কোন  এগিয়ে যায় তাহলে মানুষ সফল হবে।
Title: Re: স্বল্প সময়ে লাখপতি না, কোটিপতি হতে চাইলে !!!
Post by: Rony24h7 on November 22, 2018, 06:08:42 PM
ভাই আমি এখন পর্যন্ত এই ফোরাম থেকে কিছুই পাইনি । আপনি এই ফোরাম থেকে কত ডলার আয় করতে পেরেছে । আমি মোটামোটি 3 মাস ধরে এখানে কাজ করে যাচ্ছি । এখও ডলার এর সন্ধান পাইনি।
সত্যি বলতে আমি এই ফোরামে আজকের তারিখ অবধী কোনো টাকা আয় করার চেষ্টাই করিনি। আমার প্ল্যান টা একটু ভিন্ন কিছু আছে। তবে কাজ যে করবো না, বা টাকা আয় এর চিন্তা নাই তাও না। একটু সময় নিয়ে এখানে আগানোর ইচ্ছা আছে। তবে আপনি ঠিক কি ভাবে আর কোথায় আয় এর চেষ্টা করেছেন, তা যদি বিস্তারিত বলতেন তাহলে হয়তো আপনাকে হেল্প করতে পারতাম।
Title: Re: স্বল্প সময়ে লাখপতি না, কোটিপতি হতে চাইলে !!!
Post by: Malam90 on December 11, 2018, 12:57:00 PM
পৃথিবীতে স্বল্প সময়ে কোটিপতি হওয়ার কোন বৈধ পন্থা নেই আমার জানা মতে আছে যেটা সেটা হচ্ছে অবৈধ পন্থা। ক্রিপটোতে ট্রেড করে আপনি কামাতে পারবেন তবে সেটা কোটিপতি হওয়ার মত নয়। মাসে চলার মতই যদি সটিক সময়ে সঠিক কয়েন নির্বাচন করে বিনিয়োগ করতে পারেন। আমি ২ বছর ক্রিপটোতে কাজ করছি বাউন্টি ও ট্রেড মিলিয়ে কিন্তু আজো মিলিওনিয়ার (১০ লক্ষ টাকার মালিক)  হতে পারলাম না। তবে বাউন্টি ও ট্রেড করে আমি মাসিক ৫০ হাজারও কামিয়েছি আর বর্তমানে প্রতিমাসে ১০ হাজারও হয়না। এটা বর্তমান অবস্থা। সুতারং কোটিপতি হওয়ার আশা নিয়ে ক্রিপটোতে জয়েন না করাই ভালো, শেখার মনমানসিকতা নিয়ে আসলে অল্প হলেও আয় করতে পারবেন এটা বলতে পারি।
Title: Re: স্বল্প সময়ে লাখপতি না, কোটিপতি হতে চাইলে !!!
Post by: mollah on December 11, 2018, 02:19:23 PM
ভাই আমি এখন পর্যন্ত এই ফোরাম থেকে কিছুই পাইনি । আপনি এই ফোরাম থেকে কত ডলার আয় করতে পেরেছে । আমি মোটামোটি 3 মাস ধরে এখানে কাজ করে যাচ্ছি । এখও ডলার এর সন্ধান পাইনি।
সত্যি বলতে আমি এই ফোরামে আজকের তারিখ অবধী কোনো টাকা আয় করার চেষ্টাই করিনি। আমার প্ল্যান টা একটু ভিন্ন কিছু আছে। তবে কাজ যে করবো না, বা টাকা আয় এর চিন্তা নাই তাও না। একটু সময় নিয়ে এখানে আগানোর ইচ্ছা আছে। তবে আপনি ঠিক কি ভাবে আর কোথায় আয় এর চেষ্টা করেছেন, তা যদি বিস্তারিত বলতেন তাহলে হয়তো আপনাকে হেল্প করতে পারতাম।
যদি আপনার প্ল্যান বিষয়ে ছোট্ট একটা টপিক দেন তাহলে মনে হয় , আমরাও আপনার পিছু পিছু এগিয়ে যেতাম।  :)
Title: Re: স্বল্প সময়ে লাখপতি না, কোটিপতি হতে চাইলে !!!
Post by: Rashid pk on December 11, 2018, 03:00:29 PM
ক্রিপ্টোকারেন্সি তে সবই সম্ভব, শুধু আপনার লাক ফেভার করলেই হল, যাই হোক পোষ্টের হেডিং টা জোস ছিল...  ;D
Title: Re: স্বল্প সময়ে লাখপতি না, কোটিপতি হতে চাইলে !!!
Post by: Hasansat on December 14, 2018, 10:57:21 AM
সত্যি ভাই আপনার পোষ্টটি অনেক অনেক সুন্দর উপদেশমূলক একটি পোষ্ট। এই পোষ্ট থেকে স্পষ্টভাবে বোঝা যায় যে, যেকোনো কিছু অর্জনের জন্য প্রথমে প্রয়োজন ধৈর্য্য ও একাগ্রতার সাথে কাজ করা। অল্প সময়ে বড়লোক হওয়ার চিন্তায় কাজ করলে এখান থেকে খালি হাতে ফিরতে হবে। পোষ্টটির মাধ্যমে আমি বপনার বুদ্ধিমত্তারও প্রকাশ দেখছি। আপনি বুদ্ধিমত্তার সাথে সামগ্রিক বিষয় উপস্থাপন করেছেন। তাই আপনাকে  অসংখ্য ধন্যবাদ।
Title: Re: স্বল্প সময়ে লাখপতি না, কোটিপতি হতে চাইলে !!!
Post by: Sksordar on December 14, 2018, 12:25:48 PM
জানি টপিক এর হেডিং দেখেই দুই ধরনে মানুষ এখানে এসেছেন।
এক: যিনারা এই ফোরামে সিনিয়ার, তারা আসছেন স্বল্প সময়ে যখন কোটিপতি হওয়ার কথা বলছে তাহলে নিশ্চই স্ক্যাম কিছু থাকবে। স্ক্যাম পাইলেই আউট করে দিবো।
দুই: যিনারা সেই প্রথম থেকেই স্বল্প সময়ে সকল স্বপ্ন পুরনের জন্য কোটি কোটি টাকা নয় কোটি কোটি ডলার আয়ের জন্য সব জায়গা চষে বেড়িয়েছেন কিন্তু এখন অবধী ডলার তো দুরের কথা টাকা দেখারও সৌভাগ্য জুটে নাই।

