Altcoins Talks - Cryptocurrency Forum

Local => বাংলা (Bengali) => Topic started by: Goku01 on October 28, 2018, 06:25:46 PM

Title: মডেরাটর কি পায় ফ্রম থেকে?
Post by: Goku01 on October 28, 2018, 06:25:46 PM
যারা এখানে মডেরাটর আছি আমরা ফর্মে কাজ করে কোন এক্সট্রা বেনিফিট পাই না। কিন্তু আমাদের মেম্বারদের চেয়ে অনেক বেশি কাজ করতে হয়। সবার পোষ্ট দেখা, পোষ্টের কোয়ালিটি চেক করা, সবার রিপোর্ট চেক করা। তাছাড়া লোকালের সবার ভালোর জন্য অনেক গুরুত্বপূর্ণ পোষ্ট করি। সবাইকে উস্যহ দেওয়ার জন্য ভাল পোষ্টে + কারমা দেই। কেউ কিছু ভুল করলে তাদের বলে দেই। কিন্তু লোকালে এতো গুরুত্বপূর্ণ পোষ্ট করেও কখনো লোকাল থেকে একটা কারমাও পেলাম না। আমাদের কোন পোষ্টেই কি আপনাদের উপকারে আসে না?? আমাদের লোকালে আমি আর @CryptoZenWorld ভাই ছাড়া কোন মডারেটরি এক্টিভ না। এতো কিছু করার পরেও আমরা কোন কারমা পাইনা।
Title: Re: মডেরাটর কি পায় ফ্রম থেকে?
Post by: smsohag on October 29, 2018, 09:44:08 AM
যারা এখানে মডেরাটর আছি আমরা ফর্মে কাজ করে কোন এক্সট্রা বেনিফিট পাই না। কিন্তু আমাদের মেম্বারদের চেয়ে অনেক বেশি কাজ করতে হয়। সবার পোষ্ট দেখা, পোষ্টের কোয়ালিটি চেক করা, সবার রিপোর্ট চেক করা। তাছাড়া লোকালের সবার ভালোর জন্য অনেক গুরুত্বপূর্ণ পোষ্ট করি। সবাইকে উস্যহ দেওয়ার জন্য ভাল পোষ্টে + কারমা দেই। কেউ কিছু ভুল করলে তাদের বলে দেই। কিন্তু লোকালে এতো গুরুত্বপূর্ণ পোষ্ট করেও কখনো লোকাল থেকে একটা কারমাও পেলাম না। আমাদের কোন পোষ্টেই কি আপনাদের উপকারে আসে না?? আমাদের লোকালে আমি আর @CryptoZenWorld ভাই ছাড়া কোন মডারেটরি এক্টিভ না। এতো কিছু করার পরেও আমরা কোন কারমা পাইনা।
আপনারা মডেরাটাররা আমাদের চাইতে অনেক বেশি কাজের পাশাপাশি সবচেয়ে বেশি ফোরামের মেম্বারদের সাহায্য করে থাকেন তবুও আপনারা কারমা পান না, এটা দুঃখজনক। আমি অল্টারকয়েনটক ফোরামে নতুন। আমি তেমন ভালো বুঝি না। শিখছি আপনাদের মাধ্যমেই। কারমা দেওয়ার ব্যপারটা এখনও ভালো বুঝি না, এখানে ভালো কাজের জন্য সবাই কি কারমা দিতে পারে? কারমার মূল্য বা কারমা সম্পর্কে যদি কোন রেফারেন্স লিংক পাই তাহলে ভালো হয়। 
Title: Re: মডেরাটর কি পায় ফ্রম থেকে?
