Altcoins Talks - Cryptocurrency Forum

Local => বাংলা (Bengali) => Topic started by: Goku01 on October 10, 2018, 07:58:49 PM

Title: কারমা কাকে দিবেন ও কেন দিবেন?
Post by: Goku01 on October 10, 2018, 07:58:49 PM
এটকয়েনটকে কারমা অনেক বড় একাটা ফ্যাক্ট। তাই না বুঝে পজেটিভ বা নেগেটিভ কারমা দেওয়া ঠিক না।

তাই আজ কারমা কাকে দিবেন এবং কেন দিবেন এই বিষয়ে আলোচনা করব।

কেও যদি কোন ইনফরমেটিভ পোষ্ট দেয় তাহলে কারমা দিবেন কিন্তু এখানে একটা সমস্যা আছে। বেশির ভাই ইনফরমেটিভ পোষ্টি কপি করা হয়। যেমন "বিটকয়েন কি?" "আল্টকয়েন কি" "ব্লচেইন কি" "ক্রিপ্টকারিন্সি কি" এগুলো বেশির ভাগ পোষ্টই কপি করা বা গুগল ট্রান্সলেটর দিয়ে বাংলা করে দেয়। এগুলো তাদের নিজের যোগ্যতা থেকে দেয় না। তাই এগুলোতে + কারমা দিবেন না। যদি পোষ্ট নিজের মতো করে কেও নিজে লেখে দেয় যা আপনার উপকারে আসে তাহলে তাকে + কারমা দিবেন।

আবার কেও যদি দেখেন পোষ্ট কপি করে দিচ্ছে বা স্পামিং করতিছে তাহলে - কারমা দিবেন।


পোষ্টটা দেওয়ার কারণ আমাদের লোকালে কেও কারমা দেয়না। ভাল পোষ্ট খারাপ পোষ্ট কোনটাতেই না। কারমা দিলে আপনার কোন ক্ষতিই নেই। এতে সবার কাজের আগ্রহ বাড়বে। সবাই ভাল ভাল পোষ্ট দেওয়ার চেষ্টা করবে। এতে আমাদের লোকার আরো অনেক এক্টিভ হয়ে উঠবে।

এই বিষয়ে কারো কোন মতামত থাকলে জানান।

সবাইকে ধন্যবাদ।  :)
Title: Re: কারমা কাকে দিবেন ও কেন দিবেন?
Post by: Rony24h7 on October 12, 2018, 06:27:39 AM
কোনো লোকাল থ্রেডে (বাংলা) কপি পেস্ট টপিক/পোস্টে Report to moderator বাটনে ক্লিক করলে সেই রিপোর্ট কি আপনার কাছে যায়? যেহেতু আপনি একজন মডারেটর। আর কোনো পোস্টে রিপোর্ট করার পরে আপনি কি এ্যাকশন নিলেন তা জানার কোনো ব্যাবস্থা আছে, কিংবা যারা রিপোর্ট করে তাদেরকে রেজাল্ট জানান কি?
যেহেতু ভালো পোস্ট করলে কারমা পাবে, তাহলে কেউ যদি কষ্ট করে প্রমান সহ কারো কপি পেস্ট পোস্ট ব্যাপারে তুলে ধরে অথবা রিপোর্ট করে তাহলে সে তার এই কাজের জন্যও কি কারমা পায়?

যাইহোক সম্ভবতো দুইদিন আগে আমি একটা পোস্টে রিপোর্ট করেছিলাম। যেই পোস্টটা বাংলা থ্রেডে এখনও আছে, আর পোস্টটি হুবুহু আমার করা একটা টপিক এর কপি। আমি চাচ্ছিলাম না ওপেন ভাবে কিছু বলতে যেহেতু পোস্টকৃত ভাইটি ফোরামে একেবারে নতুন। তারপরে তার প্রফাইল ঘেটে যা বুঝলাম সে দ্রুত র‌্যাংক পাওয়ার জন্য এমন কাজ করছে।
এখানে তার পোস্ট লিংক দিলাম.. https://www.altcoinstalks.com/index.php?topic=60282.0 যা অক্টোবর ১০ তারিখে পাবলিশ করা হয়।

আর এই লিংক টা আমার করা টপিক এর... https://www.altcoinstalks.com/index.php?topic=59111.0  যা অক্টোবর ০৭ তারিখে পোস্ট করি।

আশা করি আপনি দ্রুত এর একটা প্রতিকার করবেন।
আর এই ফোরামের বাংলাদেশি সকল ভাইয়ের কাছে অনুরোধ, আসুন যেকোনো প্রকার স্প্যাম হতে বিরত থাকি। অনেক বড় একটা সুযোগ আছে এই ফোরামে। তার সঠিক ব্যাবহার করি। অযথা স্প্যাম করতে গিয়ে দেশের এবং নিজের আইডির ক্ষতি না করি।
Title: Re: কারমা কাকে দিবেন ও কেন দিবেন?
Post by: Goku01 on October 12, 2018, 11:59:05 AM
কোনো লোকাল থ্রেডে (বাংলা) কপি পেস্ট টপিক/পোস্টে Report to moderator বাটনে ক্লিক করলে সেই রিপোর্ট কি আপনার কাছে যায়? যেহেতু আপনি একজন মডারেটর। আর কোনো পোস্টে রিপোর্ট করার পরে আপনি কি এ্যাকশন নিলেন তা জানার কোনো ব্যাবস্থা আছে, কিংবা যারা রিপোর্ট করে তাদেরকে রেজাল্ট জানান কি?

জী, বাংলা লোকাল থ্রেডের সব রিপোর্ট আমার কাছে আছে। আমি এগুলো চেক করি। আপনি যে রিপোর্ট করছেন তা ঠিক আছে। আমি রিপোর্ট এডমিনের কাছে রেফার করছি। যেহেতু যে একবারেই নতুন মেম্বার তাই থ্রেডের নিয়ম অনুযায়ী তাকে ১মেই নেগেটিভ কারমা দেওয়া যাবে না। তাকে বিষয়টা বুঝিয়ে বলতে হবে। পোষ্টে এক্সন নিলে আমি আপনাকে মেসেজ দিয়ে জানায়া দিব। ছাড়া কোন বুদ্ধি নাই। আমি আপনাকে আস্ক করছিলাম কোন পোষ্টের কপি কিন্তু আপনার কাছ থেকে আর কোন উত্তর পাইনি।
Title: Re: কারমা কাকে দিবেন ও কেন দিবেন?
Post by: Goku01 on October 12, 2018, 12:10:25 PM

যেহেতু ভালো পোস্ট করলে কারমা পাবে, তাহলে কেউ যদি কষ্ট করে প্রমান সহ কারো কপি পেস্ট পোস্ট ব্যাপারে তুলে ধরে অথবা রিপোর্ট করে তাহলে সে তার এই কাজের জন্যও কি কারমা পায়?

এটা এডমিনের উপর ডিপেন্ড করে। আপনি রিপোর্ট করলে যে কারমা দিতেই হবে এমন কোন নিয়ম নাই। তবে যদি বড় এবং ভাল কোন রিপোর্ট করতে পারেন তাহলে এডমিন খুশি হয়ে + কারমা দিতে পারে। বেবি স্টেপ, নুবি , জনিয়ার মেম্বাররা একটু ভুল করবেই তাদের ভুল গুলো তাদের বলে দিতে হবে। যদি হারার রেঙ্কের মেম্বারদের ভুল ধরতে পারেন তাহলে কারমা পাওয়ার সম্ভবনা অনেক বেশি। লো রেংকের ভুল নেগ্লেট করা হয় কারণ তারা সব নিয়ম হয়তো জানেনা। তাই ১মে তাদের সতর্ক করা হয়।
Title: Re: কারমা কাকে দিবেন ও কেন দিবেন?
Post by: Redowan Hasan on November 04, 2018, 08:15:07 PM
ধন্যবাদ আপনাকে আমি এখন কারমা সম্পর্কে এখজ সব টুকুই বুজছি কিন্তু আমরাও ত কারো কাছ থেকে কারমা পাচ্ছিনা আমাদের কারমা পাবার জন্য আমাদের কি রকম কাজ বা পুস্ট করতে হবে।  ধন্যবাদ আপনার সুন্ধর পুস্ট এর জন্য।
Title: Re: কারমা কাকে দিবেন ও কেন দিবেন?
Post by: vola on November 07, 2018, 08:25:44 AM
আমি এতোদিন লোকাল বোর্ডে কোন কামরা পাইনি ও দেইনি কারণ আমার মনে হয়েছিল যে লোকাল বোর্ডে যদি আমরা কামরা দেই তাহলে আমাদের আইডি ব্যান হতে পারে। এখন আপনার পোষ্টটি পড়ে আমার সন্দেহ দূর হলো । এখন থেকে আমি এখানে ভালো পোষ্ট আর খারপ পোষ্টের জন্য কামরা দিতে পারবো।
Title: Re: কারমা কাকে দিবেন ও কেন দিবেন?
Post by: smsohag on November 14, 2018, 04:27:52 PM
ধন্যবাদ আপনাকে। আমার এ ব্যপারে ধারনা ছিলো না। আমি কখনও কামারা দেই নি তবে একটি পেয়েছি। তাহলে মনে হচ্ছে আমি ভালো কিছু করেছি। আশা করি ভবিষ্যতেও এমন ভালো কিছু করার চেষ্টা করতেই থাকবো।
Title: Re: কারমা কাকে দিবেন ও কেন দিবেন?
Post by: Goku01 on November 15, 2018, 04:53:42 AM
ধন্যবাদ আপনাকে। আমার এ ব্যপারে ধারনা ছিলো না। আমি কখনও কামারা দেই নি তবে একটি পেয়েছি। তাহলে মনে হচ্ছে আমি ভালো কিছু করেছি। আশা করি ভবিষ্যতেও এমন ভালো কিছু করার চেষ্টা করতেই থাকবো।

apni ekhon karma dite parben... amader local e unique post dekhle karma den.. amader local e karma doar poriman khubi kom.... copy paste chara nijer lekha valo post dekhle karma den... karma dile apnar loss nai...sobai utshaho pabe karma paile
Title: Re: কারমা কাকে দিবেন ও কেন দিবেন?
Post by: Malam90 on November 29, 2018, 05:01:24 PM
আপনার এই মহামূল্যবান পোস্টটা পড়ে কারমা সম্পর্কে কিছু জানতে পারলাম। তাহলে কি বলতে পারি কারমা হচ্ছে বিটকয়েনটকের মেরিটের মতই?  আর কারমা কিভাবে দিতে হয়? সেটাও কি মেরিট দেওয়ার মতই? কোন র‌্যাঙ্কের লোকেরা কারমা দিতে পারে অন্যকে? দয়া করে উত্তর দিবেন ভাই।
Title: Re: কারমা কাকে দিবেন ও কেন দিবেন?
Post by: Rafiq on November 30, 2018, 01:43:14 AM

Apnak dhannobad post tir jonno. Apnar post ta pora karma somporka janata parlam. Karma ki vabea dita hoy abong kon rank er lok dita para aonugroho kora jaben.
Title: Re: কারমা কাকে দিবেন ও কেন দিবেন?
Post by: Malam90 on November 30, 2018, 01:51:27 AM

Apnak dhannobad post tir jonno. Apnar post ta pora karma somporka janata parlam. Karma ki vabea dita hoy abong kon rank er lok dita para aonugroho kora jaben.