আজ কথা বলবো এই দুই নম্বর ব্যাজ ধারীদের উদ্দেশে।
ক্ষমা চেয়ে নিচ্ছি হেডিং এ কোটিপতি বানানোর কথা বলে। না হলে আপনি এই টপিকে হয়তো আসতেনই না। আর সব টপিক অথবা পোস্ট এ আমরা জাইনা পড়িনা বলেই আজ অবধী আমরা অনেকেই কিছুই হতে পারি নাই।

যাইহোক, যেভাবেই হোক এই ফরামের সন্ধ্যান আপনি পেয়েছেন আর এ্যাজ ইউজিয়াল ধরে নিয়ে বসে আছেন এখানেই হয়তো দুনিয়ার সমস্ত টাকা উড়ছে, শুধু টাকা গুলো ধরে বস্তায় পুরে বাসায় নিয়ে যাওয়া বাকি। যদি এই ভেবে থাকেন তাহলে আমি বলবো আপনি সঠিক টাই ভেবেছেন!
তবে আপনার ভাবনার সাথে কাজের মিল না থাকায় শেষ পর্যন্ত হয়তো খালি হাতেই ফিরতে হবে। তার প্রমান অনেকেই অনেক আগে এই ফরামে এসে কিছু টপিক এবং পোস্ট চালু করে তাদের আর এ্যাক্টিভিটি নাই।
যাইহোক, মোটিভিশনাল কথা না বলে আপনাদের আসলে কি করতে হবে আর কোথায় ভুল করছেন তা বলে দিয়ে বিদায় নিবো।

