Altcoins Talks - Cryptocurrency Forum
Local => বাংলা (Bengali) => Topic started by: Redowan Hasan on November 02, 2018, 10:57:47 AM
-
আল্ট্রা কয়েন ফুরাম এ দেখা জাচ্ছে ঠিক মত বাউন্টি দেয়া হচ্ছেনা। এই সাইটে বিটকয়েন এর মত বাউন্টি পাওয়ার সম্ভাবনা আছে..??
-
আল্টাকয়েন ফোরাম একটি নতুন ফোরাম এখানে অল্প কিছু বান্ট্রি আর এয়ারড্রপ আসে কিন্তু বিটকয়েন হলো একমাত্র ফোরাম যেখানে প্রচুর পরিমানে বান্ট্রি ও এয়ারড্রপ আসে। তাই এখানে আপনারা যদি কাজ করেন তাহলে এখান থেকে অল্প ইনকাম করতে পারেন । আমার মনে হয় বিটকয়েন ফোরাম এর পাশাপাশি আমরা যদি আল্টাকয়েনে কাজ করি তাহলে এখান থেকে অনেক ইনকাম করা সম্ভব। আমার মনে হয় এখানে ভবিষ্যতে অনেক বান্ট্রি ও এয়ারড্রপ আসবে।
-
অবশ্যই সম্ভাবনা আছে, আপনাকে এবং আমাকে যে কাজটা করতে হবে তা হল বেশি বেশি একটিভ হয়ে ফোরামে এক্টিভিটি বাড়াতে হবে, যতগুলো মেম্বার আছে তারা সবাই যদি ফোরামে একটিভ হয় এবং অন্যদেরকে এখানে রেফার করে তাহলে একদিন এই ফোরামটা বিটকয়েন্টক এর মতই হয়ে উঠবে আশা করি :)
-
এই আল্টাকয়েন ফোরাম নতুন এখানে এখন ঠিকমতো বান্ট্রি আসে না কারন এই ফোরামে এখন ফ্যাক বান্ট্রি আসে না এই ফোরামে এখন যে সব বান্ট্রি আসে সবগুলোই ভালো প্রজেক্ট । আমার মনে হয় ভবিষ্যতে এখানে অনেক বান্ট্রি আসবে।
-
বিটকয়েনে অনেক বান্ট্রি আাসে কারন এটি অনেক পুরোনো একটি সাইট । আমার মনে হয় যে আল্টাকয়েন ফোরামে ও একসময় অনেক বান্ট্রি আসবে । এখন যদি আমরা এখানে রেঙ্ক বাড়াতে পারি তাহলে একসময় আমরা এখান থেকে অনেক ইনকাম করতে পারবো।
-
এই সাইটে অবশ্যই বাউন্টি করার সম্ভাবনা আছে। এখন এই সাইটে বা্উন্টি কম থাকলেও সামনে দিনগুলোতে এই সাইটে বাউন্টি অনেক পরিমাণে বৃদ্ধি পাবে। তাই আপনারা এই সাইটে ভালো একটি পদ নিয়ে রাখতে পারেন এবং সামনে এই সাইটটি দিয়ে লাভবান হউন।
-
আমি বাউন্টি কাজ শুরো করতে চাইছি কিন্তু আমি বুজতে পারছিনা যে আমি কি ভাবে বাউন্টি কাজ শুরো করতে পারি আমার বাউন্টি করা সম্পর্কে ভাল কোন দরনা নেই জদি আপনাদের মধ্যে কেউ জানেন তাহলে আমি বাউন্টির কাজ শুরো করতে পারব ।
-
সম্ভাবনা অবশ্যই আছে, এই আল্টাকয়েন ফোরামটি নতুন তাই বাউন্ট্রি কম আসে । ভবিষ্যতে এই ফোরামটি অনেক পপুলার হবে এবং অনেক বাউন্ট্রি আসবে।
-
এই সাইটে অবশ্যই বাউন্টি করার সম্ভাবনা আছে। এখন এই সাইটে বা্উন্টি কম থাকলেও সামনে দিনগুলোতে এই সাইটে বাউন্টি অনেক পরিমাণে বৃদ্ধি পাবে। তাই আপনারা এই সাইটে ভালো একটি পদ নিয়ে রাখতে পারেন এবং সামনে এই সাইটটি দিয়ে লাভবান হউন।
যাত্রা শুরুর সময় এই রকম আভাস পেলাম । আপনাকে অনেক ধন্যবাদ ;D
-
আলট্রা কয়েন এটি একটি নতুন সাইট এখানে অনেকে জানেনা এবং এটি আস্তে আস্তে খুব ভালো একটি পর্যায়ে যাবে তো এখন নতুন থাকার কারণ এখানে বাউন্টি তেমন একটা আসে না তবে পরবর্তীতে এটি যখন ভাইরাল হয়ে যাবে তখন অনেক কাজ এখানে পাওয়া যাবে
-
অবশ্যই সম্ভাবনা আছে, আপনাকে এবং আমাকে যে কাজটা করতে হবে তা হল বেশি বেশি একটিভ হয়ে ফোরামে এক্টিভিটি বাড়াতে হবে, যতগুলো মেম্বার আছে তারা সবাই যদি ফোরামে একটিভ হয় এবং অন্যদেরকে এখানে রেফার করে তাহলে একদিন এই ফোরামটা বিটকয়েন্টক এর মতই হয়ে উঠবে আশা করি :)
বাউন্টি বিষয়ে আমি আপনার সাথে একমত পোষন করছি। এই ফোরামের সকল সদস্য আমরা যদি সবাই একটিভ থাকি এবং মড়ারেটরসহ সকলে এক সাথে চেষ্টাকরি তাহলে আবশ্যই বিটকয়েনটকের মত ভাল ভাল বাউন্টি প্রজেক্ট আসবে। এতে আমরা সবাই লভবান হবো।
-
আল্ট্রা কয়েন ফুরাম এ দেখা জাচ্ছে ঠিক মত বাউন্টি দেয়া হচ্ছেনা। এই সাইটে বিটকয়েন এর মত বাউন্টি পাওয়ার সম্ভাবনা আছে..??