Post by: Goku01 on October 29, 2018, 09:51:20 AM
যারা এখানে মডেরাটর আছি আমরা ফর্মে কাজ করে কোন এক্সট্রা বেনিফিট পাই না। কিন্তু আমাদের মেম্বারদের চেয়ে অনেক বেশি কাজ করতে হয়। সবার পোষ্ট দেখা, পোষ্টের কোয়ালিটি চেক করা, সবার রিপোর্ট চেক করা। তাছাড়া লোকালের সবার ভালোর জন্য অনেক গুরুত্বপূর্ণ পোষ্ট করি। সবাইকে উস্যহ দেওয়ার জন্য ভাল পোষ্টে + কারমা দেই। কেউ কিছু ভুল করলে তাদের বলে দেই। কিন্তু লোকালে এতো গুরুত্বপূর্ণ পোষ্ট করেও কখনো লোকাল থেকে একটা কারমাও পেলাম না। আমাদের কোন পোষ্টেই কি আপনাদের উপকারে আসে না?? আমাদের লোকালে আমি আর @CryptoZenWorld ভাই ছাড়া কোন মডারেটরি এক্টিভ না। এতো কিছু করার পরেও আমরা কোন কারমা পাইনা।
আপনারা মডেরাটাররা আমাদের চাইতে অনেক বেশি কাজের পাশাপাশি সবচেয়ে বেশি ফোরামের মেম্বারদের সাহায্য করে থাকেন তবুও আপনারা কারমা পান না, এটা দুঃখজনক। আমি অল্টারকয়েনটক ফোরামে নতুন। আমি তেমন ভালো বুঝি না। শিখছি আপনাদের মাধ্যমেই। কারমা দেওয়ার ব্যপারটা এখনও ভালো বুঝি না, এখানে ভালো কাজের জন্য সবাই কি কারমা দিতে পারে? কারমার মূল্য বা কারমা সম্পর্কে যদি কোন রেফারেন্স লিংক পাই তাহলে ভালো হয়।

কারমা Sr. Member এবং তার হাই রেঙ্ক মেম্বারর দিতে পারে। https://www.altcoinstalks.com/index.php?topic=60566.0 (https://www.altcoinstalks.com/index.php?topic=60566.0) এই পোষ্টটা পরেন । এখানে কারমার বেপারে ইনফরমেসন আছে।আশা করি উপকারে আসবে। অন্য কিছু জানার থাকলে বলবেন।
Title: Re: মডেরাটর কি পায় ফ্রম থেকে?
Post by: rajib on October 29, 2018, 05:29:56 PM
আমি দেখলাম যে এখানে অনেকে অনেক দরনের পোষ্ট করেছেন । আপনারা এখানে কামারা উলেখ করে কথা বলেছেন আমি যেটা জানতে চাইছি সেটা হল কামারা কি । আমি এই ফরামে নতুন তাই আমি এত একটা ভাল বুজি না । তাই আমরা আসাবাদি যে আপনাদের মধ্যে কেউ এ বিষয় নিয়ে ভাল কিছু উলেখ করবেন ।
Title: Re: মডেরাটর কি পায় ফ্রম থেকে?
Post by: Goku01 on October 29, 2018, 06:25:01 PM
আমি দেখলাম যে এখানে অনেকে অনেক দরনের পোষ্ট করেছেন । আপনারা এখানে কামারা উলেখ করে কথা বলেছেন আমি যেটা জানতে চাইছি সেটা হল কামারা কি । আমি এই ফরামে নতুন তাই আমি এত একটা ভাল বুজি না । তাই আমরা আসাবাদি যে আপনাদের মধ্যে কেউ এ বিষয় নিয়ে ভাল কিছু উলেখ করবেন ।
https://www.altcoinstalks.com/index.php?topic=10585.0 (https://www.altcoinstalks.com/index.php?topic=10585.0) এই পোষ্ট চেক করেন। আমাদের লোকালে আরো অনেক কারমা নিয়ে পোষ্ট দেওয়া আছে। এগুলো পরলেই কারমা সম্পর্কে বুঝতে পারবেন। আর কিছু না বুঝলে আমাকে বলতে পারেন সাহায্য করার চেষ্টা করব।
Title: Re: মডেরাটর কি পায় ফ্রম থেকে?