আসলেই উনার মত একজনকে বাংলাভাষী মডারেটর পাওয়া আমাদের জন্য ভাগ্যের ব্যপার। ভাইয়ের কাছ থেকে আরো গঠনমূলক ও ফোরাম সম্পর্কিত অনেক তথ্য পাব আশা করি।
Title: Re: কারমা কাকে দিবেন ও কেন দিবেন?
Post by: Sultana on November 30, 2018, 03:10:30 PM
পোস্টটি পড়ে আমি করমা সম্পর্কে জানতে পারলাম। তাহলে করমা দুই প্রকার-নেগেটিভ করমা আর পজেটিভ করমা। ভালো পোস্ট করতে পারলে পজেটিভ করমা পেতে পারি আর পোস্টের কোয়ালিটি খারাপ হলে নেগেটিভ করমা পেতে পারি। ধন্যবাদ পোস্টটি করার জন্য।
Title: Re: কারমা কাকে দিবেন ও কেন দিবেন?
Post by: Sultana on December 01, 2018, 01:40:24 PM
কারমা সম্পর্কে কিছুটা বুঝলাম তবে আমার একটা প্রশ্ন ভাইদের কাছে। রেডিটের কারমা আর এই ফোরামের কারমার মধ্যে পার্থক্য কি? কারমা কি তাহলে আপভোট বা লাইক টাইপের মাধ্যমে হয়? দয়াকরে কোন ভাই উ্ত্তর দিলে খুশি হবো।
Title: Re: কারমা কাকে দিবেন ও কেন দিবেন?
Post by: saprakib on December 02, 2018, 03:11:47 AM

Apnak dhannobad post tir jonno. Apnar post ta pora karma somporka janata parlam. Karma ki vabea dita hoy abong kon rank er lok dita para aonugroho kora jaben.

আসলেই উনার মত একজনকে বাংলাভাষী মডারেটর পাওয়া আমাদের জন্য ভাগ্যের ব্যপার। ভাইয়ের কাছ থেকে আরো গঠনমূলক ও ফোরাম সম্পর্কিত অনেক তথ্য পাব আশা করি।
apni tik bolecen. ai rokom akta post ami kujtecilam.ai topic ta theke karma somporke sotik darona pelam.ami mone kori airokom akjon moderator peye amra kub lucky. ami mone kori ai topics er upore uni positive karma pawar dabidar.
Title: Re: কারমা কাকে দিবেন ও কেন দিবেন?
Post by: saprakib on December 02, 2018, 03:14:44 AM
এটকয়েনটকে কারমা অনেক বড় একাটা ফ্যাক্ট। তাই না বুঝে পজেটিভ বা নেগেটিভ কারমা দেওয়া ঠিক না।

তাই আজ কারমা কাকে দিবেন এবং কেন দিবেন এই বিষয়ে আলোচনা করব।

কেও যদি কোন ইনফরমেটিভ পোষ্ট দেয় তাহলে কারমা দিবেন কিন্তু এখানে একটা সমস্যা আছে। বেশির ভাই ইনফরমেটিভ পোষ্টি কপি করা হয়। যেমন "বিটকয়েন কি?" "আল্টকয়েন কি" "ব্লচেইন কি" "ক্রিপ্টকারিন্সি কি" এগুলো বেশির ভাগ পোষ্টই কপি করা বা গুগল ট্রান্সলেটর দিয়ে বাংলা করে দেয়। এগুলো তাদের নিজের যোগ্যতা থেকে দেয় না। তাই এগুলোতে + কারমা দিবেন না। যদি পোষ্ট নিজের মতো করে কেও নিজে লেখে দেয় যা আপনার উপকারে আসে তাহলে তাকে + কারমা দিবেন।

আবার কেও যদি দেখেন পোষ্ট কপি করে দিচ্ছে বা স্পামিং করতিছে তাহলে - কারমা দিবেন।


পোষ্টটা দেওয়ার কারণ আমাদের লোকালে কেও কারমা দেয়না। ভাল পোষ্ট খারাপ পোষ্ট কোনটাতেই না। কারমা দিলে আপনার কোন ক্ষতিই নেই। এতে সবার কাজের আগ্রহ বাড়বে। সবাই ভাল ভাল পোষ্ট দেওয়ার চেষ্টা করবে। এতে আমাদের লোকার আরো অনেক এক্টিভ হয়ে উঠবে।

এই বিষয়ে কারো কোন মতামত থাকলে জানান।

সবাইকে ধন্যবাদ।  :)
Respectable moderator ami jante chai kun rank theke karma deya jabe and atar ki kuno limit ace r ha kew jodi amake ojota negative karma dey atar jonno kuno appeal kora jabe???
Title: Re: কারমা কাকে দিবেন ও কেন দিবেন?
Post by: Goku01 on December 02, 2018, 07:15:25 PM
এটকয়েনটকে কারমা অনেক বড় একাটা ফ্যাক্ট। তাই না বুঝে পজেটিভ বা নেগেটিভ কারমা দেওয়া ঠিক না।

তাই আজ কারমা কাকে দিবেন এবং কেন দিবেন এই বিষয়ে আলোচনা করব।

কেও যদি কোন ইনফরমেটিভ পোষ্ট দেয় তাহলে কারমা দিবেন কিন্তু এখানে একটা সমস্যা আছে। বেশির ভাই ইনফরমেটিভ পোষ্টি কপি করা হয়। যেমন "বিটকয়েন কি?" "আল্টকয়েন কি" "ব্লচেইন কি" "ক্রিপ্টকারিন্সি কি" এগুলো বেশির ভাগ পোষ্টই কপি করা বা গুগল ট্রান্সলেটর দিয়ে বাংলা করে দেয়। এগুলো তাদের নিজের যোগ্যতা থেকে দেয় না। তাই এগুলোতে + কারমা দিবেন না। যদি পোষ্ট নিজের মতো করে কেও নিজে লেখে দেয় যা আপনার উপকারে আসে তাহলে তাকে + কারমা দিবেন।

আবার কেও যদি দেখেন পোষ্ট কপি করে দিচ্ছে বা স্পামিং করতিছে তাহলে - কারমা দিবেন।


পোষ্টটা দেওয়ার কারণ আমাদের লোকালে কেও কারমা দেয়না। ভাল পোষ্ট খারাপ পোষ্ট কোনটাতেই না। কারমা দিলে আপনার কোন ক্ষতিই নেই। এতে সবার কাজের আগ্রহ বাড়বে। সবাই ভাল ভাল পোষ্ট দেওয়ার চেষ্টা করবে। এতে আমাদের লোকার আরো অনেক এক্টিভ হয়ে উঠবে।

এই বিষয়ে কারো কোন মতামত থাকলে জানান।

সবাইকে ধন্যবাদ।  :)
Respectable moderator ami jante chai kun rank theke karma deya jabe and atar ki kuno limit ace r ha kew jodi amake ojota negative karma dey atar jonno kuno appeal kora jabe???

sr. member hole karma dite parben... ji apni negative karma r jonno complain kote parben..karma r jonno courte ache.. jodi karon chara negetive karma dey tahole apnar negative karma tule niye je diche take dibe
Title: Re: কারমা কাকে দিবেন ও কেন দিবেন?
Post by: Lima on January 09, 2019, 12:05:20 PM
এটকয়েনটকে কারমা অনেক বড় একাটা ফ্যাক্ট। তাই না বুঝে পজেটিভ বা নেগেটিভ কারমা দেওয়া ঠিক না।

তাই আজ কারমা কাকে দিবেন এবং কেন দিবেন এই বিষয়ে আলোচনা করব।

কেও যদি কোন ইনফরমেটিভ পোষ্ট দেয় তাহলে কারমা দিবেন কিন্তু এখানে একটা সমস্যা আছে। বেশির ভাই ইনফরমেটিভ পোষ্টি কপি করা হয়। যেমন "বিটকয়েন কি?" "আল্টকয়েন কি" "ব্লচেইন কি" "ক্রিপ্টকারিন্সি কি" এগুলো বেশির ভাগ পোষ্টই কপি করা বা গুগল ট্রান্সলেটর দিয়ে বাংলা করে দেয়। এগুলো তাদের নিজের যোগ্যতা থেকে দেয় না। তাই এগুলোতে + কারমা দিবেন না। যদি পোষ্ট নিজের মতো করে কেও নিজে লেখে দেয় যা আপনার উপকারে আসে তাহলে তাকে + কারমা দিবেন।

আবার কেও যদি দেখেন পোষ্ট কপি করে দিচ্ছে বা স্পামিং করতিছে তাহলে - কারমা দিবেন।


পোষ্টটা দেওয়ার কারণ আমাদের লোকালে কেও কারমা দেয়না। ভাল পোষ্ট খারাপ পোষ্ট কোনটাতেই না। কারমা দিলে আপনার কোন ক্ষতিই নেই। এতে সবার কাজের আগ্রহ বাড়বে। সবাই ভাল ভাল পোষ্ট দেওয়ার চেষ্টা করবে। এতে আমাদের লোকার আরো অনেক এক্টিভ হয়ে উঠবে।