এই সাইটটা মনে হয় এখনও ভালোভাবে পাবলিক হয়নাই তাই, নতুন বাঊন্টি আসছে না। তবে কিছুদিন দেরি করেন আসবে।
-
Don't worry guys... One day altcoinstalks.com forum will be more popular just same as bitcointalk.org. Then you find a lots of Bounty and airdrops campaign.
-
Don't worry guys... One day altcoinstalks.com forum will be more popular just same as No links to other forums. Then you find a lots of Bounty and airdrops campaign.
ভাই এটা বাংলা থ্রেড, তাই এখানে বাংলায় পোস্ট দেওয়াই ভালো।
-
আল্ট্রা কয়েন ফুরাম এ দেখা জাচ্ছে ঠিক মত বাউন্টি দেয়া হচ্ছেনা। এই সাইটে বিটকয়েন এর মত বাউন্টি পাওয়ার সম্ভাবনা আছে..??
আপনি ফ্রি বাউন্টি ও ফ্রি এয়ারড্রপ এ ডুকেন দেখেন সেখানে অনেকগুলো বাউন্টি আছে। ও আরও নতুন বাউন্টি ছাড়বে। অপেক্ষা করুন। তারা সর্বধা চায় আপডের কিছু দিতে।
-
Altcointalk এটি এখনো বলতে গেলে নতুন তাই এখানে bounty একটু কম আসছে bitcoin এর মতো পপুলার হোক দেখবেন এখানেও অনেক bounty আসবে অপেক্ষা করুন পাবেন।
-
বিটকয়েন টক নিয়ে অলটার কয়েন এ আলোচনার টপিক হতে পারে।
-
অবশ্যই সম্ভাবনা আছে, আপনাকে এবং আমাকে যে কাজটা করতে হবে তা হল বেশি বেশি একটিভ হয়ে ফোরামে এক্টিভিটি বাড়াতে হবে, যতগুলো মেম্বার আছে তারা সবাই যদি ফোরামে একটিভ হয় এবং অন্যদেরকে এখানে রেফার করে তাহলে একদিন এই ফোরামটা বিটকয়েন্টক এর মতই হয়ে উঠবে আশা করি :)
বাউন্টি বিষয়ে আমি আপনার সাথে একমত পোষন করছি। এই ফোরামের সকল সদস্য আমরা যদি সবাই একটিভ থাকি এবং মড়ারেটরসহ সকলে এক সাথে চেষ্টাকরি তাহলে আবশ্যই বিটকয়েনটকের মত ভাল ভাল বাউন্টি প্রজেক্ট আসবে। এতে আমরা সবাই লভবান হবো।
বাউন্টি বিষয়ে আমি আপনার সাথে একমত পোষন করছি। এই ফোরামের সকল সদস্য আমরা যদি সবাই একটিভ থাকি এবং মড়ারেটরসহ সকলে এক সাথে চেষ্টাকরি তাহলে আবশ্যই বিটকয়েনটকের মত ভাল ভাল বাউন্টি প্রজেক্ট আসবে। এতে আমরা সবাই লভবান হবো।
-
অসলে Bitcointalk এটা বহু দিন আগের ফোরাম যার কারনে এতো টা জনপ্রিয়তা অর্জন করেছে।আর Altcointalks ফোরাম এসেছে কিছু দিন আগে এই ফোরাম যত দিন যাবে আমরা সবাই আশা করি Bitcointalk এর মতো জনপ্রিয়তা অর্জন করবে।কিন্ত সবাই কে কিছু দিন অপেক্ষা করতে হবে।
-
অসলে Bitcointalk এটা বহু দিন আগের ফোরাম যার কারনে এতো টা জনপ্রিয়তা অর্জন করেছে।আর Altcointalks ফোরাম এসেছে কিছু দিন আগে এই ফোরাম যত দিন যাবে আমরা সবাই আশা করি Bitcointalk এর মতো জনপ্রিয়তা অর্জন করবে।কিন্ত সবাই কে কিছু দিন অপেক্ষা করতে হবে।
ফোরাম কিছুদিন আগে এসেছে বলতে আপনি কি বোঝাতে চেয়েছেন? আপনি কি জানেন এই ফোরাম কবে এসেছে? আপনি সব বেশিরভাগ পোস্টে অবাস্তব আলোচনা করেন। আপনার আলোচনা গুলো ভালো নয়। আপনার সম্পর্কে ধারণা এবং জ্ঞানের অনেক ঘাটতি আছে আশাকরি পোস্ট গুলো ভালোভাবে পড়বেন। তারপর পোস্ট করবেন।
-
এই ফোরাম যাত্রা শুরু করছে খুব বেশি দিন হয়নি কিন্তু তারপরও এই ফোরাম খুবই একটিভ আমার কাছে যেটা মনে হয়েছে। দিন দিন এর ব্যবহারকরীর সংখ্যা বেড়েই চলেছে। আগামিতে এটি জনপ্রিয় একটি ফোরাম হিসেবে নাম লিখবে সে দিন খুব দুরে নয়। এখন আমাদের উচিত ফোরাম কে ভালভাবে উন্নিত করা। আমরা যারা এই ফোরামে কাজ করব সবাই কে মনে রাখতে হবে যে এটা আমার ফোরাম তাই সবাই কে সেভাবেই কাজ করতে হবে এবং সকল প্রকার নিয়মবর্হিভূত কাজ থেকে নিজেকে রক্ষা করতে হবে। আশা করি ফোরাম এর জনপ্রিয়তা বাড়ার সাথে সাথে বেশি বেশি বাউন্টি ও আসা শুরু করবে।
-
আমি বাউন্টি কাজ শুরো করতে চাইছি কিন্তু আমি বুজতে পারছিনা যে আমি কি ভাবে বাউন্টি কাজ শুরো করতে পারি আমার বাউন্টি করা সম্পর্কে ভাল কোন দরনা নেই জদি আপনাদের মধ্যে কেউ জানেন তাহলে আমি বাউন্টির কাজ শুরো করতে পারব ।
বাউন্টি করতে হলে আপনার Facebook,twitter,LinkedIn,reddit etc এই আইডি গুলো থাকতে হবে।যে বাউন্টি ই করেন না কেন উপরে দেওয়া আছে দেখে দেখে সেই গুলিতে অ্যাড হবেন।তার পরে লেখা আছে কয়টা Share&likes করতে বলে and কয়টা posts করতে বলে সেই অনুযায়ী আপনাকে কাজ করতে হবে।
-
আল্ট্রা কয়েন ফুরাম এ দেখা জাচ্ছে ঠিক মত বাউন্টি দেয়া হচ্ছেনা। এই সাইটে বিটকয়েন এর মত বাউন্টি পাওয়ার সম্ভাবনা আছে..??
