Altcoins Talks - Cryptocurrency Forum
Local => বাংলা (Bengali) => Topic started by: Lima on October 19, 2018, 05:02:30 AM
-
এখানে মোটামুটি অনেক মেম্বার হয়েছে। কেও হয়তো সাইটের সব নিয়ম কানুন জানে আমার অনেকে হয়তো জানে না যার কারনে অনেকে অনেক ভাবে স্পাম করে। কেও বুঝে কেও না বুঝে। আমাদের মোডারেটকে দেখেছি যারা ভূল করে বা কপি পেস্ট পোষ্ট করে তাদের পোষ্ট কোড করে তাকে বলে দেয়। তবে সে ক্ষেত্রে সেটা হয়তো অনেকে দেখে না। যার কারনে তার অ্যাকাউন্টে মাইনাস কারমা পায় অথবা ব্যান হয়। তাই আমি এডমিন ও মোডারেটরর কে বলবো। কারো কোনো ভূল হলে তাকে পারসোনালি একটা মেসেজ দিয়া যানা তাহলে ভালো হবে। সবারই চোখে পড়বে এবং ভূল থেকে ভেরতে পাড়বে। সাইটে যখন ভালো সিকিউরিটি দিয়েছেন। আর একটু কষ্ট করে পারসোনালি মেসেজ দেওয়ার বিষয়টাও অ্যাড করুন। দরকার হলে আরও ২-৩ টা ভালো বিশ্বস্থ মোডারেটর নিন। পোষ্ট দেখার জন্য ধন্যবাদ..
-
আপনি যে বিষয়টা তুলে ধরেছেন সেই টা আমার জানা মতে মডারেটর করে। পারসোনাল ভাবেই উনি সাবধান করে সেই সাথে পোস্টেও উল্লেখ করে দেন। এখন আমরা শুধু পোস্টে কি বলছে সেইটাই দেখতে পাই। পারসোনাল কারো ম্যাসেজ তো আর দেখতে পাইনা। সমস্যা হচ্ছে যাদেরকে সাবধান করা হচ্ছে তারা ঐ পোস্ট ঐ ভাবেই রেখে দেন। এডিট অথবা ডিলিট কোনোটাই করেন না। তারপরেও উনারওতো কিছু সীমা-বাধ্যতা আছে। চাইলেই তো আর সব কিছু করতে পারেন না। তারপরেও আমি যতোটুকু জানি উনি পজিটিভ মন মাইনডের।
-
আপনি যে বিষয়টা তুলে ধরেছেন সেই টা আমার জানা মতে মডারেটর করে। পারসোনাল ভাবেই উনি সাবধান করে সেই সাথে পোস্টেও উল্লেখ করে দেন। এখন আমরা শুধু পোস্টে কি বলছে সেইটাই দেখতে পাই। পারসোনাল কারো ম্যাসেজ তো আর দেখতে পাইনা। সমস্যা হচ্ছে যাদেরকে সাবধান করা হচ্ছে তারা ঐ পোস্ট ঐ ভাবেই রেখে দেন। এডিট অথবা ডিলিট কোনোটাই করেন না। তারপরেও উনারওতো কিছু সীমা-বাধ্যতা আছে। চাইলেই তো আর সব কিছু করতে পারেন না। তারপরেও আমি যতোটুকু জানি উনি পজিটিভ মন মাইনডের।
ধন্যবাদ আপনাকে আমার অজানা তথ্য জানানোর জন্য।
-
আমার মনে হয়যে আপনি আপনার পয়েন্ট নিয়ে না ভেবে আপনার ফোরামের নিয়ম গুলো ভাল ভাবে খেয়াল করা উচিত তাতে মনে হয় আপনার উপকার হবে আসাকরি বুজতে পেরেছেন ধন্যবাদ ।
-
এখানে মোটামুটি অনেক মেম্বার হয়েছে। কেও হয়তো সাইটের সব নিয়ম কানুন জানে আমার অনেকে হয়তো জানে না যার কারনে অনেকে অনেক ভাবে স্পাম করে। কেও বুঝে কেও না বুঝে। আমাদের মোডারেটকে দেখেছি যারা ভূল করে বা কপি পেস্ট পোষ্ট করে তাদের পোষ্ট কোড করে তাকে বলে দেয়। তবে সে ক্ষেত্রে সেটা হয়তো অনেকে দেখে না। যার কারনে তার অ্যাকাউন্টে মাইনাস কারমা পায় অথবা ব্যান হয়। তাই আমি এডমিন ও মোডারেটরর কে বলবো। কারো কোনো ভূল হলে তাকে পারসোনালি একটা মেসেজ দিয়া যানা তাহলে ভালো হবে। সবারই চোখে পড়বে এবং ভূল থেকে ভেরতে পাড়বে। সাইটে যখন ভালো সিকিউরিটি দিয়েছেন। আর একটু কষ্ট করে পারসোনালি মেসেজ দেওয়ার বিষয়টাও অ্যাড করুন। দরকার হলে আরও ২-৩ টা ভালো বিশ্বস্থ মোডারেটর নিন। পোষ্ট দেখার জন্য ধন্যবাদ..
