Altcoins Talks - Cryptocurrency Forum
Local => বাংলা (Bengali) => নতুনদের => Topic started by: Rony24h7 on October 07, 2018, 12:40:01 PM
-
আমি ১০০% দিয়ে বলতে পারি আপনি যদি নতুন হন আর ইন্টারমিডিয়েটেই হন বেশির ভাগের ভিতরে কয়েন আর টোকেন এর ভিতরে একটা কনফিউশন আছেই।
আপনাদের কাছে ফুললি ক্লিয়ার করার চেষ্টা করবো কয়েন এর ভিতরে কি ডিফারেন্স আছে আর টোকেনের ভিতরে কি ধরনের ডিফারেন্স আছে।
আপনারা নিশ্চই coinmarketcap সাইট সম্পর্কে জানেন। ক্রিপটোতে কাজ করেন আর coinmarketcap সম্পর্কে জানেন না, এমন কাউকে খুজে পাওয়া যাবে না। ওখানে গিয়ে দেখবেন একটা সেকশন আছে কয়েন এর, আর একটা সেকশন আছে টোকেনের জন্য। তো, আপনি কি কখনও জানার চেষ্টা করেছেন এখানে দুইটা সেকশন যে আছে তাদের মধ্যে ডিফারেন্সটা কি?
প্রথমে কথা বলবো কয়েন সম্পর্কে। কয়েন ইজ দ্যা বেস্ট, মেন এইটাই। টোকেন পরে এসেছে, প্রথমে এসেছে কয়েন। বিটকয়েন, ইথারিয়াম, নিয়ো এগুলো সব কয়েন। এখন কয়েন কি তা জানার আগে একটু ব্লকচেইন নিয়ে বলি তাহলে সুবিধা হবে বুঝতে।
ব্লকচেইন ব্যাপারে তো আপনারা নিশ্চই শুনেছেন। ব্লকচেইন হচ্ছে ডিসেন্ট্রালাইজড সিস্টেম। ইন শর্ট… ব্লকচেন ডিসেন্ট্রালাইজড, ওপেন লেজারও বলা যায়, ডিস্ট্রিবিউটার লেজার বলা যায় । মানে যেই কন্ট্রোল থাকে, তা কারো একক হাতে থাকে না, সবাই এর মালিক হয়ে থাকে। কারো একক হাতে কোনো কিছু চেন্জ হয় না। যতোক্ষন পর্যন্ত না ৫১% এর মত একই না হবে ততোক্ষন পর্যন্ত কেউ কিছুই করতে পারবে না।
এখানে ডিফারেন্স ডিফারেন্স এ্যালগোরিদম বানানো আছে। যেমন ধরুন, আপনাকে বাজারে যেতে হবে আপনার বাড়ি থেকে। এখন দেখা যাচ্ছে বাজারে যাওয়ার জন্য অনেক রাস্তা আছে। একটা সোজা রাস্তা, একটা আছে পিছন দিক দিয়ে ঘুড়ে যাওয়ার রাস্তা, একটা আছে অনেক দুর দিয়ে বাকা রাস্তা। এখন আপনাকে যেতে হবে বাজারেই কিন্তু রাস্তা অনেক। ঠিক তেমন ব্লকচেইন হচ্ছে ডিসেন্ট্রালাইজড সিস্টেম, মেন একটাই। কিন্তু যাওয়ার রাস্তা ভিন্ন ভিন্ন বানিয়ে দেওয়া হয়েছে। এখন বিটকয়েন আলাধা রাস্তা বানিয়ে নিয়েছে, ইথারিয়াম আলাধা রাস্তা বানিয়ে নিয়েছে, নিয়ো আলাধা রাস্তা বানিয়ে নিয়েছে। কিন্তু যেতে হবে এক জায়গাতেই। এখন কয়েন এর রাস্তা নিজের, ব্লকচেইন নিজের, সমস্ত সিস্টেম/টেকনোলোজি নিজের।
এখন যদি কথা বলি টোকেন কে নিয়ে তাহলে তারা ফলো করে উপরের রাস্তাকে। ধরুন বিন্যান্স টোকেন, ওডিইএম, অল্ট যেই টোকেনই হোক না কেনো, সে কোনো একটা পারটিকুলার ব্লকচেইন কে নিয়ে নিবে এবং তার রাস্তা ধরে আগানোর চেষ্টা করবে। এখন সবচাইতে বেশি ইউজ হয় ইথারিয়াম। বেশির ভাগ এখন কি করে, ইথারিয়ামকে তাদের প্ল্যাটফর্ম বানিয়ে নিয়ে ঐ প্ল্যাটফর্ম কে ইউজ করে নিজের একটা টোকেন বানিয়ে নিবে। এইটাকে কয়েনও বলতে পারেন। এখানে কয়েন এর ব্লকচেইন সহ সব কিছু নিজের, আর টোকেন কয়েন এর ব্লকচেইন কে বেজ ধরে নিজের টোকেন বানিয়ে নিচ্ছে।
আরও সহজ ভাবে যদি উদাহরন দিয়ে বুঝাই। ধরেন বিক্রয় ডট কম কি করে, সে একটা প্ল্যাটফর্ম দেয় ইউজারদেরকে যে আসো কিছু বিক্রি করো অথবা কিনো যা ইচ্ছা করো। ঠিক সেই ভাবে কয়েন একটা প্ল্যাটফর্ম দেয় বিভন্ন টোকেন কে যে আসো টোকেন বিক্রি করো বিনিময়ে শুধু আমাদেরকে কিছিু ফি দিয়ে দিয়ো। কষ্ট করে তোমাদেরকে ব্যাক্তিগতো ব্লকচেইন সিস্টেম বানাতে হবে না। শুধু আমার তৈরি করা রাস্তায় চলো আর আমাকে ক্রেডিট দাও।
এখন যদি অল্পতে বলতে যাই, টোকেন সেইটাই যে অন্যর ব্লকচেইন কে ব্যাবহার করে নিজের প্ল্যাটফর্ম বানায়। আর কয়েন সেইটাই যে নিজেস্ব ব্লকচেইন সিস্টেম বানিয়ে নিজের রাস্তা নিজে তৈরি করে গন্তোব্যতে পৌছায়।
-
Coin এবং Token সম্পর্কে আপনি অনেক ভাল আলোচনা করেছেন। এছারাও, Coin নিজস্ব ব্লকচেইন এবং অনলাইন / অফলাইন wallet কিন্তু টকেন গুলির নিজস্ব ব্লকচেইন বা wallet বা অফলাইন wallet নেই। Coin এর নিজস্ব ব্লকচেইন আছে এরা স্বাধীন ভাবে কাজ করে এবং বিনিময় স্রংকান্ত নিদিষ্ট ফাংশন আছে কিন্তু Token এর নিজস্ব ব্লকচেইন নেই কিছু প্লাটফর্মকে কাজ করার জন্য প্রয়োজন এথারিয়াম ব্লকচেইনে ERC-20 টোকেণ কাজ গুলির মত ।
-
Coin এবং Token সম্পর্কে আপনি অনেক ভাল আলোচনা করেছেন। এছারাও, Coin নিজস্ব ব্লকচেইন এবং অনলাইন / অফলাইন wallet কিন্তু টকেন গুলির নিজস্ব ব্লকচেইন বা wallet বা অফলাইন wallet নেই। Coin এর নিজস্ব ব্লকচেইন আছে এরা স্বাধীন ভাবে কাজ করে এবং বিনিময় স্রংকান্ত নিদিষ্ট ফাংশন আছে কিন্তু Token এর নিজস্ব ব্লকচেইন নেই কিছু প্লাটফর্মকে কাজ করার জন্য প্রয়োজন এথারিয়াম ব্লকচেইনে ERC-20 টোকেণ কাজ গুলির মত ।
জি এই কথা গুলোই তো বুঝিয়েছি। কয়েন এর নিজস্ব ব্লকচেইন, আর টোকেন যে কোনো কয়েন এর ব্লকচেইন সিস্টেম ব্যাবহার করে। আর এই সময়ে ইথারিয়াম এর সিস্টেমটাই বেশির ভাগ সবাই ব্যাবহার করছে ।
-
আপনার এই পোষ্ট টি খুব ভার লাগল আপনি এখানে অনেক ভাল কথা আলোচনা করেছেন আমার আগে এ বিষয়ে ভাল দারনা ছিলনা আপনার এই পোষ্টটি দেখে আমি অনেকটা বুজতে পেরেছি তাই আমরা চাইব যে আপনি আরো ভাল ভাল পোষ্ট করবেন ধন্যবাদ ।
-
আপনি অনেক ভালো বলেছেন ভাই। জা শুধু সাধারন মেম্বারেরভমানে নতুন মেম্বার এর খুব উপকার হবে। সত্যিই কয়েন উন্মুক্তভাবে চলাচল করতে পারে কিন্তু টুকেন তা পারেনা। জা আপনি বুজিয়েছে। আপনি এভাবে সভার পাসে থাকবেন। ধন্যবাদ
-
কয়েন এবং টোকেন সম্পর্কে একটি ভালো পোষ্ট করার জন্য আপনাকে ধন্যবাদ জ্ঞাপন করছি। এই রকম ভালো পোষ্ট করতে পারলে আমাদের ভালো উপকার হবে। তাই ভবিষ্যতে আরো ভালো ভালো পোষ্ট করে আপনি আমাদের সাথে থাকবেন আশা করি।
-
ক্রিপ্টোকারেন্সির মান এখন অনেক নিচে আছে । আমি মনে করি যদি এটি এভাবে কমতে থাকে তাহলে সবাই এই কাজ আর করবে না। এখন মনে হয় আমরা যারা এখানে কাজ করি তাদের ভবিষ্যত ভালো না।
-
বিষয়টি সুন্দর ভাবে উপস্থাপন করার জন্য অসংখ্য ধন্যবাদ, এ থেকে অনেকে উপকৃত হবে আশা করি...