বিটকয়েন অনেক আগের ফোরাম। এ ফোরাম খুবই জনপ্রিয় এজন্য এই ফোরামে বাউল আনা হয় বেশি। বাউন্টি ফোরমের মত যদি আলট কয়েন ফোরাম জনপ্রিয় হয় তাহলে এ ফোরামে বাউন্টি আসবে। এই ফোরামে যে বাউন্টি আসছে আমরা সবাই অ্যাড হয়ে বাউন্টিতে কাজ করতে হবে যদি কাজ না করি তাহলে বাউন্টি ছাড়তে ম্যানেজাররা আগ্রহ হবে না।
-
আল্ট্রা কয়েন ফুরাম এ দেখা জাচ্ছে ঠিক মত বাউন্টি দেয়া হচ্ছেনা। এই সাইটে বিটকয়েন এর মত বাউন্টি পাওয়ার সম্ভাবনা আছে..??
প্রথম যেকোন জিনিসের মুল্য থাকে বেশি, তাই বিটকয়েনটকের মতো এখনো এই সাইট হয়নি। আশা করা যায় এটি আরো উন্নত হবে। ইতিমধ্যে আমরা লক্ষ করেছি যে বাউন্টি ডিটেকটিভ এর ক্যাম্পেইন এখানে আসছে। সুতরাংং বাউন্টি যে আসে না ঠিক তা নয়, তবে আশা করা যায় আরো অনেক বাউন্টি আসবে কিন্তু আমাদের কাজ হলো ফোরামটিকে প্রাণবন্ত রাখা, শিক্ষামুলক পোষ্ট করা তাহলেই এর ডিমান্ড আরো বাড়বে।
-
বিটকয়েন ফোরাম এর অনেক জনপ্রিয়তা এর ফলে এখানে অনেক ভালো ভালো ক্যাম্পিয়ান আসে। আবার দেখা যায় অ্যালার্ট কয়েন ফোরাম ঐরকম বেশি বাউন্টি আসছে না। আস্তে আস্তে যখন বিটকয়েন ফোরামের মত জনপ্রিয়তা থাকবে অবশ্যই অ্যালার্ট কয়েন ফোরামে অবশ্যই ভালো ভালো ক্যাম্পিয়ান এখানে আসবে।
-
আপনি ভালো করে লক্ষ্য করলে দেখবেন বিটকয়েন হলো অনেক পুরাতন সাইট। যেটা সারা বিশ্বে পরিচিতি লাভ করেছে। কিন্তু দেখা যায় এলাট কয়েন ফোরাম কিছুদিন হলো এসেছে যার কারণে এর জনপ্রিয়তা বৃদ্ধি পেতে হলে আরো কিছুদিন সময় অপেক্ষা করতে হবে।
-
আল্ট্রা কয়েন ফুরাম এ দেখা জাচ্ছে ঠিক মত বাউন্টি দেয়া হচ্ছেনা। এই সাইটে বিটকয়েন এর মত বাউন্টি পাওয়ার সম্ভাবনা আছে..??
আল্টা কয়েন হবে না ভাই। এ লোট কয়েন হবে।বানানগুলো একটু ভাল ভাবে করবেন তাহলে বুঝতে সুবিধা হবে। এ ফোরামে বাউন্টি না আসার কারণ হচ্ছে সবাই বিটকয়েন থেকে জয়েন হয়। বিটকয়েনের মত যদি এ লোট ফোরামে জয়েন হয় তাহলে এলট কয়েনও বাউন্টি ফোরাম ছাড়া হবে।
-
আল্টাকয়েন ফোরাম একটি নতুন ফোরাম এখানে অল্প কিছু বান্ট্রি আর এয়ারড্রপ আসে কিন্তু বিটকয়েন হলো একমাত্র ফোরাম যেখানে প্রচুর পরিমানে বান্ট্রি ও এয়ারড্রপ আসে। তাই এখানে আপনারা যদি কাজ করেন তাহলে এখান থেকে অল্প ইনকাম করতে পারেন । আমার মনে হয় বিটকয়েন ফোরাম এর পাশাপাশি আমরা যদি আল্টাকয়েনে কাজ করি তাহলে এখান থেকে অনেক ইনকাম করা সম্ভব। আমার মনে হয় এখানে ভবিষ্যতে অনেক বান্ট্রি ও এয়ারড্রপ আসবে।
আপনার এই গুরুত্বপূর্ণ পোস্ট দেওয়ার জন্য আপনাকে অনেক ধন্যবাদ। এই পোস্টটি দেখে নতুন ইউজার রা অনেক কিছু শিখতে পারবে।
-
আল্ট্রা কয়েন ফুরাম এ দেখা জাচ্ছে ঠিক মত বাউন্টি দেয়া হচ্ছেনা। এই সাইটে বিটকয়েন এর মত বাউন্টি পাওয়ার সম্ভাবনা আছে..??