Post by: vola on October 31, 2018, 02:56:02 PM
আসলে আমরা যারা বাংলা লোকাল বোর্ডে পোষ্ট করি তারা অনেকে জে. আর মেম্বার, আর ফুল মেম্বার তাই এখানে আমরা কাউকে কামরা দিতে পারি না। আর যারা এস. আর মেম্বার তারা মনে করে যে যদি লোকাল বোর্ডে কোন ভালো পোষ্টে কামরা দিলে যদি তাদের আইডি ব্যান হয় তাই মনে হয় তারা কামরা দিতে চায় না।
Title: Re: মডেরাটর কি পায় ফ্রম থেকে?
Post by: Goku01 on October 31, 2018, 09:49:22 PM
আসলে আমরা যারা বাংলা লোকাল বোর্ডে পোষ্ট করি তারা অনেকে জে. আর মেম্বার, আর ফুল মেম্বার তাই এখানে আমরা কাউকে কামরা দিতে পারি না। আর যারা এস. আর মেম্বার তারা মনে করে যে যদি লোকাল বোর্ডে কোন ভালো পোষ্টে কামরা দিলে যদি তাদের আইডি ব্যান হয় তাই মনে হয় তারা কামরা দিতে চায় না।

আইডি ব্যান দিবে কেন? অন্য দেশের লোকাল থেকেই মোডেরাটররা বেশি কারমা পায় কারন আমরা লোকালের জন্যই বেশি কাজ করি। আপনাদের জন্য কাজ করলে তার পুরস্কার আপ্নারাই দিবেন। এখানে তো আর অন্য কেও কারমা দিবে না লোকাল ছাড়া। তাছাড়া লোকালের বাইরে থেকে ১০ টা কারমা পেয়ে গেছি অলরেডি। বিদেশিরা আমার কাজের মূল্য দিল কিন্তু যে লোকালের জন্য এতো কিছু করতিছি তারা মূল্য  দিল না।
Title: Re: মডেরাটর কি পায় ফ্রম থেকে?
Post by: Redowan Hasan on November 04, 2018, 07:32:37 PM
মডারেটর সাহেব ভুল বলসেন,কারন আমি কারমা বিষয়য়ে ভালো কোন মতামত পাইনি তাই আপনাকে বলছি আপনি আপনার দায়িত্তে সকলকে এ বিষয়য়ে ভালো বুজিয়ে পুস্ট করেন। আর কাওকেই কারমা পেতে দেখিনি কেও কি কারমা পাবার জুগ্য নয়? আপনার কাছে আরেকটা প্রশ্ন আমাদের কি যে কেও কারমা দিতে পারবে এবং আমরা দিতে পারব,,?? আশা করি উত্তর টা পাব,,,
Title: Re: মডেরাটর কি পায় ফ্রম থেকে?
Post by: Goku01 on November 05, 2018, 01:43:34 AM
মডারেটর সাহেব ভুল বলসেন,কারন আমি কারমা বিষয়য়ে ভালো কোন মতামত পাইনি তাই আপনাকে বলছি আপনি আপনার দায়িত্তে সকলকে এ বিষয়য়ে ভালো বুজিয়ে পুস্ট করেন। আর কাওকেই কারমা পেতে দেখিনি কেও কি কারমা পাবার জুগ্য নয়? আপনার কাছে আরেকটা প্রশ্ন আমাদের কি যে কেও কারমা দিতে পারবে এবং আমরা দিতে পারব,,?? আশা করি উত্তর টা পাব,,,
Ami nijei valo post e karma dichi... apni dekhte parben na karon apnar sei permission nai. Admin dekhte pare.. karma niye amar ekta post ache.. pore dekhen bujhte parben... Ar Sr. Member hoyar age karma deoya jayna.. so apni karma dite parben na.. Moderator er vul dhorar age sob post pore dekhun... Dhonnobad
Title: Re: মডেরাটর কি পায় ফ্রম থেকে?