এই বিষয়ে কারো কোন মতামত থাকলে জানান।

সবাইকে ধন্যবাদ।  :)
অসংখ্য ধন্যবাদ আপনাকে গুরুত্বপূর্ন কথা গুলো পোস্ট করে পিন করে রাখার জন্য।
Title: Re: কারমা কাকে দিবেন ও কেন দিবেন?
Post by: alpian on February 04, 2019, 02:22:54 PM
কারমা পেতে চাইলে ভালো মানের পোস্ট করতে থাকুন। স্পামিং বা কপি পোস্ট করবেন না। এবং যারা কারমা পাইতেছে তাদের ফলো করুন। যে তারা কিভাবে কারমা পাচ্ছে, কিরকম পোস্টে কারমা পাচ্ছে। আরও বিস্তারিত জানতে উপরের পোস্ট গুলা ফলো করেন। এই বিষয়ে অনেক পোস্ট করা হয়েছে।
Title: Re: কারমা কাকে দিবেন ও কেন দিবেন?
Post by: Fariwala on February 14, 2019, 09:56:19 AM
এটকয়েনটকে কারমা অনেক বড় একাটা ফ্যাক্ট। তাই না বুঝে পজেটিভ বা নেগেটিভ কারমা দেওয়া ঠিক না।

তাই আজ কারমা কাকে দিবেন এবং কেন দিবেন এই বিষয়ে আলোচনা করব।

কেও যদি কোন ইনফরমেটিভ পোষ্ট দেয় তাহলে কারমা দিবেন কিন্তু এখানে একটা সমস্যা আছে। বেশির ভাই ইনফরমেটিভ পোষ্টি কপি করা হয়। যেমন "বিটকয়েন কি?" "আল্টকয়েন কি" "ব্লচেইন কি" "ক্রিপ্টকারিন্সি কি" এগুলো বেশির ভাগ পোষ্টই কপি করা বা গুগল ট্রান্সলেটর দিয়ে বাংলা করে দেয়। এগুলো তাদের নিজের যোগ্যতা থেকে দেয় না। তাই এগুলোতে + কারমা দিবেন না। যদি পোষ্ট নিজের মতো করে কেও নিজে লেখে দেয় যা আপনার উপকারে আসে তাহলে তাকে + কারমা দিবেন।

আবার কেও যদি দেখেন পোষ্ট কপি করে দিচ্ছে বা স্পামিং করতিছে তাহলে - কারমা দিবেন।


পোষ্টটা দেওয়ার কারণ আমাদের লোকালে কেও কারমা দেয়না। ভাল পোষ্ট খারাপ পোষ্ট কোনটাতেই না। কারমা দিলে আপনার কোন ক্ষতিই নেই। এতে সবার কাজের আগ্রহ বাড়বে। সবাই ভাল ভাল পোষ্ট দেওয়ার চেষ্টা করবে। এতে আমাদের লোকার আরো অনেক এক্টিভ হয়ে উঠবে।

এই বিষয়ে কারো কোন মতামত থাকলে জানান।

সবাইকে ধন্যবাদ।  :)
ধন্যবাদ ভাই,আপনার মূল্যবান সময় দিয়ে এত সুন্দর ভাবে কারমা বিষয়ে পোস্ট করার জন্য কিন্তু ভাই আমি একটি বিষয় জানার জন্য আগ্রহী যে আমাকে কারমা দেবে তাকে আমি দেখব কেমন করে।চিনবো কেমন করে যে সে আমাকে কার্মা দিয়েছে আর যদি আমি কারমা কাউকে দিতে চাই তাহলে কি ভাবে কারমা দিতে হবে তা যদি একটু বলতেন উপকার হত।
Title: Re: কারমা কাকে দিবেন ও কেন দিবেন?
Post by: JISAN on February 19, 2019, 09:02:24 AM
এটকয়েনটকে কারমা অনেক বড় একাটা ফ্যাক্ট। তাই না বুঝে পজেটিভ বা নেগেটিভ কারমা দেওয়া ঠিক না।

তাই আজ কারমা কাকে দিবেন এবং কেন দিবেন এই বিষয়ে আলোচনা করব।

কেও যদি কোন ইনফরমেটিভ পোষ্ট দেয় তাহলে কারমা দিবেন কিন্তু এখানে একটা সমস্যা আছে। বেশির ভাই ইনফরমেটিভ পোষ্টি কপি করা হয়। যেমন "বিটকয়েন কি?" "আল্টকয়েন কি" "ব্লচেইন কি" "ক্রিপ্টকারিন্সি কি" এগুলো বেশির ভাগ পোষ্টই কপি করা বা গুগল ট্রান্সলেটর দিয়ে বাংলা করে দেয়। এগুলো তাদের নিজের যোগ্যতা থেকে দেয় না। তাই এগুলোতে + কারমা দিবেন না। যদি পোষ্ট নিজের মতো করে কেও নিজে লেখে দেয় যা আপনার উপকারে আসে তাহলে তাকে + কারমা দিবেন।

আবার কেও যদি দেখেন পোষ্ট কপি করে দিচ্ছে বা স্পামিং করতিছে তাহলে - কারমা দিবেন।


পোষ্টটা দেওয়ার কারণ আমাদের লোকালে কেও কারমা দেয়না। ভাল পোষ্ট খারাপ পোষ্ট কোনটাতেই না। কারমা দিলে আপনার কোন ক্ষতিই নেই। এতে সবার কাজের আগ্রহ বাড়বে। সবাই ভাল ভাল পোষ্ট দেওয়ার চেষ্টা করবে। এতে আমাদের লোকার আরো অনেক এক্টিভ হয়ে উঠবে।

এই বিষয়ে কারো কোন মতামত থাকলে জানান।

সবাইকে ধন্যবাদ।  :)
ধন্যবাদ ভাই,আপনার মূল্যবান সময় দিয়ে এত সুন্দর ভাবে কারমা বিষয়ে পোস্ট করার জন্য কিন্তু ভাই আমি একটি বিষয় জানার জন্য আগ্রহী যে আমাকে কারমা দেবে তাকে আমি দেখব কেমন করে।চিনবো কেমন করে যে সে আমাকে কার্মা দিয়েছে আর যদি আমি কারমা কাউকে দিতে চাই তাহলে কি ভাবে কারমা দিতে হবে তা যদি একটু বলতেন উপকার হত।
আপনাকে কে কারমা দিয়েছে, কখন দিয়েছে, কোন পোস্টে দিয়েছে তা দেখার সিস্টেম এখনও চালূ করা হয়নি। তবে সেই সিস্টেম করা হবে যখন ইউজার সংখ্যা বাড়বে।
Title: Re: কারমা কাকে দিবেন ও কেন দিবেন?
Post by: Malam90 on February 21, 2019, 07:48:48 AM
এটকয়েনটকে কারমা অনেক বড় একাটা ফ্যাক্ট। তাই না বুঝে পজেটিভ বা নেগেটিভ কারমা দেওয়া ঠিক না।

তাই আজ কারমা কাকে দিবেন এবং কেন দিবেন এই বিষয়ে আলোচনা করব।

কেও যদি কোন ইনফরমেটিভ পোষ্ট দেয় তাহলে কারমা দিবেন কিন্তু এখানে একটা সমস্যা আছে। বেশির ভাই ইনফরমেটিভ পোষ্টি কপি করা হয়। যেমন "বিটকয়েন কি?" "আল্টকয়েন কি" "ব্লচেইন কি" "ক্রিপ্টকারিন্সি কি" এগুলো বেশির ভাগ পোষ্টই কপি করা বা গুগল ট্রান্সলেটর দিয়ে বাংলা করে দেয়। এগুলো তাদের নিজের যোগ্যতা থেকে দেয় না। তাই এগুলোতে + কারমা দিবেন না। যদি পোষ্ট নিজের মতো করে কেও নিজে লেখে দেয় যা আপনার উপকারে আসে তাহলে তাকে + কারমা দিবেন।

আবার কেও যদি দেখেন পোষ্ট কপি করে দিচ্ছে বা স্পামিং করতিছে তাহলে - কারমা দিবেন।


পোষ্টটা দেওয়ার কারণ আমাদের লোকালে কেও কারমা দেয়না। ভাল পোষ্ট খারাপ পোষ্ট কোনটাতেই না। কারমা দিলে আপনার কোন ক্ষতিই নেই। এতে সবার কাজের আগ্রহ বাড়বে। সবাই ভাল ভাল পোষ্ট দেওয়ার চেষ্টা করবে। এতে আমাদের লোকার আরো অনেক এক্টিভ হয়ে উঠবে।

এই বিষয়ে কারো কোন মতামত থাকলে জানান।

সবাইকে ধন্যবাদ।  :)
ধন্যবাদ ভাই,আপনার মূল্যবান সময় দিয়ে এত সুন্দর ভাবে কারমা বিষয়ে পোস্ট করার জন্য কিন্তু ভাই আমি একটি বিষয় জানার জন্য আগ্রহী যে আমাকে কারমা দেবে তাকে আমি দেখব কেমন করে।চিনবো কেমন করে যে সে আমাকে কার্মা দিয়েছে আর যদি আমি কারমা কাউকে দিতে চাই তাহলে কি ভাবে কারমা দিতে হবে তা যদি একটু বলতেন উপকার হত।
আপনাকে কে কারমা দিয়েছে, কখন দিয়েছে, কোন পোস্টে দিয়েছে তা দেখার সিস্টেম এখনও চালূ করা হয়নি। তবে সেই সিস্টেম করা হবে যখন ইউজার সংখ্যা বাড়বে।

এটা চালু করা এখন সময়ের দাবী। কারণ তাহলে দেখা যাবে কে দিয়েছে কর্মা। আর কোন কারণে দিয়েছে সেটারও ব্যাখ্যা থাকতে হবে সেখানে তাহলে অনেকে এলার্ট হয়ে যাবে।
Title: Re: কারমা কাকে দিবেন ও কেন দিবেন?
Post by: Goku01 on February 25, 2019, 05:42:23 AM
এটকয়েনটকে কারমা অনেক বড় একাটা ফ্যাক্ট। তাই না বুঝে পজেটিভ বা নেগেটিভ কারমা দেওয়া ঠিক না।