এই ফোরামে এখন মোটামুটি অনেক বাউন্টি আছে। বিট কয়েনের মতো জনপ্রিয়তা লাভ করবে হয়তো একটু সময় লাগবে। তবে এই ফোরামের যে বাউন্টি গুলো আসে সবগুলোই কিন্তু হিউজ পরিমাণে সাকসেস হচ্ছে।
-
আমাদের যারা সিনিয়রএবং মডারেটর ভাই আছন তারা চেষ্টা করছেন বিটকয়েনটলকের মতো আমাদের এই ফরমে বাউন্টি আনার। বিটকয়েনটলকে যেমন বাউন্টি আছে আমাদের এই ফরমেও তেমনি বাউন্টি থাকবে। তবে হ্যা এলটকয়েনে যে বাউন্টি গুলা আসে সব গুলা লেজিট। আমরা চাই স্কামার বাউন্টি আমাদের ফরমে না আনাটাই ভালো। তবে সিনিয়র ভাইয়ারা আছেন তারা আমার থেকে অনেক ভালো জানেন ও বুজেন তারা আমাদের অবশ্য সাহায্য করবেন।
-
আল্ট্রা কয়েন ফুরাম এ দেখা জাচ্ছে ঠিক মত বাউন্টি দেয়া হচ্ছেনা। এই সাইটে বিটকয়েন এর মত বাউন্টি পাওয়ার সম্ভাবনা আছে..??
অবশ্যই বিট কয়েনের মতো বাউন্টি পাওয়া সম্ভব আপনারা যদি ফোরামে ঠিকমতো সময় দেন। ইউজার সংখ্যা কমে গেলে ফোরামে ভালো বাউন্টি আশা করা যাবেনা। ধৈর্য ধরে ফোরামে লেগে থাকুন দেখবেন বিট কয়েনের মতো এ ফোরামেও ভালো ভালো বাউনটি আসবে।
-
আমাদের যারা সিনিয়রএবং মডারেটর ভাই আছন তারা চেষ্টা করছেন বিটকয়েনটলকের মতো আমাদের এই ফরমে বাউন্টি আনার। বিটকয়েনটলকে যেমন বাউন্টি আছে আমাদের এই ফরমেও তেমনি বাউন্টি থাকবে। তবে হ্যা এলটকয়েনে যে বাউন্টি গুলা আসে সব গুলা লেজিট। আমরা চাই স্কামার বাউন্টি আমাদের ফরমে না আনাটাই ভালো। তবে সিনিয়র ভাইয়ারা আছেন তারা আমার থেকে অনেক ভালো জানেন ও বুজেন তারা আমাদের অবশ্য সাহায্য করবেন।
হান্ডেট পার্সেন্ট স্কামার ফ্রী ফোরাম পাওয়া মোটেই সম্ভব নয়। তবে বিটকয়েন্টক এর চেয়ে এই ফোরামে স্পামার ইউজার সংখ্যা কম।
-
বাউন্টি আসলেই একটি অসাধারন প্রজেক্ট এই প্রজেক্টে কাজ করে অনেক মজা পাওয়া যায় ধৈর্য ধরে প্রজেক্টে কাজ করলে ভবিষ্যতে অনেক লাভবান হওয়া যাবে আমি নিজেও বাউন্টি করি আপনারা যারা বাইন্টি করেন তারা রেগুলার বাউন্টি করে যান এবং ধৈর্য ধারণ করে
-
আমরা এ ফোরামে তেমন উল্লেখযোগ্য বাউন্টি পাই না। যার কারনে সবােই কে দির্ঘ সময় বসে থাকতে হয় কাজের জন্য। আমি এই ফোরামের সাথে যারা সম্পৃক্ত তাদের সবাই কে অনুরোধ করব যে যতদুত সম্ভব তারাতারি বাউন্টি আনার জন্য।
-
এই আল্টাকয়েন ফোরাম নতুন এখানে এখন ঠিকমতো বান্ট্রি আসে না কারন এই ফোরামে এখন ফ্যাক বান্ট্রি আসে না এই ফোরামে এখন যে সব বান্ট্রি আসে সবগুলোই ভালো প্রজেক্ট । আমার মনে হয় ভবিষ্যতে এখানে অনেক বান্ট্রি আসবে।
ভাই আপনি ঠিক বলেছেন যে এ লোট কয়েন ঠিকমতো বাউন্টি আসে না তবে যা আসে সবগুলো ভালো প্রজেক্ট আছে এবং সামনের দিকে আরো ভালো বান্টি আসবে ধন্যবাদ
-
বিটকয়েন্টক অনেক পুরাতন একটা ফোরাম। তাই জনপ্রিয়তার শীর্ষে রয়েছে এই ফোরামটি। কোন ফোরাম কতটা জনপ্রিয় সেটি নির্ভর করে ফোরামে কি পরিমান বাউন্টি আসছে তার উপর। সে দিক থেকে ধরতে গেলে আমাদের এলটকয়েন ফোরামের জনপ্রিয়তাও কম নয়। কারণ এখানে এখন অনেক ভালো ভালো বাউন্টি আসতে শুরু হয়েছে। যেখানে এই ফোরামের জন্ম মাত্র তিন বছর ধরে। আমি মনে করি এই তিন বছরেই এই ফোরাম অনেকটাই এগিয়ে গিয়েছে। আশা করি ভবিষ্যতে আরো এগিয়ে যাবে আমাদের এই ফোরাম।
-
আল্ট্রা কয়েন ফুরাম এ দেখা জাচ্ছে ঠিক মত বাউন্টি দেয়া হচ্ছেনা। এই সাইটে বিটকয়েন এর মত বাউন্টি পাওয়ার সম্ভাবনা আছে..??
