Altcoins Talks - Cryptocurrency Forum

Local => বাংলা (Bengali) => Topic started by: Redowan Hasan on October 18, 2018, 07:38:28 AM

Title: এয়ারড্রপ এবং বাউন্টি কিভাবে করব?
Post by: Redowan Hasan on October 18, 2018, 07:38:28 AM
আমি Jr.member এ প্রমুশন পেয়েছি কিন্তু আমি কিভাবে কাজ শুরু করব তা বুজতেছিনা। কেও জানলে দয়া করে সাহায্য করুন।
Title: Re: এয়ারড্রপ এবং বাউন্টি কিভাবে করব?
Post by: Lima on October 19, 2018, 05:14:04 AM
আপনি নিজের লিনক থেকে ইচ্ছে মতো বাউন্টি বা এয়ারড্রপ বেছে নিন।
১। বাউন্টি লিনক: https://www.altcoinstalks.com/index.php?board=22.0
২। এয়ারড্রপ লিনক: https://www.altcoinstalks.com/index.php?board=60.0
আপনি বাউন্টি ও এয়ারড্রপ এর রুলস গুলা ভালো করে পড়ে নিবেন তাহলে নিজে থেকেই বুঝবেন তারা কি করতে বলেছে। আর কি করতে হবে। তার পড়েও না বুঝলে জানাবেন বোঝানোর চেষ্টা করবো।
Title: Re: এয়ারড্রপ এবং বাউন্টি কিভাবে করব?
Post by: Rony24h7 on October 19, 2018, 05:50:26 AM
আইসিও এর বাউন্টি গুলাতে কাজ করতে পারবেন। আর বাউন্টিতে কাজ করতে হলে আপনার বিভিন্ন সোস্যাল মিডিয়া এ্যাকাউন্ট লাগবে। যেমন: টুইটার, ফেসবুক, টেলিগ্রাম সহ যেগুলা আছে। সেই সাথে লাগবে এই সমস্ত এ্যাকাউন্টে অধিক পরিমান ফ্রেন্ডস এন্ড ফলোয়ার। এর পরে বাউন্টিতে গিয়ে দেখেন তাদের কি রিকুয়ারমেন্ট আছে। নিয়ম কানুন প্রায় ওখানে লেখাই থাকে। একটু ধিরে সুস্থে পড়লেই বুঝতে পারবেন। না হলে খেয়াল করবেন অন্যরা ওখানে কি ভাবে কাজ করছে। দেখলেই আশাকরি বুঝতে পারবেন।
Title: Re: এয়ারড্রপ এবং বাউন্টি কিভাবে করব?
Post by: rajib on November 01, 2018, 05:30:30 PM
আমি জদি এই ফোরামে এয়ারড্রপ ও বাউন্টি করতে চাই তাহলে অমাদের প্রাথমিক অবস্থায় কি করতে হবে আমাদের মত নতুন জদি এই বিষয় বলতেন তাহলে আমরা  এয়ারড্রপ ও বাউন্টি কাজ শুরো করতে পারতাম ।
Title: Re: এয়ারড্রপ এবং বাউন্টি কিভাবে করব?
Post by: lolipop on November 17, 2018, 10:31:49 PM
আপনি এখানে বান্ট্রি আর এয়ারড্রপ করতে পারেন । এখানে যদি আপনি বান্ট্রি ও এয়ারড্রপ করতে পারেন তাহলে এখান থেকে প্রতি মাসে সবনিন্ম 500 ডলার ইনকাম করতে পারবেন । তাই দেরি না করে তারাতারি কাজ শুরু করেন।
Title: Re: এয়ারড্রপ এবং বাউন্টি কিভাবে করব?
Post by: tbc on November 19, 2018, 09:32:02 AM
আপপনি এই সাইটে এয়ারড্রপ বা বাউন্টি খুব সহজেই করতে পারে আপনি এই সাইটে এই বাউন্টি ডুকে তারপর সেটির ফরম নিবেন দেখবেন তাতে কি চায় তা সঠিক ভাবে পূরণ করে আপনি বাউন্টির কাজ খুব সুন্দর ভাবে করতে পারবেন।
Title: Re: এয়ারড্রপ এবং বাউন্টি কিভাবে করব?
Post by: pretha on November 19, 2018, 02:47:00 PM
আপনি এখানে বিভিন্ন ধরনের বান্ট্রি আর এয়ারড্রপ করে ইনকাম শুরু করতে পারেন । আর একটা বিষয় হলো এখন যদি আপনি সিগ্নেচার  করেন তাহলে এখান থেকে অনেক ডলার ইনকাম করতে পারবেন।
Title: Re: এয়ারড্রপ এবং বাউন্টি কিভাবে করব?
Post by: RCB989 on November 20, 2018, 03:06:07 PM
আমি এই ফোরামে নতুন অংশগ্রহন করেছি তাই আমি ‍বুজতে পারছি না যে আমি এই ফোরামে কি ভাবে বাউন্টি কাজ শুরো করব তাই আপনাদের মধ্যে কেউ যদি জানাতেন যে আমরা কিভাবে বাউন্টির কাজ শুরো করতে পারি ।
Title: Re: এয়ারড্রপ এবং বাউন্টি কিভাবে করব?