তাই আজ কারমা কাকে দিবেন এবং কেন দিবেন এই বিষয়ে আলোচনা করব।

কেও যদি কোন ইনফরমেটিভ পোষ্ট দেয় তাহলে কারমা দিবেন কিন্তু এখানে একটা সমস্যা আছে। বেশির ভাই ইনফরমেটিভ পোষ্টি কপি করা হয়। যেমন "বিটকয়েন কি?" "আল্টকয়েন কি" "ব্লচেইন কি" "ক্রিপ্টকারিন্সি কি" এগুলো বেশির ভাগ পোষ্টই কপি করা বা গুগল ট্রান্সলেটর দিয়ে বাংলা করে দেয়। এগুলো তাদের নিজের যোগ্যতা থেকে দেয় না। তাই এগুলোতে + কারমা দিবেন না। যদি পোষ্ট নিজের মতো করে কেও নিজে লেখে দেয় যা আপনার উপকারে আসে তাহলে তাকে + কারমা দিবেন।

আবার কেও যদি দেখেন পোষ্ট কপি করে দিচ্ছে বা স্পামিং করতিছে তাহলে - কারমা দিবেন।


পোষ্টটা দেওয়ার কারণ আমাদের লোকালে কেও কারমা দেয়না। ভাল পোষ্ট খারাপ পোষ্ট কোনটাতেই না। কারমা দিলে আপনার কোন ক্ষতিই নেই। এতে সবার কাজের আগ্রহ বাড়বে। সবাই ভাল ভাল পোষ্ট দেওয়ার চেষ্টা করবে। এতে আমাদের লোকার আরো অনেক এক্টিভ হয়ে উঠবে।

এই বিষয়ে কারো কোন মতামত থাকলে জানান।

সবাইকে ধন্যবাদ।  :)
ধন্যবাদ ভাই,আপনার মূল্যবান সময় দিয়ে এত সুন্দর ভাবে কারমা বিষয়ে পোস্ট করার জন্য কিন্তু ভাই আমি একটি বিষয় জানার জন্য আগ্রহী যে আমাকে কারমা দেবে তাকে আমি দেখব কেমন করে।চিনবো কেমন করে যে সে আমাকে কার্মা দিয়েছে আর যদি আমি কারমা কাউকে দিতে চাই তাহলে কি ভাবে কারমা দিতে হবে তা যদি একটু বলতেন উপকার হত।
আপনাকে কে কারমা দিয়েছে, কখন দিয়েছে, কোন পোস্টে দিয়েছে তা দেখার সিস্টেম এখনও চালূ করা হয়নি। তবে সেই সিস্টেম করা হবে যখন ইউজার সংখ্যা বাড়বে।

এটা চালু করা এখন সময়ের দাবী। কারণ তাহলে দেখা যাবে কে দিয়েছে কর্মা। আর কোন কারণে দিয়েছে সেটারও ব্যাখ্যা থাকতে হবে সেখানে তাহলে অনেকে এলার্ট হয়ে যাবে।

Ei forum e ekhono valo kajer jonno karma dey na... eto system suru korle aro karma dibe na.. koyek ta local thread ache jekhane moderator er sob valo kaj appreciate kore and karma dey.. amader ekhane to karma keo dey e na ba ami je dbo emon o post paina... sob copy and modify kora... nije cinta vabna kore keo post dey na... ba karo valo kaje utshaho dey na... khub valo post , uporkar holo onek.. egulo chara amader local e kono kothai nai..
Title: Re: কারমা কাকে দিবেন ও কেন দিবেন?
Post by: Linda78 on March 15, 2019, 02:46:07 PM
Ami jodi kaw ke karma na dei tahole ki  kono problem hobe , ba amon kono niyom ase je karma dite hobe??
Title: Re: কারমা কাকে দিবেন ও কেন দিবেন?
Post by: Linda78 on March 15, 2019, 05:29:07 PM
ami junuaer member ke karma dite parbo, ami jodi fulmember hoye ki sr.member ke karma dite parbo,abong legendary kew dite parbo ki.   
Title: Re: কারমা কাকে দিবেন ও কেন দিবেন?
Post by: Goku01 on March 15, 2019, 06:14:01 PM
ami junuaer member ke karma dite parbo, ami jodi fulmember hoye ki sr.member ke karma dite parbo,abong legendary kew dite parbo ki.

কারমা দিতে হলে আপনাকে আহে সিনিয়ার মেম্বার হতে হবে। তারপর আপনি সবাইকে কারমা দিতে পারবেন। আর কারমা কেন দিবেন তা আগে ভাল্ভাবে জেনে নিবেন।
Title: Re: কারমা কাকে দিবেন ও কেন দিবেন?
Post by: Tanimariya on March 17, 2019, 10:49:26 PM
কারমা কি কোন কাজে আসবে ভবিষ্যতে?   
Title: Re: কারমা কাকে দিবেন ও কেন দিবেন?
Post by: Goku01 on March 26, 2019, 09:30:05 AM
কারমা কি কোন কাজে আসবে ভবিষ্যতে?

জী , ভবিষ্যতে বিটকয়েন্টকের মতো এখানেও কারমা ছাড়া রেঙ্ক আপ করতে পারবেন না। তাই এখন থেকেই ভাল পোষ্ট করে কারমা আরন করুন।
Title: Re: কারমা কাকে দিবেন ও কেন দিবেন?
Post by: Akash on April 14, 2019, 11:54:19 AM
এটকয়েনটকে কারমা অনেক বড় একাটা ফ্যাক্ট। তাই না বুঝে পজেটিভ বা নেগেটিভ কারমা দেওয়া ঠিক না।

তাই আজ কারমা কাকে দিবেন এবং কেন দিবেন এই বিষয়ে আলোচনা করব।

কেও যদি কোন ইনফরমেটিভ পোষ্ট দেয় তাহলে কারমা দিবেন কিন্তু এখানে একটা সমস্যা আছে। বেশির ভাই ইনফরমেটিভ পোষ্টি কপি করা হয়। যেমন "বিটকয়েন কি?" "আল্টকয়েন কি" "ব্লচেইন কি" "ক্রিপ্টকারিন্সি কি" এগুলো বেশির ভাগ পোষ্টই কপি করা বা গুগল ট্রান্সলেটর দিয়ে বাংলা করে দেয়। এগুলো তাদের নিজের যোগ্যতা থেকে দেয় না। তাই এগুলোতে + কারমা দিবেন না। যদি পোষ্ট নিজের মতো করে কেও নিজে লেখে দেয় যা আপনার উপকারে আসে তাহলে তাকে + কারমা দিবেন।

আবার কেও যদি দেখেন পোষ্ট কপি করে দিচ্ছে বা স্পামিং করতিছে তাহলে - কারমা দিবেন।


পোষ্টটা দেওয়ার কারণ আমাদের লোকালে কেও কারমা দেয়না। ভাল পোষ্ট খারাপ পোষ্ট কোনটাতেই না। কারমা দিলে আপনার কোন ক্ষতিই নেই। এতে সবার কাজের আগ্রহ বাড়বে। সবাই ভাল ভাল পোষ্ট দেওয়ার চেষ্টা করবে। এতে আমাদের লোকার আরো অনেক এক্টিভ হয়ে উঠবে।

এই বিষয়ে কারো কোন মতামত থাকলে জানান।

সবাইকে ধন্যবাদ।  :)
Apnakew onek onek dhonobad ai doroner helpful post dewar jonno.
Title: Re: কারমা কাকে দিবেন ও কেন দিবেন?
Post by: ttcsalam on April 26, 2019, 07:52:08 AM
আমি ফরমে নতুন  আমার এ ব্যপারে ধারনা ছিলো না। আমার এখনও কারমা পাওয়া বা দেওয়ার সুযোগ হয়নি ।তবে নিয়ম টা জেনে অনেক ভাল লেগেছে।
আমাদের নতুনদের জন্য আপনাদের পোষ্ট অনুপ্রেরনা জোগায় এবং সুন্দর ভাবে কাজ করতে আগ্রহ তৈরী করে।
Title: Re: কারমা কাকে দিবেন ও কেন দিবেন?
Post by: Goku01 on May 04, 2019, 08:54:35 PM
আমি ফরমে নতুন  আমার এ ব্যপারে ধারনা ছিলো না। আমার এখনও কারমা পাওয়া বা দেওয়ার সুযোগ হয়নি ।তবে নিয়ম টা জেনে অনেক ভাল লেগেছে।
আমাদের নতুনদের জন্য আপনাদের পোষ্ট অনুপ্রেরনা জোগায় এবং সুন্দর ভাবে কাজ করতে আগ্রহ তৈরী করে।

Karma deoyar jonno apnake sr. member hoite hbe age kintu valo post korle ekhoni positive karma pere paren. Tai asha kori valo post diye positive karma paben
Title: Re: কারমা কাকে দিবেন ও কেন দিবেন?
Post by: Rafiq on June 22, 2020, 07:51:28 PM
কারমা পেতে চাইলে ভালো মানের পোস্ট করতে থাকুন। স্পামিং বা কপি পোস্ট করবেন না। এবং যারা কারমা পাইতেছে তাদের ফলো করুন। যে তারা কিভাবে কারমা পাচ্ছে, কিরকম পোস্টে কারমা পাচ্ছে। আরও বিস্তারিত জানতে উপরের পোস্ট গুলা ফলো করেন। এই বিষয়ে অনেক পোস্ট করা হয়েছে।
দুই রকম কারমা দেওয়া যায়, একটা + কারমা অন্যটি - কারমা।কেউ নিজের লেখ ভালো মানের পোস্ট করলে তাকে + কারমা দিবেন; এতে তার ভাল কাজের আগ্রহ বাড়বে। অন্যদিকে কেউ পোষ্ট কপি করলে  বা স্পামিং করলে তাকে - কারমা  দিবেন। এর ফলে ফোরামের সকলে উপকৃত হবেন।

Title: Re: কারমা কাকে দিবেন ও কেন দিবেন?
Post by: Rafiq on June 22, 2020, 08:09:34 PM
এটকয়েনটকে কারমা অনেক বড় একাটা ফ্যাক্ট। তাই না বুঝে পজেটিভ বা নেগেটিভ কারমা দেওয়া ঠিক না।