*** প্রথমতো প্রায় অনেকে এখানে আসছে আজ জয়েন করে কাল থেকে কাজ করে পরশুদিন পেমেন্ট পাওয়ার আশায়। ভাই আপনি ভুল করছেন, এইটা প্রচলিত ফ্রিল্যান্সিং মার্কেট প্লেস না। এইটা সত্য যে, আয়ের উৎস আছে তবে তা ভিন্ন ভাবে।
তাই আগেই আয় করতে না গিয়ে, আয়ের উৎসর উৎপত্তি কোথায় থেকে, কি কাজ করতে হবে, কেনো করতে হবে, তার বেনিফিট কি পাবেন তা খুজে দেখুন। আর তার জন্য আপনাকে এই বিশাল ক্রিপটো দুনিয়ার দোয়ার হিসেবে এই ফোরামের প্রতিটা টপিক/পোস্ট কে বেছে নিতে হবে।
*** ধরে নেই আপনি আসলে স্বল্প সময়ে কিছু করতে চাচ্ছেন। আপনার হাতে এখান থেকে ইনকাম করার জন্য মাত্র ৩০ দিন সময় আছে। তাহলে বলবো, সরাসরি কি কাজ করবো, কতো টাকা পাবো, কি কি কাজের ক্ষেত্র আছে, এখানে কি লাইক/শেয়ার/কমেন্ট করেই শুধু টাকা আয় করা জায় না কি আরও কিছু আছে তা খুজার চেষ্টা করা থেকে বিরত থাকুন। আপনার ৩০ দিনের ২৫ দিন ব্যায় করুন এই ফোরামের প্রতিটি লেখা পড়ার জন্য সিরিয়াল অনুয়ায়ী।
*** যেহেতু বাংলার অপশন আছে তাই আরাম্ভটা এখান থেকেই করুন। তারপরে ইংরেজির দিকে চলে যান। কোনো টপিক দেখে মাথায় প্রশ্ন আসলে তা হুট করে টপিক অথবা পোস্টের মাধ্যমে তুলে না ধরে একটা কাগজে নোট করে রাখুন। আশা করবো আপনার দেয়া ২৫ দিন এর আগেই নোট কৃত প্রশ্নের উত্তর কোনো না কোনো পোস্টে পেয়ে যাবেন।
*** আপনি বুঝতে পারলেন আপনাকে এতোক্ষন আমি শুধুই পড়ার, জানার, অভিজ্ঞতা নেয়ার কথা বললাম। এখন বাকি রইলো ৫ দিন। আশা করি, ২৫ দিন সব কিছু জানার পরে বাকি আর কয়দিন হাতে আছে তার হিসাব এবং স্বল্প সময়ে কোটিপরি হওয়ার কথা ভুলে গেছেন।
*** এখন আপনি জানেন ক্রিপটো দুনিয়াটা কি! ক্রিপটো কারিন্সি কোথায় থেকে তার যাত্রা আরাম্ভ করেছে। আপনি কি ভাবে এখান থেকে খুব ভালো পরিমান আয় করতে পারবেন। একটা আইসিও কেনো চালু হয়। কি কি বাউন্টি ক্যাম্পেন তার ভিতরে থাকে। কি ভাবে সেই ক্যাম্পেনে কাজ করতে হয়। সব কিছুই আপনি এখন জানেন। তাই এখন স্বল্প সময়ে আপনি কোটিপতি হবেন, না কি নিয়ম অনুযায়ী ইনকাম করবেন তা আপনি ঠিক করবেন।

বিঃদ্রঃ এতোকিছুর বলার পরে যদি স্বল্প সময়েই আপনার অধিক কিছু জানার থাকে তবে বলে ফেলুন। যদি সম্ভব হয় এখানে উত্তর দিবো। আর যদি মনে করি সেই বিষয়ে বিস্তারিত বলার জন্য আমাকেই অধিক কিছু বলতে হবে, তাহলে সেই বিষয়ে আর একটি টপিক চালু করে বিস্তারিত বলবো।
আপনার সাথে আমি একমত। অল্পসময়ে বড়লোক হওয়ার চিন্তা করলে এখান থেকে খালি হাতে ফিরতে হবে। এজন্য আমাদের ধৈর্য্য ধারন করে কাজ করে যেতে হবে। সবসময় নিয়ম কানুন এর দিকে খেয়াল রেখে দায়রত্বশীলতার সাথে কাজ করে যে হবে বলে আমি মনে করি।
আপনার পোষ্ট টি সামগ্রিভাবে অনেক তথ্যবহুল।  ধন্যবাদ আপনাকে।  অসংখ্যা ধন্যবাদ
Title: Re: স্বল্প সময়ে লাখপতি না, কোটিপতি হতে চাইলে !!!
Post by: Hasansat on December 16, 2018, 04:30:57 PM
জানি টপিক এর হেডিং দেখেই দুই ধরনে মানুষ এখানে এসেছেন।
এক: যিনারা এই ফোরামে সিনিয়ার, তারা আসছেন স্বল্প সময়ে যখন কোটিপতি হওয়ার কথা বলছে তাহলে নিশ্চই স্ক্যাম কিছু থাকবে। স্ক্যাম পাইলেই আউট করে দিবো।
দুই: যিনারা সেই প্রথম থেকেই স্বল্প সময়ে সকল স্বপ্ন পুরনের জন্য কোটি কোটি টাকা নয় কোটি কোটি ডলার আয়ের জন্য সব জায়গা চষে বেড়িয়েছেন কিন্তু এখন অবধী ডলার তো দুরের কথা টাকা দেখারও সৌভাগ্য জুটে নাই।

