Altcoins Talks - Cryptocurrency Forum

Local => বাংলা (Bengali) => Topic started by: Fariwala on October 19, 2018, 05:50:40 PM

Title: কয়েন মার্কেট কি ? কয়েন মার্কেট এর গুরুত্বপূর্ণ ব্যবহার.._
Post by: Fariwala on October 19, 2018, 05:50:40 PM
www.coinmarketcap.com

বন্ধুরা আজ আমি এমন একটা সাইটের কথা বলব যার ব্যবহার না জানলেই নয় coinmarket.cap জনপ্রিয় একটি ওয়েবসাইট crypto currency জগতের যত কয়েন আছে তার প্রত্যেকটির অন করা আছে এই ওয়েবসাইটে

এটা হল একটা informatic website. যেখানে সারা পৃথিবীর প্রায় সব cryptocurrency-ই registered হয়ে আছে এবং এখানে যে কোনো  cryptocurrency- এর জন্ম ইতিহাস বা invest করার জন্য দরকারি সঠিক তথ্য প্রদান করে.... যেমন:- "coin টির market cap কত ?" , "coin টির total supply কত? " , "coin টির maximum supply কত?" , .... ranking কত? ... trading volumn কত? .... ইত্যাদি ইত্যাদি .

আপনি ঐ website এ যান... ভাল করে বুঝুন..

.......................................................

35 পয়সায় শুরু.... 20--22--23 টাকায় গেছিল..CoinMarketCap-এ TCC registrered খুব সহজে আর খুব তারাতারি কিন্তুু হয়নি ... অনেক ঝরঝনঝার ভেতর দিয়ে... আজ TCC যে হাইওয়ে তৈরি হয়ে গেছে... এই পর্যন্ত আসতে গিয়ে TCC এর দাম 5--6--8 টাকায় চলে যায়... অনেকেই ছেরে চলেও যায়....অনেকেই দেখ ছিল কি হয় ! ! ..

.....ব্যস্ .. হটাৎ খবর আসল  CoinMarketCap-এ TCC Listed হয়ে গেছে... আর তার দু দিনের মধ্যে দাম 17 টাকায় পৌঁছে গেল...

এখন কিছুটা correction চলছে... ঐ 14--15 টাকার আসে পাসে রয়েছে TCC..

......আজ একটা Bitcoin এর দাম 3,00,000 INR ... 2009 বা 2010 বা 2012/13 সালেও যদি জানতে পারতাম হয়তো কম বা বেশি 500  বা 1000 bitcoin নিয়ে রাখতাম কিন্তুু আজ একটা সাধারণ মানুষের পক্ষে কটা bitcoin কেনা সম্ভব .... ...

সেই আক্ষেপ জায়গাতে TCC এসে হাজির....

নিয়ে নাও ... যত চাও... মুঠো মুঠো.. ব্যগ্ ভর্তি করে.... গাড়ি ভর্তি করে ....'যত চাও নিয়ে যাও... এখনও সময় আছে ..... কিন্তুু 50 বা 100 হলে .. বা 500 হলে আমরা যত ইচ্ছা নিতে পারবো না...

তাই... যতটা নেওয়ার নিয়ে যাও... এরপর যেন আর আক্ষেপ না থাকে..

...................................................

1 Bitcoin (BTC)= এখন 283000 INR

1 Bitcoin = 10 লক্ষ Bits

1 Bitcoin = 10 কোটি Satoshi

...,.................................................

Zabpay হল india তে bitcoin কেনা বেচার Exchange..

Zabpay এর app GooglePlayStore এ আছে... ওটা install করে ফেলুন..

Zabpay থেকে bitcoin এর current দামটা দেখতে পাবেন..

.....................................................

TCC is Future King of Cryptocurrency...

So this is Right time to buy TCC

....within 1 year 1 TCC Will be more than Rs.1000/-..  and it is recommended that you will be more profitable if you hold TCC for 5 Years.. After 5 years 1 TCC will 1 lac.


.......................................................

Title: Re: কয়েন মার্কেট কি ? কয়েন মার্কেট এর গুরুত্বপূর্ণ ব্যবহার.._
Post by: rajib on November 01, 2018, 04:37:04 PM
আমরা কি ভাবে কয়েন মার্কেটে কাজ করতে পারি আমরা জদি কয়েন মার্কেটে কাজ শুরো করতে চাই তাহলে আমাদের প্রথমে কি করতে হবে । তাথেকে আমরা কি দরনের মুনাফা অর্জন করতে পারব আর কাজ করার সুরুতে কি আমাদের কোন  দরনের ইনবেষ্ট করতে হবে ।
Title: Re: কয়েন মার্কেট কি ? কয়েন মার্কেট এর গুরুত্বপূর্ণ ব্যবহার.._
Post by: Redowan Hasan on November 04, 2018, 07:20:15 PM
ধন্যবাদ আপনার গুরুত্যপুর্ন পুস্ট এর জন্য। আপনারা এমন পুস্ট করলে নতুন রা সহজেই কাজ করা বুজতে পারবে। আমি আশা রাখি আপনি এরকম পুস্ট করে সকলের পাশে থাকবেন।আর অন্য আরেকজন জিজ্ঞাস করছেন ইনভেস্ট করতে হয় কিনা। কুন ইনভেস্ট করতে হবেনা। আপনি কাজের পর আপনাকে আরো পেমেন্ট করা হবে। তাই বলসি বাউন্ট্রি এবং এয়ারড্রপ করতে থাকুন আমি মনে করি আপনারা এ থেকে ভালো উপার্জন করতে পারবেন। ধন্যবাদ
Title: Re: কয়েন মার্কেট কি ? কয়েন মার্কেট এর গুরুত্বপূর্ণ ব্যবহার.._
Post by: lolipop on November 16, 2018, 03:40:32 PM
আমরা কি ভাবে কয়েন মার্কেটে কাজ করতে পারি আমরা জদি কয়েন মার্কেটে কাজ শুরো করতে চাই তাহলে আমাদের প্রথমে কি করতে হবে । তাথেকে আমরা কি দরনের মুনাফা অর্জন করতে পারব আর কাজ করার সুরুতে কি আমাদের কোন  দরনের ইনবেষ্ট করতে হবে ।

আপনি এখান থেকে বিভিন্ন ধরনের কয়েন কিনতে পারেন। তবে এখন আমার মনে হয় আপনি যদি এখানে ইনবেষ্ট করেন তাহলে ভবিষ্যতে অনেক মুনাফা অর্জন করতে পারবেন । তাই দেরি না করে এখনই ইনবেষ্ট শুরু করেন।
Title: Re: কয়েন মার্কেট কি ? কয়েন মার্কেট এর গুরুত্বপূর্ণ ব্যবহার.._
Post by: pretha on November 20, 2018, 10:51:31 AM
কয়েন মার্কেটকেপ হলো এমন একটি সাইট যেখানে কোন কয়েন মার্কেটে লিষ্ট হলে সেই কয়েন এই মার্কেটকেপে এড হয় । আর এখান থেকে আমরা বিভিন্ন কয়েন এর বিস্থারিত জানতে পারি ।