এই ফোরামে এখন মোটামুটি অনেক বাউন্টি আছে। বিট কয়েনের মতো জনপ্রিয়তা লাভ করবে হয়তো একটু সময় লাগবে। তবে এই ফোরামের যে বাউন্টি গুলো আসে সবগুলোই কিন্তু হিউজ পরিমাণে সাকসেস হচ্ছে।
ভাই আপনি ঠিক বলেছেন আমাদের এই এলট কয়েন ফোরামে যতোগুলা বাউন্টি আসে তার বেশিরভাগই ভালো মানের এবং সাকসেস হয়। আমি মনে করি ধীরে ধীরে এই ফোরামে আরো ভালো ভালো বাউন্টি আসতে শুরু করবে। এবং জনপ্রিয়তাও বাড়তে থাকবে। সিনিয়র ভাইদের হাত ধরে আমাদের এই ফোরাম আরো এগিয়ে যাবে বলে আমি আশাবাদী।
-
আল্ট্রা কয়েন ফুরাম এ দেখা জাচ্ছে ঠিক মত বাউন্টি দেয়া হচ্ছেনা। এই সাইটে বিটকয়েন এর মত বাউন্টি পাওয়ার সম্ভাবনা আছে..??
অবশ্যই বিট কয়েনের মতো বাউন্টি পাওয়া সম্ভব আপনারা যদি ফোরামে ঠিকমতো সময় দেন। ইউজার সংখ্যা কমে গেলে ফোরামে ভালো বাউন্টি আশা করা যাবেনা। ধৈর্য ধরে ফোরামে লেগে থাকুন দেখবেন বিট কয়েনের মতো এ ফোরামেও ভালো ভালো বাউনটি আসবে।
ঠিক বলেছেন ভাই আসলে ঠিকমত সময় দিলে অবশ্যেই ভালো বাউন্টি আর ক্যাম্পেইন গুলা পাওয়া যায় কিছু আমরা ঠিক্মত সময় দিতে চাইনা বা পারিনা এই কারনেই মুলত বাউন্টি বা ক্যাম্পেইন অনেক কম পাই।
-
বিটকয়েন কে ক্রিপ্টোকারেন্সি কেন্দ্রবিন্দু বললে ভুল হবে না। ক্রিপ্টোকারেন্সি একটি মাধ্যম হলো বিটকয়েন। তাই বিটকয়েনে বাউন্টি এবং এয়ার্ড্রপ এলার্টঃ কয়েন এর তুলনায় বেশি পরিমাণ আসে। এলার্টঃ করে নে আমাদের সকল মেম্বারকে নিয়মিত একটিভ থাকতে থাকতে হবে এবং নতুন মেম্বারদেরকে রেফার করতে হবে। তাহলে দেখা যাবে একপর্যায়ে এলার্ট কয়েন বিট কয়েনের মতো হবে। এবং অধিক পরিমাণ বাউন্টি এবং এয়ার্ড্রপ আসবে।
-
আল্ট্রা কয়েন ফুরাম এ দেখা জাচ্ছে ঠিক মত বাউন্টি দেয়া হচ্ছেনা। এই সাইটে বিটকয়েন এর মত বাউন্টি পাওয়ার সম্ভাবনা আছে..??
ভাই আপনি হয়তো জানেন না। এই ফোরামে এখন অনেক ভালো ভালো বাউন্টি আসতে শুরু করেছে। এবং অনেক ভালো ভালো বাউন্টি এখনো চলছে। আশা করা যাচ্ছে সামনে আরো ভালো ভালো বাউন্টি আসবে এই ফোরামে।
-
আল্ট্রা কয়েন ফুরাম এ দেখা জাচ্ছে ঠিক মত বাউন্টি দেয়া হচ্ছেনা। এই সাইটে বিটকয়েন এর মত বাউন্টি পাওয়ার সম্ভাবনা আছে..??