তাই আজ কারমা কাকে দিবেন এবং কেন দিবেন এই বিষয়ে আলোচনা করব।

কেও যদি কোন ইনফরমেটিভ পোষ্ট দেয় তাহলে কারমা দিবেন কিন্তু এখানে একটা সমস্যা আছে। বেশির ভাই ইনফরমেটিভ পোষ্টি কপি করা হয়। যেমন "বিটকয়েন কি?" "আল্টকয়েন কি" "ব্লচেইন কি" "ক্রিপ্টকারিন্সি কি" এগুলো বেশির ভাগ পোষ্টই কপি করা বা গুগল ট্রান্সলেটর দিয়ে বাংলা করে দেয়। এগুলো তাদের নিজের যোগ্যতা থেকে দেয় না। তাই এগুলোতে + কারমা দিবেন না। যদি পোষ্ট নিজের মতো করে কেও নিজে লেখে দেয় যা আপনার উপকারে আসে তাহলে তাকে + কারমা দিবেন।

আবার কেও যদি দেখেন পোষ্ট কপি করে দিচ্ছে বা স্পামিং করতিছে তাহলে - কারমা দিবেন।


পোষ্টটা দেওয়ার কারণ আমাদের লোকালে কেও কারমা দেয়না। ভাল পোষ্ট খারাপ পোষ্ট কোনটাতেই না। কারমা দিলে আপনার কোন ক্ষতিই নেই। এতে সবার কাজের আগ্রহ বাড়বে। সবাই ভাল ভাল পোষ্ট দেওয়ার চেষ্টা করবে। এতে আমাদের লোকার আরো অনেক এক্টিভ হয়ে উঠবে।

এই বিষয়ে কারো কোন মতামত থাকলে জানান।

সবাইকে ধন্যবাদ।  :)
ধন্যবাদ ভাই,আপনার মূল্যবান সময় দিয়ে এত সুন্দর ভাবে কারমা বিষয়ে পোস্ট করার জন্য কিন্তু ভাই আমি একটি বিষয় জানার জন্য আগ্রহী যে আমাকে কারমা দেবে তাকে আমি দেখব কেমন করে।চিনবো কেমন করে যে সে আমাকে কার্মা দিয়েছে আর যদি আমি কারমা কাউকে দিতে চাই তাহলে কি ভাবে কারমা দিতে হবে তা যদি একটু বলতেন উপকার হত।
আপনাকে কে কারমা দিয়েছে, কখন দিয়েছে, কোন পোস্টে দিয়েছে তা দেখার সিস্টেম এখনও চালূ করা হয়নি। তবে সেই সিস্টেম করা হবে যখন ইউজার সংখ্যা বাড়বে।

এটা চালু করা এখন সময়ের দাবী। কারণ তাহলে দেখা যাবে কে দিয়েছে কর্মা। আর কোন কারণে দিয়েছে সেটারও ব্যাখ্যা থাকতে হবে সেখানে তাহলে অনেকে এলার্ট হয়ে যাবে।
আমিও মনেকরি এটা এখন সবার মনের কথা।যে কেউ + কারমা ও - কারমা পেতে পারেন। তিনি যদি জানেত পারেন কি কারণে + কারমা বা - কারমা পেয়েছেন তাহলে তিনি + কারমা জন্য আরো ভালো মানের পোস্টে করার চেষ্ঠা করবেন এবং - কারমা এর ব্যাপারে অন্যের পোস্ট কপি বা স্পামিং করা থেকে বিরত থাকবেন। এতে ফোরামের উন্নতি হবে। ধন্যবাদ সবাই কে।
Title: Re: কারমা কাকে দিবেন ও কেন দিবেন?
Post by: ranaprime on June 27, 2020, 03:39:19 AM
আমি এতোদিন লোকাল বোর্ডে কোন কামরা পাইনি ও দেইনি কারণ আমার মনে হয়েছিল যে লোকাল বোর্ডে যদি আমরা কামরা দেই তাহলে আমাদের আইডি ব্যান হতে পারে। এখন আপনার পোষ্টটি পড়ে আমার সন্দেহ দূর হলো । এখন থেকে আমি এখানে ভালো পোষ্ট আর খারপ পোষ্টের জন্য কামরা দিতে পারবো।
Apnar Kotha thik. Onik ai valo valo post kore. Jgula khube informative but tarpor o kono karma paina. Akhene onik ar vul dharona ase j local board a karma Dele Jodi problem hoi. To Ami bolbo ata thik na. Karma Dele kono problem nai. Tobe chesta korben valo post gular Jonno karma dear.
Title: Re: কারমা কাকে দিবেন ও কেন দিবেন?
Post by: ranaprime on July 10, 2020, 01:21:02 PM
Basically jara creative writer tader k Positive karma abong jara copy paste kore post activity barai tader negative karma dete hobe Atai savabik. Ar akti bishow holo j karma.ata apni obboshwi deben Karon karma Dele jai post koruk na tar modhhe ak dhoroner inspiration kaj kore fole porobortite valo/informative kicu pawa jabe.
Title: Re: কারমা কাকে দিবেন ও কেন দিবেন?
Post by: Btceth01 on August 14, 2020, 04:04:21 PM
এলোট কয়েন ফোরামে কারমা কেন দেবে কিভাবে দেবে কারণ হলো যে ভালো এবং মানসম্মত পোস্ট করলে এডমিনের যদি ভালো লাগে তাহলে আপনাকে কারমা দেবে সেটা হল পজেটিভ কারমা যা একাউন্টে ক্ষমতা বৃদ্ধি করে। আর কোনরকম খারাপ ধরনের পোস্ট দিলে এডমিনের যদি খারাপ লাগে এবং এই ফোরামের স্বার্থে ব্যাঘাত ঘটে তবে তাকে নেগেটিভ কার মাধ্যমে বা অসন্তুষ্ট জনক কোন কাজ করলে তাকে নেগেটিভ কারমা দিবে।
Title: Re: কারমা কাকে দিবেন ও কেন দিবেন?
Post by: Rubel007 on August 17, 2020, 06:40:36 PM
এটকয়েনটকে কারমা অনেক বড় একাটা ফ্যাক্ট। তাই না বুঝে পজেটিভ বা নেগেটিভ কারমা দেওয়া ঠিক না।

তাই আজ কারমা কাকে দিবেন এবং কেন দিবেন এই বিষয়ে আলোচনা করব।

কেও যদি কোন ইনফরমেটিভ পোষ্ট দেয় তাহলে কারমা দিবেন কিন্তু এখানে একটা সমস্যা আছে। বেশির ভাই ইনফরমেটিভ পোষ্টি কপি করা হয়। যেমন "বিটকয়েন কি?" "আল্টকয়েন কি" "ব্লচেইন কি" "ক্রিপ্টকারিন্সি কি" এগুলো বেশির ভাগ পোষ্টই কপি করা বা গুগল ট্রান্সলেটর দিয়ে বাংলা করে দেয়। এগুলো তাদের নিজের যোগ্যতা থেকে দেয় না। তাই এগুলোতে + কারমা দিবেন না। যদি পোষ্ট নিজের মতো করে কেও নিজে লেখে দেয় যা আপনার উপকারে আসে তাহলে তাকে + কারমা দিবেন।

আবার কেও যদি দেখেন পোষ্ট কপি করে দিচ্ছে বা স্পামিং করতিছে তাহলে - কারমা দিবেন।


পোষ্টটা দেওয়ার কারণ আমাদের লোকালে কেও কারমা দেয়না। ভাল পোষ্ট খারাপ পোষ্ট কোনটাতেই না। কারমা দিলে আপনার কোন ক্ষতিই নেই। এতে সবার কাজের আগ্রহ বাড়বে। সবাই ভাল ভাল পোষ্ট দেওয়ার চেষ্টা করবে। এতে আমাদের লোকার আরো অনেক এক্টিভ হয়ে উঠবে।

এই বিষয়ে কারো কোন মতামত থাকলে জানান।

সবাইকে ধন্যবাদ।  :)
খুবই ভালো একটি বিষয় নিয়ে কথা বললেন। আসলে এই বিষয় সম্পর্কে অনেকেরই ভাল ধারণা নেই। যেমন ধরেন ১. কারমা কিভাবে একটি পোস্ট বা কমেন্ট এ দেওয়া হয়? ২. কারমা দিলে তার লাভ হবে কি? ৩. কোন ধরনের বক্তব্য এর উপর ভিত্তি করে কারমা দেওয়া হয় ইত্যাদি আরও অনেক প্রশ্ন। আশা করি আমার প্রশ্নের উত্তর পাব। ধন্যবাদ  ভালো থাকুন।           
Title: Re: কারমা কাকে দিবেন ও কেন দিবেন?
Post by: Salman Hasan on August 22, 2020, 06:57:48 PM
সিনিয়র ভাইদের দৃষ্টি আকর্ষন করছি আমার একটা প্রশ্ন আছে যদি কোনো সিনিয়র ভাই বলেন তাহলে অনেক খুশি হব।
প্রশ্ন টি হল: যদি আমার কাছে কোন কারমা না থাকে তাহলে কি আমি অন্য কাউকে কারমা দিতে পারব?
Title: Re: কারমা কাকে দিবেন ও কেন দিবেন?
Post by: Salman Hasan on August 22, 2020, 07:14:32 PM
সিনিয়র ভাই যারা আছেন তাদের দৃষ্টি আকর্ষণ করছি আমার আরেকটা প্রশ্নের উত্তর যদি দিতেন তাহলে ভালো হতো।
প্রশ্নটা হলো যদি আমি নেগেটিভ কারমা খাই তাহলে কি আমার রেঙ্ক কমে যাবে। যদি কোনো সিনিয়র ভাই জানেন তাহলে প্রশ্নটার উত্তর দিবেন।
Title: Re: কারমা কাকে দিবেন ও কেন দিবেন?
Post by: Monstar Shawon on August 23, 2020, 09:58:01 AM
কারমা কাকে দিবেন আর কাকে দিবেন না কারমা দেওয়া খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয় কেউ যদি ইনফরমেটিভ পোস্ট দেয় যদি সেই পোস্টে সে নিজের যোগ্যতায় দিয়ে থাকে বা আপনার কোনো উপকারে আসে তাহলে তাকে কারমা দিবেন বেশিরভাগ ইনফরমেটিভ পোস্ট গুগোল ট্রানসলেশন এর মাধ্যমে বাংলা করে দেওয়া হয় যদি কোন ইনফরমেটিভ পোস্ট আপনার পড়ে নেগেটিভ মনে হয় তাহলে তাকে - কারমা দিবেন
Title: Re: কারমা কাকে দিবেন ও কেন দিবেন?
Post by: Sharpmax on September 09, 2020, 06:58:42 AM
আপনার পোস্ট পড়ে আমি কারমা সম্পর্কে ধারণা পেলাম প্রথমে আমি কারমা সম্পর্কে আমার কোন ধারণা ছিল না। আপনার পোস্টগুলো পড়ে আমি কারমা সম্পর্কে ধারণা পেয়েছি এবং পজিটিভ ও নেগেটিভ কারমা কিসের জন্য দেওয়া হয় এবং কেন দেওয়া হয় সে সম্পর্কে জ্ঞান অর্জন করেছি। আপডেট কোন তথ্য থাকলে আমাদের মাঝে পোস্ট গুলো দিয়ে দিবেন।
Title: Re: কারমা কাকে দিবেন ও কেন দিবেন?
Post by: Btceth01 on September 11, 2020, 02:33:08 AM