-
খুব সুন্দর হয়েছে পোস্টটা ভাই। একেবারে মনের মতই। আমি এটাই জানতাম যে -কয়েন হচ্ছে সেটা যেটা তাদের নিজস্ব ব্লকচেইন ব্যবহার করে নিজস্ব প্লাটফর্ম তৈরি করে আর টোকেন হচ্ছে সেটা যেটা ইআরসি২০ সাপোটেড এবং এটা তাদের নিজস্ব ব্লকচেইন ব্যবহার করেনা।
-
আমি ১০০% দিয়ে বলতে পারি আপনি যদি নতুন হন আর ইন্টারমিডিয়েটেই হন বেশির ভাগের ভিতরে কয়েন আর টোকেন এর ভিতরে একটা কনফিউশন আছেই।
আপনাদের কাছে ফুললি ক্লিয়ার করার চেষ্টা করবো কয়েন এর ভিতরে কি ডিফারেন্স আছে আর টোকেনের ভিতরে কি ধরনের ডিফারেন্স আছে।
আপনারা নিশ্চই coinmarketcap সাইট সম্পর্কে জানেন। ক্রিপটোতে কাজ করেন আর coinmarketcap সম্পর্কে জানেন না, এমন কাউকে খুজে পাওয়া যাবে না। ওখানে গিয়ে দেখবেন একটা সেকশন আছে কয়েন এর, আর একটা সেকশন আছে টোকেনের জন্য। তো, আপনি কি কখনও জানার চেষ্টা করেছেন এখানে দুইটা সেকশন যে আছে তাদের মধ্যে ডিফারেন্সটা কি?
প্রথমে কথা বলবো কয়েন সম্পর্কে। কয়েন ইজ দ্যা বেস্ট, মেন এইটাই। টোকেন পরে এসেছে, প্রথমে এসেছে কয়েন। বিটকয়েন, ইথারিয়াম, নিয়ো এগুলো সব কয়েন। এখন কয়েন কি তা জানার আগে একটু ব্লকচেইন নিয়ে বলি তাহলে সুবিধা হবে বুঝতে।
ব্লকচেইন ব্যাপারে তো আপনারা নিশ্চই শুনেছেন। ব্লকচেইন হচ্ছে ডিসেন্ট্রালাইজড সিস্টেম। ইন শর্ট… ব্লকচেন ডিসেন্ট্রালাইজড, ওপেন লেজারও বলা যায়, ডিস্ট্রিবিউটার লেজার বলা যায় । মানে যেই কন্ট্রোল থাকে, তা কারো একক হাতে থাকে না, সবাই এর মালিক হয়ে থাকে। কারো একক হাতে কোনো কিছু চেন্জ হয় না। যতোক্ষন পর্যন্ত না ৫১% এর মত একই না হবে ততোক্ষন পর্যন্ত কেউ কিছুই করতে পারবে না।
এখানে ডিফারেন্স ডিফারেন্স এ্যালগোরিদম বানানো আছে। যেমন ধরুন, আপনাকে বাজারে যেতে হবে আপনার বাড়ি থেকে। এখন দেখা যাচ্ছে বাজারে যাওয়ার জন্য অনেক রাস্তা আছে। একটা সোজা রাস্তা, একটা আছে পিছন দিক দিয়ে ঘুড়ে যাওয়ার রাস্তা, একটা আছে অনেক দুর দিয়ে বাকা রাস্তা। এখন আপনাকে যেতে হবে বাজারেই কিন্তু রাস্তা অনেক। ঠিক তেমন ব্লকচেইন হচ্ছে ডিসেন্ট্রালাইজড সিস্টেম, মেন একটাই। কিন্তু যাওয়ার রাস্তা ভিন্ন ভিন্ন বানিয়ে দেওয়া হয়েছে। এখন বিটকয়েন আলাধা রাস্তা বানিয়ে নিয়েছে, ইথারিয়াম আলাধা রাস্তা বানিয়ে নিয়েছে, নিয়ো আলাধা রাস্তা বানিয়ে নিয়েছে। কিন্তু যেতে হবে এক জায়গাতেই। এখন কয়েন এর রাস্তা নিজের, ব্লকচেইন নিজের, সমস্ত সিস্টেম/টেকনোলোজি নিজের।
এখন যদি কথা বলি টোকেন কে নিয়ে তাহলে তারা ফলো করে উপরের রাস্তাকে। ধরুন বিন্যান্স টোকেন, ওডিইএম, অল্ট যেই টোকেনই হোক না কেনো, সে কোনো একটা পারটিকুলার ব্লকচেইন কে নিয়ে নিবে এবং তার রাস্তা ধরে আগানোর চেষ্টা করবে। এখন সবচাইতে বেশি ইউজ হয় ইথারিয়াম। বেশির ভাগ এখন কি করে, ইথারিয়ামকে তাদের প্ল্যাটফর্ম বানিয়ে নিয়ে ঐ প্ল্যাটফর্ম কে ইউজ করে নিজের একটা টোকেন বানিয়ে নিবে। এইটাকে কয়েনও বলতে পারেন। এখানে কয়েন এর ব্লকচেইন সহ সব কিছু নিজের, আর টোকেন কয়েন এর ব্লকচেইন কে বেজ ধরে নিজের টোকেন বানিয়ে নিচ্ছে।
আরও সহজ ভাবে যদি উদাহরন দিয়ে বুঝাই। ধরেন বিক্রয় ডট কম কি করে, সে একটা প্ল্যাটফর্ম দেয় ইউজারদেরকে যে আসো কিছু বিক্রি করো অথবা কিনো যা ইচ্ছা করো। ঠিক সেই ভাবে কয়েন একটা প্ল্যাটফর্ম দেয় বিভন্ন টোকেন কে যে আসো টোকেন বিক্রি করো বিনিময়ে শুধু আমাদেরকে কিছিু ফি দিয়ে দিয়ো। কষ্ট করে তোমাদেরকে ব্যাক্তিগতো ব্লকচেইন সিস্টেম বানাতে হবে না। শুধু আমার তৈরি করা রাস্তায় চলো আর আমাকে ক্রেডিট দাও।
এখন যদি অল্পতে বলতে যাই, টোকেন সেইটাই যে অন্যর ব্লকচেইন কে ব্যাবহার করে নিজের প্ল্যাটফর্ম বানায়। আর কয়েন সেইটাই যে নিজেস্ব ব্লকচেইন সিস্টেম বানিয়ে নিজের রাস্তা নিজে তৈরি করে গন্তোব্যতে পৌছায়।
কয়েন এবং টোকেন সম্পূর্কে ইতিপূর্বে আমার এত স্পষ্ট ধারনা ছিলনা। আপনার পোস্টটা পড়ে এ বিষয়ে বিস্তারিত জানতে পারলাম। বিষয়টি আপনি খুব সুন্দরভাবে উপস্থাপন করেছেন। এ জন্য আপনাকে ধন্যবাদ। বিষয়টি পড়ে ফোরামের অনেকেই আমার মত উপকৃত হবেন বলে আশাকরি।
-
Wow a wonderful post for us. Really কয়েন এবং টোকেন সম্পর্কে আমার খুব বেশি ধারণা ছিলো না। কিন্তু আপনার পোষ্টটি পড়ার পর আমার ধারণা ৯৫% ক্লিয়ার হয়ে গিয়েছে। ধন্যবাদ আপনাকে। এমন সাহায্যকারী পোষ্ট আরও দিয়ে আমাদের উপকার করুন।।
-
Wow a wonderful post for us. Really কয়েন এবং টোকেন সম্পর্কে আমার খুব বেশি ধারণা ছিলো না। কিন্তু আপনার পোষ্টটি পড়ার পর আমার ধারণা ৯৫% ক্লিয়ার হয়ে গিয়েছে। ধন্যবাদ আপনাকে। এমন সাহায্যকারী পোষ্ট আরও দিয়ে আমাদের উপকার করুন।।
দোয়া রাখবেন যেনো ভালো কিছু পোস্ট আপনাদের দিতে পারি।
-