ইতিমধ্যে ফোরামে অনেকগুলো বাউন্টি ক্যামব্রিয়ান চলছে আপনি চাইলে সেগুলোতে জয়েন করতে পারেন। আর ভবিষ্যতে বিট কয়েনের মতো ফ্রম হয়ে যাবে এটি। অনেক বাউন্টি ম্যানেজার এখানে চলে এসেছে। দিন যত যাচ্ছে এ ফোরামের উন্নতি তত বৃদ্ধি পাচ্ছে।
-
অবশ্যই সম্ভাবনা আছে, আপনাকে এবং আমাকে যে কাজটা করতে হবে তা হল বেশি বেশি একটিভ হয়ে ফোরামে এক্টিভিটি বাড়াতে হবে, যতগুলো মেম্বার আছে তারা সবাই যদি ফোরামে একটিভ হয় এবং অন্যদেরকে এখানে রেফার করে তাহলে একদিন এই ফোরামটা বিটকয়েন্টক এর মতই হয়ে উঠবে আশা করি :)
আপনার সাথে আমি একমত কারণ আমরা এই বাংলা ফোরামে যত বেশি একটিভ থাকব ফোরামের অ্যাক্টিভিটি তত বাড়বে। তাই বিভিন্ন বাউন্টি বিনিয়োগকারী ম্যানেজাররা বেশি বেশি বাউন্টি লঞ্চ করবেন। তাই আমাদের বেশি বেশি একটিভ থাকতে হবে।
-
আমরা যতবেশি একটিভ থাকব এখানে আস্তে ধীরে বাউন্টির পরিমান বাড়তে থাকবে। বিটকয়েনটকেও শুরুতে এত বাউন্টি আসত না। ওখানেও আস্তে ধীরে লোকজন বাড়ছে। তারা একটিভিস বাড়াইছে এ জন্য সেখানে নতুন নতুন বাউন্টি আসছে। একটা বিষয় সবসময় মনে রাখতে হবে, সবাই সবসময় তেলা মাথায় তেল দেয়, শুকনো মাথায় কেউ তেল দিতে চায় না। বিটকয়েনটকে মেম্বার অনেক বেশি তাদের একটিভিটি বেশি এজন্য সেখানে অহরহ বাউন্টি আসছে। এখানে ও যদি আমরা সবাই একটিভ থাকি নতুন নতুন মেম্বার এড করতে পারি তাহলে এখানে ও ভালো ভালো বাউন্ট প্রোজেক্ট আসবে।
-
বিটকয়েন ফোরাম যখন নতুন এসেছিল তখনও কিন্তু প্রথম প্রথম অ্যাক্টিভ সংখ্যা কম ছিল।আস্তে আস্তে দেখা গেছে সেখানে অ্যাক্টিভ সংখ্যা বাড়তে শুরু করেছে আর সেই সাথে সাথে তার জনপ্রিয়তা বেড়ে গিয়েছে।এজন্য এই ফোরামে আমাদের সবাইকেই নিয়মিত একটিভ থাকতে হবে এবং অ্যাক্টিভ সংখ্যা বাড়াতে হবে তাহলে দেখা যাবে এই ফোরামে অনেক ভালো ভালো বাউন্টি আসতে শুরু করেছে। এবং এই ফোরামে যেগুলো বাউন্টি আছে সেগুলো কিন্তু অনেক ভালো এবং সাকসেসফুল। এভাবে যদি বাউন্টি আসতে থাকে তাহলে দেখা যাবে বিটকয়েন ফোরামের মতো উন্নত হবে ইনশাল্লাহ।
-
আমি এই ফোরামের নতুন সদস্য তাই বাউন্টি সম্পর্কে বেশি কিছু বলতে পারব না। বাউন্টি অল্পসংখ্যক গ্রুপ আছে যে গ্রুপগুলো খুঁজে পাওয়া কষ্টকর। এর মধ্যে থেকে বাউন্টি এগুলো স্পাম করে থাকে।
-
আমি এই ফোরামের নতুন সদস্য তাই বাউন্টি সম্পর্কে বেশি কিছু বলতে পারব না। বাউন্টি অল্পসংখ্যক গ্রুপ আছে যে গ্রুপগুলো খুঁজে পাওয়া কষ্টকর। এর মধ্যে থেকে বাউন্টি এগুলো স্পাম করে থাকে।
আমি মনে করি, আপনার ভালোভাবে রুলস গুলো পড়া উচিত। আপনি যদি বাউন্টি গুলো তে জয়েন করতে চান। তাহলে বাউদিসেক্স অন এ ভিজিট করুন।
-
বর্তমানে এখানে অনেক বেশি বাউন্টি প্রচারণা চলে। বেশিরভাগ বাউন্টি প্রচারণা গুলো বিটকয়েন্টক থাকে। তবে বর্তমানে প্রচারণা গুলো এখানেও আসতে শুরু করেছে। কারণ এই ফোরাম এখন বেশ জনপ্রিয়।
-
বাউন্টি ফোরাম টি খুবই জনপ্রিয়। কিন্তু জনপ্রিয়তা বেশিদিন থাকবে না বলে মনে হয় বর্তমানে বাউন্টি ফোরাম দিতে বেশি প্রতারণা হয়ে থাকে।
-
আল্ট্রা কয়েন ফুরাম এ দেখা জাচ্ছে ঠিক মত বাউন্টি দেয়া হচ্ছেনা। এই সাইটে বিটকয়েন এর মত বাউন্টি পাওয়ার সম্ভাবনা আছে..??