Post by: Malam90 on December 01, 2018, 03:16:19 AM
বাউন্টি করার জন্য বাউন্টি সেকশনে যাবেন। সেখান থেকে যে কোন একটা বাউন্টি লিংক ওপেন করবেন। দেখবেন সেটা কবে পোস্ট করা হয়েছে-বাউন্টিটি কত দিন চলবে। তারপর বাউন্টির রুলস পড়বেন বুঝে ‍বুঝে। তারপর ফেসবুক, টুইটার, লিংকডইন, রেডিট, ইনস্টাগ্রাম এবং অন্যান্য যে যে অপশন আছে তার রুলস পড়ে যেটা আপনার জন্য সহজ সেটাতে ফর্মফিল আপ অর্থাৎ এপ্লাই করবেন। রুলস অনুযায়ী সাপ্তাহিক কাজ করে কাজ থেডে বা ফর্মে যেটা বলা থাকবে সেভাবেই করবেন। এর জন্য আপনাকে সাপ্তাহিক স্টেকস দিবে। বাউন্টি শেষে আপনার সব স্টেকস যোগ করে টোটাল টোকেন দিয়ে সব স্টেকস ভাগ করে প্রতি স্টেক টোকেন হিসেব করে আপনার স্টেকস অনুযায়ী টোকেন পাবেন। সেই টোকেন আপনার ওয়ালেটে দিবে যা পরবর্তীতে কোন একচেঞ্জারে লিস্টেড হলে সেল করে দিতে পারবেন।
Title: Re: এয়ারড্রপ এবং বাউন্টি কিভাবে করব?
Post by: labonikhatun on December 02, 2018, 05:32:48 AM
বাউন্টি করার জন্য বাউন্টি সেকশনে যাবেন। সেখান থেকে যে কোন একটা বাউন্টি লিংক ওপেন করবেন। দেখবেন সেটা কবে পোস্ট করা হয়েছে-বাউন্টিটি কত দিন চলবে। তারপর বাউন্টির রুলস পড়বেন বুঝে ‍বুঝে। তারপর ফেসবুক, টুইটার, লিংকডইন, রেডিট, ইনস্টাগ্রাম এবং অন্যান্য যে যে অপশন আছে তার রুলস পড়ে যেটা আপনার জন্য সহজ সেটাতে ফর্মফিল আপ অর্থাৎ এপ্লাই করবেন। রুলস অনুযায়ী সাপ্তাহিক কাজ করে কাজ থেডে বা ফর্মে যেটা বলা থাকবে সেভাবেই করবেন। এর জন্য আপনাকে সাপ্তাহিক স্টেকস দিবে। বাউন্টি শেষে আপনার সব স্টেকস যোগ করে টোটাল টোকেন দিয়ে সব স্টেকস ভাগ করে প্রতি স্টেক টোকেন হিসেব করে আপনার স্টেকস অনুযায়ী টোকেন পাবেন। সেই টোকেন আপনার ওয়ালেটে দিবে যা পরবর্তীতে কোন একচেঞ্জারে লিস্টেড হলে সেল করে দিতে পারবেন।

ধন্যবাদ আপনাকে আপনার পোস্ট পরে অনেক কিছু শিখতে পারলাম কিভাবে বাউন্টি করবো।
Title: Re: এয়ারড্রপ এবং বাউন্টি কিভাবে করব?
Post by: Rashid pk on December 02, 2018, 06:51:03 AM
আমি এই ফোরামে নতুন অংশগ্রহন করেছি তাই আমি ‍বুজতে পারছি না যে আমি এই ফোরামে কি ভাবে বাউন্টি কাজ শুরো করব তাই আপনাদের মধ্যে কেউ যদি জানাতেন যে আমরা কিভাবে বাউন্টির কাজ শুরো করতে পারি ।
https://www.altcoinstalks.com/index.php?board=22.0
এই লিঙ্কে গিয়ে পছন্দমত বাউন্টি প্রজেক্ট বাছাই করুন এবং বাউন্টি ক্যাম্পেইনের রুলস গুলো ভাল করে পড়ুন, দেন তাদের ইনস্ট্রাকশন মেনে ফেসবুক টুইটার এবং সিগনেচার ক্যাম্পেইনে জয়েন করুন....
Title: Re: এয়ারড্রপ এবং বাউন্টি কিভাবে করব?
Post by: Hard effect on December 05, 2018, 02:13:27 PM
বাউন্টি করতে প্রথমে আপনার বাউনটির লিংকটি পেতে হবে এবং অনেকেই করে তাদের লিংকে ঢুকে তাদের নিয়ম অনুযায়ী আপনাকে ফরম ফিলাপ করতে হবে স্পিডে একটি নাম উঠবে তারপর আপনি ফেসবুকে যদি ফরম ফিলাপ করেন ফেইসবুক এ কাজ করতে পারবেন টুইটার এর ফরম ফিলাপ করলে টুইটার এ কাজ করতে পারবেন যাদের কাজটা করবেন ওখানেই নিয়ম কানুন  এর ব্যাপারে সব কিছু লেখা থাকে ওটা পড়লে ও আপনি বুঝতে পারবেন
Title: Re: এয়ারড্রপ এবং বাউন্টি কিভাবে করব?
