Altcoins Talks - Cryptocurrency Forum

Local => বাংলা (Bengali) => Topic started by: Goku01 on October 17, 2018, 08:04:42 PM

Title: এক্টিভিটি
Post by: Goku01 on October 17, 2018, 08:04:42 PM
আমাদের লোকালের এক্টিভিটি খুবি কম। আমরা এক্টিভিটি বাড়াতে কি কি করতে পারি? সবার মতামত আশা করছি। লোকালে সবাই এক্টিভ থাকবন মডারেটর হসেবে এটা সবার কাছে আমার আশা।
Title: Re: এক্টিভিটি
Post by: Redowan Hasan on October 17, 2018, 08:36:28 PM
জি ভাই,,, আর আপনাকে ধন্যবাদ বলার জন্য।
Title: Re: এক্টিভিটি
Post by: Lima on October 18, 2018, 05:14:49 AM
আমাদের লোকালের এক্টিভিটি খুবি কম। আমরা এক্টিভিটি বাড়াতে কি কি করতে পারি? সবার মতামত আশা করছি। লোকালে সবাই এক্টিভ থাকবন মডারেটর হসেবে এটা সবার কাছে আমার আশা।
অ্যাক্টিভিটি কম থাকার কারন হচ্ছে এই সাইট এখনও বেশি জনপ্রিয় হয়ে সারতে সারেনি যেমন টা হয়েছে বিটকয়েন টক। এখানে স্কাম প্রোজেক্ট গুলো ধমন করে ভালো ভালো প্রোজেক্ট আনার চেষ্টা করেন ১ প্রোজেক্ট থেকেই যেনো মিনিমাম ২০০-৫০০$+ ইনকাম হয়। তাহলে অ্যাক্টিভিটি বাড়তে সময় লাগবে না।
Title: Re: এক্টিভিটি
Post by: rajib on November 07, 2018, 05:01:38 PM
আমরা চাই যে আমাদের এক্টিভিটি আরো কি ভাবে বারানো জায় আপনি একটা বিষয় খেয়াল করবের যে আগের তুলনায় আমাদের এক্টিভিটি এখন অনেকটাই বেশি । আমরা চাইব যে আমাদের মত আপনারা ও লোকালে পোষ্ট করবেন জাতে করে আমাদের লোকালে এক্টিভিটি আরো বেশি হয় আমর ও সেটি আসা থাকবে ধন্যবাদ ।
Title: Re: এক্টিভিটি
Post by: Goku01 on November 07, 2018, 05:28:38 PM
আমাদের লোকালের এক্টিভিটি খুবি কম। আমরা এক্টিভিটি বাড়াতে কি কি করতে পারি? সবার মতামত আশা করছি। লোকালে সবাই এক্টিভ থাকবন মডারেটর হসেবে এটা সবার কাছে আমার আশা।
অ্যাক্টিভিটি কম থাকার কারন হচ্ছে এই সাইট এখনও বেশি জনপ্রিয় হয়ে সারতে সারেনি যেমন টা হয়েছে বিটকয়েন টক। এখানে স্কাম প্রোজেক্ট গুলো ধমন করে ভালো ভালো প্রোজেক্ট আনার চেষ্টা করেন ১ প্রোজেক্ট থেকেই যেনো মিনিমাম ২০০-৫০০$+ ইনকাম হয়। তাহলে অ্যাক্টিভিটি বাড়তে সময় লাগবে না।