Apnak dhannobad post tir jonno. Apnar post ta pora karma somporka janata parlam. Karma ki vabea dita hoy abong kon rank er lok dita para aonugroho kora jaben.

আসলেই উনার মত একজনকে বাংলাভাষী মডারেটর পাওয়া আমাদের জন্য ভাগ্যের ব্যপার। ভাইয়ের কাছ থেকে আরো গঠনমূলক ও ফোরাম সম্পর্কিত অনেক তথ্য পাব আশা করি।

হ্যাঁ ভাই মডারেটর সবসময় একটিভ থাকে তাই উনি বাংলা বোর্ডে ভালো একজন মডারেটর। আমাদের আরো চাওয়া তার কাছে
যে আপনি আপডেট কোন তথ্য থাকলে আমাদের মাঝে পৌঁছে দিবেন।
Title: Re: কারমা কাকে দিবেন ও কেন দিবেন?
Post by: Monster5 on September 15, 2020, 05:04:45 AM
এ্যালট কয়েন এ কাকে কারমা দিবো এবং না দিবো সেগুলো আমরা ভালো করে বুজি না। যেহেতু আমরা নতুন ইউজার তাই সিনিয়র ভাইরা আরো ভালো করে বুজিয়ে দিবেন ধন্যবাদ।           
Title: Re: কারমা কাকে দিবেন ও কেন দিবেন?
Post by: Monstar Shawon on September 16, 2020, 03:58:53 AM
এই ফোরামের সিনিয়র ভাইদের কাছে একটাই আশা ছিল যে তারা আমাদের খুব সাহায্য করে আসবেন আমরা যারা নতুন আছি তাদের কোনো ভুল হলে সেটা শুধরে নেওয়ার সুযোগ দিবেন আমরা যারা নতুন আছে তাদেরকে বলা হয়েছিল যে জুনিয়র মেম্বার পর্যন্ত ছাড় দেওয়া হবে কিন্তু দেখা যাচ্ছে আমাদের আগে থেকেই কারমা না দিয়ে কারমা - করা হচ্ছে আমরা এই গ্রুপের সিনিয়র ভাইদের কাছে কারমা চাইনা চাই শুধু তাদের সাহায্য চাই আমাদের কোন ভুল হলে সেটা ধরিয়ে দেওয়া কিন্তু সেটা তারা না করে কারমা মাইনাস করে দিচ্ছেন কথাটা খুব দুঃখের সাথে জানানো হচ্ছে ভাই আমরা তো নতুন আমরাই তো ভুল করব আর আপনাদের কাজ হচ্ছে আপনারা তো আমাদের ভুলটা শুধরানোর সুযোগ করে দিবেন
Title: Re: কারমা কাকে দিবেন ও কেন দিবেন?
Post by: Monstar Shawon on September 16, 2020, 07:56:10 AM
আমি এতোদিন লোকাল বোর্ডে কোন কামরা পাইনি ও দেইনি কারণ আমার মনে হয়েছিল যে লোকাল বোর্ডে যদি আমরা কামরা দেই তাহলে আমাদের আইডি ব্যান হতে পারে। এখন আপনার পোষ্টটি পড়ে আমার সন্দেহ দূর হলো । এখন থেকে আমি এখানে ভালো পোষ্ট আর খারপ পোষ্টের জন্য কামরা দিতে পারবো।
ভাই মনটা খুব খারাপ আমরা তো এই ফরমের নতুন আমাদেরই তো ভুল হবে কখন কোন পোস্ট এর উত্তর দিতে হবে সেটাযদি আমরা যারা নতুন আছি তারা জানতাম তাহলে তো সিনিয়র ভাইদের কাছে সাহায্য চাইতেই হতো না আমরা নতুন আমাদের এখন কারমা না দিলেও কিছু হবে না কিন্তু এখনি যদি কারমা - করে দেওয়া হয় তাহলে তো ভাই আমরা এই ফরমে বেশি দিন টিকতে পারবো না।  ভাই একটা পোস্ট দিতে না দিতেই কারমা - দিয়া দিলেন,, খুব কষ্ট লাগে ভাই আপনাদের কাছে থেকে কোনো সাহায্য না পেলে       
Title: Re: কারমা কাকে দিবেন ও কেন দিবেন?
Post by: Monster5 on September 16, 2020, 08:00:27 AM
আমি একজন এই ফ্রমের নতুন ইউজার তাই ভালোভাবে কিছু বুজিনা। কারমা কাকে দিতে হবে সেটা সম্পর্কে ও আমার তেমন ধারণা নেই।  তাই আমি পোস্ট দিয়েছিলাম এক সিনিয়র ভাইয়া আমাকে বলেছিলেন জুনিয়র মেম্বার পর্যন্ত আপনাকে ছাড় দেওয়া হবে।  কিন্তুু তাই আমি পোস্ট করেছিলাম।  এখন আমার  - কারমা করে দেওয়া হয়েছে।  এইটা কি সিনিয়র ভাইয়াদের দেওয়া উচিত হয়েছে।  সিনিয়র ভাইয়ারা কিছু করেন একটু।           
Title: Re: কারমা কাকে দিবেন ও কেন দিবেন?
Post by: Nostoman on September 20, 2020, 04:56:05 AM
আমি এতোদিন লোকাল বোর্ডে কোন কামরা পাইনি ও দেইনি কারণ আমার মনে হয়েছিল যে লোকাল বোর্ডে যদি আমরা কামরা দেই তাহলে আমাদের আইডি ব্যান হতে পারে। এখন আপনার পোষ্টটি পড়ে আমার সন্দেহ দূর হলো । এখন থেকে আমি এখানে ভালো পোষ্ট আর খারপ পোষ্টের জন্য কামরা দিতে পারবো।
ভাই মনটা খুব খারাপ আমরা তো এই ফরমের নতুন আমাদেরই তো ভুল হবে কখন কোন পোস্ট এর উত্তর দিতে হবে সেটাযদি আমরা যারা নতুন আছি তারা জানতাম তাহলে তো সিনিয়র ভাইদের কাছে সাহায্য চাইতেই হতো না আমরা নতুন আমাদের এখন কারমা না দিলেও কিছু হবে না কিন্তু এখনি যদি কারমা - করে দেওয়া হয় তাহলে তো ভাই আমরা এই ফরমে বেশি দিন টিকতে পারবো না।  ভাই একটা পোস্ট দিতে না দিতেই কারমা - দিয়া দিলেন,, খুব কষ্ট লাগে ভাই আপনাদের কাছে থেকে কোনো সাহায্য না পেলে     
মানসম্মত ও ক্রিপ্টোকারেন্সি রিলেটেড পোস্ট করুন তাহলে অবশ্যই + কারমা পাবেন। আমি মনে করি এ বিষয়ে কষ্ট পাওয়ার কিছু নেই। কারন আপনার মেধা ও বুদ্ধিমত্তা দিয়ে আপনি কারমা অর্জন করবেন।
Title: Re: কারমা কাকে দিবেন ও কেন দিবেন?
Post by: Crypto_Somrat on September 21, 2020, 05:14:37 PM
ধন্যবাদ আপনাকে। আমার এ ব্যপারে ধারনা ছিলো না। আমি কখনও কামারা দেই নি তবে একটি পেয়েছি। তাহলে মনে হচ্ছে আমি ভালো কিছু করেছি। আশা করি ভবিষ্যতেও এমন ভালো কিছু করার চেষ্টা করতেই থাকবো।
ধন্যবাদ ভাইয়া আমারও কারমা ব্যাপারে কোন ধারণা ছিল না
Title: Re: কারমা কাকে দিবেন ও কেন দিবেন?
Post by: Nostoman on September 21, 2020, 06:59:47 PM
ধন্যবাদ আপনাকে। আমার এ ব্যপারে ধারনা ছিলো না। আমি কখনও কামারা দেই নি তবে একটি পেয়েছি। তাহলে মনে হচ্ছে আমি ভালো কিছু করেছি। আশা করি ভবিষ্যতেও এমন ভালো কিছু করার চেষ্টা করতেই থাকবো।
ধন্যবাদ ভাইয়া আমারও কারমা ব্যাপারে কোন ধারণা ছিল না
অযথা কোথায় কি ধরনের পোস্ট করতে হবে তা মনে হয় আপনার জানা নেই। আপনি কার পোস্টে রিপ্লাই দিয়েছেন? ঐই পোষ্টের রিপ্লে দেওয়ার কোন কারণ নেই। কারণ ঐই পোস্টে শিখনীয় কিছু নেই। এই ধরনের মন্তব্য করা উচিত নয়। আপনি বিস্তারিত জানতে থাকুন এবং সিনিয়রদের পোস্ট পড়তে থাকুন।
Title: Re: কারমা কাকে দিবেন ও কেন দিবেন?
Post by: Power420 on October 05, 2020, 06:29:32 AM
আপনি কারমা যাকে দিবেন তাহলে যে ব্যক্তি সুন্দর ও মানসম্মত পোস্ট করবে তাকেই একমাত্র কারমা দেওয়া যাবে এবং কেউ যদি স্পামার কে ধরিয়ে দেয় তাহলে তাকে পজেটিভ কারমা দেওয়া যাবে।
Title: Re: কারমা কাকে দিবেন ও কেন দিবেন?
Post by: Ricky on October 06, 2020, 06:18:18 AM
পোস্টটি পড়ে আমি করমা সম্পর্কে জানতে পারলাম। তাহলে করমা দুই প্রকার-নেগেটিভ করমা আর পজেটিভ করমা। ভালো পোস্ট করতে পারলে পজেটিভ করমা পেতে পারি আর পোস্টের কোয়ালিটি খারাপ হলে নেগেটিভ করমা পেতে পারি। ধন্যবাদ পোস্টটি করার জন্য।
Title: Re: কারমা কাকে দিবেন ও কেন দিবেন?
Post by: Papusha20 on October 06, 2020, 04:22:46 PM
কারমা সম্পর্কে কিছুটা বুঝলাম তবে আমার একটা প্রশ্ন ভাইদের কাছে। রেডিটের কারমা আর এই ফোরামের কারমার মধ্যে পার্থক্য কি? কারমা কি তাহলে আপভোট বা লাইক টাইপের মাধ্যমে হয়? দয়াকরে কোন ভাই উ্ত্তর দিলে খুশি হবো।