হ্যাঁ ভাই আপনি ঠিকই বলেছেন বিটকয়েন্টক এর মত আমাদের এই ফোরামে সকল বাউন্টি আসে না তবে আমাদের এই ফোরামে যেসকল বাউন্টি আসে সবগুলোই একদম ভালো মনে হয় তবে আশা করা যায় আর কিছুদিন গেলেই আমাদের এই ফোরামে সব ধরনের বাউন্টি দেওয়া হবে বলে আমি মনে করি কেননা যতদিন যাচ্ছে আমাদের এই ফোরামের জনপ্রিয়তা ততই বৃদ্ধি পাচ্ছে যখন বিটকয়েন্টক এর মত আমাদের এই ফোরামের জনপ্রিয়তা পাবে তখন সব বাউন্টি দেওয়া হবে
-
বাউন্টি ফোরাম টি খুবই জনপ্রিয়। কিন্তু জনপ্রিয়তা বেশিদিন থাকবে না বলে মনে হয় বর্তমানে বাউন্টি ফোরাম দিতে বেশি প্রতারণা হয়ে থাকে।
আপনার কথা কিন্তু ভাই আমি একটা বিষয় বুঝতে পারি নাই। আপনি বলেছেন এর আউন্টি এর জনপ্রিয়তা থাকবে না। যত সময় যাচ্ছে বাউন্টি হান্টার এর পরিমান বৃদ্ধি পাচ্ছে। আগের তুলনায় বর্তমানে দেখা যায় বাউন্টিতে অনেক ইউজার বেশি। বাউন্টি করে কিছু কিছু প্রেমেন্ট পাওয়া যায় সব বাউন্টি সাকসেস হয় না কিন্তু বাউন্টি করে মাস্ট কিছু না কিছু পাওয়া যাবে। যে কারণে সবাই বাউন্টি করছে।
-
আমাদের এলার্টঃ কয়েন ফোরামে জনপ্রিয়তা আস্তে আস্তে বৃদ্ধি পাচ্ছে। কিন্তু বিট কয়েনের মতো জনপ্রিয়তা অর্জন করতে হলে সবাইকে পরিশ্রম করতে হবে এই ফোরামের প্রতি এবং আরো ইউজার সংখ্যা বাড়াতে হবে। এক সময় অবশ্যই এই ফোরামে বিটকয়েন ফোরামের মত বাউন্টি আসবে।
-
আমি মনে করি অ্যালার্ট কয়েনে ফোরামে বিটকয়েন ফোরামের মত বাউন্টি আনা হোক। বিটকয়েন ফর আমি অনেক ভালো আছি। কিন্তু এলাকার ফোরামের কেমন বাউন্টি নেই। আশা করি বিভিন্ন মডারেটর ভাইরা সম্বন্ধে পদক্ষেপ নিচ্ছেন। তারা খুব শিগ্রই বাউন্টি আনার ব্যবস্থা করবে
-
যদিও বিট কয়েনের মতো এখনো জনপ্রিয় হয়নি তাই এখানে বেশী বাউন্টি পাওয়া যায় না। আপনি আপনা পোস্টর ধরণ টা ভালো করুন বানানগুলো শুদ্ধ করে লেখ। নিয়মিত এখানে কাজ করলে ফোরাম টাকে জনপ্রিয়তা করতে পারলে অবশ্যই বিটকয়েনের থেকে বাউন্টি বেশি পাওয়া যাবে এবং স্পামিং কম হবে।
-
আল্ট্রা কয়েন ফুরাম এ দেখা জাচ্ছে ঠিক মত বাউন্টি দেয়া হচ্ছেনা। এই সাইটে বিটকয়েন এর মত বাউন্টি পাওয়ার সম্ভাবনা আছে..??
এভাবে কথা বললে কাজ হবে না ভাই এখানে দীর্ঘদিন পরিশ্রম করে সফলতা অর্জন করতে হয় তাই আপনাকে বলবো যে আপনি ধীরেসুস্থে কাজ করতে থাকুন আপনি একদিন সফল হবেনই
-
আল্ট্রা কয়েন ফুরাম এ দেখা জাচ্ছে ঠিক মত বাউন্টি দেয়া হচ্ছেনা। এই সাইটে বিটকয়েন এর মত বাউন্টি পাওয়ার সম্ভাবনা আছে..??
আপনি দীর্ঘদিন ধরে ফোরামের বাইরে আছেন তাই আপনাকে আর কি বলব এই মুহূর্তে বাউন্টি অনেক অনেক বেশি আগের তুলনায়। আপনি একটিভ থাকুন দেখবেন অনেক ভালো ভালো বাউন্টি প্রতিনিয়ত আপডেট হচ্ছে।
-
এই আল্টাকয়েন ফোরাম নতুন এখানে এখন ঠিকমতো বান্ট্রি আসে না কারন এই ফোরামে এখন ফ্যাক বান্ট্রি আসে না এই ফোরামে এখন যে সব বান্ট্রি আসে সবগুলোই ভালো প্রজেক্ট । আমার মনে হয় ভবিষ্যতে এখানে অনেক বান্ট্রি আসবে।
হা ভাই আমি আপনার সাথে এক মত। আমিও অনেক আশাবাদী যে ভবিষ্যতে এখানে অনেক বান্ট্রি আসবে।
-
আল্ট্রা কয়েন ফুরাম এ দেখা জাচ্ছে ঠিক মত বাউন্টি দেয়া হচ্ছেনা। এই সাইটে বিটকয়েন এর মত বাউন্টি পাওয়ার সম্ভাবনা আছে..??
বাউন্টি বিষয় সম্পর্কে আর কি বলব।অনেক আগে দেখা যেত যে বাড়িতে অনেকদিন কাজ করলে বা সেই কাজ শেষ হলে কোন পেমেন্ট পাওয়া। মানে হঠাৎ করে বন্ধ করে দিত।কিন্তু এখন দেখা যাচ্ছে যে কিছু কিছু বাউন্টিতে কাজ করলে 100% পেমেন্ট পাওয়া যায় বাহনটি বিষয় নিয়ে আমার ভালো কিছু বলার নেই।
-
যেকোনো বাউন্টি আসুক না কেন সেটাকে আমরা কখনোই ছোট চোখে দেখবো না। বর্তমানেঅনেক ইউজার রয়েছে যারা সবসময়ই খুঁজে যাচ্ছে কোন বানানটি গুলো ভালো হবে সেগুলো দেখে দেখে বাউন্টি করছে।কিন্তু অনেক সময় দেখা গেছে হয়তো এই প্রজেক্টটা ভালো হবেনা এই ভেবে অনেকেই সেটাই জয়েন করে না। কিন্তু মাঝেমধ্যে সেই প্রজেক্টগুলো এতটাই ভাল হয় যে সেটা ধারনার বাহিরে। প্রজেক্ট সাকসেস হোক বা না হোক তা সত্ত্বেও আমরা বাউন্টিতে কাজ করব বেশি বেশি।
-
আল্ট্রা কয়েন ফুরাম এ দেখা জাচ্ছে ঠিক মত বাউন্টি দেয়া হচ্ছেনা। এই সাইটে বিটকয়েন এর মত বাউন্টি পাওয়ার সম্ভাবনা আছে..??