আজ কথা বলবো এই দুই নম্বর ব্যাজ ধারীদের উদ্দেশে।
ক্ষমা চেয়ে নিচ্ছি হেডিং এ কোটিপতি বানানোর কথা বলে। না হলে আপনি এই টপিকে হয়তো আসতেনই না। আর সব টপিক অথবা পোস্ট এ আমরা জাইনা পড়িনা বলেই আজ অবধী আমরা অনেকেই কিছুই হতে পারি নাই।

যাইহোক, যেভাবেই হোক এই ফরামের সন্ধ্যান আপনি পেয়েছেন আর এ্যাজ ইউজিয়াল ধরে নিয়ে বসে আছেন এখানেই হয়তো দুনিয়ার সমস্ত টাকা উড়ছে, শুধু টাকা গুলো ধরে বস্তায় পুরে বাসায় নিয়ে যাওয়া বাকি। যদি এই ভেবে থাকেন তাহলে আমি বলবো আপনি সঠিক টাই ভেবেছেন!
তবে আপনার ভাবনার সাথে কাজের মিল না থাকায় শেষ পর্যন্ত হয়তো খালি হাতেই ফিরতে হবে। তার প্রমান অনেকেই অনেক আগে এই ফরামে এসে কিছু টপিক এবং পোস্ট চালু করে তাদের আর এ্যাক্টিভিটি নাই।
যাইহোক, মোটিভিশনাল কথা না বলে আপনাদের আসলে কি করতে হবে আর কোথায় ভুল করছেন তা বলে দিয়ে বিদায় নিবো।

*** প্রথমতো প্রায় অনেকে এখানে আসছে আজ জয়েন করে কাল থেকে কাজ করে পরশুদিন পেমেন্ট পাওয়ার আশায়। ভাই আপনি ভুল করছেন, এইটা প্রচলিত ফ্রিল্যান্সিং মার্কেট প্লেস না। এইটা সত্য যে, আয়ের উৎস আছে তবে তা ভিন্ন ভাবে।
তাই আগেই আয় করতে না গিয়ে, আয়ের উৎসর উৎপত্তি কোথায় থেকে, কি কাজ করতে হবে, কেনো করতে হবে, তার বেনিফিট কি পাবেন তা খুজে দেখুন। আর তার জন্য আপনাকে এই বিশাল ক্রিপটো দুনিয়ার দোয়ার হিসেবে এই ফোরামের প্রতিটা টপিক/পোস্ট কে বেছে নিতে হবে।
*** ধরে নেই আপনি আসলে স্বল্প সময়ে কিছু করতে চাচ্ছেন। আপনার হাতে এখান থেকে ইনকাম করার জন্য মাত্র ৩০ দিন সময় আছে। তাহলে বলবো, সরাসরি কি কাজ করবো, কতো টাকা পাবো, কি কি কাজের ক্ষেত্র আছে, এখানে কি লাইক/শেয়ার/কমেন্ট করেই শুধু টাকা আয় করা জায় না কি আরও কিছু আছে তা খুজার চেষ্টা করা থেকে বিরত থাকুন। আপনার ৩০ দিনের ২৫ দিন ব্যায় করুন এই ফোরামের প্রতিটি লেখা পড়ার জন্য সিরিয়াল অনুয়ায়ী।
*** যেহেতু বাংলার অপশন আছে তাই আরাম্ভটা এখান থেকেই করুন। তারপরে ইংরেজির দিকে চলে যান। কোনো টপিক দেখে মাথায় প্রশ্ন আসলে তা হুট করে টপিক অথবা পোস্টের মাধ্যমে তুলে না ধরে একটা কাগজে নোট করে রাখুন। আশা করবো আপনার দেয়া ২৫ দিন এর আগেই নোট কৃত প্রশ্নের উত্তর কোনো না কোনো পোস্টে পেয়ে যাবেন।
*** আপনি বুঝতে পারলেন আপনাকে এতোক্ষন আমি শুধুই পড়ার, জানার, অভিজ্ঞতা নেয়ার কথা বললাম। এখন বাকি রইলো ৫ দিন। আশা করি, ২৫ দিন সব কিছু জানার পরে বাকি আর কয়দিন হাতে আছে তার হিসাব এবং স্বল্প সময়ে কোটিপরি হওয়ার কথা ভুলে গেছেন।
*** এখন আপনি জানেন ক্রিপটো দুনিয়াটা কি! ক্রিপটো কারিন্সি কোথায় থেকে তার যাত্রা আরাম্ভ করেছে। আপনি কি ভাবে এখান থেকে খুব ভালো পরিমান আয় করতে পারবেন। একটা আইসিও কেনো চালু হয়। কি কি বাউন্টি ক্যাম্পেন তার ভিতরে থাকে। কি ভাবে সেই ক্যাম্পেনে কাজ করতে হয়। সব কিছুই আপনি এখন জানেন। তাই এখন স্বল্প সময়ে আপনি কোটিপতি হবেন, না কি নিয়ম অনুযায়ী ইনকাম করবেন তা আপনি ঠিক করবেন।