Wow a wonderful post for us. Really কয়েন এবং টোকেন সম্পর্কে আমার খুব বেশি ধারণা ছিলো না। কিন্তু আপনার পোষ্টটি পড়ার পর আমার ধারণা ৯৫% ক্লিয়ার হয়ে গিয়েছে। ধন্যবাদ আপনাকে। এমন সাহায্যকারী পোষ্ট আরও দিয়ে আমাদের উপকার করুন।।
দোয়া রাখবেন যেনো ভালো কিছু পোস্ট আপনাদের দিতে পারি।
জি ভাই, গঠনমূলক পোস্ট সবসময় ধন্যবাদের যোগ্য। তাই আমাদের পোস্ট করার সময় একটু গঠনমূলক পোস্ট করার প্রতি মনোযোগী হওয়া দরকার। তাহলে সেটা অন্য মেম্বারদের উপকারে আসবে।
-
আমি ১০০% দিয়ে বলতে পারি আপনি যদি নতুন হন আর ইন্টারমিডিয়েটেই হন বেশির ভাগের ভিতরে কয়েন আর টোকেন এর ভিতরে একটা কনফিউশন আছেই।
আপনাদের কাছে ফুললি ক্লিয়ার করার চেষ্টা করবো কয়েন এর ভিতরে কি ডিফারেন্স আছে আর টোকেনের ভিতরে কি ধরনের ডিফারেন্স আছে।
আপনারা নিশ্চই coinmarketcap সাইট সম্পর্কে জানেন। ক্রিপটোতে কাজ করেন আর coinmarketcap সম্পর্কে জানেন না, এমন কাউকে খুজে পাওয়া যাবে না। ওখানে গিয়ে দেখবেন একটা সেকশন আছে কয়েন এর, আর একটা সেকশন আছে টোকেনের জন্য। তো, আপনি কি কখনও জানার চেষ্টা করেছেন এখানে দুইটা সেকশন যে আছে তাদের মধ্যে ডিফারেন্সটা কি?
প্রথমে কথা বলবো কয়েন সম্পর্কে। কয়েন ইজ দ্যা বেস্ট, মেন এইটাই। টোকেন পরে এসেছে, প্রথমে এসেছে কয়েন। বিটকয়েন, ইথারিয়াম, নিয়ো এগুলো সব কয়েন। এখন কয়েন কি তা জানার আগে একটু ব্লকচেইন নিয়ে বলি তাহলে সুবিধা হবে বুঝতে।
ব্লকচেইন ব্যাপারে তো আপনারা নিশ্চই শুনেছেন। ব্লকচেইন হচ্ছে ডিসেন্ট্রালাইজড সিস্টেম। ইন শর্ট… ব্লকচেন ডিসেন্ট্রালাইজড, ওপেন লেজারও বলা যায়, ডিস্ট্রিবিউটার লেজার বলা যায় । মানে যেই কন্ট্রোল থাকে, তা কারো একক হাতে থাকে না, সবাই এর মালিক হয়ে থাকে। কারো একক হাতে কোনো কিছু চেন্জ হয় না। যতোক্ষন পর্যন্ত না ৫১% এর মত একই না হবে ততোক্ষন পর্যন্ত কেউ কিছুই করতে পারবে না।
এখানে ডিফারেন্স ডিফারেন্স এ্যালগোরিদম বানানো আছে। যেমন ধরুন, আপনাকে বাজারে যেতে হবে আপনার বাড়ি থেকে। এখন দেখা যাচ্ছে বাজারে যাওয়ার জন্য অনেক রাস্তা আছে। একটা সোজা রাস্তা, একটা আছে পিছন দিক দিয়ে ঘুড়ে যাওয়ার রাস্তা, একটা আছে অনেক দুর দিয়ে বাকা রাস্তা। এখন আপনাকে যেতে হবে বাজারেই কিন্তু রাস্তা অনেক। ঠিক তেমন ব্লকচেইন হচ্ছে ডিসেন্ট্রালাইজড সিস্টেম, মেন একটাই। কিন্তু যাওয়ার রাস্তা ভিন্ন ভিন্ন বানিয়ে দেওয়া হয়েছে। এখন বিটকয়েন আলাধা রাস্তা বানিয়ে নিয়েছে, ইথারিয়াম আলাধা রাস্তা বানিয়ে নিয়েছে, নিয়ো আলাধা রাস্তা বানিয়ে নিয়েছে। কিন্তু যেতে হবে এক জায়গাতেই। এখন কয়েন এর রাস্তা নিজের, ব্লকচেইন নিজের, সমস্ত সিস্টেম/টেকনোলোজি নিজের।
এখন যদি কথা বলি টোকেন কে নিয়ে তাহলে তারা ফলো করে উপরের রাস্তাকে। ধরুন বিন্যান্স টোকেন, ওডিইএম, অল্ট যেই টোকেনই হোক না কেনো, সে কোনো একটা পারটিকুলার ব্লকচেইন কে নিয়ে নিবে এবং তার রাস্তা ধরে আগানোর চেষ্টা করবে। এখন সবচাইতে বেশি ইউজ হয় ইথারিয়াম। বেশির ভাগ এখন কি করে, ইথারিয়ামকে তাদের প্ল্যাটফর্ম বানিয়ে নিয়ে ঐ প্ল্যাটফর্ম কে ইউজ করে নিজের একটা টোকেন বানিয়ে নিবে। এইটাকে কয়েনও বলতে পারেন। এখানে কয়েন এর ব্লকচেইন সহ সব কিছু নিজের, আর টোকেন কয়েন এর ব্লকচেইন কে বেজ ধরে নিজের টোকেন বানিয়ে নিচ্ছে।
আরও সহজ ভাবে যদি উদাহরন দিয়ে বুঝাই। ধরেন বিক্রয় ডট কম কি করে, সে একটা প্ল্যাটফর্ম দেয় ইউজারদেরকে যে আসো কিছু বিক্রি করো অথবা কিনো যা ইচ্ছা করো। ঠিক সেই ভাবে কয়েন একটা প্ল্যাটফর্ম দেয় বিভন্ন টোকেন কে যে আসো টোকেন বিক্রি করো বিনিময়ে শুধু আমাদেরকে কিছিু ফি দিয়ে দিয়ো। কষ্ট করে তোমাদেরকে ব্যাক্তিগতো ব্লকচেইন সিস্টেম বানাতে হবে না। শুধু আমার তৈরি করা রাস্তায় চলো আর আমাকে ক্রেডিট দাও।
এখন যদি অল্পতে বলতে যাই, টোকেন সেইটাই যে অন্যর ব্লকচেইন কে ব্যাবহার করে নিজের প্ল্যাটফর্ম বানায়। আর কয়েন সেইটাই যে নিজেস্ব ব্লকচেইন সিস্টেম বানিয়ে নিজের রাস্তা নিজে তৈরি করে গন্তোব্যতে পৌছায়।
ধন্যবাদ আপনাকে। এরকম আরো হেল্পফুল পোস্ট করার চেষ্টা করুন তাহলে আপনার স্ক্রিল বাড়বে এবং অন্যরা আপনার পোস্ট দেখে উপক্রিত হবে।
-
আমি ১০০% দিয়ে বলতে পারি আপনি যদি নতুন হন আর ইন্টারমিডিয়েটেই হন বেশির ভাগের ভিতরে কয়েন আর টোকেন এর ভিতরে একটা কনফিউশন আছেই।
আপনাদের কাছে ফুললি ক্লিয়ার করার চেষ্টা করবো কয়েন এর ভিতরে কি ডিফারেন্স আছে আর টোকেনের ভিতরে কি ধরনের ডিফারেন্স আছে।
আপনারা নিশ্চই coinmarketcap সাইট সম্পর্কে জানেন। ক্রিপটোতে কাজ করেন আর coinmarketcap সম্পর্কে জানেন না, এমন কাউকে খুজে পাওয়া যাবে না। ওখানে গিয়ে দেখবেন একটা সেকশন আছে কয়েন এর, আর একটা সেকশন আছে টোকেনের জন্য। তো, আপনি কি কখনও জানার চেষ্টা করেছেন এখানে দুইটা সেকশন যে আছে তাদের মধ্যে ডিফারেন্সটা কি?