আপনার সাথে সহমত প্রকাশ করছি, ফোরামে স্পামিং প্রতিরোধের পাশাপাশি আমাদের লোকাল মডারেটরদের আরো একটি দায়িত্ব আছে, যেটা হলো আমাদের যারা জুনিয়ার মেম্বার ক্রিপ্টোকারেন্সি ওয়ার্ল্ডে প্রবেশ করছে তাদেরকে একটি সঠিক দিক নির্দেশনা প্রদান, আমি মনে করি লোকাল মডারেটর সহ সকল সিনিয়র মেম্বারদের উচিত হবে নতুন মেম্বার থেকে যে কোন বিষয়ে সঠিক নির্দেশনা প্রদান করা...
##বিশেষ দ্রষ্টব্য শুধু রেঙ্ক বাড়ানোর জন্য একদিনে এত পোস্ট করা বন্ধ করুন, আমি লক্ষ করলাম আপনি একদিনে সর্বোচ্চ 25 টি পোস্ট করেছেন, তাও আবার সবগুলো লোকাল সেকশনে...
-
ধন্যবাদ সকলকে। প্রশ্ন প্রধান কারি এবং উত্তর প্রধান কারিকেএ। কারন আপনাদের কথপুকতন এর মাধ্যমে আমার কিছু অজানা প্রশ্ন জানা হয়ে গেছে। ধন্যবাদ
-
ভালো পরামর্শ দিয়েছেন। তবে আমার ধারনা এডমিন এবং মডারেটরদেরও পরিকল্পনা আছে এসব বিষয়ে। তারাও একটা নিয়ম অনুসরন করে। তবে তাদের পাশাপাশি ক্লিপ্টোতে যারা অভিজ্ঞ তাদেরও দ্বায়ীত্ব সমান। ধন্যবাদ।
-
সঠিক কথা বলেছেন ভাই আপনার কথায় আমি একমত । কারণ দেখা যায় যে আপনি যদি এটা না বুঝে করে থাকেন তাহলে যদি আপনাকে তারা পারসনাল মেসেস না দিয়ে তারা আপনাকে ব্যান করে দেয় তাহলে আপনি কিন্তু আর এই ফোরামে কাজ নাও করতে পারেন । তাই আপনার কথায় আমিও একমত।
-
আমি ও আপনার কথায় একমত এখানে আমরা যারা বাংলাদেশী আছি তারা নিময়-কানুন জানি না তাই এই খানে পোষ্ট করতে সমস্যা হয় তাই যদি আমরা কোন ভুল করে থাকি তাহলে যদি মডরেটর আমাদের পার্শনাল মেসেজের মাধ্যমে ভুল জানিয়ে দেয় তাহলে আমরা এবানে ভালো করে কাজ করতে পারবো।
-
আপনি অনেক সুন্দর একটা পোষ্ট করেছেন। এই সাইটে অনেকে ইচ্ছা করে ভুল করে,আবার কেউ না জেনে ভুল করে। যারা এখানে নতুন তাদের ভুল করার সম্ভাবনা অনেক বেশি। তাই যদি তাদের সতর্কতা মূলক একটা মেসেজ দিয়ে জানিয়ে দেওয়া হয় তাহলে আমার মনে হয় ভালো হবে।
-
আপনি যে বিষয়টা তুলে ধরেছেন সেই টা আমার জানা মতে মডারেটর করে। পারসোনাল ভাবেই উনি সাবধান করে সেই সাথে পোস্টেও উল্লেখ করে দেন। এখন আমরা শুধু পোস্টে কি বলছে সেইটাই দেখতে পাই। পারসোনাল কারো ম্যাসেজ তো আর দেখতে পাইনা। সমস্যা হচ্ছে যাদেরকে সাবধান করা হচ্ছে তারা ঐ পোস্ট ঐ ভাবেই রেখে দেন। এডিট অথবা ডিলিট কোনোটাই করেন না। তারপরেও উনারওতো কিছু সীমা-বাধ্যতা আছে। চাইলেই তো আর সব কিছু করতে পারেন না। তারপরেও আমি যতোটুকু জানি উনি পজিটিভ মন মাইনডের।