বিঃদ্রঃ এতোকিছুর বলার পরে যদি স্বল্প সময়েই আপনার অধিক কিছু জানার থাকে তবে বলে ফেলুন। যদি সম্ভব হয় এখানে উত্তর দিবো। আর যদি মনে করি সেই বিষয়ে বিস্তারিত বলার জন্য আমাকেই অধিক কিছু বলতে হবে, তাহলে সেই বিষয়ে আর একটি টপিক চালু করে বিস্তারিত বলবো।
স্বল্প সময়ে কোটি পতি হওয়ার মতো কোনো উপায় আমার জানা নেই। আমার মতে, কোটি পতি হওয়ার জন্য অনেক কষ্ট ও অনেক সাধনা প্রয়োজন। ফোরাম থেকে কোটিপতি হওয়ার জন্য আমাদের এখানে কঠোর পরিশ্রম করতে হবে এবং নিয়ম মেনে কাজ করে যেতে হবে। কষ্ট ছাড়া কখনো সফলতা পাওয়া যায় না, আর যাবেও না। এই কথা মাথায় রেখে কাজ করে যেতে হবে।
Title: Re: স্বল্প সময়ে লাখপতি না, কোটিপতি হতে চাইলে !!!
Post by: Rony24h7 on December 18, 2018, 04:10:12 PM
পৃথিবীতে স্বল্প সময়ে কোটিপতি হওয়ার কোন বৈধ পন্থা নেই আমার জানা মতে আছে যেটা সেটা হচ্ছে অবৈধ পন্থা। ক্রিপটোতে ট্রেড করে আপনি কামাতে পারবেন তবে সেটা কোটিপতি হওয়ার মত নয়। মাসে চলার মতই যদি সটিক সময়ে সঠিক কয়েন নির্বাচন করে বিনিয়োগ করতে পারেন। আমি ২ বছর ক্রিপটোতে কাজ করছি বাউন্টি ও ট্রেড মিলিয়ে কিন্তু আজো মিলিওনিয়ার (১০ লক্ষ টাকার মালিক)  হতে পারলাম না। তবে বাউন্টি ও ট্রেড করে আমি মাসিক ৫০ হাজারও কামিয়েছি আর বর্তমানে প্রতিমাসে ১০ হাজারও হয়না। এটা বর্তমান অবস্থা। সুতারং কোটিপতি হওয়ার আশা নিয়ে ক্রিপটোতে জয়েন না করাই ভালো, শেখার মনমানসিকতা নিয়ে আসলে অল্প হলেও আয় করতে পারবেন এটা বলতে পারি।
ক্রিপটো আপনার কাছে বৈধ মনে হয়, না কি অবৈধ? ধরি দুই বছরে আপনি ৫০ টি টোকেন/কয়েন এর সাথে পরিচিতো হয়েছেন। এর মধ্যে এমন কোনো কয়েন নিশ্চই পেয়েছেন যেইটা আপনার লাভ কৃত অংকের চাইতেও বেশি দেয়ার ক্ষমতা ছিলো। এখানে আমরা কয়েন এর প্রাইস প্রেডিক্সন না করে ছেড়ে দেই। এমন অনেক সময় অনেকের দেখা গেছে, ১০০ ডলারে কয়েন বিক্রি করেছে কিন্তু সেই কয়েনই সেম পরিমান কিছুদিন পরে দাম ১ হাজার ডলার। লাখপতি অথবা কোটিপোতি হবো কি না তা আমাদের জজ্ঞতার উপরে ডিপেন্ড করে।
Title: Re: স্বল্প সময়ে লাখপতি না, কোটিপতি হতে চাইলে !!!
Post by: Rafiq on December 31, 2018, 06:22:19 PM
হ্যাঁ আমি মনে করি না এটা মাধ্যমে অল্প সময়ের মধ্যে কোটিপতি হতে পারে কিন্তু আমি মনে করি এগুলো একবার হলেও আপনার  জিবনে  সাফল্য আনতে পারে তবে আপনাকে ভালবাবে কাজ করতে হবে
আসলে টাকা আয় করা এত সহজ নয়। স্বল্প সময়ে কোটি পতি হওয়ার মতো কোনো উপায় আমার জানা নেই। তবে এই ফোরামে টাকা আয় করতে চাইলে আপনাকে কঠোর পরিশ্রম করেতে হবে। বেশী বেশী জানতে হবে, বেশী সময় দিতে হবে। নিয়ম মেনে কাজ করে যেতে হবে।