প্রথমে কথা বলবো কয়েন সম্পর্কে। কয়েন ইজ দ্যা বেস্ট, মেন এইটাই। টোকেন পরে এসেছে, প্রথমে এসেছে কয়েন। বিটকয়েন, ইথারিয়াম, নিয়ো এগুলো সব কয়েন। এখন কয়েন কি তা জানার আগে একটু ব্লকচেইন নিয়ে বলি তাহলে সুবিধা হবে বুঝতে।
ব্লকচেইন ব্যাপারে তো আপনারা নিশ্চই শুনেছেন। ব্লকচেইন হচ্ছে ডিসেন্ট্রালাইজড সিস্টেম। ইন শর্ট… ব্লকচেন ডিসেন্ট্রালাইজড, ওপেন লেজারও বলা যায়, ডিস্ট্রিবিউটার লেজার বলা যায় । মানে যেই কন্ট্রোল থাকে, তা কারো একক হাতে থাকে না, সবাই এর মালিক হয়ে থাকে। কারো একক হাতে কোনো কিছু চেন্জ হয় না। যতোক্ষন পর্যন্ত না ৫১% এর মত একই না হবে ততোক্ষন পর্যন্ত কেউ কিছুই করতে পারবে না।
এখানে ডিফারেন্স ডিফারেন্স এ্যালগোরিদম বানানো আছে। যেমন ধরুন, আপনাকে বাজারে যেতে হবে আপনার বাড়ি থেকে। এখন দেখা যাচ্ছে বাজারে যাওয়ার জন্য অনেক রাস্তা আছে। একটা সোজা রাস্তা, একটা আছে পিছন দিক দিয়ে ঘুড়ে যাওয়ার রাস্তা, একটা আছে অনেক দুর দিয়ে বাকা রাস্তা। এখন আপনাকে যেতে হবে বাজারেই কিন্তু রাস্তা অনেক। ঠিক তেমন ব্লকচেইন হচ্ছে ডিসেন্ট্রালাইজড সিস্টেম, মেন একটাই। কিন্তু যাওয়ার রাস্তা ভিন্ন ভিন্ন বানিয়ে দেওয়া হয়েছে। এখন বিটকয়েন আলাধা রাস্তা বানিয়ে নিয়েছে, ইথারিয়াম আলাধা রাস্তা বানিয়ে নিয়েছে, নিয়ো আলাধা রাস্তা বানিয়ে নিয়েছে। কিন্তু যেতে হবে এক জায়গাতেই। এখন কয়েন এর রাস্তা নিজের, ব্লকচেইন নিজের, সমস্ত সিস্টেম/টেকনোলোজি নিজের।
এখন যদি কথা বলি টোকেন কে নিয়ে তাহলে তারা ফলো করে উপরের রাস্তাকে। ধরুন বিন্যান্স টোকেন, ওডিইএম, অল্ট যেই টোকেনই হোক না কেনো, সে কোনো একটা পারটিকুলার ব্লকচেইন কে নিয়ে নিবে এবং তার রাস্তা ধরে আগানোর চেষ্টা করবে। এখন সবচাইতে বেশি ইউজ হয় ইথারিয়াম। বেশির ভাগ এখন কি করে, ইথারিয়ামকে তাদের প্ল্যাটফর্ম বানিয়ে নিয়ে ঐ প্ল্যাটফর্ম কে ইউজ করে নিজের একটা টোকেন বানিয়ে নিবে। এইটাকে কয়েনও বলতে পারেন। এখানে কয়েন এর ব্লকচেইন সহ সব কিছু নিজের, আর টোকেন কয়েন এর ব্লকচেইন কে বেজ ধরে নিজের টোকেন বানিয়ে নিচ্ছে।
আরও সহজ ভাবে যদি উদাহরন দিয়ে বুঝাই। ধরেন বিক্রয় ডট কম কি করে, সে একটা প্ল্যাটফর্ম দেয় ইউজারদেরকে যে আসো কিছু বিক্রি করো অথবা কিনো যা ইচ্ছা করো। ঠিক সেই ভাবে কয়েন একটা প্ল্যাটফর্ম দেয় বিভন্ন টোকেন কে যে আসো টোকেন বিক্রি করো বিনিময়ে শুধু আমাদেরকে কিছিু ফি দিয়ে দিয়ো। কষ্ট করে তোমাদেরকে ব্যাক্তিগতো ব্লকচেইন সিস্টেম বানাতে হবে না। শুধু আমার তৈরি করা রাস্তায় চলো আর আমাকে ক্রেডিট দাও।
এখন যদি অল্পতে বলতে যাই, টোকেন সেইটাই যে অন্যর ব্লকচেইন কে ব্যাবহার করে নিজের প্ল্যাটফর্ম বানায়। আর কয়েন সেইটাই যে নিজেস্ব ব্লকচেইন সিস্টেম বানিয়ে নিজের রাস্তা নিজে তৈরি করে গন্তোব্যতে পৌছায়।
Rony ভাই পোস্টটি অনেক সুন্দর ও গুছানো হয়েছে। এখান থেকে একটু হলেও নতুন ধারনা পেলাম। তাই আপনাকে অসংখ্য ধন্যবাদ সুন্দর একটি পোস্ট করার জন্য।
-
আমি একজন নতুন মানুষ হিসেবে অনেক ধারনা পেলাম। এটি আমাকে কয়েন ও টোকেন সম্পর্কে জানার ও বোঝার জন্য অনেক উপকারী একটা পোস্ট। এজন্য সিনিয়রদের মুখে শুনি ফোরামে পড়াশোনা করতে হবে তাহলে অনেক কিছু জানতে পারবে। এটা তার একটা জ্বলন্ত উদাহরণ। ধন্যবাদ আপনাকে এত সুন্দর একটা টপিকের জন্য।
-
আমি একজন নতুন মানুষ হিসেবে অনেক ধারনা পেলাম। এটি আমাকে কয়েন ও টোকেন সম্পর্কে জানার ও বোঝার জন্য অনেক উপকারী একটা পোস্ট। এজন্য সিনিয়রদের মুখে শুনি ফোরামে পড়াশোনা করতে হবে তাহলে অনেক কিছু জানতে পারবে। এটা তার একটা জ্বলন্ত উদাহরণ। ধন্যবাদ আপনাকে এত সুন্দর একটা টপিকের জন্য।
ক্রিপ্টোতে কাজ করতে হলে কয়েন ও টোকেনের মধ্যকার পার্থক্য জানতে হবে। এই টপিকটা অনেক পুরাতন। আমি খুঁজে খুঁজে বের করে আনছি কারণ এটা নতুনদের জন্য অনেক সহায়ক হবে তাই । যদি টপিক লেখক বর্তমানে একটিভ নেই। তবুও তার টপিকটা নতুনদের জন্য উপকারে আসবে। নতুনদের ও বলবো আপনারা পড়েন বেশি বেশি।
-
আমি ১০০% দিয়ে বলতে পারি আপনি যদি নতুন হন আর ইন্টারমিডিয়েটেই হন বেশির ভাগের ভিতরে কয়েন আর টোকেন এর ভিতরে একটা কনফিউশন আছেই।
আপনাদের কাছে ফুললি ক্লিয়ার করার চেষ্টা করবো কয়েন এর ভিতরে কি ডিফারেন্স আছে আর টোকেনের ভিতরে কি ধরনের ডিফারেন্স আছে।
আপনারা নিশ্চই coinmarketcap সাইট সম্পর্কে জানেন। ক্রিপটোতে কাজ করেন আর coinmarketcap সম্পর্কে জানেন না, এমন কাউকে খুজে পাওয়া যাবে না। ওখানে গিয়ে দেখবেন একটা সেকশন আছে কয়েন এর, আর একটা সেকশন আছে টোকেনের জন্য। তো, আপনি কি কখনও জানার চেষ্টা করেছেন এখানে দুইটা সেকশন যে আছে তাদের মধ্যে ডিফারেন্সটা কি?