Post by: lolipop on November 17, 2018, 09:57:18 PM
লোকাল বোর্ডে কেউ কামরা দিতে চায় না কারণ তারা মনে করে তাদের আইডিটি যদি ব্যান হয়ে যায় তাই তারা এই লোকাল বোর্ডে কামরা দিতে চায় না । দেখা যায় যে লোকাল বোর্ডের বেশির ভাগ মেম্বার ই  জেয়ার আর ফোল মেম্বার হওয়ায় তারা কামরা দিতে পারে না। আর যারা এস. আর তারা কামরা দিতে চায় না।
Title: Re: মডেরাটর কি পায় ফ্রম থেকে?
Post by: pretha on November 20, 2018, 10:45:12 AM
লোকাল বোর্ডে তেমন ভালো পোষ্ট দেকা যায় না । যারা এই বোর্ডে ভালো ভালো পোষ্ট করে তাদের এই পোষ্ট দেখে কেউ কামরা দিতে পারে না কারন তারা দেখা যায়  ফুল মেম্বার বা জে. আর মেম্বার   আর যারা এস. আর মেম্বার তারা ভালো করে লোকাল বোর্ডে কোন পোষ্ট করছে না।
Title: Re: মডেরাটর কি পায় ফ্রম থেকে?
Post by: Malam90 on December 01, 2018, 03:22:56 AM
এসআর মেম্বার ছাড়া কারমা দেয়া যায়না । আমি চেষ্টা করেছি কিন্তু পারলাম না ভাই। তবে আপনার পোস্টের কোয়ালিটি চমৎকার । সত্যিই আপনি যোগ্য মডারেটর। আমরা বাংলা ভাষাভাষিরা আপনার প্রতি কৃতজ্ঞ। সামনে র‌্যাংক বাড়লে চেষ্টা করবো। আপনার সফলতা কামনা করছি। আপনি নিঃস্বার্থভাবে কাজ করছেন-যা আমাদের অনুপ্রেরণা। ধন্যবাদ ভাই।
Title: Re: মডেরাটর কি পায় ফ্রম থেকে?
Post by: Sultana on December 01, 2018, 01:42:33 PM
এসআর মেম্বার ছাড়া কারমা দেয়া যায়না । আমি চেষ্টা করেছি কিন্তু পারলাম না ভাই। তবে আপনার পোস্টের কোয়ালিটি চমৎকার । সত্যিই আপনি যোগ্য মডারেটর। আমরা বাংলা ভাষাভাষিরা আপনার প্রতি কৃতজ্ঞ। সামনে র‌্যাংক বাড়লে চেষ্টা করবো। আপনার সফলতা কামনা করছি। আপনি নিঃস্বার্থভাবে কাজ করছেন-যা আমাদের অনুপ্রেরণা। ধন্যবাদ ভাই।


তাহলে কারমা দিতে গেলে কি নিম্নতম এসআর মেম্বার হতে হবে? আর মডারেটররা তাহলে মডারেট করার জন্য কিছুই পায়না। আমি আগে মনে করতাম ফোরামের লাভের থেকে মডারেটররা অংশ পায়।
Title: Re: মডেরাটর কি পায় ফ্রম থেকে?
