Altcoins Talks - Cryptocurrency Forum

Local => বাংলা (Bengali) => Topic started by: Rony24h7 on October 07, 2018, 11:10:15 AM

Title: Softcap সফটক্যাপ vs Hardcap হার্ডক্যাপ
Post by: Rony24h7 on October 07, 2018, 11:10:15 AM
আজকে বলবো সফটক্যাপ কি আর হার্ডক্যাপ কি? এই ব্যাপারে আপনাদের যদি কনফিউশন থাকে তাহলে তা দুর করার চেষ্টা করবো।
 
যেহেতু  আপনি ক্রিপটোকারেন্সি ওয়ার্ল্ড এ এসে পরেছেন অথবা এই ওয়ার্ল্ড এর ব্যাপারে জানার আগ্রহ আছে। তাহলে আপনি আইসিও তে ঘুরে দেখেছেন এবং প্রতিটা আইসিও তে সফটক্যাপ এবং হার্ডক্যাপ এর নাম দেখেছেন।

এখানে যে দুইটা প্রসেস আছে এইটা মুলতো ICO এর একটা ফান্ড রেইজিং গোল। একটা এম অথবা লক্ষ্য বলতে পারেন, যে আমাদের এই পরিমান টাকা সংগ্রহ করতে হবে। যদি মিনিমাম এই পরিমান অর্থ/ফান্ড কালেকশন হয় তাহলে আমরা প্রজেক্ট আরাম্ভ করতে পারবো আর নির্দিষ্ট এই পরিমান কালেকশন হয়ে যাওয়ার পরে আর ফান্ড কালেকশন করবো না। এমন না যে ICO এর মাধ্যমে যতো ইচ্ছা ততো  অর্থ শুধু নিয়েই যাবো। এইটার একটা লিমিট থাকে, ম্যাক্সিমাম এই পরিমান অর্থই আমরা নিবো অথবা মিনিমান এই পরিমান অর্থ হলেই প্রজেক্ট আরাম্ভ করতে পারবো।

সফটক্যাপ কি?

সফটক্যাপ হচ্ছে মিনিমাম লিমিট। যেমন বিভিন্ন ICO তে দেখে থাকবেন তাদের সফটক্যাপ দেয়া আছে ২ মিলিয়ন ডলার। এখন সফটক্যাপ এই ২ মিলিয়ন ডলার এর মানে হচ্ছে যদি ICO এর মাধ্যমে ২ মিলিয়ন ফান্ড উঠে তাহলেই তারা প্রজেক্ট আরাম্ভ করতে পারবে। আর যদি কালেকশন না হয় তাহলে প্রজেক্ট আর আগে বাড়াইতে পারবে না।

হার্ডক্যাপ কি?
হার্ডক্যাপ হচ্ছে ম্যাক্সিমাম লিমিট। যেমন ICO তে সফটক্যাপ এর পাশেই দেখবেন হার্ডক্যাপ দেয়া থাকে। ধরে নেই ২ মিলিয়ন সফটক্যাপ এর সাথে ২০০ মিলিয়ন হার্ডক্যাপ আছে। এই হার্ডক্যাপ এর মানে হচ্ছে এর চাইতে বেশি তারা কখনই বিক্রি করতে পারবে না। যদি বিক্রি হয়েও যায় লিমিট এর বেশি, তাহলে যতোটুকু বেশি ফান্ড আসবে তা আবার রিফান্ড করে দিতে হবে যারা লিমিট ক্রস এর পরে ইনভেস্ট করেছিলো তাদের কাছে।
 