কারমা সম্পর্কে আপনার ধারণা সঠিক নয় কারণ রেডিট এর কারমা আরে এলোট কয়েন ফোরামের কারমা এক নয় এলট কয়েনের কারমা হল একাউন্টের মর্যাদা বৃদ্ধি করে আর রেডিট এর কারণ হলো ফ্লোয়ার বৃদ্ধি করে।
Title: Re: কারমা কাকে দিবেন ও কেন দিবেন?
Post by: Psycho on October 13, 2020, 11:00:33 AM
কারমা সম্পর্কে আমার কোন ধারণা ছিল না। আপনার পোষ্টটি পড়ে আমার সম্পর্কে আমি ফুল ধারণা পেয়েছি অনেক ধন্যবাদ আপনাকে। আশা করি আরো ভালো রকমের পোস্ট করবেন।
Title: Re: কারমা কাকে দিবেন ও কেন দিবেন?
Post by: Crypto_Somrat on October 17, 2020, 07:44:53 PM
এটকয়েনটকে কারমা অনেক বড় একাটা ফ্যাক্ট। তাই না বুঝে পজেটিভ বা নেগেটিভ কারমা দেওয়া ঠিক না।

তাই আজ কারমা কাকে দিবেন এবং কেন দিবেন এই বিষয়ে আলোচনা করব।

কেও যদি কোন ইনফরমেটিভ পোষ্ট দেয় তাহলে কারমা দিবেন কিন্তু এখানে একটা সমস্যা আছে। বেশির ভাই ইনফরমেটিভ পোষ্টি কপি করা হয়। যেমন "বিটকয়েন কি?" "আল্টকয়েন কি" "ব্লচেইন কি" "ক্রিপ্টকারিন্সি কি" এগুলো বেশির ভাগ পোষ্টই কপি করা বা গুগল ট্রান্সলেটর দিয়ে বাংলা করে দেয়। এগুলো তাদের নিজের যোগ্যতা থেকে দেয় না। তাই এগুলোতে + কারমা দিবেন না। যদি পোষ্ট নিজের মতো করে কেও নিজে লেখে দেয় যা আপনার উপকারে আসে তাহলে তাকে + কারমা দিবেন।

আবার কেও যদি দেখেন পোষ্ট কপি করে দিচ্ছে বা স্পামিং করতিছে তাহলে - কারমা দিবেন।


পোষ্টটা দেওয়ার কারণ আমাদের লোকালে কেও কারমা দেয়না। ভাল পোষ্ট খারাপ পোষ্ট কোনটাতেই না। কারমা দিলে আপনার কোন ক্ষতিই নেই। এতে সবার কাজের আগ্রহ বাড়বে। সবাই ভাল ভাল পোষ্ট দেওয়ার চেষ্টা করবে। এতে আমাদের লোকার আরো অনেক এক্টিভ হয়ে উঠবে।

এই বিষয়ে কারো কোন মতামত থাকলে জানান।

সবাইকে ধন্যবাদ।  :)
ধন্যবাদ বিগ ব্রাদার,
কারমা সম্পর্কে স্পষ্ট ধারণা দেওয়ার জন্য।
এই কারমা সম্পর্কে পরিপূর্ণ ধারনাটা আমাদের মতো নতুন ইউজার দের জন্য খুবি গুরুত্বপূর্ণ।
       
Title: Re: কারমা কাকে দিবেন ও কেন দিবেন?
Post by: Sumaiya2 on November 04, 2020, 01:35:09 AM
কোনো লোকাল থ্রেডে (বাংলা) কপি পেস্ট টপিক/পোস্টে Report to moderator বাটনে ক্লিক করলে সেই রিপোর্ট কি আপনার কাছে যায়? যেহেতু আপনি একজন মডারেটর। আর কোনো পোস্টে রিপোর্ট করার পরে আপনি কি এ্যাকশন নিলেন তা জানার কোনো ব্যাবস্থা আছে, কিংবা যারা রিপোর্ট করে তাদেরকে রেজাল্ট জানান কি?
যেহেতু ভালো পোস্ট করলে কারমা পাবে, তাহলে কেউ যদি কষ্ট করে প্রমান সহ কারো কপি পেস্ট পোস্ট ব্যাপারে তুলে ধরে অথবা রিপোর্ট করে তাহলে সে তার এই কাজের জন্যও কি কারমা পায়?

যাইহোক সম্ভবতো দুইদিন আগে আমি একটা পোস্টে রিপোর্ট করেছিলাম। যেই পোস্টটা বাংলা থ্রেডে এখনও আছে, আর পোস্টটি হুবুহু আমার করা একটা টপিক এর কপি। আমি চাচ্ছিলাম না ওপেন ভাবে কিছু বলতে যেহেতু পোস্টকৃত ভাইটি ফোরামে একেবারে নতুন। তারপরে তার প্রফাইল ঘেটে যা বুঝলাম সে দ্রুত র‌্যাংক পাওয়ার জন্য এমন কাজ করছে।
এখানে তার পোস্ট লিংক দিলাম.. https://www.altcoinstalks.com/index.php?topic=60282.0 যা অক্টোবর ১০ তারিখে পাবলিশ করা হয়।

আর এই লিংক টা আমার করা টপিক এর... https://www.altcoinstalks.com/index.php?topic=59111.0  যা অক্টোবর ০৭ তারিখে পোস্ট করি।

আশা করি আপনি দ্রুত এর একটা প্রতিকার করবেন।
আর এই ফোরামের বাংলাদেশি সকল ভাইয়ের কাছে অনুরোধ, আসুন যেকোনো প্রকার স্প্যাম হতে বিরত থাকি। অনেক বড় একটা সুযোগ আছে এই ফোরামে। তার সঠিক ব্যাবহার করি। অযথা স্প্যাম করতে গিয়ে দেশের এবং নিজের আইডির ক্ষতি না করি।

কারমা কাকে দেব এবং কেন দেবো কি কারনে দেব সেটা আপনার পোষ্ট থেকে আমি সম্পুর্ন বুঝে গেছি। আগে জানতাম না কি কারণে কার্মাদেন তুই এখন সম্পূর্ণ নিশ্চিত। আমি এখন কার মার দেবো ফোরাম রিলেটেড ভালো ও মানসম্মত পোস্ট হলে তাকে কারমা দেবো।
Title: Re: কারমা কাকে দিবেন ও কেন দিবেন?
Post by: Nusrat on November 06, 2020, 12:43:00 PM
কেউ যদি ভালো মানসম্মত পোস্ট করে তাহলে তাকে কারমা দেওয়া যাবে। আমরা যদি ভালো পোস্ট করি এবং সেখান থেকে অন্য যদি কিছু শিখতে না পারে বুঝতে না পারে তাহলে পোস্ট করে লাভ কি। আমরা পোস্টে আজেবাজে কথা না লিখে কারো পোস্ট কপি না করে নিজের মতো করে পোস্ট করব । আর সেই পোস্ট করি না কেন সেই পোস্ট দেখে অন্যের যদি কিছু শিখতে পারে এবং সেখানে মানসম্মত কথা থাকলে তাহলে তাকে কারমা দেওয়া যাবে।
Title: Re: কারমা কাকে দিবেন ও কেন দিবেন?
Post by: Apower$ on November 14, 2020, 05:06:33 AM
কারমা আসলে দুই প্রকার নেগেটিভ কারমা এবং পজিটিভ কারমা। কেউ যদি ভাল মানসম্মত পোস্ট করে তাহলে তাকে পজিটিভ কারমা দেওয়া হয়। এবং কারো পোস্ট যদি খারাপ হয় তাহলে তাকে নেগেটিভ কারমা দেওয়া হয়।
Title: Re: কারমা কাকে দিবেন ও কেন দিবেন?
Post by: Apower$ on November 14, 2020, 05:08:35 AM
এটকয়েনটকে কারমা অনেক বড় একাটা ফ্যাক্ট। তাই না বুঝে পজেটিভ বা নেগেটিভ কারমা দেওয়া ঠিক না।

তাই আজ কারমা কাকে দিবেন এবং কেন দিবেন এই বিষয়ে আলোচনা করব।

কেও যদি কোন ইনফরমেটিভ পোষ্ট দেয় তাহলে কারমা দিবেন কিন্তু এখানে একটা সমস্যা আছে। বেশির ভাই ইনফরমেটিভ পোষ্টি কপি করা হয়। যেমন "বিটকয়েন কি?" "আল্টকয়েন কি" "ব্লচেইন কি" "ক্রিপ্টকারিন্সি কি" এগুলো বেশির ভাগ পোষ্টই কপি করা বা গুগল ট্রান্সলেটর দিয়ে বাংলা করে দেয়। এগুলো তাদের নিজের যোগ্যতা থেকে দেয় না। তাই এগুলোতে + কারমা দিবেন না। যদি পোষ্ট নিজের মতো করে কেও নিজে লেখে দেয় যা আপনার উপকারে আসে তাহলে তাকে + কারমা দিবেন।