Post by: Rashid pk on December 02, 2018, 07:23:38 AM
যারা এখানে মডেরাটর আছি আমরা ফর্মে কাজ করে কোন এক্সট্রা বেনিফিট পাই না। কিন্তু আমাদের মেম্বারদের চেয়ে অনেক বেশি কাজ করতে হয়। সবার পোষ্ট দেখা, পোষ্টের কোয়ালিটি চেক করা, সবার রিপোর্ট চেক করা। তাছাড়া লোকালের সবার ভালোর জন্য অনেক গুরুত্বপূর্ণ পোষ্ট করি। সবাইকে উস্যহ দেওয়ার জন্য ভাল পোষ্টে + কারমা দেই। কেউ কিছু ভুল করলে তাদের বলে দেই। কিন্তু লোকালে এতো গুরুত্বপূর্ণ পোষ্ট করেও কখনো লোকাল থেকে একটা কারমাও পেলাম না। আমাদের কোন পোষ্টেই কি আপনাদের উপকারে আসে না?? আমাদের লোকালে আমি আর @CryptoZenWorld ভাই ছাড়া কোন মডারেটরি এক্টিভ না। এতো কিছু করার পরেও আমরা কোন কারমা পাইনা।
আজ এই ফোরাম থেকে আপনি কিছু পাচ্ছেন না এটা সত্যি কিন্তু একদিন পাবেন, এই আশা করতেই পারি... আপনি প্রায় শুরু থেকে ফোরামে যেভাবে এক্টিভ থেকে বাংলাদেশি ভাইদের কে উৎসাহ এবং নির্দেশনা দিয়ে যাচ্ছেন তা সত্যিই প্রশংসার যোগ্য ফোরামের প্রত্যেকটি বাংলাদেশি ভাই আমি সহ সবাই আপনার কাছে কৃতজ্ঞ, আপনার সর্বক্ষেত্রে সফলতা কামনা করি...
Title: Re: মডেরাটর কি পায় ফ্রম থেকে?
Post by: Hard effect on December 06, 2018, 08:29:46 PM
মডারেটররা অনেক কষ্ট করে এটা মানতে আমার কোন অসুবিধা নেই এটা সবাই জানে তারা অনেক পরিশ্রম করে তবে যারা করমা দিতে পারেন তারা দেওয়ার চেষ্টা করবেন আমি কখনো কাউকে করমা দেইনি আর আমি এখন যেহেতু যে আর মেম্বার এখন আমি দিতে পারবোনা  যদি আমি পরবর্তীতে পাড়ি দেওয়ার চেষ্টা করব
Title: Re: মডেরাটর কি পায় ফ্রম থেকে?
Post by: Sksordar on December 07, 2018, 09:11:20 AM
আপনারা এখানে অনেক কষ্ট করা সত্ত্বেও কোনো বেনিফিট পান না এটা খুব দুঃখজনক একটা ব্যাপার। তবে আপনারা প্রত্যক্ষ বা পরোক্ষভাবে এখানের সকল সদস্যদের উপকার করে থাকেন। আপনাদের এই কাজটা সত্যি অনেক সন্মানের।  আপনাদের মাধ্যমে আমরা সকলে উপকৃত হয়। সেজন্য আপনাদেরকে ধন্যবাদ জ্ঞাপন করছি এবং আপনাদেরকে স্যালুট জানাচ্ছি।
আপনাদের মতো আমিও কাজ করতে পারলে নিজেকে ধন্য মনে করবো।
Title: Re: মডেরাটর কি পায় ফ্রম থেকে?
Post by: Lima on January 09, 2019, 05:33:09 PM
যারা এখানে মডেরাটর আছি আমরা ফর্মে কাজ করে কোন এক্সট্রা বেনিফিট পাই না। কিন্তু আমাদের মেম্বারদের চেয়ে অনেক বেশি কাজ করতে হয়। সবার পোষ্ট দেখা, পোষ্টের কোয়ালিটি চেক করা, সবার রিপোর্ট চেক করা। তাছাড়া লোকালের সবার ভালোর জন্য অনেক গুরুত্বপূর্ণ পোষ্ট করি। সবাইকে উস্যহ দেওয়ার জন্য ভাল পোষ্টে + কারমা দেই। কেউ কিছু ভুল করলে তাদের বলে দেই। কিন্তু লোকালে এতো গুরুত্বপূর্ণ পোষ্ট করেও কখনো লোকাল থেকে একটা কারমাও পেলাম না। আমাদের কোন পোষ্টেই কি আপনাদের উপকারে আসে না?? আমাদের লোকালে আমি আর @CryptoZenWorld ভাই ছাড়া কোন মডারেটরি এক্টিভ না। এতো কিছু করার পরেও আমরা কোন কারমা পাইনা।
আমার মনে হয় যারা Sr member বা তার উপরের র‍্যংকে জারা আছে তারা জানেই না কিভাবে কারমা দিতে হয় ও কিরকম পোস্টে কারমা দিতে হয়। সবাই শুধু নিজের পজিশন বৃদ্ধি করার জন্য ও ভালো বাউন্টিতে সিগনেচারে বেশি বেনিফিট পাওয়ার জন্য উলটা পালটা পোস্ট করে তাদের র‍্যংক বাড়িয়েছে। আসলে তাদের ফোরাম সম্পর্কে কোনো ধারনাই নেই। আপনি Sr member ও তার উপরের র‍্যংকের মেম্বারদের পোস্টগুলো চেক করতে পাড়েন। তাহলেই বুঝতে পাড়বেন ভালো পোস্ট করার পড়ও কেনো কারমা পাওয়া যায় না। আমার মনে হয় একমাত্র মডারেটর ও ৪-৫ জন মেম্বার ছাড়া আর কেও কাউকে কারমা দেয় না বা কারমা দেওয়া বা কারমার কোনো মরমোই বুঝে না।
Title: Re: মডেরাটর কি পায় ফ্রম থেকে?