তারমানে এই দারালো যে সফটক্যাপ মিনিমাম গোল, আর হার্ডক্যাপ ম্যাক্সিমাম গোল। এইটাই হলো দুইটার ভিতরে বেসিক ডিফারেন্স, আশা করি সবাই বুঝতে পেরেছেন। তারপরেও যদি কোথাও বুঝতে সমস্যা হয়ে থাকে, তাহলে ফ্রেন্ডলি জিজ্ঞাসা করবেন।
Title: Re: Softcap সফটক্যাপ vs Hardcap হার্ডক্যাপ
Post by: Goku01 on October 12, 2018, 12:16:27 PM
আমাদের লোকাল থ্রেডের নতুন মেম্বারদের জন্য আপনার তথ্য অনেক উপকারে আসবে। এইরকম ইনফরমেটিভ পোষ্ট দেওয়ার জন্য ধন্যবাদ। আশা করি এভাবেই লোকার থ্রেডকে আর ইনফরমেটিভ করে তুলবেন। তবে একটা বিষয় খেয়াল করবেন যে সকল বিষয় আগেই লোকালে পোষ্ট করবেন এগুলো আবার পোষ্ট করা থেকে বিরত থাকবেন। And a +karma for your post.
Title: Re: Softcap সফটক্যাপ vs Hardcap হার্ডক্যাপ
Post by: superman22 on October 12, 2018, 12:31:50 PM
খুবই সুন্দর পোস্ট হয়েছে এবং খুব ইনফোরমেটিভ পোস্ট
Title: Re: Softcap সফটক্যাপ vs Hardcap হার্ডক্যাপ
Post by: Rony24h7 on October 12, 2018, 07:53:23 PM
আমাদের লোকাল থ্রেডের নতুন মেম্বারদের জন্য আপনার তথ্য অনেক উপকারে আসবে। এইরকম ইনফরমেটিভ পোষ্ট দেওয়ার জন্য ধন্যবাদ। আশা করি এভাবেই লোকার থ্রেডকে আর ইনফরমেটিভ করে তুলবেন। তবে একটা বিষয় খেয়াল করবেন যে সকল বিষয় আগেই লোকালে পোষ্ট করবেন এগুলো আবার পোষ্ট করা থেকে বিরত থাকবেন। And a +karma for your post.
অনেক অনেক ধন্যবাদ ভাই আপনাকে। ফোরামের মোডারেটর এর নিকট থেকে ধন্যবাদ সেই সাথে +কারমা পেলে কাজের ইস্পৃহা আরও বৃদ্ধি বৃদ্ধি পাবে। আশাকরি মানসম্মত পোস্ট করে সবার একটু হলেও উপকারে আসবো। লোকালে পোস্ট ডবল হবে না, সেই ব্যাপারে নিশ্চই খেয়াল থাকবে। তবে একটা বিষয় জানার ছিলো আপনার কাছে। আমি যেই পোস্ট বাংলাতে এখানে করছি, ঠিক সেম বাংলার যদি ইংরেজি ট্রান্সলেট করে মুল ইংরেজি থ্রেডে পোস্ট করি তাহলে কি সমস্যার কিছু আছে?
Title: Re: Softcap সফটক্যাপ vs Hardcap হার্ডক্যাপ
Post by: Goku01 on October 12, 2018, 11:54:34 PM
আমাদের লোকাল থ্রেডের নতুন মেম্বারদের জন্য আপনার তথ্য অনেক উপকারে আসবে। এইরকম ইনফরমেটিভ পোষ্ট দেওয়ার জন্য ধন্যবাদ। আশা করি এভাবেই লোকার থ্রেডকে আর ইনফরমেটিভ করে তুলবেন। তবে একটা বিষয় খেয়াল করবেন যে সকল বিষয় আগেই লোকালে পোষ্ট করবেন এগুলো আবার পোষ্ট করা থেকে বিরত থাকবেন। And a +karma for your post.
তবে একটা বিষয় জানার ছিলো আপনার কাছে। আমি যেই পোস্ট বাংলাতে এখানে করছি, ঠিক সেম বাংলার যদি ইংরেজি ট্রান্সলেট করে মুল ইংরেজি থ্রেডে পোস্ট করি তাহলে কি সমস্যার কিছু আছে?