প্রথমে কথা বলবো কয়েন সম্পর্কে। কয়েন ইজ দ্যা বেস্ট, মেন এইটাই। টোকেন পরে এসেছে, প্রথমে এসেছে কয়েন। বিটকয়েন, ইথারিয়াম, নিয়ো এগুলো সব কয়েন। এখন কয়েন কি তা জানার আগে একটু ব্লকচেইন নিয়ে বলি তাহলে সুবিধা হবে বুঝতে।
ব্লকচেইন ব্যাপারে তো আপনারা নিশ্চই শুনেছেন। ব্লকচেইন হচ্ছে ডিসেন্ট্রালাইজড সিস্টেম। ইন শর্ট… ব্লকচেন ডিসেন্ট্রালাইজড, ওপেন লেজারও বলা যায়, ডিস্ট্রিবিউটার লেজার বলা যায় । মানে যেই কন্ট্রোল থাকে, তা কারো একক হাতে থাকে না, সবাই এর মালিক হয়ে থাকে। কারো একক হাতে কোনো কিছু চেন্জ হয় না। যতোক্ষন পর্যন্ত না ৫১% এর মত একই না হবে ততোক্ষন পর্যন্ত কেউ কিছুই করতে পারবে না।
এখানে ডিফারেন্স ডিফারেন্স এ্যালগোরিদম বানানো আছে। যেমন ধরুন, আপনাকে বাজারে যেতে হবে আপনার বাড়ি থেকে। এখন দেখা যাচ্ছে বাজারে যাওয়ার জন্য অনেক রাস্তা আছে। একটা সোজা রাস্তা, একটা আছে পিছন দিক দিয়ে ঘুড়ে যাওয়ার রাস্তা, একটা আছে অনেক দুর দিয়ে বাকা রাস্তা। এখন আপনাকে যেতে হবে বাজারেই কিন্তু রাস্তা অনেক। ঠিক তেমন ব্লকচেইন হচ্ছে ডিসেন্ট্রালাইজড সিস্টেম, মেন একটাই। কিন্তু যাওয়ার রাস্তা ভিন্ন ভিন্ন বানিয়ে দেওয়া হয়েছে। এখন বিটকয়েন আলাধা রাস্তা বানিয়ে নিয়েছে, ইথারিয়াম আলাধা রাস্তা বানিয়ে নিয়েছে, নিয়ো আলাধা রাস্তা বানিয়ে নিয়েছে। কিন্তু যেতে হবে এক জায়গাতেই। এখন কয়েন এর রাস্তা নিজের, ব্লকচেইন নিজের, সমস্ত সিস্টেম/টেকনোলোজি নিজের।
এখন যদি কথা বলি টোকেন কে নিয়ে তাহলে তারা ফলো করে উপরের রাস্তাকে। ধরুন বিন্যান্স টোকেন, ওডিইএম, অল্ট যেই টোকেনই হোক না কেনো, সে কোনো একটা পারটিকুলার ব্লকচেইন কে নিয়ে নিবে এবং তার রাস্তা ধরে আগানোর চেষ্টা করবে। এখন সবচাইতে বেশি ইউজ হয় ইথারিয়াম। বেশির ভাগ এখন কি করে, ইথারিয়ামকে তাদের প্ল্যাটফর্ম বানিয়ে নিয়ে ঐ প্ল্যাটফর্ম কে ইউজ করে নিজের একটা টোকেন বানিয়ে নিবে। এইটাকে কয়েনও বলতে পারেন। এখানে কয়েন এর ব্লকচেইন সহ সব কিছু নিজের, আর টোকেন কয়েন এর ব্লকচেইন কে বেজ ধরে নিজের টোকেন বানিয়ে নিচ্ছে।
আরও সহজ ভাবে যদি উদাহরন দিয়ে বুঝাই। ধরেন বিক্রয় ডট কম কি করে, সে একটা প্ল্যাটফর্ম দেয় ইউজারদেরকে যে আসো কিছু বিক্রি করো অথবা কিনো যা ইচ্ছা করো। ঠিক সেই ভাবে কয়েন একটা প্ল্যাটফর্ম দেয় বিভন্ন টোকেন কে যে আসো টোকেন বিক্রি করো বিনিময়ে শুধু আমাদেরকে কিছিু ফি দিয়ে দিয়ো। কষ্ট করে তোমাদেরকে ব্যাক্তিগতো ব্লকচেইন সিস্টেম বানাতে হবে না। শুধু আমার তৈরি করা রাস্তায় চলো আর আমাকে ক্রেডিট দাও।
এখন যদি অল্পতে বলতে যাই, টোকেন সেইটাই যে অন্যর ব্লকচেইন কে ব্যাবহার করে নিজের প্ল্যাটফর্ম বানায়। আর কয়েন সেইটাই যে নিজেস্ব ব্লকচেইন সিস্টেম বানিয়ে নিজের রাস্তা নিজে তৈরি করে গন্তোব্যতে পৌছায়।
ভাই আপনাকে অসংখ্য ধন্যবাদ আপনি কয়েন এবং টোকেনের মধ্যে যে পার্থক্য তা খুব সুন্দর ভাবে তুলে ধরেছেন । কয়েন এবং টোকেনের মধ্যে আমার খুব বেশি দ্বিধাদ্বন্দ্ব ছিল তা একেবারেই কেটে গেছে এরকম তথ্যবহুল পোস্ট করলে আমাদের মত নতুনরা অবশ্যই উপকৃত হবে তবে আমি একটি কথা বলতে চাই যদি আমার কারমা দেওয়ার যোগ্যতা থাকতো তাহলে অবশ্যই আপনাকে প্লাস কারমা দিতাম ধন্যবাদ আপনাকে ।
-
অসংখ্য ধন্যবাদ ভাই কয়েন ও টোকেন সম্পর্কে বিস্তারিতভাবে বলার জন্য। আমাদের মত নতুন ইউজারদের জন্য সাহায্যকারী পোস্ট হয়েছে এটা। আমি এখান থেকে কিছু শিখতে পারলাম। ফোরামে যারা নতুন ইউজার আছে তারাও কয়েন ও টোকেন সম্পর্কে ক্লিয়ারলি ভাবে শিখতে পারবে এই পোস্ট পড়ে।
-
আপনাকে অনেক ধন্যবাদ Coin এবং Token সম্পর্কে বিস্তারিত আলোচনা করার জন্য। ফোরামে আমরা যারা নতুন সদস্য আছি তাদের অনেকটাই উপকার হবে আপনার এই পোস্টটি লক্ষ করলে। আমি মনে করি যে আপনাদের মত সিনিয়র ভাইরা যদি একটু সাহায্য করে তাহলে আমাদের মত নতুন ইউজার রা অনেকটাই অগ্রসর হবে।
-
কয়েন এবং টোকেনসম্পর্কে তো আপনার পোস্টটি আমার কাছে অনেক ভালো লেগেছে। অনেকেই আছে যারা টোকেন এবং কয়েন কে একই মনে করে। বিশেষ করে তাদের জন্য এই পোস্ট। তারা যদি এই পোস্ট পড়ে তাহলে কয়েন এবং টোকেন সম্পর্কে বিস্তারিত ধারণা লাভ করতে পারবে।
-
কয়েন এবং টোকেন এর মধ্যে যে ডিফারেন্স সেটা অনেক সাজিয়ে গুছিয়ে বর্ণনা করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। যারা আমার মত কয়েন এবং টোকেন এরমধ্যে তফাতটা জানেনা তারা যদি এই পোস্টটি পড়ে তাহলে আশা করি তাদের মধ্যে অনেকটাই ধারণা আসবে এই বিষয়ে। আপনি আরো এমন অন্য বিষয়ের উপর টপিক তৈরি করে আমাদের উপকৃত করবেন।
-
কয়েন এবং টোকেন সম্পর্কে আমার এত বিস্তারিত ক্লিয়ার ভাবে জানা ছিল না। ভাই আপনি বিস্তারিত ভালোভাবে বলার পর আমি তা পড়ে আরো ভালোভাবে ক্লিয়ার হতে পারলাম। সিনিয়র ভাই আপনাকে অসংখ্য ধন্যবাদ। ভবিষ্যতে এই ধরনের পোস্ট করলে আমরা অনেক উপকৃত হব এবং আমাদের অনেক বুঝতে সুবিধা হবে।
-
আমি ১০০% দিয়ে বলতে পারি আপনি যদি নতুন হন আর ইন্টারমিডিয়েটেই হন বেশির ভাগের ভিতরে কয়েন আর টোকেন এর ভিতরে একটা কনফিউশন আছেই।
আপনাদের কাছে ফুললি ক্লিয়ার করার চেষ্টা করবো কয়েন এর ভিতরে কি ডিফারেন্স আছে আর টোকেনের ভিতরে কি ধরনের ডিফারেন্স আছে।
আপনারা নিশ্চই coinmarketcap সাইট সম্পর্কে জানেন। ক্রিপটোতে কাজ করেন আর coinmarketcap সম্পর্কে জানেন না, এমন কাউকে খুজে পাওয়া যাবে না। ওখানে গিয়ে দেখবেন একটা সেকশন আছে কয়েন এর, আর একটা সেকশন আছে টোকেনের জন্য। তো, আপনি কি কখনও জানার চেষ্টা করেছেন এখানে দুইটা সেকশন যে আছে তাদের মধ্যে ডিফারেন্সটা কি?