আবার কেও যদি দেখেন পোষ্ট কপি করে দিচ্ছে বা স্পামিং করতিছে তাহলে - কারমা দিবেন।


পোষ্টটা দেওয়ার কারণ আমাদের লোকালে কেও কারমা দেয়না। ভাল পোষ্ট খারাপ পোষ্ট কোনটাতেই না। কারমা দিলে আপনার কোন ক্ষতিই নেই। এতে সবার কাজের আগ্রহ বাড়বে। সবাই ভাল ভাল পোষ্ট দেওয়ার চেষ্টা করবে। এতে আমাদের লোকার আরো অনেক এক্টিভ হয়ে উঠবে।

এই বিষয়ে কারো কোন মতামত থাকলে জানান।

সবাইকে ধন্যবাদ।  :)

আপনাকে অনেক ধন্যবাদ ব্রো আপনার এই মূল্যবান পোষ্ট এর জন্য। আগে জানতাম না যে কি কারনে কারমা দেওয়া হয় আপনার এই মূল্যবান পোষ্টটি পড়ে জানতে পারলাম ধন্যবাদ আপনাকে।
Title: Re: কারমা কাকে দিবেন ও কেন দিবেন?
Post by: Apower$ on November 20, 2020, 02:54:12 AM
এটকয়েনটকে কারমা অনেক বড় একাটা ফ্যাক্ট। তাই না বুঝে পজেটিভ বা নেগেটিভ কারমা দেওয়া ঠিক না।

তাই আজ কারমা কাকে দিবেন এবং কেন দিবেন এই বিষয়ে আলোচনা করব।

কেও যদি কোন ইনফরমেটিভ পোষ্ট দেয় তাহলে কারমা দিবেন কিন্তু এখানে একটা সমস্যা আছে। বেশির ভাই ইনফরমেটিভ পোষ্টি কপি করা হয়। যেমন "বিটকয়েন কি?" "আল্টকয়েন কি" "ব্লচেইন কি" "ক্রিপ্টকারিন্সি কি" এগুলো বেশির ভাগ পোষ্টই কপি করা বা গুগল ট্রান্সলেটর দিয়ে বাংলা করে দেয়। এগুলো তাদের নিজের যোগ্যতা থেকে দেয় না। তাই এগুলোতে + কারমা দিবেন না। যদি পোষ্ট নিজের মতো করে কেও নিজে লেখে দেয় যা আপনার উপকারে আসে তাহলে তাকে + কারমা দিবেন।

আবার কেও যদি দেখেন পোষ্ট কপি করে দিচ্ছে বা স্পামিং করতিছে তাহলে - কারমা দিবেন।


পোষ্টটা দেওয়ার কারণ আমাদের লোকালে কেও কারমা দেয়না। ভাল পোষ্ট খারাপ পোষ্ট কোনটাতেই না। কারমা দিলে আপনার কোন ক্ষতিই নেই। এতে সবার কাজের আগ্রহ বাড়বে। সবাই ভাল ভাল পোষ্ট দেওয়ার চেষ্টা করবে। এতে আমাদের লোকার আরো অনেক এক্টিভ হয়ে উঠবে।

এই বিষয়ে কারো কোন মতামত থাকলে জানান।

সবাইকে ধন্যবাদ।  :)

আপনাকে অনেক ধন্যবাদ ব্রো। আপনার এই মূল্যবান পোষ্টটি পড়ে আমি কারমা সম্পর্কে অনেক কিছু শিখতে পেরেছি। আশা করি ভবিষ্যতে আমরা আরো ভালো কিছু শিখতে পারবো ইনশাআল্লাহ।
Title: Re: কারমা কাকে দিবেন ও কেন দিবেন?
Post by: Rwin on November 20, 2020, 09:23:59 AM
এটকয়েনটকে কারমা অনেক বড় একাটা ফ্যাক্ট। তাই না বুঝে পজেটিভ বা নেগেটিভ কারমা দেওয়া ঠিক না।

তাই আজ কারমা কাকে দিবেন এবং কেন দিবেন এই বিষয়ে আলোচনা করব।

কেও যদি কোন ইনফরমেটিভ পোষ্ট দেয় তাহলে কারমা দিবেন কিন্তু এখানে একটা সমস্যা আছে। বেশির ভাই ইনফরমেটিভ পোষ্টি কপি করা হয়। যেমন "বিটকয়েন কি?" "আল্টকয়েন কি" "ব্লচেইন কি" "ক্রিপ্টকারিন্সি কি" এগুলো বেশির ভাগ পোষ্টই কপি করা বা গুগল ট্রান্সলেটর দিয়ে বাংলা করে দেয়। এগুলো তাদের নিজের যোগ্যতা থেকে দেয় না। তাই এগুলোতে + কারমা দিবেন না। যদি পোষ্ট নিজের মতো করে কেও নিজে লেখে দেয় যা আপনার উপকারে আসে তাহলে তাকে + কারমা দিবেন।

আবার কেও যদি দেখেন পোষ্ট কপি করে দিচ্ছে বা স্পামিং করতিছে তাহলে - কারমা দিবেন।


পোষ্টটা দেওয়ার কারণ আমাদের লোকালে কেও কারমা দেয়না। ভাল পোষ্ট খারাপ পোষ্ট কোনটাতেই না। কারমা দিলে আপনার কোন ক্ষতিই নেই। এতে সবার কাজের আগ্রহ বাড়বে। সবাই ভাল ভাল পোষ্ট দেওয়ার চেষ্টা করবে। এতে আমাদের লোকার আরো অনেক এক্টিভ হয়ে উঠবে।

এই বিষয়ে কারো কোন মতামত থাকলে জানান।

সবাইকে ধন্যবাদ।  :)
ধন্যবাদ, তথ্যবহুল উপকারী পোষ্ট!
Title: Re: কারমা কাকে দিবেন ও কেন দিবেন?
Post by: Danilo Malaggay on November 21, 2020, 03:35:03 AM
আজকেও বিষয়টা আসলেই খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয় যা নতুনদের জন্য খুবই প্রয়োজনীয় হয়ে থাকে,,কারমা,, এক কথায় বললে বলা যায় কারমা হলো ★মেরুদন্ড★ কারমা সবারই দরকার আছে তবে আসলে সিনিয়ররা হেল্প করলে আসলেই সবই সম্ভব।

সিনিয়ররা আসলেই অনেক কিছুই পারে/জানে  তবে সব সিনিয়ররা এক না।
Title: Re: কারমা কাকে দিবেন ও কেন দিবেন?
Post by: Nostoman on November 21, 2020, 04:46:00 AM
অযথা কারমা ফার্মিং করা যাবে না। গ্লোবাল মডারেটররা এ বিষয়ে আলোচনা করছেন। ইউজারকে ওয়ার্নিং দিয়েছে। তবে এ বিষয়ে আরো সতর্ক হতে হবে। কারমা ফার্মিং করা যাবে না। পোস্ট ভালো হলে কারমা দিবেন, পোস্ট ভালো না হলে কেউ কারমা দিবেন না।
Title: Re: কারমা কাকে দিবেন ও কেন দিবেন?
Post by: Linda78 on November 21, 2020, 09:40:14 AM
কোনো লোকাল থ্রেডে (বাংলা) কপি পেস্ট টপিক/পোস্টে Report to moderator বাটনে ক্লিক করলে সেই রিপোর্ট কি আপনার কাছে যায়? যেহেতু আপনি একজন মডারেটর। আর কোনো পোস্টে রিপোর্ট করার পরে আপনি কি এ্যাকশন নিলেন তা জানার কোনো ব্যাবস্থা আছে, কিংবা যারা রিপোর্ট করে তাদেরকে রেজাল্ট জানান কি?
যেহেতু ভালো পোস্ট করলে কারমা পাবে, তাহলে কেউ যদি কষ্ট করে প্রমান সহ কারো কপি পেস্ট পোস্ট ব্যাপারে তুলে ধরে অথবা রিপোর্ট করে তাহলে সে তার এই কাজের জন্যও কি কারমা পায়?

যাইহোক সম্ভবতো দুইদিন আগে আমি একটা পোস্টে রিপোর্ট করেছিলাম। যেই পোস্টটা বাংলা থ্রেডে এখনও আছে, আর পোস্টটি হুবুহু আমার করা একটা টপিক এর কপি। আমি চাচ্ছিলাম না ওপেন ভাবে কিছু বলতে যেহেতু পোস্টকৃত ভাইটি ফোরামে একেবারে নতুন। তারপরে তার প্রফাইল ঘেটে যা বুঝলাম সে দ্রুত র‌্যাংক পাওয়ার জন্য এমন কাজ করছে।
এখানে তার পোস্ট লিংক দিলাম.. https://www.altcoinstalks.com/index.php?topic=60282.0 যা অক্টোবর ১০ তারিখে পাবলিশ করা হয়।

আর এই লিংক টা আমার করা টপিক এর... https://www.altcoinstalks.com/index.php?topic=59111.0  যা অক্টোবর ০৭ তারিখে পোস্ট করি।

আশা করি আপনি দ্রুত এর একটা প্রতিকার করবেন।
আর এই ফোরামের বাংলাদেশি সকল ভাইয়ের কাছে অনুরোধ, আসুন যেকোনো প্রকার স্প্যাম হতে বিরত থাকি। অনেক বড় একটা সুযোগ আছে এই ফোরামে। তার সঠিক ব্যাবহার করি। অযথা স্প্যাম করতে গিয়ে দেশের এবং নিজের আইডির ক্ষতি না করি।
ভাই আপনি ঠিক বলছেন কারণ না বুঝেশুনে যে কাউকে দিতে হবে এমন কোন কথা নেই। কামলা দিতে গেলে অবশ্যই ভাল কিছু দেখে তাকে কামোর দিতে হবে সে যদি ভাল কোন পোস্ট করে থাকে তাহলে তাকে দেওয়া যেতে পারে।