Title: Re: স্বল্প সময়ে লাখপতি না, কোটিপতি হতে চাইলে !!!
Post by: Lima on January 09, 2019, 10:46:14 AM
ক্রিপ্ট থেকে ইনকাম  ভাজ্ঞের উপর নির্ভর করে আপনার ভাজ্ঞ ভালো হলে আপনি একবারেই লাখ পতি হতে পারবেন। ভাজ্ঞ ভালো না হলে ১ টাকাও পাওয়া যাবে না।
Title: Re: স্বল্প সময়ে লাখপতি না, কোটিপতি হতে চাইলে !!!
Post by: JISAN on January 11, 2019, 06:09:23 AM
জানি টপিক এর হেডিং দেখেই দুই ধরনে মানুষ এখানে এসেছেন।
এক: যিনারা এই ফোরামে সিনিয়ার, তারা আসছেন স্বল্প সময়ে যখন কোটিপতি হওয়ার কথা বলছে তাহলে নিশ্চই স্ক্যাম কিছু থাকবে। স্ক্যাম পাইলেই আউট করে দিবো।
দুই: যিনারা সেই প্রথম থেকেই স্বল্প সময়ে সকল স্বপ্ন পুরনের জন্য কোটি কোটি টাকা নয় কোটি কোটি ডলার আয়ের জন্য সব জায়গা চষে বেড়িয়েছেন কিন্তু এখন অবধী ডলার তো দুরের কথা টাকা দেখারও সৌভাগ্য জুটে নাই।

আজ কথা বলবো এই দুই নম্বর ব্যাজ ধারীদের উদ্দেশে।
ক্ষমা চেয়ে নিচ্ছি হেডিং এ কোটিপতি বানানোর কথা বলে। না হলে আপনি এই টপিকে হয়তো আসতেনই না। আর সব টপিক অথবা পোস্ট এ আমরা জাইনা পড়িনা বলেই আজ অবধী আমরা অনেকেই কিছুই হতে পারি নাই।

যাইহোক, যেভাবেই হোক এই ফরামের সন্ধ্যান আপনি পেয়েছেন আর এ্যাজ ইউজিয়াল ধরে নিয়ে বসে আছেন এখানেই হয়তো দুনিয়ার সমস্ত টাকা উড়ছে, শুধু টাকা গুলো ধরে বস্তায় পুরে বাসায় নিয়ে যাওয়া বাকি। যদি এই ভেবে থাকেন তাহলে আমি বলবো আপনি সঠিক টাই ভেবেছেন!
তবে আপনার ভাবনার সাথে কাজের মিল না থাকায় শেষ পর্যন্ত হয়তো খালি হাতেই ফিরতে হবে। তার প্রমান অনেকেই অনেক আগে এই ফরামে এসে কিছু টপিক এবং পোস্ট চালু করে তাদের আর এ্যাক্টিভিটি নাই।
যাইহোক, মোটিভিশনাল কথা না বলে আপনাদের আসলে কি করতে হবে আর কোথায় ভুল করছেন তা বলে দিয়ে বিদায় নিবো।