একটা ক্যাম্পেইনে বিটকয়েনটক থেকে পাইছি ৪০০ ডলার আর এখানে কাজ করে পাইছি ১২০০ ডলার। এখানে রেংক আপ করা সহজ তাই লাভ বেশি। আর কি চান? আমার মতে এখানেই লাভ বেশি।
Title: Re: এক্টিভিটি
Post by: lolipop on November 15, 2018, 10:18:03 PM
আমি এখানে এখন থেকে একটিভ থাকার চেষ্টা করব । এখান থেকে আমি এখন পর্যন্ত কোন ইনকাম করতে পারি নাই আপনার কাছে আমার অনুরোধ আমি কিভাবে এখান থেকে কাজ করে ইনকাম করতে পারবো।
Title: Re: এক্টিভিটি
Post by: pretha on November 20, 2018, 11:04:07 AM
এই লোকাল বোর্ডে সবাই ঠিকমতো একটিভ থাকে না কারণ এই ফোরাম নতুন আর এখানে আসে সবাই ইনকাম করার জন্য । তাই এখানে এইকাম না করতে পেরে তার ঠিকমতো একটিভ থাকে না।
Title: Re: এক্টিভিটি
Post by: Sumaia20201 on November 23, 2018, 07:11:35 PM
আমাদের লোকালের এক্টিভিটি খুবি কম। আমরা এক্টিভিটি বাড়াতে কি কি করতে পারি? সবার মতামত আশা করছি। লোকালে সবাই এক্টিভ থাকবন মডারেটর হসেবে এটা সবার কাছে আমার আশা।
লোকাল বোর্ডে একটিভিটি কম এটা সত্যি ।
অ্যাক্টিভিটি বাড়াতে হলে আমার মনে হয় - যদি ভালো কিছু বাউন্টি , এয়ারড্রপ এবং সিগনেচার ক্যাম্পেইন আনা যায় তবে এই ফোরামের একটিভিটি অনেক গুন বেড়ে যাবে । ধন্যবাদ মাননীয় মডারেটর
Title: Re: এক্টিভিটি
Post by: Rashid pk on November 24, 2018, 11:08:27 AM
ফোরামের সিনিয়র দেরকে বেশি একটিভ থাকতে হবে এবং ক্রিপ্টোকারেন্সি সম্পর্কিত বিভিন্ন তথ্য জুনিয়র মেম্বারদের সাথে শেয়ার করতে হবে, পাশাপাশি যারা ক্রিপ্টোকারেন্সি থেকে মোটামুটি একটা আর্ন করতেছে তারা জুনিয়রদের কে নির্দেশনা দিতে হবে, তাহলে জুনিয়ার মেম্বাররা ক্রিপ্টোকারেন্সি তে আগ্রহী হবে এবং ফোরামে একটিভ থাকবে...
Title: Re: এক্টিভিটি
Post by: Malam90 on December 11, 2018, 12:51:04 PM
একথাটা সত্য যে আমাদের লোকাল বোর্ডের মেম্বারদের একটিভিটি খুবই তবে দিন দিন একটিভিটি বৃদ্ধি পাচ্ছে। যেমন আমি এই ফোরামের ঠিকানা জানতাম না অথচ বিটকয়েনটকে ২ বছরের মত কাজ করছি। বর্তমানে যে সিগনেচার টা করতেছি তার জন্য বিটকয়েনটকে বাউন্টি করার সময় এই ফোরামের কথা জানতে পারি। তারপরও বিটকয়েনটকের মত জনপ্রিয় না হওয়ায় এতদিন একাউন্ট করিনি। তবে যখন জানতে পারলাম কোয়ালিটি পোস্ট করার মাধ্যমে দ্রুত এখানে র‌্যাংঙ্ক বাড়ানো  যায়। তারপর থেকে আমি প্রতিদিন একটিভ থাকি এই ফোরামে। আর বর্তমানে ক্রিপটো মার্কেটের অবস্থা খারাপ হওয়ায় বিটকয়েনটকে বাউন্টি কম করতেছি তাই সময় হাতে থাকায় এখন এই ফোরামে বিভিন্ন পোস্ট পড়ি আর বাংলা বোর্ডে একটিভ থাকার চেষ্টা করি যদিও আমি চাকরি করি। বাংলা বোর্ডকে আমি অনেক পছন্দ করি। আশা করি আমি একটিভ থাকবো। অন্য ভাইদেরও বলতে চাই- যদি ক্রিপটো সম্পর্কে ধারণা কম থাকে তবে আগে ইংরেজি বোর্ডগুলোতে পোস্ট না করাই ভালো। বাংলা বোর্ডের পোস্টগুলো পড়ে তারপর শুরু করা উচিত।
Title: Re: এক্টিভিটি
Post by: Sksordar on December 12, 2018, 07:34:33 PM
Activity আস্তে আস্তে বাড়বে। কেননা, প্রথম দিন গুলিতে তাকিয়ে দেখুন, তখন এক্টিভিটি কেমন ছিলো, আর এখন এক্টিভিটি কেমন। যে কোনো কিছুর জনপ্রিয় হয়ে উঠতে একটু সময় লাগে। আমি মনে করি এখনো অনেক লোক Altcoins Talks সম্পর্কে Details জানে না,যার কারণে এক্টিভিটি একটু কম, তবে আমরা আমাদের এই Altcoi  talks এর  news  টা বন্ধুদের কাছে Share করে এক্টিভিটি বড়াতে পারি।
Title: Re: এক্টিভিটি
Post by: Hard effect on December 27, 2018, 08:24:21 AM
এখানে এখন তেমন একটা একটিভ থাকে না লোকজন, আর এখানে বেশি একটা বাউন্টি এয়ার্ড্রপ এগুলো আসে না, হয়তো এজন্য অনেকে বেশি সময় দেয় না, কিন্তু আপনারা সময় দেন কোন একসময় ভালো পর্যায় যাবে এবং এখন এটা খারাপ পর্যায়ে আছে তাওনা, সামনে এটি আরো ভালো পর্যায় যাবে
Title: Re: এক্টিভিটি
Post by: Malam90 on January 01, 2019, 05:27:08 AM
আমি নিয়মিত একটিভ থাকি ফোরামে। বাংলাদেশী ভাইয়েরা নিয়মিত একটিভ থাকেন, কাজ করেন, র‌্যাংক বাড়ান, আয় করেন, স্বচ্ছন হন আর্থিক ভাবে-সেটাই কামনা। আর বাংলাদেশের সম্মান রক্ষা করুন, কোন দূর্নীতি করবেন না, দেশের যাতে মর্যদা বজায় থাকে সেদিকে খেয়াল রাখুন। মডারেটরকে সাহায্য করুণ বিভিন্ন ভাবে। ধন্যবাদ
Title: Re: এক্টিভিটি
Post by: JISAN on January 13, 2019, 06:22:40 AM
আমাদের লোকালের এক্টিভিটি খুবি কম। আমরা এক্টিভিটি বাড়াতে কি কি করতে পারি? সবার মতামত আশা করছি। লোকালে সবাই এক্টিভ থাকবন মডারেটর হসেবে এটা সবার কাছে আমার আশা।
হ্যা বর্তমান এখানে ইউজার সংখ্যা কম তবে আসা করা জায় কিছুদিনের মধ্যে ইউজার সংখ্যা বাড়বে। কারন প্রতিদিন মিনিমাম ১০০ করে নতুন অ্যাকাউন্ট হচ্ছে এখানে। তাই ইউজার বাড়তে সময় লাগবে না।