Post by: Malam90 on January 10, 2019, 03:55:30 PM
যারা এখানে মডেরাটর আছি আমরা ফর্মে কাজ করে কোন এক্সট্রা বেনিফিট পাই না। কিন্তু আমাদের মেম্বারদের চেয়ে অনেক বেশি কাজ করতে হয়। সবার পোষ্ট দেখা, পোষ্টের কোয়ালিটি চেক করা, সবার রিপোর্ট চেক করা। তাছাড়া লোকালের সবার ভালোর জন্য অনেক গুরুত্বপূর্ণ পোষ্ট করি। সবাইকে উস্যহ দেওয়ার জন্য ভাল পোষ্টে + কারমা দেই। কেউ কিছু ভুল করলে তাদের বলে দেই। কিন্তু লোকালে এতো গুরুত্বপূর্ণ পোষ্ট করেও কখনো লোকাল থেকে একটা কারমাও পেলাম না। আমাদের কোন পোষ্টেই কি আপনাদের উপকারে আসে না?? আমাদের লোকালে আমি আর @CryptoZenWorld ভাই ছাড়া কোন মডারেটরি এক্টিভ না। এতো কিছু করার পরেও আমরা কোন কারমা পাইনা।
আমার মনে হয় যারা Sr member বা তার উপরের র‍্যংকে জারা আছে তারা জানেই না কিভাবে কারমা দিতে হয় ও কিরকম পোস্টে কারমা দিতে হয়। সবাই শুধু নিজের পজিশন বৃদ্ধি করার জন্য ও ভালো বাউন্টিতে সিগনেচারে বেশি বেনিফিট পাওয়ার জন্য উলটা পালটা পোস্ট করে তাদের র‍্যংক বাড়িয়েছে। আসলে তাদের ফোরাম সম্পর্কে কোনো ধারনাই নেই। আপনি Sr member ও তার উপরের র‍্যংকের মেম্বারদের পোস্টগুলো চেক করতে পাড়েন। তাহলেই বুঝতে পাড়বেন ভালো পোস্ট করার পড়ও কেনো কারমা পাওয়া যায় না। আমার মনে হয় একমাত্র মডারেটর ও ৪-৫ জন মেম্বার ছাড়া আর কেও কাউকে কারমা দেয় না বা কারমা দেওয়া বা কারমার কোনো মরমোই বুঝে না।

আমিও একমত আপনার মন্তব্যের সাথে। তবে এই থ্রেডে এটা অপ্রাসঙ্গিক কারণ এখানে উত্তর দিতে হবে “ মডারেটর কি পায় ফোরাম থেকে” তার উপর। অন্য কোন মন্তব্য করা এই পোস্টে যে স্পাম হয় সেটাও জানতে হবে আমাদের।
Title: Re: মডেরাটর কি পায় ফ্রম থেকে?