না লেঙ্গুয়েজ চেঞ্জ করে যদি অন্য সেক্সনে পোষ্ট করেন তাহলে কোন প্রব্লেম নাই। কেও রিপোর্ট ও করতে পারবে না বা আমাদের লোকালের কেও যদি রিপোর্ট করেও তাহলে এডমিনের কাছে গ্রহণযোগ্য হবে না। তাই চাইলে আপনি পোষ্ট করতে পারেন। কিন্তু খেয়াল রাখবেন গুগল ট্রান্সলেটরে গ্রামারের অনেক ভুল আসে। এর জন্য নেগেটিভ কারমা দিতে পারে। পোষ্ট করার আগে একবার চেক করে নিবেন।
Title: Re: Softcap সফটক্যাপ vs Hardcap হার্ডক্যাপ
Post by: Rony24h7 on October 13, 2018, 05:36:08 AM
আমাদের লোকাল থ্রেডের নতুন মেম্বারদের জন্য আপনার তথ্য অনেক উপকারে আসবে। এইরকম ইনফরমেটিভ পোষ্ট দেওয়ার জন্য ধন্যবাদ। আশা করি এভাবেই লোকার থ্রেডকে আর ইনফরমেটিভ করে তুলবেন। তবে একটা বিষয় খেয়াল করবেন যে সকল বিষয় আগেই লোকালে পোষ্ট করবেন এগুলো আবার পোষ্ট করা থেকে বিরত থাকবেন। And a +karma for your post.
তবে একটা বিষয় জানার ছিলো আপনার কাছে। আমি যেই পোস্ট বাংলাতে এখানে করছি, ঠিক সেম বাংলার যদি ইংরেজি ট্রান্সলেট করে মুল ইংরেজি থ্রেডে পোস্ট করি তাহলে কি সমস্যার কিছু আছে?


না লেঙ্গুয়েজ চেঞ্জ করে যদি অন্য সেক্সনে পোষ্ট করেন তাহলে কোন প্রব্লেম নাই। কেও রিপোর্ট ও করতে পারবে না বা আমাদের লোকালের কেও যদি রিপোর্ট করেও তাহলে এডমিনের কাছে গ্রহণযোগ্য হবে না। তাই চাইলে আপনি পোষ্ট করতে পারেন। কিন্তু খেয়াল রাখবেন গুগল ট্রান্সলেটরে গ্রামারের অনেক ভুল আসে। এর জন্য নেগেটিভ কারমা দিতে পারে। পোষ্ট করার আগে একবার চেক করে নিবেন।

বুঝতে পারছি। আর লেঙ্গুয়েজ চেন্জ যদি আমি গুগল ট্রান্সলেট দিয়ে করি তাহলে ব্যাপক প্রবলেম থাকবে পোস্টে এইটা আমি জানি। আমি ম্যানুয়ালি (নিজ জ্ঞ্যানে) ট্রান্সলেট করবো। অন্য কিছুর সাহায্য যদি নেই তাহলে ভাষাই চেন্জ হয়ে যাবে। যেমনটা অনেকে দেখছি করছে। বিশেষ করে ইংরেজির বাংলা করার ক্ষেত্রে।
Title: Re: Softcap সফটক্যাপ vs Hardcap হার্ডক্যাপ
Post by: Lima on October 17, 2018, 06:02:46 AM
পোষ্টটি অনেক সুন্দর হয়েছে নতুনদের উপকারে আসবে ধন্যবাদ আপনাকে।
Title: Re: Softcap সফটক্যাপ vs Hardcap হার্ডক্যাপ
Post by: Rony24h7 on October 17, 2018, 05:21:55 PM
পোষ্টটি অনেক সুন্দর হয়েছে নতুনদের উপকারে আসবে ধন্যবাদ আপনাকে।
জি ধন্যবাদ। আশাকরি আপনার সহ ফোরামের অনেকের উপকারে আসবে তথ্য গুলো। যেহেতু আপনি একাবেরই নতুন, তাই বলবো সকল পোস্ট থেকে আপনার জিজ্ঞ্যাসার বিষয় বস্তু বাহির করে সেটা থেকে অভিজ্ঞতা আহরন করুন। আর কখনও স্ক্যাম হয় এমন বিষয় থেকে দুরে থাকবেন। তাহলেই এই জগতে টিকে থাকতে পারবেন।