প্রথমে কথা বলবো কয়েন সম্পর্কে। কয়েন ইজ দ্যা বেস্ট, মেন এইটাই। টোকেন পরে এসেছে, প্রথমে এসেছে কয়েন। বিটকয়েন, ইথারিয়াম, নিয়ো এগুলো সব কয়েন। এখন কয়েন কি তা জানার আগে একটু ব্লকচেইন নিয়ে বলি তাহলে সুবিধা হবে বুঝতে।
ব্লকচেইন ব্যাপারে তো আপনারা নিশ্চই শুনেছেন। ব্লকচেইন হচ্ছে ডিসেন্ট্রালাইজড সিস্টেম। ইন শর্ট… ব্লকচেন ডিসেন্ট্রালাইজড, ওপেন লেজারও বলা যায়, ডিস্ট্রিবিউটার লেজার বলা যায় । মানে যেই কন্ট্রোল থাকে, তা কারো একক হাতে থাকে না, সবাই এর মালিক হয়ে থাকে। কারো একক হাতে কোনো কিছু চেন্জ হয় না। যতোক্ষন পর্যন্ত না ৫১% এর মত একই না হবে ততোক্ষন পর্যন্ত কেউ কিছুই করতে পারবে না।
এখানে ডিফারেন্স ডিফারেন্স এ্যালগোরিদম বানানো আছে। যেমন ধরুন, আপনাকে বাজারে যেতে হবে আপনার বাড়ি থেকে। এখন দেখা যাচ্ছে বাজারে যাওয়ার জন্য অনেক রাস্তা আছে। একটা সোজা রাস্তা, একটা আছে পিছন দিক দিয়ে ঘুড়ে যাওয়ার রাস্তা, একটা আছে অনেক দুর দিয়ে বাকা রাস্তা। এখন আপনাকে যেতে হবে বাজারেই কিন্তু রাস্তা অনেক। ঠিক তেমন ব্লকচেইন হচ্ছে ডিসেন্ট্রালাইজড সিস্টেম, মেন একটাই। কিন্তু যাওয়ার রাস্তা ভিন্ন ভিন্ন বানিয়ে দেওয়া হয়েছে। এখন বিটকয়েন আলাধা রাস্তা বানিয়ে নিয়েছে, ইথারিয়াম আলাধা রাস্তা বানিয়ে নিয়েছে, নিয়ো আলাধা রাস্তা বানিয়ে নিয়েছে। কিন্তু যেতে হবে এক জায়গাতেই। এখন কয়েন এর রাস্তা নিজের, ব্লকচেইন নিজের, সমস্ত সিস্টেম/টেকনোলোজি নিজের।
এখন যদি কথা বলি টোকেন কে নিয়ে তাহলে তারা ফলো করে উপরের রাস্তাকে। ধরুন বিন্যান্স টোকেন, ওডিইএম, অল্ট যেই টোকেনই হোক না কেনো, সে কোনো একটা পারটিকুলার ব্লকচেইন কে নিয়ে নিবে এবং তার রাস্তা ধরে আগানোর চেষ্টা করবে। এখন সবচাইতে বেশি ইউজ হয় ইথারিয়াম। বেশির ভাগ এখন কি করে, ইথারিয়ামকে তাদের প্ল্যাটফর্ম বানিয়ে নিয়ে ঐ প্ল্যাটফর্ম কে ইউজ করে নিজের একটা টোকেন বানিয়ে নিবে। এইটাকে কয়েনও বলতে পারেন। এখানে কয়েন এর ব্লকচেইন সহ সব কিছু নিজের, আর টোকেন কয়েন এর ব্লকচেইন কে বেজ ধরে নিজের টোকেন বানিয়ে নিচ্ছে।
আরও সহজ ভাবে যদি উদাহরন দিয়ে বুঝাই। ধরেন বিক্রয় ডট কম কি করে, সে একটা প্ল্যাটফর্ম দেয় ইউজারদেরকে যে আসো কিছু বিক্রি করো অথবা কিনো যা ইচ্ছা করো। ঠিক সেই ভাবে কয়েন একটা প্ল্যাটফর্ম দেয় বিভন্ন টোকেন কে যে আসো টোকেন বিক্রি করো বিনিময়ে শুধু আমাদেরকে কিছিু ফি দিয়ে দিয়ো। কষ্ট করে তোমাদেরকে ব্যাক্তিগতো ব্লকচেইন সিস্টেম বানাতে হবে না। শুধু আমার তৈরি করা রাস্তায় চলো আর আমাকে ক্রেডিট দাও।
এখন যদি অল্পতে বলতে যাই, টোকেন সেইটাই যে অন্যর ব্লকচেইন কে ব্যাবহার করে নিজের প্ল্যাটফর্ম বানায়। আর কয়েন সেইটাই যে নিজেস্ব ব্লকচেইন সিস্টেম বানিয়ে নিজের রাস্তা নিজে তৈরি করে গন্তোব্যতে পৌছায়।
অনেক ধন্যবাদ ভাইয়া কয়েন এবং টোকেন সম্পর্কে বিস্তারিত আলোচনা করে আমাদেরকে বুঝিয়ে দেওয়ার জন্য। অল্প কিছুদিন ধরে ফোরামে আশায় এখনো এতটা অভিজ্ঞ হয়নি। কিন্তু আপনার পোস্ট পড়ে কয়েনও টকেন সম্পর্কে ভালোভাবে শিখতে পারলাম।
-
Coin and Token এ দুটোর মধ্যে কোন পার্থক্য আছে কিনা সেটা আমি জানিনা। যদি কেউ জানেন তাহলে আমাকে একটু বলেন। কারণ কয়েন এবং টোকেন এর মধ্যে কি কি পার্থক্য রয়েছে।
-
Coin and Token এ দুটোর মধ্যে কোন পার্থক্য আছে কিনা সেটা আমি জানিনা। যদি কেউ জানেন তাহলে আমাকে একটু বলেন। কারণ কয়েন এবং টোকেন এর মধ্যে কি কি পার্থক্য রয়েছে।
যেহেতু আপনি এই ফোরামের একজন নতুন মেম্বার সেইজন্য আপনাকে অবশ্যই ফোরামের বেশি একটিভ থাকতে হবে এবং সিনিয়র ভাইদের দেওয়া পোস্ট বেশি বেশি পড়তে হবে। আপনি জানতে চেয়েছেন কয়েন এবং টোকেন এর মধ্যে পার্থক্য কি। আমার জানামতে কয়েন হচ্ছে নিজস্ব প্ল্যাটফর্ম ঘিরে তৈরি টোকেন। যে টোকেন এর নিজস্ব প্ল্যাটফর্ম থাকে সেটাকে কয়েন বলা যায়। আর টোকেন হচ্ছে যেকোনো একটি প্ল্যাটফর্ম এর অন্তর্ভুক্ত।
-
আপনার পোষ্ট থেকে নতুনদের অনেক কিছু শেখার রয়েছে। অনেকে আছে যারা কয়েন এবং টোকেন সম্পর্কে কিছুই জানেনা তারা দুটোকে একই মনে করে তারা আপনার এ পোস্ট থেকে এ বিষয়ে সঠিক জ্ঞান লাভ করবে।
-
অনেক অনেক ধন্যবাদ ভাই। আপনি কয়েন এবং টোকেন সম্পর্কে অনেক গুরুত্বপূর্ণ ও বিস্তারিত আলোচনা করেছেন। আপনার পোস্ট থেকে ফোরামে আমরা যারা নতুন ইউজার আছি তাদের জন্য অনেক উপকৃত হবে। আমরা আপনার কাছে আরো আশা করছি এরকম তথ্যবহুল ও গুরুত্বপূর্ণ আলোচনা আমাদের আমাদের সাথে শেয়ার করবেন।
-
আমি ১০০% দিয়ে বলতে পারি আপনি যদি নতুন হন আর ইন্টারমিডিয়েটেই হন বেশির ভাগের ভিতরে কয়েন আর টোকেন এর ভিতরে একটা কনফিউশন আছেই।
আপনাদের কাছে ফুললি ক্লিয়ার করার চেষ্টা করবো কয়েন এর ভিতরে কি ডিফারেন্স আছে আর টোকেনের ভিতরে কি ধরনের ডিফারেন্স আছে।