Post by: JISAN on January 11, 2019, 04:26:17 AM
যারা এখানে মডেরাটর আছি আমরা ফর্মে কাজ করে কোন এক্সট্রা বেনিফিট পাই না। কিন্তু আমাদের মেম্বারদের চেয়ে অনেক বেশি কাজ করতে হয়। সবার পোষ্ট দেখা, পোষ্টের কোয়ালিটি চেক করা, সবার রিপোর্ট চেক করা। তাছাড়া লোকালের সবার ভালোর জন্য অনেক গুরুত্বপূর্ণ পোষ্ট করি। সবাইকে উস্যহ দেওয়ার জন্য ভাল পোষ্টে + কারমা দেই। কেউ কিছু ভুল করলে তাদের বলে দেই। কিন্তু লোকালে এতো গুরুত্বপূর্ণ পোষ্ট করেও কখনো লোকাল থেকে একটা কারমাও পেলাম না। আমাদের কোন পোষ্টেই কি আপনাদের উপকারে আসে না?? আমাদের লোকালে আমি আর @CryptoZenWorld ভাই ছাড়া কোন মডারেটরি এক্টিভ না। এতো কিছু করার পরেও আমরা কোন কারমা পাইনা।
হ্যা এটা ঠিক যে আপনারা অনেক কষ্ট করেন। আর কষ্ট করাটাই সাভাবিক কেনোনা। আপনারা মডারেটর মানে সাইটে সকল মেম্বারদের দায়িত্ব আপনাদের উপর। তবে আপনাদের কারমা পাওয়া উচিত আর আপনারা সেটা পাবেন। হয়তো কারমার বিষয়য়টি সবার মধ্যে ভালোভাএ ক্লিয়ার না তা এরকম হচ্ছে।
Title: Re: মডেরাটর কি পায় ফ্রম থেকে?
Post by: Malam90 on January 11, 2019, 08:23:54 AM
যারা এখানে মডেরাটর আছি আমরা ফর্মে কাজ করে কোন এক্সট্রা বেনিফিট পাই না। কিন্তু আমাদের মেম্বারদের চেয়ে অনেক বেশি কাজ করতে হয়। সবার পোষ্ট দেখা, পোষ্টের কোয়ালিটি চেক করা, সবার রিপোর্ট চেক করা। তাছাড়া লোকালের সবার ভালোর জন্য অনেক গুরুত্বপূর্ণ পোষ্ট করি। সবাইকে উস্যহ দেওয়ার জন্য ভাল পোষ্টে + কারমা দেই। কেউ কিছু ভুল করলে তাদের বলে দেই। কিন্তু লোকালে এতো গুরুত্বপূর্ণ পোষ্ট করেও কখনো লোকাল থেকে একটা কারমাও পেলাম না। আমাদের কোন পোষ্টেই কি আপনাদের উপকারে আসে না?? আমাদের লোকালে আমি আর @CryptoZenWorld ভাই ছাড়া কোন মডারেটরি এক্টিভ না। এতো কিছু করার পরেও আমরা কোন কারমা পাইনা।
হ্যা এটা ঠিক যে আপনারা অনেক কষ্ট করেন। আর কষ্ট করাটাই সাভাবিক কেনোনা। আপনারা মডারেটর মানে সাইটে সকল মেম্বারদের দায়িত্ব আপনাদের উপর। তবে আপনাদের কারমা পাওয়া উচিত আর আপনারা সেটা পাবেন। হয়তো কারমার বিষয়য়টি সবার মধ্যে ভালোভাএ ক্লিয়ার না তা এরকম হচ্ছে।
জি ভাই, মডারেট করা অনেক কষ্টের আর তার বিনিময়ে ফোরাম থেকে কোন কিছুই পাওয়া যায়না। অন্তত আমাদের বাংলাদেশী ভাইয়ের জন্য কিছু করতে না পারি তার জন্য শুকরিয়া জানাই এবং তার জন্য দোয়া তো করতে পারি।
Title: Re: মডেরাটর কি পায় ফ্রম থেকে?