ধন্যবাদ আপনাকে। মডারেটর সম্পর্কে তথ্য দেওয়ার জন্য। মডারেটর অনেক ভালো একজন ব্যক্তি বলে আমি মনে করি। আমি মনে করি তিনি সকলের জন্য সদয় একজন ব্যক্তি। আমি আরও মনে করি তিনি নিয়ম কানুন মেনে যেটাই করবেন সেটাই আমাদের জন্য মঙ্গলকর হবেন।
ধন্যবাদ আপনাকে আমার অজানা তথ্য জানানোর জন্য।
-
আমার মনে হয়যে আপনি আপনার পয়েন্ট নিয়ে না ভেবে আপনার ফোরামের নিয়ম গুলো ভাল ভাবে খেয়াল করা উচিত তাতে মনে হয় আপনার উপকার হবে আসাকরি বুজতে পেরেছেন ধন্যবাদ ।
আমরা এখানে কম বেশি সবাই ইনকাম করতে এসেছি কিন্তু আমাদের শুধু ইনকামের তালে থাকলেই হবে না ফোরামের নিয়ম কানুন বজায় রাখতে হবে এবং অন্যরা বজায় রাখতেছে কি না সেই সম্পর্কেও খেয়াল রাখতে হবে। আগে ফোরাম বাচাতে হবে তাহলেই তো ইনকাম করতে পাড়বো। কিন্তু ফোরাম যদি স্পামারদের কারনে ধংষ হয় তাহলে আমরা কাজ করবো কোথায়। আমি মনে করি আপনি বুঝতে পেড়েছেন।
-
ফোরাম মোডারেটররা যথেষ্ট দায়িত্বশীল। তারা বারবার সাবধান করার পর যদি কেউ ভূল করেন তাহলে তাদেরজন্য নেগেটিভ কারমাই যথেষ্ট নয় কী। এতে ফোরাম মডারেটর এর কোন দোষ ত্রুটি দেখি না।
-
ফোরাম মোডারেটররা যথেষ্ট দায়িত্বশীল। তারা বারবার সাবধান করার পর যদি কেউ ভূল করেন তাহলে তাদেরজন্য নেগেটিভ কারমাই যথেষ্ট নয় কী। এতে ফোরাম মডারেটর এর কোন দোষ ত্রুটি দেখি না।
হ্যা এটা ঠিক যে ফোরামের মডারেটর যথেষ্ট দায়িত্বশীল। আমি মডারেটরের কোনো ভূল দরতেছি না। আমি শুধু এই বিষয়টি একটু অজানা ছিলো তাই ক্লিয়ার হওয়ার জন্য বিস্তারিত লিখে পোস্ট করলাম। এই পোস্ট দেখে হয়তো অনেক স্পামাররাও ভালো হতে পাড়ে।
-
এখানে মোটামুটি অনেক মেম্বার হয়েছে। কেও হয়তো সাইটের সব নিয়ম কানুন জানে আমার অনেকে হয়তো জানে না যার কারনে অনেকে অনেক ভাবে স্পাম করে। কেও বুঝে কেও না বুঝে। আমাদের মোডারেটকে দেখেছি যারা ভূল করে বা কপি পেস্ট পোষ্ট করে তাদের পোষ্ট কোড করে তাকে বলে দেয়। তবে সে ক্ষেত্রে সেটা হয়তো অনেকে দেখে না। যার কারনে তার অ্যাকাউন্টে মাইনাস কারমা পায় অথবা ব্যান হয়। তাই আমি এডমিন ও মোডারেটরর কে বলবো। কারো কোনো ভূল হলে তাকে পারসোনালি একটা মেসেজ দিয়া যানা তাহলে ভালো হবে। সবারই চোখে পড়বে এবং ভূল থেকে ভেরতে পাড়বে। সাইটে যখন ভালো সিকিউরিটি দিয়েছেন। আর একটু কষ্ট করে পারসোনালি মেসেজ দেওয়ার বিষয়টাও অ্যাড করুন। দরকার হলে আরও ২-৩ টা ভালো বিশ্বস্থ মোডারেটর নিন। পোষ্ট দেখার জন্য ধন্যবাদ..
আপনার প্রশ্নটা যৌক্তিক প্রশ্ন। আমি মনে করি মডারেটররা এটা করে তবুও আপনার জ্ঞানমূলক পোস্টের জন্য অসংখ্য ধন্যবাদ। এভাবে সবাইকে সাহায্য সহজগিতা করা চেষ্টা করুন।