আপনারা নিশ্চই coinmarketcap সাইট সম্পর্কে জানেন। ক্রিপটোতে কাজ করেন আর coinmarketcap সম্পর্কে জানেন না, এমন কাউকে খুজে পাওয়া যাবে না। ওখানে গিয়ে দেখবেন একটা সেকশন আছে কয়েন এর, আর একটা সেকশন আছে টোকেনের জন্য। তো, আপনি কি কখনও জানার চেষ্টা করেছেন এখানে দুইটা সেকশন যে আছে তাদের মধ্যে ডিফারেন্সটা কি?
প্রথমে কথা বলবো কয়েন সম্পর্কে। কয়েন ইজ দ্যা বেস্ট, মেন এইটাই। টোকেন পরে এসেছে, প্রথমে এসেছে কয়েন। বিটকয়েন, ইথারিয়াম, নিয়ো এগুলো সব কয়েন। এখন কয়েন কি তা জানার আগে একটু ব্লকচেইন নিয়ে বলি তাহলে সুবিধা হবে বুঝতে।
ব্লকচেইন ব্যাপারে তো আপনারা নিশ্চই শুনেছেন। ব্লকচেইন হচ্ছে ডিসেন্ট্রালাইজড সিস্টেম। ইন শর্ট… ব্লকচেন ডিসেন্ট্রালাইজড, ওপেন লেজারও বলা যায়, ডিস্ট্রিবিউটার লেজার বলা যায় । মানে যেই কন্ট্রোল থাকে, তা কারো একক হাতে থাকে না, সবাই এর মালিক হয়ে থাকে। কারো একক হাতে কোনো কিছু চেন্জ হয় না। যতোক্ষন পর্যন্ত না ৫১% এর মত একই না হবে ততোক্ষন পর্যন্ত কেউ কিছুই করতে পারবে না।
এখানে ডিফারেন্স ডিফারেন্স এ্যালগোরিদম বানানো আছে। যেমন ধরুন, আপনাকে বাজারে যেতে হবে আপনার বাড়ি থেকে। এখন দেখা যাচ্ছে বাজারে যাওয়ার জন্য অনেক রাস্তা আছে। একটা সোজা রাস্তা, একটা আছে পিছন দিক দিয়ে ঘুড়ে যাওয়ার রাস্তা, একটা আছে অনেক দুর দিয়ে বাকা রাস্তা। এখন আপনাকে যেতে হবে বাজারেই কিন্তু রাস্তা অনেক। ঠিক তেমন ব্লকচেইন হচ্ছে ডিসেন্ট্রালাইজড সিস্টেম, মেন একটাই। কিন্তু যাওয়ার রাস্তা ভিন্ন ভিন্ন বানিয়ে দেওয়া হয়েছে। এখন বিটকয়েন আলাধা রাস্তা বানিয়ে নিয়েছে, ইথারিয়াম আলাধা রাস্তা বানিয়ে নিয়েছে, নিয়ো আলাধা রাস্তা বানিয়ে নিয়েছে। কিন্তু যেতে হবে এক জায়গাতেই। এখন কয়েন এর রাস্তা নিজের, ব্লকচেইন নিজের, সমস্ত সিস্টেম/টেকনোলোজি নিজের।
এখন যদি কথা বলি টোকেন কে নিয়ে তাহলে তারা ফলো করে উপরের রাস্তাকে। ধরুন বিন্যান্স টোকেন, ওডিইএম, অল্ট যেই টোকেনই হোক না কেনো, সে কোনো একটা পারটিকুলার ব্লকচেইন কে নিয়ে নিবে এবং তার রাস্তা ধরে আগানোর চেষ্টা করবে। এখন সবচাইতে বেশি ইউজ হয় ইথারিয়াম। বেশির ভাগ এখন কি করে, ইথারিয়ামকে তাদের প্ল্যাটফর্ম বানিয়ে নিয়ে ঐ প্ল্যাটফর্ম কে ইউজ করে নিজের একটা টোকেন বানিয়ে নিবে। এইটাকে কয়েনও বলতে পারেন। এখানে কয়েন এর ব্লকচেইন সহ সব কিছু নিজের, আর টোকেন কয়েন এর ব্লকচেইন কে বেজ ধরে নিজের টোকেন বানিয়ে নিচ্ছে।
আরও সহজ ভাবে যদি উদাহরন দিয়ে বুঝাই। ধরেন বিক্রয় ডট কম কি করে, সে একটা প্ল্যাটফর্ম দেয় ইউজারদেরকে যে আসো কিছু বিক্রি করো অথবা কিনো যা ইচ্ছা করো। ঠিক সেই ভাবে কয়েন একটা প্ল্যাটফর্ম দেয় বিভন্ন টোকেন কে যে আসো টোকেন বিক্রি করো বিনিময়ে শুধু আমাদেরকে কিছিু ফি দিয়ে দিয়ো। কষ্ট করে তোমাদেরকে ব্যাক্তিগতো ব্লকচেইন সিস্টেম বানাতে হবে না। শুধু আমার তৈরি করা রাস্তায় চলো আর আমাকে ক্রেডিট দাও।
এখন যদি অল্পতে বলতে যাই, টোকেন সেইটাই যে অন্যর ব্লকচেইন কে ব্যাবহার করে নিজের প্ল্যাটফর্ম বানায়। আর কয়েন সেইটাই যে নিজেস্ব ব্লকচেইন সিস্টেম বানিয়ে নিজের রাস্তা নিজে তৈরি করে গন্তোব্যতে পৌছায়।
আপনি অনেক ভালো বলেছেন ভাই। জা শুধু সাধারন মেম্বারেরভমানে নতুন মেম্বার এর খুব উপকার হবে। সত্যিই কয়েন উন্মুক্তভাবে চলাচল করতে পারে কিন্তু টুকেন তা পারেনা। জা আপনি বুজিয়েছে। আপনি এভাবে সভার পাসে থাকবেন। ধন্যবাদ
-
আমিও এই ফোরামে নতুন। কয়েন এবং টোকেন সম্পর্কে আমার কোন ধারণা ছিল না। কিন্তু কয়েন এবং টোকেন সম্পর্কে সবার বিস্তারিত দেখে আমি অনেক কিছু জানতে পারলাম। তাই ফোরামের সিনিয়র ভাইদের অনেক ধন্যবাদ জানাই। কয়েন এবং টোকেন সম্পর্কে গুরুত্বপূর্ণ আলোচনা করার জন্য। তাই আশা করি সিনিয়র ভাইরা আরো গুরুত্বপূর্ণ পোস্ট আমাদের সামনে উপস্থাপন করবেন।
-
বুঝতে পেরেছি। নিজস্ব blockchain এ নির্মিত হলো কয়েন। এবং অন্য প্ল্যাটফর্মে তৈরি হয় হল টোকেন।
-
আর্মি ফর্মে নতুন তবে বিষয়টি সুন্দর ভাবে উপস্থাপন করার জন্য অসংখ্য ধন্যবাদ, আশা করি এইরকম পোষ্ট পেলে অনেক উপকৃত হবো।
-
আমি যদি কারমা দিতে পারতাম তাহলে অবশ্যই এই পোস্টটি একটি কারমা দিয়ে যেতাম। যাইহোক ভাই আপনার পোস্টের এক অংশও বাদ নেই যে মনযোগ দিয়ে পড়ি নাই। অনেক ভালো ভালো দুইটি উদাহরণ দিয়েছেন। যারা না বুঝে তারাও অনেক সহযেই বুঝে যাবে আশাকরি।
-
আমি ১০০% দিয়ে বলতে পারি আপনি যদি নতুন হন আর ইন্টারমিডিয়েটেই হন বেশির ভাগের ভিতরে কয়েন আর টোকেন এর ভিতরে একটা কনফিউশন আছেই।
আপনাদের কাছে ফুললি ক্লিয়ার করার চেষ্টা করবো কয়েন এর ভিতরে কি ডিফারেন্স আছে আর টোকেনের ভিতরে কি ধরনের ডিফারেন্স আছে।
আপনারা নিশ্চই coinmarketcap সাইট সম্পর্কে জানেন। ক্রিপটোতে কাজ করেন আর coinmarketcap সম্পর্কে জানেন না, এমন কাউকে খুজে পাওয়া যাবে না। ওখানে গিয়ে দেখবেন একটা সেকশন আছে কয়েন এর, আর একটা সেকশন আছে টোকেনের জন্য। তো, আপনি কি কখনও জানার চেষ্টা করেছেন এখানে দুইটা সেকশন যে আছে তাদের মধ্যে ডিফারেন্সটা কি?