*** প্রথমতো প্রায় অনেকে এখানে আসছে আজ জয়েন করে কাল থেকে কাজ করে পরশুদিন পেমেন্ট পাওয়ার আশায়। ভাই আপনি ভুল করছেন, এইটা প্রচলিত ফ্রিল্যান্সিং মার্কেট প্লেস না। এইটা সত্য যে, আয়ের উৎস আছে তবে তা ভিন্ন ভাবে।
তাই আগেই আয় করতে না গিয়ে, আয়ের উৎসর উৎপত্তি কোথায় থেকে, কি কাজ করতে হবে, কেনো করতে হবে, তার বেনিফিট কি পাবেন তা খুজে দেখুন। আর তার জন্য আপনাকে এই বিশাল ক্রিপটো দুনিয়ার দোয়ার হিসেবে এই ফোরামের প্রতিটা টপিক/পোস্ট কে বেছে নিতে হবে।
*** ধরে নেই আপনি আসলে স্বল্প সময়ে কিছু করতে চাচ্ছেন। আপনার হাতে এখান থেকে ইনকাম করার জন্য মাত্র ৩০ দিন সময় আছে। তাহলে বলবো, সরাসরি কি কাজ করবো, কতো টাকা পাবো, কি কি কাজের ক্ষেত্র আছে, এখানে কি লাইক/শেয়ার/কমেন্ট করেই শুধু টাকা আয় করা জায় না কি আরও কিছু আছে তা খুজার চেষ্টা করা থেকে বিরত থাকুন। আপনার ৩০ দিনের ২৫ দিন ব্যায় করুন এই ফোরামের প্রতিটি লেখা পড়ার জন্য সিরিয়াল অনুয়ায়ী।
*** যেহেতু বাংলার অপশন আছে তাই আরাম্ভটা এখান থেকেই করুন। তারপরে ইংরেজির দিকে চলে যান। কোনো টপিক দেখে মাথায় প্রশ্ন আসলে তা হুট করে টপিক অথবা পোস্টের মাধ্যমে তুলে না ধরে একটা কাগজে নোট করে রাখুন। আশা করবো আপনার দেয়া ২৫ দিন এর আগেই নোট কৃত প্রশ্নের উত্তর কোনো না কোনো পোস্টে পেয়ে যাবেন।
*** আপনি বুঝতে পারলেন আপনাকে এতোক্ষন আমি শুধুই পড়ার, জানার, অভিজ্ঞতা নেয়ার কথা বললাম। এখন বাকি রইলো ৫ দিন। আশা করি, ২৫ দিন সব কিছু জানার পরে বাকি আর কয়দিন হাতে আছে তার হিসাব এবং স্বল্প সময়ে কোটিপরি হওয়ার কথা ভুলে গেছেন।
*** এখন আপনি জানেন ক্রিপটো দুনিয়াটা কি! ক্রিপটো কারিন্সি কোথায় থেকে তার যাত্রা আরাম্ভ করেছে। আপনি কি ভাবে এখান থেকে খুব ভালো পরিমান আয় করতে পারবেন। একটা আইসিও কেনো চালু হয়। কি কি বাউন্টি ক্যাম্পেন তার ভিতরে থাকে। কি ভাবে সেই ক্যাম্পেনে কাজ করতে হয়। সব কিছুই আপনি এখন জানেন। তাই এখন স্বল্প সময়ে আপনি কোটিপতি হবেন, না কি নিয়ম অনুযায়ী ইনকাম করবেন তা আপনি ঠিক করবেন।

বিঃদ্রঃ এতোকিছুর বলার পরে যদি স্বল্প সময়েই আপনার অধিক কিছু জানার থাকে তবে বলে ফেলুন। যদি সম্ভব হয় এখানে উত্তর দিবো। আর যদি মনে করি সেই বিষয়ে বিস্তারিত বলার জন্য আমাকেই অধিক কিছু বলতে হবে, তাহলে সেই বিষয়ে আর একটি টপিক চালু করে বিস্তারিত বলবো।
হ্যা ঠিক বলছেন Rony ভাই। আপনার কথায় যৌক্তিক আছে আমি আপনাকে সাপর্ট করি। আপনার কথা একদম ঠিক।