Post by: Web Designer on December 31, 2023, 06:47:51 PM
আসলেই আমাদের মডারেটররা অনেক পরিশ্রম করেন কিন্তু তাদের পরিশ্রমের বিনিময়ে কোন বেনিফিট পায় না যা আসলে আমাদের দেশের মডারেটস দের জন্য দুঃখজনক ব্যাপার।  তবিও আশাকরি আপনারা যারা মডারেটর আছেন তারা একটু ধৈর্য ধরেন এই ফরামটা আরেকটু বেশি মানে বিটকয়েনটকের মতো পরিচিত হোক তাহলেই আরো উন্নতি হবে সবারই।
Title: Re: মডেরাটর কি পায় ফ্রম থেকে?
Post by: Paragon2 on January 01, 2024, 03:41:20 AM
যারা এখানে মডেরাটর আছি আমরা ফর্মে কাজ করে কোন এক্সট্রা বেনিফিট পাই না। কিন্তু আমাদের মেম্বারদের চেয়ে অনেক বেশি কাজ করতে হয়। সবার পোষ্ট দেখা, পোষ্টের কোয়ালিটি চেক করা, সবার রিপোর্ট চেক করা। তাছাড়া লোকালের সবার ভালোর জন্য অনেক গুরুত্বপূর্ণ পোষ্ট করি। সবাইকে উস্যহ দেওয়ার জন্য ভাল পোষ্টে + কারমা দেই। কেউ কিছু ভুল করলে তাদের বলে দেই। কিন্তু লোকালে এতো গুরুত্বপূর্ণ পোষ্ট করেও কখনো লোকাল থেকে একটা কারমাও পেলাম না। আমাদের কোন পোষ্টেই কি আপনাদের উপকারে আসে না?? আমাদের লোকালে আমি আর @CryptoZenWorld ভাই ছাড়া কোন মডারেটরি এক্টিভ না। এতো কিছু করার পরেও আমরা কোন কারমা পাইনা।

আসলে মডারেটর যারা রয়েছে তারা এই ফোরাম থেকে নতুন পর্যায়ে বেনিফিট পায় না। এর কারণ হলো এই ফোরামে এইমাত্র নতুন প্রজেক্ট আসতে শুরু করেছে বিটিসি ক্যাম্পেইন মাত্র তিনটি থেকে চারটি প্রজেক্ট রানিং রয়েছে। গত ডিসেম্বর ২০২৩ এ এর প্রজেক্ট আসতে শুরু করেছে কারণ বিটকয়েন ফোরাম ে মিক্সার ক্যাম্পেইন গুলো নিষিদ্ধ। কিন্তু মডারেটরদের এক্সট্রা একটি পাওয়ার রয়েছে যা সবাইকে নিয়ন্ত্রণ করে থাকে। যে বিষয়টি এরপর আমি দেখতে পায় আমরা সাধারণ ইউজাররা ওইসব ফর্মুলা গুলো দেখতে পাই না।
মোডারেটরদের আনন্দ এখানেই যে তাদের পাওয়ার বেশি তাদের উপরে একমাত্র এডমিন রয়েছে।
Title: Re: মডেরাটর কি পায় ফ্রম থেকে?
Post by: MVL~$ on January 01, 2024, 07:24:23 AM
মডারেটরের কাজ থাকে একটি নির্দিষ্ট বিষয়ের উপর সমস্ত কিছু দায়িত্ব বহন করা। তারা দেখে থাকে কারা কি ধরনের পোস্ট দিয়েছে। যদি পোস্টে কোন রকম ভুল তথ্য থাকে তাহলে তারা সেটা লক্ষ্য করে এবং তা মুছে দেয়। যে জায়গায় টপিক ওয়াইস কথা বলার সুযোগ রয়েছে সেই জায়গায় যদি আপনি যদি অফ টফিকের কথা বলেন তাহলে অবশ্যই আপনার পোস্টটি রিমুভ করে দেওয়া হবে। আর যারা মডারেটর আছে তারা অবশ্যই উপার্জন করে থাকে।