Post by: JISAN on January 13, 2019, 11:12:09 AM
আমি Jr.member এ প্রমুশন পেয়েছি কিন্তু আমি কিভাবে কাজ শুরু করব তা বুজতেছিনা। কেও জানলে দয়া করে সাহায্য করুন।
আপনি যে বাউন্টি বা এয়ারড্রপ করবেন সেখানে তারা কি রুলস দিবে। আপনি সেই রুলসগুলা ভালোভাবে পড়বেন তাহলে নিজেই বুঝতে পাড়বেন। কি কি করতে হয় / কি কি করবেন।
Title: Re: এয়ারড্রপ এবং বাউন্টি কিভাবে করব?
Post by: Malam90 on January 14, 2019, 02:21:18 PM
আমি Jr.member এ প্রমুশন পেয়েছি কিন্তু আমি কিভাবে কাজ শুরু করব তা বুজতেছিনা। কেও জানলে দয়া করে সাহায্য করুন।
আপনি যে বাউন্টি বা এয়ারড্রপ করবেন সেখানে তারা কি রুলস দিবে। আপনি সেই রুলসগুলা ভালোভাবে পড়বেন তাহলে নিজেই বুঝতে পাড়বেন। কি কি করতে হয় / কি কি করবেন।
ফ্রিতে ফোরাম থেকে আয়ের অন্যতম মাধ্যম হচ্ছে বাউন্টি ও এয়ারড্রপ করা। আমি এয়ারড্রপকে পছন্দ করিনা। তবে বাউন্টি করে আমি আজ স্বাবলম্বী হয়েছি। বাউন্টিই আামর দ্বিতীয় পেশা যদিও আমি চাকরি করে থাকি। তাই বাউন্টি শিখতে হলে সময় দিন এবং রুলস ভালো করে পড়তে থাকুন। অন্যরা কিভাবে কাজ করে জমা দিচ্ছে সেটা খেয়াল করেন।তাহলে আস্তে আস্তে জেনে যাবেন সব। তবে আবার কাউকে ১০ হাজার টাকা দিয়ে শেখার দরকার নেই আামার পরিচিত অনেকেই এভাবে শিখে আমার ফেসবুকে নক দেয় বলে কি শিখলাম টাকা দিয়ে। তাই এটা থেকে দুরে থাকুন। প্রয়োজনে সবার সাথে শেয়ার করুন বা ফেসবুক ম্যাসেঞ্জারে গ্রুপ করুন এবং সেখানে ডিসকাস করুন বাউন্টি নিয়ে নিয়মিত।
Title: Re: এয়ারড্রপ এবং বাউন্টি কিভাবে করব?
Post by: JISAN on January 15, 2019, 04:36:32 AM
আমি Jr.member এ প্রমুশন পেয়েছি কিন্তু আমি কিভাবে কাজ শুরু করব তা বুজতেছিনা। কেও জানলে দয়া করে সাহায্য করুন।
আপনি যে বাউন্টি বা এয়ারড্রপ করবেন সেখানে তারা কি রুলস দিবে। আপনি সেই রুলসগুলা ভালোভাবে পড়বেন তাহলে নিজেই বুঝতে পাড়বেন। কি কি করতে হয় / কি কি করবেন।
ফ্রিতে ফোরাম থেকে আয়ের অন্যতম মাধ্যম হচ্ছে বাউন্টি ও এয়ারড্রপ করা। আমি এয়ারড্রপকে পছন্দ করিনা। তবে বাউন্টি করে আমি আজ স্বাবলম্বী হয়েছি। বাউন্টিই আামর দ্বিতীয় পেশা যদিও আমি চাকরি করে থাকি। তাই বাউন্টি শিখতে হলে সময় দিন এবং রুলস ভালো করে পড়তে থাকুন। অন্যরা কিভাবে কাজ করে জমা দিচ্ছে সেটা খেয়াল করেন।তাহলে আস্তে আস্তে জেনে যাবেন সব। তবে আবার কাউকে ১০ হাজার টাকা দিয়ে শেখার দরকার নেই আামার পরিচিত অনেকেই এভাবে শিখে আমার ফেসবুকে নক দেয় বলে কি শিখলাম টাকা দিয়ে। তাই এটা থেকে দুরে থাকুন। প্রয়োজনে সবার সাথে শেয়ার করুন বা ফেসবুক ম্যাসেঞ্জারে গ্রুপ করুন এবং সেখানে ডিসকাস করুন বাউন্টি নিয়ে নিয়মিত।
@Malam90 সে জানতে চেয়েছে কিভাবে বাউন্টি এবং এয়ারড্রপ করবে বা কিভাবে করতে হয়। আপনি এতো কিছু না লিখে যদি তাকে কিভাবে করে সেটা বুঝিয়ে দিতেন তাহলেই হয়তো ভালো হতো। এতো কিছু লেখার কোনো দরকার ছিলো না।