বাউন্টি বিষয় সম্পর্কে আর কি বলব।অনেক আগে দেখা যেত যে বাড়িতে অনেকদিন কাজ করলে বা সেই কাজ শেষ হলে কোন পেমেন্ট পাওয়া। মানে হঠাৎ করে বন্ধ করে দিত।কিন্তু এখন দেখা যাচ্ছে যে কিছু কিছু বাউন্টিতে কাজ করলে 100% পেমেন্ট পাওয়া যায় বাহনটি বিষয় নিয়ে আমার ভালো কিছু বলার নেই।
বাউন্টি সেকশন যতই ভালো হোক কখনোই হান্ডেট পার্সেন্ট পেমেন্ট পাওয়া সম্ভব নয়।যদি হান্ডেট পার্সেন্ট পেমেন্ট পাওয়া যেত তাহলে সবাই প্রত্যেক মাসে লক্ষ লক্ষ টাকা ইনকাম করতে পারত। আপনি শতকরা 30-40 পার্সেন্ট ধরতে পারেন সাকসেস হওয়ার জন্য
-
আল্টাকয়েন ফোরাম একটি নতুন ফোরাম এখানে অল্প কিছু বান্ট্রি আর এয়ারড্রপ আসে কিন্তু বিটকয়েন হলো একমাত্র ফোরাম যেখানে প্রচুর পরিমানে বান্ট্রি ও এয়ারড্রপ আসে। তাই এখানে আপনারা যদি কাজ করেন তাহলে এখান থেকে অল্প ইনকাম করতে পারেন । আমার মনে হয় বিটকয়েন ফোরাম এর পাশাপাশি আমরা যদি আল্টাকয়েনে কাজ করি তাহলে এখান থেকে অনেক ইনকাম করা সম্ভব। আমার মনে হয় এখানে ভবিষ্যতে অনেক বান্ট্রি ও এয়ারড্রপ আসবে।
আপনার কথাগুলো সত্য আসলে এলার্টঃ কয়েন ফর্ম এর জনপ্রিয়তা বিটকয়েনের মত পায়নি এখনো। তাই বিট কয়েনের মতো অ্যালার্ট কয়েন ফোরামে বাউন্টি বেশি পাওয়া যায় না। পরবর্তীতে বিটকয়েন ফোরামের মত এলাট কয়েন ফোরামে ও ভালো বাউন্টি গুলো আসবে।
-
বেশ কিছু দিন আগেও দেখেছি নতুন নতুন বাউন্টি আসত ফোরামে। এখন কিছুটা কমে গেছে। তবে আমার মনে হয় যদি সব ম্যানেজাররা কাজ নুতন করে কাজ নিয়ে আসে তাহলে সব ঠিক হয়ে যাবে। তাছাড়া এ বছর মাত্র শুরু হয়েছে। আশা করি কয়েকদিনের মধ্যে সব ঠিক হয়ে যাবে।
-
আমি মনে করি কোন কিছুই অসম্ভব নয়। এলার্টঃ কয়েন এর তুলনায় বিটকয়েন অনেক আগের এবং বেশি জনপ্রিয় একটি ফোরাম। এবং অ্যালার্ট কয়েন হচ্ছে দ্বিতীয় জনপ্রিয় ফোরাম।আমরা যারা এলার্ট কয়েন ফোরামের সদস্য আছে তারা যদি নিয়মিত একটিভ থেকে কনস্ট্রাক্টিভ পোস্ট করতে থাকি তাহলে আমি মনে করি একসময় এই ফোরামটি বিটকয়েন এর চেয়ে বেশি জনপ্রিয়তা লাভ করবে। তাই আমাদের এই ফোরামের সাথে সকলের নিয়মিত একটিভ থেকে কাজ করা উচিত।
-
এটা অনেক পুরনো টপিক। টপিকটি তৈরি করা হয়েছে 2018 সালে। এখানে আলোচনা করা আমাদের পক্ষে স্পামিং হবে। আমরা সবাই পুরনো টপিকে আলোচনা বন্ধ করি। মডারেটর বাইকের দৃষ্টি আকর্ষণ করছি সেজন্য টপিকটি লক করে দেয়। এই টপিকটি তে প্রচুর পরিমাণ স্পামিং পোস্ট করা হচ্ছে। বাউন্টি বিষয় নিয়ে ইতিমধ্যে অনেকগুলো টপিক তৈরি করা হয়েছে। যারা বাউন্টি সম্পর্কে কিছু জানে না তাদেরকে টপিক গুলো পড়ার জন্য অনুরোধ করা হলো।
-
অফটপিক। পুরনো আলোচনা। তাই লক করে দিলাম। সবাই স্পামিং থেকে দূরে থাকুন। স্পামিং করার জন্য পোস্টে কমেন্ট করার দরকার। স্পামিং পোস্ট দেখলে রিপোর্ট দিবেন।