প্রথমে কথা বলবো কয়েন সম্পর্কে। কয়েন ইজ দ্যা বেস্ট, মেন এইটাই। টোকেন পরে এসেছে, প্রথমে এসেছে কয়েন। বিটকয়েন, ইথারিয়াম, নিয়ো এগুলো সব কয়েন। এখন কয়েন কি তা জানার আগে একটু ব্লকচেইন নিয়ে বলি তাহলে সুবিধা হবে বুঝতে।
ব্লকচেইন ব্যাপারে তো আপনারা নিশ্চই শুনেছেন। ব্লকচেইন হচ্ছে ডিসেন্ট্রালাইজড সিস্টেম। ইন শর্ট… ব্লকচেন ডিসেন্ট্রালাইজড, ওপেন লেজারও বলা যায়, ডিস্ট্রিবিউটার লেজার বলা যায় । মানে যেই কন্ট্রোল থাকে, তা কারো একক হাতে থাকে না, সবাই এর মালিক হয়ে থাকে। কারো একক হাতে কোনো কিছু চেন্জ হয় না। যতোক্ষন পর্যন্ত না ৫১% এর মত একই না হবে ততোক্ষন পর্যন্ত কেউ কিছুই করতে পারবে না।
এখানে ডিফারেন্স ডিফারেন্স এ্যালগোরিদম বানানো আছে। যেমন ধরুন, আপনাকে বাজারে যেতে হবে আপনার বাড়ি থেকে। এখন দেখা যাচ্ছে বাজারে যাওয়ার জন্য অনেক রাস্তা আছে। একটা সোজা রাস্তা, একটা আছে পিছন দিক দিয়ে ঘুড়ে যাওয়ার রাস্তা, একটা আছে অনেক দুর দিয়ে বাকা রাস্তা। এখন আপনাকে যেতে হবে বাজারেই কিন্তু রাস্তা অনেক। ঠিক তেমন ব্লকচেইন হচ্ছে ডিসেন্ট্রালাইজড সিস্টেম, মেন একটাই। কিন্তু যাওয়ার রাস্তা ভিন্ন ভিন্ন বানিয়ে দেওয়া হয়েছে। এখন বিটকয়েন আলাধা রাস্তা বানিয়ে নিয়েছে, ইথারিয়াম আলাধা রাস্তা বানিয়ে নিয়েছে, নিয়ো আলাধা রাস্তা বানিয়ে নিয়েছে। কিন্তু যেতে হবে এক জায়গাতেই। এখন কয়েন এর রাস্তা নিজের, ব্লকচেইন নিজের, সমস্ত সিস্টেম/টেকনোলোজি নিজের।
এখন যদি কথা বলি টোকেন কে নিয়ে তাহলে তারা ফলো করে উপরের রাস্তাকে। ধরুন বিন্যান্স টোকেন, ওডিইএম, অল্ট যেই টোকেনই হোক না কেনো, সে কোনো একটা পারটিকুলার ব্লকচেইন কে নিয়ে নিবে এবং তার রাস্তা ধরে আগানোর চেষ্টা করবে। এখন সবচাইতে বেশি ইউজ হয় ইথারিয়াম। বেশির ভাগ এখন কি করে, ইথারিয়ামকে তাদের প্ল্যাটফর্ম বানিয়ে নিয়ে ঐ প্ল্যাটফর্ম কে ইউজ করে নিজের একটা টোকেন বানিয়ে নিবে। এইটাকে কয়েনও বলতে পারেন। এখানে কয়েন এর ব্লকচেইন সহ সব কিছু নিজের, আর টোকেন কয়েন এর ব্লকচেইন কে বেজ ধরে নিজের টোকেন বানিয়ে নিচ্ছে।
আরও সহজ ভাবে যদি উদাহরন দিয়ে বুঝাই। ধরেন বিক্রয় ডট কম কি করে, সে একটা প্ল্যাটফর্ম দেয় ইউজারদেরকে যে আসো কিছু বিক্রি করো অথবা কিনো যা ইচ্ছা করো। ঠিক সেই ভাবে কয়েন একটা প্ল্যাটফর্ম দেয় বিভন্ন টোকেন কে যে আসো টোকেন বিক্রি করো বিনিময়ে শুধু আমাদেরকে কিছিু ফি দিয়ে দিয়ো। কষ্ট করে তোমাদেরকে ব্যাক্তিগতো ব্লকচেইন সিস্টেম বানাতে হবে না। শুধু আমার তৈরি করা রাস্তায় চলো আর আমাকে ক্রেডিট দাও।
এখন যদি অল্পতে বলতে যাই, টোকেন সেইটাই যে অন্যর ব্লকচেইন কে ব্যাবহার করে নিজের প্ল্যাটফর্ম বানায়। আর কয়েন সেইটাই যে নিজেস্ব ব্লকচেইন সিস্টেম বানিয়ে নিজের রাস্তা নিজে তৈরি করে গন্তোব্যতে পৌছায়।
আপনার পোস্ট সত্যি অনেক ভালো হয়েছে। আপনার পোস্টের জন্য অনেক উপকার হবে। আমি যদি কারমা দিতে পারতাম তাহলে আপনার এই পোস্ট এ কারমা দিতাম। আপনার এই পোস্টটি আপনি ভালোভাবে বুঝিয়েছেন এবং খুব সহজেই বুঝেছি। ধন্যবাদ আপনাকে অসংখ্য।
-
আপনি অনেক সুন্দর টপিক আমাদের মাঝে শেয়ার করছেন। এভাবে যদি আপনি ভালো ভালো টপিক আমাদের মাঝে পোস্ট করেন তাহলে আমরা নতুনরা অনেক কিছু জানতে পারবো এবং বিষয়গুলো আরো ভালোভাবে বুঝতে পারব। আমার পক্ষ থেকে আপনাকে ধন্যবাদ।
-
কয়েন এবং টোকেন দুটোই আলাদা কারণ এটা সম্পন্ন আলাদা আপনাকে একটা জিনিস ধারনা রাখতে হবে, সেটা হচ্ছে Coin এবং Token এদের Exchange রয়েছে ।